চুলের যত্নে টমেটো?

হ্যাঁ, ঠিকই শুনেছেন! রান্নাঘরের এই সবজিটাই হতে পারে আপনার চুলের অনেক সমস্যার সমাধান। আসুন, দেখে নিই কীভাবে।

List

Image Source: istockphoto.com

চুলের হাজার সমস্যা?

চুল পড়া, খুশকি ও রুক্ষতায় জেরবার? কেমিক্যাল ছাড়াই ঘরোয়া টোটকায় ভরসা রাখুন। হাতের কাছের টমেটোই আপনার চুলকে করে তুলবে নরম আর ঝলমলে।

List

Image Source: istockphoto.com

চুল পড়া কমবে

টমেটোতে এমন সব ভিটামিন আর অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা চুলের গোড়া মজবুত করে। এটি মাথার ত্বক পরিষ্কার রাখে আর চুল পড়া কমাতে সাহায্য করে।

List

Image Source: istockphoto.com

খুশকির যম টমেটো

টমেটোর প্রাকৃতিক অ্যাসিড মাথার ত্বকের ব্যালান্স ঠিক রাখে। এতে খুশকি তৈরির জীবাণু জন্মাতে পারে না। চুলকানিও কমে যায়।

List

Image Source: istockphoto.com

চুল হবে নরম ও ঝলমলে

টমেটো একটা দারুণ প্রাকৃতিক কন্ডিশনার। এটা ব্যবহার করলে চুল হয় নরম, मुलायम আর ঝরঝরে। চুলের হারিয়ে যাওয়া জেল্লাও ফিরে আসে।

List

Image Source: istockphoto.com

চুল হবে লম্বা ও মজবুত

টমেটোতে আছে প্রচুর পুষ্টি। এর ভিটামিন সি চুলকে বাড়তে সাহায্য করে আর চুল ভেঙে যাওয়ার সমস্যাও কমিয়ে দেয়।

List

Image Source: istockphoto.com

অকালে চুল পাকা আটকায়

অল্প বয়সেই চুলে পাক ধরছে? টমেটোতে থাকা বিশেষ উপাদান চুলের স্বাভাবিক রঙ ধরে রাখতে সাহায্য করে। অকালে চুল পেকে যাওয়ার সমস্যা অনেকটাই কমে।

List

Image Source: istockphoto.com

হেয়ার প্যাক ১ - খুশকির জন্য কীভাবে বানাবেন?

৩টে পাকা টমেটো চটকে, ২ চামচ লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ৩০ মিনিট পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

List

Image Source: istockphoto.com

হেয়ার প্যাক ২ - চুল হবে ঘন আর চকচকে।

পাকা টমেটো বাটার সাথে ক্যাস্টর অয়েল মিশিয়ে হালকা গরম করে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ১-২ ঘণ্টা পর শ্যাম্পু করুন।

List

Image Source: istockphoto.com

হেয়ার প্যাক ৩ - কন্ডিশনার হিসেবে

২টো পাকা টমেটোর পেস্ট আর ২ চামচ মধু মিশিয়ে চুলে লাগান। আধ ঘণ্টা শাওয়ার ক্যাপ পরে থেকে ধুয়ে ফেলুন, চুল নরম হয়ে যাবে।

List

Image Source: istockphoto.com

সবচেয়ে সহজ উপায় - এতকিছু করার সময় নেই?

টাটকা টমেটোর রস মাথায় হালকা করে ম্যাসাজ করুন। ৩০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। চাইলে অ্যালোভেরা জেলও মেশাতে পারেন।

List

Image Source: istockphoto.com

একটু খেয়াল রাখুন - এই সবই ঘরোয়া টোটকা।

যেকোনো প্যাক ব্যবহারের আগে কানের পেছনে প্যাচ টেস্ট করে নিন। সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

List

Image Source: istockphoto.com