চিনে নিন এই 'আশ্চর্য উদ্ভিদ'-কে আর জানুন সৌন্দর্য চর্চায় এর দারুণ সব গুণ।
Image Source: istockphoto.com
এটি অ্যালো গাছের পাতার ভেতরে থাকা একটি স্বচ্ছ, উপকারী জেল। ভিটামিন ও খনিজে ভরপুর এই জেল ত্বক আর চুলকে হাইড্রেট রাখার জন্য দারুণ।
Image Source: istockphoto.com
মুখের ত্বকের যত্নে অ্যালো ভেরা এনে দিতে পারে দারুণ বদল। চলুন দেখি, কীভাবে।
Image Source: istockphoto.com
এটি ত্বকের ছিদ্র (pores) বন্ধ না করেই গভীর থেকে আর্দ্রতা জোগায়। বিশেষ করে শুষ্ক ত্বকের জন্য এটি খুবই উপকারী।
Image Source: istockphoto.com
এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ব্রণ ও ত্বকের জ্বালা কমায়, তেলতেলে ভাব নিয়ন্ত্রণ করে এবং ব্রণের দাগ হালকা করে।
Image Source: istockphoto.com
ভিটামিন C ও E-তে ভরপুর এই জেল ত্বকের কালচে ছোপ হালকা করে। এটি কোলাজেন তৈরিতে সাহায্য করে এবং ফাইন লাইন ও বলিরেখার ছাপ কমায়।
Image Source: istockphoto.com
এর গুণ শুধু ত্বকের মধ্যেই সীমাবদ্ধ নয়! আপনার চুল ও স্ক্যাল্পেরও চাই অ্যালো ভেরার যত্ন।
Image Source: istockphoto.com
এটি স্ক্যাল্পের শুষ্কতা, চুলকানি ও অস্বস্তি কমায়। স্ক্যাল্প পরিষ্কার রেখে খুশকির সমস্যাও অনেক কমিয়ে দেয়।
Image Source: istockphoto.com
এটি হেয়ার ফলিকল পরিষ্কার রেখে নতুন চুল গজাতে সাহায্য করে। চুলকে কন্ডিশন করে, উশকোখুশকো ভাব কমায় এবং চুলকে করে তোলে নরম ও ঝলমলে।
Image Source: istockphoto.com
1) শুষ্ক ত্বকের জন্য - অ্যালো জেল + মধু + কলা। 2) ব্রণের জন্য - অ্যালো জেল + নিম পাতা বাটা + গোলাপ জল। মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন!
Image Source: istockphoto.com
চুলকে গভীরভাবে কন্ডিশন করতে ২ চামচ অ্যালো জেলের সাথে ৩ চামচ নারকেল তেল মেশান। পুরো স্ক্যাল্পে আর চুলে ভালো করে মাখুন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।
Image Source: istockphoto.com
মুখে বা স্ক্যাল্পে ব্যবহারের আগে, হাতে বা কনুইয়ে প্যাচ টেস্ট করে অ্যালার্জি হচ্ছে কিনা দেখে নিন।
Image Source: istockphoto.com