ত্বকের জেল্লা বাড়াতে চান?

ত্বক হবে কাঁচের মতো স্বচ্ছ! খান এই খাবারগুলি, আর পান উজ্জ্বল ত্বক।

List

Image Source: istockphoto.com

স্ট্রবেরি

এতে প্রচুর ভিটামিন সি আছে, যা ত্বককে টানটান রাখে এবং কোলাজেন তৈরি করতে সাহায্য করে।

List

Image Source: istockphoto.com

কিমচি

পেট ভালো থাকলেই ত্বক ভালো থাকে। কিমচি পেটের জন্য খুব উপকারী প্রোবায়োটিকে ভরা, যা ত্বকের জ্বালাভাবও কমায়।

List

Image Source: istockphoto.com

লাল কমলা

এর টকটকে লাল রঙ আসে অ্যান্টিঅক্সিডেন্ট থেকে, যা ত্বকের প্রদাহ কমায়। আর কোলাজেনের জন্য ভিটামিন সি তো আছেই।

List

Image Source: istockphoto.com

সূর্যমুখীর বীজ

ভিটামিন ই-এর খনি! এই বীজ ত্বককে রোদের ক্ষতি থেকে বাঁচায় আর নতুন কোষ তৈরিতে সাহায্য করে।

List

Image Source: istockphoto.com

হাড়ের স্যুপ

এই স্যুপে থাকা জিলেটিন আর অ্যামিনো অ্যাসিড নতুন কোলাজেন তৈরির জন্য দারুণ উপকারী।

List

Image Source: istockphoto.com

মেটে বা অর্গান মিট

পুষ্টিতে ভরপুর। বিশেষ করে লিভারে (মেটে) থাকা জিঙ্ক আর কপার ত্বককে সুরক্ষিত রাখে আর কোলাজেন বাড়াতে সাহায্য করে।

List

Image Source: istockphoto.com

ব্রকলি

ব্রকলির বিশেষ উপাদান ত্বকের কোলাজেন আর ইলাস্টিনকে সহজে ভাঙতে দেয় না, তাই ত্বক তরুণ থাকে।

List

Image Source: istockphoto.com

ট্রাউট মাছ

ভিটামিন ডি-এর দারুণ উৎস এই মাছ। এটি ত্বকের নতুন কোষ তৈরি করতে আর ত্বককে সুরক্ষিত রাখতে খুব জরুরি।

List

Image Source: istockphoto.com

তরমুজ

ত্বককে হাইড্রেটেড রাখা খুব দরকার। তরমুজের 90% এর বেশি জল, যা ত্বককে সতেজ রাখে আর বলিরেখা কমায়।

List

Image Source: istockphoto.com

চেরি

এর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ক্ষতিকর UV রশ্মি থেকে বাঁচায়। আর চেরিতে থাকা মেলাটোনিন ভালো ঘুমে সাহায্য করে, যাতে ত্বক রাতে সেরে উঠতে পারে।

List

Image Source: istockphoto.com

টমেটো

লাইকোপিনের সেরা উৎস হলো টমেটো। এই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে রোদে পোড়ার হাত থেকে বাঁচায়।

List

Image Source: istockphoto.com

স্মুদি

এতসব ভালো জিনিস একসাথে খাওয়ার সেরা উপায়! ফল, ভালো ফ্যাট আর একটু কোলাজেন পাউডার মিশিয়ে বানিয়ে ফেলুন দারুণ এক স্কিন-ড্রিঙ্ক।

List

Image Source: istockphoto.com

ত্বকের যত্ন নিন ভেতর থেকে!

সপ্তাহের খাবারে এই সুস্বাদু খাবারগুলো রাখুন আর দেখুন ত্বকের জেল্লা। আশা করি এটি আপনার পছন্দ হয়েছে। আপনার আর কিছু প্রয়োজন হলে জানাবেন।

List

Image Source: istockphoto.com