ত্বক হবে কাঁচের মতো স্বচ্ছ! খান এই খাবারগুলি, আর পান উজ্জ্বল ত্বক।
Image Source: istockphoto.com
এতে প্রচুর ভিটামিন সি আছে, যা ত্বককে টানটান রাখে এবং কোলাজেন তৈরি করতে সাহায্য করে।
Image Source: istockphoto.com
পেট ভালো থাকলেই ত্বক ভালো থাকে। কিমচি পেটের জন্য খুব উপকারী প্রোবায়োটিকে ভরা, যা ত্বকের জ্বালাভাবও কমায়।
Image Source: istockphoto.com
এর টকটকে লাল রঙ আসে অ্যান্টিঅক্সিডেন্ট থেকে, যা ত্বকের প্রদাহ কমায়। আর কোলাজেনের জন্য ভিটামিন সি তো আছেই।
Image Source: istockphoto.com
ভিটামিন ই-এর খনি! এই বীজ ত্বককে রোদের ক্ষতি থেকে বাঁচায় আর নতুন কোষ তৈরিতে সাহায্য করে।
Image Source: istockphoto.com
এই স্যুপে থাকা জিলেটিন আর অ্যামিনো অ্যাসিড নতুন কোলাজেন তৈরির জন্য দারুণ উপকারী।
Image Source: istockphoto.com
পুষ্টিতে ভরপুর। বিশেষ করে লিভারে (মেটে) থাকা জিঙ্ক আর কপার ত্বককে সুরক্ষিত রাখে আর কোলাজেন বাড়াতে সাহায্য করে।
Image Source: istockphoto.com
ব্রকলির বিশেষ উপাদান ত্বকের কোলাজেন আর ইলাস্টিনকে সহজে ভাঙতে দেয় না, তাই ত্বক তরুণ থাকে।
Image Source: istockphoto.com
ভিটামিন ডি-এর দারুণ উৎস এই মাছ। এটি ত্বকের নতুন কোষ তৈরি করতে আর ত্বককে সুরক্ষিত রাখতে খুব জরুরি।
Image Source: istockphoto.com
ত্বককে হাইড্রেটেড রাখা খুব দরকার। তরমুজের 90% এর বেশি জল, যা ত্বককে সতেজ রাখে আর বলিরেখা কমায়।
Image Source: istockphoto.com
এর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ক্ষতিকর UV রশ্মি থেকে বাঁচায়। আর চেরিতে থাকা মেলাটোনিন ভালো ঘুমে সাহায্য করে, যাতে ত্বক রাতে সেরে উঠতে পারে।
Image Source: istockphoto.com
লাইকোপিনের সেরা উৎস হলো টমেটো। এই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে রোদে পোড়ার হাত থেকে বাঁচায়।
Image Source: istockphoto.com
এতসব ভালো জিনিস একসাথে খাওয়ার সেরা উপায়! ফল, ভালো ফ্যাট আর একটু কোলাজেন পাউডার মিশিয়ে বানিয়ে ফেলুন দারুণ এক স্কিন-ড্রিঙ্ক।
Image Source: istockphoto.com
সপ্তাহের খাবারে এই সুস্বাদু খাবারগুলো রাখুন আর দেখুন ত্বকের জেল্লা। আশা করি এটি আপনার পছন্দ হয়েছে। আপনার আর কিছু প্রয়োজন হলে জানাবেন।
Image Source: istockphoto.com