হাতের কাছেই আছে সমাধান! চুলের সব সমস্যার মহৌষধ মেথি। আসুন দেখি, কীভাবে চুলকে আবার স্বাস্থ্যোজ্জ্বল করে তুলবেন।
Image Source: istockphoto.com
চুল আর ত্বকের যত্নে প্রাকৃতিক জিনিসই সেরা। মেথি হলো প্রকৃতির তেমনই এক উপহার, যা চুলকে ভেতর থেকে সুন্দর আর মজবুত করে।
Image Source: istockphoto.com
সারাদিন চুল পড়ছে? খুশকির জ্বালায় অস্থির? বা চুল একদম রুক্ষ-শুষ্ক হয়ে গেছে? চিন্তা নেই, সমাধান আছে মেথিতেই!
Image Source: istockphoto.com
মেথিতে আছে ভরপুর প্রোটিন, লেসিথিন আর ভিটামিন। এগুলো চুলের গোড়া শক্ত করে, নতুন চুল গজাতে সাহায্য করে আর মাথা ঠান্ডা রাখে।
Image Source: istockphoto.com
সারারাত মেথি ভিজিয়ে সকালে মিহি করে বেটে নিন। এই পেস্টটা চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে রাখুন 30-40 মিনিট। সপ্তাহে 2 বার করলেই চুল পড়া কমবে।
Image Source: istockphoto.com
2 চামচ মেথি বাটার সাথে 2 চামচ টক দই মেশান। এই প্যাকটা পুরো মাথার তালুতে লাগিয়ে 30 মিনিট অপেক্ষা করুন। খুশকি গায়েব হয়ে যাবে।
Image Source: istockphoto.com
মেথি মেশানো গরম নারকেল তেল চুলে মেখে 1-2 ঘণ্টা পর শ্যাম্পু করুন। চুল নরম ও সিল্কি হবে।
Image Source: istockphoto.com
মেথি বাটার সাথে 2 চামচ পেঁয়াজের রস মিশিয়ে নিন। এই প্যাকটা শুধু চুলের গোড়ায় লাগান। 30 মিনিট রেখে ধুয়ে ফেলুন। নতুন চুল গজাতে দারুণ কাজ দেয়।
Image Source: istockphoto.com
1 চামচ মেথি বাটার সাথে 1 চামচ মধু মিশিয়ে পুরো চুলে লাগান। 20-30 মিনিট পর ধুয়ে ফেললেই দেখবেন চুল কেমন ঝলমল করছে!
Image Source: istockphoto.com
মেথি বাটার সাথে 2 চামচ তাজা অ্যালোভেরা জেল মেশান। এই মিশ্রণটা চুলের ডগায় ভালো করে লাগান। 30 মিনিট পর শ্যাম্পু করে নিন।
Image Source: istockphoto.com
নারিকেল তেলের বোতলে একমুঠো মেথি ফেলে রোদে দিন। বা তেলে মেথি দিয়ে ফুটিয়ে নিন। এই তেল নিয়মিত মাখলে চুল গোড়া থেকে পুষ্টি পাবে।
Image Source: istockphoto.com
সকালে খালি পেটে এক কাপ পানিতে 1 চামচ মেথি ফুটিয়ে ছেঁকে খান। এতে শুধু চুল পড়া কমবে না, শরীরও ভালো থাকবে।
Image Source: istockphoto.com
প্রথমবার ব্যবহারের আগে হাতে একটু লাগিয়ে (প্যাচ টেস্ট) দেখে নিন অ্যালার্জি হচ্ছে কিনা। আর প্যাক লাগানোর পর চুল খুব ভালো করে ধোবেন।
Image Source: istockphoto.com
চুলের যত্নে মেথির কোনো তুলনা হয় না। একটু সময় নিয়ে নিয়মিত ব্যবহার করলেই আপনার চুলও হয়ে উঠবে লম্বা, ঘন আর স্বাস্থ্যোজ্জ্বল।
Image Source: istockphoto.com