লম্বা, ঘন চুল চাই?

হাতের কাছেই আছে সমাধান! চুলের সব সমস্যার মহৌষধ মেথি। আসুন দেখি, কীভাবে চুলকে আবার স্বাস্থ্যোজ্জ্বল করে তুলবেন।

List

Image Source: istockphoto.com

কেন এত কেমিক্যাল মাখবেন?

চুল আর ত্বকের যত্নে প্রাকৃতিক জিনিসই সেরা। মেথি হলো প্রকৃতির তেমনই এক উপহার, যা চুলকে ভেতর থেকে সুন্দর আর মজবুত করে।

List

Image Source: istockphoto.com

আপনিও কি এই সমস্যায় ভুগছেন?

সারাদিন চুল পড়ছে? খুশকির জ্বালায় অস্থির? বা চুল একদম রুক্ষ-শুষ্ক হয়ে গেছে? চিন্তা নেই, সমাধান আছে মেথিতেই!

List

Image Source: istockphoto.com

মেথিতে এমন কী আছে?

মেথিতে আছে ভরপুর প্রোটিন, লেসিথিন আর ভিটামিন। এগুলো চুলের গোড়া শক্ত করে, নতুন চুল গজাতে সাহায্য করে আর মাথা ঠান্ডা রাখে।

List

Image Source: istockphoto.com

চুল পড়া বন্ধ করতে মেথি বাটা

সারারাত মেথি ভিজিয়ে সকালে মিহি করে বেটে নিন। এই পেস্টটা চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে রাখুন 30-40 মিনিট। সপ্তাহে 2 বার করলেই চুল পড়া কমবে।

List

Image Source: istockphoto.com

খুশকি তাড়াতে মেথি আর টক দই

2 চামচ মেথি বাটার সাথে 2 চামচ টক দই মেশান। এই প্যাকটা পুরো মাথার তালুতে লাগিয়ে 30 মিনিট অপেক্ষা করুন। খুশকি গায়েব হয়ে যাবে।

List

Image Source: istockphoto.com

রুক্ষ চুলের জন্য মেথি ও নারিকেল তেল

মেথি মেশানো গরম নারকেল তেল চুলে মেখে 1-2 ঘণ্টা পর শ্যাম্পু করুন। চুল নরম ও সিল্কি হবে।

List

Image Source: istockphoto.com

চুল লম্বা করতে মেথি আর পেঁয়াজের রস

মেথি বাটার সাথে 2 চামচ পেঁয়াজের রস মিশিয়ে নিন। এই প্যাকটা শুধু চুলের গোড়ায় লাগান। 30 মিনিট রেখে ধুয়ে ফেলুন। নতুন চুল গজাতে দারুণ কাজ দেয়।

List

Image Source: istockphoto.com

চুলে চমক আনতে মেথি ও মধু

1 চামচ মেথি বাটার সাথে 1 চামচ মধু মিশিয়ে পুরো চুলে লাগান। 20-30 মিনিট পর ধুয়ে ফেললেই দেখবেন চুল কেমন ঝলমল করছে!

List

Image Source: istockphoto.com

চুলের আগা ফাটা আটকাতে মেথি ও অ্যালোভেরা

মেথি বাটার সাথে 2 চামচ তাজা অ্যালোভেরা জেল মেশান। এই মিশ্রণটা চুলের ডগায় ভালো করে লাগান। 30 মিনিট পর শ্যাম্পু করে নিন।

List

Image Source: istockphoto.com

চুলের পুষ্টিতে ঘরে পাতা মেথি তেল

নারিকেল তেলের বোতলে একমুঠো মেথি ফেলে রোদে দিন। বা তেলে মেথি দিয়ে ফুটিয়ে নিন। এই তেল নিয়মিত মাখলে চুল গোড়া থেকে পুষ্টি পাবে।

List

Image Source: istockphoto.com

ভেতর থেকে যত্ন: মেথি চা

সকালে খালি পেটে এক কাপ পানিতে 1 চামচ মেথি ফুটিয়ে ছেঁকে খান। এতে শুধু চুল পড়া কমবে না, শরীরও ভালো থাকবে।

List

Image Source: istockphoto.com

মনে রাখবেন!

প্রথমবার ব্যবহারের আগে হাতে একটু লাগিয়ে (প্যাচ টেস্ট) দেখে নিন অ্যালার্জি হচ্ছে কিনা। আর প্যাক লাগানোর পর চুল খুব ভালো করে ধোবেন।

List

Image Source: istockphoto.com

আপনার চুলও হবে সুন্দর!

চুলের যত্নে মেথির কোনো তুলনা হয় না। একটু সময় নিয়ে নিয়মিত ব্যবহার করলেই আপনার চুলও হয়ে উঠবে লম্বা, ঘন আর স্বাস্থ্যোজ্জ্বল।

List

Image Source: istockphoto.com