আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ” -এর “বায়ুর বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ” বিভাগের কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি
সঠিক উত্তরটি নির্বাচন করো।
চলমান বালিয়াড়িকে বলে –
- শটস্
- ওয়াদি
- ধ্রিয়ান
- প্লায়া
উত্তর – 3. ধ্রিয়ান
তির্যক বালিয়াড়িকে বলে –
- সিফ
- বারখান
- লোয়েস
- ব্লো আউট
উত্তর – 2. বারখান
বায়ু ও ক্ষণস্থায়ী নদীর যে কার্যের ফলে পেডিমেন্ট সৃষ্টি হয় –
- ক্ষয়কার্য
- বহনকার্য
- সঞ্চয়কার্য
- উভয় কার্য
উত্তর – 1. ক্ষয়কার্য
মরু ও মরুপ্রায় অঞ্চলের নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে বলে –
- ধান্দ
- কাতারা
- প্লায়া
- ওয়াদি
উত্তর – 3. প্লায়া
মরুভূমি অঞ্চলে বায়ুপ্রবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট পাহাড়গুলিকে বলে –
- বালিয়াড়ি
- হিমশৈল
- ইনসেলবার্গ
- এসকার
উত্তর – 3. ইনসেলবার্গ
প্রবহমান বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালভাবে গড়ে-ওঠা বালিয়াড়িকে বলে –
- তির্যক বালিয়াড়ি
- অনুদৈর্ঘ্য বালিয়াড়ি
- ভ্রাম্যমাণ বালিয়াড়ি
- তিমিপৃষ্ঠ বালিয়াড়ি
উত্তর – 2. অনুদৈর্ঘ্য বালিয়াড়ি
বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট সমভূমিকে বলে –
- প্লাবনভূমি
- লোয়েস সমভূমি
- বহিঃবিধৌত সমভূমি
- বদ্বীপ সমভূমি
উত্তর – 2. লোয়েস সমভূমি
গৌর ভূমিরূপটি গঠিত হয় –
- নদীর দ্বারা
- হিমবাহের দ্বারা
- বায়ুর দ্বারা
- সমুদ্রতরঙ্গের দ্বারা
উত্তর – 3. বায়ুর দ্বারা
মরু অঞ্চলে বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট নীচু জায়গাকে বলে –
- ধান্দ
- মরুদ্যান
- কাতারা
- আর্গ
উত্তর – 1. ধান্দ
একাধিক বারখান পরস্পর যুক্ত হয়ে যে বালিয়াড়ির সৃষ্টি হয় তাকে বলে –
- অ্যাকলে
- সিফ
- রোর্ডস্ বালিয়াড়ি
- ওয়াদি
উত্তর – 1. অ্যাকলে
বায়ুর কাজকে সম্মিলিতভাবে বলা হয় –
- এয়োলিয়ান প্রক্রিয়া
- পর্যায়ন প্রক্রিয়া
- ক্ষয়কার্য প্রক্রিয়া
- বায়বীয় প্রক্রিয়া
উত্তর – 1. এয়োলিয়ান প্রক্রিয়া
‘মরুস্থলী’ কথার অর্থ –
- মৃতের দেশ
- বৃষ্টিহীন অঞ্চল
- বৃষ্টিবহুল অঞ্চল
- উটের দেশ
উত্তর – 1. মৃতের দেশ
একটি তলযুক্ত প্রস্তরখণ্ডকে বলা হয় –
- ড্রেইকান্টার
- ট্রাইকান্টার
- জুকান্টার
- আইকান্টার
উত্তর – 4. আইকান্টার
মেসা আরও ক্ষয়ে গিয়ে তৈরি হয় –
- জিউগেন
- বিউট
- ইনসেলবার্গ
- ইয়ারদাং
উত্তর – 2. বিউট
দ্রাস বালিয়াড়ি দেখতে অনেকটা –
- তিমির পিঠের মতো
- পিরামিডের মতো
- তারামাছের মতো
- চিংড়িমাছের মতো
উত্তর – 1. তিমির পিঠের মতো
মরুভূমি অঞ্চলে শুষ্ক নদীখাতকে বলে –
- প্লায়া
- ওয়াদি
- বাজাদা
- পেডিমেন্ট
উত্তর – 2. ওয়াদি
ফ্রান্সে লোয়েস সমভূমিকে বলে –
- লিমন
- অ্যাডোব
- লস
- হোয়াংতু
উত্তর – 1. লিমন
ইয়ারদাং ভূমিরূপ দেখা যায় –
- শুষ্ক অঞ্চলে
- নাতিশীতোষ্ণ অঞ্চলে
- আর্দ্র অঞ্চলে
- হিম অঞ্চলে
উত্তর – 1. শুষ্ক অঞ্চলে
সমপ্রায়ভূমিতে অবস্থিত গোলাকার অনুচ্চ টিলাকে বলে –
- মোনাডনক
- গৌর
- ইয়ারদাং
- টিল
উত্তর – 1. মোনাডনক
পাথুরে মরুভূমিকে মিশরে বলা হয় –
- রেগ
- কুম
- সেরীর
- আর্গ
উত্তর – 3. সেরীর
বায়ুর যে কার্যের দ্বারা গৌর গঠিত হয় –
- উৎপাটন
- ঘর্ষণ ক্ষয়
- অবঘর্ষ
- জলপ্রবাহের ক্ষয়
উত্তর – 3. অবঘর্ষ
ভেন্টিফ্যাক্ট গঠিত হয় –
- বায়ুর ক্ষয়কার্যের ফলে
- নদীর ক্ষয়কার্যের ফলে
- হিমবাহের ক্ষয়কার্যের ফলে
- সমুদ্রতরঙ্গের ক্ষয়কার্যের ফলে
উত্তর – 1. বায়ুর ক্ষয়কার্যের ফলে
মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কাজের ফলে গঠিত ব্যাঙের ছাতার মতো ভূমিরূপ হল –
- আগামুক
- রকিনব
- ইনসেলবার্গ
- গৌর
উত্তর – 4. গৌর
বায়ু অপসারণের ফলে সৃষ্ট পৃথিবীর বৃহত্তম গর্তটি হল –
- সম্বর
- পুষ্কর
- কাতারা
- বিনহলো
উত্তর – 3. কাতারা
মরু অঞ্চলে বায়ু ও জলধারার সম্মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ হল –
- বারখান
- পেডিমেন্ট
- লোয়েস
- ইয়ারদাং
উত্তর – 2. পেডিমেন্ট
কোনটি মরুকরণে সাহায্য করে না? –
- অতিরিক্ত পশুচারণ
- অতিরিক্ত চাষাবাদ
- বনভূমি ধ্বংস
- কাঁটা-ঝোপ জাতীয় বৃক্ষরোপণ
উত্তর – 4. কাঁটা-ঝোপ জাতীয় বৃক্ষরোপণ
শূন্যস্থান পূরণ করো।
লোয়েস কথার অর্থ ___।
উত্তর – লোয়েস কথার অর্থ স্থানচ্যুত বস্তু।
মরু অঞ্চলে অনুভূমিক শিলাস্তরে ক্ষয়কার্যের ফলে ___ সৃষ্টি হয়।
উত্তর – মরু অঞ্চলে অনুভূমিক শিলাস্তরে ক্ষয়কার্যের ফলে জিউগেন সৃষ্টি হয়।
বায়ুর এবং জলধারার ক্ষয়কার্যের ফলে পর্বতের পাদদেশে প্রস্তরে ঢাকা যে সমতল স্থান গঠিত হয়, তাকে বলে ___।
উত্তর – বায়ুর এবং জলধারার ক্ষয়কার্যের ফলে পর্বতের পাদদেশে প্রস্তরে ঢাকা যে সমতল স্থান গঠিত হয়, তাকে বলে পেডিমেন্ট।
___ বালিয়াড়ির দুই পাশে দুটি শিং -এর মতো শিরা আধখানা চাঁদের মতো বিস্তৃত হয়।
উত্তর – বারখান বালিয়াড়ির দুই পাশে দুটি শিং -এর মতো শিরা আধখানা চাঁদের মতো বিস্তৃত হয়।
বারখান বালিয়াড়ি দেখতে ___ হয়।
উত্তর – বারখান বালিয়াড়ি দেখতে অর্ধচন্দ্রাকৃতি হয়।
মরু অঞ্চলের লবণাক্ত হ্রদগুলি ___ নামে পরিচিত।
উত্তর – মরু অঞ্চলের লবণাক্ত হ্রদগুলি ধান্দ নামে পরিচিত।
ভারতের লবণাক্ত হ্রদগুলিকে ___ বলে।
উত্তর – ভারতের লবণাক্ত হ্রদগুলিকে প্লায়া বলে।
হোয়েলব্যাক বালিয়াড়ির অন্য নাম ___।
উত্তর – হোয়েলব্যাক বালিয়াড়ির অন্য নাম দ্রাস।
বৃষ্টিহীন মরুপ্রায় অঞ্চলের নদী উপত্যকা খুব গভীর হলে, তাকে ___ বলে।
উত্তর – বৃষ্টিহীন মরুপ্রায় অঞ্চলের নদী উপত্যকা খুব গভীর হলে, তাকে ক্যানিয়ন বলে।
উষ্ণ মরুভূমিতে ___ কাজ বেশি দেখা যায়।
উত্তর – উষ্ণ মরুভূমিতে বায়ুর কাজ বেশি দেখা যায়।
শিলাময় মরুভূমির নাম ___।
উত্তর – শিলাময় মরুভূমির নাম হামাদা।
মরূদ্যানের ওপর অবস্থিত একটি শহরের নাম ___।
উত্তর – মরূদ্যানের ওপর অবস্থিত একটি শহরের নাম হুয়াকাচিনা।
___ কথার অর্থ তলোয়ার।
উত্তর – সিফ কথার অর্থ তলোয়ার।
ভারতে যে রাজ্যে লোয়েস মাটি পাওয়া যায়, সেটি হল ___।
উত্তর – ভারতে যে রাজ্যে লোয়েস মাটি পাওয়া যায়, সেটি হল জম্মু ও কাশ্মীর।
আফ্রিকার মরু হ্রদগুলিকে ___ নামে ডাকা হয়।
উত্তর – আফ্রিকার মরু হ্রদগুলিকে শটস্ নামে ডাকা হয়।
তির্যক বালিয়াড়ির এক বিশেষ রূপ হল ___।
উত্তর – তির্যক বালিয়াড়ির এক বিশেষ রূপ হল বারখান।
বায়ু দ্বারা সূক্ষ্ম বালিকণা বহুদূরে বাহিত হয়ে সঞ্চিত হলে, তাকে বলা হয় ___।
উত্তর – বায়ু দ্বারা সূক্ষ্ম বালিকণা বহুদূরে বাহিত হয়ে সঞ্চিত হলে, তাকে বলা হয় লোয়েস।
___ বালিয়াড়ির শীর্ষদেশ তীক্ষ্ণ হয়।
উত্তর – সিফ বালিয়াড়ির শীর্ষদেশ তীক্ষ্ণ হয়।
নীচের বাক্যগুলি শুদ্ধ এবং অশুদ্ধ লেখো।
উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান।
উত্তর – শুদ্ধ।
বালুকাময় মরুভূমিকে ‘আর্গ’ বলে।
উত্তর – শুদ্ধ।
মরুদ্যান বায়ুর অবঘর্ষ ক্ষয়ের ফলে সৃষ্টি হয়।
উত্তর – অশুদ্ধ।
বায়ুর গতিপথে আড়াআড়িভাবে গড়ে ওঠে বারখান।
উত্তর – শুদ্ধ।
পেডিমেন্ট এক প্রকার সমভূমি।
উত্তর – শুদ্ধ।
মরুভূমি অঞ্চলে সৃষ্ট হ্রদকে বলে প্লায়া।
উত্তর – শুদ্ধ।
মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডনকস বলে।
উত্তর – অশুদ্ধ।
ভেন্টিফ্যাক্টে শিলার অনুবাত ঢাল মসৃণ ও তীক্ষ্ম হয়।
উত্তর – অশুদ্ধ।
ড্রেইকান্টারে শিলাখণ্ডের তিনদিকই ক্ষয়প্রাপ্ত হয়।
উত্তর – শুদ্ধ।
প্রবল বায়ুপ্রবাহে বিস্তীর্ণ অঞ্চলের বালি উড়ে গিয়ে যে অবনমিত গহ্বরের সৃষ্টি হয়েছে, মিশরে তাকে বলে কাতারা।
উত্তর – শুদ্ধ।
চলমান বালিয়াড়িকে রাজস্থানে বলে ধ্রিয়ান।
উত্তর – শুদ্ধ।
বায়ুর কাজ একটি বহির্জাত প্রক্রিয়া।
উত্তর – শুদ্ধ।
ইনসেলবার্গ হিমবাহের সঞ্চয়কার্যের ফলে গঠিত একধরনের মরুভূমি।
উত্তর – অশুদ্ধ।
বায়ুর ক্ষয়কার্যের ফলে আবদ্ধ শৈলশিরা গঠিত হয়।
উত্তর – অশুদ্ধ।
অর্ধচন্দ্রাকার তির্যক বালিয়াড়ি সিফ বালিয়াড়ি নামে পরিচিত।
উত্তর – অশুদ্ধ।
মরুভূমি অঞ্চলে সৃষ্ট হ্রদের নাম গ্রাবেন।
উত্তর – অশুদ্ধ।
মরুভূমিতে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে ইয়ারদাং বলে।
উত্তর – অশুদ্ধ।
মরু অঞ্চলের লবণাক্ত জলের হ্রদকে ওয়াদি বলে।
উত্তর – অশুদ্ধ।
মরু অঞ্চলের শুষ্ক নদীখাত প্লায়া নামে পরিচিত।
উত্তর – অশুদ্ধ।
তাকলামাকান মরুভূমি চিন দেশে অবস্থিত।
উত্তর – শুদ্ধ।
স্পেনীয় ভাষায় মেসার অর্থ চেয়ার।
উত্তর – অশুদ্ধ।
যেসব বালিয়াড়ি বায়ুর গতির সঙ্গে সমান্তরালভাবে গড়ে ওঠে, তাদের অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বলে।
উত্তর – শুদ্ধ।
বায়ুর ক্ষয়কার্যের প্রাধান্য দেখা যায় মেরু অঞ্চলে।
উত্তর – অশুদ্ধ।
লোয়েস সমভূমি বায়ুর অপসারণ ক্ষয়ের ফলে সৃষ্টি হয়।
উত্তর – অশুদ্ধ।
হোয়াংহো নদীর উপত্যকা থেকে বালি, পলিকণা বায়ুবাহিত হয়ে গোবি মরুভূমিতে লোয়েস ভূমি গঠন করেছে।
উত্তর – অশুদ্ধ।
স্তম্ভ মেলাও।
1.
| বামস্তম্ভ | ডানস্তম্ভ | উত্তর | 
| 1. লোয়েস | A. শিলাময় মরুভূমি | 1. → B. | 
| 2. হামাদা | B. মিশরের কাতারা | 2. → C. | 
| 3. ব্লো আউট | C. এশিয়ার গোবি | 3. → E. | 
| 4. মরুদ্যান | D. স্থানচ্যুত বস্তু | 4. → A. | 
| 5. মধ্য অক্ষাংশের মরুভূমি | E. হুয়াকাচিনা | 5. → D. | 
2.
| বামস্তম্ভ | ডানস্তম্ভ | উত্তর | 
| 1. ভেন্টিফ্যান্ট | A. সোনোরান মরুভূমি | 1. → C. | 
| 2. ড্রেইকান্টার | B. কালাহারি মরুভূমি | 2. → A. | 
| 3. জিউগেন | C. সাহারা মরুভূমি | 3. → B. | 
| 4. ইয়ারদাং | D. এটলাস পার্বত্য অঞ্চলে | 4. → E. | 
| 5. পেডিমেন্ট | E. সৌদি আরবের মরুভূমি | 5. → D. | 
3.
| বামস্তম্ভ | ডানস্তম্ভ | উত্তর | 
| 1. বারখান | A. কাঁথি বালিয়াড়ি | 1. → C. | 
| 2. সিফ বালিয়াড়ি | B. হোয়াংহো নদী উপত্যকা | 2. → E. | 
| 3. উপকূলীয় বালিয়াড়ি | C. লিবিয়া মরুভূমি | 3. → B. | 
| 4. চলমান বালিয়াড়ি | D. সাহারা মরুভূমি | 4. → A. | 
| 5. লোয়েস | E. ধ্রিয়ান | 5. → D. | 
4.
| বামস্তম্ভ | ডানস্তম্ভ | উত্তর | 
| 1. প্লায়া-সংলগ্ন নীচু এলাকা | A. গাসি | 1. → C. | 
| 2. গম্বুজাকৃতি ইনসেলবার্গ | B. নিডিল | 2. → E. | 
| 3. সাহারা মরুভূমির সিফ বালিয়াড়ি | C. বোলসন | 3. → A. | 
| 4. অপসারণক্ষয়ে সৃষ্ট অবনমিত ভূমিরূপ | D. ব্লো আউট | 4. → D. | 
| 5. তীক্ষ্ণ ইয়ারদাং | E. বর্নহার্ট | 5. → B. | 
একটি বা দুটি শব্দে উত্তর দাও।
ইয়ারদাং তীক্ষ্ণ হয়ে গেলে, তাকে কী বলে?
ইয়ারদাং তীক্ষ্ণ হয়ে গেলে, তাকে নিডিল বলে।
বিশাল এলাকা জুড়ে বালি গঠিত মরুভূমিকে সাহারায় কী বলে?
বিশাল এলাকা জুড়ে বালি গঠিত মরুভূমিকে সাহারায় আর্গ বলে।
আধখানা চাঁদের মতো বালিয়াড়িকে কী বলে?
আধখানা চাঁদের মতো বালিয়াড়িকে বারখান বলে।
রাজস্থানে বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলির নাম কী?
রাজস্থানে বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলির নাম ধান্দ।
পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি?
পৃথিবীর বৃহত্তম মরুভূমি হল সাহারা।
আরবি সিফ কথাটির অর্থ কী?
আরবি সিফ কথাটির অর্থ তরবারি।
দুটি সিফ বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে কী বলে?
দুটি সিফ বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে করিডর বলে।
পৃথিবীর সর্বাধিক লোয়েস সঞ্চয় কোথায় হয়েছে?
পৃথিবীর সর্বাধিক লোয়েস সঞ্চয় চিনের হোয়াংহো নদীর উপত্যকায় হয়েছে।
‘বিউট’ কথাটির অর্থ কী?
‘বিউট’ কথাটির অর্থ হল ঢিপি।
কোন্ কোন্ অঞ্চলে বায়ুর কাজ বেশি দেখা যায়?
মরু অঞ্চলে ও সমুদ্রতীরবর্তী অঞ্চলে বায়ুর কাজ বেশি দেখা যায়।
শিলাময় মরুভূমিকে কী বলে?
শিলাময় মরুভূমিকে হামাদা বলে।
কোন্ কোন্ অঞ্চলে বালিয়াড়ি দেখা যায়?
উপকূল ও মরু অঞ্চলে বালিয়াড়ি দেখা যায়।
অনুদৈর্ঘ্য বালিয়াড়ির অন্য নাম কী?
অনুদৈর্ঘ্য বালিয়াড়ির অন্য নাম সিফ বালিয়াড়ি।
পৃথিবীর বৃহত্তম মরু অঞ্চলের গর্তটির নাম কী?
পৃথিবীর বৃহত্তম মরু অঞ্চলের গর্তটির নাম মিশরের কাতারা।
মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যে সৃষ্ট এমন একটি ভূমিরূপের নাম করো।
মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যে সৃষ্ট এমন একটি ভূমিরূপের নাম হল পেডিমেন্ট।
ইনসেলবার্গ কী?
মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কঠিন শিলার গোল মাথাওয়ালা ছোটো ছোটো ঢিবি বা স্বল্পোচ্চ পাহাড় দেখা যায়, তাকে ইনসেলবার্গ বলে।
পেডিমেন্ট কী?
মরু অঞ্চলে ইনসেলবার্গের পাদদেশে বায়ু ও জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে গড়ে-ওঠা মৃদু ঢালবিশিষ্ট পাদদেশীয় সমভূমিকে পেডিমেন্ট বলে।
আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ” -এর “বায়ুর বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ” বিভাগের কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক (দশম শ্রেণী) পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।
 





মন্তব্য করুন