মাধ্যমিক ভূগোল – বায়ুমণ্ডল – বায়ুমণ্ডলের ধারণা ও স্তরবিন্যাস – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল” -এর “বায়ুমণ্ডলের ধারণা ও স্তরবিন্যাস” বিভাগের কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

মাধ্যমিক ভূগোল - বায়ুমণ্ডল - বায়ুমণ্ডলের ধারণা ও স্তরবিন্যাস - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
Contents Show

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি।

সঠিক উত্তরটি নির্বাচন করো

বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ-

  1. 20.94 শতাংশ
  2. 20.27 শতাংশ
  3. 20.86 শতাংশ
  4. 20.98 শতাংশ

উত্তর – 1. 20.94 শতাংশ

বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদানটির নাম –

  1. অক্সিজেন
  2. নাইট্রোজেন
  3. কার্বন ডাইঅক্সাইড
  4. ওজোন

উত্তর – 2. নাইট্রোজেন

বায়ুমণ্ডলে ওজোন গ্যাস ___ স্তরে ঘনীভূত অবস্থায় থাকে। –

  1. স্ট্র্যাটোস্ফিয়ার
  2. মেসোফিয়ার
  3. ট্রপোস্ফিয়ার
  4. আয়নোস্ফিয়ার

উত্তর – 1. স্ট্র্যাটোস্ফিয়ার

ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমাকে বলে-

  1. ট্রপোপজ
  2. স্ট্র্যাটোপজ
  3. মেসোপজ
  4. আয়নোপজ

উত্তর – 1. ট্রপোপজ

ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে বায়ুমণ্ডল প্রায় কত কিমি পর্যন্ত বিস্তৃত? –

  1. 1000 কিমি
  2. 5000 কিমি
  3. 10000 কিমি
  4. 100000 কিমি

উত্তর – 3. 10000 কিমি

মেসোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা –

  1. বাড়ে
  2. কমে
  3. একই থাকে
  4. কোনোটিই নয়

উত্তর – 2. কমে

ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটিকে বলে হোমোস্ফিয়ার? –

  1. 60 কিলোমিটার
  2. 120 কিলোমিটার
  3. 90 কিলোমিটার
  4. 110 কিলোমিটার

উত্তর – 3. 90 কিলোমিটার

বায়ুমণ্ডলে কী আছে বলে আকাশ নীল দেখায়? –

  1. ওজোন
  2. অক্সিজেন
  3. নাইট্রোজেন
  4. ধূলিকণা

উত্তর – 4. ধূলিকণা

বৈপরীত্য উত্তাপ লক্ষ করা যায় বায়ুমণ্ডলের যে স্তরে সেটি হল –

  1. আয়নোস্ফিয়ার
  2. স্ট্র্যাটোস্ফিয়ার
  3. ট্রপোস্ফিয়ার
  4. মেসোস্ফিয়ার

উত্তর – 3. ট্রপোস্ফিয়ার

সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে –

  1. ওজোন
  2. আর্গন
  3. জেনন
  4. ক্রিপ্টন

উত্তর – 1. ওজোন

ট্রপোস্ফিয়ারে প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাসের স্বাভাবিক হার হল –

  1. 6.3°C
  2. 4.6°C
  3. 6.6°C
  4. 6.4°C

উত্তর – 4. 6.4°C

স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার দেখা যায় –

  1. স্ট্র্যাটোস্ফিয়ারে
  2. থার্মোস্ফিয়ারে
  3. ট্রপোস্ফিয়ারে
  4. মেসোস্ফিয়ারে

উত্তর – 3. ট্রপোস্ফিয়ারে

বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ –

  1. 20.19 শতাংশ
  2. 79.09 শতাংশ
  3. 78.08 শতাংশ
  4. 20.50 শতাংশ

উত্তর – 3. 78.08 শতাংশ

গ্রিনহাউস গ্যাস হল –

  1. অক্সিজেন
  2. নাইট্রোজেন
  3. কার্বন ডাইঅক্সাইড
  4. ওজোন

উত্তর – 3. কার্বন ডাইঅক্সাইড

হোমোস্ফিয়ারের অন্য নাম –

  1. বিষমমণ্ডল
  2. ক্ষুব্ধমণ্ডল
  3. সমমণ্ডল
  4. স্তব্ধমণ্ডল

উত্তর – 3. সমমণ্ডল

ক্ষুদ্ধমণ্ডল বলা হল –

  1. মেসোস্ফিয়ার
  2. ট্রপোস্ফিয়ার
  3. স্ট্র্যাটোস্ফিয়ার
  4. ম্যাগনেটোস্ফিয়ার

উত্তর – 2. ট্রপোস্ফিয়ার

আবহাওয়া ও জলবায়ুর নানা ঘটনা ঘটে –

  1. মেসোস্ফিয়ারে
  2. আয়নোস্ফিয়ারে
  3. স্ট্র্যাটোস্ফিয়ারে
  4. ট্রপোস্ফিয়ারে

উত্তর – 1. মেসোস্ফিয়ারে

বায়ুমণ্ডলের যে স্তরে মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়, তার নাম –

  1. ট্রপোস্ফিয়ার
  2. স্ট্যাটোস্ফিয়ার
  3. মেসোস্ফিয়ার
  4. আয়নোস্ফিয়ার

উত্তর – 3. মেসোস্ফিয়ার

অতিবেগুনি রশ্মি শোষিত হয় –

  1. মেসোস্ফিয়ারে
  2. ট্রপোস্ফিয়ারে
  3. স্ট্র্যাটোস্ফিয়ারে
  4. আয়নোস্ফিয়ারে

উত্তর – 3. স্ট্র্যাটোস্ফিয়ারে

ওজোন অণু ধ্বংসকারী গ্যাস হল –

  1. কার্বন ডাইঅক্সাইড
  2. নাইট্রোজেন
  3. ক্লোরোফ্লুরোকার্বন
  4. অক্সিজেন

উত্তর – 3. ক্লোরোফ্লুরোকার্বন

মেরুপ্রভা দেখা যা-

  1. আয়নোস্ফিয়ারে
  2. ম্যাগনেটোস্ফিয়ারে
  3. ট্রপোস্ফিয়ারে
  4. মেসোস্ফিয়ারে

উত্তর – 1. আয়নোস্ফিয়ারে

বায়ুমণ্ডলের সবচেয়ে ওপরে যে স্তর রয়েছে তা হল –

  1. ম্যাগনেটোস্ফিয়ার
  2. আয়নোস্ফিয়ার
  3. মেসোস্ফিয়ার
  4. ট্রপোস্ফিয়ার

উত্তর – 1. ম্যাগনেটোস্ফিয়ার

ওজোন গহবর তৈরি হয়েছে –

  1. নিরক্ষীয় অঞ্চলে
  2. সুমেরু অঞ্চলে
  3. কুমেরু অঞ্চলে
  4. ক্রান্তীয় অঞ্চলে

উত্তর – 3. কুমেরু অঞ্চলে

রেডিয়ো তরঙ্গ কোন্ স্তর থেকে ফিরে আসে? –

  1. আয়নোস্ফিয়ার
  2. এক্সোস্ফিয়ার
  3. ট্রপোস্ফিয়ার
  4. স্ট্র্যাটোস্ফিয়ার

উত্তর – 1. আয়নোস্ফিয়ার

বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ –

  1. 0.03 শতাংশ
  2. 0.01 শতাংশ
  3. 0.02 শতাংশ
  4. 0.33 শতাংশ

উত্তর – 1. 0.03 শতাংশ

বায়ুমণ্ডলের নীচের স্তরে জলীয়বাষ্পের পরিমাণ –

  1. কম
  2. সবচেয়ে কম
  3. সবচেয়ে বেশি
  4. সামান্য বেশি

উত্তর – 3. সবচেয়ে বেশি

হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হল –

  1. হাইড্রোজেন স্তর
  2. হিলিয়াম স্তর
  3. পারমাণবিক অক্সিজেন স্তর
  4. আণবিক নাইট্রোজেন স্তর

উত্তর – 1. হাইড্রোজেন স্তর

ওজোন ধ্বংসকারী গ্যাস হল –

  1. CFC
  2. CO2
  3. N2
  4. S2

উত্তর – 1. CFC

হেটেরোস্ফিয়ারের নিম্নতম স্তরটি হল –

  1. হিলিয়াম স্তর
  2. হাইড্রোজেন স্তর
  3. আণবিক নাইট্রোজেন স্তর
  4. পারমাণবিক অক্সিজেন স্তর

উত্তর – 3. আণবিক নাইট্রোজেন স্তর

বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলির মধ্যে পরিমাণে দ্বিতীয় –

  1. কার্বন ডাইঅক্সাইড
  2. অক্সিজেন
  3. হিলিয়াম
  4. হাইড্রোজেন

উত্তর – 2. অক্সিজেন

ওজোন গহ্বর সেখানে সৃষ্টি হয় যেখানে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোনের ঘনত্ব থাকে –

  1. 220 ডবসন ইউনিটের কম
  2. 220 ডবসন ইউনিট
  3. 200 ডবসন ইউনিটের কম
  4. 200 ডবসন ইউনিট

উত্তর – 3. 200 ডবসন ইউনিটের কম

বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান হল –

  1. ওজোন
  2. শিশির
  3. লবণকণা
  4. মেঘ

উত্তর – 3. লবণকণা

ওজোন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে –

  1. অস্ট্রেলিয়ায়
  2. আফ্রিকায়
  3. আলজিরিয়ায়
  4. অ্যান্টার্কটিকায়

উত্তর – 4. অ্যান্টার্কটিকায়

‘প্রাকৃতিক সৌরপর্দা’ বলা হয় –

  1. ট্রপোস্ফিয়ারকে
  2. স্ট্র্যাটোস্ফিয়ারকে
  3. ওজোনোস্ফিয়ারকে
  4. মেসোস্ফিয়ারকে

উত্তর – 3. ওজোনোস্ফিয়ারকে

শূন্যস্থান পূরণ করো।

ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে ___ বলে।

উত্তর – ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে ট্রপোপজ বলে।

বায়ুমণ্ডলের সর্বশেষ স্তরটির নাম ___।

উত্তর – বায়ুমণ্ডলের সর্বশেষ স্তরটির নাম ম্যাগনেটোস্ফিয়ার

জলীয়বাষ্প বায়ুমণ্ডলে ভাসমান ___ -কে আশ্রয় করে মেঘ ও কুয়াশার সৃষ্টি করে।

উত্তর – জলীয়বাষ্প বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণা -কে আশ্রয় করে মেঘ ও কুয়াশার সৃষ্টি করে।

বায়ুমণ্ডলের যে স্তরে মেরুপ্রভা সৃষ্টি হয়, তার নাম ___।

উত্তর – বায়ুমণ্ডলের যে স্তরে মেরুপ্রভা সৃষ্টি হয়, তার নাম আয়নোস্ফিয়ার

দুই মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ার স্তরের বিস্তৃতি ___ কিমি পর্যন্ত।

উত্তর – দুই মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ার স্তরের বিস্তৃতি 8-9 কিমি পর্যন্ত।

বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম ___।

উত্তর – বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম ট্রপোস্ফিয়ার

বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের পরিমাণ ___ শতাংশ।

উত্তর – বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের পরিমাণ 0.93 শতাংশ।

মেঘ, ঝড়বৃষ্টি, বিদ্যুৎ-বজ্রপাত ___ সৃষ্টি হয়।

উত্তর – মেঘ, ঝড়বৃষ্টি, বিদ্যুৎ-বজ্রপাত ট্রপোস্ফিয়ারে সৃষ্টি হয়।

বায়ুমণ্ডলের ___ স্তরের বায়ু আয়নিত অবস্থায় থাকে।

উত্তর – বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরের বায়ু আয়নিত অবস্থায় থাকে।

মেসোস্ফিয়ারের অবস্থান ___ স্তরের ওপর।

উত্তর – মেসোস্ফিয়ারের অবস্থান স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের ওপর।

___ স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে।

উত্তর – ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে।

রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশনার ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ___ গ্যাস নির্গত হয়।

উত্তর – রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশনার ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে CFC গ্যাস নির্গত হয়।

ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়লে উষ্ণতা ___ পায়।

উত্তর – ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়লে উষ্ণতা হ্রাস পায়।

হেটেরোস্ফিয়ারের আর-এক নাম ___।

উত্তর – হেটেরোস্ফিয়ারের আর-এক নাম বিষমমণ্ডল

রসভি তরঙ্গ বায়ুমণ্ডলের ___ দেখা যায়।

উত্তর – রসভি তরঙ্গ বায়ুমণ্ডলের ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে দেখা যায়।

জেট প্লেন যাতায়াত করে ___ দিয়ে।

উত্তর – জেট প্লেন যাতায়াত করে স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে।

নিরক্ষরেখার ওপর ট্রপোস্ফিয়ারের উচ্চতা ___ কিমি।

উত্তর – নিরক্ষরেখার ওপর ট্রপোস্ফিয়ারের উচ্চতা 18 কিমি।

বায়ুর উপাদানগুলির মধ্যে প্রধান গ্যাস হল ___ ও ___।

উত্তর – বায়ুর উপাদানগুলির মধ্যে প্রধান গ্যাস হল নাইট্রোজেনঅক্সিজেন

বায়ুমণ্ডলের ___ সুমেরু প্রভার মতো আলো দেখা যায়।

উত্তর – বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে সুমেরু প্রভার মতো আলো দেখা যায়।

বৃষ্টিপাত ঘটানোর জন্য বায়ুমণ্ডলে ___ থাকা একান্ত প্রয়োজন।

উত্তর – বৃষ্টিপাত ঘটানোর জন্য বায়ুমণ্ডলে জলীয়বাষ্প থাকা একান্ত প্রয়োজন।

ট্রপো শব্দের অর্থ ___।

উত্তর – ট্রপো শব্দের অর্থ পরিবর্তন

হিলিয়াম স্তরটি রয়েছে ___ কিমি পর্যন্ত।

উত্তর – হিলিয়াম স্তরটি রয়েছে 1100-3500 কিমি কিমি পর্যন্ত।

বায়ুমণ্ডলের ___ স্তর ভূপৃষ্ঠ থেকে প্রায় 29 কিমি উষ্ণতার মধ্যে পাওয়া যায়।

উত্তর – বায়ুমণ্ডলের 97% স্তর ভূপৃষ্ঠ থেকে প্রায় 29 কিমি উষ্ণতার মধ্যে পাওয়া যায়।

পৃথিবীর চৌম্বক বর্ম বলা হয় ___।

উত্তর – পৃথিবীর চৌম্বক বর্ম বলা হয় ম্যাগনেটোস্ফিয়ারকে

___ আর-এক নাম ক্ষুব্ধমণ্ডল।

উত্তর – ট্রপোস্ফিয়ারের আর-এক নাম ক্ষুব্ধমণ্ডল।

পৃথিবীর ___ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে।

উত্তর – পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে।

 নীচের বাক্যগুলি শুদ্ধ এবং অশুদ্ধ লেখো।

স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে।

উত্তর – অশুদ্ধ

ধূলিকণার জন্য আকাশে বর্ণবৈচিত্র্য দেখা যায়।

উত্তর – শুদ্ধ

নাইট্রোজেন ও অক্সিজেন নিয়ে বায়ুমণ্ডলের প্রায় 99.9 শতাংশ গঠিত।

উত্তর – অশুদ্ধ

হেটেরোস্ফিয়ারের বিভিন্ন গ্যাসের অনুপাত একই থাকে।

উত্তর – অশুদ্ধ

মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমার নাম মেসোপজ।

উত্তর – শুদ্ধ

মিথেন একটি গ্রিনহাউস গ্যাস।

উত্তর – শুদ্ধ

হিলিয়াম একটি সক্রিয় গ্যাস।

উত্তর – অশুদ্ধ

থার্মোস্ফিয়ারের নীচের অংশকে বলে আয়নোস্ফিয়ার।

উত্তর – শুদ্ধ

স্ট্র্যাটোস্ফিয়ারে প্রবাহিত বায়ুপ্রবাহ হল জেট স্ট্রিম।

উত্তর – অশুদ্ধ

ট্রপোস্ফিয়ারে ওজোন গ্যাসের সবচেয়ে বেশি সঞ্চয় দেখা যায়।

উত্তর – অশুদ্ধ

বায়ুমণ্ডল হল বিভিন্ন গ্যাসের যান্ত্রিক মিশ্রণ।

উত্তর – শুদ্ধ

বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুব কম হলেও তাপমাত্রা বৃদ্ধিতে এর ভূমিকা প্রধান।

উত্তর – শুদ্ধ

বায়ুর ওপরের স্তরে খুব বেশি ধূলিকণা থাকে।

উত্তর – অশুদ্ধ

বায়ুমণ্ডলীয় মোট স্তরের প্রায় 75 শতাংশ রয়েছে ট্রপোথিয়ারে।

উত্তর – শুদ্ধ

ট্রপোস্ফিয়ারের আর এক নাম শান্তমণ্ডল।

উত্তর – অশুদ্ধ

স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতা বৃদ্ধির মূল কারণ ওজোন গ্যাস।

উত্তর – শুদ্ধ

ঝড়, ঝঞ্ঝা এসব স্ট্র্যাটোস্ফিয়ারে হয় বলে এই স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলে।

উত্তর – অশুদ্ধ

ওজোনস্তরের বিনাশ পৃথিবীর উষ্ণায়নের কারণ।

উত্তর – অশুদ্ধ

ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে 90 কিমি পর্যন্ত বায়ুমণ্ডলের স্তরকে বলে হেটেরোস্ফিয়ার।

উত্তর – অশুদ্ধ

বায়ুমণ্ডলের যে স্তরে মেরুপ্রভা সৃষ্টি হয়, তার নাম আয়নোস্ফিয়ার।

উত্তর – শুদ্ধ

ওজোনের ঘনত্ব মাপা হয় ডবসন এককে।

উত্তর – শুদ্ধ

ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার এই দুটি বায়ুস্তরের সীমা নির্দেশক সংযোগস্থলকে ট্রপোপজ বলে।

উত্তর – শুদ্ধ

নাইট্রোজেন গ্যাস সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে শোষণ করে।

উত্তর – অশুদ্ধ

উল্কাপাত হয় ট্রপোস্ফিয়ারে।

উত্তর – অশুদ্ধ

পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্যই বায়ুমণ্ডল পৃথিবীকে ঘিরে রয়েছে।

উত্তর – শুদ্ধ

‘ট্রপো’ কথার অর্থ তাপ।

উত্তর – অশুদ্ধ

ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলেন ফারমেন।

উত্তর – অশুদ্ধ

ওজোন হালকা নীল রঙের গ্যাস।

উত্তর – শুদ্ধ

জমিতে নাইট্রোজেন সার ব্যবহার করলে ওজোনস্তরের ক্ষতি হয়।

উত্তর – অশুদ্ধ

ওজোন গ্যাসের মারাত্মক প্রভাব পড়ছে ভারতে।

উত্তর – অশুদ্ধ

যত বেশি বডি স্প্রে, প্রসাধন ব্যবহার করা হবে ততই ওজোনস্তরের ক্ষতি হবে।

উত্তর – শুদ্ধ

ওজোন হল অক্সিজেনের আইসোটোপ।

উত্তর – শুদ্ধ

ট্রপোস্ফিয়ারে ধূলিকণার উপস্থিতি সর্বাধিক।

উত্তর – শুদ্ধ

ওজোনস্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়।

উত্তর – শুদ্ধ

স্তম্ভ মেলাও।

1.

বামস্তম্ভডানস্তম্ভউত্তর
A. ট্রপোস্ফিয়ার1. বেতারতরঙ্গের প্রতিফলনA. → 2.
B. স্ট্র্যাটোস্ফিয়ার2. মেঘবৃষ্টির সংঘটনB. → 4.
C. থার্মোস্ফিয়ার3. উল্কা পুড়ে যায়C. → 5.
D. মেসোস্ফিয়ার4. অতিবেগুনি রশ্মির শোষণD. → 3.
E. আয়নোস্ফিয়ার5. উত্তাপের ক্রমশবৃদ্ধিE. → 1.

2.

বামস্তম্ভডানস্তম্ভউত্তর
A. ওজোন গ্যাস1. ম্যাগনেটোস্ফিয়ারA. → 4.
B. ভ্যান অ্যালেন বিকিরণ বেল্ট2. ভাসমান ধূলিকণাB. → 1.
C. নকটিলুসেন্ট মেঘ3. এক্সোস্ফিয়ারC. → 5.
D. এরোসল4. স্কনবিD. → 2.
E. এক্সোবেস5. মেসোস্ফিয়ারE. → 3.

একটি বা দুটি শব্দে উত্তর দাও।

বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা কত?

বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা প্রায় 10000 কিমি।

নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত?

নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা 18 কিমি।

মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ার কতদূর পর্যন্ত বিস্তৃত?

মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ার 8 কিমি পর্যন্ত পর্যন্ত বিস্তৃত।

বায়ুমণ্ডলের সবচেয়ে ওপরে কোন্ গ্যাস রয়েছে?

বায়ুমণ্ডলের সবচেয়ে ওপরে হাইড্রোজেন গ্যাস রয়েছে।

সৌরজগতের আর কোন্ গ্রহে পৃথিবীর মতো বায়ুমণ্ডল রয়েছে?

কোথাও নেই।

বায়ুমণ্ডল পৃথিবীকে ঘিরে আছে কেন?

বায়ুমণ্ডল পৃথিবীকে ঘিরে আছে মাধ্যাকর্ষণ শক্তির কারণে।

বিশুদ্ধ বায়ু কেমন হয়?

বিশুদ্ধ বায়ু বর্ণ, গন্ধ ও স্বাদহীন হয়।

হেটেরোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরের নাম কী?

হেটেরোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরের নাম হাইড্রোজেন স্তর।

বৃষ্টিপাত ঘটার জন্য বায়ুমণ্ডলের কোন্ উপাদান খুব দরকারি?

বৃষ্টিপাত ঘটার জন্য বায়ুমণ্ডলের জলীয়বাষ্প উপাদান খুব দরকারি।

বায়ুমণ্ডলে কোন্ গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি?

বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি।

বায়ুমণ্ডলের দুটি নিষ্ক্রিয় গ্যাসের নাম করো।

বায়ুমণ্ডলের দুটি নিষ্ক্রিয় গ্যাসের নাম হল আর্গন ও নিয়ন।

জেট বিমানগুলি কোন্ স্তরের মধ্যে দিয়ে উড়ে যায়?

জেট বিমানগুলি স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে দিয়ে উড়ে যায়।

কোন্ স্তরকে ‘পৃথিবীর ছাতা’ বলা হয়?

ওজোনস্তরকে ‘পৃথিবীর ছাতা’ বলা হয়।

বায়ুমণ্ডলের কোন্ গ্যাসের প্রভাবে লোহায় মরচে ধরে?

বায়ুমণ্ডলের অক্সিজেন গ্যাসের প্রভাবে লোহায় মরচে ধরে।

মেসোস্ফিয়ারের সর্বাধিক উচ্চতা কত?

মেসোস্ফিয়ারের সর্বাধিক উচ্চতা ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে প্রায় 80 কিমি পর্যন্ত।

বায়ুমণ্ডলের কোন্ স্তরে তাপমাত্রা খুব দ্রুত বেড়ে যায়?

বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার স্তরে তাপমাত্রা খুব দ্রুত বেড়ে যায়।

কোন্ স্তর থাকার জন্য আমরা রেডিয়োতে গান শুনতে পাই?

আয়নোস্ফিয়ার স্তর থাকার জন্য আমরা রেডিয়োতে গান শুনতে পাই।

ওজোনস্তরকে নষ্ট করছে এমন দুটি গ্যাসের নাম করো।

ওজোনস্তরকে নষ্ট করছে এমন দুটি গ্যাসের নাম হল ক্লোরোফ্লুরোকার্বন এবং নাইট্রাস অক্সাইড।

বর্তমানে কোথায় ওজোনস্তরের ক্ষয়জনিত বিপদ সবথেকে বেশি?

বর্তমানে অ্যান্টার্কটিকায় ওজোনস্তরের ক্ষয়জনিত বিপদ সবথেকে বেশি।

ওজোনস্তর ক্ষয় পেলে মূলত কী ঘটবে?

ওজোনস্তর ক্ষয় পেলে মূলত অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে এসে পড়বে, ফলে জীবকূলের মারাত্মক ক্ষতি ও বিশ্ব উষ্ণায়ন ঘটবে।

পৃথিবী ও আন্তঃগ্রহমণ্ডলীয় মহাকাশের সীমা কী?

পৃথিবী ও আন্তঃগ্রহমণ্ডলীয় মহাকাশের সীমা হল ম্যাগনেটোপজ।

ওজনস্তরটির ঘনত্ব কোথায় সবচেয়ে বেশি রয়েছে?

ওজনস্তরটির ঘনত্ব 24-40 কিমি উচ্চতায় সবচেয়ে বেশি রয়েছে।

বায়ুমণ্ডলের কোন্ স্তরে মেরুজ্যোতির সৃষ্টি হয়?

বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতির সৃষ্টি হয়।

রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে কী কী স্তরে ভাগ করা যায়?

রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ার স্তরে ভাগ করা যায়।


আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল” -এর “বায়ুমণ্ডলের ধারণা ও স্তরবিন্যাস” বিভাগের কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক (দশম শ্রেণী) পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Categories -
Please Share This Article

Related Posts

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - মানচিত্র চিহ্নিতকরণ

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – মানচিত্র চিহ্নিতকরণ

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik Geography Suggestion 2026 – বামদিক ডানদিক মেলাও

Madhyamik Geography Suggestion 2026 – একটি অথবা দুটি শব্দে উত্তর দাও [Marks – 1]

Madhyamik Geography Suggestion 2026 – শূন্যস্থান পূরণ

Madhyamik Geography Suggestion 2026 Wbbse – শুদ্ধ ও অশুদ্ধ

Madhyamik Geography MCQ Suggestion 2026 Wbbse