মাধ্যমিক ভূগোল – বায়ুমণ্ডল – বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল” -এর “বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন” বিভাগের কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

মাধ্যমিক ভূগোল - বায়ুমণ্ডল - বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
Contents Show

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি

সঠিক উত্তরটি নির্বাচন করো।

পৃথিবীর গড় তাপমাত্রা হল –

  1. 10°C
  2. 15°C
  3. 20°C
  4. 5°C

উত্তর – 2. 15°C

পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায় –

  1. 32 শতাংশ
  2. 33 শতাংশ
  3. 34 শতাংশ
  4. 38 শতাংশ

উত্তর – 3. 34 শতাংশ

যে পরিমাণ সৌরশক্তি বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠ সরাসরি মহাশূন্যে ফিরিয়ে দেয় 

  1. 30%
  2. 35%
  3. 64%
  4. 34%

উত্তর – 4. 34%

নিরক্ষরেখা থেকে উত্তরদিকে যে সমোয়রেখাকে উষ্ণমণ্ডলের সীমারেখা ধরা হয় –

  1. 27°C
  2. 30°C
  3. 32°C
  4. 35°C

উত্তর – 1. 27°C

পৃথিবী আগত সূর্যরশ্মির প্রত্যক্ষভাবে শোষণ করে –

  1. 19 ভাগ
  2. 47 ভাগ
  3. 23 ভাগ
  4. 5 ভাগ

উত্তর – 1. 19 ভাগ

পৃথিবীর সৌর ধ্রুবকের পরিমাণ প্রতি মিনিটে –

  1. 19.5 ক্যালোরি/বর্গসেমি
  2. 1.94 ক্যালোরি/বর্গসেমি
  3. 2.5 ক্যালোরি/বর্গসেমি
  4. 20.5 ক্যালোরি/বর্গসেমি

উত্তর – 2. 1.94 ক্যালোরি/বর্গসেমি

কার্যকারী সৌররশ্মির পরিমাণ হল –

  1. 34%
  2. 47%
  3. 66%
  4. 76%

উত্তর – 3. 66%

সমান উষ্ণতাযুক্ত স্থানবিন্দুর সংযোগকারী রেখা হল –

  1. সমোষ্ণরেখা
  2. সমচাপরেখা
  3. সমবর্ষণরেখা
  4. সমোচ্চরেখা

উত্তর – 1. সমোষ্ণরেখা

সারাদিনে সবচেয়ে কম উষ্ণতা থাকে –

  1. দুপুরে
  2. বিকালে
  3. সন্ধ্যাবেলা
  4. ভোরবেলা

উত্তর – 4. ভোরবেলা

সূর্যের আলো লম্বভাবে পড়লে তাপমাত্রা –

  1. বেড়ে যায়
  2. কমে যায়
  3. একই থাকে
  4. কোনোটিই নয়

উত্তর – 1. বেড়ে যায়

ভূপৃষ্ঠের সমান উষ্ণতাবিশিষ্ট স্থানগুলিকে যুক্ত করে যে রেখা, তাকে বলে –

  1. সমোন্নতিরেখা
  2. সমোষ্ণরেখা
  3. সমপ্রেষরেখা
  4. সমআর্দ্ররেখা

উত্তর – 2. সমোষ্ণরেখা

সমোষ্ণরেখাগুলির বক্রতা বেশি –

  1. উত্তর গোলার্ধে
  2. দক্ষিণ গোলার্ধে
  3. পূর্ব গোলার্ধে
  4. পশ্চিম গোলার্ধে

উত্তর – 1. উত্তর গোলার্ধে

বায়ুমণ্ডলের তাপের প্রধান উৎস হল –

  1. সূর্য
  2. পৃথিবী
  3. কার্বন ডাইঅক্সাইড
  4. ওজোন গ্যাস

উত্তর – 1. সূর্য

উত্তর গোলার্ধে তাপের পরিমাণ বাড়ে –

  1. শীতকালে
  2. বসন্তকালে
  3. গ্রীষ্মকালে
  4. বর্ষাকালে

উত্তর – 3. গ্রীষ্মকালে

বৈপরীত্য উত্তাপের জন্য ভোরবেলায় উপত্যকাগুলি –

  1. ধোঁয়ায় ঢেকে যায়
  2. কুয়াশায় ঢেকে যায়
  3. বরফে ঢেকে যায়
  4. মেঘে ঢাকা থাকে

উত্তর – 4. মেঘে ঢাকা থাকে

মেঘহীন রাত অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি –

  1. বেশি উষ্ণ হয়
  2. বেশি শীতল হয়
  3. বেশি দীর্ঘ হয়
  4. বেশি ঘন হয়

উত্তর – 1. বেশি উষ্ণ হয়

দিল্লির তুলনায় দার্জিলিং -এর তাপমাত্রা –

  1. যথেষ্ট বেশি
  2. বেশ কম
  3. বেশ দীর্ঘ
  4. কোনোটিই নয়

উত্তর – 2. বেশ কম

সূর্যরশ্মি পৃথিবীতে আসে –

  1. বৃহৎ তরঙ্গরূপে
  2. ক্ষুদ্র তরঙ্গরূপে
  3. মাঝারি তরঙ্গরূপে
  4. কোনোটিই নয়

উত্তর – 2. ক্ষুদ্র তরঙ্গরূপে

সমোন্নরেখাগুলি বিস্তৃত থাকে –

  1. উত্তর-দক্ষিণে
  2. পূর্ব-পশ্চিমে
  3. দক্ষিণ-পশ্চিমে
  4. উত্তর-পূর্বে

উত্তর – 2. পূর্ব-পশ্চিমে

প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা হ্রাসের হার –

  1. 4.6°C
  2. 10°C
  3. 6.4°C
  4. 3.9°C

উত্তর – 3. 6.4°C

নীচের কোনটি বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি নয়? –

  1. পরিবহণ
  2. অধঃক্ষেপণ
  3. বিকিরণ
  4. পরিচলন

উত্তর – 2. অধঃক্ষেপণ

অক্ষাংশের মান বাড়ার সাথে সাথে সূর্যরশ্মির পতনকোণ –

  1. বেড়ে যায়
  2. কমে যায়
  3. একই থাকে
  4. কোনোটিই নয়

উত্তর – 2. কমে যায়

বৈপরীত্য উষ্ণতা দেখা যায় –

  1. সমভূমিতে
  2. মরুভূমি অঞ্চলে
  3. পার্বত্য অঞ্চলে
  4. নিম্নভূমি অঞ্চলে

উত্তর – 3. পার্বত্য অঞ্চলে

সূর্যের মোট শক্তির 200 কোটি ভাগের কত ভাগ পৃথিবীতে এসে পৌঁছোয়? –

  1. 1 ভাগ
  2. 2 ভাগ
  3. 3 ভাগ
  4. 4 ভাগ

উত্তর – 1. 1 ভাগ

সূর্য থেকে পৃথিবীর দিকে আসা রশ্মির যে অংশ পুনরায় মহাশূন্যে ফেরত যায়, তাকে কী বলে? –

  1. অ্যালবেডো
  2. ইনসোলেশন
  3. বিকিরণ
  4. পরিচলন

উত্তর – 1. অ্যালবেডো

বায়ুমণ্ডল সর্বাধিক উষ্ণ হয় যে পদ্ধতিতে সেটি হল –

  1. পরিচলন
  2. পরিবহণ
  3. বিকিরণ
  4. অ্যাডভেকশন

উত্তর – 3. বিকিরণ

পৃথিবীর উষ্ণতম স্থান –

  1. ভস্টক
  2. জেকোবাবাদ
  3. এল আজিজিয়া
  4. থর

উত্তর – 3. এল আজিজিয়া

অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি হয় –

  1. বালির ওপর
  2. তুষারক্ষেত্রে
  3. বনভূমিতে
  4. জলভাগের ওপর

উত্তর – 2. তুষারক্ষেত্রে

হিমালয় পর্বতের কোন্ ঢালে গড় উষ্ণতা বেশি? –

  1. উত্তর ঢালে
  2. দক্ষিণ ঢালে
  3. পূর্ব ঢালে
  4. পশ্চিম ঢালে

উত্তর – 2. দক্ষিণ ঢালে

ডিগ্রি ফারেনহাইট স্কেলে হিমাঙ্ক ধরা হয় –

  1. 32°C
  2. 35°C
  3. 27°C
  4. 23°C

উত্তর – 1. 32°C

বায়ুর উষ্ণতা কোন্ যন্ত্রের সাহায্যে মাপা হয়? –

  1. ব্যারোমিটার
  2. অ্যানিমোমিটার
  3. থার্মোমিটার
  4. ক্যালোরিমিটার

উত্তর – 3. থার্মোমিটার

বৈপরীত্য উত্তাপের নেমে আসা বায়ু হল –

  1. ক্যাটাবেটিক বায়ু
  2. অ্যানাবেটিক বায়ু
  3. উষ্ণ বায়ু
  4. শীতল বায়ু

উত্তর – 1. ক্যাটাবেটিক বায়ু

এল নিনো দেখা যায় –

  1. বঙ্গোপসাগরে
  2. ভারত মহাসাগরে
  3. প্রশান্ত মহাসাগরে
  4. আটলান্টিক মহাসাগরে

উত্তর – 3. প্রশান্ত মহাসাগরে

‘কিয়োটো প্রোটোকল’ চুক্তিটির দ্বারা কোন্ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল? –

  1. বিশ্ব উষ্ণায়ন
  2. অ্যাসিড বৃষ্টি
  3. বৃক্ষরোপণ
  4. পারমাণবিক শক্তি

উত্তর – 1. বিশ্ব উষ্ণায়ন

মোট সৌর বিকিরণের যতটা অংশ ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে –

  1. 34%
  2. 63%
  3. 66%
  4. 70%

উত্তর – 3. 66%

শূন্যস্থান পূরণ করো।

সূর্যরশ্মির যতটা অংশ ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলকে উষ্ণ করে ___ তাকে বলে।

উত্তর – সূর্যরশ্মির যতটা অংশ ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলকে উষ্ণ করে কার্যকারী বিকিরণ তাকে বলে।

___ অক্ষরেখায় সূর্যরশ্মি সারাবছর লম্বভাবে পড়ে।

উত্তর –  অক্ষরেখায় সূর্যরশ্মি সারাবছর লম্বভাবে পড়ে।

আলো ও উত্তাপের মাধ্যমে সূর্য থেকে যে রশ্মি ভূপৃষ্ঠে পড়ে, তাকে ___ বলে।

উত্তর – আলো ও উত্তাপের মাধ্যমে সূর্য থেকে যে রশ্মি ভূপৃষ্ঠে পড়ে, তাকে ইনসোলেশন বলে।

বায়ুর উষ্ণতার তারতম্যের একটি গুরুত্বপূর্ণ কারণ ___।

উত্তর – বায়ুর উষ্ণতার তারতম্যের একটি গুরুত্বপূর্ণ কারণ অক্ষাংশ

30° অক্ষাংশের তুলনায় 40° অক্ষাংশের উষ্ণতা ___।

উত্তর – 30° অক্ষাংশের তুলনায় 40° অক্ষাংশের উষ্ণতা কম

জলভাগের তুলনায় স্থলভাগ থেকে সূর্যরশ্মি ___ বিচ্ছুরিত হয়।

উত্তর – জলভাগের তুলনায় স্থলভাগ থেকে সূর্যরশ্মি কম বিচ্ছুরিত হয়।

উষ্ণতার যে হ্রাসবৃদ্ধি আমরা ত্বকের মাধ্যমে অনুভব করতে পারি, তাকে বলে ___ উষ্ণতা।

উত্তর – উষ্ণতার যে হ্রাসবৃদ্ধি আমরা ত্বকের মাধ্যমে অনুভব করতে পারি, তাকে বলে ইন্দ্রিয়গ্রাহ্য উষ্ণতা।

ঊর্ধ্বাকাশে জলীয়বাষ্প ঘনীভূত হলে ___ ত্যাগ করে।

উত্তর – ঊর্ধ্বাকাশে জলীয়বাষ্প ঘনীভূত হলে লীনতাপ ত্যাগ করে।

উষ্ণমণ্ডলের গড় তাপমাত্রা ___।

উত্তর – উষ্ণমণ্ডলের গড় তাপমাত্রা 27°C

পৃথিবীতে সৌর বিকিরণের ___% হল কার্যকরী সৌর বিকিরণ।

উত্তর – পৃথিবীতে সৌর বিকিরণের 65% হল কার্যকরী সৌর বিকিরণ।

ভূপৃষ্ঠে ___টি তাপমণ্ডল আছে।

উত্তর – ভূপৃষ্ঠে 5টি তাপমণ্ডল আছে।

শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র (এয়ারকন্ডিশনার) ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ___ গ্যাস নির্গত হয়।

উত্তর – শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র (এয়ারকন্ডিশনার) ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ক্লোরোফ্লুরোকার্বন গ্যাস নির্গত হয়।

নাতিশীতোষ্ণমণ্ডলের গড় উষ্ণতা 0°C থেকে ___ এর মধ্যে হয়।

উত্তর – নাতিশীতোষ্ণমণ্ডলের গড় উষ্ণতা 0°C থেকে 27°C এর মধ্যে হয়।

হিমমণ্ডলের গড় তাপমাত্রা ___।

উত্তর – হিমমণ্ডলের গড় তাপমাত্রা 0°C

পলিমাটি থেকে লালমাটির উষ্ণতা দিনেরবেলা ___ হয়।

উত্তর – পলিমাটি থেকে লালমাটির উষ্ণতা দিনেরবেলা বেশি হয়।

দিন ও রাতের মধ্যে উষ্ণতার পার্থক্য হল উষ্ণতার ___।

উত্তর – দিন ও রাতের মধ্যে উষ্ণতার পার্থক্য হল উষ্ণতার প্রসর

বিকিরিত সূর্যরশ্মি ___ তরঙ্গের হয়।

উত্তর – বিকিরিত সূর্যরশ্মি দীর্ঘ তরঙ্গের হয়।

বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে বেশি হয় ___।

উত্তর – বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে বেশি হয় মেরুতে

সমান উষ্ণতামাপক রেখাগুলিকে ___ বলে।

উত্তর – সমান উষ্ণতামাপক রেখাগুলিকে সমোষ্ণরেখা বলে।

সমুদ্র থেকে যত দূরে যাওয়া যায় ততই জলবায়ু ___ প্রকৃতির হয়।

উত্তর – সমুদ্র থেকে যত দূরে যাওয়া যায় ততই জলবায়ু চরমভাবাপন্ন প্রকৃতির হয়।

উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বাড়লে, তাকে বলে ___।

উত্তর – উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বাড়লে, তাকে বলে বৈপরীত্য উত্তাপ

সমুদ্র-সংলগ্ন এলাকার জলবায়ু ___ প্রকৃতির।

উত্তর – সমুদ্র-সংলগ্ন এলাকার জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির।

সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা জানা যায় ___ থার্মোমিটারের সাহায্যে।

উত্তর – সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা জানা যায় সিক্সের থার্মোমিটারের সাহায্যে।

দিনেরবেলা আকাশ ___ হলে তাপমাত্রা কম হয়।

উত্তর – দিনেরবেলা আকাশ মেঘলা হলে তাপমাত্রা কম হয়।

পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়াকে ___ বলে।

উত্তর – পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়াকে বিশ্ব উষ্ণায়ন বলে।

পৃথিবীর সমুদ্র জলতলের বৃদ্ধির প্রধান কারণ ___।

উত্তর – পৃথিবীর সমুদ্র জলতলের বৃদ্ধির প্রধান কারণ তুষার গলন

যে বছর এল নিনো হয় সেবছর ভারতে ___ হতে পারে।

উত্তর – যে বছর এল নিনো হয় সেবছর ভারতে খরা হতে পারে।

NASA -র মতে মেরুপ্রদেশের বরফ প্রতি দশকে প্রায় ___ হারে গলছে।

উত্তর – NASA -র মতে মেরুপ্রদেশের বরফ প্রতি দশকে প্রায় 9 শতাংশ হারে গলছে।

বিকিরিত সৌরশক্তির ___ পুনরায় বায়ুমণ্ডল দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়।

উত্তর – বিকিরিত সৌরশক্তির 7% পুনরায় বায়ুমণ্ডল দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়।

মানচিত্রে সমান উষ্ণতার রেখা হল ___।

উত্তর – মানচিত্রে সমান উষ্ণতার রেখা হল সমোষ্ণ রেখা

___ জ্বালানির দহনের ফলে বেশি পরিমাণে গ্রিনহাউস গ্যাস নির্গত হয়।

উত্তর – জীবাশ্ম জ্বালানির দহনের ফলে বেশি পরিমাণে গ্রিনহাউস গ্যাস নির্গত হয়।

নীচের বাক্যগুলি শুদ্ধ এবং অশুদ্ধ লেখো।

পৃথিবীর গড় উষ্ণতা 1°C বেড়ে গেলে সমুদ্রজলের উচ্চতা বেড়ে যায় 10-12 সেমি।

উত্তর – শুদ্ধ

বিশ্ব উষ্ণায়ন ঘটলে কৃষি পদ্ধতির পরিবর্তন ঘটে।

উত্তর – শুদ্ধ

পৃথিবীর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস উৎপাদিত হয়।

উত্তর – শুদ্ধ

মিথেন এমন গ্রিনহাউস গ্যাস যা সবচেয়ে বেশি পৃথিবীকে উত্তপ্ত করছে।

উত্তর – অশুদ্ধ

বিশ্ব উষ্ণায়নে প্রকৃতির ভূমিকা সবচেয়ে বেশি।

উত্তর – অশুদ্ধ

দক্ষিণ গোলার্ধে পর্বতের দক্ষিণ ঢালে বেশি উত্তাপ হয়।

উত্তর – অশুদ্ধ

উত্তপ্ত ভূপৃষ্ঠ ক্ষুদ্র তরঙ্গরূপে তাপ বিকিরণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে।

উত্তর – অশুদ্ধ

পরিবহণ পদ্ধতিতে বায়ুর উল্লম্ব সঞ্চালনের সাহায্যে তাপের সঞ্চালন হয়।

উত্তর – অশুদ্ধ

নিরক্ষীয় ও মেরু অঞ্চলে ঋতুপরিবর্তন হয় না।

উত্তর – শুদ্ধ

সেলসিয়াস থার্মোমিটারে হিমাঙ্ক তাপমাত্রা 32°।

উত্তর – অশুদ্ধ

এল নিনো শব্দের অর্থ দুষ্টু শয়তান।

উত্তর – অশুদ্ধ

লা নিনা একধরনের উষ্ণ সমুদ্রস্রোত।

উত্তর – অশুদ্ধ

স্থলভাগের তুলনায় জলভাগ দ্রুত উষ্ণ হয় এবং দ্রুত তাপ বিকিরণ করে ঠান্ডা হয়।

উত্তর – অশুদ্ধ

উদ্ভিদহীন অঞ্চলে বায়ুর উষ্ণতা চরম প্রকৃতির হয়।

উত্তর – শুদ্ধ

উষ্ণমণ্ডলের গড় উষ্ণতা প্রায় 27°C।

উত্তর – শুদ্ধ

বৈপরীত্য উত্তাপ পার্বত্য উপত্যকার শান্ত আবহাওয়ায় দেখা যায়।

উত্তর – শুদ্ধ

নিরক্ষীয় অঞ্চলে সারাবছর গ্রীষ্ম ঋতু দেখা যায়।

উত্তর – শুদ্ধ

দিনেরবেলা দুপুর 2 টোর সময় সবচেয়ে বেশি তাপ থাকে।

উত্তর – শুদ্ধ

সূর্যের তরঙ্গদৈর্ঘ্য মাপার একক হল মাইক্রন।

উত্তর – শুদ্ধ

বায়ুমণ্ডল তাপের সুপরিবাহী।

উত্তর – অশুদ্ধ

উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার অনুযায়ী যত উচ্চতা বাড়ে ততই তাপমাত্রা কমে যায়।

উত্তর – শুদ্ধ

সূর্যের বাইরের দিকে তাপমাত্রা প্রায় 6000°C।

উত্তর – অশুদ্ধ

সমুদ্রের ধারে বলেই মুম্বাইয়ের জলবায়ু সমভাবাপন্ন।

উত্তর – শুদ্ধ

তাপীয় বিষুবরেখা কর্কটক্রান্তিরেখা বরাবর অবস্থান করে।

উত্তর – অশুদ্ধ

মরুভূমিতে দৈনিক তাপমাত্রার প্রসর খুব বেশি।

উত্তর – শুদ্ধ

এল নিনো একটি উষ্ণ বায়ুস্রোত।

উত্তর – অশুদ্ধ

সেলসিয়াস থার্মোমিটারে হিমাঙ্ক তাপমাত্রা 32°।

উত্তর – অশুদ্ধ

এল নিনোর প্রভাবে আটাকামা মরুভূমিতে প্রচুর বৃষ্টি হয়।

উত্তর – শুদ্ধ

ফারেনহাইট স্কেলে স্ফুটনাঙ্কের মান 100°C।

উত্তর – অশুদ্ধ

স্তম্ভ মেলাও।

1.

বামস্তম্ভডানস্তম্ভউত্তর
1. বৈপরীত্য উত্তাপA. উষ্ণতা কম1. B.
2. উচ্চতা বৃদ্ধিB. উষ্ণতা বৃদ্ধি2. D.
3. সমুদ্র থেকে দূরেC. ক্যাটাবেটিক বায়ু3. A.
4. নগরায়ণD. বৃষ্টিপাতের নিয়ন্ত্রক4. E.
5. বনভূমিE. চরম জলবায়ু5. C.

2.

বামস্তম্ভডানস্তম্ভউত্তর
1. এল নিনোA. সমুদ্রজলের উচ্চতা বৃদ্ধি1. B.
2. মেরু বরফের গলনB. উষ্ণতা কম2. C.
3. মেঘাচ্ছন্নতাC. ভূমির সমান্তরালে তাপপ্রবাহ3. D.
4. অ্যাডভেকশনD. কার্বন ডাইঅক্সাইড4. E.
5. গ্রিনহাউস গ্যাসE. ভারতে খরা5. A.

একটি বা দুটি শব্দে উত্তর দাও।

সূর্যতাপের কত অংশ পৃথিবীতে এসে পৌঁছায়?

সূর্যতাপের 200 কোটি ভাগের একভাগ মাত্র অংশ পৃথিবীতে এসে পৌঁছায়।

যে সৌরশক্তি পৃথিবীর দিকে আসে, তাকে কী বলে?

যে সৌরশক্তি পৃথিবীর দিকে আসে, তাকে ইনসোলেশন বলে।

কোথায় একটানা ছয় মাস দিন ও রাত্রি হয়?

উত্তরমেরু ও দক্ষিণমেরুতে একটানা ছয় মাস দিন ও রাত্রি হয়।

বায়ুর উষ্ণতার স্বাভাবিক হ্রাসের হার কত?

বায়ুর উষ্ণতার স্বাভাবিক হ্রাসের হার প্রতি 1000 মিটার উচ্চতায় 6.5°C।

কোথায় সারাবছর তাপমাত্রা বেশি থাকে?

নিরক্ষীয় অঞ্চলে সারাবছর তাপমাত্রা বেশি থাকে।

দক্ষিণ গোলার্ধে পর্বতের কোন্ ঢাল বেশি উষ্ণ থাকে?

দক্ষিণ গোলার্ধে পর্বতের উত্তরঢাল বেশি উষ্ণ থাকে।

পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত?

পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%।

উষ্ণমণ্ডলের গড় উষ্ণতা কত?

উষ্ণমণ্ডলের গড় উষ্ণতা 27°C।

হিমমণ্ডলের গড় উষ্ণতা কত?

হিমমণ্ডলের গড় উষ্ণতা 0°C।

সূর্যপৃষ্ঠের আনুমানিক উষ্ণতা কত?

সূর্যপৃষ্ঠের আনুমানিক উষ্ণতা প্রায় 6000°C।

সমুদ্র-সংলগ্ন এলাকায় জলবায়ু কী ধরনের?

সমুদ্র-সংলগ্ন এলাকায় জলবায়ু সমভাবাপন্ন ধরনের।

ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত?

ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক 212°F।

ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক কত?

ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক 32°F।

1°সেন্টিগ্রেড কত ডিগ্রি ফারেনহাইটের সমান?

1°সেন্টিগ্রেড 33.8 ডিগ্রি ফারেনহাইটের সমান।

জলাভূমি থেকে কী ধরনের গ্রিনহাউস গ্যাস নির্গত হয়?

জলাভূমি থেকে মিথেন গ্রিনহাউস গ্যাস নির্গত হয়।

এসি মেশিন, ফ্রিজ থেকে কোন্ ধরনের গ্রিনহাউস গ্যাস নির্গত হয়?

এসি মেশিন, ফ্রিজ থেকে ক্লোরোফ্লুরোকার্বন গ্রিনহাউস গ্যাস নির্গত হয়।

উষ্ণ নাতিশীতোষ্ণমণ্ডলে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার কারণ কী?

উষ্ণ নাতিশীতোষ্ণমণ্ডলে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার কারণ বিশ্ব উষ্ণায়ন।

পেরু, ইকুয়েডরে প্রবল বৃষ্টির কারণ কী?

পেরু, ইকুয়েডরে প্রবল বৃষ্টির কারণ এল নিনো।

উষ্ণতার প্রসর কী?

উষ্ণতার প্রসর হল সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য।

বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসের যে-কোনো দুটির নাম লেখো।

বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসের যে-কোনো দুটির নাম হল কার্বন ডাইঅক্সাইড ও মিথেন।


আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল” -এর “বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন” বিভাগের কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক (দশম শ্রেণী) পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Categories -
Please Share This Article

Related Posts

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - মানচিত্র চিহ্নিতকরণ

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – মানচিত্র চিহ্নিতকরণ

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik Geography Suggestion 2026 – বামদিক ডানদিক মেলাও

Madhyamik Geography Suggestion 2026 – একটি অথবা দুটি শব্দে উত্তর দাও [Marks – 1]

Madhyamik Geography Suggestion 2026 – শূন্যস্থান পূরণ

Madhyamik Geography Suggestion 2026 Wbbse – শুদ্ধ ও অশুদ্ধ

Madhyamik Geography MCQ Suggestion 2026 Wbbse