আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের তৃতীয় অধ্যায় “বারিমণ্ডল” -এর “সমুদ্রস্রোত” বিভাগের কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি
সঠিক উত্তরটি নির্বাচন করো
হিমপ্রাচীর দেখা যায় –
- আটলান্টিক মহাসাগরে
- কুমেরু মহাসাগরে
- ভারত মহাসাগরে
- বঙ্গোপসাগরে
উত্তর – 1. আটলান্টিক মহাসাগরে
মাদাগাস্কার দ্বীপের পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত হয় –
- সোমালি স্রোত
- মাদাগাস্কার স্রোত
- আগুলহাস স্রোত
- মৌসুমি স্রোত
উত্তর – 2. মাদাগাস্কার স্রোত
নিম্নলিখিত এই স্রোতটি হল উষ্ণ স্রোত –
- কামচাটকা স্রোত
- পেরু স্রোত
- ব্রাজিল স্রোত
- পশ্চিম অস্ট্রেলীয় স্রোত
উত্তর – 3. ব্রাজিল স্রোত
সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ হল –
- উষ্ণতার পার্থক্য
- লবণতার পার্থক্য
- নিয়ত বায়ুপ্রবাহ
- বরফের গলন
উত্তর – 3. নিয়ত বায়ুপ্রবাহ
দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পশ্চিম উপকূল দিয়ে উত্তর দিকে প্রবাহিত স্রোতের নাম হল –
- ফকল্যান্ড স্রোত
- হামবোল্ড স্রোত
- নিউ সাউথ ওয়েলস স্রোত
- ক্যালিফোর্নিয়া স্রোত
উত্তর – 2. হামবোল্ড স্রোত
মেক্সিকো উপসাগরের মধ্যে দিয়ে প্রবাহিত উষ্ণ স্রোতের নাম হল –
- উত্তর নিরক্ষীয় স্রোত
- উত্তর আটলান্টিক স্রোত
- উপসাগরীয় স্রোত
- মৌসুমি স্রোত
উত্তর – 3. উপসাগরীয় স্রোত
পেরু সমুদ্রস্রোত প্রবাহিত হয় –
- ভারত মহাসাগরে
- আটলান্টিক মহাসাগরে
- প্রশান্ত মহাসাগরে
- জাপান সাগরে
উত্তর – 3. প্রশান্ত মহাসাগরে
গ্র্যান্ড ব্যাংক হল একটি –
- উষ্ণ স্রোত
- শীতল স্রোত
- মগ্নচড়া
- দ্বীপ
উত্তর – 3. মগ্নচড়া
শৈবাল সাগর দেখা যায় –
- আটলান্টিক মহাসাগরে
- ভারত মহাসাগরে
- কুমেরু মহাসাগরে
- সুমেরু মহাসাগরে
উত্তর – 1. আটলান্টিক মহাসাগরে
মাদাগাস্কার দ্বীপের পশ্চিমে প্রবাহিত স্রোতটি হল –
- সোমালি স্রোত
- মাদাগাস্কার স্রোত
- মোজাম্বিক স্রোত
- আগুলহাস স্রোত
উত্তর – 3. মোজাম্বিক স্রোত
গভীর সমুদ্রের তুলনায় অগভীর সমুদ্রে সমুদ্রস্রোতের গতি –
- বেশি হয়
- কম হয়
- প্রভাব পড়ে না
- একই থাকে
উত্তর – 1. বেশি হয়
পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর হল –
- প্রশান্ত মহাসাগর
- আটলান্টিক মহাসাগর
- ভারত মহাসাগর
- বঙ্গোপসাগর
উত্তর – 1. প্রশান্ত মহাসাগর
আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে যে স্রোতের সাহায্যে তা হল –
- ল্যাব্রাডর স্রোত
- ক্যানারি স্রোত
- বেঙ্গুয়েলা স্রোত
- পেরু স্রোত
উত্তর – 2. ক্যানারি স্রোত
নিউফাউন্ডল্যান্ডের কাছে ঘন কুয়াশা ও ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। কারণ –
- ক্যানারি স্রোতের সঙ্গে উপসাগরীয় স্রোতের মিলন
- উপসাগরীয় ও ল্যাব্রাডর স্রোতের মিলন
- উপসাগরীয় স্রোত ও নিরক্ষীয় স্রোতের মিলন
- উপসাগরীয় স্রোত ও উত্তর আটলান্টিক স্রোতের মিলন
উত্তর – 2. উপসাগরীয় ও ল্যাব্রাডর স্রোতের মিলন
মগ্নচড়া হয় –
- শীতল স্রোতের কারণে
- উষ্ণ স্রোতের মিলনে
- ভূখণ্ডের অবস্থানের কারণে
- স্রোতের কারণে
উত্তর – 2. উষ্ণ স্রোতের মিলনে
গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত –
- মৎস্যচাষের জন্য
- তথ্য প্রযুক্তি শিল্পের জন্য
- চলচ্চিত্র শিল্পের জন্য
- কার্পাস চাষের জন্য
উত্তর – 1. মৎস্যচাষের জন্য
বেরিং স্রোত প্রবাহিত হয় –
- ভারত মহাসাগরে
- সুমেরু মহাসাগরে
- প্রশান্ত মহাসাগরে
- আটলান্টিক মহাসাগরে
উত্তর – 3. প্রশান্ত মহাসাগরে
একটি উষ্ণ সমুদ্রস্রোতের উদাহরণ –
- ল্যাব্রাডর স্রোত
- বেরিং স্রোত
- হামবোল্ড স্রোত
- উপসাগরীয় স্রোত
উত্তর – 4. উপসাগরীয় স্রোত
সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে বলে –
- হিমপ্রাচীর
- হিমরেখা
- হিমশৈল
- হিমভূমি
উত্তর – 3. হিমশৈল
জাপান উপকূল উষ্ণ থাকে। কারণ –
- বেরিং স্রোতের জন্য
- উপসাগরীয় স্রোতের জন্য
- কুরোশিয়ো স্রোতের জন্য
- মৌসুমি স্রোতের জন্য
উত্তর – 3. কুরোশিয়ো স্রোতের জন্য
মৌসুমি বায়ু যে মহাসাগরের স্রোতকে নিয়ন্ত্রণ করে তা হল –
- প্রশান্ত মহাসাগরের স্রোত
- ভারত মহাসাগরের স্রোত
- আটলান্টিক মহাসাগরের স্রোত
- সুমেরু মহাসাগরের স্রোত
উত্তর – 2. ভারত মহাসাগরের স্রোত
পৃথিবীর মধ্যে সর্বাধিক জাহাজ যাতায়াত করে –
- দক্ষিণ ভারত মহাসাগরে
- উত্তর প্রশান্ত মহাসাগরে
- উত্তর কুমেরু মহাসাগরে
- উত্তর আটলান্টিক মহাসাগরে
উত্তর – 3. উত্তর আটলান্টিক মহাসাগরে
সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ হল –
- পৃথিবীর আবর্তন
- বাষ্পীভবনের তারতম্য
- সমুদ্রজলের লবণতা
- ভূ-আলোড়ন
উত্তর – 1. পৃথিবীর আবর্তন
উপসাগরীয় স্রোতের গতিবেগ ঘণ্টায় –
- 5 কিমি
- 8 কিমি
- 15 কিমি
- 20 কিমি
উত্তর – 2. 8 কিমি
উপসাগরীয় স্রোতের রং হল –
- গাঢ় সবুজ
- গাঢ় লাল
- গাঢ় নীল
- হালকা বেগুনি
উত্তর – 3. গাঢ় নীল
ষাঁড়াষাঁড়ির বান দেখা যায় –
- যমুনা নদে
- ইছামতী নদীতে
- হুগলি নদীতে
- অজয় নদে
উত্তর – 3. হুগলি নদীতে
যে বায়ু দ্বারা উত্তর ভারত মহাসাগরে সমুদ্রস্রোত নিয়ন্ত্রিত হয় তা হল –
- আয়ন বায়ু
- নিয়ত বায়ু
- স্থানীয় বায়ু
- মৌসুমি বায়ু
উত্তর – 3. মৌসুমি বায়ু
ক্যালিফোর্নিয়া স্রোত প্রবাহিত হয় –
- আটলান্টিক মহাসাগরে
- ভারত মহাসাগরে
- প্রশান্ত মহাসাগরে
- বঙ্গোপসাগরে
উত্তর – 3. প্রশান্ত মহাসাগরে
পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত অংশ প্রায় –
- 61%
- 81%
- 71%
- 91%
উত্তর – 3. 71%
ল্যাব্রাডর স্রোত এক প্রকার –
- উষ্ণ স্রোত
- শীতল স্রোত
- নাতিশীতোষ্ণ স্রোত
- কোনোটিই নয়
উত্তর – 2. শীতল স্রোত
পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হল –
- গ্র্যান্ড ব্যাংক
- রোসলিন্ড ব্যাংক
- রকফল ব্যাংক
- স্পার্টলি ব্যাংক
উত্তর – 1. গ্র্যান্ড ব্যাংক
বেঙ্গুয়েলা স্রোত দেখা যায় –
- উত্তর প্রশান্ত মহাসাগরে
- দক্ষিণ আটলান্টিক মহাসাগরে
- দক্ষিণ ভারত মহাসাগরে
- উত্তর আটলান্টিক মহাসাগরে
উত্তর – 2. দক্ষিণ আটলান্টিক মহাসাগরে
শূন্যস্থান পূরণ করো।
উষ্ণ ___ স্রোতের প্রভাবে শীতকালে জাপান উপকূল উষ্ণ থাকে।
উত্তর – উষ্ণ কুরোশিয়ো স্রোতের প্রভাবে শীতকালে জাপান উপকূল উষ্ণ থাকে।
পৃথিবীর বৃহত্তম মহাসাগর হল ___।
উত্তর – পৃথিবীর বৃহত্তম মহাসাগর হল প্রশান্ত।
উষ্ণ উপসাগরীয় স্রোত এবং শীতল ল্যাব্রাডর স্রোতের মিলনস্থলে ___ সৃষ্টি হয়।
উত্তর – উষ্ণ উপসাগরীয় স্রোত এবং শীতল ল্যাব্রাডর স্রোতের মিলনস্থলে হিমপ্রাচীর সৃষ্টি হয়।
উত্তরের সুমেরু মহাসাগর থেকে জাপানের উপকূলের দিকে প্রবাহিত শীতল স্রোতের নাম হল ___ স্রোত।
উত্তর – উত্তরের সুমেরু মহাসাগর থেকে জাপানের উপকূলের দিকে প্রবাহিত শীতল স্রোতের নাম হল কামচাটকা স্রোত।
দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল দিয়ে উত্তরদিকে প্রবাহিত শীতল স্রোতের নাম হল ___ স্রোত।
উত্তর – দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল দিয়ে উত্তরদিকে প্রবাহিত শীতল স্রোতের নাম হল ফকল্যান্ড স্রোত।
সমুদ্রতরঙ্গ হল সমুদ্রপৃষ্ঠের জলরাশির ___ ওঠা-নামা।
উত্তর – সমুদ্রতরঙ্গ হল সমুদ্রপৃষ্ঠের জলরাশির পর্যায়ক্রমিক ওঠা-নামা।
সমুদ্রের জল সবসময় নিরক্ষীয় অঞ্চল থেকে ___ দিকে যায়।
উত্তর – সমুদ্রের জল সবসময় নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে যায়।
পৃথিবীর ___ শতাংশ অংশই সমুদ্রবেষ্টিত।
উত্তর – পৃথিবীর 71 শতাংশ অংশই সমুদ্রবেষ্টিত।
পৃথিবীতে জল বেশি রয়েছে বলে একে ___ বলে।
উত্তর – পৃথিবীতে জল বেশি রয়েছে বলে একে নীলগ্রহ বলে।
ভারী লবণাক্ত জল ___ হিসেবে প্রবাহিত হয়।
উত্তর – ভারী লবণাক্ত জল অন্তঃস্রোত হিসেবে প্রবাহিত হয়।
সমুদ্রস্রোত গড়ে ___ কিমি বেগে প্রবাহিত হয়।
উত্তর – সমুদ্রস্রোত গড়ে 5-10 কিমি বেগে প্রবাহিত হয়।
শীতল সমুদ্রস্রোতে ভেসে আসা ___ জাহাজ চলাচলে বাধা ও বিপদের সৃষ্টি হয়।
উত্তর – শীতল সমুদ্রস্রোতে ভেসে আসা হিমশৈল জাহাজ চলাচলে বাধা ও বিপদের সৃষ্টি হয়।
___ মহাসাগরে এল নিনো দেখা যায়।
উত্তর – প্রশান্ত মহাসাগরে এল নিনো দেখা যায়
ব্রাজিল স্রোত ___ মহাসাগরে দেখা যায়।
উত্তর – ব্রাজিল স্রোত আটলান্টিক মহাসাগরে দেখা যায়।
নীচের বাক্যগুলি শুদ্ধ এবং অশুদ্ধ লেখো।
শৈবাল সাগর স্রোতবিহীন।
উত্তর – শুদ্ধ।
উষ্ণ উপসাগরীয় স্রোতের রং নীল।
উত্তর – শুদ্ধ।
গ্র্যান্ড ব্যাংক প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
উত্তর – অশুদ্ধ।
শীতল ও উষ্ণ স্রোতের মিলনস্থলে কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয়।
উত্তর – শুদ্ধ।
কুরোশিয়ো স্রোতটি একটি উষ্ণ সমুদ্রস্রোত।
উত্তর – শুদ্ধ।
ক্যালিফোর্নিয়া স্রোতটি একটি শীতল স্রোত।
উত্তর – শুদ্ধ।
ভারত মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়।
উত্তর – অশুদ্ধ।
গ্র্যান্ড ব্যাংক বাণিজ্যিক মাছ চাষের জন্য বিখ্যাত।
উত্তর – শুদ্ধ।
সমুদ্রস্রোতের সৃষ্টির প্রধান কারণ হল নিয়ত বায়ুপ্রবাহ।
উত্তর – শুদ্ধ।
হিমপ্রাচীর বরাবর বরফের প্রাচীর দেখা যায়।
উত্তর – অশুদ্ধ।
হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায়।
উত্তর – শুদ্ধ।
শীতল সমুদ্রস্রোতকে পৃষ্ঠস্রোতও বলে।
উত্তর – অশুদ্ধ।
লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয়।
উত্তর – শুদ্ধ।
উষ্ণ সমুদ্রস্রোত ও শীতল সমুদ্রস্রোত -এর মধ্যবর্তী সীমারেখাকে বলা হয় হিমরেখা।
উত্তর – অশুদ্ধ।
ল্যাব্রাডর স্রোত একটি উষ্ণ সমুদ্রস্রোত।
উত্তর – অশুদ্ধ।
এল নিনো অন্তর্হিত হলে প্রশান্ত মহাসাগরের পশ্চিমপ্রান্তে অল্প পরিমাণ বৃষ্টিপাত হয় বা খরা হয়।
উত্তর – অশুদ্ধ।
স্তম্ভ মেলাও।
1.
বামস্তম্ভ | ডানস্তম্ভ | উত্তর |
1. কুরোশিয়ো স্রোত | A. গ্রিনল্যান্ড উপকূল | 1. → B. |
2. ইরমিঙ্গার স্রোত | B. জাপান উপকূল | 2. → A. |
3. ক্যানারি স্রোত | C. কামচাটকা উপকূল | 3. → E. |
4. হামবোল্ড স্রোত | D. পোর্তুগাল উপকূল | 4. → C. |
5. কামচাটকা স্রোত | E. পেরু উপকূল | 5. → D. |
2.
বামস্তম্ভ | ডানস্তম্ভ | উত্তর |
1. নিউফাউন্ডল্যান্ড | A. শীতল স্রোত | 1. → C. |
2. জাপানের উপকূল | B. বেশি জাহাজ চলাচল | 2. → E. |
3. ল্যাব্রাডর উপকূল | C. মগ্নচড়া | 3. → A. |
4. ব্রাজিল উপকূল | D. উষ্ণ স্রোত | 4. → D. |
5. উত্তর আটলান্টিক মহাসাগর | E. শীতকালেও বরফমুক্ত | 5. → B. |
3.
বামস্তম্ভ | ডানস্তম্ভ | উত্তর |
1. প্রশান্ত মহাসাগরের পূর্বপ্রান্ত | A. গ্র্যান্ড ব্যাংক | 1. → D. |
2. উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যভাগ | B. পেরু স্রোত | 2. → A. |
3. প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্ত | C. ডগার্স ব্যাংক | 3. → E. |
4. উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিম প্রান্ত | D. শৈবাল সাগর | 4. → B. |
5. উত্তর আটলান্টিক মহাসাগরের উত্তর-পূর্ব প্রান্ত | E. ওয়াশিয়ো স্রোত | 5. → C. |
একটি বা দুটি শব্দে উত্তর দাও।
সমুদ্রজলের এক জায়গা থেকে অন্য জায়গায় চলনকে কী বলে?
সমুদ্রজলের এক জায়গা থেকে অন্য জায়গায় চলনকেসমুদ্র স্রোত বলে।
সমুদ্রজলের একই স্থানের ওঠানামাকে কী বলে?
সমুদ্রজলের একই স্থানের ওঠানামাকে সমুদ্রতরঙ্গ বলে।
সমুদ্রতরঙ্গ উপকূল পেরিয়ে সৈকতে আছড়ে পড়লে, তাকে কী বলে?
সমুদ্রতরঙ্গ উপকূল পেরিয়ে সৈকতে আছড়ে পড়লে, তাকে সম্মুখ তরঙ্গ বলে।
সমুদ্রের ঢেউ যখন উপকূল থেকে সমুদ্রের দিকে যায়, তখন তাকে কী বলে?
সমুদ্রের ঢেউ যখন উপকূল থেকে সমুদ্রের দিকে যায়, তখন তাকে পশ্চাদগামী তরঙ্গ বলে।
পশ্চাদগামী তরঙ্গকে আর কী নামে ডাকা হয়?
পশ্চাদগামী তরঙ্গকে আর বিনাশকারী তরঙ্গ নামে ডাকা হয়।
ছোটো ছোটো যে তরঙ্গগুলি উপকূলভাগ গঠন করে, তাকে কী বলে?
ছোটো ছোটো যে তরঙ্গগুলি উপকূলভাগ গঠন করে, তাকে গঠনকারী তরঙ্গ বলে।
যে স্রোত সমুদ্রের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়, তাকে কী বলে?
যে স্রোত সমুদ্রের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়, তাকে পৃষ্ঠস্রোত বা বহিঃস্রোত বলে।
যে স্রোত সমুদ্রের নীচের অংশ দিয়ে প্রবাহিত হয়, তাকে কী বলে?
যে স্রোত সমুদ্রের নীচের অংশ দিয়ে প্রবাহিত হয়, তাকে অন্তঃস্রোত বলে।
সমুদ্রস্রোতের প্রধান নিয়ন্ত্রক কে?
সমুদ্রস্রোতের প্রধান নিয়ন্ত্রক হল নিয়ত বায়ু।
উষ্ণ স্রোত কোন্ দিক থেকে কোন্ দিকে প্রবাহিত হয়?
উষ্ণ স্রোত নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে প্রবাহিত হয়।
শীতল স্রোত কোন্ দিক থেকে কোন্ দিকে যায়?
শীতল স্রোত মেরু থেকে নিরক্ষরেখার দিকে প্রবাহিত হয়।
কম লবণাক্ত জল সমুদ্রের কোন্ স্রোতরূপে প্রবাহিত হয়?
কম লবণাক্ত জল সমুদ্রের পৃষ্ঠস্রোতরূপে প্রবাহিত হয়।
কোন্ মহাসাগরে মৌসুমি স্রোত বয়ে যায়?
ভারত মহাসাগরে মৌসুমি স্রোত বয়ে যায়।
আটলান্টিক মহাসাগরের একটি মগ্নচড়ার নাম করো।
আটলান্টিক মহাসাগরের একটি মগ্নচড়ার নাম হল গ্র্যান্ড ব্যাংক।
কোন্ গোলার্ধে জলভাগের আয়তন বেশি?
দক্ষিণ গোলার্ধে গোলার্ধে জলভাগের আয়তন বেশি।
পৃথিবীর গভীরতম মহাসাগরের নাম কী?
পৃথিবীর গভীরতম মহাসাগরের নাম হল প্রশান্ত মহাসাগর।
ভারত মহাসাগরের উত্তর ভাগের স্রোতগুলি কোন্ কোন্ বায়ু দ্বারা প্রভাবিত হয়?
ভারত মহাসাগরের উত্তর ভাগের স্রোতগুলি দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ও উত্তর-পূর্ব মৌসুমি বায়ু দ্বারা প্রভাবিত হয়।
কোন্ বায়ুর দ্বারা ভারত মহাসাগরের সমুদ্রস্রোত নিয়ন্ত্রিত হয়?
মৌসুমি বায়ুর দ্বারা ভারত মহাসাগরের সমুদ্রস্রোত নিয়ন্ত্রিত হয়।
কোন্ মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়?
আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর দেখা যা।
পৃথিবীর গভীরতম সমুদ্রখাতের নাম কী?
পৃথিবীর গভীরতম সমুদ্রখাতের নাম হল মারিয়ানা খাত।
স্রোতহীন ও ভাসমান উদ্ভিদযুক্ত সমুদ্র অঞ্চলকে কী বলে?
স্রোতহীন ও ভাসমান উদ্ভিদযুক্ত সমুদ্র অঞ্চলকে শৈবাল সাগর বলে।
কোন্ দুটি স্রোতের মিলিত প্রবাহ আগুলহাস স্রোতের সৃষ্টি করে?
মোজাম্বিক স্রোত ও মাদাগাস্কার স্রোত দুটি স্রোতের মিলিত প্রবাহ আগুলহাস স্রোতের সৃষ্টি করে।
আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্রস্রোতের নাম লেখো।
আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্রস্রোতের নাম হল বেঙ্গুয়েলা স্রোত।
মগ্নচড়ায় কী চাষ হয়?
মগ্নচড়ায় মৎস্য চাষ হয়।
আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্রস্রোতের নাম করো।
আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্রস্রোতের নাম হল উপসাগরীয় স্রোত।
একটি শীতল সমুদ্রস্রোতের উদাহরণ দাও।
একটি শীতল সমুদ্রস্রোতের উদাহরণ হল ল্যাব্রাডর স্রোত।
আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের তৃতীয় অধ্যায় “বারিমণ্ডল” -এর “সমুদ্রস্রোত” বিভাগের কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক (দশম শ্রেণী) পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।
মন্তব্য করুন