আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের ভূপ্রকৃতি” বিভাগের কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি
সঠিক উত্তরটি নির্বাচন করো।
ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত –
- আরাবল্লি
- বিন্ধ্য
- নীলগিরি
- হিমালয়
উত্তর – 1. আরাবল্লি
পূর্ব হিমালয়ের একটি গিরিপথ –
- জোজিলা
- নাথুলা
- ইউললা
- সিঞ্চন
উত্তর – 2. নাথুলা
‘বসুধার ধবলশীর্ষ’ বলা হয় –
- কারাকোরাম
- মাউন্ট এভারেস্ট
- পামির মালভূমি
- কাঞ্চনজঙ্ঘা
উত্তর – 1. কারাকোরাম
দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ –
- দোদাবেতা
- অমরকণ্টক
- আনাইমুদি
- নীলগিরি
উত্তর – 3. আনাইমুদি
‘প্রাচ্যের নন্দনকানন’ বলা হয় –
- ইম্ফল উপত্যকা
- কাশ্মীর উপত্যকা
- সুন্দরবন
- কোনোটিই নয়
উত্তর – 2. কাশ্মীর উপত্যকা
সিয়াচেন হিমবাহ যে পর্বতশ্রেণিতে অবস্থিত –
- কারাকোরাম
- পিরপাঞ্জাল
- জাস্কর
- কাশ্মীর
উত্তর – 1. কারাকোরাম
গঙ্গা সমভূমির নতুন পলিগঠিত অংশকে বলে –
- ভাবর
- খাদার
- হাওর
- বেট
উত্তর – 2. খাদার
পশ্চিমঘাট পর্বতের একটি গিরিপথ হল –
- ভোরঘাট
- নিতি
- মালনাদ
- জোজিলা
উত্তর – 1. ভোরঘাট
পাটকই পর্বতের অন্তর্গত –
- হিমাদ্রি
- পূর্বাচল
- অরুণাচল
- হিমাচল
উত্তর – 2. পূর্বাচল
মিষ্টি জলের হ্রদ –
- চিলকা
- ডাল
- সম্বর
- ভেমবানাদ
উত্তর – 2. ডাল
ইম্ফল উপত্যকায় অবস্থিত –
- অসম
- মণিপুর
- মেঘালয়
- মিজোরাম
উত্তর – 2. মণিপুর
রাজস্থানে বালিয়াড়ি ঘেরা হ্রদগুলিকে বলে –
- ধান্দ
- ধ্রিয়ান
- রান
- পুষ্করিণী
উত্তর – 1. ধান্দ
ছোটোনাগপুরের সর্বোচ্চ পাহাড় –
- রাজমহল
- পরেশনাথ
- বিহারীনাথ
- অযোধ্যা পাহাড়
উত্তর – 2. পরেশনাথ
কুলা কাংড়ি যে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ –
- দার্জিলিং
- ভুটান
- পূর্বাচল
- অরুণাচল
উত্তর – 2. ভুটান
ভারতের সাতপুরা যে ধরনের পর্বতের উদাহরণ –
- ক্ষয়জাত
- আগ্নেয়
- স্তূপ
- ভঙ্গিল
উত্তর – 3. স্তূপ
পশ্চিম উপকূলের উপহ্রদগুলি হল –
- তাল
- ধান্দ
- কয়াল
- পুকুর
উত্তর – 3. কয়াল
পৃথিবীর দ্বিতীয় উচ্চতম গিরিপথ হল –
- কারাকোরাম
- লাচুলাংলা
- তাংলাংলা
- নাথুলা
উত্তর – 1. কারাকোরাম
রাজস্থানের প্রস্তরময় মরুভূমির নাম –
- হামাদা
- বাগর
- রোহি
- ধান্দ
উত্তর – 1. হামাদা
আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গটি –
- স্যাডল পিক
- হ্যারিয়েট
- ফুলিয়ের
- নিকোবর
উত্তর – 1. স্যাডল পিক
হিমালয়ের একটি উষ্ণ প্রস্রবণ মণিকরণ অবস্থিত –
- উত্তরাখণ্ডে
- সিকিমে
- হিমাচল প্রদেশে
- কাশ্মীরে
উত্তর – 3. হিমাচল প্রদেশে
কাশ্মীর উপত্যকা অবস্থিত যে দুটি পর্বতের মাঝে, তা হল –
- জাস্কর ও লাদাখ
- পিরপাঞ্জাল ও জাস্কর
- কারাকোরাম ও লাদাখ
- লাদাখ ও লেহ-র মাঝে
উত্তর – 2. পিরপাঞ্জাল ও জাস্কর
কাশ্মীর উপত্যকায় অবস্থিত দুটি বিখ্যাত হ্রদ হল –
- মিরিক-ছাঙ্গু
- নৈনিতাল-সাততাল
- ডাল-উলার
- সম্বর-রান
উত্তর – 3. ডাল-উলার
ভারতের সর্বোচ্চ শৃঙ্গ –
- মাউন্ট এভারেস্ট
- কাঞ্চনজঙ্ঘা
- কিং অব কারাকোরাম
- লিওপারগেল
উত্তর – 3. কিং অব কারাকোরাম
অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ অংশ –
- সান্দাকফু
- নামচাবারওয়া
- নাঙ্গা পর্বত
- কারাকোরাম
উত্তর – 2. নামচাবারওয়া
লাদাখ ও জাস্কর পর্বতের মাঝের উপত্যকায় প্রবাহিত নদীর নাম –
- গঙ্গা
- শতদ্রু
- বিপাশা
- সিন্ধু
উত্তর – 4. সিন্ধু
ভারতের বৃহত্তম লবণাক্ত জলের উপহ্রদ –
- চিলকা
- ভেমবানাদ
- কোলেরু
- পুলিকট
উত্তর – 1. চিলকা
কয়াল বা লেগুন দেখা যায় –
- করমণ্ডল উপকূলে
- উত্তর সরকার উপকূলে
- মালাবার উপকূলে
- কোঙ্কন উপকূলে
উত্তর – 3. মালাবার উপকূলে
মেঘালয়ের গারো পাহাড় একধরনের –
- ক্ষয়জাত
- ভঙ্গিল
- স্তূপ
- আগ্নেয় পর্বত
উত্তর – 1. ক্ষয়জাত
মহারাষ্ট্র মালভূমি যে শিলা দ্বারা গঠিত সেটি হল –
- ব্যাসল্ট
- মারবেল
- গ্র্যানাইট
- বেলেপাথর
উত্তর – 1. ব্যাসল্ট
ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী লুনি যে রাজ্যের ওপর দিয়ে বয়ে যাচ্ছে, তা হল –
- গুজরাত
- মহারাষ্ট্র
- হরিয়ানা
- রাজস্থান
উত্তর – 4. রাজস্থান
পশ্চিমঘাটের থলঘাট গিরিপথটি অবস্থিত –
- পালনির কাছে
- নাসিকের কাছে
- মুম্বাইয়ের কাছে
- পুনের কাছে
উত্তর – 2. নাসিকের কাছে
পূর্বঘাট পর্বতের অন্য নাম –
- সহ্যাদ্রি
- মলয়াদ্রি
- করমণ্ডল
- গুরুশিখর
উত্তর – 2. মলয়াদ্রি
বাবাবুদান পাহাড়টি যে রাজ্যে অবস্থিত –
- তেলেঙ্গানা
- অন্ধ্রপ্রদেশ
- কর্ণাটক
- কেরল
উত্তর – 3. কর্ণাটক
আরাবল্লি পর্বতের পশ্চিমদিকের প্লাবনভূমিকে বলে –
- রোহি
- বাগার
- হামাদা
- ধ্রিয়ান
উত্তর – 1. রোহি
ভারতের একমাত্র মরুস্থলীয় নদী –
- সবরমতী
- রোহি
- লুনি
- শতরঞ্জ
উত্তর – 3. লুনি
বিন্ধ্য পর্বত একটি –
- আগ্নেয়
- ভঙ্গিল
- স্তূপ
- ক্ষয়জাত পর্বত
উত্তর – 3. স্তূপ
কুমায়ুন হিমালয় থেকে উৎপন্ন হয়েছে এমন একটি নদী হল –
- গঙ্গা
- সিন্ধু
- ব্রহ্মপুত্র
- কৃষ্ণা
উত্তর – 1. গঙ্গা
ভারতের উত্তরতম সীমা হল –
- হিমালয় পর্বত
- লাদাখ পর্বত
- আরাবল্লি পর্বত
- কারাকোরাম পর্বত
উত্তর – 4. কারাকোরাম পর্বত
মাউন্ট এভারেস্ট নেপালে যে নামে পরিচিত –
- টেথিস
- চোমোনাংশ
- সাগরমাথা
- আকাশসখা
উত্তর – 3. সাগরমাথা
এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গপথ হল –
- বুঞ্জি টানেল
- পিরপাঞ্জাল টানেল
- রোটাং টানেল
- জওহর টানেল
উত্তর – 4. জওহর টানেল
পিরপাঞ্জাল এবং ধওলাধরের মধ্যে রয়েছে –
- কুলু ভ্যালি
- কাংড়া ভ্যালি
- স্পিতি ভ্যালি
- দেরাদুন ভ্যালি
উত্তর – 1. কুলু ভ্যালি
গারো পাহাড়ের সর্বোচ্চ অংশ –
- কোহিমা
- দাফাবুম
- নকরেক
- আনাইমুদি
উত্তর – 3. নকরেক
‘মরুস্থলী’ কথার অর্থ –
- উষ্ণমরু
- বালুকাময় অঞ্চল
- মৃতের দেশ
- মরুভূমি
উত্তর – 3. মৃতের দেশ
দাক্ষিণাত্য মালভূমির অংশ –
- লাদাখ মালভূমি
- মেঘালয় মালভূমি
- মালব মালভূমি
- বিন্ধ্য মালভূমি
উত্তর – 2. মেঘালয় মালভূমি
নীলগিরি পর্বতের দক্ষিণে রয়েছে –
- ভোরঘাট
- পালঘাট
- স্নানঘাট
- থলঘাট
উত্তর – 2. পালঘাট
সাতপুরা পর্বতের সর্বোচ্চ অংশ –
- গুরুশিখর
- ধূপগড়
- মানপুর
- ত্র্যম্বক শৃঙ্গ
উত্তর – 2. ধূপগড়
কর্ণাটক মালভূমির উত্তর-পূর্বদিকের অনুচ্চ মালভূমিকে বলে –
- ময়দান
- মালনাদ
- তেলেঙ্গানা
- তরাই
উত্তর – 1. ময়দান
তেলেঙ্গানা মালভূমি অবস্থিত –
- তামিলনাড়ু রাজ্যে
- তেলেঙ্গানা রাজ্যে
- অন্ধ্রপ্রদেশে
- কেরলে
উত্তর – 2. তেলেঙ্গানা রাজ্যে
কার্ডামম পর্বতের কাছে রয়েছে –
- পালঘাট
- শিঙ্কোটাগ্যাপ
- থলঘাট
- ভোরঘাট গ্যাপ
উত্তর – 1. পালঘাট
মালাবার উপকূলের বালিয়াড়িকে বলে –
- বারখান
- ধ্রিয়ান
- ধান্দ
- সিফ বালিয়াড়ি
উত্তর – 3. ধান্দ
ভারতের যে উপকূলভাগটি বেশি ভগ্ন, সেটি হল –
- মালাবার উপকূল
- করমণ্ডল উপকূল
- ওডিশা উপকূল
- কোঙ্কন উপকূল
উত্তর – 4. কোঙ্কন উপকূল
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে বলে –
- প্রবালদ্বীপ
- আগ্নেয় দ্বীপ
- মহাদেশীয় দ্বীপ
- উপসাগরীয় দ্বীপ
উত্তর – 4. উপসাগরীয় দ্বীপ
ব্যারেন দ্বীপটি একধরনের –
- প্রবালদ্বীপী
- আগ্নেয় দ্বীপ
- জীবন্ত আগ্নেয়গিরি
- মৃত আগ্নেয়গিরি
উত্তর – 3. জীবন্ত আগ্নেয়গিরি
লাক্ষাদ্বীপ একধরনের –
- প্রবালদ্বীপ
- আগ্নেয় দ্বীপ
- মহাদেশীয় দ্বীপ
- উপমহাদেশীয় দ্বীপ
উত্তর – 1. প্রবালদ্বীপ
‘লা’ শব্দের অর্থ –
- নদী
- হিমবাহ
- গিরিপথ
- হ্রদ
উত্তর – 3. গিরিপথ
‘মালাই’ শব্দের অর্থ –
- গিরিপথ
- হ্রদ
- নদী
- পাহাড়
উত্তর – 4. পাহাড়
গিরনার পাহাড়ের সর্বোচ্চ অংশ –
- গোরখনাথ
- স্যাডল পিক
- সাউথ ফুলিয়ার
- মাউন্ট হ্যারিয়েট
উত্তর – 1. গোরখনাথ
রিয়া উপকূল তৈরি হয়েছে –
- গুজরাত উপকূলে
- কর্ণাটক উপকূলে
- কোঙ্কন উপকূলে
- করমণ্ডল উপকূলে
উত্তর – 2. কর্ণাটক উপকূলে
ছোটোনাগপুর মালভূমির একটি জলপ্রপাত হল –
- রাজরাপ্পা
- যোগ
- সেভেন সিস্টার
- ধুয়াধর
উত্তর – 1. রাজরাপ্পা
যমুনা নদীর পশ্চিমের নীচু মালভূমির নাম –
- রাজস্থানের উচ্চভূমি
- বুন্দেলখণ্ডের উচ্চভূমি
- ছোটোনাগপুর মালভূমি
- মালব মালভূমি
উত্তর – 2. বুন্দেলখণ্ডের উচ্চভূমি
শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে, তাকে বলে –
- খাদার
- ভাবর
- ভাঙর
- বেট
উত্তর – 2. ভাবর
লাক্ষাদ্বীপে দ্বীপপুঞ্জের সংখ্যা –
- 10টি
- 30টি
- 36টি
- 100টি
উত্তর – 3. 36টি
কচ্ছের রান অঞ্চলের একটি দ্বীপের নাম –
- পাচ্চাম
- পাট
- মেসা
- বিউট
উত্তর – 1. পাচ্চাম
লুনি নদীর উত্তরাংশে অবস্থিত উপত্যকাকে বলে –
- রোহি
- থালি
- বাগার
- বালুকাময় সমভূমি
উত্তর – 2. থালি
মহারাষ্ট্রের উপকূলকে বলা হয় –
- করমণ্ডল
- মালাবার
- কোঙ্কন
- এদের কোনোটিই নয়
উত্তর – 3. কোঙ্কন
পশ্চিম উপকূলের সমভূমির দক্ষিণাংশের নাম –
- উত্তর সরকার উপকূল
- করমণ্ডল উপকূল
- কোঙ্কন উপকূল
- মালাবার উপকূল
উত্তর – 4. মালাবার উপকূল
পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল –
- মহাবালেশ্বর
- মহেন্দ্রগিরি
- অমরকণ্টক
- দোদাবেতা
উত্তর – 2. মহেন্দ্রগিরি
ভারতের দক্ষিণতম পর্বত হল –
- নীলগিরি
- পালনি
- আন্নামালাই
- কার্ডামম
উত্তর – 4. কার্ডামম
শূন্যস্থান পূরণ করো।
হিমালয় যেখানে অবস্থিত আগে সেখানে ___ সাগর ছিল।
উত্তর – হিমালয় যেখানে অবস্থিত আগে সেখানে টেথিস সাগর ছিল।
___ যুগে হিমালয়ের উৎপত্তি হয়।
উত্তর – টার্শিয়ারি যুগে হিমালয়ের উৎপত্তি হয়।
সিঙ্গালিলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ___।
উত্তর – সিঙ্গালিলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু।
হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ___।
উত্তর – হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট।
পশ্চিমবঙ্গ-নেপাল সীমান্তে ___ পর্বত অবস্থিত।
উত্তর – পশ্চিমবঙ্গ-নেপাল সীমান্তে সিঙ্গালিলা পর্বত অবস্থিত।
ভারতের একমাত্র উষ্ণ মরুভূমি ___ রাজ্যে অবস্থিত।
উত্তর – ভারতের একমাত্র উষ্ণ মরুভূমি রাজস্থান রাজ্যে অবস্থিত।
ভারতের মরুভূমির পশ্চিম অংশের নাম ___।
উত্তর – ভারতের মরুভূমির পশ্চিম অংশের নাম মরুস্থলী।
ব্রহ্মপুত্র নদের ___ দ্বীপ ভারতের বৃহত্তম নদীচর।
উত্তর – ব্রহ্মপুত্র নদের মাজুলি দ্বীপ ভারতের বৃহত্তম নদীচর।
মধ্যভারতের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য পর্বতশ্রেণি ___।
উত্তর – মধ্যভারতের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য পর্বতশ্রেণি বিন্ধ্য।
তামিলনাড়ুর উপকূলের নাম ___।
উত্তর – তামিলনাড়ুর উপকূলের নাম করমণ্ডল।
ত্রিপুরার সর্বোচ্চ পাহাড়ের নাম ___।
উত্তর – ত্রিপুরার সর্বোচ্চ পাহাড়ের নাম জাম্পুইটাং।
হিমালয়ের সর্ব দক্ষিণের পর্বতশ্রেণিটির নাম ___।
উত্তর – হিমালয়ের সর্ব দক্ষিণের পর্বতশ্রেণিটির নাম শিবালিক।
হিমালয়ের উত্তর-পশ্চিম প্রান্তে ___ পর্বত অবস্থিত।
উত্তর – হিমালয়ের উত্তর-পশ্চিম প্রান্তে নাঙ্গা পর্বত অবস্থিত।
হিমালয়ের উত্তর-পূর্ব প্রান্তে ___ শৃঙ্গ অবস্থিত।
উত্তর – হিমালয়ের উত্তর-পূর্ব প্রান্তে নামচাবারওয়া শৃঙ্গ অবস্থিত।
পাঞ্জাব সমভূমির নতুন পলিগঠিত ভূমিকে ___ বলে।
উত্তর – পাঞ্জাব সমভূমির নতুন পলিগঠিত ভূমিকে বেট বলে।
___ অববাহিকার মধ্যভাগের নাম ছত্তিশগড় সমতলক্ষেত্র।
উত্তর – মহানদী অববাহিকার মধ্যভাগের নাম ছত্তিশগড় সমতলক্ষেত্র।
মধ্যভারতের মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ___।
উত্তর – মধ্যভারতের মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম অমরকণ্টক।
থলঘাট ___ পর্বতশ্রেণির একটি বিখ্যাত গিরিপথ।
উত্তর – থলঘাট পশ্চিমঘাট পর্বতশ্রেণির একটি বিখ্যাত গিরিপথ।
করমণ্ডল উপকূলে অবস্থিত উপহ্রদের নাম ___।
উত্তর – করমণ্ডল উপকূলে অবস্থিত উপহ্রদের নাম পুলিকট।
নীলগিরির সর্বোচ্চ উচ্চতা ___।
উত্তর – নীলগিরির সর্বোচ্চ উচ্চতা 2637 মিটার।
গুজরাতের লবণাক্ত হ্রদগুলিকে স্থানীয় ভাষায় ___ বলে।
উত্তর – গুজরাতের লবণাক্ত হ্রদগুলিকে স্থানীয় ভাষায় রান বলে।
___ পর্বতটি একটানা নয়।
উত্তর – পূর্বঘাট পর্বতটি একটানা নয়।
নর্মদা ও তাপ্তী নদীর মাঝে ___ ও ___ পর্বত রয়েছে।
উত্তর – নর্মদা ও তাপ্তী নদীর মাঝে সাতপুরা ও মহাদেব পর্বত রয়েছে।
কারাকোরামের অন্য নাম ___।
উত্তর – কারাকোরামের অন্য নাম কৃষ্ণগিরি।
কোহিমা পাহাড়ের সর্বোচ্চ অংশ ___।
উত্তর – কোহিমা পাহাড়ের সর্বোচ্চ অংশ জাপভো।
আরাবল্লি পর্বতের সর্বোচ্চ অংশ ___।
উত্তর – আরাবল্লি পর্বতের সর্বোচ্চ অংশ গুরুশিখর।
শিবালিক এবং হিমাচল হিমালয়ের মধ্যবর্তী অংশকে ___ বলে।
উত্তর – শিবালিক এবং হিমাচল হিমালয়ের মধ্যবর্তী অংশকে দুন বলে।
সিন্ধুনদ প্রবাহিত হয় ___ হিমালয়ের মধ্যে দিয়ে।
উত্তর – সিন্ধুনদ প্রবাহিত হয় কাশ্মীর হিমালয়ের মধ্যে দিয়ে।
পশ্চিমঘাট একটি ___ পর্বত।
উত্তর – পশ্চিমঘাট একটি স্তূপ পর্বত।
হিমালয় ___ গ্রন্থি থেকে এসেছে।
উত্তর – হিমালয় পামির গ্রন্থি থেকে এসেছে।
কাশ্মীর উপত্যকায় কারেওয়া মাটি ___ চাষে বিখ্যাত।
উত্তর – কাশ্মীর উপত্যকায় কারেওয়া মাটি জাফরান চাষে বিখ্যাত।
কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গটি ভারতের ___ রাজ্যে অবস্থিত।
উত্তর – কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গটি ভারতের সিকিম রাজ্যে অবস্থিত।
পূর্ব হিমালয়ে চুলের কাঁটার মতো বাঁককে ___ বাঁক বলে।
উত্তর – পূর্ব হিমালয়ে চুলের কাঁটার মতো বাঁককে সিনট্যাক্সিয়াল বাঁক বলে।
মহারাষ্ট্র মালভূমি ___ নামে পরিচিত।
উত্তর – মহারাষ্ট্র মালভূমি ডেকান ট্র্যাপ নামে পরিচিত।
কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপের মাঝখানে রয়েছে ___ হ্রদ।
উত্তর – কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপের মাঝখানে রয়েছে কোলেরু হ্রদ।
বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে ___ উপত্যকা।
উত্তর – বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে নর্মদা উপত্যকা।
তামিলনাড়ুর উপকূলের আর একটি নাম ___ উপকূল।
উত্তর – তামিলনাড়ুর উপকূলের আর একটি নাম করমণ্ডল উপকূল।
ভোরঘাট ফাঁকটি ___ পর্বতে অবস্থিত।
উত্তর – ভোরঘাট ফাঁকটি পশ্চিমঘাট পর্বতে অবস্থিত।
মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ ___।
উত্তর – মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ শিলং।
মেঘালয় মালভূমি আসলে ___ মালভূমির সম্প্রসারিত অংশ।
উত্তর – মেঘালয় মালভূমি আসলে ছোটোনাগপুর মালভূমির সম্প্রসারিত অংশ।
থর মরুভূমির চলমান বালিয়াড়িগুলিকে ___ বলে।
উত্তর – থর মরুভূমির চলমান বালিয়াড়িগুলিকে ধ্রিয়ান বলে।
___ হল ভারতের বৃহত্তম হিমবাহ।
উত্তর – সিয়াচেন হল ভারতের বৃহত্তম হিমবাহ।
শিবালিক হিমালয়ের উত্তরাংশের ঢালু উপত্যকাকে ___ বলে।
উত্তর – শিবালিক হিমালয়ের উত্তরাংশের ঢালু উপত্যকাকে দুন বলে।
কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গটি হিমালয়ের চারটি সমান্তরাল পর্বতশ্রেণির মধ্যে ___ পর্বতশ্রেণিতে অবস্থিত।
উত্তর – কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গটি হিমালয়ের চারটি সমান্তরাল পর্বতশ্রেণির মধ্যে হিমাদ্রি পর্বতশ্রেণিতে অবস্থিত।
নীচের বাক্যগুলি শুদ্ধ এবং অশুদ্ধ লেখো।
হিমালয় একটি প্রাচীন ভঙ্গিল পর্বত।
উত্তর – অশুদ্ধ।
হিমালয় ভূমধ্যসাগর থেকে উঠেছে।
উত্তর – অশুদ্ধ।
আরাবল্লি একটি ক্ষয়জাত পর্বত।
উত্তর – শুদ্ধ।
হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ গডউইন অস্টিন।
উত্তর – অশুদ্ধ।
ভেরনাগ কাশ্মীরের একটি উষ্ণ প্রস্রবণ।
উত্তর – অশুদ্ধ।
সিঙ্গালিলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ফালুট।
উত্তর – শুদ্ধ।
সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বতশ্রেণিতে অবস্থিত।
উত্তর – শুদ্ধ।
গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত ভূমিকে ভাবর বলে।
উত্তর – অশুদ্ধ।
পশ্চিমবঙ্গের উত্তরাংশে তরাই ভূমিকে ডুয়ার্স বলে।
উত্তর – শুদ্ধ।
মেঘালয় মালভূমি দাক্ষিণাত্য মালভূমির বিচ্ছিন্ন অংশ।
উত্তর – শুদ্ধ।
পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কলসুবাই।
উত্তর – অশুদ্ধ।
চিলকা লবণাক্ত জলের হ্রদ।
উত্তর – শুদ্ধ।
ভারতের একটি আগ্নেয়দ্বীপ ব্যারেন।
উত্তর – শুদ্ধ।
ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ।
উত্তর – শুদ্ধ।
হিমালয়ের সর্বোচ্চ পর্বতশ্রেণি উচ্চ হিমালয়।
উত্তর – শুদ্ধ।
ভারতের সবচেয়ে উঁচু পর্বতশ্রেণিটির নাম কারাকোরাম।
উত্তর – শুদ্ধ।
কাশ্মীর উপত্যকা উত্তরে পিরপাঞ্জাল এবং দক্ষিণে হিমগিরি-জাস্কর পর্বতশ্রেণির মাঝে অবস্থিত।
উত্তর – অশুদ্ধ।
গঙ্গা, যমুনা প্রভৃতি নদীর উৎপত্তি কুমায়ুন হিমালয় অঞ্চলে।
উত্তর – শুদ্ধ।
পাটকই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম সবরমতী।
উত্তর – অশুদ্ধ।
মিজোরামের প্রায় মাঝখানে পাহাড়ঘেরা ইম্ফল উপত্যকা অবস্থিত।
উত্তর – অশুদ্ধ।
রাজস্থানে লুনি নদী অববাহিকার তৃণভূমি অঞ্চলের নাম রোহি।
উত্তর – অশুদ্ধ।
সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট আবু।
উত্তর – অশুদ্ধ।
রাঁচি মালভূমির সর্বোচ্চ অংশ রাজমহল পাহাড়।
উত্তর – অশুদ্ধ।
ভেমবানাদ হল ভারতের বৃহত্তম উপহ্রদ।
উত্তর – অশুদ্ধ।
ভারতের পশ্চিম উপকূলের সর্বত্র বালিয়াড়ি দেখা যায়।
উত্তর – অশুদ্ধ।
ব্যারেন আগ্নেয়গিরিটি আন্দামানে রয়েছে।
উত্তর – শুদ্ধ।
তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলকে একসাথে অন্ধ্র উপকূল বলে।
উত্তর – অশুদ্ধ।
পশ্চিম উপকূল গঠিত হয়েছে ভূ-আন্দোলন জনিত কারণে।
উত্তর – শুদ্ধ।
পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূল বেশি চওড়া।
উত্তর – শুদ্ধ।
গঙ্গা সমভূমির দক্ষিণ থেকে উত্তর পলির গভীরতা যথেষ্ট বেশি।
উত্তর – শুদ্ধ।
দাক্ষিণাত্য মালভূমি হল পর্বত মধ্যবর্তী মালভূমির উদাহরণ।
উত্তর – অশুদ্ধ।
বানিহাল গিরিপথ শ্রীনগর ও জম্মুর মধ্যে সংযোগ রক্ষা করছে।
উত্তর – শুদ্ধ।
জোজিলা পাস গিরিপথ দিয়ে কাশ্মীর থেকে লে যাওয়া যায়।
উত্তর – শুদ্ধ।
সিকিমের নাথুলা গিরিপথ দিয়ে তিব্বতের চুম্বি উপত্যকায় যাওয়া যায়।
উত্তর – অশুদ্ধ।
কচ্ছের রান অঞ্চলটি বঙ্গোপসাগরের প্রসারিত অগভীর জলভাগ।
উত্তর – অশুদ্ধ।
মালাবার উপকূলের বৃহত্তম লেগুন ভেমবানাদ কয়াল।
উত্তর – শুদ্ধ।
ভারতের একটি মিষ্টি জলের হ্রদ সম্বর।
উত্তর – অশুদ্ধ।
ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল শিলং মালভূমি।
উত্তর – শুদ্ধ।
জম্মু ও কাশ্মীরের উত্তর-পশ্চিমে রয়েছে নাঙ্গা পর্বত।
উত্তর – শুদ্ধ।
হিমালয় পর্বত আগ্নেয় শিলা দিয়ে গঠিত।
উত্তর – অশুদ্ধ।
পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ভাভুলমালা।
উত্তর – অশুদ্ধ।
মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক।
উত্তর – অশুদ্ধ।
বুর্জিলা, জেলেপলা, নাথুলা প্রভৃতি গিরিপথগুলি হিমাদ্রি হিমালয়ে অবস্থিত।
উত্তর – শুদ্ধ।
হিমালয় একটি আন্তর্জাতিক পর্বত।
উত্তর – শুদ্ধ।
মালাবার উপকূলের উপহ্রদগুলিকে থেরিস বলে।
উত্তর – অশুদ্ধ।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 10° চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন।
উত্তর – অশুদ্ধ।
লাক্ষাদ্বীপের প্রধান ফসল নারকেল।
উত্তর – শুদ্ধ।
রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত সিন্ধু-গাঙ্গেয় সমভূমি।
উত্তর – শুদ্ধ।
ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট।
উত্তর – অশুদ্ধ।
কারাকোরাম পর্বতশ্রেণির উচ্চতম শৃঙ্গটির নাম গডউইন অস্টিন।
উত্তর – শুদ্ধ।
স্তম্ভ মেলাও।
1.
| বামস্তম্ভ | ডানস্তম্ভ | উত্তর | 
| 1. মালনাদ | A. কর্ণাটক মালভূমির নীচু অংশ | 1. → B. | 
| 2. ময়দান | B. ছোটো ছোটো নদী গঠিত উর্বর প্লাবনভূমি | 2. → D. | 
| 3. তরাই | C. শিবালিকের পাদদেশীয় নুড়ি-কাঁকরময় সচ্ছিদ্র ভূভাগ | 3. → E. | 
| 4. রোহি | D. শিবালিকের পাদদেশের একটু দূরে জঙ্গলাকীর্ণ ও জলাভূমিপূর্ণ ভূভাগ | 4. → C. | 
| 5. ভাবর | E. কর্ণাটক মালভূমির উঁচু অংশ | 5. → A. | 
2.
| বামস্তম্ভ | ডানস্তম্ভ | উত্তর | 
| 1. মালাবার উপকূল | A. চিলকা উপহ্রদ | 1. → B. | 
| 2. উৎকল উপকূল | B. পুলিকট উপহ্রদ | 2. → C. | 
| 3. করমণ্ডল উপকূল | C. ভেমবানাদ কয়াল | 3. → A. | 
| 4. কোঙ্কন উপকূল | D. কোলেরু হ্রদ | 4. → E. | 
| 5. অন্ধ্র উপকূল | E. সিন্ধুদূর্গ দ্বীপ | 5. → D. | 
3.
| বামস্তম্ভ | ডানস্তম্ভ | উত্তর | 
| 1. গঙ্গোত্রী | A. অরুণাচল হিমালয় | 1. → D. | 
| 2. ধওলাধর | B. সিকিম হিমালয় | 2. → C. | 
| 3. কাঞ্চনজঙ্ঘা | C. কুমায়ুন হিমালয় | 3. → A. | 
| 4. নামচা বারওয়া | D. কাশ্মীর হিমালয় | 4. → E. | 
| 5. পিরপাঞ্জাল | E. পাঞ্জাব হিমালয় | 5. → B. | 
4.
| বামস্তম্ভ | ডানস্তম্ভ | উত্তর | 
| 1. জোজিলা | A. কুলু ও লাহুল-স্পিতির মধ্যে | 1. → B. | 
| 2. রোটাং পাস | B. উত্তরাখণ্ড ও তিব্বতের মধ্যে | 2. → E. | 
| 3. নাথুলা | C. শ্রীনগর ও লেহ্-র মধ্যে সংযোগ | 3. → A. | 
| 4. খারদুংলা | D. সিন্ধু ও নুব্রা উপত্যকা | 4. → D. | 
| 5. মালাপাস | E. সিকিম ও তিব্বতের মধ্যে | 5. → C. | 
5.
| বামস্তম্ভ | ডানস্তম্ভ | উত্তর | 
| 1. গডউইন অস্টিন | A. 8598 মিটার | 1. → B. | 
| 2. কাঞ্চনজঙ্ঘা | B. 2695 মিটার | 2. → D. | 
| 3. হিডনপিক | C. 8611 মিটার | 3. → A. | 
| 4. আনাইমুদি | D. 4579 মিটার | 4. → E. | 
| 5. দাফাবুম | E. 8068 মিটার | 5. → C. | 
একটি বা দুটি শব্দে উত্তর দাও।
শ্রীনগর এবং জম্মুর মধ্যে সংযোগকারী গিরিপথটির নাম কী?
শ্রীনগর এবং জম্মুর মধ্যে সংযোগকারী গিরিপথটির নাম হল বানিহাল।
শিবালিকের দুটি পর্বতের মাঝের অংশকে কী বলে?
শিবালিকের দুটি পর্বতের মাঝের অংশকে দুন বলে।
মাচল হিমালয়ের দুটি পর্বতশ্রেণির নাম লেখো।
মাচল হিমালয়ের দুটি পর্বতশ্রেণির নাম হল পিরপাঞ্জাল, মুসৌরি।
হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ অংশ কোনটি?
হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ অংশ হল মাউন্ট এভারেস্ট।
ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা।
কাশ্মীর উপত্যকা ও লাদাখের মধ্যে যোগাযোগ রক্ষা করে কোন্ গিরিপথ?
কাশ্মীর উপত্যকা ও লাদাখের মধ্যে যোগাযোগ রক্ষা করে জোজিলা গিরিপথ।
যমুনোত্রী হিমবাহটি কোন্ হিমালয়ের মধ্যে অবস্থিত?
যমুনোত্রী হিমবাহটি কুমায়ুন হিমালয়ের মধ্যে অবস্থিত।
নেপাল ও সিকিম সীমান্তে অবস্থিত পর্বতশৃঙ্গটির নাম করো।
নেপাল ও সিকিম সীমান্তে অবস্থিত পর্বতশৃঙ্গটির নাম হল কাঞ্চনজঙ্ঘা।
কারাকোরাম পর্বতের উত্তরে ভারত-চিন সীমান্তের পর্বতটির নাম কী?
কারাকোরাম পর্বতের উত্তরে ভারত-চিন সীমান্তের পর্বতটির নাম হল আগিল পর্বত।
পৃথিবীর উচ্চতম গিরিপথ কোনটি?
পৃথিবীর উচ্চতম গিরিপথ হল কারাকোরাম গিরিপথ (5575 মিটার)।
ভারতের একটি শীতল মরুভূমির নাম করো।
ভারতের একটি শীতল মরুভূমির নাম হল লাদাখ।
পৃথিবীর উচ্চতম সেতু কোথায় তৈরি হয়েছে?
পৃথিবীর উচ্চতম সেতু খারদুংলা গিরিপথে তৈরি হয়েছে।
পূর্বাচলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
পূর্বাচলের সর্বোচ্চ শৃঙ্গ হল দাফাবুম।
মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হল শিলং শৃঙ্গ (1961 মিটার)।
এখন যেখানে হিমালয় সেখানে আগে কী ছিল?
এখন যেখানে হিমালয় সেখানে আগে টেথিস মহীখাত ছিল।
মালাবার উপকূল কোন্ অংশ থেকে কোন্ অংশ পর্যন্ত বিস্তৃত?
মালাবার উপকূল গোয়া অংশ থেকে কন্যাকুমারী অংশ পর্যন্ত বিস্তৃত।
করমণ্ডল উপকূল কোন্ অংশ থেকে কোন্ অংশ পর্যন্ত বিস্তৃত?
করমণ্ডল উপকূল কৃষ্ণা নদীর মোহানা থেকে কন্যাকুমারী অংশ পর্যন্ত বিস্তৃত।
কন্নড় ভাষায় ‘মালনাদ’ শব্দের অর্থ কী?
কন্নড় ভাষায় ‘মালনাদ’ শব্দের অর্থ হল পাহাড়ি দেশ।
প্যাংগং হ্রদ কোন্ রাজ্যে অবস্থিত?
প্যাংগং হ্রদ জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত।
আন্দামানের দুটি আগ্নেয়দ্বীপের নাম করো।
আন্দামানের দুটি আগ্নেয়দ্বীপের নাম হল ব্যারেন ও নারকোন্ডাম।
নীলগিরি এবং পশ্চিমঘাট পর্বতের মধ্যে ফাঁকটির নাম কী?
নীলগিরি এবং পশ্চিমঘাট পর্বতের মধ্যে ফাঁকটির নাম হল পালঘাট।
মালাবার উপকূলের হ্রদগুলিকে কী বলে?
মালাবার উপকূলের হ্রদগুলিকে কয়াল বলে।
ভারতের বিখ্যাত চারধাম (গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ) রয়েছে কোন্ রাজ্যে?
ভারতের বিখ্যাত চারধাম (গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ) রয়েছে উত্তরাখণ্ড রাজ্যে।
কুমায়ুন হিমালয়ের হ্রদগুলিকে কী বলে?
কুমায়ুন হিমালয়ের হ্রদগুলিকে তাল বলে।
কারেওয়া মাটি কোথায় দেখা যায়?
কারেওয়া মাটি কাশ্মীর উপত্যকায় দেখা যায়।
থর মরুভূমির বৃহত্তম হ্রদ কোনটি?
থর মরুভূমির বৃহত্তম হ্রদ হল সম্বর।
ভারতের উচ্চতম হ্রদের নাম করো।
ভারতের উচ্চতম হ্রদের নাম হল লাদাখের প্যাংগং।
পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল জিন্দাগাভা।
ভারতের মরু অঞ্চলে কোন্ ধরনের খনিজ পদার্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে?
ভারতের মরু অঞ্চলে খনিজ তেল ধরনের খনিজ পদার্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিন্ধ্য পর্বতের পূর্ব দিকের মালভূমির নাম কী?
বিন্ধ্য পর্বতের পূর্ব দিকের মালভূমির নাম হল রেওয়া মালভূমি।
মালনাদের পূর্বদিকে নীচু অংশকে কী বলে?
মালনাদের পূর্বদিকে নীচু অংশকে ময়দান বলে।
ছোটোনাগপুর মালভূমির সবচেয়ে উঁচু অংশ কোনটি?
ছোটোনাগপুর মালভূমির সবচেয়ে উঁচু অংশ হল প্যাট অঞ্চল।
ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি?
ভারতের সর্বোচ্চ গিরিপথ হল ডুংরিলা বা মানা গিরিপথ।
তাপ্তী নদীটির উত্তরদিকে কোন্ পর্বত অবস্থিত?
তাপ্তী নদীটির উত্তরদিকে সাতপুরা পর্বত অবস্থিত।
ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি?
ভারতের সর্বোচ্চ গিরিপথ হল কারাকোরাম গিরিপথ।
রাজস্থান মরু অঞ্চলের পশ্চিমাংশ কী নামে পরিচিত?
রাজস্থান মরু অঞ্চলের পশ্চিমাংশ মরুস্থলী নামে পরিচিত।
ছোটোনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
ছোটোনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম হল পরেশনাথ।
লাক্ষা ও মিনকয় কী ধরনের দ্বীপ?
লাক্ষা ও মিনকয় প্রবাল ধরনের দ্বীপ।
আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের ভূপ্রকৃতি” বিভাগের কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক (দশম শ্রেণী) পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।
 





মন্তব্য করুন