মাধ্যমিক ভূগোল – ভারতের প্রাকৃতিক পরিবেশ – ভারতের জলবায়ু – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের জলবায়ু” বিভাগের কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

মাধ্যমিক ভূগোল - ভারতের প্রাকৃতিক পরিবেশ - ভারতের জলবায়ু - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
Contents Show

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি

সঠিক উত্তরটি নির্বাচন করো।

ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল –

  1. ঋতুপরিবর্তন
  2. অত্যধিক উন্নত
  3. অত্যধিক বৃষ্টিপাত
  4. অত্যধিক শীতলতা

উত্তর – 1. ঋতুপরিবর্তন

ভারতের একটি স্থানীয় বায়ুপ্রবাহ হল –

  1. মৌসুমি বায়ু
  2. লু
  3. আশ্বিনের ঝড়
  4. উত্তর-পূর্ব মৌসুমি বায়ু

উত্তর – 2. লু

মৌসুমি বিস্ফোরণ হয় –

  1. বর্ষাকালে
  2. গ্রীষ্মকালে
  3. শরৎকালে
  4. শীতকালে

উত্তর – 2. গ্রীষ্মকালে

আশ্বিনের ঝড় হয় –

  1. শরৎকালে
  2. বর্ষাকালে
  3. শীতকালে
  4. গ্রীষ্মকালে

উত্তর – 1. শরৎকালে

মৌসুমি কথার অর্থ হল –

  1. ঋতু
  2. বৃষ্টি
  3. বায়ু
  4. তুষারপাত

উত্তর – 1. ঋতু

ভারতের বৃষ্টিপাতের অধিকাংশই হল –

  1. পরিচলন প্রকৃতির
  2. শৈলোৎক্ষেপ প্রকৃতির
  3. ঘূর্ণবাত প্রকৃতির
  4. কোনোটিই নয়

উত্তর – 2. শৈলোৎক্ষেপ প্রকৃতির

মৌসুমি বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় –

  1. গ্রীষ্মকাল
  2. বর্ষাকাল
  3. শীতকাল
  4. শরৎকাল

উত্তর – 2. বর্ষাকাল

দক্ষিণ ভারতের জলবায়ু সামগ্রিকভাবে –

  1. উষ্ণ ও শুষ্ক প্রকৃতির
  2. আর্দ্র এবং শীতল প্রকৃতির
  3. সমভাবাপন্ন প্রকৃতির
  4. নাতিশীতোষ্ণ প্রকৃতির

উত্তর – 3. সমভাবাপন্ন প্রকৃতির

আম্রবৃষ্টি দেখা যায় –

  1. উত্তর ভারতে
  2. দক্ষিণ ভারতে
  3. পূর্ব ভারতে
  4. পশ্চিম ভারতে

উত্তর – 2. দক্ষিণ ভারতে

ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল হল –

  1. ছোটোনাগপুর মালভূমি
  2. শিলং মালভূমি
  3. পশ্চিমঘাট পর্বতের পশ্চিমদিক
  4. তামিলনাড়ুর দক্ষিণ-পূর্ব উপকূল

উত্তর – 2. শিলং মালভূমি

ভারতের চরমভাবাপন্ন জলবায়ুর একটি শহর হল –

  1. কটক
  2. কলকাতা
  3. মুম্বাই
  4. অমৃতসর

উত্তর – 4. অমৃতসর

ভারতের জলবায়ুকে সর্বাধিক প্রভাবিত করে –

  1. উত্তর-পূর্ব মৌসুমি বায়ু
  2. দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ু
  3. উত্তর-পশ্চিম মৌসুমি বায়ু
  4. দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু

উত্তর – 4. দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু

ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় –

  1. রাজস্থানের থর মরুভূমিতে
  2. গুজরাতের সমভূমিতে
  3. লাদাখে
  4. মধ্যপ্রদেশে

উত্তর – 1. রাজস্থানের থর মরুভূমিতে

গ্রীষ্মের সন্ধ্যের দিকে পশ্চিমবঙ্গে যে ধরনের ঝড়বৃষ্টি হয় তার নাম –

  1. আশ্বিনের ঝড়
  2. লু
  3. আম্রবৃষ্টি
  4. কালবৈশাখী

উত্তর – 4. কালবৈশাখী

শীতল পার্বত্য জলবায়ুর প্রভাব দেখা যায় ভারতের –

  1. উত্তরে
  2. উত্তর-পশ্চিমে
  3. দক্ষিণে
  4. পূর্বে

উত্তর – 1. উত্তরে

অক্টোবর-নভেম্বর মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে যে নামে পরিচিত –

  1. কালবৈশাখী
  2. পশ্চিমি ঝঞ্ঝা
  3. লু
  4. আশ্বিনের ঝড়

উত্তর – 4. আশ্বিনের ঝড়

দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হল –

  1. লাদাখ
  2. শিলং
  3. মালনাদ
  4. সিমলা

উত্তর – 3. মালনাদ

ভারতে গড় বৃষ্টির পরিমাণ বেশি –

  1. উত্তর-পশ্চিম ভারতে
  2. উত্তর-পূর্ব ভারতে
  3. দক্ষিণ ভারতে
  4. পশ্চিম ভারতে

উত্তর – 2. উত্তর-পূর্ব ভারতে

ভারতের জলবায়ুর ওপর যে পর্বতের প্রভাব সবচেয়ে বেশি –

  1. আরাবল্লি
  2. হিমালয়
  3. পশ্চিমঘাট
  4. গারো

উত্তর – 2. হিমালয়

মৌসুমি বায়ু ভারতে যে মাসে প্রবেশ করে –

  1. মে
  2. জুন
  3. জুলাই
  4. আগস্ট

উত্তর – 1. মে

পশ্চিমি ঝঞ্জার প্রভাবে তুষারপাত হয় যে রাজ্যে –

  1. দিল্লি
  2. জম্মু ও কাশ্মীর
  3. পাঞ্জাব
  4. হরিয়ানা

উত্তর – 2. জম্মু ও কাশ্মীর

মৌসুমি বায়ুর স্থায়িত্ব সবচেয়ে কম যেখানে –

  1. উত্তর-পূর্ব ভারতে
  2. উত্তর-পশ্চিম ভারতে
  3. পশ্চিম ভারতে
  4. দক্ষিণ ভারতে

উত্তর – 2. উত্তর-পশ্চিম ভারতে

শরৎকালে পূর্ব ভারতে যে ঘূর্ণবাতের সৃষ্টি হয় তার উৎপত্তিস্থল হল –

  1. আরব সাগর
  2. খাম্বাত উপসাগর
  3. বঙ্গোপসাগর
  4. ভারত মহাসাগর

উত্তর – 3. বঙ্গোপসাগর

পশ্চিমি ঝঞ্ঝা সৃষ্টি হয় –

  1. আরব সাগরে
  2. লোহিত সাগরে
  3. ভূমধ্যসাগরে
  4. বঙ্গোপসাগরে

উত্তর – 3. ভূমধ্যসাগরে

পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাতযুক্ত জেলা হল –

  1. দার্জিলিং
  2. নদিয়া
  3. পুরুলিয়া
  4. বাঁকুড়া

উত্তর – 3. পুরুলিয়া

প্রথম বর্ষায় অসমের ঝড়বৃষ্টিকে বলে –

  1. বরদৈছিলা
  2. কালবৈশাখী
  3. লু
  4. আম্রবৃষ্টি

উত্তর – 1. বরদৈছিলা

ভারতের নাতিশীতোষ্ণ তৃণভূমির জলবায়ু দেখা যায় –

  1. তামিলনাড়ুতে
  2. কর্ণাটকে
  3. রাজস্থানের পূর্বদিকে
  4. পশ্চিমঘাট পর্বতে

উত্তর – 3. রাজস্থানের পূর্বদিকে

পশ্চিমি ঝঞ্ঝা থেকে যে সুবিধা হয়, তা হল –

  1. রবি শস্য উৎপাদন
  2. বাগিচা ফসল উৎপাদন
  3. খরিফ ফসল উৎপাদন
  4. কোনোটিই নয়

উত্তর – 1. রবি শস্য উৎপাদন

অক্ষাংশগত দিক দিয়ে ভারতের উত্তরাংশের অবস্থান –

  1. হিমমণ্ডলে
  2. উষ্ণ নাতিশীতোষ্ণমণ্ডলে
  3. উষ্ণমণ্ডলে
  4. শীতল নাতিশীতোষ্ণমণ্ডলে

উত্তর – 2. উষ্ণ নাতিশীতোষ্ণমণ্ডলে

এল নিনোর আবির্ভাবে ভারতে সৃষ্টি হয় –

  1. বন্যা
  2. খরা
  3. উষ্ণ বায়ুপ্রবাহ
  4. শীতল বায়ুপ্রবাহ দেখা যায়

উত্তর – 2. খরা

2014 সালে ভারতে খরার জন্য দায়ী ছিল –

  1. এল নিনো
  2. লা নিনা
  3. পশ্চিমি ঝঞ্জা
  4. কোনোটিই নয়

উত্তর – 1. এল নিনো

ভারতের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের অন্যতম কারণ –

  1. পশ্চিমি জেট বায়ু
  2. পুবালি জেট
  3. এল নিনো
  4. সমুদ্রস্রোত

উত্তর – 2. পুবালি জেট

ঋতুপরিবর্তন দেখা যায় না –

  1. ক্রান্তীয় মৌসুমি জলবায়ুতে
  2. নিরক্ষীয় জলবায়ুতে
  3. উষ্ণ-মরু জলবায়ুতে
  4. চিনদেশীয় জলবায়ুতে

উত্তর – 2. নিরক্ষীয় জলবায়ুতে

উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হল –

  1. কালবৈশাখী
  2. আঁধি
  3. পশ্চিম ঝঞ্ঝা
  4. লু

উত্তর – 2. আঁধি

সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে যে শহরে তা হল –

  1. দিল্লি
  2. মুম্বাই
  3. চণ্ডীগড়
  4. কানপুর

উত্তর – 2. মুম্বাই

গ্রীষ্মকালীন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির অসমে নাম –

  1. কালবৈশাখী
  2. আম্রবৃষ্টি
  3. বরদৈছিলা
  4. চেরিব্লসম

উত্তর – 3. বরদৈছিলা

শূন্যস্থান পূরণ করো।

ভারতকে ___ জলবায়ুর দেশ বলা হয়।

উত্তর – ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলা হয়।

ভারতের জলবায়ু ___ বায়ুর দ্বারা সর্বাধিক প্রভাবিত।

উত্তর – ভারতের জলবায়ু মৌসুমি বায়ুর দ্বারা সর্বাধিক প্রভাবিত।

দক্ষিণ ভারতে গ্রীষ্মকালে বজ্রবিদ্যুৎসহ যে ঝড়বৃষ্টি হয়, তাকে ___ বলে।

উত্তর – দক্ষিণ ভারতে গ্রীষ্মকালে বজ্রবিদ্যুৎসহ যে ঝড়বৃষ্টি হয়, তাকে আম্রবৃষ্টি বলে।

মৌসুমি কথাটি আরবীয় শব্দ থেকে ___ নেওয়া হয়েছে।

উত্তর – মৌসুমি কথাটি আরবীয় শব্দ থেকে মৌসিম নেওয়া হয়েছে।

___ মৌসুমি বায়ু শীতল ও শুষ্ক প্রকৃতির হয়।

উত্তর – উত্তর-পূর্ব মৌসুমি বায়ু শীতল ও শুষ্ক প্রকৃতির হয়।

___ ভারতের একটি শীতল মরুভূমি।

উত্তর – লাদাখ ভারতের একটি শীতল মরুভূমি।

ভারতে প্রবাহিত ___ বায়ু একটি সাময়িক বায়ু।

উত্তর – ভারতে প্রবাহিত মৌসুমি বায়ু একটি সাময়িক বায়ু।

___ বায়ু ভারতে স্থানীয়ভাবে আবহাওয়া ও জলবায়ুকে নিয়ন্ত্রণ করে।

উত্তর – স্থানীয় বায়ু ভারতে স্থানীয়ভাবে আবহাওয়া ও জলবায়ুকে নিয়ন্ত্রণ করে।

কর্ণাটকের আম্রবৃষ্টি ___ নামে পরিচিত।

উত্তর – কর্ণাটকের আম্রবৃষ্টি চেরি ব্লসম নামে পরিচিত।

ভারতে শীতকালে ___ মৌসুমি বায়ু প্রবাহিত হয়।

উত্তর – ভারতে শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়।

অক্টোবর-নভেম্বর মাসে ভারতে ___ ঋতু দেখা যায়।

উত্তর – অক্টোবর-নভেম্বর মাসে ভারতে শরৎ ঋতু দেখা যায়।

উত্তর-পশ্চিম দিক থেকে কালবৈশাখী আসে বলে একে ___ বলে।

উত্তর – উত্তর-পশ্চিম দিক থেকে কালবৈশাখী আসে বলে একে নরওয়েস্টার বলে।

ভারতের একটি বন্যাপ্রবণ অঞ্চল ___।

উত্তর – ভারতের একটি বন্যাপ্রবণ অঞ্চল অসম উপত্যকা

___ জেট বায়ু ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমনে সহায়তা করে।

উত্তর – পুবালি জেট বায়ু ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমনে সহায়তা করে।

ভারতে স্তেপ জলবায়ু দেখা যায় ___।

উত্তর – ভারতে স্তেপ জলবায়ু দেখা যায় রাজস্থানের পূর্বে

রাজস্থানের ধূলিঝড় ___ নামে পরিচিত।

উত্তর – রাজস্থানের ধূলিঝড় আঁধি নামে পরিচিত।

___ বায়ু হল স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ।

উত্তর – মৌসুমি বায়ু হল স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ।

বর্ষাকালের শুরুতেই যে ঝড়বৃষ্টি হয় তাকে ___ বলে।

উত্তর – বর্ষাকালের শুরুতেই যে ঝড়বৃষ্টি হয় তাকে মৌসুমি বিস্ফোরণ বলে।

উত্তরপ্রদেশ, বিহারে, গ্রীষ্মের দুপুরে প্রবাহিত অতি উষ্ণ বায়ুর নাম ___।

উত্তর – উত্তরপ্রদেশ, বিহারে, গ্রীষ্মের দুপুরে প্রবাহিত অতি উষ্ণ বায়ুর নাম লু

মৌসুমি বায়ুর প্রকৃতি ___।

উত্তর – মৌসুমি বায়ুর প্রকৃতি অনিশ্চিত

ভারতের মোট বৃষ্টিপাতের ___ বর্ষাকালে হয়।

উত্তর – ভারতের মোট বৃষ্টিপাতের 74% বর্ষাকালে হয়।

ভারতের দক্ষিণ ভাগের অপেক্ষা উত্তর ভাগের উষ্ণতা ___।

উত্তর – ভারতের দক্ষিণ ভাগের অপেক্ষা উত্তর ভাগের উষ্ণতা কম

প্রশান্ত মহাসাগরে ___ হলে আবহাওয়া শান্ত থাকে।

উত্তর – প্রশান্ত মহাসাগরে লা নিনা হলে আবহাওয়া শান্ত থাকে।

___ কালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারত থেকে প্রত্যাগমন করে।

উত্তর – শরৎকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারত থেকে প্রত্যাগমন করে।

নিরক্ষরেখার কাছাকাছি বলে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে সারা বছরই ___ জলবায়ু বিরাজ করে।

উত্তর – নিরক্ষরেখার কাছাকাছি বলে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে সারা বছরই নিরক্ষীয় জলবায়ু বিরাজ করে।

কর্কটক্রান্তিরেখা ভারতের প্রায় ___ দিয়ে প্রসারিত হয়েছে।

উত্তর – কর্কটক্রান্তিরেখা ভারতের প্রায় মাঝখান দিয়ে প্রসারিত হয়েছে।

নীচের বাক্যগুলি শুদ্ধ এবং অশুদ্ধ লেখো।

ভারতের জলবায়ু নাতিশীতোষ্ণ মৌসুমি প্রকৃতির।

উত্তর – অশুদ্ধ

পশ্চিমবঙ্গে আম্রবৃষ্টি হয়।

উত্তর – অশুদ্ধ

লু একটি আর্দ্র-শীতল প্রকৃতির বায়ু।

উত্তর – অশুদ্ধ

করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টি হয়।

উত্তর – শুদ্ধ

পশ্চিমি ঝঞ্ঝা শীতকালে বৃষ্টিপাত বা তুষারপাত ঘটায়।

উত্তর – শুদ্ধ

মেরু অঞ্চলে সূর্যরশ্মির পতনকোণ কম থাকে বলে উষ্ণতাও কম থাকে।

উত্তর – অশুদ্ধ

শিলং বৃষ্টিচ্ছায় অঞ্চলের অন্তর্গত।

উত্তর – শুদ্ধ

বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে 75% কম হলে, সেই পরিস্থিতিকে তীব্র খরা বলে।

উত্তর – শুদ্ধ

ভারতীয় উপদ্বীপের তিনদিকে সমুদ্র থাকায় সুদীর্ঘ উপকূলীয় অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন।

উত্তর – শুদ্ধ

এপ্রিল-মে মাসে উত্তর-পশ্চিম ভারতে যে ধূলিঝড় হয়, তাকে বলে লু।

উত্তর – অশুদ্ধ

শরৎকালে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ও সমভূমি অংশে যে ঝড়বৃষ্টি হয়, তাকে বলে কালবৈশাখী।

উত্তর – অশুদ্ধ

ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল হল শিলং পাহাড়সহ মেঘালয় মালভূমির উত্তরাংশ।

উত্তর – শুদ্ধ

পশ্চিমঘাট পর্বতের বৃষ্টিচ্ছায় অঞ্চল দাক্ষিণাত্য মালভূমির ভিতরের অংশ।

উত্তর – শুদ্ধ

ঋতুভেদে যে বায়ু প্রবাহিত হয় তাকে কালবৈশাখী বলে।

উত্তর – অশুদ্ধ

গ্রীষ্মকালে ভারতের মালভূমি অঞ্চলে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়।

উত্তর – শুদ্ধ

বৃষ্টিচ্ছায় অঞ্চলকে ‘ভারতের দুর্ভিক্ষ অঞ্চল’ বলে।

উত্তর – শুদ্ধ

উত্তরপ্রদেশ রাজ্যে বার্ষিক বৃষ্টিপাত খুবই কম।

উত্তর – অশুদ্ধ

কেরল, গোয়া প্রভৃতি রাজ্যে মাঝারি বৃষ্টিপাত হয়।

উত্তর – অশুদ্ধ

অক্টোবর-নভেম্বর মাসে সূর্য কর্কটীয় উচ্চচাপ অঞ্চলে লম্বভাবে কিরণ দেওয়ায় ভারত মহাসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়।

উত্তর – অশুদ্ধ

দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ু ভারতের বৃষ্টিপাতকে নিয়ন্ত্রণ করে।

উত্তর – অশুদ্ধ

ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় মে-জুন মাসে।

উত্তর – অশুদ্ধ

শীতকালে ভূমধ্যসাগর থেকে আগত পশ্চিমা বায়ুর প্রভাবে ভারতে যে ঝড়বৃষ্টি হয় তাকেই ‘আশ্বিনের ঝড়’ বলে।

উত্তর – অশুদ্ধ

ভারতে গ্রীষ্মকাল আর্দ্র এবং শীতকাল শুষ্ক প্রকৃতির হয়।

উত্তর – শুদ্ধ

কালবৈশাখী ঝড় অসমে বরদৈছিলা নামে পরিচিত।

উত্তর – শুদ্ধ

পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে জম্মু ও কাশ্মীরে তুষারপাত হয়।

উত্তর – শুদ্ধ

ভারতের ওপর দিয়ে প্রসারিত মকরক্রান্তিরেখা ভারতের জলবায়ুকে প্রভাবিত করে।

উত্তর – অশুদ্ধ

গ্রীষ্মকাল হল ভারতের প্রাক-মৌসুমিকাল।

উত্তর – শুদ্ধ

ভারতের কৃষিকাজ মৌসুমি বায়ুর দ্বারা প্রভাবিত।

উত্তর – শুদ্ধ

ভারতের সর্বত্র বৃষ্টিপাতের পরিমাণ সমান।

উত্তর – শুদ্ধ

সমুদ্র থেকে উচ্চতার কারণে ভারতের উচ্চ স্থানগুলিতে উষ্ণতার তারতম্য লক্ষ করা যায়।

উত্তর – শুদ্ধ

মৌসুমি বায়ুর জন্য ভারতে প্রায়ই খরা বা বন্যার প্রাদুর্ভাব দেখা যায়।

উত্তর – শুদ্ধ

সমগ্র জম্মু ও কাশ্মীরে পার্বত্য জলবায়ু দেখা যায়।

উত্তর – শুদ্ধ

শীতকালে মধ্য এশিয়ার কনকনে ঠান্ডা বায়ুপ্রবাহকে হিমালয় পর্বতমালা প্রতিহত করে বলে উত্তর ভারত তীব্র ঠান্ডার প্রকোপ থেকে রক্ষা পায়।

উত্তর – শুদ্ধ

ভারতের ওপর শীতকালে উপক্রান্তীয় পশ্চিমি জেটবায়ুর বিশেষ প্রভাব পরিলক্ষিত হয়।

উত্তর – শুদ্ধ

বছরে দুবার বৃষ্টিপাত হয় বলে করমণ্ডল উপকূলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 সেন্টিমিটারেরও বেশি।

উত্তর – অশুদ্ধ

ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল হল রাজস্থানের মরুস্থলী।

উত্তর – অশুদ্ধ

স্তম্ভ মেলাও।

1.

বামস্তম্ভডানস্তম্ভউত্তর
A. কালবৈশাখী1. উত্তর-পশ্চিম ভারতA. → 4.
B. আঁধি2. ব্রহ্মপুত্র উপত্যকাB. → 1.
C. বরদৈছিলা3. ওডিশা ও দক্ষিণবঙ্গের উপকূলC. → 2.
D. আম্রবৃষ্টি4. নিম্নগাঙ্গেয় সমভূমিD. → 5.
E. আশ্বিনের ঝড়5. কেরলE. → 3.

2.

বামস্তম্ভডানস্তম্ভউত্তর
A. ভারত1. উষ্ণ ও শুষ্ক বায়ুA. → 4.
B. মৌসিনরাম2. পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থানB. → 2.
C. শরৎকাল3. ভারতকে আটটি জলবায়ু অঞ্চলে ভাগ করেনC. → 5.
D. লু4. মৌসুমি বায়ুর দেশD. → 1.
E. কোপেন5. মৌসুমি বায়ুর প্রত্যাগমনকালE. → 3.

3.

বামস্তম্ভডানস্তম্ভউত্তর
A. পুবালি জেট1. উত্তর-পূর্ব মৌসুমি বায়ুA. → 3.
B. পশ্চিমি জেট2. থর মরুভূমিB. → 1.
C. মৌসুমি বিস্ফোরণ3. দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ুC. → 5.
D. পশ্চিমি ঝঞ্ঝা4. শীতকালীন ঝড়বৃষ্টিD. → 4.
E. মরু জলবায়ু5. বর্ষাকালের সূচনামূলক বৃষ্টিপাতE. → 2.

4.

বামস্তম্ভডানস্তম্ভউত্তর
A. অধিক বৃষ্টি1. বালিমাটিA. → 4.
B. উষ্ণ এবং কমবৃষ্টি2. কাদামাটিB. → 1.
C. আর্দ্র জলবায়ু3. ভারতে খরাC. → 2.
D. বছরে নির্দিষ্ট সময়ে বৃষ্টি4. লালমাটিD. → 5.
E. এল নিনো5. পর্ণমোচীE. → 3.

একটি বা দুটি শব্দে উত্তর দাও।

ভারতের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়?

ভারতের মৌসিনরামে সবচেয়ে বেশি বৃষ্টি হয়।

ভারতের জলবায়ুর মুখ্য নিয়ন্ত্রক কে?

ভারতের জলবায়ুর মুখ্য নিয়ন্ত্রক হল মৌসুমি বায়ু।

ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম করো।

ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম হল শিলং।

শীতকালে ভারতের ওপর দিয়ে কোন্ বায়ু প্রবাহিত হয়?

শীতকালে ভারতের ওপর দিয়ে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়।

কোন্ ঋতুতে পশ্চিমি ঝঞ্ঝা দেখা যায়?

শীত ঋতুতে পশ্চিমি ঝঞ্ঝা দেখা যায়।

লাদাখ মালভূমিতে কোন্ ধরনের জলবায়ু দেখা যায়?

লাদাখ মালভূমিতে শীতল মরু ধরনের জলবায়ু দেখা যায়।

আঁধি কী?

আঁধি হল একধরনের গ্রীষ্মকালীন ধূলিঝড়।

ভারতের জলবায়ু কী প্রকৃতির?

ভারতের জলবায়ু ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির।

মৌসম শব্দের অর্থ কী?

মৌসম শব্দের অর্থ হল ঋতু।

প্রধানত কোন্ বায়ুপ্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে?

প্রধানত মৌসুমি বায়ুপ্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে।

দুর্বল মৌসুমি বায়ুর অবশ্যম্ভাবী ফল কী?

দুর্বল মৌসুমি বায়ুর অবশ্যম্ভাবী ফল হল স্বল্প বৃষ্টিপাত তথা খরা।

ভারতের একটি শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের নাম লেখো।

ভারতের একটি শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের নাম হল করমণ্ডল উপকূল।

কোন্ অঞ্চলে ভারতে বছরে দুবার বৃষ্টিপাত হয়?

তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে অঞ্চলে ভারতে বছরে দুবার বৃষ্টিপাত হয়।

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কোন্ পর্বতে বাধা পেয়ে উত্তর ভারতে বৃষ্টিপাত ঘটায়?

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু হিমালয় পর্বতে বাধা পেয়ে উত্তর ভারতে বৃষ্টিপাত ঘটায়।

হিমালয়ের কোন্ ঢাল বেশি উষ্ণ?

হিমালয়ের দক্ষিণমুখী ঢাল বেশি উষ্ণ।

পশ্চিমি জেট বায়ু ভারতের কোন্ জলবায়ুকে মূলত নিয়ন্ত্রণ করে?

পশ্চিমি জেট বায়ু ভারতের শীতকালীন জলবায়ুকে মূলত নিয়ন্ত্রণ করে।

পুবালি জেট বায়ু ভারতের কোন্ জলবায়ুকে নিয়ন্ত্রণ করে?

পুবালি জেট বায়ু ভারতের বর্ষাকালীন জলবায়ুকে নিয়ন্ত্রণ করে।

এল নিনো কোথায় সৃষ্টি হয়?

এল নিনো দক্ষিণ প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হয়।

ভারতের কোন্ সাগরে ঘূর্ণিঝড় বেশি হয়?

ভারতের বঙ্গোপসাগরে সাগরে ঘূর্ণিঝড় বেশি হয়।

ভারতের অধিকাংশ বৃষ্টিপাত কোন্ বায়ু থেকে হয়?

ভারতের অধিকাংশ বৃষ্টিপাত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু থেকে হয়।

ভারতে কোন্ মাসে তাপমাত্রা সবচেয়ে বেশি হয়?

ভারতে মে মাসে তাপমাত্রা সবচেয়ে বেশি হয়।

আশ্বিনের ঝড় কোন্ মাসে দেখা যায়?

আশ্বিনের ঝড় সেপ্টেম্বর-অক্টোবর মাসে দেখা যায়।

মৌসুমি বায়ু কোন্ রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায়?

মৌসুমি বায়ু কেরলে রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায়।

ভারতের গ্রীষ্মকালীন উষ্ণতা কোন্ বায়ুর প্রভাবে কমে যায়?

ভারতের গ্রীষ্মকালীন উষ্ণতা দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে কমে যায়।

ভারতে প্রধানত কয়টি ঋতুর অস্তিত্ব দেখা যায়?

ভারতে প্রধানত 4টি ঋতুর অস্তিত্ব দেখা যায়।

আম্রবৃষ্টি কোথায় দেখা যায়?

আম্রবৃষ্টি দক্ষিণ ভারতে দেখা যায়।

কোন্ বায়ুপ্রবাহ থেকে ভারতে শীতের তীব্রতা বৃদ্ধি পায়?

উত্তর-পূর্ব মৌসুমি বায়ুপ্রবাহ থেকে ভারতে শীতের তীব্রতা বৃদ্ধি পায়।

ভারতের দুটি চরমভাবাপন্ন জলবায়ুর শহরের নাম করো।

ভারতের দুটি চরমভাবাপন্ন জলবায়ুর শহরের নাম হল দিল্লি, চণ্ডীগড়।

উত্তর ভারতের গ্রীষ্মকালীন তাপপ্রবাহকে কী বলে?

উত্তর ভারতের গ্রীষ্মকালীন তাপপ্রবাহকে লু বলে।

পশ্চিমবঙ্গের একটি খরাপ্রবণ অঞ্চলের নাম করো।

পশ্চিমবঙ্গের একটি খরাপ্রবণ অঞ্চলের নাম হল পুরুলিয়া জেলা।

ভারতের দুটি সমভাবাপন্ন জলবায়ুর শহরের নাম করো।

ভারতের দুটি সমভাবাপন্ন জলবায়ুর শহরের নাম হল পুরি, কোচিন।

‘পশ্চিমি ঝঞ্ঝা’ কোন্ ঋতুতে দেখা যায়?

‘পশ্চিমি ঝঞ্ঝা’ শীতকালে দেখা যায়।

কোন্ ঋতুকে মৌসুমি বায়ুর প্রত্যাগমনকাল বলে?

শরৎকালকে মৌসুমি বায়ুর প্রত্যাগমনকাল বলে।


আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের জলবায়ু” বিভাগের কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক (দশম শ্রেণী) পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Categories -
Please Share This Article

Related Posts

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - মানচিত্র চিহ্নিতকরণ

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – মানচিত্র চিহ্নিতকরণ

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

HCl (গ্যাস) তড়িৎ পরিবহন করে না কিন্তু HCl -এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন?

Cu-তড়িৎদ্বারের সাহায্যে CuSO₄ দ্রবণের তড়িৎবিশ্লেষণের ফলে অ্যানোডের ভর হ্রাস ও ক্যাথোডের ভর বৃদ্ধি পায় কেন?

কপার তড়িৎদ্বার দিয়ে কপার সালফেটের তড়িৎবিশ্লেষণে বর্ণ কেন অপরিবর্তিত থাকে? গাঢ়ত্বের পরিবর্তন কী হবে?

জলের তড়িৎবিশ্লেষণ প্রক্রিয়ায় H₂SO₄ -এর পরিবর্তে HCl বা HNO₃ ব্যবহার করা হয় না কেন?

লঘু H₂SO₄ মিশ্রিত জলের তড়িৎবিশ্লেষণ করলে ক্যাথোডে SO₄²⁻ আয়ন ইলেকট্রন বর্জন করে না কেন?