আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের স্বাভাবিক উদ্ভিদ” বিভাগের কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি
সঠিক উত্তরটি নির্বাচন করো।
একটি চিরহরিৎ বৃক্ষের উদাহরণ হল –
- শাল
- সেগুন
- কেন্দু
- আয়রন উড
উত্তর – 4. আয়রন উড
ছোটোনাগপুর মালভূমিতে বিকাশ লাভ করে –
- পর্ণমোচী উদ্ভিদ
- চিরসবুজ উদ্ভিদ
- সরলবর্গীয় উদ্ভিদ
- ম্যানগ্রোভ উদ্ভিদ
উত্তর – 1. পর্ণমোচী উদ্ভিদ
বনভূমির পরিমাণ বেশি যে রাজ্যে –
- পশ্চিমবঙ্গ
- মধ্যপ্রদেশ
- সিকিম
- অসম
উত্তর – 2. মধ্যপ্রদেশ
ভারত সরকারের অরণ্য গবেষণার প্রধান কেন্দ্রটি রয়েছে –
- দেরাদুনে
- কলকাতায়
- দিল্লিতে
- কটকে
উত্তর – 1. দেরাদুনে
ভারতে যে ধরনের উদ্ভিদ সবচেয়ে বেশি রয়েছে, তা হল –
- চিরসবুজ উদ্ভিদ
- ম্যানগ্রোভ উদ্ভিদ
- পাতাঝরা উদ্ভিদ
- সরলবর্গীয় উদ্ভিদ
উত্তর – 3. পাতাঝরা উদ্ভিদ
একটি মরু জাতীয় উদ্ভিদের উদাহরণ হল –
- রডোডেনড্রন
- ফণীমনসা
- শিশু
- আম
উত্তর – 2. ফণীমনসা
পশ্চিমঘাট পর্বতের বৃষ্টিচ্ছায় অঞ্চলে জন্মলাভ করে –
- গুল্ম ও তৃণ জাতীয় উদ্ভিদ
- সরলবর্গীয় উদ্ভিদ
- ম্যানগ্রোভ উদ্ভিদ
- চিরসবুজ উদ্ভিদ
উত্তর – 1. গুল্ম ও তৃণ জাতীয় উদ্ভিদ
পশ্চিমবঙ্গের দক্ষিণে রয়েছে –
- জলদাপাড়া
- কানহা
- কাজিরাঙ্গা
- সুন্দরবন
উত্তর – 4. সুন্দরবন
ভারতের মরু অঞ্চলে দেখা যায় –
- শিশু
- ক্যাকটাস
- আবলুস
- মেহগিনি
উত্তর – 2. ক্যাকটাস
ম্যানগ্রোভ বনভূমি বিকাশ লাভ করে –
- কালোমাটিতে
- লবণাক্ত মাটিতে
- ল্যাটেরাইট মাটিতে
- পলিমাটিতে
উত্তর – 2. লবণাক্ত মাটিতে
যে অঞ্চলে চিরহরিৎ গাছ দেখা যায়, সেখানে সারাবছর মাটি –
- শুষ্ক থাকে
- আর্দ্র থাকে
- বালিপূর্ণ থাকে
- লবণাক্ত থাকে
উত্তর – 1. শুষ্ক থাকে
লম্বা ও ছুঁচোলো প্রকৃতির গাছ দেখা যায় –
- সুন্দরবনে
- মরু অঞ্চলে
- পার্বত্য অঞ্চলে
- মালভূমি অঞ্চলে
উত্তর – 3. পার্বত্য অঞ্চলে
স্বাভাবিক উদ্ভিদের ওপর যার প্রভাব সবচেয়ে বেশি –
- ভূপ্রকৃতি
- মাটি
- জলবায়ু
- মানুষ
উত্তর – 3. জলবায়ু
ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যটি গড়ে উঠেছে –
- গাঙ্গেয় বদ্বীপে
- মহানদীর বদ্বীপে
- গোদাবরীর বদ্বীপে
- কৃষ্ণা নদীর বদ্বীপে
উত্তর – 1. গাঙ্গেয় বদ্বীপে
হিমালয়ের পাদদেশে যে উদ্ভিদের প্রাধান্য সর্বাধিক –
- পর্ণমোচী
- চিরহরিৎ
- কাঁটাঝোপ
- সরলবর্গীয়
উত্তর – 2. চিরহরিৎ
ভারতের অন্যতম ম্যানগ্রোভ অরণ্য হল –
- গরুমারা
- জলদাপাড়া
- ভিতরকণিকা
- গির
উত্তর – 3. ভিতরকণিকা
বর্তমানে ভারতের মোট বনভূমির পরিমাণ –
- 6.40 লক্ষ বর্গকিমি
- 6.98 লক্ষ বর্গকিমি
- 640 লক্ষ বর্গকিমি
- 2.60 লক্ষ বর্গকিমি
উত্তর – 2. 6.98 লক্ষ বর্গকিমি
জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় –
- সরলবর্গীয় অরণ্যে
- মরু উদ্ভিদে
- ম্যানগ্রোভ উদ্ভিদে
- পর্ণমোচী অরণ্যে
উত্তর – 3. ম্যানগ্রোভ উদ্ভিদে
পশ্চিমবঙ্গের বেশিরভাগ উদ্ভিদ হল –
- চিরহরিৎ প্রকৃতির
- সরলবর্গীয় প্রকৃতির
- আর্দ্র পর্ণমোচী প্রকৃতির
- ম্যানগ্রোভ প্রকৃতির
উত্তর – 3. আর্দ্র পর্ণমোচী প্রকৃতির
সামাজিক বনসৃজন প্রকল্প শুরু হয়েছে –
- 1976 সালে
- 1970 সালে
- 1990 সালে
- 2011 সালে
উত্তর – 1. 1976 সালে
পান্থপাদপ গাছ বেশি দেখা যায় –
- থর মরুভূমিতে
- হিমালয় পর্বতে
- সুন্দরবনে
- মধ্যপ্রদেশে
উত্তর – 1. থর মরুভূমিতে
চন্দন গাছ জন্মায় –
- চিরহরিৎ অরণ্যে
- সরলবর্গীয় অরণ্যে
- পর্ণমোচী অরণ্যে
- ম্যানগ্রোভ অরণ্যে
উত্তর – 3. পর্ণমোচী অরণ্যে
ভারতে বদ্বীপীয় লবণাক্ত মৃত্তিকায় জন্মায় –
- কাঁটাঝোপ
- পর্ণমোচী উদ্ভিদ
- সরলবর্গীয় উদ্ভিদ
- ম্যানগ্রোভ উদ্ভিদ
উত্তর – 4. ম্যানগ্রোভ উদ্ভিদ
পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢাল দেখা যায় –
- চিরহরিৎ উদ্ভিদ
- পর্ণমোচী উদ্ভিদ
- মরু উদ্ভিদ
- লবণাম্বু উদ্ভিদ
উত্তর – 1. চিরহরিৎ উদ্ভিদ
ভারতে সরলবর্গীয় বনভূমি যে অঞ্চলে দেখা যায় –
- গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে
- হিমালয় পার্বত্য অঞ্চলে
- উপকূল অঞ্চলে
- দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল
উত্তর – 2. হিমালয় পার্বত্য অঞ্চলে
পশ্চিমবঙ্গে শীতকাল বৃষ্টিপাত কম হয় বলে বেশিরভাগ জায়গায় লক্ষ করা যায় –
- চিরহরিৎ উদ্ভিদ
- পর্ণমোচী উদ্ভিদ
- ক্যাকটাস
- ম্যানগ্রোভ উদ্ভিদ
উত্তর – 2. পর্ণমোচী উদ্ভিদ
শূন্যস্থান পূরণ করো।
___ থেকে গালা উৎপন্ন হয়।
উত্তর – লাক্ষা থেকে গালা উৎপন্ন হয়।
___ গাছে রেশমকীট পালন করা হয়।
উত্তর – তুঁত গাছে রেশমকীট পালন করা হয়।
বৃক্ষে বৃক্ষে ঘর্ষণজাত অরণ্য দহনকারী আগুনকে ___ বলে।
উত্তর – বৃক্ষে বৃক্ষে ঘর্ষণজাত অরণ্য দহনকারী আগুনকে দাবানল বলে।
পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢালে ___ অরণ্য আছে।
উত্তর – পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢালে চিরসবুজ অরণ্য আছে।
___ গাছের নাম অনুসারে সুন্দরবন নামকরণ হয়েছে।
উত্তর – সুন্দরী গাছের নাম অনুসারে সুন্দরবন নামকরণ হয়েছে।
ভারতের ___ অরণ্যের গাছগুলিতে ঠেসমূলের উপস্থিতি লক্ষ করা যায়।
উত্তর – ভারতের ম্যানগ্রোভ অরণ্যের গাছগুলিতে ঠেসমূলের উপস্থিতি লক্ষ করা যায়।
কোনো অঞ্চলে স্বাভাবিকভাবে গড়ে ওঠা উদ্ভিদকে ___ উদ্ভিদ বলে।
উত্তর – কোনো অঞ্চলে স্বাভাবিকভাবে গড়ে ওঠা উদ্ভিদকে স্বাভাবিক উদ্ভিদ বলে।
___ মৃত্তিকায় সরলবর্গীয় উদ্ভিদ জন্মায়।
উত্তর – পডসল মৃত্তিকায় সরলবর্গীয় উদ্ভিদ জন্মায়।
সাবাই ঘাস ___ বনভূমিতে জন্মায়।
উত্তর – সাবাই ঘাস শুষ্ক পর্ণমোচী বনভূমিতে জন্মায়।
পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভকে ___ নামে ডাকা হয়।
উত্তর – পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভকে সুন্দরবন নামে ডাকা হয়।
ভারতের সবচেয়ে বড়ো ম্যানগ্রোভ অরণ্য রয়েছে ___।
উত্তর – ভারতের সবচেয়ে বড়ো ম্যানগ্রোভ অরণ্য রয়েছে সুন্দরবনে।
ভারতের পর্ণমোচী অরণ্য অরণ্য ___ নামে পরিচিত।
উত্তর – ভারতের পর্ণমোচী অরণ্য অরণ্য মৌসুমি নামে পরিচিত।
পাইন, ফার হল একধরনের ___ উদ্ভিদ।
উত্তর – পাইন, ফার হল একধরনের সরলবর্গীয় উদ্ভিদ।
ভারতের বৃষ্টিচ্ছায় অঞ্চলে ___ উদ্ভিদ জন্মায়।
উত্তর – ভারতের বৃষ্টিচ্ছায় অঞ্চলে সাভানা উদ্ভিদ জন্মায়।
অরণ্য একধরনের ___ সম্পদ।
উত্তর – অরণ্য একধরনের পুনর্ভব সম্পদ।
বুনো খেজুর হল ___ উদ্ভিদ।
উত্তর – বুনো খেজুর হল মরু উদ্ভিদ।
পশ্চিমবঙ্গের ডুয়ার্সে ___ বনভূমি বেশি।
উত্তর – পশ্চিমবঙ্গের ডুয়ার্সে চিরহরিৎ বনভূমি বেশি।
ক্রান্তীয় চিরহরিৎ বৃক্ষগুলি ___ মিটার পর্যন্ত লম্বা হয়।
উত্তর – ক্রান্তীয় চিরহরিৎ বৃক্ষগুলি 60 মিটার পর্যন্ত লম্বা হয়।
ভারতে ___ বনভূমির ব্যবহার সবচেয়ে বেশি।
উত্তর – ভারতে পর্ণমোচী বনভূমির ব্যবহার সবচেয়ে বেশি।
খ্রিস্টপূর্ব প্রায় ___ বছর আগে ভারতের 80 শতাংশ অরণ্যাবৃত ছিল।
উত্তর – খ্রিস্টপূর্ব প্রায় 3000 বছর আগে ভারতের 80 শতাংশ অরণ্যাবৃত ছিল।
ভূমির মোট আয়তনের ___ শতাংশ বনভূমি থাকা উচিত।
উত্তর – ভূমির মোট আয়তনের 33 শতাংশ বনভূমি থাকা উচিত।
সাধারণ মানুষ যখন সম্মিলিতভাবে বনভূমি সৃষ্টি ও রক্ষা করে তখন তাকে ___ বনসৃজন বলে।
উত্তর – সাধারণ মানুষ যখন সম্মিলিতভাবে বনভূমি সৃষ্টি ও রক্ষা করে তখন তাকে সামাজিক বনসৃজন বলে।
কৃষিকাজের সাথে সাথে গাছপালা লাগিয়ে অরণ্য গড়ে তোলাকে ___ বনসৃজন বলে।
উত্তর – কৃষিকাজের সাথে সাথে গাছপালা লাগিয়ে অরণ্য গড়ে তোলাকে কৃষি বনসৃজন বলে।
ভারতের একমাত্র ভাসমান অরণ্যভূমি মণিপুরের ___।
উত্তর – ভারতের একমাত্র ভাসমান অরণ্যভূমি মণিপুরের কইবুল লামজাও।
ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের অধিকাংশ গাছের পাতা ___ কালে পাতা ঝরে যায়।
উত্তর – ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের অধিকাংশ গাছের পাতা শীতকালে পাতা ঝরে যায়।
রাজস্থান মরু অঞ্চলে জেরোফাইট শ্রেণির উদ্ভিদের ___ সুদীর্ঘ হয়।
উত্তর – রাজস্থান মরু অঞ্চলে জেরোফাইট শ্রেণির উদ্ভিদের শিকড় সুদীর্ঘ হয়।
নীচের বাক্যগুলি শুদ্ধ এবং অশুদ্ধ লেখো।
বাবলা একটি ‘জেরোফাইট উদ্ভিদ’।
উত্তর – শুদ্ধ।
ভারতে জ্বালানির প্রধান উৎস কাঠ।
উত্তর – শুদ্ধ।
পশ্চিমঘাট পর্বতের পূর্বঢালে চিরসবুজ বৃক্ষের অরণ্য আছে।
উত্তর – অশুদ্ধ।
ভারতের পর্ণমোচী অরণ্যের নাম মৌসুমি অরণ্য।
উত্তর – শুদ্ধ।
বনভূমি সংরক্ষণের প্রধান উপায় বৃক্ষচ্ছেদন।
উত্তর – অশুদ্ধ।
গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলের ম্যানগ্রোভ অরণ্যের নাম সুন্দরবন।
উত্তর – শুদ্ধ।
মরু অঞ্চলে কাঁটাঝোপ ও গুল্ম উদ্ভিদ দেখা যায়।
উত্তর – শুদ্ধ।
আম, জাম, বট, অশ্বত্থ ও নিম আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ।
উত্তর – শুদ্ধ।
জরায়ুজ অঙ্কুরোদ্গম ম্যানগ্রোভ উদ্ভিদে দেখা যায়।
উত্তর – শুদ্ধ।
ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হল ভিতরকণিকা।
উত্তর – শুদ্ধ।
রোজউড এবং আয়রন উড চিরহরিৎ অরণ্যের উদ্ভিদ।
উত্তর – শুদ্ধ।
চিরহরিৎ অরণ্যের গাছগুলি খুব ফাঁকা ফাঁকা অবস্থান করে।
উত্তর – অশুদ্ধ।
রাজস্থানের পূর্বদিকে ক্যাকটাস গাছ বেশি রয়েছে।
উত্তর – অশুদ্ধ।
ভারতে পর্ণমোচী উদ্ভিদগুলি বর্ষাকালে পাতা ঝরিয়ে দেয়।
উত্তর – অশুদ্ধ।
জোয়ারভাটার জন্যই ম্যানগ্রোভ অরণ্য চিরসবুজ।
উত্তর – শুদ্ধ।
নিম্নহিমালয় অঞ্চলে সরলবর্গীয় অরণ্য জন্মায়।
উত্তর – অশুদ্ধ।
শ্বাসমূল মরু উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য।
উত্তর – অশুদ্ধ।
মরু অরণ্যের ভূমি সারাবছর স্যাঁতসেঁতে থাকে।
উত্তর – অশুদ্ধ।
কৃষি বনসৃজনে কৃষি এবং উদ্ভিদের সহাবস্থান চলে।
উত্তর – শুদ্ধ।
1980 সালে ভারতে বনভূমি সংরক্ষণ আইন চালু হয়।
উত্তর – শুদ্ধ।
গাছে গাছে ধাক্কা খেয়ে দাবানল তৈরি হতে পারে।
উত্তর – শুদ্ধ।
সামাজিক বনসৃজনের মাধ্যমে বনভূমি সংরক্ষণ সম্ভব।
উত্তর – শুদ্ধ।
পশ্চিম হিমালয়ের তুলনায় পূর্ব হিমালয়ে বনভূমির পরিমাণ বেশি।
উত্তর – শুদ্ধ।
মেঘালয়ের শিলং এ চিরহরিৎ গাছ দেখা যায়।
উত্তর – অশুদ্ধ।
রডোডেনড্রন একধরনের আল্পীয় অরণ্য।
উত্তর – শুদ্ধ।
সুন্দরী গাছ একধরনের সরলবর্গীয় গাছ।
উত্তর – অশুদ্ধ।
বনভূমি মরুভূমির প্রসারকে ঠেকিয়ে রাখে।
উত্তর – শুদ্ধ।
সেগুন গাছ থেকে লাক্ষা পাওয়া যায়।
উত্তর – অশুদ্ধ।
কাশ একধরনের তৃণজাতীয় গাছ।
উত্তর – অশুদ্ধ।
চেরাই করা শক্ত কাঠের ব্যবহার ভারতে সবচেয়ে বেশি।
উত্তর – শুদ্ধ।
পৃথিবী জুড়ে বনোমহোৎসব পালন করা হয় 5 জুলাই।
উত্তর – অশুদ্ধ।
মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি সরলবর্গীয় কাঠের বনভূমি রয়েছে।
উত্তর – অশুদ্ধ।
আল্লীয় বনভূমির ওপরের অংশ থেকে শুরু হয় সরলবর্গীয় বনভূমি।
উত্তর – অশুদ্ধ।
বনভূমিকে কেন্দ্র করে কোনো পর্যটন কেন্দ্র গড়ে ওঠে না।
উত্তর – অশুদ্ধ।
কৃষি বনসৃজনের একটি পরিবর্তিত রূপ হল সামাজিক বনসৃজন।
উত্তর – অশুদ্ধ।
মরু অঞ্চলে কাঁটাযুক্ত উদ্ভিদ জন্মায়।
উত্তর – শুদ্ধ।
হিমালয় পার্বত্য অঞ্চলে বিভিন্ন উচ্চতায় বিভিন্ন উদ্ভিদ দেখা যায়।
উত্তর – শুদ্ধ।
বনভূমি মরুভূমির প্রসার রোধ করে।
উত্তর – শুদ্ধ।
সমস্ত লবণাম্বু উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদ্গম ঘটে না।
উত্তর – শুদ্ধ।
ম্যানগ্রোভ বনভূমির একটি গাছের নাম ‘বাবলা’।
উত্তর – অশুদ্ধ।
বাবলা একটি জেরোফাইট উদ্ভিদ।
উত্তর – শুদ্ধ।
স্তম্ভ মেলাও।
1.
| বামস্তম্ভ | ডানস্তম্ভ | উত্তর | 
| A. সুন্দরী | 1. সরলবর্গীয় উদ্ভিদ | A. → 4. | 
| B. বাবলা | 2. আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ | B. → 3. | 
| C. সেগুন | 3. মরুপ্রায় অঞ্চলের উদ্ভিদ | C. → 2. | 
| D. বাঁশ | 4. ম্যানগ্রোভ উদ্ভিদ | D. → 5. | 
| E. পাইন | 5. চিরসবুজ উদ্ভিদ | E. → 1. | 
2.
| বামস্তম্ভ | ডানস্তম্ভ | উত্তর | 
| A. ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য | 1. জলের সন্ধানে শিকড় মাটির গভীরে প্রবেশ করে | A. → 4. | 
| B. ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য | 2. গাছগুলিতে ঠেসমূল দেখা যায় | B. → 5. | 
| C. মরু উদ্ভিদ | 3. গাছগুলি মন্দিরের চূড়ার মতো আকৃতিবিশিষ্ট হয় | C. → 1. | 
| D. সরলবর্গীয় অরণ্য | 4. উদ্ভিদের ঘনত্ব খুব বেশি | D. → 3. | 
| E. ম্যানগ্রোভ অরণ্য | 5. বসন্তকালে গাছগুলির সমস্ত পাতা ঝরে যায় | E. → 2. | 
একটি বা দুটি শব্দে উত্তর দাও।
হেক্টর প্রতি কত শতাংশ গাছ থাকলে তাকে অরণ্য বলা যায়?
হেক্টর প্রতি 5 শতাংশ গাছ থাকলে তাকে অরণ্য বলা যায়।
ভারতীয় অরণ্যের প্রথম শ্রেণিবিভাগ কে করেন?
ভারতীয় অরণ্যের প্রথম শ্রেণিবিভাগ করেন আবহবিজ্ঞানী চ্যাম্পিয়ন।
আন্দামান নিকোবরে কী ধরনের বনভূমি রয়েছে?
আন্দামান নিকোবরে ক্রান্তীয় চিরহরিৎ ধরনের বনভূমি রয়েছে।
রবার গাছ কী ধরনের উদ্ভিদ?
রবার গাছ ক্রান্তীয় চিরহরিৎ ধরনের উদ্ভিদ।
যেখানে বছরে 200 সেমির বেশি বৃষ্টিপাত হয় সেখানে কী ধরনের বনভূমি জন্মায়?
যেখানে বছরে 200 সেমির বেশি বৃষ্টিপাত হয় সেখানে চিরহরিৎ ধরনের বনভূমি জন্মায়।
কোন্ ধরনের গাছের ‘বর্ষবলয়’ ভালোভাবে বোঝা যায়?
ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ ধরনের গাছের ‘বর্ষবলয়’ ভালোভাবে বোঝা যায়।
ভারতে কোন্ ধরনের বনভূমির কাঠ সবচেয়ে বেশি ব্যবহার করা হয়?
ভারতে ক্রান্তীয় পর্ণমোচী ধরনের বনভূমির কাঠ সবচেয়ে বেশি ব্যবহার করা হয়।
মরু উদ্ভিদের একটি বৈশিষ্ট্য বলো।
মরু উদ্ভিদের একটি বৈশিষ্ট্য হল কাঁটাযুক্ত হয়।
ফণীমনসা কী জাতীয় উদ্ভিদ?
ফণীমনসা মরু জাতীয় উদ্ভিদ।
পূর্ব হিমালয়ের 1000-3000 মিটার উচ্চতায় কোন্ ধরনের উদ্ভিদ জন্মায়?
পূর্ব হিমালয়ের 1000-3000 মিটার উচ্চতায় চিরসবুজ ও পাতাঝরা উদ্ভিদের মিশ্র অরণ্য ধরনের উদ্ভিদ জন্মায়।
যে কাল্পনিক রেখার ওপরে কোনো গাছ জন্মায় না, তাকে কী বলে?
যে কাল্পনিক রেখার ওপরে কোনো গাছ জন্মায় না, তাকে উদ্ভিদ রেখা বলে।
কোন্ ধরনের উদ্ভিদ থেকে দিয়াশলাই তৈরি করা যায়?
সরলবর্গীয় ধরনের উদ্ভিদ থেকে দিয়াশলাই তৈরি করা যায়।
কোন্ ধরনের উদ্ভিদে ঠেসমূল থাকে?
লবণাম্বু ধরনের উদ্ভিদে ঠেসমূল থাকে।
অরণ্যের একটি পরোক্ষ উপকার সম্পর্কে বলো।
অরণ্যের একটি পরোক্ষ উপকার হল ভূমিক্ষয় রোধ।
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত?
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ভারতের সুন্দরবন অঞ্চলে অবস্থিত।
ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত?
ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগারটি দেরাদুনে অবস্থিত।
পৃথিবীর মোট ভূমিভাগের কত শতাংশ ভারতে আছে?
পৃথিবীর মোট ভূমিভাগের এক শতাংশের মতো ভারতে আছে।
ভারতের ক্ষেত্রমানের মধ্যে বনভূমির পরিমাণ কত?
ভারতের ক্ষেত্রমানের মধ্যে বনভূমির পরিমাণ হল 24.01 শতাংশ (সূত্র – India State of Forest report ’13)।
ভারতের কত মানুষ অরণ্যের ওপর নির্ভরশীল?
ভারতের 35 লক্ষ মানুষ অরণ্যের ওপর নির্ভরশীল।
সরকারি আয়ের কত শতাংশ অরণ্য থেকে পাওয়া যায়?
সরকারি আয়ের দুই শতাংশ অরণ্য থেকে পাওয়া যায়।
খ্রিস্টপূর্ব 3000 বছর আগে ভারতের কত অংশ বনাবৃত ছিল?
খ্রিস্টপূর্ব 3000 বছর আগে ভারতের প্রায় 80 শতাংশ অংশ বনাবৃত ছিল।
কৃষির সাথে বনভূমি গড়ে তোলাকে কী বলে?
কৃষির সাথে বনভূমি গড়ে তোলাকে কৃষি বনসৃজন বলে।
অরণ্যের দুটি প্রত্যক্ষ ব্যবহার বলো।
অরণ্যের দুটি প্রত্যক্ষ ব্যবহার হল আসবাব নির্মাণ ও কাগজশিল্পের কাঁচামাল।
অরণ্যের দুটি অপ্রত্যক্ষ ব্যবহার লেখো।
অরণ্যের দুটি অপ্রত্যক্ষ ব্যবহার হল ভূমিক্ষয় রোধ ও জলবায়ু নিয়ন্ত্রণ।
তামিলনাড়ুর কাবেরী নদীর মোহানায় যে অরণ্য দেখা যায় তার নাম কী?
তামিলনাড়ুর কাবেরী নদীর মোহানায় যে অরণ্য দেখা যায় তার নাম হল পয়েন্ট ক্যালিমেয়ার ওয়াইল্ড লাইফ এন্ড বার্ড অভয়ারণ্য (Point Calimere Wildlife and Bird Sanctuary)।
ভারতের মরু অঞ্চলে কী ধরনের উদ্ভিদ জন্মায়?
ভারতের মরু অঞ্চলে জেরোফাইট জাতীয় ধরনের উদ্ভিদ জন্মায়।
হিমালয়ের কত মিটার উচ্চতায় আল্লীয় বনভূমি দেখা যায়?
হিমালয়ের 4000 মিটারের বেশি মিটার উচ্চতায় আল্লীয় বনভূমি দেখা যায়।
ভারতের একটি চিরহরিৎ অরণ্য অঞ্চলের নাম করো।
ভারতের একটি চিরহরিৎ অরণ্য অঞ্চলের নাম হল পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢাল।
কোন্ সালে জাতীয় বননীতি গ্রহণ করা হয়?
1952 সালে জাতীয় বননীতি গ্রহণ করা হয়।
একটি জেরোফাইট উদ্ভিদের উদাহরণ দাও।
একটি জেরোফাইট উদ্ভিদের উদাহরণ নাম বাবলা।
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত?
ভারত-বাংলাদেশের অন্তর্গত গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের দক্ষিণ প্রান্তে সুন্দরবন অঞ্চলে।
রডোডেনড্রন কোন্ প্রকার অরণ্যের উদ্ভিদ?
রডোডেনড্রন আল্লীয় প্রকার অরণ্যের উদ্ভিদ।
ভারতের কোথায় চিরহরিৎ উদ্ভিদ দেখতে পাওয়া যায়?
ভারতের পূর্ব হিমালয়ের তরাই অঞ্চল, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ প্রভৃতি এলাকার চিরহরিৎ উদ্ভিদ দেখতে পাওয়া যায়।
আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের স্বাভাবিক উদ্ভিদ” বিভাগের কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক (দশম শ্রেণী) পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।
 





মন্তব্য করুন