এই আর্টিকেলে আমরা WBBSE বোর্ডের 2026 সালের মাধ্যমিক ভূগোল সাজেশন নিয়ে আলোচনা করবো। এখানে দেওয়া ‘শূন্যস্থান পূরণ‘ প্রশ্নগুলো আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Madhyamik Geography Suggestion 2026 – শূন্যস্থান পূরণ
বহির্জাতপ্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
1. প্রপাতকূপ (প্লাঞ্জপুল) সৃষ্টি হয় ___ এর পাদদেশে।
উত্তর – প্রপাতকূপ (প্লাঞ্জপুল) সৃষ্টি হয় জলপ্রপাত এর পাদদেশে।
2. ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে ___ বলে।
উত্তর – ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে খাঁড়ি বলে।
3. বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় ___ নামে পরিচিত।
উত্তর – বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় আর্গ নামে পরিচিত।
4. নীলনদের বদ্বীপ ___ আকৃতির।
উত্তর – নীলনদের বদ্বীপ ধনুকাকৃতি আকৃতির।
5. দুটি করির মধ্যবর্তী অংশকে বলে ___।
উত্তর – দুটি করির মধ্যবর্তী অংশকে বলে অ্যারেট।
6. আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথকার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের পরিবর্তন করার প্রক্রিয়াকে ___ বলা হয়।
উত্তর – আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথকার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের পরিবর্তন করার প্রক্রিয়াকে নগ্নীভবন বলা হয়।
7. নদীর তলদেশে অবঘর্ষ প্রক্রিয়ার ক্ষয়ের ফলে সৃষ্ট গর্তকে বলে___।
উত্তর – নদীর তলদেশে অবঘর্ষ প্রক্রিয়ার ক্ষয়ের ফলে সৃষ্ট গর্তকে বলে মন্থকূপ।
8. মরু অঞ্চলে বায়ুর ___ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়।
উত্তর – মরু অঞ্চলে বায়ুর অপসারণ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়।
9. হিমবাহের উপরিস্তরে, আড়াআড়ি এবং সমান্তরাল ফাটল অবস্থান করলে তাকে ___ বলা হয়।
উত্তর – হিমবাহের উপরিস্তরে, আড়াআড়ি এবং সমান্তরাল ফাটল অবস্থান করলে তাকে ক্রেভাস বলা হয়।
10. হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, বালি, কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিলার মতো ভূমিরূপকে ___ বলে।
উত্তর – হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, বালি, কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিলার মতো ভূমিরূপকে এসকার বলে
11. বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে ___ বলে।
উত্তর – বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে।
12. নদীর তীরে প্রাকৃতিক ভাবে গঠিত সামান্য উঁচু ভূমিকে ___ বলে।
উত্তর – নদীর তীরে প্রাকৃতিক ভাবে গঠিত সামান্য উঁচু ভূমিকে স্বাভাবিক বাঁধ বলে।
13. বায়ুর ক্ষয়কার্যে গঠিত ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে ___ বলে।
উত্তর – বায়ুর ক্ষয়কার্যে গঠিত ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে গৌর বলে।
14. ডোমের (Dome) আকারে গঠিত বৃহৎ আকৃতির ইনসেলবার্জকে বলে ___।
উত্তর – ডোমের (Dome) আকারে গঠিত বৃহৎ আকৃতির ইনসেলবার্জকে বলে কপিস।
15. ___ পর্যায়নে সর্বাধিক ভূমিকা নেয়।
উত্তর – নদী পর্যায়নে সর্বাধিক ভূমিকা নেয়।
16. হিমবাহের ক্ষয়কার্যের গুরুত্বপূর্ণ পদ্ধতি হল ___।
উত্তর – হিমবাহের ক্ষয়কার্যের গুরুত্বপূর্ণ পদ্ধতি হল উৎপাটন।
17. ইটালির টাইবার নদীর বদ্বীপ ___ ধরনের।
উত্তর – ইটালির টাইবার নদীর বদ্বীপ তীক্ষ্মাগ্র বদ্বীপ ধরনের।
18. নদীর ‘V’ আকৃতির উপত্যকায় দেখা যায় নদীর ___ প্রবাহ।
উত্তর – নদীর ‘V’ আকৃতির উপত্যকায় দেখা যায় নদীর উচ্চ প্রবাহ।
19. ___ অর্ধচন্দ্রাকার বালিয়াড়ির উদাহরণ।
উত্তর – বার্খান অর্ধচন্দ্রাকার বালিয়াড়ির উদাহরণ।
20. জীবাশ্ম একমাত্র পাওয়া যায় ___ শিলায়।
উত্তর – জীবাশ্ম একমাত্র পাওয়া যায় পাললিক শিলায়।
21. যে পদ্ধতির মধ্যে দিয়ে কোনো উঁচু ভূমির উচ্চতা ধীরে ধীরে কমে যায় তাকে বলে ___।
উত্তর – যে পদ্ধতির মধ্যে দিয়ে কোনো উঁচু ভূমির উচ্চতা ধীরে ধীরে কমে যায় তাকে বলে অবরোহণ।
22. ___ দেশকে ‘ল্যান্ড অফ ফিয়র্ড’ বলে।
উত্তর – নরওয়ে দেশকে ‘ল্যান্ড অফ ফিয়র্ড’ বলে।
23. বৃহৎ আকৃতির জলপ্রপাত ___ নামে পরিচিত।
উত্তর – বৃহৎ আকৃতির জলপ্রপাত ক্যাটারাক্ট নামে পরিচিত।
24. ‘পর্যায়ন’ শব্দটি প্রথম ব্যবহার করেন ___।
উত্তর – ‘পর্যায়ন’ শব্দটি প্রথম ব্যবহার করেন গিলবার্ট।
25. প্রান্ত গ্রাবরেখার আর এক নাম ___।
উত্তর – প্রান্ত গ্রাবরেখার আর এক নাম প্রাচীর গ্রাবরেখা।
26. U-আকৃতির উপত্যকা তৈরি হয় ___ ক্ষয়কার্যের ফলে।
উত্তর – U-আকৃতির উপত্যকা তৈরি হয় হিমবাহ ক্ষয়কার্যের ফলে।
27. ভারতের বৃহত্তম হিমবাহ হল ___।
উত্তর – ভারতের বৃহত্তম হিমবাহ হল সিয়াচেন।
28. ___ পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ।
উত্তর – মালাসপিনা পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ।
বায়ুমণ্ডল
1. বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত বিক্ষিপ্ত হয় ___ শক্তির প্রভাবে।
উত্তর – বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত বিক্ষিপ্ত হয় কোরিওলিস শক্তির প্রভাবে।
2. বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ___ যন্ত্রের সাহায্যে।
উত্তর – বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে।
3. বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ ___ পায়।
উত্তর – বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ বৃদ্ধি পায়।
4. শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় ___।
উত্তর – শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় কুয়াশা।
5. বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ___ বলে।
উত্তর – বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বৈপরীত্য উত্তাপ বলে।
6. কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বৎসরের মধ্যভাবে নিম্নমুখী হলে স্থানটি ___ অবস্থিত।
উত্তর – কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বৎসরের মধ্যভাবে নিম্নমুখী হলে স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত।
7. বায়ুমণ্ডলের সবথেকে নিম্ন স্তরটি হল ___।
উত্তর – বায়ুমণ্ডলের সবথেকে নিম্ন স্তরটি হল ট্রপোস্ফিয়ার।
8. সমুদ্র সমতলে বায়ুমণ্ডলীয় চাপ ___ মি বা।
উত্তর – সমুদ্র সমতলে বায়ুমণ্ডলীয় চাপ 1013 মি বা।
9. বৃষ্টিচ্ছায় অঞ্চলটি দেখা যায় পর্বতের ___ ঢালে।
উত্তর – বৃষ্টিচ্ছায় অঞ্চলটি দেখা যায় পর্বতের অনুবাত ঢালে ।
10. যে সমস্ত অঞ্চলের বায়ুর চাপ সমান সেই স্থানগুলিকে যে রেখা দিয়ে যুক্ত করা হয়, তার নাম ___।
উত্তর – যে সমস্ত অঞ্চলের বায়ুর চাপ সমান সেই স্থানগুলিকে যে রেখা দিয়ে যুক্ত করা হয়, তার নাম আইসোবার।
11. বায়ুর শক্তিমাত্রা নির্ণায়ক স্কেল হল ___।
উত্তর – বায়ুর শক্তিমাত্রা নির্ণায়ক স্কেল হল বিউফোট স্কেল।
12. নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বৃষ্টির অন্য নাম ___।
উত্তর – নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বৃষ্টির অন্য নাম সীমান্ত বৃষ্টি।
13. সমান বৃষ্টিপাত যুক্ত অঞ্চলকে যে রেখা দিয়ে যোগ করা হয় তাকে ___ বলে।
উত্তর – সমান বৃষ্টিপাত যুক্ত অঞ্চলকে যে রেখা দিয়ে যোগ করা হয় তাকে আইসোহাইট বলে।
14. বায়ুমধ্যস্থ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূমিসংলগ্ন অংশে যখন ভাসতে থাকে তখন তাকে ___ বলে।
উত্তর – বায়ুমধ্যস্থ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূমিসংলগ্ন অংশে যখন ভাসতে থাকে তখন তাকে কুয়াশা বলে।
15. স্ট্র্যাটোস্ফিয়ারের উর্ধতম অংশটি হল ___।
উত্তর – স্ট্র্যাটোস্ফিয়ারের উর্ধতম অংশটি হল স্ট্র্যাটোপজ।
16. ___ স্তরের মধ্যে দিয়ে জেট প্লেন উড়ে যায়।
উত্তর – স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে দিয়ে জেট প্লেন উড়ে যায়।
17. ___ মেঘ থেকে সর্বাধিক বৃষ্টিপাত হয়।
উত্তর – নিম্বাস মেঘ থেকে সর্বাধিক বৃষ্টিপাত হয়।
18. ফ্রান্সের ওপর দিতে প্রবাহিত ঠান্ডা একটি স্থানীয় বায়ু হল ___।
উত্তর – ফ্রান্সের ওপর দিতে প্রবাহিত ঠান্ডা একটি স্থানীয় বায়ু হল মিস্ট্রাল।
19. যে উষ্ণতায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা একশ শতাংশ অতিক্রম করে সেই উষ্ণতাকে ___ বলে।
উত্তর – যে উষ্ণতায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা একশ শতাংশ অতিক্রম করে সেই উষ্ণতাকে শিশিরাঙ্ক তাপমাত্রা বলে।
20. সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে প্রভেদকে বলে ___।
উত্তর – সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে প্রভেদকে বলে উষ্ণতার প্রসার।
21. নিরক্ষীয় অঞ্চলে ___ বৃষ্টিপাত হয়।
উত্তর – নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয়।
22. আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয় ___।
উত্তর – আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয় শতাংশে।
23. কাঁটা ঝোপ জাতীয় অরণ্য দেখা যায় ___ অঞ্চলে।
উত্তর – কাঁটা ঝোপ জাতীয় অরণ্য দেখা যায় মরু অঞ্চলে।
24. বায়ুমণ্ডলের উল্লম্ব বিস্তার প্রায় ___ কিমি।
উত্তর – বায়ুমণ্ডলের উল্লম্ব বিস্তার প্রায় 10,000 কিমি।
25. ধোঁয়া এবং কুয়াশা মিলে তৈরি হয় ___।
উত্তর – ধোঁয়া এবং কুয়াশা মিলে তৈরি হয় ধোঁয়াশা।
26. জলীয় বাষ্প ___ হয়ে জলকনায় পরিণত হয়।
উত্তর – জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকনায় পরিণত হয়।
27. দক্ষিণ গোলার্ধে প্রতীপ ঘূর্ণবাত ঘোরে ___।
উত্তর – দক্ষিণ গোলার্ধে প্রতীপ ঘূর্ণবাত ঘোরে ঘড়ির কাঁটার বিপরীতে।
28. নিম্নচাপযুক্ত কেন্দ্রমুখী বায়ুপ্রবাহ ___ নামে পরিচিত।
উত্তর – নিম্নচাপযুক্ত কেন্দ্রমুখী বায়ুপ্রবাহ ঘূর্ণবাত নামে পরিচিত।
বারিমণ্ডল
1. নিরক্ষীয় অঞ্চলে ___ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়।
উত্তর – নিরক্ষীয় অঞ্চলে পরিচলন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়।
2. শীতল ___ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়।
উত্তর – শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়।
3. ___ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়।
উত্তর – উষ্ণ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়।
4. জাপান উপকূল দিয়ে শীতল ___ স্রোত বয়ে যায়।
উত্তর – জাপান উপকূল দিয়ে শীতল ওয়াশিও স্রোত বয়ে যায়।
5. সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ___ রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়।
উত্তর – সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে অন্তঃস্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়।
6. ___ স্রোতের কারণে নিউফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়।
উত্তর – ল্যাব্রাডর স্রোতের কারণে নিউফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়।
7. ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে ___ বলা হয়।
উত্তর – ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে বানডাকা বলা হয়।
8. পৃথিবীর ___ বলে প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়।
উত্তর – পৃথিবীর কেন্দ্রাতিগ বলে প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়।
9. উত্তর-ভারত মহাসাগরের সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় ___ প্রভাবে।
উত্তর – উত্তর-ভারত মহাসাগরের সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় মৌসুমি বায়ুর প্রভাবে।
10. সমুদ্রজলের গড় লবণতা ___।
উত্তর – সমুদ্রজলের গড় লবণতা 35%।
11. প্রতি ___ দিন অন্তর পেরিজি অবস্থান হয়।
উত্তর – প্রতি 15 দিন অন্তর পেরিজি অবস্থান হয়।
12. ___ মরুভূমি দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিমে শীতল স্রোতের ফলে সৃষ্টি হয়েছে।
উত্তর – আটাকামা মরুভূমি দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিমে শীতল স্রোতের ফলে সৃষ্টি হয়েছে।
13. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সর্বাধিক হলে তাকে ___ বলে।
উত্তর – পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সর্বাধিক হলে তাকে অ্যাপোজি বলে।
14. বারিমণ্ডলের বৃহত্তম অংশের নাম ___।
উত্তর – বারিমণ্ডলের বৃহত্তম অংশের নাম মহাসাগর।
15. জোয়ার-ভাটার মূল কারণ ___ আকর্ষণ।
উত্তর – জোয়ার-ভাটার মূল কারণ চন্দ্র ও সূর্যের আকর্ষণ।
16. ভাগীরথী হুগলিতে বর্ষাকালের প্রবল জলস্ফীতিকে ___ বান বলে।
উত্তর – ভাগীরথী হুগলিতে বর্ষাকালের প্রবল জলস্ফীতিকে ষাঁড়াষাঁড়ির বান বলে।
17. পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া ___।
উত্তর – পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া গ্রান্ড ব্যাঙ্ক।
18. অমাবস্যা তিথিতে ___ বান বেশি দেখা যায়।
উত্তর – অমাবস্যা তিথিতে ষাঁড়াষাঁড়ির বান বেশি দেখা যায়।
19. ___ আকর্ষণই মূলত জোয়ারের কারণ।
উত্তর – চাঁদের আকর্ষণই মূলত জোয়ারের কারণ।
20. অগভীর সমুদ্রে জোয়ারের প্রভাব ___ হয়।
উত্তর – অগভীর সমুদ্রে জোয়ারের প্রভাব অধিক হয়।
21. কম প্রাবল্যের জোয়ার হয় ___ তিথিতে।
উত্তর – কম প্রাবল্যের জোয়ার হয় অষ্টমী তিথিতে।
22. ল্যাব্রাডর স্রোতের জলের রং হয়ে থাকে ___ বর্ণের।
উত্তর – ল্যাব্রাডর স্রোতের জলের রং হয়ে থাকে হালকা সবুজ বর্ণের।
23. আগুলহাস স্রোত ___ মহাসাগরের একটি উষ্ণস্রোত।
উত্তর – আগুলহাস স্রোত ভারত মহাসাগরের একটি উষ্ণস্রোত।
24. দুটি জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান ___।
উত্তর – দুটি জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘণ্টা 26 মিনিট।
25. একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান ___।
উত্তর – একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান 6 ঘণ্টা 13 মিনিট।
বর্জ্য ব্যবস্থাপনা
1. ব্যবহৃত ইঞ্জেকশন সিরিঞ্জ একটি ___ বর্জ্য।
উত্তর – ব্যবহৃত ইঞ্জেকশন সিরিঞ্জ একটি চিকিৎসা সংক্রান্ত/জৈব অভঙ্গুর বর্জ্য।
2. বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ___ বর্জ্য।
উত্তর – বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় e বর্জ্য।
3. বর্জ্য কাগজ একটি ___ ধরনের বর্জ্য।
উত্তর – বর্জ্য কাগজ একটি পুনর্নবীকরণ যোগ্য ধরনের বর্জ্য।
4. যেসব বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে ___ বলে।
উত্তর – যেসব বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে জৈব ভঙ্গুর বর্জ্য বলে।
5. গবাদি পশুর চামড়া ও হাড় হল ___।
উত্তর – গবাদি পশুর চামড়া ও হাড় হল জৈব।
6. কাগজ থেকে পুনরায় কাগজ উৎপাদন ___ প্রক্রিয়ার অন্তর্গত।
উত্তর – কাগজ থেকে পুনরায় কাগজ উৎপাদন পুনর্নবীকরণ প্রক্রিয়ার অন্তর্গত।
7. ইস্পাত কেন্দ্রের স্লাজ ___ বর্জ্য।
উত্তর – ইস্পাত কেন্দ্রের স্লাজ শিল্পজাত বর্জ্য।
8. পারমাণবিক গবেষণা কেন্দ্র থেকে ___ বর্জ্য নির্গত হয়।
উত্তর – পারমাণবিক গবেষণা কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বর্জ্য নির্গত হয়।
9. একটি বিষাক্ত বর্জ্য হল ___।
উত্তর – একটি বিষাক্ত বর্জ্য হল DDT।
10. ল্যান্ডফিলে বর্জ্য ধোয়া জলকে ___ বলে।
উত্তর – ল্যান্ডফিলে বর্জ্য ধোয়া জলকে লিচেট বলে।
11. যে বর্জ্য পচনশীল হয়, তাকে বলা হয় ___ বর্জ্য।
উত্তর – যে বর্জ্য পচনশীল হয়, তাকে বলা হয় জৈব ভঙ্গুর বর্জ্য।
12. বর্জ্য শুধু আবর্জনা নয়, বর্জ্য ___ বটে।
উত্তর – বর্জ্য শুধু আবর্জনা নয়, বর্জ্য সম্পদও বটে।
13. ফ্লাই অ্যাশ একরকমের ___ বর্জ্য।
উত্তর – ফ্লাই অ্যাশ একরকমের কঠিন বর্জ্য।
14. ধানের তুষ ___ ধরনের বর্জ্য।
উত্তর – ধানের তুষ জৈব ধরনের বর্জ্য।
15. প্লাসটিক ব্যাগ প্রকৃতিতে মিশে যেতে সময় লাগে ___ বছর।
উত্তর – প্লাসটিক ব্যাগ প্রকৃতিতে মিশে যেতে সময় লাগে 10 হাজার বছর।
16. বায়ুতে ভেসে থাকা অতিসূক্ষ্ম কণাকে বলে ___।
উত্তর – বায়ুতে ভেসে থাকা অতিসূক্ষ্ম কণাকে বলে অ্যারোসল।
17. পারদঘটিত জলদূষণে ___ রোগের সৃষ্টি হয়।
উত্তর – পারদঘটিত জলদূষণে মিনামাটা রোগের সৃষ্টি হয়।
18. একটি ধারালো চিকিৎসাসংক্রান্ত বর্জ্য হল ___।
উত্তর – একটি ধারালো চিকিৎসাসংক্রান্ত বর্জ্য হল ছুরি।
ভারত: প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ
1. ন্যাপথা ___ শিল্পের প্রধান কাঁচামাল।
উত্তর – ন্যাপথা পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল।
2. 2011 খ্রিস্টাব্দের আদমসুমারি অনুসারে ভারতে সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হল ___।
উত্তর – 2011 খ্রিস্টাব্দের আদমসুমারি অনুসারে ভারতে সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হল অরুণাচল প্রদেশ।
3. মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় ___ বলে।
উত্তর – মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলে।
4. জোয়ার বাজরা রাগি প্রভৃতি ফসলকে একসাথে ___ বলে।
উত্তর – জোয়ার বাজরা রাগি প্রভৃতি ফসলকে একসাথে মিলেট বলে।
5. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল ___।
উত্তর – দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল আনাইমুদি।
6. অরুণাচলপ্রদেশে ব্রহ্মহ্মপুত্র ___ নামে পরিচিত।
উত্তর – অরুণাচলপ্রদেশে ব্রহ্মহ্মপুত্র ডিহং নামে পরিচিত।
7. উত্তর-পশ্চিম ভারতের গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে বলে ___।
উত্তর – উত্তর-পশ্চিম ভারতের গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে বলে আঁধি।
8. ___ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ।
উত্তর – উপকূলীয় লবণাক্ত মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ।
9. জামনগর ___ শিল্পের জন্য বিখ্যাত।
উত্তর – জামনগর তৈল পরিশোধন ও তৈল রসায়ন শিল্পের জন্য বিখ্যাত।
10. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক ___।
উত্তর – ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH7/NH-44।
11. ভারতের মূলভূখন্ডের দক্ষিণতম বিন্দুটি হল ___।
উত্তর – ভারতের মূলভূখন্ডের দক্ষিণতম বিন্দুটি হল কন্যাকুমারী।
12. ___ ভারতের সর্বাধিক জনবহুল শহর।
উত্তর – মুম্বাই ভারতের সর্বাধিক জনবহুল শহর।
13. ক্রান্তীয় পূবালী জেট বায়ু ___ বায়ুকে আসতে বাধ্য করে।
উত্তর – ক্রান্তীয় পূবালী জেট বায়ু দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুকে আসতে বাধ্য করে।
14. ___ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ।
উত্তর – শিলং মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ।
15. 2011 সালের আদমসুমারি অনুযায়ী ভারতে সাক্ষরতার হার ___।
উত্তর – 2011 সালের আদমসুমারি অনুযায়ী ভারতে সাক্ষরতার হার 74.04%।
16. ___ শহরকে ‘দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার’ বলে।
উত্তর – কোয়েম্বাটোর শহরকে ‘দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার’ বলে।
17. মোট জনসংখ্যা এবং মোট ভূমির আয়তনের অনুপাত হল ___।
উত্তর – মোট জনসংখ্যা এবং মোট ভূমির আয়তনের অনুপাত হল জনঘনত্ব।
18. কাশ্মীর উপত্যকায় জাফরান চাষ করা হয় ___ মাটিতে।
উত্তর – কাশ্মীর উপত্যকায় জাফরান চাষ করা হয় কারেওয়া মাটিতে।
19. সিন্ধু সমভূমির প্লাবনভূমি হল ___।
উত্তর – সিন্ধু সমভূমির প্লাবনভূমি হল ধায়া।
20. কুমায়ুন হিমালয়ের হ্রদগুলিকে স্থানীয় ভাষায় ___ বলে।
উত্তর – কুমায়ুন হিমালয়ের হ্রদগুলিকে স্থানীয় ভাষায় তাল বলে।
21. ভারতীয় রেলওয়ে বর্তমানে ___টি জোনে বিভক্ত।
উত্তর – ভারতীয় রেলওয়ে বর্তমানে 16টি জোনে বিভক্ত।
22. লুনি রাজস্থানের ___ হ্রদ থেকে উৎপন্ন হয়েছে।
উত্তর – লুনি রাজস্থানের আনাসাগর হ্রদ থেকে উৎপন্ন হয়েছে।
23. ঋতুপরিবর্তনের সাথে সাথে ভারতে মৌসুমি বায়ুপ্রবাহ প্রায় ___ ডিগ্রি দিক পরিবর্তন করে।
উত্তর – ঋতুপরিবর্তনের সাথে সাথে ভারতে মৌসুমি বায়ুপ্রবাহ প্রায় 180° ডিগ্রি দিক পরিবর্তন করে।
24. ___ ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ।
উত্তর – কাঞ্চনজঙ্ঘা ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ।
25. ভারতের গ্রীষ্মকাল ___ প্রকৃতির হয়।
উত্তর – ভারতের গ্রীষ্মকাল উষ্ণ ও আর্দ্র প্রকৃতির হয়।
26. রৌরকেল্লা ___ শিল্পের জন্য বিখ্যাত।
উত্তর – রৌরকেল্লা লোহা-ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত।
27. দাক্ষিণাত্য মালভূমি হল ___ অঞ্চল।
উত্তর – দাক্ষিণাত্য মালভূমি হল বৃষ্টিছায় অঞ্চল।
28. ভারতের মৃত্তিকাকে ___ ভাগে ভাগ করা যায়।
উত্তর – ভারতের মৃত্তিকাকে 7 ভাগে ভাগ করা যায়।
29. যমুনা নদীটি উৎপন্ন হয়েছে ___ হিমবাহ থেকে।
উত্তর – যমুনা নদীটি উৎপন্ন হয়েছে যমুনোত্রী হিমবাহ থেকে।
30. শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ___ গ্যাস নির্গত হয়।
উত্তর – শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে CFC গ্যাস নির্গত হয়।
31. ভারতের রাজ্যগুলি পুনর্গঠন বিল পাশ হয় ___ সালে।
উত্তর – ভারতের রাজ্যগুলি পুনর্গঠন বিল পাশ হয় 1953 সালে।
32. ___ চা পৃথিবীর বিখ্যাত চা।
উত্তর – দার্জিলিং চা পৃথিবীর বিখ্যাত চা।
33. ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল ___।
উত্তর – ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল গোয়া।
34. লাক্ষাদ্বীপ ___ সাগরে অবস্থিত।
উত্তর – লাক্ষাদ্বীপ আরব সাগরে অবস্থিত।
35. গ্রীষ্মকালীন শস্যকে বলা হয় __ শস্য।
উত্তর – গ্রীষ্মকালীন শস্যকে বলা হয় খরিফ শস্য।
36. ফার্টিলাইজার কর্পোরেশন অব ইন্ডিয়ার সদর দপ্তর ___ অবস্থিত।
উত্তর – ফার্টিলাইজার কর্পোরেশন অব ইন্ডিয়ার সদর দপ্তর সিন্ধ্রিতে অবস্থিত।
37. ভারতের বৃহত্তম রাজ্যটি হল ___।
উত্তর – ভারতের বৃহত্তম রাজ্যটি হল রাজস্থান।
38. দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল ___ নামে পরিচিত।
উত্তর – দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল দোয়াব নামে পরিচিত।
39. আরবি শব্দ ‘মৌসম’ এর অর্থ ___।
উত্তর – আরবি শব্দ ‘মৌসম’ এর অর্থ ঋতু।
40. ডেকানট্রাপ অঞ্চলে ___ মাটির প্রাধান্য বেশি।
উত্তর – ডেকানট্রাপ অঞ্চলে কালো মাটির প্রাধান্য বেশি।
41. ___ উপকূলভাগে বছরে দুবার বর্ষাকাল।
উত্তর – করমণ্ডল উপকূলভাগে বছরে দুবার বর্ষাকাল।
42. মরুমৃত্তিকায় ___ ক্ষমতা কম।
উত্তর – মরুমৃত্তিকায় জলধারণ ক্ষমতা কম।
43. নবীন পলিগঠিত ভূমিভাগকে ___ বলে।
উত্তর – নবীন পলিগঠিত ভূমিভাগকে খাদর বলে।
44. ___ হিমবাহটি কারাকোরম পর্বত থেকে নামছে।
উত্তর – হিসপার হিমবাহটি কারাকোরম পর্বত থেকে নামছে।
45. একটি শহরের জনসংখ্যা হতে হবে কমপক্ষে ___ জন।
উত্তর – একটি শহরের জনসংখ্যা হতে হবে কমপক্ষে 5000 জন।
46. অবিভক্ত ভারতে প্রথম জনসংখ্যা গণনা করা হয় ___ সালে।
উত্তর – অবিভক্ত ভারতে প্রথম জনসংখ্যা গণনা করা হয় 1872 সালে।
47. লাক্ষাদ্বীপের রাজধানী ___।
উত্তর – লাক্ষাদ্বীপের রাজধানী কাভারত্তি।
48. গ্রীষ্মকালে বিকেলের দিকে যে ঝড় হয় পশিমবঙ্গে তাকে বলে ___।
উত্তর – গ্রীষ্মকালে বিকেলের দিকে যে ঝড় হয় পশিমবঙ্গে তাকে বলে কালবৈশাখী।
49. ময়ূরাক্ষী নদীটি উৎপন্ন হয়েছে ___ থেকে।
উত্তর – ময়ূরাক্ষী নদীটি উৎপন্ন হয়েছে ত্রিকূট পর্বত থেকে।
50. ভারতে শীতকালীন ফসল ___ শস্য নামে পরিচিত।
উত্তর – ভারতে শীতকালীন ফসল রবি শস্য নামে পরিচিত।
51. ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমান্তকে বলে ___।
উত্তর – ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমান্তকে বলে র্যাডক্লিফ।
52. আরাবল্লী পর্বতের পশ্চিমদিকে প্লাবনভূমির নাম ___।
উত্তর – আরাবল্লী পর্বতের পশ্চিমদিকে প্লাবনভূমির নাম রোহি।
53. আখ চাষের জন্য ___ মাটি প্রয়োজন।
উত্তর – আখ চাষের জন্য চুন ও লবণমিশ্রিত দো-আঁশ মাটি প্রয়োজন।
54. শস্যাবর্তন পদ্ধতির মাধ্যমে জমির ___ বৃদ্ধি পায়।
উত্তর – শস্যাবর্তন পদ্ধতির মাধ্যমে জমির উর্বরতা বৃদ্ধি পায়।
55. ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ___ শহরকে।
উত্তর – ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরু শহরকে।
56. দ্রুতগামী পরিবহন মাধ্যমটি হল ___।
উত্তর – দ্রুতগামী পরিবহন মাধ্যমটি হল আকাশপথ।
57. ___ এর সাথে লোহিত নদী মিলিত হয়ে ব্রহ্মপুত্র নাম নিয়েছে।
উত্তর – দিবং এর সাথে লোহিত নদী মিলিত হয়ে ব্রহ্মপুত্র নাম নিয়েছে।
58. কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বনিম্ন জনঘনত্বযুক্ত অঞ্চল হল ___।
উত্তর – কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বনিম্ন জনঘনত্বযুক্ত অঞ্চল হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
59. ফনিমনসা ___ অরণ্যের স্বাভাবিক উদ্ভিদ।
উত্তর – ফনিমনসা ক্রান্তীয় মরু অরণ্যের স্বাভাবিক উদ্ভিদ।
60. ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানা ___।
উত্তর – ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানা কুলটি।
61. নভ-সেবা ভারতের ___ বন্দর।
উত্তর – নভ-সেবা ভারতের হাইটেক বন্দর।
62. E-mail এর কথার পুরো অর্থ ___।
উত্তর – E-mail এর কথার পুরো অর্থ ইলেকট্রনিক মেল।
63. যোগ হল ভারতের ___।
উত্তর – যোগ হল ভারতের উচ্চতম জলপ্রপাত।
64. ___ শহরকে বলে ‘ভারতের ডেট্রয়েট’।
উত্তর – চেন্নাই শহরকে বলে ‘ভারতের ডেট্রয়েট’।
65. প্রাণহিতা ___ নদীর উপনদী।
উত্তর – প্রাণহিতা গোদাবরী নদীর উপনদী।
66. কাবেরী নদীটি মিলিত হয়েছে ___।
উত্তর – কাবেরী নদীটি মিলিত হয়েছে বঙ্গোপসাগরে।
উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র
1. ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি ___ স্থানে অবস্থিত।
উত্তর – ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি বেঙ্গালুরু স্থানে অবস্থিত।
2. ভারতের মহাকাশ গবেষণাকেন্দ্রটি অবস্থিত ___।
উত্তর – ভারতের মহাকাশ গবেষণাকেন্দ্রটি অবস্থিত বেঙ্গালুরুতে।
3. ___ হল একধরনের একক বহির্ভূত স্কেল।
উত্তর – RF হল একধরনের একক বহির্ভূত স্কেল।
4. ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র তৈরি করে ___।
উত্তর – ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র তৈরি করে ভারতীয় সর্বেক্ষণ বিভাগ।
5. ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ___ অবস্থিত।
উত্তর – ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বেঙ্গালুরুতে অবস্থিত।
6. উপগ্রহ চিত্রে বনভূমিকে ___ রঙের দেখায়।
উত্তর – উপগ্রহ চিত্রে বনভূমিকে লাল রঙের দেখায়।
7. RF কথাটির পুরো অর্থ ___।
উত্তর – RF কথাটির পুরো অর্থ রিপ্রেসেন্টটেটিভ ফ্রাকশন।
8. SPOT উপগ্রহটি মহাকাশ স্থাপন করা হয়েছিল ___ সালে।
উত্তর – SPOT উপগ্রহটি মহাকাশ স্থাপন করা হয়েছিল 1978 সালে।
9. যে উপগ্রহ চিত্রে পিক্সেল এর সংখ্যা বেশি হবে সেই চিত্রের মান ___ হয়।
উত্তর – যে উপগ্রহ চিত্রে পিক্সেল এর সংখ্যা বেশি হবে সেই চিত্রের মান উন্নত হয়।
2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের ভূগোল শূন্যস্থান পূরণ সাজেশন এখানেই শেষ হলো। এই প্রশ্নগুলি তোমাদের কতটা সাহায্য করলো বা অন্য কোনো বিষয়ের সাজেশন প্রয়োজন কিনা, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না!
এছাড়াও, টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারেন—আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।
 


![Madhyamik Geography Suggestion 2026 – একটি অথবা দুটি শব্দে উত্তর দাও [Marks - 1]](https://solutionwbbse.com/wp-content/uploads/2025/10/Madhyamik-Geography-Suggestion-2026-–-একটি-অথবা-দুটি-শব্দে-উত্তর-দাও-Marks-1.webp)


মন্তব্য করুন