এই আর্টিকেলে আমরা WBBSE বোর্ডের 2026 সালের মাধ্যমিক জীবন বিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করবো। এখানে দেওয়া MCQ প্রশ্নগুলো আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Madhyamik Life Science MCQ Suggestion 2026
জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়
উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়াসম্প্রদান
1. নিম্নলিখিত কোনটি ট্রপিকচলনের বৈশিষ্ট্য তা নির্বাচন করো –
- উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন।
- এটি একধরনের রসস্ফীতি জনিত চলন।
- উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন।
- অক্সিনের প্রভাবে ঘটে না।
উত্তর – 1. উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন
2. উদ্দীপকের তীব্রতা নির্ভর উদ্ভিদ চলন হল –
- ট্যাকটিক
- ট্রপিক
- ন্যাস্টিক
- প্রকরণ চলন
উত্তর – 3. ন্যাস্টিক
2. নিম্নলিখিত কোন বক্তব্যটি ট্রপিক চলনের ক্ষেত্রে সঠিক তা নির্বাচন করো। –
- এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে।
- ভলভক্স নামক শৈবালে এই প্রকার চলন পরিলক্ষিত হয়।
- এটি একটি উদ্দীপকের গতিপথ/অভিমুখ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন।
উত্তর – 4. এটি একটি উদ্দীপকের গতিপথ/অভিমুখ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন।
3. পতঙ্গভূক উদ্ভিদ সূর্যশিশিরের পত্রকর্ষিকা পতঙ্গের সংস্পর্শে আসা মাত্রই পতঙ্গ ধরার জন্য বেঁকে যায় যা হল –
- সিসমোন্যাস্টি
- ফোটোন্যাস্টি
- থার্মোন্যাস্টি
- কেমোন্যাস্টি
উত্তর – 4. কেমোন্যাস্টি
4. কিছু ফুল সূর্যোদয়ের পর প্রস্ফুটিত হয় বা সূর্যাস্তের পর মুদিত হয়। এটি যার উদাহরণ তা হল –
- ফোটোন্যাস্টি
- সিসমোন্যাস্টি
- কেমোন্যাস্টি
- থার্মোন্যাস্টি
উত্তর – 1. ফোটোন্যাস্টি
5. যে যন্ত্রের মাধ্যমে স্যার জগদীশচন্দ্র বসু উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সাড়া প্রদানের বিষয়টি প্রমান করেন, তা হল –
- সিসমোগ্রাফ
- ক্রেসকোগ্রাফ
- লিথোগ্রাফ
- সোনোমিটার
উত্তর – 2. ক্রেসকোগ্রাফ
6. ফার্নের শুক্রানুর ডিম্বস্থলির অভিমুখে চলনকে বলা হয় –
- ফোটোন্যাষ্টি
- নিকটিন্যাস্টি
- কেমোন্যাষ্টি
- সিসমোন্যাষ্টি
উত্তর – 3. কেমোন্যাষ্টি
7. বিদ্যুত প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত ট্যাকটিক চলন হল –
- হাইড্রোট্যাকটিক
- থার্মোট্যাকটিক
- রিও ট্যাকটিক
- গ্যালভানোট্যাকটিক
উত্তর – 4. গ্যালভানোট্যাকটিক
8. ড্রসেরা উদ্ভিদের পত্রকের পতঙ্গের দিকে চলনকে বলা হয় –
- ফোটোন্যাষ্টি
- কেমোন্যাষ্টি
- নিকটিন্যাষ্টি
- সিসমোন্যাস্টি
উত্তর – 2. কেমোন্যাষ্টি
9. জিট্রপিজমের তুলনায় কোনটি অধিক শক্তিশালী –
- কেমোট্রপিজম
- হাইড্রোট্রপিজম
- থিগমোট্রপিজম
- ফোটোট্রপিজম
উত্তর – 2. হাইড্রোট্রপিজম
10. প্রাথমিক মূল – 1. পজিটিভলি জিওট্রপিক, 2. পজিটিভলি হাইড্রোট্রপিক, 3. নেগেটিভলি জিওট্রপিক –
- 1 ও 3 সঠিক
- 2 ও 2 সঠিক
- 1 ও 2 সঠিক
- 1, 2, 3 সঠিক
উত্তর – 2. 1 ও 2 সঠিক
11. উদ্ভিদের কাণ্ড ও শাখাপ্রশাখা সূর্যের আলোর দিকে বৃদ্ধি পায়, এটি হল –
- আলোর অনুকূলবর্তী চলন
- অভিকর্ষ অনুকূলবর্তী চলন
- আলোক প্রতিকূলবর্তী চলন
- জল অনুকূলবর্তী চলন
উত্তর – 3. আলোর অনুকূলবর্তী চলন
12. লজ্জাবতী পাতার পত্রকগুলি স্পর্শ করলে মুদিত হয়। ইহা হল –
- কেমোন্যাষ্টি চলন
- সিসমোন্যাষ্টি চলন
- ফোটোট্রপিজম্ চলন
- ফোটোট্যাকটিক চলন
উত্তর – 2. সিসমোন্যাষ্টি চলন
13. উজ্জ্বল আলোতে সূর্যমুখী ফুল প্রস্ফুটিত হয়, এটি যার উদাহরণ তা হল –
- থার্মোন্যাস্টি
- সিসমোন্যাস্টি
- কেমোন্যাস্টি
- ফোটোন্যাস্টি
উত্তর – 4. ফোটোন্যাস্টি
খ ও গ উদ্ভিদ ও প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয়
1. হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে নীচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলো সঠিক তা বেছে নাও।
| হরমোন | স্নায়ুতন্ত্র |
| I হরমোন ভৌত সমন্বায়ক II হরমোনের কাজ ধীরগতিতে হয় III হরমোনের প্রভাব দীর্ঘস্থায়ী IV হরমোন কাজের শেষে অপরিবর্তিত থাকে | স্নায়ুতন্ত্র রাসায়নিক সমন্বায়ক স্নায়ুতন্ত্রের কাজ দ্রুত এবং তাৎক্ষণিক স্নায়ুতন্ত্রের প্রভাব স্বল্পস্থায়ী স্নায়ুতন্ত্র কাজের শেষে নষ্ট হয় |
- I, IV
- প্রথম, তৃতীয়
- II, III
- I, IV
উত্তর – 3. II, III
2. নীচের কোনটি ADH হরমোনের কাজ? –
- উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়
- পরিণত বয়সে শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে
- যকৃত ও পেশিকোশে গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে সঞ্চিত রাখে
- স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটায় ও স্বাভাবিক ক্রিয়া বজায় রাখে
উত্তর – 1. উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়
3. নিম্নলিখিত কোনটি ইস্ট্রোজেনের কাজ নয়? –
- বয়ঃসন্ধিকালীন যৌন বৈশিষ্ট্যের প্রকাশ
- ত্বকের নীচে মেদ্ সঞ্চয়
- নিষিক্ত ডিম্বানুর রোপনের জন্য জরায়ুর প্রাচীরকে প্রস্তুত করা
- মাসিক রজঃচক্র নিয়ন্ত্রণ
উত্তর – 2. ত্বকের নীচে মেদ সঞ্চয়
4. মিশ্রগ্রন্থিটি হল –
- থাইরয়েড
- অ্যাড্রিনাল
- অগ্নাশয়
- পিটুইটারী
উত্তর – 3. অগ্নাশয়
5. অ্যাড্রিনালিন সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয় –
- হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে-
- বয়ঃ সন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সহায়তা করে।
- কার্ডিয়াক আউটপুট বৃদ্ধি করে।
- সিস্টোলিক রক্তচাপ বাড়িয়ে দেয়।
উত্তর – 2. বয়ঃ সন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সহায়তা করে।
6. আপদকালীন হরমোনটি হল –
- ইনসুলিন
- অ্যাড্রিনালিন
- থাইরক্সিন
- ইস্ট্রোজেন
উত্তর – 2. অ্যাড্রিনালিন
7. সঠিক জোড়াটি নির্বাচন করো –
- সেরিব্রাম – দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ।
- হাইপোথ্যালামাস – বুদ্ধিমত্তা ও আবেগ নিয়ন্ত্রণ।
- সেরিবেলাম – দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ
- মেডালা অবলংগাটা – হৃদ্স্পন্দন ও খাদ্য গলাধঃকরন নিয়ন্ত্রণ।
উত্তর – 4. মেডালা অবলংগাটা – হৃদ্স্পন্দন ও খাদ্য গলাধঃকরন নিয়ন্ত্রণ।
8. ইনসুলিন সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক নয় তা নির্ণয় করো –
- অধিকাংশ দেহকোশে রক্ত থেকে গ্লুকোজের শোষনে সহায়তা করে।
- যকৃত ও পেশীকোশে গ্লুকোজ কে গ্লাইকোজেনে রূপান্তরিত করে।
- ফ্যাট ও প্রোটিন কে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে।
- ফ্যাট ও প্রোটিন এর গ্লুকোজে রূপান্তরে বাধা দান করে।
উত্তর – 3. ফ্যাট ও প্রোটিন কে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে।
9. নিচের বাক্যগুলি পড়ো ও কোনটি সঠিক নয় তা নির্বাচন করো।
- FSH, LH এবং প্রোল্যাকটিন হল ভিন্নধরনের গোনাডোট্রফিক হরমোন (GTH)।
- অ্যাড্রিনালিন কার্ডিয়াক আউটপুট/হার্দ উৎপাদ হ্রাস করে।
- ইনসুলিন কোশপর্দার মধ্য দিয়ে কোশে গ্লুকোজের শোষনে সহায়তা করে।
- প্রোজেস্টেরন স্ত্রী দেহে প্লাসেন্টা বা অমরা গঠনে সহায়তা করে।
উত্তর – 2. অ্যাড্রিনালিন কার্ডিয়াক আউটপুট/হার্দ উৎপাদ হ্রাস করে।
10. মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণের উদ্দীপনা জোগায় তা হল –
- TSH
- ইস্ট্রোজেন
- ADH
- ACTH
উত্তর – 2. ইস্ট্রোজেন
11. একজন ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগে আক্রান্ত ব্যক্তি নিম্নলিখিত কোন হরমোনটি পর্যাপ্ত পরিমানে ক্ষরণে অক্ষম? –
- অ্যাড্রিনালিন
- ইনসুলিন
- থাইরক্সিন
- টেস্টোস্টেরন
উত্তর – 2. ইনসুলিন
12. প্রাণী হরমোন সম্পর্কে ভুল তথ্যটি নির্বাচন করো –
- অ্যান্টিকিটোজেনিক হরমোন – ইনসুলিন
- ক্যালোরিজেনিক হরমোন – থাইরক্সিন
- গোনাডোট্রপিক হরমোন – টেস্টোস্টেরন
- বিপৎকালীন হরমোন – অ্যাড্রিনালিন
উত্তর – 3. গোনাডোট্রপিক হরমোন: টেস্টোস্টেরন
13. কোনটি সঠিক জোড়া? –
- অ্যাড্রিনালিনের কম ক্ষরণে কুশিং বর্ণিত রোগ হয়
- ACTH -এর কম ক্ষরণে জাইগ্যানটিজম রোগ হয়
- গ্লুকাগনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস হয়
- ব্যাঙাচির মেটামরফোসিসে সাহায্য করে থাইরক্সিন
উত্তর – 4. ব্যাঙাচির মেটামরফোসিসে সাহায্য করে থাইরক্সিন
14. সঠিক জোড়াটি নির্বাচন করো –
- কাইনিন – ফুল ফোটাতে সাহায্য করে
- 2, 4-D – ধানখেতের অপ্রয়োজনীয় চারাগাছ নির্মূল করে
- জিব্বেরেলিন – শাখাকলম তৈরি করতে ব্যবহৃত হয়
- অক্সিন – উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায়
উত্তর – 2. 2, 4-D – ধানখেতের অপ্রয়োজনীয় চারাগাছ নির্মূল করে
15. নীচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো –
- হাইপোথ্যালামাস অগ্র পিটুইটারির ক্ষরণ নিয়ন্ত্রণ করে
- ADH ও অক্সিটোসিন পশ্চাৎ পিটুইটারিতে জমা হয়
- ইনসুলিন কলাকোশে গ্লুকোজ গ্রহণ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং রক্তে গ্লুকোজের পরিমাণ হ্রাস করে
- ইস্ট্রোজেন শুক্রাশয়ের লেডিগ কোশ থেকে ক্ষরিত হয়
উত্তর – 4. ইস্ট্রোজেন শুক্রাশয়ের লেডিগ কোশ থেকে ক্ষরিত হয়
16. নীচের বক্তব্যগুলি পড়ো। –
- এই হরমোন হৃৎস্পন্দনের হার বৃদ্ধি করে, হার্দ-উৎপাদন ও রক্তচাপ বাড়ায়।
- এই হরমোন শ্বাসকার্যের হার বাড়ায়।
- এই হরমোন বৃদ্ধি করে।
- উপরের কাজগুলি কোন্ হরমোনের সঙ্গে সম্পর্কিত? –
- ইনসুলিন
- অ্যাড্রিনালিন
- ইস্ট্রোজেন
- থাইরক্সিন
উত্তর – 2. অ্যাড্রিনালিন
17. নীচে উদ্ভিদ হরমোনের কিছু কাজ দেওয়া আছে। –
(i) অগ্রস্থ প্রকটতা ঘটানো ও পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে।
(ii) মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা।
(iii) পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো।
(iv) পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো।
এদের মধ্যে কোন্ দুটি জিব্বেরেলিনের কাজ?
- (i) ও (ii)
- (ii) ও (iii)
- (ii) ও (iv)
- (i) ও (ii)
উত্তর – 3. (ii) ও (iv)
18. নিম্নলিখিত কোন প্রানী হরমোনটি পিটুইটারীর অগ্রখন্ডক থেকে ক্ষরিত হয় না? –
- GTH
- TSH
- STH
- টেস্টোস্টেরন
উত্তর – 4. টেস্টোস্টেরন
19. ইস্ট্রোজেন ক্ষরন কোন হরমোন ক্ষরণ দ্বারা নিয়ন্ত্রিত হয়? –
- FSH
- LH
- ACTH
- ADH
উত্তর – 2. LH
20. নিম্নলিখিত কোনটি অ্যাড্রিনালিন হরমোনের কাজ নয়? –
- রক্তচাপ নিয়ন্ত্রণ
- শ্বাসহার নিয়ন্ত্রণ
- শুক্রানুর নিষেক সক্ষমতা নিয়ন্ত্রণ
- ঘর্মক্ষরণ নিয়ন্ত্রণ
উত্তর – 3. শুক্রানুর নিষেক সক্ষমতা নিয়ন্ত্রণ
21. নিম্নলিখিত কোনটি জিব্বেরেলিনের ক্রিয়া স্থল? –
- অগ্রস্থ ভাজক কলা
- অপরিণত পাতা
- মুকুল
- নারকেলের দুধ
উত্তর – 3. মুকুল
22. যখন একজন ব্যক্তি ভয়ার্ত হন, কোন হরমোন ক্ষরনের মাত্রা বেড়ে যায়? –
- GH
- GTH
- থাইরক্সিন
- অ্যাড্রিনালিন
উত্তর – 4. অ্যাড্রিনালিন
23. কোন হরমোন পাতার বার্ধক্য বিলম্বিত করে? –
- অক্সিন
- জিব্বেরেলিন
- সাইটোকেইন
- IAA
উত্তর – 3. সাইটোকাইন
24. নিম্নলিখিত কোনটি অক্সিনের উৎস নয়? –
- অগ্রস্থ ভাজক কলা কোশ
- অপরিণত পাতা
- মুকুল
- নারকেলের জল
উত্তর – 4. নারকেলের জল
25. নিম্নলিখিত কোনটি জিব্বেরেলিনের উৎস? –
- আপেল
- ভুট্টার শস্য
- নারকেলের জল
- অঙ্কুরিত বীজ ও বীজপত্র
উত্তর – 4. অঙ্কুরিত বীজ ও বীজপত্র
প্রানীদেহের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়
1. নীচের সঠিক জোড়াটি নির্বাচন করো –
- লেন্স – নিজ তলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে
- রেটিনা – লেন্সকে সাসপেনসরি লিগামেন্টের সাহায্যে ধরে রাখে
- করনিয়া – অ্যাকুয়াস হিউমর ক্ষরণ করে
- কোরয়েড – অক্ষিগোলকের আকার বজায় রাখতে সাহায্য করে
উত্তর – 1. লেন্স – নিজ তলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে
2. নীচের কোনটি অ্যাক্সনের গঠনসংক্রান্ত বৈশিষ্ট্য নয়? –
- র্যানভিয়ারের পর্ব
- মায়েলিন সিদ্
- নিজল দানা
- সোয়ান কোশ
উত্তর – 3. নিজল দানা
3. কর্নিয়া, কোরয়েড, লেন্স, অ্যাকুয়াস হিউমর, আইরিস, ভিট্রিয়াস হিউমর – অক্ষিগোলকের এই অংশগুলোর মধ্যে কয়টি অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম? –
- 3
- 4
- 5
- 6
উত্তর – 2. 4
4. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মুখ্য উপাদান হল –
- মস্তিষ্ক
- সুষুম্নাকাণ্ড
- মস্তিষ্ক ও সুষুম্মাকাণ্ড উভয়ই
- কোনোটিই নয়
উত্তর – 2. মস্তিষ্ক ও সুষুম্মাকাণ্ড উভয়ই
5. সঠিক উত্তরটি নির্বাচন করো –
- মায়োপিয়া – দূরের দৃষ্টি ব্যাহত হয়
- প্রেসবায়োপিয়া – লেন্স অস্বচ্ছ হয়
- ক্যাটারাক্ট – লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়
- হাইপারমেট্রোপিয়া – অক্ষিগোলকের ব্যাস স্বাভাবিকের থেকে বড়ো হয়ে যায়
উত্তর – 1. মায়োপিয়া – দূরের দৃষ্টি ব্যাহত হয়
6. ‘A’ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে ‘B’ স্তম্ভকে মেলাও ও সঠিক উত্তরটি বেছে নাও –
| ‘A’ স্তম্ভ | ‘B’ স্তম্ভ |
| A মায়োপিয়া B হাইপারোপিয়া C প্রেসবায়োপিয়া | (i) উত্তল লেন্স (ii) বাইফোকাল (iii) অবতল লেন্স |
- A – ii, B – iii, C – i
- A – iii, B – i, C – ii
- A – i, B – iii, C – ii
- A – iii, B – i, C – ii
উত্তর – 2. A – iii, B – i, C – ii
7. রড কোশ ও কোন কোশের মধ্যে নীচের পার্থক্যগুলি বিবেচনা করে কোনগুলি সঠিক নয়, তা বেছে নাও।
| রড কোশ | কোন কোশ |
| A. উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে B. রোডোপসিন নামক রঞ্জক থাকে C. রডের ন্যায় আকৃতি D. রেটিনার কেন্দ্রে এর সংখ্যা বেশি | (i) মৃদু আলোতে দেখতে সাহায্য করে (ii) আয়োডপসিন রঞ্জক থাকে (iii) শঙ্কুর ন্যায় আকৃতি (iv) রেটিনার প্রান্তদেশে সংখ্যায় বেশি |
- A – ii
- C – iv
- A – iii
- A – iv
উত্তর – 4. A – iv
8. A-স্তম্ভের সহিত B-স্তম্ভ মেলাও ও নিম্নলিখিত সঠিক উত্তরটি নির্বাচন করো –
| A-স্তম্ভ | B-স্তম্ভ |
| (A) CSF (B) মেনিনজেস (C) নিউরোগ্লিয়া | (i) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। (ii) মায়েলিনসীদ গঠনে সহায়তা করে। (iii) ঘাত-প্রশমক হিসাবে কাজ করে। |
- (A)-(ii), (B)-(iii), (C)-(i)
- (A)-(iii), (B)-(i), (C)-(ii)
- (A)-(i), (B)-(iii), (C)-(ii)
- (A)-(iii), (B)-(i), (C)-(ii)
উত্তর – 2. (A)-(iii), (B)-(i), (C)-(ii)
9. নিম্নলিখিত কোন ক্রমটি সঠিক তা নির্বাচন করো –
- গ্রাহক-কারক-সংজ্ঞাবহ স্নায়ু-আজ্ঞাবহ স্নায়ু-স্নায়ুকেন্দ্র
- গ্রাহক-স্নায়ুকেন্দ্র-আজ্ঞাবহ স্নায়ু-সংজ্ঞাবহ স্নায়ু-কারক
- গ্রাহক-সংজ্ঞাবহ স্নায়ু-স্নায়ুকেন্দ্র-কারক-আজ্ঞাবহ স্নায়ু
- গ্রাহক-সংজ্ঞাবহ স্নায়ু-স্নায়ুকেন্দ্র-আজ্ঞাবহ স্নায়ু-কারক
উত্তর – 4. গ্রাহক-সংজ্ঞাবহ স্নায়ু-স্নায়ুকেন্দ্র-আজ্ঞাবহ স্নায়ু-কারক
10. কোনটি সঠিক রিফ্লেক্স আর্ক বা প্রতিবর্তচাপ? –
- গ্রাহক-কারক-আজ্ঞাবহ স্নায়ু-স্নায়ুকেন্দ্র-সংজ্ঞাবহ স্নায়ু
- স্নায়ুকেন্দ্র-গ্রাহক-সংজ্ঞাবহ স্নায়ু-কারক-আজ্ঞাবহ স্নায়ু
- আজ্ঞাবহ স্নায়ু-গ্রাহক-সংজ্ঞাবহ স্নায়ু-স্নায়ুকেন্দ্র-কারক
- গ্রাহক-সংজ্ঞাবহ স্নায়ু-স্নায়ুকেন্দ্র-আজ্ঞাবহ স্নায়ু-কারক
উত্তর – 4. গ্রাহক-সংজ্ঞাবহ স্নায়ু-স্নায়ুকেন্দ্র-আজ্ঞাবহ স্নায়ু-কারক
11. বামস্তম্ভ ও ডানস্তম্ভের মধ্যে সমতাবিধান করে সঠিক বিকল্পটি বেছে নাও –
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
| A. স্নায়ু B. নিউরোগ্লিয়া C. থ্যালামাস D. গমনের চালিকাশক্তি | (i) নিউরোনকে পুষ্টি জোগায় ও স্নায়ুকোশ মরে গেলে ওই স্থান দখল করে (ii) লজ্জা, রাগ, ভালোবাসা ইত্যাদি অনুভূতি নিয়ন্ত্রণ (iii) রক্তবাহ সমন্বিত ও যোগকলা দ্বারা আবৃত (iv) প্রজনন স্থান ও প্রজনন সঙ্গী বা সঙ্গিনী খোঁজা |
- A-iv, B-iv, C- i, D- iii
- A-iii, B-i, C-ii, D-iv
- A-i, B-iv, C-iii, D-ii
- A-ii, B-i, C-iv, D-i
উত্তর – 2. A-iii, B-i, C-ii, D-iv
12. নীচের কোনটি দ্বিনেত্র দৃষ্টির বৈশিষ্ট্য নয় তা স্থির করো –
- দুটি চোখ দিয়েই একই সময়ে একটি বস্তুর সামগ্রিক রূপ দেখা যায়
- দৃশ্যমান বস্তুর অবস্থান নির্ণয় করা যায়
- ব্যাঙ, গরু ও ঘোড়াতে এই ধরনের দৃষ্টি দেখা যায়
- বস্তুর ত্রিমাত্রিক গঠন বোঝা যায়।
উত্তর – 3. ব্যাঙ, গরু ও ঘোড়াতে এই ধরনের দৃষ্টি দেখা যায়
13. দর্শন, গলাধঃকরণ এবং দৈহিক তাপমাত্রা নিয়ন্ত্রণ প্রভৃতি কাজগুলি মস্তিস্কের যে অংশগুলি করে, সেগুলি হল যথাক্রমে –
- গুরুমস্তিষ্ক, লঘুমস্তিষ্ক, হাইপোথ্যালামাস
- লঘুমস্তিষ্ক, পল্স, সুষুম্নাশীর্ষক
- গুরুমস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পনস
- মধ্যমস্তিষ্ক, সুষুম্নাশীর্ষক, হাইপোথ্যালামাস
উত্তর – 4. মধ্যমস্তিষ্ক, সুষুম্নাশীর্ষক, হাইপোথ্যালামাস
14. কুকুর ও বিড়াল রাতে ভালো দেখতে পায়, কারণ এদের চোখে –
- রড কোশের সংখ্যা বেশি
- কোন কোশের সংখ্যা বেশি
- রড কোশ একেবারেই থাকে না
- কোন কোশ কার্যকর নয়
উত্তর – 1. রড কোশের সংখ্যা বেশি
15. প্রতিবর্ত ক্রিয়া সংক্রান্ত নীচের কোন্ জোড়টি সঠিক নয় তা স্থির করো –
- দুধের স্বাদ পাওয়ার পর সদ্যোজাত বাচ্চার লালাক্ষরণ – সহজাত প্রতিবর্ত ক্রিয়া
- কম্পিউটারের কী বোর্ডে টাইপ করা – অর্জিত প্রতিবর্ত ক্রিয়া
- হাঁচি ও কাশি – অর্জিত প্রতিবর্ত ক্রিয়া
- মানুষের কথা বলা – অর্জিত প্রতিবর্ত ক্রিয়া
উত্তর – 3. হাঁচি ও কাশি- অর্জিত প্রতিবর্ত ক্রিয়া
16. নীচের কোন্ জোড়টি সঠিক তা স্থির করো –
- মায়োপিয়া – অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করে ত্রুটি দূর করা হয়
- হাইপারমেট্রোপিয়া – অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করে ত্রুটি দূর করা হয়
- প্রেসবায়োপিয়া – অবতল লেন্সের চশমা ব্যবহারে এই ত্রুটি দূর হয়
- ক্যাটারাক্ট – অবতল লেন্সের চশমা ব্যবহারে এই ত্রুটি দূর হয়
উত্তর – 1. মায়োপিয়া – অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করে ত্রুটি দূর করা হয়
17. সঠিক জোড়াটি নির্বাচন করো –
- স্ক্লেরা – অক্ষিগোলকের অভ্যন্তরে অতিরিক্ত আলোক শোষণ করে।
- কোরয়েড – অক্ষিগোলক কে নির্দিষ্ট আকৃতি দান করে।
- লেন্স – আলোর প্রতিসরন ঘটায় ও উপযোজন সম্পন্ন করে।
- রেটিনা-সাসপেনসরী লিগামেন্টের সাহায্যে লেন্সকে ধরে রাখে।
উত্তর – 3. লেন্স – আলোর প্রতিসরন ঘটায় ও উপযোজন সম্পন্ন করে।
18. মানব মস্তিস্কের যে অংশটি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণের সহিত সম্পর্কিত তা হল –
- থ্যালামাস
- সেরিবেলাম
- হাইপোথ্যালামাস
- মেডালা অবলংগাটা
উত্তর – 3. হাইপোথ্যালামাস
19. কোনটি মেডালা অবলংগাটা বা সুষুম্নাশীর্ষকের কাজ নয়? –
- দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ
- হৃদ্স্পন্দন নিয়ন্ত্রণ
- ক্ষুধা ও তৃষ্ণা নিয়ন্ত্রণ
- দৃষ্টি ও শ্রবণশক্তি নিয়ন্ত্রণ
উত্তর – 1. দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ
20. নিউরোনের অংশের সহিত সম্পর্কিত কাজের সঠিক জোড়াটি কোনটি? –
- কোশদেহ – স্নায়ুসংবেদন গ্রহণ
- ডেনড্রন – স্নায়ুসংবেদন প্রেরণ
- কোশদেহ – স্নায়ুসংবেদন গ্রহণ ও প্রেরণ
- অ্যাক্সন-স্নায়ুসংবেদন গ্রহণ
উত্তর – 3. কোশদেহ-স্নায়ুসংবেদন গ্রহণ ও প্রেরণ
21. মস্তিষ্কের কোন অংশটি মানবের কথা বলা ও বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করে? –
- সেরিবেলাম
- সেরিব্রাম
- পনস্
- মেডালা অবলংগাটা
উত্তর – 2. সেরিব্রাম
22. নিচের কোন দৃষ্টি সংক্রান্ত ত্রুটি উত্তল বা “+” পাওয়ার যুক্ত লেন্স দ্বারা পরিমার্জন করা যায়? –
- প্রেসবায়োপিয়া
- ক্যাটার্যাক্ট
- হাইপারমেট্রোপিয়া
- মায়োপিয়া
উত্তর – 3. হাইপারমেট্রোপিয়া
23. কোন মস্তিষ্কীয় অংশটি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? –
- সেরিব্রাম
- সেরিবেলাম
- হাইপোথ্যালামাস
- পনস্
উত্তর – 3. হাইপোথ্যালামাস
গমন-প্রাণীদের সাড়াপ্রদানের একটি ধরন
1. বাইসেপস্, পাইরিফরমিস্ ও ল্যাটিসিমাস ডর্সাই পেশির প্রকৃতি যথাক্রমে হলো –
- অ্যাডাক্টর, এক্সটেনসর, অ্যাবডাক্টর
- এক্সটেনসর, ফ্লেক্সর, রোটেটর
- ফ্লেক্সর, রোটেটর, অ্যাডাক্টর
- রোটেটর, অ্যাবডাক্টর, অ্যাডাক্টর
উত্তর – 3. ফ্লেক্সর, রোটেটর, অ্যাডাক্টর
2. A-স্তম্ভের সহিত B-স্তম্ভ মেলাও ও নিম্নলিখিত সঠিক উত্তরটি নির্বাচন করো –
| A-স্তম্ভ | B-স্তম্ভ |
| (A) ফ্লেক্সন (B) এক্সটেনসন (C) রোটেশন | (i) কোয়াড্রিসেপস্ (ii) পাইরিফরমিস্ (iii) বাইসেপস্ |
- (A)-(i), (B)-(ii), (C)-(iii)
- (A)-(ii), (B)-(iii), (C)-(i)
- (A)-(iii), (B)-(i), (C)-(ii)
- (A)-(ii), (B)-(i), (C)-(iii)
উত্তর – 3. (A)-(iii), (B)-(i), (C)-(ii)
3. ‘A’ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে ‘B’ স্তম্ভে দেওয়া শব্দের সমতাবিধান করে সঠিকটি নির্বাচন করো –
| A-স্তম্ভ | B-স্তম্ভ |
| A. রোটেশন B. অ্যাডাকশন C. অ্যাবডাকশন | (i) ল্যাটিসিমাস ডরসি (ii) পাইরিফরমিক (iii) গ্লুটিয়াস ম্যাক্সিমাস |
- A-i, B-ii, C-iii
- A-ii, B-iii, C-i
- A-ii, B-i, C-iii
- A-ii, B-i, C-ii
উত্তর – 3. A-ii, B-i, C-iii
4. নীচের কোন্ জোড়টি সঠিক নয়, তা চিহ্নিত করো –
- স্পাইরোগাইরা – খণ্ডীভবন
- হাইড্রা – কোরকোদ্গম
- প্ল্যানেরিয়া – বহুবিভাজন
- মিউকর – রেণু উৎপাদন
উত্তর – 3. প্ল্যানেরিয়া – বহুবিভাজন
5. নীচের কোন্ জোড়টি সঠিক তা স্থির করো –
- প্যারামেসিয়াম – সিলিয়া
- অ্যামিবা – সিলিয়া
- প্যারামেসিয়াম – ফ্ল্যাজেলা
- ইউগ্নিনা – সিলিয়া
উত্তর – 4. প্যারামেসিয়াম – সিলিয়া
6. কোন প্রানীটির চোখে পেকটেন (Pecten) পরিলক্ষিত হয়? –
- মাছ
- পায়রা
- বাঘ
- ব্যাঙ
উত্তর – 2. পায়রা
7. পাখিদের ক্ষেত্রে ডানার পৃষ্ঠতল বৃদ্ধি পায় যার সাহায্যে তা হল –
- পেকটোরালিস মেজর
- পেকটোরালিস মাইনর
- রেমিজেস
- রেকট্রিসেস
উত্তর – 3. রেমিজেস
8. অ্যামিবয়েড চলন যার দ্বারা সম্পাদিত হয় তা হল –
- সিলিয়া
- ফ্ল্যাজেলা
- পেশী
- সিউডোপোডিয়া
উত্তর – 4. সিউডোপোডিয়া
9. সাইনোভিয়াল সন্ধি হল –
- অচল অস্থি সন্ধি
- সচল অস্থি সন্ধি
- ঈষৎ সচল অস্থি সন্ধি
- 1 ও 3 উভয়ই
উত্তর – 2. সচল অস্থি সন্ধি
10. কনুই এর সন্ধি হল –
- পিভট সন্ধি
- গ্লাইডিং সন্ধি
- কব্জা সন্ধি
- কোনোটিই নয়
উত্তর – 3. কব্জা সন্ধি
11. সাইনোভিয়াল তরল ক্ষরণ করে –
- তরুনাস্থি
- অস্থি
- সাইনোভিয়াল পর্দা
- সবকটিই
উত্তরা – 3. সাইনোভিয়াল পর্দা
12. একটি নিশ্চল বা গমনে অক্ষম প্রাণী হল –
- তারামাছ
- কেঁচো
- প্রবাল
- শামুক
উত্তর – 3. প্রবাল
13. সিলিয়া গমন অঙ্গরূপে যার মধ্যে ক্রিয়াশীল তা হল –
- ইউগ্লিনা
- অ্যামিবা
- প্যারামেসিয়াম
- মাছ
উত্তর – 3. প্যারামেসিয়াম
14. নিউরোগ্লিয়া সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? –
- গ্রাহক কোশরূপে কাজ করে
- আগ্রাসী কোশরূপে কাজ করে
- মায়োলিনসীদ গঠন করে
- উদ্দীপনা বহন করে
উত্তর – 4. উদ্দীপনা বহন করে
জীবনের প্রবাহমানতা
কোশ বিভাজন এবং কোশচক্র
1. মাইটোসিসের কোনো একটি দশায় নিউক্লিয় জালিকা পুনর্গঠিত হয়, নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে, নিউক্লিওলাসের পুনরুৎপত্তি ঘটে ও বেমতন্তু অবলুপ্ত হয়। দশাটি কী? –
- প্রোফেজ
- টেলোফেজ
- মেটাফেজ
- অ্যানাফেজ
উত্তর – 2. টেলোফেজ
2. ক্রোমোজোমের কোন্ গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে কিংবা যে-কোনো একপ্রান্তে অবস্থান করতে পারে? –
- টেলোমিয়ার
- নিউক্লিওলার অরগ্যানাইজার
- স্যাটেলাইট
- সেন্ট্রোমিয়ার
উত্তর – 4. সেন্ট্রোমিয়ার
3. নিউক্লিওটাইডের রাসায়নিক উপাদান সংক্রান্ত নীচের কোনটি সঠিক? –
- 5-C যুক্ত শর্করা + ফসফরিক অ্যাসিড = নিউক্লিওটাইড
- N2 যুক্ত ক্ষারক + ফসফরিক অ্যাসিড = নিউক্লিওটাইড
- 5-C যুক্ত শর্করা + N2 যুক্ত ক্ষারক = নিউক্লিওটাইড
- 5-C যুক্ত শর্করা + N2 যুক্ত ক্ষারক + ফসফরিক অ্যাসিড = নিউক্লিওটাইড
উত্তর – 4. 5-C যুক্ত শর্করা + N2 যুক্ত ক্ষারক + ফসফরিক অ্যাসিড = নিউক্লিওটাইড
4. ক্রোমোজোমের প্রান্তীয় অংশের নাম হল –
- সেন্ট্রোমিয়ার
- টেলোমিয়ার
- নিউক্লিওলার অর্গানাইজার
- স্যাটেলাইট
উত্তর – 2. টেলোমিয়ার
5. মানবের ক্ষেত্রে সঠিক জোড়াটি নির্বাচন করো –
- ডিম্বানুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস – 22A + XX
- ডিম্বানুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস – 22A + Y
- ডিম্বানুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস – 22A + X
- ডিম্বানুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস – 22A + XY
উত্তর – 3. ডিম্বানুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস – 22A + X
6. সঠিক জোড়াটি নির্বাচন করো –
- টেলোফেজ – অপত্য ক্রোমোজোমের মেরু অভিমুখে গমন
- টেলোফেজ – নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটে
- টেলোফেজ – বেমতন্তু গঠন
- টেলোফেজ – নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব
উত্তর – 2. টেলোফেজ – নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব
7. মাইটোসিস কোশবিভাজনের ক্যারিওকাইনেসিসে নিম্নলিখিত ঘটনা দুটি কোন্ কোন্ দশায় ঘটে তা নীচের উত্তরগুলি থেকে নির্বাচন করো –
অ) অপত্য ক্রোমোজোম দুটি পরস্পরের থেকে তাদের নিজস্ব মেরুর দিকে সরতে থাকে।
আ) নিউক্লিওপর্দা ও নিউক্লিওলাস অবলুপ্ত হয়।
- অ) প্রোফেজ আ) অ্যানাফেজ
- অ) অ্যানাফেজ আ) প্রোফেজ
- অ) টেলোফেজে আ) মেটাফেজ
- অ) মেটাফেজ আ) টেলোফেজ
উত্তর – 2. অ) অ্যানাফেজ আ) প্রোফেজ
8. মানবদেহের মাইটোসিস কোশবিভাজনে সদ্য সৃষ্ট অপত্য কোশের প্রতিটি ক্রোমোজোম কটি DNA অণু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো –
- 46
- 23
- 1
- অসংখ্য
উত্তর – 3. 1
9. অ্যামাইটোসিস কোশ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো –
- যৌন জননকারী জীবের জনন মাতৃকোশে ঘটে।
- এটিকে পরোক্ষ বিভাজন বলা হয়।
- ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয়।
- ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না।
উত্তর – 4. ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না।
10. মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসকে অবলুপ্ত হতে দেখা যায়? –
- অ্যানাফেজ
- প্রোফেজ
- মেটাফেজ
- টেলোফেজ
উত্তর – 2. প্রোফেজ
11. নীচের কোনটি DNA -এর গঠনগত উপাদান নয়? –
- ডিঅক্সিরাইবোজ শর্করা
- ইউরাসিল ক্ষারক
- থাইমিন ক্ষারক
- ফসফরিক অ্যাসিড
উত্তর – 2. ইউরাসিল ক্ষারক
12. কোশ বিভাজন সম্পর্কে সঠিক তথ্যটি নির্বাচন করো –
- হ্রাস বিভাজন – মাইটোসিস
- ক্রোমোজোমের সর্বাধিক ঘনীভবন – মেটাফেজ
- বেমতন্তু গঠন – অ্যামাইটোসিস
- দেহমাতৃকোশ – মিয়োসিস
উত্তর – 2. ক্রোমোজোমের সর্বাধিক ঘনীভবন – মেটাফেজ
13. টেলোফেজ দশায় ঘটে না –
- ক্রোমাটিড থেকে নিউক্লিয়ো জালিকার পুনর্গঠন
- বেমতন্তুর অবলুপ্তি
- সেন্ট্রিয়োলের মেরুবর্তী গমন
- নিউক্লিয়ো পর্দা ও নিউক্লিয়োলাসের পুনরাবির্ভাব
উত্তর – 3. সেন্ট্রিয়োলের মেরুবর্তী গমন
14. DNA অণুর গঠনে সঠিক বক্তব্যটি হল –
- DNA অণু সর্বদা সমমেরুবর্তী
- DNA অণুর সিঁড়ির ন্যায় গঠনে ধাপগুলি গঠন করে ডিঅক্সিরাইবোজ শর্করা
- DNA অণুর নিউক্লিয়োটাইডগুলি ফসফোডাই এস্টার বন্ধনী দিয়ে যুক্ত
- DNA অণুর নিউক্লিয়োটাইডের নাইট্রোজেন ক্ষারকগুলি সংযোজন হল A=G, T=C
উত্তর – 3. DNA অণুর নিউক্লিয়োটাইডগুলি ফসফোডাই এস্টার বন্ধনী দিয়ে যুক্ত
15. ইমাসকুলেশন হল –
- পুংস্তবক অপসারণ
- স্ত্রীস্তবক অপসারণ
- রেসিপ্রোক্যাল ক্রস
- কোনোটিই নয়
উত্তর – 1. পুংস্তবক অপসারণ
16. কোশচক্রের সঠিক পর্যায়ক্রমটি নির্ণয় করো –
- M→G₁→G₂→S.
- M→G₁→S→G₂
- S→G₁→G₂→M
- G₁→S→G₂→M
উত্তর – 4. G₁→S→G₂→M
17. একটি ডিপ্লয়েড কোশের মিয়োটিক কোশবিভাজনের মাধ্যমে কি প্রকার কোশ কত সংখ্যায় উৎপন্ন হবে? –
- 2টি ডিপ্লয়েড কোশ
- 4টি হ্যাপ্লয়েড কোশ
- 4টি ডিপ্লয়েড কোশ
- 2টি ডিপ্লয়েড কোশ ও 2টি হ্যাপ্লয়েড কোশ
উত্তর – 2. 4টি হ্যাপ্লয়েড কোশ
18. ইন্টারফেজের বৈশিষ্ট্য কোনটি? –
- ক্রোমাটিডের মেরু অভিমুখী গমন
- ক্রোমোজোমের নিরক্ষীয় তলে সজ্জিত হওয়া
- DNA এর দ্বিত্বকরণ
- বেমতন্তু গঠন
উত্তর – 3. DNA এর দ্বিত্বকরণ
19. নীচের কোন অ্যাসিডটি DNA তে উপস্থিত? –
- কার্বলিক অ্যাসিড
- অ্যাসিটিক অ্যাসিড
- ফসফরিক অ্যাসিড
- পাইরুভিক অ্যাসিড
উত্তর – 3. ফসফরিক অ্যাসিড
20. DNA এর দ্বিত্বকরণ সংঘটিত হয় –
- M-দশায়
- G₁-দশায়
- S-দশায়
- G₂-দশায়
উত্তর – 3. S-দশায়
21. সমসংস্থ ক্রোমোজোমের বাইভ্যালেন্ট-গঠনের প্রক্রিয়া হল –
- সাইন্যাপস
- সাইন্যাপসিস
- ক্রসিংওভার
- মেটাকাইনেসিস
উত্তর – 2. সাইন্যাপসিস
22. নীচের কোনটি RNA এর N2 বেস নয়? –
- রাইবোজ
- অ্যাডিনিন
- ইউরাসিল
- থাইমিন
উত্তর – 4. থাইমিন
23. নীচের কোনটি DNA এর সহিত যুক্ত হয়ে ইউক্রোমাটিন গঠন করে? –
- প্রশমিত হিস্টোন প্রোটিন
- আম্লিক নন-হিস্টোন প্রোটিন
- ক্ষারীয় হিস্টোন প্রোটিন
- ক্ষারীয় নন-হিস্টোন প্রোটিন
উত্তর – 3. ক্ষারীয় হিস্টোন প্রোটিন
24. মাইটোটিক কোশ বিভাজনের বৈশিষ্ট্যটি হল? –
- 2n→2n→2n
- 2n→n→2n
- 2n→4n→4n
- 2n→n→n
উত্তর – 1. 2n→2n→2n
25. নীচের কোনটি সঠিক? –
- G1 + S = ইন্টারফেজ
- S + G2 = ইন্টারফেজ
- G1+G2 = ইন্টারফেজ
- G1+S+G2 = ইন্টারফেজ
উত্তর – 4. G1+S+G2 = ইন্টারফেজ
26. মিয়োটিক কোশবিভাজন যেক্ষেত্রে ঘটে না তা হল –
- রেনুমাতৃকোশ
- জনন মাতৃকোশ
- ভ্রূনাক্ষ
- ভ্রূনানু
উত্তর – 4. ভ্রূনানু
27. নীচের কোনটি ইউক্রোমোটিনের বৈশিষ্ট্য নয়? –
- স্থায়ী দশায় ইহা হালকা রঙ ও বিভাজন দশায় গাঢ় রঙ নেয়
- ক্রোমাটিনের নিষ্ক্রিয় অংশ
- ক্রোমাটিনের সক্রিয় অংশ
- ইহা RNA সংগঠনের মাধ্যমে প্রোটিন তৈরিতে অংশ নেয়
উত্তর – 1. স্থায়ী দশায় ইহা হালকা রঙ ও বিভাজন দশায় গাঢ় রঙ নেয়
28. টেলোফেজ দশায় কোনটি ঘটে না? –
- ক্রোমাটিড থেকে নিউক্লিও পর্দার পুনরাবির্ভাব
- নিউক্লিওপর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব
- সেন্ট্রিওলের মেরু অভিমুখী চলন
- বেমতন্তু অদৃশ্য হয়ে যাওয়া
উত্তর – 3. সেন্ট্রিওলের মেরু অভিমুখী চলন
29. নীচের কোনটি প্রাণী কোশের সাইটোকাইনেসিসের ক্ষেত্রে সঠিক নয় –
- কোশপাত গঠিত হয়
- অপত্য কোশদ্বয় পরস্পরের বিপরীতে গমন করে
- গলগি বডির কোন ভূমিকা থাকে না
- ক্লীভেজ গঠন সৃষ্টি হয়
উত্তর – 1. কোশপাত গঠিত হয়
30. নীচের কোনটি যৌন ক্রোমোজোমের বৈশিষ্ট্য নয়? –
- মানবের ক্ষেত্রে ইহার সংখ্যা দুইটি
- মানবদেহে ইহা লিঙ্গ নির্ধারণ করে
- মানুষের ক্ষেত্রে ইহা দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণ করে
- স্ত্রীলোকের ক্ষেত্রে ইহা XX ও পুরুষের ক্ষেত্রে ইহা XY
উত্তর – 3. মানুষের ক্ষেত্রে ইহা দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণ করে
31. মানব বিকাশের ধাপের সংখ্যা হল –
- 4
- 3
- 5
- 2
উত্তর – 3. 5
32. বেমতন্তু গঠনে সাহায্য করে –
- সেন্ট্রিওল
- নিউক্লিয়াস
- রাইবোজোম
- মাইটোকনড্রিয়া
উত্তর – 1. সেন্ট্রিওল
33. তুমি একটি কোশবিভাজনের সময় বেমতন্তু গঠন দেখতে পেলে না। এই প্রকার কোশবিভাজনকে বলা হবে –
- অ্যামাইটোসিস
- প্রথম মিয়োটিক বিভাজন
- দ্বিতীয় মিয়োটিক বিভাজন
- মাইটোসিস
উত্তর – 1. অ্যামাইটোসিস
34. মানবের দেহ কোশে অটোজোমের সংখ্যা কত? –
- 44
- 23
- 46
- 22
উত্তর – 1. 44
35. DNA অণুতে উপস্থিত গুয়ানিনের সম্পূরক বেস জোড়টি হল –
- অ্যাডিনিন
- থাইমিন
- সাইটোসিন
- ইউরাসিল
উত্তর – 3. সাইটোসিন
36. নীচের কোনটি মিয়োসিসের বৈশিষ্ট্য নয়? –
- জনকোশে সংঘটিত হয়
- ক্রোমোজোমের হ্রাসবিভাজন সংঘটিত হয়
- দুটি কোশ উৎপন্ন হয়
- চারটি কোশ উৎপন্ন হয়
উত্তর – 3. দুটি কোশ উৎপন্ন হয়
37. নীচের কোনটি মেটাফেজ দশার বৈশিষ্ট্য? –
- জলনিরুদন
- নিউক্লিও পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি
- নিরক্ষীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যাস
- বেমতন্তুর অদৃশ্যকরন
উত্তর – 3. নিরক্ষীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যাস
38. তুমি মাইটোসিস কোশ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে। দশাটি হল –
- প্রোফেজ
- টেলোফেজ
- অ্যানাফেজ
- মেটাফেজ
উত্তর – 3. অ্যানাফেজ
39. জিনের গঠনগত উপাদান সমূহ হল –
- শর্করা + N₂ ক্ষার + H₂SO₄
- প্রোটিন + N₂ ক্ষার + H₂PO₄
- শর্করা + N₂ ক্ষার + H₂CO₃
- শর্করা + N₂ ক্ষার + H₃PO₄
উত্তর – 4. শর্করা + N₂ ক্ষার + H₃PO₄
40. ক্রোমাটিডের মেরু অভিমুখী গমন যে দশার বৈশিষ্ট্য তা হল –
- অ্যানাফেজ
- প্রোফেজ
- মেটাফেজ
- টেলোফেজ
উত্তর – 1. অ্যানাফেজ
41. ক্রোমোজোমের টেলোমেরিক অংশটি হল –
- স্যাটেলাইট
- সেন্ট্রোমিয়ার
- NOR
- টেলোমিয়ার
উত্তর – 1. স্যাটেলাইট
42. মাইটোসিস হল একটি –
- হ্রাস বিভাজন
- প্রথমে হ্রাস বিভাজন এবং পরে সমবিভাজন
- সমবিভাজন
- প্রথমে সমবিভাজন এবং পরে হ্রাস বিভাজন
উত্তর – 3. সমবিভাজন
43. ক্রোমোজোমের কাইনেটোকোর অংশের সহিত বেমতন্তুর সংযোগ ঘটে যে সময় তা হল –
- মেটাফেজ
- অ্যানাফেজ
- প্রোফেজ
- টেলোফেজ
উত্তর – 1. মেটাফেজ
খ ও গ. জনন, বৃদ্ধি এবং বিকাশ
1. সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিতে নীচের কোন্ ঘটনাটি ঘটে? –
- জাইগোট ফলে রূপান্তরিত হয়
- জাইগোট বীজে রূপান্তরিত হয়
- এককোশী জাইগোট বহুকোশী ভ্রূণে রূপান্তরিত হয়
- ডিম্বাশয় ভ্রূণে রূপান্তরিত হয়
উত্তর – 3. এককোশী জাইগোট বহুকোশী ভ্রূণে রূপান্তরিত হয়
2. ফার্ণের জনুক্রমে নীচের কোন্ দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয়?
- প্রোথ্যালাস
- সোরাস
- রেণুস্থলী
- রেণুমাতৃকোশ
উত্তর – 1. প্রোথ্যালাস
3. ইতরপরাগযোগের পদ্ধতির ক্ষেত্রে নীচের কোন্ জোড়টি সঠিক? –
| পরাগযোগের পদ্ধতি | উদ্ভিদের নাম |
| (A) বায়ুপরাগী (B) জলপরাগী (C) পতঙ্গপরাগী (D) পক্ষিপরাগী | আম ধান হাইড্রিলা পলাশ |
উত্তর – 4. (D) পক্ষিপরাগী – পলাশ
4. ইতর-পরাগযোগ সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো –
- বাহকের প্রয়োজন হয়
- বংশধারায় নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয়
- প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে
- বীজের অঙ্কুরন হার বেশি হয়
উত্তর – 3. প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে
5. মিয়োসিসের তাৎপর্য সংক্রান্ত নীচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো –
- দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুটন ঘটায়
- জীবের জনন অঙ্গের ও ভ্রুনের বৃদ্ধি ঘটায়।
- বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে
- কোনো কোনো প্রানীর দেহে কোনো অঙ্গহানি ঘটলে সেটি পুনরুৎপাদন করে।
উত্তর – 3.বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে
6. সঠিক জোড়টি নির্বাচন করো এবং লেখো –
- বহুবিভাজন-হাইড্রা
- খন্ডীভবন-স্পাইরোগাইরা
- পুনরুৎপাদন-ফার্ন
- কোরকোদাম-প্ল্যানেরিয়া।
উত্তর – 2. খন্ডীভবন-স্পাইরোগাইরা
7. যৌনজনন সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক? –
- যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য
- যৌনজনন কেবলমাত্র মাইটোসিস নির্ভর
- যৌনজননে একটি মাত্র জনিতৃ জীব থেকেই অপত্য জীব সৃষ্টি হতে পারে
- যৌনজননের ফলে উৎপন্ন অপত্য জীব জিনগত ভাবে হুবহু জনিত্ব জীবের মতো হয়
উত্তর – 1. যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য
8. নীচের কোন জোড়াটি সঠিক? –
- কোরকোদগম-ইস্ট
- খন্ডীভবন-কেঁচো
- রেণু উৎপাদন-অ্যামিবা
- পুনরুৎপাদন-ড্রায়োপটেরিস
উত্তর – 1. কোরকোদগম-ইস্ট
9. নীচের কোনটি বায়ুপরাগী পুষ্প নয়? –
- সূর্যশিশির
- ধান
- গম
- ভুট্টা
উত্তর – 1. সূর্যশিশির
10. পরাযোগ সম্পর্কে ভুল তথ্যটি নির্বাচন করো –
- ইতর পরাগযোগ – বাহক নির্ভরতা ও নতুন বেশিষ্ট্যের সমাগম
- বর্ণহীন, গন্ধহীন ফুল – বায়ু ও জলপরাগী
- তাল ও পেঁপে – স্বপরাগযোগ
- আম ও সূর্যমুখী – পতঙ্গপরাগী
উত্তর – 3. তাল ও পেঁপে – স্বপরাগযোগ
11. অযৌন ও যৌন জননের মধ্যে নীচের পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনগুলি সঠিক তা বেছে নাও –
| অযৌন জনন | যৌন জনন |
| (1) একই প্রজাতির বিপরীত | লিঙ্গের দুটি জনিতৃ জীবের প্রয়োজন। (2) কোশবিভাজন বা রেনু উৎপাদনের মাধ্যমে এই ধরনের জনন সম্পন্ন হয়। (3) অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিয়োসিস নির্ভর। (4) অপত্য জীবের মধ্যে প্রকরণ দেখা যায়। | (A) একটি জনিত্ব জীব থেকে অপত্য জীবে | সৃষ্টি হতে পারে। (B) গ্যামেট উৎপাদন ও মিলনের মাধ্যমে এই ধরনের জনন সম্পন্ন হয়। (C) মিয়োসিস নির্ভর (D) অপত্য জীব হুবহু জনিতৃ জীবের মতো দেখতে হয়। |
- 1, D
- 2, C
- 3, D
- 1, B
উত্তর – 2. 2, C
12 বীজের দীর্ঘ সুপ্তাবস্থাযুক্ত এটি উদ্ভিদের অল্পসময়ে বংশবিস্তারের জন্য তুমি নিম্নলিখিত কোন পদ্ধতি অবলম্বন করবে? –
- যৌনজনন
- খণ্ডীভবন
- পুনরুৎপাদন
- অনুবিস্তারণ
উত্তর – 4. অনুবিস্তারণ
13. কোনটি মানববিকাশের পরিণত দশার একটি বৈশিষ্ট্য? –
- নিজস্ব মতামত প্রকাশ করা
- ভঙ্গুর অস্থি
- বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ
- দুধের দাঁত পড়ে যাবার পর স্থায়ী দাঁত গঠন
উত্তর – 3. বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ
14. প্ল্যানেরিয়ার অযৌন জনন পদ্ধতি হল –
- রেণু উৎপাদন
- খণ্ডীভবন
- পুনরুৎপাদন
- মুকুল উৎপাদন
উত্তর – 3. পুনরুৎপাদন
15. ইস্ট ও হাইড্রা এর জনন পদ্ধতি হল –
- খণ্ডীভবন
- বহু বিভাজন
- মুকুল উৎপাদন
- দ্বিবিভাজন
উত্তর – 3. মুকুল উৎপাদন
16. নিচের কোনটি যৌনজননের বৈশিষ্ট্য নয়? –
- একক জনিতৃ থেকে অপত্য জীবের সৃষ্টি হয়।
- রেনু উৎপাদনের মাধ্যমে জনন প্রক্রিয়াটি ঘটে থাকে।
- অপত্য জীব জনিতৃ জীবের সহিত সদৃশ হয়।
- জনন প্রক্রিয়াটি গ্যামেট উৎপাদন ও গ্যামেটের নিষিক্তকরনের মাধ্যমে ঘটে থাকে।
উত্তর – 1. একক জনিতৃ থেকে অপত্য জীবের সৃষ্টি হয়।
17. মানব বিকাশের যে দশায় সাধারণত – স্মৃতি ও দৃষ্টি ক্রমশ দুর্বল হতে থাকে তা হল –
- শৈশব দশা
- বয়ঃসন্ধি দশা
- বার্ধক্য দশা
- সদ্যোজাত দশা
উত্তর – 3. বার্ধক্য দশা
18. পক্ষী দ্বারা ইতর পরাগযোগ ঘটে –
- ক্যাকটাসে
- শিমূল-এ
- গোলাপে
- গমে
উত্তর – 2. শিমূল-এ
19. বয়ঃসন্ধির সময়কাল হল –
- 1-6 বছর
- 10-19 বছর
- 25-40 বছর
- 60-80 বছর
উত্তর – 2. 10-19 বছর
20. নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো –
- একই গাছের একটি ফুলের মধ্যেই ঘটে।
- বাহকের প্রয়োজন হয় না।
- নতুন বৈশিষ্ট্য সঞ্চার হওয়ার সম্ভাবনা কম থাকে।
- পরাগরেনুর অপচয় বেশি হয়।.
উত্তর – 4. পরাগরেনুর অপচয় বেশি হয়।
21. মানব পরিস্ফুরনের কোন দশায় জনন-গ্রন্থির পরিপূর্ণতা ঘটে? –
- শৈশব দশায়
- বয়ঃসন্ধি দশায়
- বার্ধক্য দশায়
- সদ্যোজাত দশায়
উত্তর – 2. বয়ঃসন্ধি দশায়
22. সুস্পষ্ট জনুক্রম পরিলক্ষিত হয় –
- পদ্মে
- আম গাছে
- বট গাছে
- ফার্নে
উত্তর – 4. ফার্নে
23. জোড়কলমে মূলসহ উদ্ভিদটিকে বলা হয় –
- সাকার
- ষ্টক
- সিয়ন
- রাইজোম
উত্তর – 2. ষ্টক
বংশগতি ও কিছু সাধারন বংশগত রোগসমূহ
1. মটরগাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলো কী কী? –
- বেগুনি ও সবুজ
- সাদা ও বেগুনি
- বেগুনি ও সাদা
- বেগুনি ও হলুদ
উত্তর – 3. বেগুনি ও সাদা
2. গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে উৎপন্ন BBRR, BBrr, bbRR ও bbrr জিনোটাইপ চারটির সংখ্যার অনুপাতটি কী? –
- 1 : 1 : 1 : 1
- 2 : 4 : 2 : 4
- 4 : 2 : 2 : 1
- 2 : 4 : 1 : 2
উত্তর – 1. 1 : 1 : 1 : 1
3. একজন আপাত স্বাভাবিক কিন্তু হিমোফিলিক রোগের বাহক মহিলা যদি কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন এবং তাদের দুটি পুত্র সন্তান ও দুটি কন্যা সন্তান জন্মায় তবে ঐ সন্তানদের মধ্যে হিমোফিলিক থাকার সম্ভাবনা কত? –
- 100% পুত্র হিমোফিলিক ও 0% কন্যা হিমোফিলিক
- 50% পুত্র হিমোফিলিক ও 50% কন্যা হিমোফিলিক
- 0% পুত্র হিমোফিলিক ও 50% কন্যা হিমোফিলিক
- 50% পুত্র হিমোফিলিক ও 50% আপাত স্বাভাবিক বাহক কন্যা
উত্তর – 4. 50% পুত্র হিমোফিলিক ও 50% আপাত স্বাভাবিক বাহক কন্যা
4. গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে উৎপন্ন BbRr ও BBRR জিনোটাইপ দুটির সংখ্যার অনুপাতটি কী? –
- 2 : 1
- 4 : 1
- 1 : 2
- 1 : 1
উত্তর – 2. 4 : 1
5. নীচের কোন্ দুটি জিনোটাইপ হলুদ বর্ণ ও কুঞ্চিত আকৃতির বীজযুক্ত মটরগাছের জিনোটাইপ প্রদর্শন করে? –
- YYrr, Yyrr
- YYRr, YYRR
- yỳRR, yyRr
- YYRR, yyrr
উত্তর – 1. YYrr, Yyrr
6. অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে সঙ্কর জননের F2 জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত কোনটি? –
- 2 : 1 : 1
- 1 : 1 : 1
- 1 : 2 : 1
- 1 : 2 : 2
উত্তর – 3. 1 : 2 : 1
7. সাদাবর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো –
- bbRR, bbrr
- BBRR, bbrr
- bbRR, bbRr
- BbRR, bbRr
উত্তর – 3. bbRR, bbRr
8. নীচের কোন দুটিকে মেন্ডেল প্রকট বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো –
- কাণ্ডের দৈর্ঘ্য-লম্বা, বীজের আকার-গোল
- ফুলের অবস্থান-শীর্ষ, ফুলের বর্ন-সাদা
- বীজপত্রের বর্ণ-সবুজ, বীজের আকার-কুঞ্চিত
- কাণ্ডের দৈর্ঘ্য-খর্ব, বীজের আকার-কুঞ্চিত
উত্তর – 1. কাণ্ডের দৈর্ঘ্য-লম্বা, বীজের আকার-গোল
9. একটি সঙ্কর দীর্ঘ (Tt) এবং একটি বিশুদ্ধ খর্ব (tt) মটর গাছের পরাগমিলনে যে বীজ পাওয়া যায়। তার থেকে উৎপন্ন মটরগাছ গুলোর প্রকৃতি নির্ণয় করো –
- 100% দীর্ঘ
- 100% খর্ব
- 50% দীর্ঘ, 50% খর্ব
- 75% দীর্ঘ, 25% খর্ব
উত্তর – 3. 50% দীর্ঘ, 50% খর্ব
10. নীচের কোন জেনোটাইপটি উভয় লোকাসের জন্য-হোমোজাইগাস তা স্থির করো –
- BbRR
- BbRR
- BBRr
- bbrr
উত্তর – 4. bbrr
11. কালোবর্ণ ও অমসৃন লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো –
- BbRr, BBRr
- BBrr, Bbrr
- bbRR, bbRr
- bbrr, bbRr
উত্তর – 1. BbRr, BBRr
12. নীচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো –
- ফুলের বর্ণ-বেগুনি, ফুলের অবস্থান-কাক্ষিক
- কাণ্ডের দৈর্ঘ্য-খর্ব, পরিণত বীজের আকার-কুঞ্চিত
- পরিণত বীজের আকার-গোল, বীজের বর্ণ-হলুদ
- ফুলের অবস্থান-কাক্ষিক, কাণ্ডের দৈর্ঘ্য-লম্বা
উত্তর – 2. কাণ্ডের দৈর্ঘ্য-খর্ব, পরিণত বীজের আকার-কুঞ্চিত
13. নীচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো।
- কাণ্ডের দৈর্ঘ্য-বেঁটে
- বীজের আকার-কুঞ্চিত
- বীজপত্রের বর্ণ-হলুদ
- ফুলের বর্ণ-সাদা
উত্তর – 3. বীজপত্রের বর্ণ-হলুদ
14. নীচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো –
- RRYY ও rryy
- RRYy ও RrYy
- RRYY ও Rryy
- rrYY ও rrYy
উত্তর – 4. rrYY ও rrYy
15. নীচের কোনটি মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার F₂ জনুর জিনোটাইপিক অনুপাত –
- 1 : 2 : 1
- 3 : 1
- 9 : 3 : 3 : 1
- 2 : 1 : 2
উত্তর – 1. 1 : 2 : 1
16. অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F₂ জনুতে ফিনোটাইপের অনুপাত কী হতে পারে? –
- 3 : 1
- 9 : 3 : 3 : 1
- 2 : 1 : 1
- 1 : 2 : 1
উত্তর – 4. 1 : 2 : 1
17. মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হল –
- কুঞ্চিত বীজ
- বেগুনি রঙের ফুল
- হলুদরঙের বীজ
- কাক্ষিক পুষ্প
উত্তর – 1. কুঞ্চিত বীজ
18. কন্যাসন্তান কখন বর্ণান্ধ হতে পারে, তা নির্ধারণ করো –
- কেবল বাবা বর্ণান্ধ হলে
- কেবল মা বর্ণান্ধ হলে
- মা বাহক ও বাবা বর্ণান্ধ হলে
- মা বাহক এবং বাবা স্বাভাবিক হলে
উত্তর – 3. মা বাহক ও বাবা বর্ণান্ধ হলে
19. নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রকট বৈশিষ্ট্যের জোড়াদুটি শনাক্ত করো –
- মুক্ত কানের লতি ও নন রোলার জিভ
- মটর গাছের হলুদ শুঁটি ও সবুজ বীজ
- ফলের আকৃতি পরিপুষ্ট ও গোলাকার বীজ (মটর)
- থ্যালাসেমিয়া ও হিমোফিলিয়া রোগ
উত্তর – 3. ফলের আকৃতি পরিপুষ্ট ও গোলাকার বীজ (মটর)
20. একজন বর্ণান্ধ পুরুষ এবং একজন বর্ণান্ধ বাহক মহিলার বিবাহ হলে, তাদের সন্তানদের মধ্যে বর্ণান্ধতার প্রকাশের সম্ভাবনা কত শতাংশ? –
- 100% সন্তান বর্ণান্ধ হবে
- 50% পুত্র বর্ণান্ধ, 50% পুত্র স্বাভাবিক
- 50% কন্যা বর্ণান্ধ, 50% কন্যা স্বাভাবিক
- ‘2’ এবং ‘3’ উভয়ই
উত্তর – 4. ‘2’ এবং ‘3’ উভয়ই
21. একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হল –
- মুক্ত কানের লতি
- স্বাভাবিক জিভ
- কালো লোমযুক্ত গিনিপিগ
- মটর গাছের বেগুনি ফুল
উত্তর – 4. মটর গাছের বেগুনি ফুল
22. হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা হল –
- 75%
- 50%
- 100%
- 0%
উত্তর – 2. 50%
23. বিশুদ্ধ কালো গিনিপিগের জিনোটাইপ হবে –
- Bb
- bb
- BB
- কোনোটিই নয়
উত্তর – 3. BB
24. RRYY, RRYy, RrYy এবং RrYy – মটরগাছের নিম্নলিখিত কোন প্রকার ফিনোটাইপ নির্ধারণ করে? –
- গোলাকার সবুজ বীজ
- কুঞ্চিত হলুদ বীজ
- কুঞ্চিত সবুজ বীজ
- গোলাকার হলুদ বীজ
উত্তর – 4. গোলাকার হলুদ বীজ
25. মানবের সেক্স-ক্রোমোজোম প্রকৃতি হল –
- XX-XX
- XX-XO
- XX-XY
- XX-YO
উত্তর – 3. XX-XY
26. জনন পরীক্ষার মাধ্যমে নিম্নউল্লিখিত কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিস্কার করেন? –
- জ্যাঁ ব্যাপটিস্ট দ্য ল্যামার্ক
- গ্রেগর জোহান মেন্ডেল
- চার্লস ডারউইন
- স্ট্যানলি মিলার
উত্তর – 2. গ্রেগর জোহান মেন্ডেল
27. দুজন থ্যালাসেমিয়ার বাহক পিতামাতার সন্তানদের থ্যালাসেমিয়া আক্রান্ত হবার সম্ভাবনা কত? –
- 100%
- 25%
- 75%
- 50%
উত্তর – 2. 25%
28. মেন্ডেল তাঁর পরীক্ষার জন্য মটরগাছের কত জোড়া বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন? –
- 2 জোড়া
- 5 জোড়া
- 7 জোড়া
- 4 জোড়া
উত্তর – 3. 7 জোড়া
29. দ্বিসঙ্কর জননের ফিনোটাইপিক অনুপাত হল –
- 9 : 2 : 2 : 1
- 9 : 3 : 3 : 1
- 4 : 2 : 2 : 1
- 3 : 9 : 3 : 1
উত্তর – 2. 9 : 3 : 3 : 1
30. মা যদি হিমোফিলিক এবং বাবা যদি স্বাভাবিক হয়, তা হলে পুত্র সন্তানদের মধ্যে হিমোফিলিয়ার সম্ভাবনা কতখানি? –
- 1%
- 50%
- 25%
- 100%
উত্তর – 4. 100%
31. গোলাকার হলুদ বীজযুক্ত মটর উদ্ভিদের মধ্যে কোন জিনোটাইপটি দেখা যাবে? –
- RRgg
- RRYY
- RwYg
- RRYY
উত্তর – 4. RRYY
32. bbRR জিনোটাইপযুক্ত গিনিপিগের ফিনোটাইপ হল-
- কালো বর্ণ-অমসৃণ রোম
- সাদাবর্ণ-মসৃণ রোম
- কালো বর্ণ মসৃণ রোম
- সাদা বর্ণ-অমসৃণ রোম
উত্তর – 4. সাদা বর্ণ-অমসৃণ রোম
33. একজন পিতা-পুত্র-সন্তানকে নিম্নলিখিত কোন প্রকার গ্যামেট প্রদান করেন? –
- 22A + X
- 44AA + X
- 22A + XY
- 22A + Y
উত্তর – 4. 22A + Y
34. কুঞ্চিত হলুদ মটর উদ্ভিদের জিনোটাইপ হল –
- RRYY
- RRYy
- rrYy
- rryy
উত্তর – 3. rrYy
35. নিম্নলিখিত কোনটি মটর উদ্ভিদের ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য? –
- খর্ব মটর উদ্ভিদ
- বেগুনী ফুল
- কুঞ্চিত বীজ
- স্ফীত শুঁটি জাতীয় ফল
উত্তর – 2. বেগুনী ফুল
36. কে সুপ্রজনন বিদ্যার জনক হিসাবে পরিচিত? –
- ল্যামার্ক
- ডারউইন
- হুগো দ্য শ্রীস
- মেন্ডেল
উত্তর – 4. মেন্ডেল
37. দুটি সঙ্কর (Aa) উদ্ভিদের সঙ্করায়নে F, জনুতে কতরকম জিনোটাইপ যুক্ত উদ্ভিদ পাওয়া যাবে? –
- এক
- দুই
- তিন
- চার
উত্তর – 3. তিন
38. হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কী কী হতে পারে তা নীচেরগুলো থেকে নির্বাচন করো –
- H || h, h |↾
- H || H, H |↾
- H || h, H |↾
- H || h, H |↾
উত্তর – 4. H || h, H |↾
39. RRYY জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো –
- একধরনের
- চার ধরনের
- দুধরনের
- তিনধরনের
উত্তর – 1. একধরনের
40. মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নীচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? –
- রোলারজিভ
- থ্যালাসেমিয়া
- হিমোফিলিয়া
- কানের যুক্ত লতি
উত্তর – 3. হিমোফিলিয়া
41. বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে নীচের কোন রোগটি প্রতিরোধ করা যেতে পারে তা স্থির করো –
- গয়টার
- ম্যালেরিয়া
- থ্যালাসেমিয়া
- যক্ষ্মা
উত্তর – 3. থ্যালাসেমিয়া
বিবর্তন এবং অভিযোজন
বিবর্তন
1. নীচের কোনটি ইক্যুয়াসের বৈশিষ্ট্য –
- অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরযুক্ত তিনটি আঙুল
- অগ্রপদের প্রত্যেকটিতে চারটি ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে দুটি খুরযুক্ত আঙুল
- অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরযুক্ত দুটি আঙুল
- অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরযুক্ত একটিমাত্র আঙুল
উত্তর – 4. অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরযুক্ত একটিমাত্র আঙুল
2. নীচের কোনটি ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত? –
- প্রাকৃতিক নির্বাচন
- প্রকরণ
- অত্যধিক হারে বংশবৃদ্ধি
- সীমিত খাদ্য ও বাসস্থান
উত্তর – 1. প্রাকৃতিক নির্বাচন
3. নীচের কোনটি ডারউইন মতবাদের বক্তব্য নয়? –
- অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ
- জীবনসংগ্রাম
- প্রকরণ
- প্রাকৃতিক নির্বাচন
উত্তর – 1. অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ
4. সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো –
- গঠনগতভাবে ভিন্ন কিন্তু উৎপত্তি আর কার্যগতভাবে অভিন্ন
- উৎপত্তি আর কার্যগতভাবে ভিন্ন হলেও গঠনগতভাবে অভিন্ন
- গঠনগত ও কার্যগতভাবে অভিন্ন হলেও উৎপত্তিগতভাবে ভিন্ন
- উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন
উত্তর – 4. উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন
5. জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিকারকগুলো কী কী? –
- অক্সিজেন, মিথেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড
- জল, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন
- মিথেন, হাইড্রোজেন সালফাইড, কার্বন মনোক্সাইড
- নাইট্রাস অক্সাইড, মিথেন, কার্বন ডাইঅক্সাইড
উত্তর – 4. জল, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন
6. আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি সনাক্ত করো –
- অন্তঃপ্রজাতি সংগ্রাম
- আন্তঃ প্রজাতি সংগ্রাম
- পরিবেশের সঙ্গে সংগ্রাম
- নতুন প্রজাতির উৎপত্তি
উত্তর – 3. আন্তঃ প্রজাতি সংগ্রাম
7. মিলার ও উরে তাঁদের পরীক্ষায় প্রান সৃষ্টির কতকগুলি প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন। সেগুলোর মধ্যে কোনগুলো অ্যামিনো অ্যাসিড ছিল তা শনাক্ত করো –
- ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড
- ইউরিয়া, অ্যাডেনিন
- গ্লাইসিন, অ্যালানিন
- ফরমিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড
উত্তর – 3. গ্লাইসিন, অ্যালানিন
8. সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্যটি হল –
- উৎপত্তিগতভাবে ভিন্ন এবং কাজও ভিন্ন
- উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই
- অপসারী বিবর্তনকে নির্দেশ করে
- উৎপত্তিগত ও গঠনগতভাবে এক
উত্তর – 2. উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই
9. একটি মিশ্র মাছচাষের পুকুরে যেখানে রুই, কাতলা, মৃগেল একসঙ্গে চাষ করা হয়, ডারউইনবাদ অনুসারে ক-প্রকার সংগ্রাম থাকা সম্ভব? –
- কেবল অন্তঃপ্রজাতি
- কেবল আন্তঃপ্রজাতি
- অন্তঃ ও আন্তঃউভয় প্রজাতি
- কেবলমাত্র পরিবেশের সঙ্গে
উত্তর – 3. অন্তঃ ও আন্তঃউভয় প্রজাতি
10. জীবনের উৎপত্তি সম্পর্কে নিম্মলিখিত যে তথ্যটি সঠিক নয়, সেটি হল –
- জীবনসৃষ্টির প্রাথমিক পরিবেশ ছিল জারণধর্মী
- গরম তরল সুপেই জীবন সৃষ্টি হয়েছিল
- প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড হল RNA
- জীবনসৃষ্টির জৈবরাসায়নিক তত্ত্বের প্রবক্তা ওপারিন ও হ্যালডেন
উত্তর – 1. জীবনসৃষ্টির প্রাথমিক পরিবেশ ছিল জারণধর্মী
10. সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য হল –
- উৎপত্তিগতভাবে ভিন্ন, কাজও ভিন্ন
- উৎপত্তিগতভাবে ভিন্ন, কিন্তু কাজ একই
- অপসারী বিবর্তনকে নির্দেশ করে
- উৎপত্তিগত ও কার্যগতভাবে এক
উত্তর – 2. উৎপত্তিগতভাবে ভিন্ন, কিন্তু কাজ একই
11. ল্যামার্কের মতবাদের বক্তব্য নয় যেটি, সেটি হল –
- অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ
- ব্যবহার ও অব্যবহারের সূত্র
- নতুন প্রজাতির সৃষ্টি
- নির্বাচন
উত্তর – 4. নির্বাচন
12. নিম্নলিখিত কোনটি সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য? –
- বিরোধিতা গত ভিন্ন
- গঠনগতভাবে সম্পূর্ণ ভিন্ন
- কার্যকারিতার দিক থেকে ভিন্ন কিন্তু উৎপত্তিগতভাবে এক
- অভিসারী বিবর্তনের নির্দেশক।
উত্তর – 3. কার্যকারিতার দিক থেকে ভিন্ন কিন্তু উৎপত্তিগতভাবে এক
13. ঘোড়ার প্রাচীনতম পূর্বপুরুষ হল –
- ইক্যুয়াস
- ইয়োহিপ্পাস
- প্লায়োহিয়াস
- মেরিচিপ্পাস
উত্তর – 2. ইয়োহিপ্লাস
14. “ফিলোজফিক জুওলজিক” বইটির লেখক কে? –
- ল্যামার্ক
- মিলার
- চার্লস ডারউইন
- হুগো দ্য শ্রীস
উত্তর – 1. ল্যামার্ক
15. কে প্রথম জীবাশ্ম আবিষ্কার করেন? –
- জেনোফেন
- ডারউইন
- ল্যামার্ক
- ভাইসম্যান
উত্তর – 1. জেনোফেন
16. ঘোড়ার বিবর্তনের সঠিক পর্যায়ক্রম কোনটি? –
- ইয়োহিপ্পাস → মেরিচিপ্পাস → ইক্যুয়াস → প্লায়োহিপ্পাস → মেসোহিপ্পাস
- ইক্যুয়াস → প্লায়োহিপ্পাস → মেরিচিপ্পাস → মেসোহিপ্পাস → ইয়োহিপ্পাস
- মেরিচিপ্পাস → মেসোহিপ্পাস → ইয়োহিপ্পাস → ইক্যুয়াস → প্লায়োহিপ্পাস
- ইয়োহিপ্পাস → মেসোহিপ্পাস → মেরিচিপ্পাস → প্লায়োহিপ্পাস → ইক্যুয়াস
উত্তর – 4. ইয়োহিপ্পাস → মেসোহিপ্পাস → মেরিচিপ্পাস → প্লায়োহিপ্পাস → ইক্যুয়াস
17. মিলার এবং উরের পরীক্ষায় সংশ্লেষিত জৈবযৌগ ছিল –
- প্রোটিন
- নিউক্লিক অ্যাসিড
- অ্যামাইনো অ্যাসিড
- কার্বোহাইড্রেট
উত্তর – 3. অ্যামাইনো অ্যাসিড
18. ল্যামার্কের তত্ত্বের সহিত সম্পর্কিত শব্দগুচ্ছটি নিরূপণ করো –
- অস্তিত্বের জন্য সংগ্রাম
- প্রকরনের উৎপত্তি
- অর্জিত গুণের বংশানুসরণ
- প্রাকৃতিক নির্বাচন
উত্তর – 3. অর্জিত গুণের বংশানুসরণ
19. নীচের কোনটি একই খাদ্যের জন্য আন্তঃপ্রজাতি সংগ্রাম? –
- শকুন ও হায়েনার মধ্যে সংগ্রাম
- ঈগল ও চিলের মধ্যে সংগ্রাম
- পুকুরে রুই মাছের মধ্যে সংগ্রাম
- বক ও মাছরাঙার মধ্যে সংগ্রাম
উত্তর – 3. পুকুরে রুই মাছের মধ্যে সংগ্রাম
20. নীচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি? –
- পায়ের দৈর্ঘ্যের বৃদ্ধি
- পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি
- পায়ের শুধু তৃতীয় আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি
- সমগ্র দেহের আকার বৃদ্ধি
উত্তর – 2. পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি
অভিযোজন
1. উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সংগে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্যটি কী? –
- বেলনাকার লোহিত রক্তকণিকা
- গোলাকার লোহিত রক্তকণিকা
- ডিম্বাকার লোহিত রক্তকণিকা
- ঘনকাকার লোহিত রক্তকণিকা
উত্তর – 3. ডিম্বাকার লোহিত রক্তকণিকা
2. নীচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করো –
- প্রজনন সঙ্গী খোঁজা
- অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো
- নতুন মৌচাকের স্থান নির্বাচন করা
- সম্ভাব্য শত্রুর আক্রমণ এড়ানো
উত্তর – 2. অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো
3. নীচের কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সঙ্গে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে তা শনাক্ত করো –
- শিম্পাঞ্জি
- আরশোলা
- ময়ূর
- মৌমাছি
উত্তর – 4. মৌমাছি
4. নীচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়? –
- রেড গ্রন্থি
- অগ্র-প্রকোষ্ঠ
- গ্যাস্ট্রিক গ্রন্থি
- রেটিমিরাবিলি
উত্তর – 4. রেটিমিরাবিলি
5. মাছের দেহে “রেটিমিরাবিলি” দেখা যায় –
- পটকায়
- হৃদপিণ্ডে
- ফুলকয়
- কোনটিতেই নয়
উত্তর – 1. পটকায়
6. নিম্নলিখিত যেটি শারীরবৃত্তীয় অভিযোজন নয় –
- উটের RBC ক্ষুদ্র ও ডিম্বাকার
- সুন্দরীর বাকল ও পত্রমোচন দ্বারা অতিরিক্ত লবণ ত্যাগ
- উটের পুরু ত্বকে ঘর্মগ্রন্থির সংখ্যা কম
- ওয়াগটেল ও চক্রাকার নৃত্য দ্বারা মৌমাছির বার্তা বিনিময়
উত্তর – 2. সুন্দরীর বাকল ও পত্রমোচন দ্বারা অতিরিক্ত লবণ ত্যাগ
7. সুন্দরী গাছের ঠেসমূলে যে চলন দেখা যায়, তা স্থির করে –
- অনুকূল জিয়োট্রপিক
- প্রতিকূল জিয়োট্রপিক
- অনুকূল ফোটোট্রপিক
- প্রতিকূল ফোটোট্রপিক
উত্তর – 2. প্রতিকূল জিয়োট্রপিক
8. নীচের প্রাণীগোষ্ঠীগুলির সঠিক পর্যায়ক্রমটি চিহ্নিত করো –
- মাছ → উভচর → সরীসৃপ → পাখি
- উভচর → মাছ → পাখি → সরীসৃপ
- পাখি → মাছ → সরীসৃপ → উভচর
- পাখি → সরীসৃপ → মাছ → উভচর
উত্তর – 1. মাছ → উভচর → সরীসৃপ → পাখি
9. অন্তঃপ্রজাতি সংগ্রামের উদাহরণ হলো –
- খাদ্যের জন্য সিংহ ও হায়নার লড়াই
- খাদ্যের জন্য চিতাবাঘ ও হায়নার লড়াই
- প্ল্যাঙ্কটনের জন্য কাতলা মাছেদের মধ্যে সংগ্রাম
- খরা ও বন্যার হাত থেকে বাঁচার জন্য জীবদের সংগ্রাম
উত্তর – 3. প্ল্যাঙ্কটনের জন্য কাতলা মাছেদের মধ্যে সংগ্রাম
10. মৌমাছিরা খাদ্য উৎসের অভিমুখ নির্দেশ করে –
- চক্রাকার নৃত্য
- ওয়াগল নৃত্য
- রকনৃত্য
- 1 ও 2 উভয়ই সঠিক
উত্তর – 4. 1 ও 2 উভয়ই সঠিক
11. উটের লোহিত কণিকা হল –
- বৃত্তাকার
- নিউক্লিয়াসবিহীন
- অভিস্রবনীয় পরিবর্তন প্রতিরোধে সক্ষম
- সবকয়টি
উত্তর – 4. সবকয়টি
12. আচরণগত অভিযোজনের একটি উদাহরণ হল –
- জরায়ুজ অঙ্কুরোদ্গম
- শ্রমিক মৌমাছির নৃত্য
- পাতার কাঁটায় পরিণত হওয়া
- পটকার উপস্থিতি
উত্তর – 2. শ্রমিক মৌমাছির নৃত্য
13. নীচের কোন অভিযোজনটি উটকে মরুভূমিতে থাকতে সহায়তা করে? –
- কুঁজ জল সঞ্চয় করে রাখে
- মোটা চর্ম-তাপ নিরোধী রূপে কাজ করে
- বৃক্কের GFR -এর মাত্রা হ্রাস
- বৃহদ্ নাসারন্ধ্র জলীয় বাষ্পের সহজ বহির্গমনে সাহায্য করে
উত্তর – 3. বৃক্কের GFR -এর মাত্রা হ্রাস
14. উটের অতিরিক্ত জলসঞ্চয় সহনের সক্ষমতার কারণ হল –
- এদের লোহিত রক্তকণিকা লম্বাটে
- এদের মল ও মূত্রে খুব কম পরিমান জল থাকে
- এদের দেহে অনেক ঘর্ম গ্রন্থি থাকে
- এদের কুঁজ জল সঞ্চয় করে থাকে
উত্তর – 2. এদের মল ও মূত্রে খুব কম পরিমান জল থাকে
15. নীচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো –
- মশার লার্ভা খাওয়ার জন্য গাপ্পি মাছদের মধ্যে সংগ্রাম
- ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচার মধ্যে সংগ্রাম
- একই জায়গায় ঘাস খাওয়ার জন্য একদল হরিণদের মধ্যে সংগ্রাম
- হরিণ শিকারের জন্য একটি জঙ্গলের বাঘদের মধ্যে সংগ্রাম
উত্তর – 2. ইদুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচার মধ্যে সংগ্রাম
16. পাখির ডানার সহিত একটি সমবৃত্তীয় অঙ্গ হল –
- ঘোড়ার অগ্রপদ
- মানবের হাত
- তিমির ক্লিপার
- পতঙ্গের ডানা
উত্তর – 4. পতঙ্গের ডানা
17. “ওয়াগেল নৃত্য” যে সংখ্যার সহিত সদৃশ তা হল –
- 9
- 8
- 4
- 7
উত্তর – 2. 8
18. ক্যাকটাসের কন্টক তাকে রক্ষা করে ___ থেকে। –
- মাছিদের থেকে
- পক্ষীদের থেকে
- সূর্যালোক থেকে
- খাদক প্রাণীর থেকে
উত্তর – 4. খাদক প্রাণীর থেকে
19. মাছের পটকা তাকে সাহায্য করে –
- শ্বাসকার্যে
- সংবহনে
- প্লাবতয়
- রেচনে
উত্তর – 3. প্লবতায়
পরিবেশ তার সম্পদসমূহ এবং তাদের সংরক্ষন
1. নাইট্রোজেন চক্রের কোন্ ধাপের সংগে অণুজীব নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টর সংশ্লিষ্ট? –
- নাইট্রিফিকেশন
- ডিনাইট্রিফিকেশন
- নাইট্রোজেন স্থিতিকরণ
- অ্যামোনিফিকেশন
উত্তর – 1. নাইট্রিফিকেশন
2. মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন্ কোন্ জীববৈচিত্র্যের হটস্পটের অন্তর্ভুক্ত? –
- পূর্বহিমালয়, পশ্চিমঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কা
- সুন্দাল্যাণ্ড, ইন্দো-বার্মা
- ইন্দো-বার্মা, সুন্দাল্যাণ্ড
- সুন্দাল্যাণ্ড, পূর্ব হিমালয়
উত্তর – 3. ইন্দো-বার্মা, সুন্দাল্যাণ্ড
3. গরুমারা, নীলগিরি ও কুলিক কোন্ কোন্ ধরনের ইন-সিটু সংরক্ষণ? –
- জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য
- বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য, জাতীয় উদ্যান
- অভয়ারণ্য, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ
- বায়োস্ফিয়ার রিজার্ভ, জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান
উত্তর – 1. জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য
4. নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি শনাক্ত করো –
- নাইট্রোজেন স্থিতিকরণ → ডিনাইট্রিফিকেশন → অ্যামোনিফিকেশন → নাইট্রিফিকেশন অ্যামোনিফিকেশন → নাইট্রিফিকেশন → নাইট্রোজেন স্থিতিকরণ → ডিনাইট্রিফিকেশন
- নাইট্রোজেন স্থিতিকরণ → অ্যামোনিফিকেশন → নাইট্রিফিকেশন → ডিনাইট্রিফিকেশন
- নাইট্রিফিকেশন → নাইট্রোজেন স্থিতিকরণ → ডিনাইট্রিফিকেশন → অ্যামোনিফিকেশন
উত্তর – 3. নাইট্রোজেন স্থিতিকরণ → অ্যামোনিফিকেশন → নাইট্রিফিকেশন → ডিনাইট্রিফিকেশন
5. জীববৈচিত্র্য হ্রাসের ক্ষেত্রে নীচের হ্রাসের কারণ ও ক্ষতিগ্রস্ত প্রজাতির কোন্ জোড়টি সঠিক? –
- বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ – একশৃঙ্গ গণ্ডার।
- দূষণ-রয়্যাল বেঙ্গল – টাইগার।
- বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন – মেরুভাল্লুক।
- শিকার এবং চোরাশিকার – শকুন।
উত্তর – 3. বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন – মেরু ভাল্লুক।
6. কোনো একটি খাদ্যশৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নীচের কোন্ ঘটনাটি ঘটে? –
- জীববিবর্ধন
- ইউট্রফিকেশন
- বিশ্ব উষ্ণায়ন
- বধিরত্ব
উত্তর – 1. জীববিবর্ধন
7. নীচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করো –
- বাস্তুতন্ত্র সংরক্ষনের সঙ্গে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষন করা হয়
- জাতীয় উদ্যান ও অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত নয়
- বাস্তুতন্ত্র সংরক্ষণে স্থানীয় মানুষের উপস্থিতি এবং অংশগ্রহণ অনুমোদিত নয়
- এর আকার সাধারণত একটি অভয়ারণ্যের থেকে ছোটো হয়
উত্তর – 4. বাস্তুতন্ত্র সংরক্ষনের সঙ্গে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষন করা হয়
8. নীচের কোন জোড়াটি সঠিক নয় – তা স্থির করো –
- চোরাশিকার – গরিলার বিপন্নতা বৃদ্ধি
- বহিরাগত প্রজাতি – ল্যান্টানা, তিলাপিয়া
- হটস্পট নির্ধারণ – স্থানীয় প্রজাতি ও বিপন্ন প্রজাতির সংখ্যা
- গ্রিনহাউস গ্যাস – ইউট্রোফিকেশন
উত্তর – 4. গ্রিনহাউস গ্যাস – ইউট্রোফিকেশন
9. নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলোর মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত তা স্থির করো –
- বন্দীপুর
- সুন্দরবন
- সিমলিপাল
- কানহা
উত্তর – 2. সুন্দরবন
10. নীচের কোনটি পরিবেশে দীর্ঘসময় থাকলে তার জীববিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো –
- খবরের কাগজ
- পচাপাতা
- জীবজন্তুর মলমূত্র
- ক্লোরিনযুক্ত কীটনাশক
উত্তর – 4. ক্লোরিনযুক্ত কীটনাশক
11. বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু ও ধূলিকনার পরিমান হঠাৎ বেড়ে গেলে নীচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো –
- যক্ষা
- অ্যাজমা
- ম্যালেরিয়া
- ডেঙ্গু
উত্তর – 2. অ্যাজমা
12. নীচের কোন সজ্জাটি গোরুমারা, করবেট, কুলিক, নন্দাদেবী-এই চারটি অরন্যের সঠিক ক্রম নির্দেশ করে তা নির্ধারণ করো –
- বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য, জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান
- জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য
- জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ
- অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, জাতীয় উদ্যান, অভয়ারণ্য
উত্তর – 3. জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ
13. নীচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে? –
- নাইট্রোসোমোনাস
- সিউডোমোনাস
- অ্যাজেটোব্যাকটর
- থায়োব্যাসিলাস
উত্তর – 1. নাইট্রোসোমোনাস
14. এক্স সিটু সংরক্ষণের একটি উদাহরণ হল –
- সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প
- করবেট জাতীয় উদ্যান
- নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ
- ক্রায়োসংরক্ষণ
উত্তর – 4. ক্রায়োসংরক্ষণ
15. জল দূষণের ফলে নীচের যেটি ঘটে তা হল –
- বিশ্ব উষ্ণায়ন
- ইউট্রোফিকেশন
- বধিরতা
- ব্রংকাইটিস
উত্তর – 2. ইউট্রোফিকেশন
16. সিউডোমোনাস জীবানুটি নাইট্রোজেন চক্রের নীচের কোন ধাপের সঙ্গে যুক্ত? –
- নাইট্রোজেন আবদ্ধকরণ
- নাইট্রিফিকেশন
- ডিনাইট্রিফিকেশন
- অ্যামোনিফিকেশন
উত্তর – 3. ডিনাইট্রিফিকেশন
17. পূর্বহিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হল –
- লায়ন টেল্ড ম্যাকাক
- ওরাং ওটাং
- রেডপান্ডা
- নীলগিরি থর
উত্তর – 3. রেডপান্ডা
18. সম্প্রতি সুন্দরবনের ভগবতপুরে একটি প্রকল্প বন্ধ হওয়ার মুখে। ফলে কিছু অস্থায়ী কর্মী কাজ হারাতে চলেছেন। প্রকল্পটি হল –
- ব্যাঘ্র প্রকল্প
- কুমির প্রকল্প
- গন্ডার প্রকল্প
- সিংহ প্রকল্প
উত্তর – 3. গন্ডার প্রকল্প
19. সঠিক তথ্যটি নির্বাচন করো –
- অ্যাসিডবৃষ্টি – স্টোন ক্যানসার
- SPM – অ্যাজমা, ব্রংকাইটিস ঘটায়
- DDT, BHC – মাটি ও জলদূষণ ঘটায়
- সবকটি তথ্যই সঠিক
উত্তর – 1. অ্যাসিডবৃষ্টি – স্টোন ক্যানসার
20. ভুল তথ্যটি নির্বাচন করো –
- PBR ও JFM -এ স্থানীয় মানুষরা সংযুক্ত
- জলদাপাড়া ও বেথুয়াডহরি পশ্চিমবঙ্গে অবস্থিত
- বায়োস্ফিয়ার রিজার্ভ UNESCO -এর MAB কর্মসূচির অন্তর্ভুক্ত
- জাতীয় উদ্যান ও অভয়ারণ্য এক্সসিটু সংরক্ষণের অন্তর্ভুক্ত
উত্তর – 2. জলদাপাড়া ও বেথুয়াডহরি পশ্চিমবঙ্গে অবস্থিত
21. নীচের কোন ঘটনাটি স্বপরাগযোগে ঘটে? –
- ফুল সর্বদা একলিঙ্গ হয়
- বাহক হিসেবে বায়ু মুখ্য ভূমিকা গ্রহণ করে
- পরাগরেণু দূরবর্তী উদ্ভিদের গর্ভমুণ্ডে পড়ে
- ফুলগুলি উভয়লিঙ্গ হয়
উত্তর – 4. ফুলগুলি উভয়লিঙ্গ হয়
22. পরিবেশে ‘অ্যালগাল ব্লুম’ -এর সঠিক কারণ হল –
- বৃক্ষচ্ছেদনের ফলে বাতাসে CO₂ -এর মাত্রা বৃদ্ধি
- রেফ্রিজারেটর শিল্পে ক্লোরোফ্লুরোকার্বনের অতিমাত্রায় ব্যবহার
- জলাশয়ে প্লাস্টিক জাতীয় পদার্থের নিক্ষেপণ
- কৃষিজমিতে ব্যবহৃত ফসফেট সারের জলে মেশা
উত্তর – 4. কৃষিজমিতে ব্যবহৃত ফসফেট সারের জলে মেশা
23. কোনো পপুলেশনের আয়তন বৃদ্ধির কারণ হল –
- ন্যাটালিটি বৃদ্ধি ও মর্টালিটি বৃদ্ধি
- ন্যাটালিটি হ্রাস, মর্টালিটি বৃদ্ধি
- ন্যাটালিটি বৃদ্ধি, মর্টালিটি হ্রাস
- ন্যাটালিটি হ্রাস, মটালিটি হ্রাস
উত্তর – 3. ন্যাটালিটি বৃদ্ধি, মটালিটি হ্রাস
24. নীচের যে বক্তব্যটি সঠিক নয়, সেটি হল –
- নিউক্লিয়োসাইড = প্রোটিন + নাইট্রোজেন বেস
- নিউক্লিয়োসাইড = শর্করা + নাইট্রোজেন বেস
- নিউক্লিয়োটাইড = শর্করা + ফসফেট + N, বেস
- নাইট্রোজেন বেস = পিউরিন + পিরিমিডিন
উত্তর – 1. নিউক্লিয়োসাইড = প্রোটিন নাইট্রোজেন বেস
25. নীচের কোনটি নাইট্রোজেন চক্রের কোন বিপত্তি ঘটলে ঘটে না? –
- বিশ্ব উষ্ণায়ন
- অ্যাসিড বৃষ্টি
- ইউট্রোফিকেশন
- বধিরতা
উত্তর – 4. বধিরতা
26. কোনটি ফুসফুসের ক্যানসারের লক্ষন নয়? –
- কাশির সময় রক্ত বেরিয়ে আসা
- বক্ষগহ্বরে কলারসের সঞ্চয়
- ওজন হ্রাসের সহিত জ্বর ও দুর্বলতা
- ওজন বৃদ্ধি
উত্তর – 4. ওজন বৃদ্ধি
27. কোনটি অ্যাজমার সমস্যা নয়? –
- শ্বাসপ্রশ্বাসের সময় সাইসাই শব্দ
- বক্ষঅঞ্চলে চাপ ভাব
- কফ
- মলের সহিত মিউকাস
উত্তর – 4. মলের সহিত মিউকাস
28. কোন N2 -স্থিতিকারী ব্যাকটিরিয়া মটর উদ্ভিদের মূলের অর্বুদে উপস্থিত থাকে? –
- ক্লসট্রিডিয়াম
- অ্যাজোটোব্যাকটর
- রাইজোবিয়াম
- সিউডোমোনাস
উত্তর – 2. রাইজোবিয়াম
29. রেডপাণ্ডা সংরক্ষণ করা হয় –
- সিঙ্গালিলা জাতীয় উদ্যানে
- কানহা জাতীয় উদ্যানে
- গির জাতীয় উদ্যানে
- সুন্দরবন জাতীয় উদ্যানে
উত্তর – 1. সিঙ্গালিলা জাতীয় উদ্যানে
30. জাতীয় ‘চম্বল’ অভয়ারন্য যে প্রাণী সংরক্ষনের জন্য বিখ্যাত তা হল –
- রেড পাণ্ডা
- একশৃঙ্গ গণ্ডার
- কুমীর
- ঘড়িয়াল
উত্তর – 4. ঘড়িয়াল
31. ‘JFM’ প্রকল্প প্রথম শুরু হয়েছিল –
- উত্তরাখণ্ডে
- হরিয়ানায়
- তামিলনাড়ুতে
- পশ্চিমবঙ্গে
উত্তর – 4. পশ্চিমবঙ্গে
32. নীচের কোন ব্যাকটিরিয়াটি নাইট্রোজেনকে নাইট্রেটে রূপান্তরিত করে? –
- নাইট্রোসোমোনাস
- নাইট্রোব্যাকটর
- অ্যাজোটোব্যাক্টর
- সিউডোমোনাস
উত্তর – 2. নাইট্রোব্যাকটর
33. সর্পগন্ধার বিপন্নতার কারণটি হল –
- বিশ্বউষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন
- বহিরাগত প্রজাতির অধিক্রমন
- অতিরিক্ত অপব্যবহার
- দূষণ
উত্তর – 3. অতিরিক্ত অপব্যবহার
34. নীচের কোনটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া –
- ব্যাসিলাস মাইকয়ডিস
- সিউডোমোনাস
- নাইট্রোসোমোনাস
- অ্যাজোটোব্যাকটর
উত্তর – 1. ব্যাসিলাস মাইকয়ডিস
35. কোনটি ‘এক্সসিটু’ সংরক্ষণ পদ্ধতি নয়’? –
- বোটানিক্যাল গার্ডেন
- জুওলজিক্যাল গার্ডেন
- বায়োস্ফিয়ার রিজার্ভ
- ক্রায়োপ্রিজার্ভেশন
উত্তর – 3. বায়োস্ফিয়ার রিজার্ভ
36. নীচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ নয় –
- চাপড়ামারি
- সুন্দরবন
- নীলগিরি
- নন্দাদেবী
উত্তর – 1. চাপড়ামারি
37. নিম্নলিখিত যে ব্যাকটিরিয়াটি ডিনাইট্রিফিকেশন ঘটায় তা হল –
- রাইজোবিয়াম
- সিউডোমোনাস
- নাইট্রোসোমোনাস
- অ্যাজোটোব্যাকটর
উত্তর – 2. সিউডোমোনাস
38. ব্রঙ্কাসের পেশীর অনৈচ্ছিক সঙ্কোচনের ফলে ঘটে –
- ব্রঙ্কাইটিস
- ক্যানসার
- অ্যাজমা
- নিউমোনিয়া
উত্তর – 1. ব্রঙ্কাইটিস
39. বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হল –
- ডায়ারিয়া, টাইফয়েড, হেপাটাইটিস
- হেপাটাইটিস, ব্রঙ্কাইটিস, বধিরতা
- ব্রঙ্কাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যানসার
- ফুসফুসের ক্যানসার, পোলিও ম্যালেরিয়া
উত্তর – 3. ব্রঙ্কাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যানসার
40. নীচের কোনটি গ্রীনহাউস গ্যাস নয়? –
- কার্বন ডাই অক্সাইড
- CFC
- নাইট্রাস অক্সাইড
- সালফার ডাই অক্সাইড
উত্তর – 4. সালফার ডাই অক্সাইড
41. কোন পদ্ধতির মাধ্যমে জীবের দেহ থেকে মুক্ত N2 পরিবেশে পৌঁছায় –
- ডিনাইট্রিফিকেশন
- অ্যামোনিফিকেশন
- নাইট্রিফিকেশন
- N2 স্থিতিকরন
উত্তর – 1. ডিনাইট্রিফিকেশন
42. “প্রোজেক্ট টাইগার” শুরু হয়েছিল যে বছর তা হল –
- 2010 খ্রীস্টাব্দ
- 1973 খ্রীস্টাব্দ
- 1947 খ্রীস্টাব্দ
- 1963 খ্রীস্টাব্দ
উত্তর – 2. 1973 খ্রীস্টাব্দ
43. নাইট্রোজেন চক্রে নাইট্রিফিকেশন ধাপের শনাক্তকারী বৈশিষ্ট্য হল –
- অ্যামোনিয়া গঠন মৃত জীবের প্রোটিন বিশ্লেষনের দ্বারা
- অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট পরে নাইট্রেট গঠন
- নাইট্রেট থেকে নাইট্রোজেন গঠন
- অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন গঠন
উত্তর – 2. অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট পরে নাইট্রেট গঠন
44. সুন্দাল্যান্ড বায়োডাইভারসিটি হটস্পটের অবস্থান হল –
- উত্তর পূর্ব ভারতের মেঘালয় ও অরুণাচল প্রদেশ রাজ্য
- সুমাত্রা ও জাভা সহ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ
- ভারতের পশ্চিমঘাট পর্বতমালার ঘন অরন্যযুক্ত পার্বত্য অঞ্চল
- সিকিম, দার্জিলিং ও তরাই অঞ্চল
উত্তর – 2. সুমাত্রা ও জাভা সহ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ
2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের জীবন বিজ্ঞান বিষয়ের MCQ প্রশ্নের সাজেশন এখানেই শেষ হলো। এই প্রশ্নগুলি তোমাদের কতটা সাহায্য করলো বা অন্য কোনো বিষয়ের সাজেশন প্রয়োজন কিনা, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না!
এছাড়াও, টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারেন—আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।





মন্তব্য করুন