Madhyamik Bengali Suggestion 2026 – স্তম্ভ মেলাও

Rahul

এই আর্টিকেলে আমরা WBBSE বোর্ডের 2026 সালের মাধ্যমিক জীবন বিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করবো। এখানে দেওয়া স্তম্ভ মেলাও প্রশ্নগুলো আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Madhyamik Bengali Suggestion 2026 – স্তম্ভ মেলাও

A-স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B-স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়াটি পুনরায় লেখো (যে-কোনো পাঁচটি) [1 × 5 = 5]

A-স্তম্ভB-স্তম্ভ
1. অ্যাড্রেনালিনA. বায়ুদূষক
2. স্বপরাগযোগB. বিজ্ঞানী হ্যালডেনের মতে বিভিন্ন জৈব যৌগ সমন্বিত উত্তপ্ত সমুদ্রের জল
3. ফুলের অবস্থান কাক্ষিকC. মানব বিকাশের বয়ঃসন্ধি দশা
4. গরম তরল স্যুপD. বাহকের প্রয়োজন নেই
5. SPME. মানব বিকাশের বার্ধক্য দশা
6. অস্থির ভঙ্গুরতা ও অস্থিসন্ধিতে ব্যথাF. হদ্‌স্পন্দন, হার্দ উৎপাদ ও রক্তচাপ বাড়ায়
G. প্রকট বৈশিষ্ট্য

উত্তর – 1. → F, 2. → D, 3. → G, 4. → B, 5. → A, 6. → E


A-স্তম্ভB-স্তম্ভ
1. মেনিনজেসA. পায়ের আঙুলের সংখ্যা হ্রাস
2. যৌন জননB. দ্বীপভূমির নিমজ্জন
3. রোলার জিভC. সেন্ট্রোমিয়ার
4. ঘোড়ার বিবর্তনD. টেলোমিয়ার
5. সুন্দরবনের পরিবেশগত সমস্যাE. মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে
6. ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত করেF. অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত
G. গ্যামেট উৎপাদন ও গ্যামেটের মিলনের মাধ্যমে ঘটে

উত্তর – 1. → E, 2. → G, 3. → F, 4. → A, 5. → B, 6. → C


A-স্তম্ভB-স্তম্ভ
1. ডায়াবেটিস ইনসিপিডাসA. স্বাধীন সঞ্চারন সূত্র
2. সোয়ানকোশB. অস্থি ভঙ্গুরতা
3. মিয়োসিসC. অ্যাক্সনের নিউরিলেমা ও মায়োলিনসীদে মধ্যে অবস্থান করে
4. বার্ধক্য দশাD. ADH এর অধঃক্ষরন
5. বংশগতিরোগE. রেণুমাতৃকোশ ও জননমাতৃ কোশ
6. মেন্ডেলের দ্বিতীয় সূত্রF. বর্ণান্ধতা
G. পৃথকীভবনের সূত্র

উত্তর – 1. → D, 2. → C, 3. → E, 4. → B, 5. → F, 6. → A


A-স্তম্ভB-স্তম্ভ
1. জিব্বেরেলিনA. rryy
2. শাখাকলমB. ভূগর্ভস্থ জলের পুনঃসঞ্চয়
3. কুঞ্চিত হলুদ বীজযুক্ত মটর উদ্ভিদের জিনোটাইপC. পিরিমিডিন ক্ষার
4. সমসংস্থ অঙ্গD. বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভাঙায়
5. জলাভূমিE. গঠন এক কিন্তু কাজ ভিন্ন
6. থাইমিন ও ইউরাসিলF. RRYy
G. গোলাপ

উত্তর – 1. → D, 2. → G, 3. → A, 4. → E, 5. → B, 6. → C


A-স্তম্ভB-স্তম্ভ
1. প্রেসবায়োপিয়াA. rryy
2. বৃদ্ধির কোশীয় বিভেদন দশাB. হ্যালডেন
3. কালো ও কর্কশ রোমযুক্ত গিনিপিগের জিনোটাইপC. নিকট দৃষ্টি জনিত ত্রুটি
4. গরম তরল স্যুপD. জলবায়ু পরিবর্তন ও বিশ্বউষ্ণায়ন
5. অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয়E. প্রানীকোশ বিভাজনে বেমতন্তু গঠন
6. সেন্ট্রোজোমF. কলা, অঙ্গ ও তন্ত্র গঠন
G. bbrr

উত্তর – 1. → C, 2. → F, 3. → A, 4. → B, 5. → D, 6. → E


A-স্তম্ভB-স্তম্ভ
1. CSFA. বৃহদ্ কোলয়েড অণু সমন্বয়
2. ক্রসিং ওভারB. জঙ্গল পুনরুদ্ধারে স্থানীয় মানুষের সক্রিয় অংশ গ্রহণ
3. হিমোফিলিয়া C. মিয়োসিস
4. কোয়াসারভেটD. অপত্য ক্রোমোজোমের মেরু অভিমুখী-গমন
5. JFME. মানবের ক্রোমোজোমস্থিত প্রচ্ছন্ন জিন দ্বারা ঘটিত রোগ
6. গ্রাফটিংF. মস্তিষ্কের কোশে পুষ্টি পদার্থ পরিবহন
G. স্টক ও সিয়ন

উত্তর – 1. → F, 2. → C, 3. → E, 4. → A, 5. → B, 6. → G


A-স্তম্ভB-স্তম্ভ
1. অন্ধবিন্দুA. ভৌমজল দূষণ
2. সাইটোকাইনেসিসB. রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল
3. 44A + XYC. সমসংস্থ অঙ্গ
4. বাদুড় ও পাখির ডানাD. কোশপাত গঠন
5. আর্সেনিকE. পরাগরেণু
6. গর্ভমুণ্ডে স্থানান্তরF. শব্দ দূষন
G. মানব পুরুষের ক্রোমোজোম বিন্যাস

উত্তর – 1. → B, 2. → D, 3. → G, 4. → C, 5. → A, 6. → E


A-স্তম্ভB-স্তম্ভ
1. উদ্ভিদের বর্ধিষ্ণু অঙ্গA. ইথিলিন
2. বীজের শস্যB. ফ্লোরিজেন
3. পরিণত বীজপত্রC. অক্সিন
4. ফুলের প্রস্ফুটনD. জিব্বেরেলিন
5. ফলের পক্কতাE. সাইটোকাইনিন
6. আগাছানাশকF. ABA
G. 2, 4-D

উত্তর – 1. → C, 2. → E, 3. → D, 4. → B, 5. → A, 6. → G


A-স্তম্ভB-স্তম্ভ
1. অ্যান্টিজিব্বেরেলিনA. সাইটোকাইনিন
2. 6-ফুরফুরাইল অ্যামাইনো পিউরিনB. জিব্বেরেল্লা ফুজিকুরোই
3. ইন্ডোল বিউটারিক অ্যাসিডC. ইথিলিন
4. টারপিনয়েড গ্রুপD. অ্যাবসিসিক অ্যাসিড
5. অসম্পৃক্ত হাইড্রোকার্বনE. জিব্বেরেলিন
6. বাকানী রোগF. ফ্লোরিজেন
G. অক্সিন

উত্তর – 1. → D, 2. → A, 3. → G, 4. → E, 5. → C, 6. → B


A-স্তম্ভB-স্তম্ভ
1. রক্ত শর্করার পরিমান বৃদ্ধিA. প্রোজেস্টেরন
2. মৌলবিপাক হার বৃদ্ধিB. সোমোটোট্রপিক হরমোন
3. রক্তচাপ বৃদ্ধিC. থাইরক্সিন
4. দেহের সার্বিক আকার বৃদ্ধিD. অ্যাড্রিনালিন
5. গ্লাইকোজেনেসিস বৃদ্ধিE. গ্লুকাগন
6. অমরা গঠন ও বৃদ্ধিF. ইনসুলিন
G. টেস্টোস্টেরন

উত্তর – 1. → E, 2. → C, 3. → D, 4. → B, 5. → F, 6. → A


A-স্তম্ভB-স্তম্ভ
1. কোশদেহA. ডেনড্রন
2. র‍্যানভিয়রের পর্বB. কোশদেহের সমন্বয়
3. ডেনড্রাইটC. পেরিক্যারিওন
4. নিউরোগ্লিয়াD. অ্যাক্সন
5. গ্যাংলিয়নE. নিউরোট্রান্সমিটার
6. অ্যাসিটাইল কোলিনF. সুরক্ষাপ্রদান
G. এন্ডব্রাশ

উত্তর – 1. → C, 2. → D, 3. → A, 4. → F, 5. → B, 6. → E


A-স্তম্ভB-স্তম্ভ
1. মাছA. ক্ষণপদীয় গমন
2. মানুষB. ফ্ল্যাজেলারী চলন
3. পক্ষীC. দ্বিপদ গমন
4. প্যারামেসিয়ামD. উড্ডয়ন
5. অ্যামিবাE. সন্তরন
6. ইউগ্লিনাF. সিলিয়ারী চলন
G. হামাগুড়ি চলন

উত্তর – 1. → E, 2. → C, 3. → D, 4. → F, 5. → A, 6. → B


A-স্তম্ভB-স্তম্ভ
1. অনকোজিনA. ক্রোমোজোমের উপর জিনের অবস্থান
2. লোকাসB. ক্ষারীয় প্রোটিন
3. হিষ্টোনC. ক্রোমোজোমের আকার
4. মেটাসেন্ট্রিকD. ক্যানসার
5. গুয়ানিনE. পিউরিন ক্ষার
6. অ্যাসপারটিক অ্যাসিডF. প্রশম প্রোটিন
G. আম্লিক প্রোটিন

উত্তর – 1. → B, 2. → D, 3. → G, 4. → C, 5. → A, 6. → E


A-স্তম্ভB-স্তম্ভ
1. গলগিবডিA. মিয়োসিস
2. বেমতন্তুB. কোশপাত গঠন
3. হ্রাস বিভাজনC. ক্রোমোজোমীয় চলন
4. সম বিভাজনD. গৌণ খাঁজ
5. NORE. মাইটোসিস
6. ইন্টারফেজF. টেলোমিয়ার
G. কোশচক্র

উত্তর – 1. → B, 2. → C, 3. → A, 4. → E, 5. → D, 6. → G


A-স্তম্ভB-স্তম্ভ
1. S দশাA. ডিপ্লয়েড
2. প্রোফেজB. সংশ্লেষ দশা
3. অ্যানাফেজC. নিউক্লিওলাসের অবলুপ্তি
4. দেহকোশD. ক্রোমোজোমীয় চলন
5. সাইটোকাইনেসিসE. রেপ্লিকেশন
6. প্যাকিটিনF. সাইটোপ্লাজমীয় বিভাজন
G. সাইন্যাপসিসের সমাপ্তি

উত্তর – 1. → B, 2. → C, 3. → D, 4. → A, 5. → F, 6. → G


A-স্তম্ভB-স্তম্ভ
1. রেনুA. সাইজোগনি
2. গ্যামেটB. ডিপ্লয়েড কোশ
3. জাইগোটC. সাইটোকাইনেসিস
4. সাইজন্টD. যৌন জননের একক
5. স্পোরোজোয়ানE. অযৌন জননের একক
6. কনিডিয়াF. স্পোরোজয়েট
G. রেণু

উত্তর – 1. → E, 2. → D, 3. → B, 4. → A, 5. → F, 6. → G


A-স্তম্ভB-স্তম্ভ
1. শিমূলA. বায়ুপরাগী পুষ্প
2. হাইড্রিলাB. জলপরাগী পুষ্প
3. ধানC. পক্ষীপরাগী পুষ্প
4. আমD. জেনোগ্যামী
5. স্বপরাগযোগE. পতঙ্গপরাগী
6. ইতর পরাগযোগF. শম্বুক পরাগী পুষ্প
G. অটোগ্যামী

উত্তর – 1. → C, 2. → B, 3. → A, 4. → E, 5. → G, 6. → D


A-স্তম্ভB-স্তম্ভ
1. পরাগরেনুA. পুষ্পপুট
2. রজনীগন্ধাB. পরিবর্তিত কাণ্ড
3. ফুলC. পরাগধানী
4. গ্যামেটোজেনেসিসD. ডিপ্লোবায়োন্টিক
5. ফার্নE. গ্যামেট গঠন
6. মেগাস্পোরF. স্ত্রীগ্যামোটোফাইট
G. সিনজেনেসিস

উত্তর – 1. → C, 2. → A, 3. → B, 4. → E, 5. → D, 6. → G


A-স্তম্ভB-স্তম্ভ
1. বিকাশA. পরিমানগত ও গুনগত পরিবর্তন
2. জাইগোট/ভ্রূনানুB. শুষ্ক ওজন বৃদ্ধি
3. সদ্যজাতC. জন্ম থেকে একমাস বয়স পর্যন্ত
4. শৈশবD. 10-19 বছর
5. বয়ঃসন্ধিকালE. 2 মাস থেকে 10 বছর
6. বৃদ্ধিF. ক্যালসিয়াম ঘনত্ব হ্রাস
G. জীবের সৃষ্টির প্রথমকোশ

উত্তর – 1. → B, 2. → D, 3. → G, 4. → C, 5. → A, 6. → E


A-স্তম্ভB-স্তম্ভ
1. DNAA. ক্রোমোজোমের উপর জিনের অবস্থান
2. লোকাসB. বিজ্ঞানী পানেট
3. চেকারবোর্ডC. সঙ্কর লম্বা মটর উদ্ভিদ
4. TtD. বিশুদ্ধ লম্বা মটর উদ্ভিদ
5. TTE. জেনেটিক বস্তু
6. অ্যালিলF. বিশুদ্ধ খর্ব মটর উদ্ভিদ
G. ফ্যাক্টর

উত্তর – 1. → E, 2. → A, 3. → B, 4. → C, 5. → D, 6. → G


A-স্তম্ভB-স্তম্ভ
1. সমুদ্রA. প্লাজমা প্রোটিন
2. ফাইব্রিনB. পুরুষ যৌন ক্রোমোজোম
3. XYC. চেকার বোর্ড
4. XXD. গ্লাইকোপ্রোটিন
5. পানেটE. “Thalassa” শব্দের অর্থ
6. কুলির অ্যানিমিয়াF. স্ত্রী যৌন ক্রোমোজোম
G. থ্যালাসেমিয়া

উত্তর – 1. → E, 2. → A, 3. → B, 4. → F, 5. → C, 6. → G


A-স্তম্ভB-স্তম্ভ
1. মিসিং লিঙ্কA. ক্ষয়িষ্ণু অঙ্গ
2. বাদুড়ের ডানা ও মানুষের হাতB. সমবৃত্তীয় অঙ্গ
3. মানুষের কর্ণছত্রের পেশীC. আর্কিওপটেরিক্স
4. জীবন্ত জীবাশ্মD. ভেনাস হার্ট
5. পাখি ও পতঙ্গের ডানাE. লিমুলাস
6. মাছের হৃদপিণ্ডF. সমসংস্থ অঙ্গ
G. অ্যাটাভিজম্

উত্তর – 1. → C, 2. → F, 3. → A, 4. → E, 5. → B, 6. → D


A-স্তম্ভB-স্তম্ভ
1. প্রাথমিক জলজ অভিযোজনA. উড়ুক্কু কাঠবিড়ালী
2. গৌন জলজ অভিযোজনB. বাদুড়
3. প্রাথমিক খেচর অভিযোজনC. মাছ
4. গৌন খেচর অভিযোজনD. শিম্পাঞ্জি
5. প্রাথমিক মরু অভিযোজনE. তিমি
6. রোগ প্রতিরোধের আচরনগত অভিযোজনF. উট
G. কুকুর

উত্তর – 1. → C, 2. → E, 3. → B, 4. → A, 5. → F, 6. → D


A-স্তম্ভB-স্তম্ভ
1. স্বাধীন N2 স্থিতিকারী ব্যাকটিরিয়াA. সিউডোমোনাস
2. নাইট্রিফাইং ব্যাকটিরিয়াB. অ্যাজোটোব্যাকটর
3. সিমবায়োটিক ব্যাকটিরিয়াC. নাইট্রোসোমোনাস
4. ডিনাইট্রিফাইং ব্যাকটিরিয়াD. রাইজোবিয়াম
5. মিথোজীবী সায়ানো ব্যাকটিরিয়াE. অ্যানাবিনা
6. স্বাধীন N2 স্থিতিকারী সায়ানো ব্যাকটিরিয়াF. অ্যাগ্রোব্যাকটেরিয়া
G. নষ্টক

উত্তর – 1. → B, 2. → C, 3. → D, 4. → A, 5. → E, 6. → G


A-স্তম্ভB-স্তম্ভ
1. পশ্চিমবঙ্গের জাতীয় বনভূমিA. সুন্দরবন
2. পশ্চিমবঙ্গের অভয়ারণ্যB. হাওড়া
3. কেরালার সংরক্ষিত অরণ্যC. বান্ধবগড়
4. পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভD. জলদাপাড়া
5. মধ্যপ্রদেশের জাতীয় বনভূমিE. সোলায়ার
6. কর্ণাটকের বায়োস্ফিয়ার রিজার্ভF. চাপড়ামারি
G. হানামসাগর

উত্তর – 1. → B, 2. → F, 3. → E, 4. → A, 5. → C, 6. → G


A-স্তম্ভB-স্তম্ভ
1. গ্রিনহাউস গ্যাসA. ব্রঙ্কাইটিস
2. জনবিস্ফোরণB. ক্যানসার
3. উদ্ভিদের পরাগরেণুC. জীববৈচিত্র্য হ্রাস
4. কারসিনোজেনD. আজমা
5. অ্যাসবেসটসের সূক্ষ গুড়োE. বিশ্বউষ্ণায়ন
6. জলাভূমিF. মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন
G. ভৌমজলের পুনঃসঞ্চয়

উত্তর – 1. → E, 2. → C, 3. → D, 4. → B, 5. → A, 6. → G


A-স্তম্ভB-স্তম্ভ
1. বায়ু দূষকA. বাজির শব্দ
2. জল দূষকB. কার্বন ডাই অক্সাইড
3. শব্দ দূষকC. অজৈব কীটনাশক
4. মৃত্তিকা দূষকD. নাইট্রিফাইং ব্যাকটিরিয়া
5. অ্যামোনিয়া থেকে নাইট্রেটে রূপান্তরE. কৃষিজ বর্জ্য
6. মৃত্তিকাস্থিত রোগসৃষ্টিকারী উপাদানF. ডিনাইট্রিফাইং ব্যাকটিরিয়া
G. মৃত্তিকা দূষণ

উত্তর – 1. → B, 2. → E, 3. → A, 4. → C, 5. → D, 6. → G


A-স্তম্ভB-স্তম্ভ
1. উচ্চ রক্তচাপের ঔষধA. সিঙ্কোনা
2. অ্যাজমার ঔষধB. সর্পগন্ধা
3. ম্যালেরিয়ার ঔষধC. ধুতুরা
4. অ্যান্টিবায়োটিকD. তুলসী
5. কফ ও ঠাণ্ডা লাগার ঔষধE. পেনিসিলিয়াম
6. সিল্ক উৎপাদনF. বাঁশ
G. মালবেরী কীট

উত্তর – 1. → B, 2. → C, 3. → A, 4. → E, 5. → D, 6. → G


2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের জীবন বিজ্ঞান বিষয়ের স্তম্ভ মেলাও সাজেশন এখানেই শেষ হলো। এই প্রশ্নগুলি তোমাদের কতটা সাহায্য করলো বা অন্য কোনো বিষয়ের সাজেশন প্রয়োজন কিনা, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না!

এছাড়াও, টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারেন—আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।

Please Share This Article

Related Posts

Madhyamik Bengali Suggestion 2026 – সত্য মিথ্যা

Madhyamik Bengali Suggestion 2026 – সত্য মিথ্যা

Madhyamik Life Science Suggestion 2026 - শূন্যস্থান পূরণ

Madhyamik Life Science Suggestion 2026 – শূন্যস্থান পূরণ

Madhyamik Life Science MCQ Suggestion 2026

Madhyamik Life Science MCQ Suggestion 2026

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik Bengali Suggestion 2026 – স্তম্ভ মেলাও

Madhyamik Bengali Suggestion 2026 – সত্য মিথ্যা

Madhyamik Life Science Suggestion 2026 – শূন্যস্থান পূরণ

Madhyamik Life Science MCQ Suggestion 2026

Madhyamik English Suggestion 2026