Madhyamik Physical Science MCQ Suggestion 2026

Rahul

এই আর্টিকেলে আমরা WBBSE বোর্ডের 2026 সালের মাধ্যমিক ভৌত বিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করবো। এখানে দেওয়া MCQ প্রশ্নগুলো আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Madhyamik Physical Science MCQ Suggestion 2026

Madhyamik Physical Science MCQ Suggestion 2026

পরিবেশের জন্য ভাবনা

1. বায়োগ্যাসের মূল উপাদান হল –

  1. CH4
  2. CFC
  3. CO2
  4. CO

উত্তর – 1. CH4

2. নীচের কোন্ গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে? –

  1. CO2
  2. Ar
  3. CFC
  4. He

উত্তর – 3. CFC

3. বায়ুমণ্ডলের কোন্ স্তরের ঘনত্ব সর্বাধিক? –

  1. ট্রোপোস্ফিয়ার
  2. স্ট্রাটোস্ফিয়ার
  3. মেসোস্ফিয়ার
  4. থার্মোস্ফিয়ার

উত্তর – 1. ট্রোপোস্ফিয়ার

4. কোন্ গ্যাসটি ওজোন স্তরের ক্ষতিসাধন করে না? –

  1. No
  2. NO2
  3. CFC
  4. CO2

উত্তর – 4. CO2

5. কোন্ গ্যাসটি পৃথিবীপৃষ্ঠ থেকে প্রতিফলিত অবলোহিত তরঙ্গ শোষন করে? –

  1. N2
  2. O2
  3. CH4
  4. He

উত্তর – 3. CH4

6. বিশ্বউষ্ণায়নে কোন্ গ্যাসটির ভূমিকা সর্বাধিক? –

  1. N2O
  2. CH4
  3. CO2
  4. H2O vapouur

উত্তর – 3. CO2

7. কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? –

  1. মিথেন
  2. জলীয় বাষ্প
  3. কার্বন ডাই অক্সাইড
  4. অক্সিজেন

উত্তর – 4. অক্সিজেন

8. জ্বালানী ছাড়া রান্না সম্ভব কোনটিতে? –

  1. গ্যাসকুকার
  2. সোলার কুকার
  3. প্রেসার কুকার
  4. কোনোটিই নয়

উত্তর – 2. সোলার কুকার

9. রেডিও সংযোগ ব্যবস্থায় কোন্ স্তরটির ভূমিকা আছে? –

  1. স্ট্রাটোস্ফিয়ার
  2. ট্রোপোস্ফিয়ার
  3. মেসোস্ফিয়ার
  4. থার্মোস্ফিয়ার

উত্তর – 3. মেসোস্ফিয়ার

10. পরিবেশে 1°C উষ্ণতা হ্রাস পায় প্রতি ___ মিটার উ বৃদ্ধির জন্য –

  1. 167m
  2. 157m
  3. 162m
  4. 155m

উত্তর – 1. 167m

11. মুখ্য গ্রিন হাউস গ্যাসটি হল –

  1. CO2
  2. O2
  3. O3
  4. H2

উত্তর – 1. CO2

12. LPG এর প্রধান উপাদান হল –

  1. মিথেন
  2. বিউটেন
  3. ইথেন
  4. প্রোপেন

উত্তর – 2. বিউটেন

13. ওজোন স্তর পাতলা হয়ে গেলে সূর্যের কোন্ রশ্মি পৃথি বেশি আসবে –

  1. রশ্মি
  2. X রশ্মি
  3. অতি বেগুনীরশ্মি
  4. কোনোটিই নয়

উত্তর – 3. অতি বেগুনীরশ্মি

14. ভারতে মোট ব্যবহৃত শক্তির কত শতাংশ কয়লা ও জীবভর শক্তি থেকে পাওয়া যায়? –

  1. 50%
  2. 20%
  3. 70%
  4. 40%

উত্তর – 4. 40%

15. অপ্রচলিত শক্তির উৎস হল –

  1. কার্বন
  2. ভূ-তাপীয় শক্তি
  3. খনিজ তৈল
  4. কোনোটিই নয়

উত্তর – 2. ভূ-তাপীয় শক্তি

16. কোন্ স্তরের উপরে ওজোন স্তরটি থাকে? –

  1. ট্রোপোস্ফিয়ার
  2. স্ট্র্যাটোস্ফিয়ার
  3. মেসোস্ফিয়ার
  4. থার্মোস্ফিয়ার

উত্তর – 2. স্ট্র্যাটোস্ফিয়ার

17. নীচের কোনটি জীবাশ্ম, জ্বালানি নয়? –

  1. কয়লা
  2. পেট্রোল
  3. ডিজেল
  4. ইথানল

উত্তর – 4. ইথানল

18. রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় যে স্তর থেকে –

  1. ট্রপোস্ফিয়ার
  2. স্ট্র্যাটোস্ফিয়ার
  3. আয়োনোস্ফিয়ার
  4. থার্মোস্ফিয়ার

উত্তর – 3. আয়োনোস্ফিয়ার

19. বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়াগত প্রাকৃতিক গোলযোগ ঘটে তা হল –

  1. থার্মোস্ফিয়ার
  2. ট্রোপোস্ফিয়ার
  3. স্ট্যাটোস্ফিয়ার
  4. মেসোস্ফিয়ার

উত্তর – 2. ট্রোপোস্ফিয়ার

20. বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরটি হল –

  1. এক্সোস্ফিয়ার
  2. ওজোনোস্ফিয়ার
  3. আয়নোস্ফিয়ার
  4. থার্মোস্ফিয়ার

উত্তর – 1. এক্সোস্ফিয়ার

21. বেতার তরঙ্গকে প্রতিফলিত করে বায়ুমণ্ডলের কোন স্তর? –

  1. স্ট্র্যাটোপজ
  2. ওজোনোস্ফিয়ার
  3. আয়নোস্ফিয়ার
  4. মেসোস্ফিয়ার

উত্তর – 3. আয়নোস্ফিয়ার

22. বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা হয় –

  1. ট্রোপোপজে
  2. ওজোন স্তরে
  3. মেসোপজে
  4. স্ট্যাটোপজে

উত্তর – 3. মেসোপজে

23. কারম্যান রেখা যা বায়ুমণ্ডলে ও মহাকাশের মধ্যে সীমারেখা নির্দেশ করে, ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতা কত? –

  1. 150 কিমি
  2. 100 কিমি
  3. 120 কিমি
  4. 50 কিমি

উত্তর – 2. 100 কিমি

24. বায়ুমণ্ডলের কোন্ অঞ্চলে কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন থাকে? –

  1. এক্সোস্ফিয়ার
  2. থার্মোস্ফিয়ার
  3. মেসোস্ফিয়ার
  4. স্ট্র্যাটোস্ফিয়ার

উত্তর – 1. এক্সোস্মিয়ার

15. ‘ভ্যান অ্যালেন বিকিরণ বলয়’ বায়ুমণ্ডলের কোন্ স্তরে দেখতে পাওয়া যায়? –

  1. মেসোস্ফিয়ারে
  2. ম্যাগনেটোস্ফিয়ারে
  3. এক্সোস্ফিয়ারে
  4. থার্মোস্ফিয়ারে

উত্তর – 2. ম্যাগনেটোস্ফিয়ারে

16. স্ট্র্যাটোপজের উষ্ণতা হল –

  1. 32°C
  2. 32°F
  3. -10°C
  4. -10°F

উত্তর – 2. 32°F

17. বৈপরীত্য উত্তাপ লক্ষ করা যায় –

  1. আয়নোস্ফিয়ারে
  2. এক্সোস্ফিয়ারে
  3. স্ট্র্যাটোস্ফিয়ারে
  4. ট্রোপোস্ফিয়ারে

উত্তর – 3. স্ট্যাটোস্ফিয়ারে

গ্যাসের আচরণ

1. বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে –

  1. উচ্চচাপে এবং উচ্চ তাপমাত্রায়
  2. উচ্চচাপে এবং নিম্ন তাপমাত্রায়
  3. নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায়
  4. নিম্নচাপে এবং নিম্ন তাপমাত্রায়

উত্তর – 3. নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায়

2. 4g H2 গ্যাসের জন্য STP তে PV -এর মান কত? (H = 1)

  1. RT
  2. 2 RT
  3. 4 RT
  4. 0.5 RT

উত্তর – 2. 2 RT

3. বয়েলের সূত্র থেকে P-V লেখচিত্রটি হবে –

বয়েলের সূত্র থেকে P-V লেখচিত্র

4. 11.2 লিটার গ্যাসের জন্য STP তে PV -র মান হবে –

  1. 2 RT
  2. RT
  3. 0.5 RT
  4. 11.2 RT

উত্তর – 3. 0.5RT

5. বয়েলের সূত্র থেকে PV-P এর লেখচিত্র হবে –

বয়েলের সূত্র থেকে PV-P এর লেখচিত্র

6. নীচের কোনটি চাপের SI একক –

  1. N/m2
  2. dyne/cm2
  3. Nm2
  4. N/m

উত্তর – 1. N/m2

7. বাস্তব গ্যাসগুলির আচরণ আদর্শ গ্যাসের আচরণ থেকে সবচেয়ে বেশি বিচ্যুত হয় –

  1. নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়
  2. উচ্চচাপ ও নিম্ন উষ্ণতায়
  3. নিম্নচাপ ও নিম্ন উষ্ণতায়
  4. উচ্চচাপ ও উচ্চ উষ্ণতায়

উত্তর – 2. উচ্চচাপ ও নিম্ন উষ্ণতায়

8. তাপমাত্রা নির্দিষ্ট রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ বৃদ্ধি করলে গ্যাসের ঘনত্ব –

  1. নির্দিষ্ট থাকে
  2. হ্রাস পায়
  3. বৃদ্ধি পায়
  4. অপরিবর্তিত থাকে

উত্তর – 3. বৃদ্ধি পায়

9. STP -তে 22g CO2 গ্যাসের আয়তন হবে –

  1. 11.2L
  2. 1.12L
  3. 22.4L
  4. 2.24L

উত্তর – 1. 11.2L

10. NTP -তে 67.2L অক্সিজেন গ্যাসের মোল-সংখ্যা –

  1. 1
  2. 2.5
  3. 3
  4. 4

উত্তর – 3. 3

11. আয়তন স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বাড়ানো হলে তার পরম উষ্ণতা –

  1. কমে
  2. বাড়ে
  3. একই থাকে
  4. যে-কোনো একটি হতে পারে

উত্তর – 2. বাড়ে

12. গ্যাসীয় পদার্থের উষ্ণতা বৃদ্ধি করলে ওই গ্যাসীয় পদার্থের অণুগুলির গতিশক্তি –

  1. বৃদ্ধি পায়
  2. হ্রাস পায়
  3. একই থাকে
  4. শূন্য হয়

উত্তর – 1. বৃদ্ধি পায়

13. গ্যাসের অণুর গড় গতিশক্তি –

  1. পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক
  2. পরম উষ্ণতার সঙ্গে ব্যস্তানুপাতিক
  3. পরম উষ্ণতার বর্গের সমানুপাতিক
  4. উষ্ণতার সঙ্গে সরাসরি সমানুপাতিক

উত্তর – 1. পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক

14. R -র মান লিটার অ্যাটমোস্ফিয়ার একক হবে –

  1. 1.987
  2. 1
  3. 0.082
  4. 4

উত্তর – 3. 0.082

15. log P-log V এর লেখচিত্রটি হবে –

log P-log V এর লেখচিত্র

16. কোনো গ্যাসের নির্দিষ্ট উষ্ণতায় 76 সেমি চাপে আয়তন 400 cc হলে, 500 cc গ্যাসের চাপ কত হবে? –

  1. 100 cm
  2. 200 cm
  3. 95 cm
  4. 60 cm

উত্তর – 3. 95 cm

17. দুটি সমআয়তনের গ্যাস জারে সমান তাপ সরবরাহ করা হলে গ্যাস দুটির আয়তন প্রসারণ –

  1. পৃথক হবে
  2. একই হবে
  3. অনির্দিষ্ট
  4. কোনোটিই নয়

উত্তর – 2. একই হবে

18. \(Vt=V_0\left(1+\frac t{273}\right)\) হলে কত উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হবে –

  1. 273°C
  2. 0°C
  3. -32°C
  4. -273°C

উত্তর – 3. -273°C

19. নির্দিষ্ট চাপে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি পেলে ঘনত্বের মান –

  1. পরিবর্তন হবে না
  2. হ্রাস পাবে
  3. বৃদ্ধি পাবে
  4. কোনোটি নয়

উত্তর – 2. হ্রাস পাবে

20. নির্দিষ্ট ভরের গ্যাসের স্থির উষ্ণতায় চাপ দ্বিগুন হলে তার আয়তন হবে –

  1. 4 গুন
  2. 0.5 গুন
  3. 2 গুন
  4. একই থাকবে

উত্তর – 2. 0.5 গুন

21. উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে প্রত্যেক গ্যাস যে গ্যাসের ন্যায় আচরণ করে –

  1. আদর্শ গ্যাস
  2. বাস্তব গ্যাস
  3. দ্বিপরমাণুক গ্যাস
  4. নিষ্ক্রিয় গ্যাস

উত্তর – 1. আদর্শ গ্যাস

22. নীচের কোনটি চাপের একক নয় –

  1. atm
  2. mm of Hg
  3. for
  4. Ib

উত্তর – 4. Ib

23. জলাশয়ের নীচের থেকে কোনো বুদ্বুদ উপরে উঠলে –

  1. আয়তন হ্রাস পায়
  2. আয়তন বৃদ্ধি পায়
  3. ভর কমে
  4. আকার পরিবাহিত হয়

উত্তর – 2. আয়তন বৃদ্ধি পায়

24. গে-লুসাকের গ্যাস সূত্রের গাণিতিক রূপ হল –

  1. \(\frac PT=Constant\)
  2. \(P=\frac1T\)
  3. \(P=K.V\)
  4. \(P.T.=K\)

উত্তর – 1. \(\frac PT=Constant\)

25. 1 গ্রাম H+ আয়নে উপস্থিত ইলেকট্রন সংখ্যা হল –

  1. 6.022 × 1023
  2. 12.046 × 1023
  3. 0
  4. কোনোটিই নয়

উত্তর – 3. 0

26. 2 মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি হল –

  1. PV = RT
  2. PV = 2KT
  3. PV = \(\frac12\)RT
  4. PV = 2RT

উত্তর – 4. PV = 2RT

27. প্রতি গ্যাসের অণুর গড় গতিশক্তি হল –

  1. \(\frac12KT\)
  2. \(\frac32RT\)
  3. \(\frac32\frac{RT}n\)
  4. \(\frac32\frac{RT}{No}\)

উত্তর – 1. \(\frac12KT\)

28. অণুর গড় গতিশক্তির মান –

  1. \(\alpha\frac1T\)
  2. \(\alpha T\)
  3. \(\alpha T^2\)
  4. \(\frac1{T^2}\)

উত্তর – 2. \(\alpha T\)

29. সাধারণ চাপে জলের স্ফুটনাঙ্ক কেলভিন স্কেলে হবে –

  1. 100K
  2. 273K
  3. 373K
  4. কোনোটিই নয়

উত্তর – 3. 373K

30. 6.023 × 1023 সংখ্যক অক্সিজেন পরমাণুর ভর হল –

  1. 6 gm
  2. 20 gm
  3. 14 gm
  4. 16 gm

উত্তর – 4. 16 gm

31. STP -তে একটি গ্যাসের 140ml এর ভর 0.7 gm হলে, এর আণবিক গুরুত্ব হবে –

  1. 70
  2. 140
  3. 100
  4. 112

উত্তর – 4. 112

32. 0.2 mol CO2 তে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? [C = 12, O = 16] –

  1. 3.012 × 1023
  2. 6.023 × 1023
  3. 12.046 × 1023
  4. 0

উত্তর – 2. 6.023 × 1023

33. অ্যামোনিয়ার বাষ্পঘনত্ব 8.5। ঐ গ্যাসের 2 মোলের ভর হবে –

  1. 34 gm
  2. 25 gm
  3. 7 gm
  4. 14 gm

উত্তর – 1. 34 gm

34. গ্যাসের গতীয় তত্ত্বের প্রমাণ হল –

  1. কেবল বয়েলের সূত্র
  2. কেবল চালর্সের সূত্র
  3. কেবল অ্যাভোগাড্রোর সূত্র
  4. সবগুলি

উত্তর – 4. সবগুলি

35. তাপমাত্রার কোন্ স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হওয়া সম্ভব নয়? –

  1. সেলসিয়াস স্কেল
  2. ফারেনহাইট স্কেল
  3. পরম স্কেল
  4. 1, 2, 3 তিনটিই

উত্তর – 3. পরম স্কেল

36. বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক কোনটি? –

  1. আয়তন
  2. ভর
  3. উষ্ণতা
  4. চাপ

উত্তর – 2. ভর

37. সেন্টিগ্রেড স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? –

  1. 273K
  2. 223K
  3. 237K
  4. কোনোটিই নয়

উত্তর – 4. কোনোটিই নয়

রাসায়নিক গণনা

1. STP তে 44⋅8 লিটার CO2 -এর মোল সংখ্যা –

  1. 3
  2. 1
  3. 2
  4. 1.5

উত্তর – 3. 2

2. 12g C কে সম্পূর্ণরূপে পুড়িয়ে CO2 তৈরি করতে কত গ্রাম O2 লাগবে? (C = 12, O = 16)

  1. 32g
  2. 12g
  3. 16g
  4. 44g

উত্তর – 1. 32g

3. কোনো গ্যাসের আনবিক গুরুত্ব (M) ও বাস্পঘনত্বের (D) সম্পর্ক হল –

  1. 2M = D
  2. M = D2
  3. M = 2.8D
  4. M = 2D

উত্তর – 4. M = 2D

4. নীচের বিক্রিয়া অনুযায়ী 10 মৌল CH4 (STP তে) কেদহনের জন্য কত O2 প্রয়োজন –
CH4 + 2O2 ━ CO2 + 2H2O

  1. 248L
  2. 224L
  3. 44.8L
  4. 22.4L

উত্তর – 2. 224L

5. STP তে 2.24L আয়তন হবে কোন্ গ্যাসের –

  1. 4.4 gm CO2
  2. 0.64 gm SO2
  3. 28 gm CO2
  4. 16 gm O2

উত্তর – 1. 4.4 gm CO2

6. 1 মোল কার্বন ও 1 মোল O2 এর বিক্রিয়ায় কত অণু CO2 উৎপন্ন হবে –

  1. 6.022 × 1023
  2. 1.806 × 1024
  3. 6.022 × 1022
  4. 6.022 × 1024

উত্তর – 1. 6.022 × 1023

7. কার্বন ঘটিত গ্যাসের বাষ্পঘনত্ব 13 হলে, গ্যাসটি হবে –

  1.  CO2
  2. C2H4
  3. C2H2
  4. C2H6

উত্তর – 3. C2H2

8. একটি গ্যাসের বাষ্পঘনত্ব 32; নীচের কোনটি গ্যাসটির আণবিক ওজন? –

  1. 8
  2. 16
  3. 32
  4. 64

উত্তর – 4. 64

9. ভরের সংরক্ষণ সূত্রের প্রবর্তক হলেন –

  1. ডালটন
  2. ল্যাভয়সিয়ে
  3. আরহেনিয়াস
  4. প্রাউস্ট

উত্তর – 2. ল্যাভয়সিয়ে

10. ভর ও শক্তির মোট পরিমাণ যে-কোনো পরিবর্তনের পরে –

  1. হ্রাস পায়
  2. বৃদ্ধি পায়
  3. একই থাকে
  4. হ্রাস পায়

উত্তর – 3. একই থাকে

11. E = mc² সমীকরণটির সাথে কোন্ বিজ্ঞানীর নাম যুক্ত? –

  1. নিউটন
  2. প্ল্যাঙ্ক
  3. অ্যাভোগাড্রো
  4. আইনস্টাইন

উত্তর – 4. আইনস্টাইন

12. STP -তে 1L আয়তনের কোনো গ্যাসের ভরকে বলে ওই গ্যাসের –

  1. পরম ঘনত্ব
  2. বাষ্পঘনত্ব
  3. প্রমাণ ঘনত্ব
  4. আপেক্ষিক ঘনত্ব

উত্তর – 3. প্রমাণ ঘনত্ব

13. 1 মোল caco3 থেকে STP কত আয়তন CO2 উৎপন্ন হবে –

  1. 22.4L
  2. 11.2L
  3. 5.6 L
  4. 44 L

উত্তর – 1. 22.4L

14. অ্যামোনিয়াম বাষ্পঘনত্ব 8.5 হলে 2 মোল গ্যাসের ভর হবে –

  1. 17 gm
  2. 68 gm
  3. 34 gm
  4. 85 gm

উত্তর – 3. 34 gm

15. 6.022 × 1023 সংখ্যক অক্সিজেন পরমাণুর ভর হল –

  1. 34 গ্রাম
  2. 16 gm
  3. 64 গ্রাম
  4. 8 গ্রাম

উত্তর – 2. 16 gm

16. STP তে 0.7 gm গ্যাসের আয়তন হল 140 ml গ্যাসটির আণবিক গুরুত্ব হল –

  1. 70
  2. 140
  3. 100
  4. 112

উত্তর – 4. 112

17. NO2 এর 6.022 × 1023 সংখ্যক অণুর মধ্যে কতগুলি নাইট্রোজেন পরমাণু বর্তমান –

  1. 3.0125 × 1023
  2. 6.023 × 1024
  3. 12.046 × 1023
  4. 0.844 × 1023

উত্তর – 2. 6.023 × 1024

18. 9 gm জলে উপস্থিত অণুর সংখ্যা হল –

  1. 6.022 × 1023
  2. 12.046 × 1023
  3. 3.015 × 1023
  4. কোনোটিই নয়

উত্তর – 3. 3.015 × 1023

19. 0.2 gm CO2 তে কত সংখ্যক অক্সিজেন পরমাণু বর্তমান-

  1. 30125 × 1023
  2. 6.023 × 1023
  3. 12046 × 1023
  4. 0

উত্তর – 2. 6.023 × 1023

20. কোন্ বিজ্ঞানী ভরের সংরক্ষণ সূত্রটিকে রাসায়নিক গণনায় ব্যবহার করেন –

  1. ডালটন
  2. গেলুসাক
  3. কার্নিজারো
  4. ল্যাভয়সিঁয়ে

উত্তর – 4. ল্যাভয়সিয়ে

21. 1 মোল N2 ও ও মোল H2 এর বিক্রিয়ায় উৎপন্ন হয়-

  1. 1 মোল NH3
  2. 2 মোল NH3
  3. 3 মোল NH3
  4. 1/2 মোল NH3

উত্তর – 2. 2 মোল NH3

22. একটি দ্বিপরমাণুক গ্যাসের বাষ্পঘনত্ব 28। এর পারমাণবিক গুরুত্ব হবে –

  1. 28
  2. 56
  3. 14
  4. 30

উত্তর – 1. 28

23. 2gm H2 গ্যাসে উপস্থিত থাকে –

  1. 6.022 × 1023 পরমাণু
  2. 12.044 × 1023 পরমাণু
  3. 6.022 × 1023 পরমাণু
  4. কোনোটিই নয়

উত্তর – 2. 12.044 × 1023 পরমাণু

24. 4 মোল NH3 গ্যাসের ভর হল-

  1. 17 gm
  2. 28 gm
  3. 64 গ্রাম
  4. 70 গ্রাম

উত্তর – 3. 64 gm

25. 2Fe + 3H2O = Fe2O3 + 3H2 বিক্রিয়াতে 112 gm Fe থেকে উৎপন্ন H2 এর STP তে আয়তন হবে –

  1. 22.4L
  2. 44.8L
  3. 11.2L
  4. 67.2L

উত্তর – 4. 67.2L

26. 4 mol NH3 তৈরি করতে কৃত গ্রাম নাইট্রোজেন প্রয়োজন?

  1. 14g
  2. 42g
  3. 28g
  4. 56g

উত্তর – 4. 56g

27. 2 mol CO2 উৎপন্ন করতে প্রয়োজনীয় কার্বনের পরিমাণ –

  1. 12g
  2. 6g
  3. 24g
  4. 44g

উত্তর – 3. 24g

তাপ

1. আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান হয় –

  1. 1/2
  2. 0
  3. 1/273
  4. 1

উত্তর – 4. 1

2. তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? –

  1. 0
  2. 1
  3. 2
  4. 3

উত্তর – 3. 2

3. নীচের কোন পদার্থটির তাপ পরিবাহিতা সবথেকে বেশি? –

  1. রূপা
  2. হীরা
  3. তামা
  4. অ্যালুমিনিয়াম

উত্তর – 2. হীরা

4. কঠিন কত প্রকার তাপ প্রসারণ গুণাঙ্ক হয় –

  1. 1
  2. 2
  3. 3
  4. 4

উত্তর – 3. 3

5. কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হল –

  1. m
  2. m-1
  3. C-1
  4. °C-1

উত্তর – 3. C-1

6. নীচের কোনটির উপর তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে –

  1. উষ্ণতা
  2. দৈর্ঘ্য
  3. পদার্থের প্রকৃতি
  4. প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল

উত্তর – 3. পদার্থের প্রকৃতি

7. কোনো কঠিন পদার্থকে উত্তপ্ত করলে প্রসারিত হয় –

  1. শুধুমাত্র দৈর্ঘ্য
  2. শুধুমাত্র ক্ষেত্রফল
  3. শুধুমাত্র আয়তন
  4. দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন সবই

উত্তর – 4. দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন সবই

8. কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক শুধুমাত্র কোন্ এককের ওপর নির্ভর করে? –

  1. দৈর্ঘ্য
  2. ক্ষেত্রফল
  3. তাপমাত্রা
  4. কোনোটিই নয়

উত্তর – 3. তাপমাত্রা

9. একটি ধাতব রিংকে উত্তপ্ত করলে রিংটি –

  1. বর্গাকার হবে
  2. ত্রিভুজাকার হবে
  3. একটু বেঁকে যাবে, তবে বৃত্তাকার থাকবে না
  4. বৃত্তাকারই থাকবে

উত্তর – 4. বৃত্তাকারই থাকবে

10. চার্লসের সূত্রে তাপ প্রয়োগ গ্যাসের কোন প্রসারণ ঘটে –

  1. চাপ
  2. ভর
  3. ক্ষেত্রফল
  4. আয়তন

উত্তর – 4. আয়তন

11. সঠিকটি নির্বাচন কর –

  1. α এর মান রডের উপাদানের উপর নির্ভর করে
  2. α এর মান রডের দৈর্ঘ্যের উপর নির্ভর করে
  3. α এর মান রডের প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে
  4. কোনোটিই নয়

উত্তর – 1. α এর মান রডের উপাদানের উপর নির্ভর করে

12. দ্বিধাতব পাত কাজ করে –

  1. অসম প্রসারণের জন্য
  2. সুষম প্রসারণের জন্য
  3. অপ্রসারণের জন্য
  4. কোনোটিই নয়

উত্তর – 1. অসম প্রসারণের জন্য

13. কঠিনের ঘনত্ব উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে ___ হয়।

  1. বৃদ্ধি
  2. হ্রাস
  3. একই থাকে
  4. বৃদ্ধি বা হ্রাস

উত্তর – 2. হ্রাস

14. কোনটি সঠিক সম্পর্ক –

  1. γ=3α
  2. γ<α
  3. γ=α
  4. 3γ=α

উত্তর – 4. 3γ=α

15. নীচের পদার্থগুলির মধ্যে কোনটির উষ্ণতা বাড়লে কার্যত প্রসারণ হয় না? –

  1. লোহা
  2. ইস্পাত
  3. নিকেল
  4. ইনভার

উত্তর – 4. ইনভার

16. তাপের সুপরিবাহিতার উৎকৃষ্ট পদার্থ হল –

  1. রূপা
  2. কাঁচ
  3. লোহা
  4. গ্লাসউল

উত্তর – 1. রূপা

17. একটি ধাতব চাক্তির মাঝে একটি ছিদ্র থাকলে, উষ্ণতা বৃদ্ধিতে চাক্তির ছিদ্র –

  1. ছোট হবে
  2. বড়ো হবে
  3. একই থাকবে
  4. কোনোটিই নয়

উত্তর – 2. বড়ো হবে

18. তাপ পরিবাহিতাঙ্কের সঠিক ক্রমটি হল –

  1. রূপা > কাঠ > কাঁচ > অ্যালুমিনিয়াম
  2. রূপা > কাঁচ > কাঠ > অ্যালুমিনিয়াম
  3. কাঁচ > কাঠ > রূপা > অ্যালুমিনিয়া
  4. রূপা > অ্যালুমিনিয়াম > কাঠ > কাঁচ

উত্তর – 4. রূপা > অ্যালুমিনিয়াম > কাঠ > কাঁচ

19. নীচের কোনটি সঠিক সম্পর্ক –

  1. \(\alpha=2\beta=3\gamma\)
  2. \(\alpha=\frac\beta2=\frac\gamma3\)
  3. \(\frac\alpha3=\frac\beta2=\gamma\)
  4. \(\alpha=\beta=\gamma\)

উত্তর – 2. \(\alpha=\frac\beta2=\frac\gamma3\)

20. তাপীয় রোধের রাশিমালা হল –

  1. \(\frac L{KA}\)
  2. \(\frac{KA}L\)
  3. \(\frac{KL}A\)
  4. \(V\frac LA\)

উত্তর – 1. \(\frac L{KA}\)

21. কঠিন, তরল ও গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সঠিক ক্রমটি হল –

  1. γ1 < γ s < γg
  2. γ1 < γg < γs
  3. γs < γ1 < γg
  4. γg < γ1 < γs

উত্তর – 3. γs < γ1 < γg

22. কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা হল-

  1. [L-1]
  2. [LM-1θ-1]
  3. [Lθ-1]
  4. -1]

উত্তর – 4. [θ-1]

23. তরল পদার্থের উষ্ণতা বৃদ্ধিতে ঘনত্ব পরিবর্তনের সম্পর্কটি হল –

  1. D2 = D2(1+γt)
  2. D2 = D1
  3. D1 = D2(1+γt)
  4. D1 = D2(1+γt)

উত্তর – 4. D1 = D2(1+γt)

24. জলের ব্যতিক্রান্ত প্রসারন ঘটে –

  1. t > 4°C
  2. t = 4°C
  3. 0°C < t < 4°C
  4. কোনোটিই নয়

উত্তর – 3. 0°C < t < 4°C

25. তাপীয় রোধাঙ্কের মান হল –

  1. \(\frac L{KA}\)
  2. \(\frac IK\)
  3. \(\frac{KA}L\)
  4. \(\frac A{KL}\)

উত্তর – 2. \(\frac IK\)

আলো

1. প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি হল –

  1. \(\mu=A+\frac B\gamma\)
  2. \(\mu=A+B\gamma^2\)
  3. \(\mu=A\gamma+B\)
  4. \(\mu=A+\frac B{\gamma^2}\)

উত্তর – 4. \(\mu=A+\frac B{\gamma^2}\)

2. বিবর্ধিত অসদবিম্ব গঠিত হয় –

  1. উত্তল দর্পণ দ্বারা
  2. উত্তল লেন্স দ্বারা
  3. সমতল দর্পণ দ্বারা
  4. অবতল লেন্স দ্বারা

উত্তর – 2. উত্তল লেন্স দ্বারা

3. প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন সেটি হল –

  1. হলুদ
  2. কমলা
  3. লাল
  4. বেগুনি

উত্তর – 3. লাল

4. কোন অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে 45° কোণ উৎপন্ন করলে আপতন কোণের মান হবে –

  1. 90°
  2. 22.5°
  3. 135°
  4. 45°

উত্তর – 4. 45°

5. একটি অবতল দর্পণের ব্যাসার্ধ 20 cm হলে তার ফোকাস দূরত্ব হবে –

  1. 20 cm
  2. 15 cm
  3. 10 cm
  4. 40 cm

উত্তর – 3. 10 cm

6. দন্ত চিকিৎসকরা ব্যবহার করেন –

  1. অবতল দর্পন
  2. উত্তল লেন্স
  3. উত্তল দর্পন
  4. অবতল লেন্স

উত্তর – 1. অবতল দর্পন

7. একটি লাল ও বেগুনি বর্ণের আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনততলে আপতিত হয়ে যথাক্রমে ও প্রতিসরণ কোণ উৎপন্ন করলে নীচের কোনটি ঠিক? –

  1. r = v
  2. \(r=\frac1v\)
  3. r > v
  4. r < v

উত্তর – 3. r<v

8. একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হল। এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণথেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ হল –

  1. 180°
  2. 90°
  3. 360

উত্তর – 2. 180°

9. নীচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর তুলনায় বেশি –

  1. X রশ্মি
  2. অবলোহিত রশ্মি
  3. γ রশ্মি
  4. অতি বেগুনী রশ্মি

উত্তর – 2. অবলোহিত রশ্মি

10. প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ 45° এবং প্রতিসরণ কোণ 30° হলে বিচ্যুতি কোণের মান হবে –

  1. 30°
  2. 15°
  3. 75°
  4. 25°

উত্তর – 2. 15°

11. একটি অবতল লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মধ্যে বস্তু রাখা হলে বস্তুর প্রতিবিম্ব হবে –

  1. সদ্‌, অবশীর্ষ
  2. অসদ, অবশীর্ষ
  3. সদ্‌, সমশীর্ষ
  4. অসদ, সমশীর্ষ

উত্তর – 4. অসদ, সমশীর্ষ

12. একটি রশ্মি 30° কোণে সমান্তরাল কাঁচফলকে আপতিত হলে বিচ্যুতি কোণের মান হবে –

  1. 30°
  2. 60°
  3. 50°

উত্তর – 2. 0°

13. একটি গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের সম্পর্ক হল –

  1. \(f=2r\)
  2. \(f=\frac12\)
  3. \(f=\frac r3\)
  4. \(f=\frac32r\)

উত্তর – 2. \(f=\frac12\)

14. গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে বলা হয় –

  1. উন্মেষ
  2. ফোকাস
  3. আলোককেন্দ্র
  4. মেরু

উত্তর – 4. মেরু

15. সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ –

  1. শূন্য
  2. অসীম
  3. ধনাত্মক
  4. ঋণাত্মক

উত্তর – 2. অসীম

16. গোলীয় দর্পণের ক্ষেত্রে ক্ষুদ্র উন্মেষ বলতে বোঝায় –

  1. 10° অপেক্ষা কম
  2. 5° অপেক্ষা কম
  3. 15° অপেক্ষা কম
  4. 20° অপেক্ষা কম

উত্তর – 1. 10° অপেক্ষা কম

17. প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ অবতল দর্পণে। প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে মিলিত হবে তা হল –

  1. ফোকাস
  2. আলোককেন্দ্র
  3. বক্রতা ব্যাসার্ধ
  4. মেরু

উত্তর – 1. ফোকাস

18. উত্তল দর্পণ সর্বদা সৎ বস্তুর কী ধরনের প্রতিবিম্ব গঠন করে? –

  1. সদ্‌
  2. সদ্‌ ও অসদ্‌
  3. অসদ্‌
  4. এর কোনোটিই নয়

উত্তর – 3. অসদ্‌

19. সর্বদা অসদ্‌ ও খর্বাকৃতি প্রতিবিম্ব গঠন করে –

  1. উত্তল লেন্স
  2. অবতল দর্পণ
  3. সমতল দর্পণ
  4. উত্তল দর্পণ

উত্তর – 4. উত্তল দর্পণ

20. অবতল দর্পণের মেরু ও মুখ্য ফোকাসের মাঝে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব হবে –

  1. সদ্‌, বিবর্ধিত
  2. সদ্‌, খর্বকায়
  3. অসদ্‌, খর্বকায়
  4. অসদ্‌, বিবর্ধিত

উত্তর – 3. অসদ্‌, বিবর্ধিত

21. একটি ব্যক্তি একটি দর্পণের সামনে দাঁড়িয়ে নিজ দৈর্ঘ্যের চেয়ে বড়ো প্রতিবিম্ব দেখতে পায়। দর্পণটি কী প্রকৃতির? –

  1. উত্তল
  2. অবতল
  3. সমতল
  4. কোনোটিই নয়

উত্তর – 2. অবতল

22. ___ লেন্সের মধ্যভাগ প্রান্তের তুলনায় মোটা হয়। –

  1. উত্তল
  2. অবতল
  3. উভয়ই
  4. কোনোটিই নয়

উত্তর – 1. উত্তল

23. আলোর তরঙ্গতত্ত্ব প্রবর্তন করেন –

  1. নিউটন
  2. ম্যাক্সওয়েল
  3. প্ল্যাঙ্ক
  4. হাইগেন

উত্তর – 4. হাইগেন

24. অবতল দর্পণে বস্তুর সদবিম্ব পেতে বস্তুকে কোথায় রাখতে হবে –

  1. ফোকাসের থেকে কম দূরত্বে
  2. ফোকাসে
  3. ফোকাস ও বক্রতা ব্যাসার্ধের মাঝে
  4. কোনোটিই নয়

উত্তর – 3. ফোকাস ও বক্রতা ব্যাসার্ধের মাঝে

25. কোন্ বর্ণের আলোর জন্য বিক্ষেপণ সর্বাধিক হয় –

  1. লাল
  2. হলুদ
  3. সবুজ
  4. বেগুনী

উত্তর – 4. বেগুনী

26. যদি কোনো রশ্মি 0° কোণে মাধ্যমে আপতিত হয় তখন মাধ্যম এর প্রতিসরাঙ্ক μ –

  1. শূন্য
  2. অসংজ্ঞায়িত
  3. নির্দিষ্টমান যুক্ত
  4. কোনোটিই নয়

উত্তর – 2. অসংজ্ঞায়িত

27. লেন্সের বক্রতা বৃদ্ধি পেলে বক্রতা ব্যাসার্ধের মান –

  1. বৃদ্ধি পায়
  2. হ্রাস পায়
  3. একই থাকে
  4. বৃদ্ধি বা হ্রাস পায়

উত্তর – 2. হ্রাস পায়

28. প্রিজমের প্রতিসারক তলের সংখ্যা হল –

  1. 3
  2. 2
  3. 4
  4. 1

উত্তর – 2. 2

29. আলোর বর্ণ কিসের উপর নির্ভর করে –

  1. কম্পাঙ্ক
  2. বিস্তার
  3. তরঙ্গদৈর্ঘ্য
  4. পর্যায়কাল

উত্তর – 3. তরঙ্গদৈর্ঘ্য

30. আলোর তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সমীকরণ হল –

  1. ম্যাক্সওয়েল
  2. প্ল্যাঙ্ক
  3. নিউটন
  4. আইনস্টাইন

উত্তর – 1. ম্যাক্সওয়েল

31. প্রিজমে কোন্ বর্ণের আলোর বিচ্যুতি বেশি হয় –

  1. লাল
  2. হলুদ
  3. বেগুনী
  4. সবুজ

উত্তর – 3. বেগুনী

32. রামধনু সৃষ্টি হয় যে কারণের জন্য –

  1. প্রতিফলন
  2. প্রতিসরণ
  3. বিচ্ছুরণ
  4. বিচ্ছুরণ ও প্রতিসরণ

উত্তর – 4. বিচ্ছুরণ ও প্রতিসরণ

34. সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ –

  1. শূন্য
  2. অসীম
  3. 100 শুন
  4. কোনোটিই নয়

উত্তর – 2. অসীম

35. গাড়ির ডিউমিররে উত্তল দর্পণ ব্যবহৃত হয় কারণ –

  1. দৃষ্টি ক্ষেত্রকে বৃদ্ধি করতে
  2. দৃষ্টি ক্ষেত্রকে হ্রাস করতে
  3. দৃষ্টি ক্ষেত্রকে একই রাখতে
  4. কোনোটিই নয়

উত্তর – 1. দৃষ্টি ক্ষেত্রকে বৃদ্ধি করতে

36. আকাশ নীল দেখায় যে কারণের জন্য –

  1. বিচ্ছুরন
  2. বিক্ষেপন
  3. প্রতিসরণ
  4. প্রতিফলন

উত্তর – 2. বিক্ষেপন

37. কোন্ রশ্মি সবচেয়ে ক্ষতিকারক –

  1. X রশ্মি
  2. দৃশ্যমান আলো
  3. γ রশ্মি
  4. UV রশ্মি

উত্তর – 3. γ রশ্মি

38. আলোর বেগ (v), কম্পাঙ্ক (n), তরঙ্গদৈর্ঘ্যের (t) সম্পর্ক হল –

  1. \(V=n\gamma\)
  2. \(V=\frac n\gamma\)
  3. \(V=N+\gamma\)
  4. \(V=\frac\gamma n\)

উত্তর – 1. \(V=n\gamma\)

39. মাধ্যমের প্রতিসরাঙ্ক নির্ভর করে –

  1. বিস্তারের উপর
  2. তীব্রতার উপর
  3. দশা পার্থক্যের উপর
  4. আলোর বর্ণের উপর

উত্তর – 4. আলোর বর্ণের উপর

40. লঘু থেকে ঘন মাধ্যমে যাবার সময় রশ্মির বিচ্যুতি কোণের মান হল –

  1. i-r
  2. i-2r
  3. i+r
  4. 2r-i

উত্তর – 1. i-r

41. দূরের বস্তু দেখার সমস্যার জন্য কোন্ লেন্স ব্যবহৃত হয় –

  1. উত্তল
  2. সমতল
  3. অবতল
  4. সমতলাবতল

উত্তর – 1. উত্তল

42. কোনটি আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণ উভয়ই ঘটাতে ব্যবহৃত হয় –

  1. কাঁচফলক
  2. লেন্স
  3. দর্পণ
  4. প্রিজম

উত্তর – 4. প্রিজম

43. আলো হল এক প্রকারের –

  1. স্থানুতরঙ্গ
  2. স্থিতিতরঙ্গ
  3. তড়িৎ চুম্বকীয় তরঙ্গ
  4. অনুদৈর্ঘ্য তরঙ্গ

উত্তর – 3. তড়িৎ চুম্বকীয় তরঙ্গ

44. লেন্সের কৌণিক উন্মেষ বৃদ্ধি পেলে রৈখিক উন্মেষ –

  1. বৃদ্ধি পায়
  2. হ্রাস পায়
  3. একই থাকে
  4. বৃদ্ধি বা হ্রাস পায়

উত্তর – 1. বৃদ্ধি পায়

45. জলের মধ্যে আলোর বেগ –

  1. = 3 × 108 m/s
  2. 3 × 108 m/s
  3. < 3 × 108 m/s
  4. কোনোটিই নয়

উত্তর – 3. < 3 × 108 m/s

46. সদ্‌ বস্তুর সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বটি হবে –

  1. সর্বদা সদ্‌
  2. সর্বদা অসদ্‌
  3. সদ্‌ বা অসদ্‌
  4. কোনোটিই নয়

উত্তর – 2. সর্বদা অসদ্‌

47. মাধ্যমে আলোর প্রতিসরণ ঘটে কারণ –

  1. বিস্তারের পার্থক্যের জন্য
  2. বেগের পরিবর্তনের জন্য
  3. কম্পাঙ্কের পরিবর্তনের জন্য
  4. কোনোটিই নয়

উত্তর – 2. বেগের পরিবর্তনের জন্য

চলতড়িৎ

1. একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা –

  1. বৃদ্ধি পাবে
  2. হ্রাস পাবে
  3. প্রথমে বৃদ্ধি পাবে ও পরে হ্রাস পাবে
  4. তারের দৈর্ঘ্য বৃদ্ধির ওপর নির্ভর করবে না

উত্তর – 2. হ্রাস পাবে

2. 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহমাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে 30 সেকেন্ড সময়ে প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান হবে –

  1. 6 কুলম্ব
  2. 150 কুলম্ব
  3. 300 কুলম্ব
  4. 30 কুলম্ব

উত্তর – 2.150 কুলম্ব

3. পরিবাহিতাঙ্কের একক কোনটি? –

  1. mho.meter-1
  2. ohm.meter-1
  3. mho.meter
  4. ohm.meter

উত্তর – 1. mho.meter-1

4. 40 ohm রোধবিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে দিয়ে 0.2 ampere তড়িৎ প্রবাহিত হলে, পরিবাহীটির দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত? –

  1. 0.5 ভোল্ট
  2. 2 ভোল্ট
  3. 6 ভোল্ট
  4. 8 ভোল্ট

উত্তর – 4. 8 ভোল্ট

5. ইলেকট্রনের আধান হল –

  1. = 3.2 × 10-19C
  2. -1.6 × 10-19C
  3. 1.6 × 10-19C
  4. 3.2 × 10-19C

উত্তর – 2. -1.6 × 10-19C

6. পরিবাহীর রোধ ও প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে উৎপন্ন তাপ (H) ও প্রবাহমাত্রার (I) সম্পর্ক হল –

  1. \(H\propto I\)
  2. \(H\propto\frac1{I^2}\)
  3. \(H\propto I^2\)
  4. \(H\propto\frac1I\)

উত্তর – 3. \(H\propto I^2\)

7. পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 12c আধান প্রবাহিত হলে প্রবাহমাত্রা হবে –

  1. 6A
  2. 0.1A
  3. 12A
  4. 10A

উত্তর – 2. 0.1A

8. কুলম্বের সূত্রটি প্রযোজ্য হয় –

  1. একটি বৃহৎ ও একটি বিন্দু আধানের ক্ষেত্রে
  2. দুটি বিন্দু আধানের ক্ষেত্রে
  3. গোলীয় আধানের ক্ষেত্রে
  4. কোনোটিই নয়

উত্তর – 2. দুটি বিন্দু আধানের ক্ষেত্রে

9. ফিউজ তারের বৈশিষ্ট্য হল –

  1. উচ্চ গলনাঙ্ক ও উচ্চ রোধ
  2. নিম্নগলাঙ্ক ও নিম্নরোধ
  3. নিম্ন গলনাঙ্ক ও উচ্চ রোধ
  4. উচ্চ গলনাঙ্ক ও নিম্নরোধ

উত্তর – 4. উচ্চ গলনাঙ্ক ও নিম্নরোধ

10. বিভব (V), কার্য (W) এবং আধানের (Q) সম্পর্কটি হল –

  1. \(W=QV\)
  2. \(Q=WV\)
  3. \(Y=\frac{Q^2}W\)
  4. \(W=\frac VQ\)

উত্তর – 4. \(W=\frac VQ\)

11. রোধের S.I একক হল –

  1. V.Α-1
  2. ΩΑ-1
  3. V
  4. V.Α.

উত্তর – 1. V.Α-1

12. ফিউজ তার কিসের সাথে সংযুক্ত থাকে –

  1. আর্থতার
  2. নিউট্রাল তার
  3. লাইভ তার
  4. কোনোটিই নয়

উত্তর – 3. লাইভ তার

13. নীচের এককগুলির মধ্যে কোনটি রোধের SI একক? –

  1. ভোল্ট
  2. অ্যাম্পিয়ার
  3. কুলম্ব
  4. ওহম্

উত্তর – 4. ওহম্

14. কোন্ এককটি অ্যাম্পিয়ারকে নির্দেশ করছে –

  1. Coulomb.sec
  2. Volt/Ohm
  3. V-1Ω

উত্তর – 4. Volt/Ohm

15. কোন পদার্থের রোধ উষ্ণতা বৃদ্ধিতে হ্রাস পায় –

  1. পরিবাহী
  2. অর্ধপরিবাহী
  3. অতিপরিবাহী
  4. অন্তরক

উত্তর – 2. অর্ধপরিবাহী

16. কুলম্বী বল হল –

  1. শুধুমাত্র আকর্ষণ বল
  2. শুধুমাত্র বিকর্ষণ বল
  3. আকর্ষণ বা বিকর্ষণ বল
  4. আকর্ষণ বা বিকর্ষণ কোনোটিই নয়

উত্তর – 3. আকর্ষণ বা বিকর্ষণ বল

17. কোনো তড়িৎবর্তনীতে বিভবপ্রভেদ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তা হল –

  1. অ্যামিটার
  2. ভোল্টমিটার
  3. গ্যালভানোমিটার
  4. ভোল্টামিটার

উত্তর – 2. ভোল্টমিটার

18. ওহমের সূত্র অনুযায়ী কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভবপ্রভেদ/রোধ –

  1. V ∝ I2
  2. V ∝ I3
  3. V ∝ I4
  4. V ∝ I

উত্তর – 4. V ∝ I

19. লেঞ্জের সূত্র কোন্ নীতি মান্য করে –

  1. ভরের সংরক্ষণ
  2. ভরবেগের সংরক্ষণ
  3. বিভব সংরক্ষণ
  4. শক্তিসংরক্ষণ

উত্তর – 4. শক্তিসংরক্ষণ

20. পরিবাহীর মধ্য দিয়ে 20 কুলম্ব আধান 5 সেকেন্ডে প্রবাহিত হয়। বিভবপ্রভেদ 20V হলে পরিবাহীর রোধ হবে –

  1. 10 Ω
  2. 5 Ω
  3. 20 Ω
  4. 15 Ω

উত্তর – 2. 5 Ω

21. সরল ভোল্টীয় কোষের emf হল –

  1. 1.08 V
  2. 2.36 V
  3. 3.46 V
  4. 7-78 V

উত্তর – 1. 1.08 V

22. তড়িৎশক্তির SI একক (ব্যবহারিক) হল –

  1. ওয়াট
  2. জুল
  3. BOT
  4. আর্গ

উত্তর – 3. BOT

23. তড়িৎ চুম্বকের মজ্জা কি দ্বারা গঠিত হয় –

  1. নরম লোহা
  2. শক্ত লোহা
  3. নিকেল
  4. তামা

উত্তর – 1. নরম লোহা

24. ফিউজ তারটি হল –

  1. অন্তরক
  2. অর্ধপরিবাহী
  3. তামা
  4. ধাতুসংকর

উত্তর – 4. ধাতুসংকর

25. বিভবের SI একক হল –

  1. ভোল্ট
  2. কুলম্ব
  3. Ω
  4. জুল

উত্তর – 1. ভোল্ট

26. তড়িৎ কোষে কোন্ শক্তি থেকে তড়িৎশক্তি উৎপন্ন হয় –

  1. যান্ত্রিক শক্তি
  2. রাসায়নিক শক্তি
  3. শব্দশক্তি
  4. তাপশক্তি

উত্তর – 2. রাসায়নিক শক্তি

27. একটি পরিবাহীর রোধ অপরটির তুলনায় 4 গুন হলে তাদের প্রবাহমাত্রার অনুপাত হবে –

  1. 2 : 3
  2. 3 : 2
  3. 4 : 1
  4. 1 : 4

উত্তর – 4. 1 : 4

28. 8 Ω রোধকে 2V ব্যাটারির সাথে যুক্ত করা হলে প্রবাহমাত্রা হবে –

  1. 4A
  2. 2A
  3. 6A
  4. 0.25A

উত্তর – 4. 0.25A

29. 2 Ω, 4 Ω এবং 5 Ω রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে তুল্য রোধ হবে –

  1. 11 Ω
  2. 2 Ω
  3. 1.05 Ω
  4. 4 Ω

উত্তর – 3. 1.05 Ω

30. আর্থতারের বর্ণ হল –

  1. কালো
  2. সবুজ
  3. নীল
  4. সাদা

উত্তর – 2. সবুজ

31. কোনো পরিবাহীতে উৎপন্ন তাপের মান হয় –

  1. \(I^2R\)
  2. \(I^2Rt\)
  3. \(\frac{IRt^2}J\)
  4. \(\frac{I^2Rt}J\)

উত্তর – 4. \(\frac{I^2Rt}J\)

32. 1V এর মান হয় –

  1. \(\frac{1C}{1J}\)
  2. \(\frac{1H}{1A}\)
  3. \(\frac{1J}{1C}\)
  4. \(\frac{1A}{1J}\)

উত্তর – 3. \(\frac{1J}{1C}\)

33.. R1, R2, R3 রোধকে সমান্তরালে যুক্ত করা হলে ও তাদের মধ্য দিয়ে প্রবাহমাত্রা I1, I2, I3 হলে (R1 > R2 > R3) –

  1. I1 = I2 = I3
  2. I1 > I2 > I3
  3. I3 > I1 > I2
  4. I1 < I2 < I3

উত্তর – 4. I1 < I2 < I3

34. ফিলামেন্টের রোধ কিরূপ হয় –

  1. উচ্চ
  2. নিম্ন
  3. মধ্যম
  4. কোনোটিই নয়

উত্তর – 4. উচ্চ

35. কোনটি তড়িৎ ক্ষমতাকে প্রকাশ করে –

  1. I2V
  2. IR
  3. IV
  4. IR2

উত্তর – 3. IV

36. 1HP = ___ ওয়াট? –

  1. 476 W
  2. 746 W
  3. 700 W
  4. 647 W

উত্তর – 2. 746 W

37. 1 BOT এর মান হয় –

  1. 1KW-h
  2. 1MW-h
  3. 11W-h
  4. 1MW-h

উত্তর – 1. 1KW-h

38. ওহমের সূত্রের গাণিতিক রূপ হল –

  1. (VA-VB)I = R
  2. (VA-VB) = I2R
  3. (VA-VB) = IR
  4. (VA-VB)2 = I2R

উত্তর – 3. (VA-VB) = IR

39. আধানের SI একক হল –

  1. হেনরি
  2. ফ্যারাড
  3. স্ট্যাট কুলম্ব
  4. কুলম্ব

উত্তর – 4. কুলম্ব

40. যান্ত্রিক মোটর কোন নীতি মেনে চলে –

  1. ফ্যারাডের ডান হস্ত নিয়ম
  2. ফ্যারাডের বাম হস্ত নিয়ম
  3. লেঞ্জের নিয়ম
  4. কোনোটিই নয়

উত্তর – 2. ফ্যারাডের বাম হস্ত নিয়ম

41. 4 Ω এবং 6 Ω দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে তুল্য রোধের মান হবে –

  1. 24 Ω
  2. 10 Ω
  3. 2.4 Ω
  4. 5 Ω

উত্তর – 3. 2.4 Ω

42. একটি 10 Ω রোধযুক্ত পরিবাহীর মধ্য দিয়ে 2A তড়িৎ 20 সেকেন্ডে প্রবাহিত হলে উৎপন্ন শক্তি হবে –

  1. 800J
  2. 400J
  3. 200J
  4. 100J

উত্তর – 1. 800J

43. বৈদ্যুতিক ইস্ত্রিতে ব্যবহৃত হয় –

  1. টাংস্টেন তার
  2. তামার তার
  3. উজ্জ্বল ফ্রেমহিট তার
  4. নাইক্রোম তার

উত্তর – 4. নাইক্রোম তার

45. বার্লোচক্রে ব্যবহৃত হয় –

  1. ac প্রবাহ
  2. dc প্রবাহ
  3. ac ও de প্রবাহ
  4. কোনোটিয় নয়

উত্তর – 2. dc প্রবাহ

পরমাণুর নিউক্লিয়াস

1. \({}_{80}A^{223}\rightarrow{}_{84}B^{210}\) বিক্রিয়াটিতে নিঃসৃত α ও β কণার সংখ্যা হবে যথাক্রমে –

  1. 6α, 3β
  2. 3α, 4β
  3. 4α, 3β
  4. 3α, 6β

উত্তর – 2. 3α, 4β

2. α-, β- ও γ- রশ্মি ভেদন ক্ষমতার সঠিক ক্রম হল –

  1. γ > α > β
  2. α > β > γ
  3. γ > β > α
  4. β > γ > α

উত্তর – 2. γ > β > α

3. α কণায় উপস্থিত থাকে-

  1. একটি P, একটি n
  2. দুটি P, একটি n
  3. চারটি P
  4. দুটি P, দুটি n

উত্তর – 4. দুটি P, দুটি n

4. পরমানুর নিউক্লিয়াস থেকে β কণা নির্গত হলে –

  1. পরমাণু ক্রমাঙ্ক একই থাকে
  2. পরমাণু ক্রমাঙ্ক হ্রাস পায়
  3. পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পায়
  4. কোনোটিই নয়

উত্তর – 3. পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পায়

5. β কণা হল প্রকৃতপক্ষে –

  1. প্রোটন কণার স্ত্রোত
  2. তড়িৎ চুম্বকীয় তরঙ্গ
  3. আধানহীন কণার স্রোত
  4. ইলেকট্রন কণার স্রোত

উত্তর – 4. ইলেকট্রন কণার স্রোত

6. আয়নন ক্ষমতার সঠিক ক্রমটি হল –

  1. α > β > γ
  2. β > α > γ
  3. γ > α > β
  4. γ > β > α

উত্তর – 1. a > β > γ

7. ইউরানিক রশ্মির অন্য নাম হল –

  1. বেকারেল রশ্মি
  2. ক্যাথোড রশ্মি
  3. অ্যানোড রশ্মি
  4. রন্টজেন রশ্মি

উত্তর – 1. বেকারেল রশ্মি

8. ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত হয় –

  1. তেজস্ক্রিয় কোবাল্ট
  2. তেজস্ক্রিয় সোডিয়াম
  3. ইউরেনিয়াম
  4. রেডিয়োকার্বন

উত্তর – 1. তেজস্ক্রিয় কোবাল্ট

9. সূর্য্যের শক্তির উৎস হল –

  1. নিউক্লিয় সংযোজন
  2. আলোক বিভাজন
  3. নিউক্লিয় বিভাজন
  4. কোনোটিই নয়

উত্তর – 1. নিউক্লিয় সংযোজন

10. কোন কণা নির্গত হলে ভরসংখ্যা 4 একক হ্রাস পায়-

  1. β কণা
  2. γ রশ্মি
  3. α কণা
  4. কোনোটিই নয়

উত্তর – 3. α কণা

11. γ রশ্মি হল –

  1. ইলেকট্রন কণার স্রোত
  2. তড়িৎ চুম্বকীয় স্রোত
  3. প্রোটন কনার স্রোত
  4. কোনোটিই নয়

উত্তর – 2. তড়িৎ চুম্বকীয় স্রোত

12. অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিক্রিয়া ঘটে –

  1. হাইড্রোজেন বোমা
  2. নিউক্লিয় পাওয়ার প্ল্যান্ট
  3. পারমাণবিক বোমা
  4. তাপীয় পাওয়ার প্ল্যান্ট

উত্তর – 3. পারমাণবিক বোমা

13. 1 Mer নিউক্লিয়শক্তি = কত জুল? –

  1. 1.6 × 10-13J
  2. 1.6 × 10-19J
  3. 1.6 × 10-26J
  4. 1.6 × 10-15J

উত্তর – 1. 1.6 × 10-13J

14. উচ্চ বেগ সম্পন্ন e কণার স্রোত হল –

  1. α রশ্মি
  2. β রশ্মি
  3. γ রশ্মি
  4. ক্যাথোড রশ্মি

উত্তর – 4. ক্যাথোড রশ্মি

15. তেজস্ক্রিয়তা আবিস্কার করেন –

  1. কুরী
  2. থমসন
  3. বেকারেল
  4. রন্টজেন্

উত্তর – 3. বেকারেল

16. ভেদন ক্ষমতার সঠিক ক্রমটি হল –

  1. α > β > γ
  2. γ > β > α
  3. α > γ > β
  4. β > γ > α

উত্তর – 3. γ > β > α

17. নিউক্লিয় বলের সৃষ্টি হয় –

  1. ইলেকট্রনের আকর্ষণের জন্য
  2. প্রোটন কণাগুলির বিকর্ষণের জন্য
  3. প্রোটন নিউট্রনে এবং নিউট্রন প্রোটনে রূপান্তরের জন্য
  4. γ রশ্মি নির্গমণের জন্য

উত্তর – 3. প্রোটন নিউট্রনে এবং নিউট্রন প্রোটনে রূপান্তরের জন্য

18. মৌলগুলির তেজস্ক্রিয় হবার প্রবণতা বাড়ে –

  1. প্রোটন অপেক্ষা নিউট্রন সংখ্যা বৃদ্ধি পেলে
  2. নিউট্রন অপেক্ষা প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবার ফলে
  3. নিউট্রন ও প্রোটন সংখ্যা সমান হলে
  4. কোনোটিই নয়

উত্তর – 2. নিউট্রন অপেক্ষা প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবার ফলে

19. কণার ভর হল H2 পরমাণুর ভরের 4 গুণ –

  1. β কণা
  2. γ রশ্মি
  3. α কণা
  4. X রশ্মি

উত্তর – 3. α কণা

20. α কণার সংকেত হল –

  1. \({}_2^4He^{2+}\)
  2. \({}_2^4He^+\)
  3. \({}_2^4He\)
  4. \({}_2^1He^{2+}\)

উত্তর – 1. \({}_2^4He^{2+}\)

21. বন্ধন শক্তির মান নির্ভর করে –

  1. প্রোটন সংখ্যার উপর
  2. ইলেকট্রন সংখ্যার উপর
  3. নিউক্লিয়াসের আকৃতির উপর
  4. ভর বিচ্যুতির উপর

উত্তর – 4. ভর বিচ্যুতির উপর

22. উচ্চগতি সম্পন্ন ইলেকট্রন ধাতব পাতকে আঘাত করলে উৎপন্ন হয়-

  1. γ রশ্মি
  2. ক্যাথোড রশ্মি
  3. X রশ্মি
  4. কোনোটিই নয়

উত্তর – 3. X রশ্মি

23. X রশ্মি কোনো পদার্থ ভেদ করে যেতে পারে তার ক্ষুদ্র –

  1. কম্পাঙ্কের জন্য
  2. বিস্তারের জন্য
  3. পর্যায়কালের জন্য
  4. তরঙ্গদৈর্ঘ্যের জন্য

উত্তর – 4. তরঙ্গদৈর্ঘ্যের জন্য

24. কোন্ রশ্মির শক্তি অনেক বেশি হয় –

  1. γ রশ্মি
  2. X রশ্মি
  3. ক্যাথোড রশ্মি
  4. আলোক রশ্মি

উত্তর – 1. γ রশ্মি

25. বন্ধন শক্তি ∆E এর মান হয় –

  1. \(\frac{\Delta M}{C^2}\)
  2. \(\Delta N,C^4\)
  3. \(\Delta M.C^2\)
  4. \(\Delta M^2C^2\)

উত্তর – 3. \(\Delta M.C^2\)

26. কণার আধান হল –

  1. ধণাত্বক
  2. ঋণাত্বক
  3. নিস্তড়িৎ
  4. কোনোটিই নয়

উত্তর – 2. ঋণাত্বক

পর্যায় সারণি

1. মৌলগুলিকে তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে কোনটি সঠিক হবে তা নির্বাচন করো-

  1. C < N < O < F
  2. O < N < C < F
  3. C > N > O > F
  4. F > C > O > N

উত্তর – 3. C > N > O > F

2. দীর্ঘ পর্যায় সারণির চতুর্থ পর্যায়ে কতগুলি মৌলিক পদার্থ আছে? –

  1. 8
  2. 32
  3. 16
  4. 18

উত্তর – 4. 18

3. আধুনিক পর্যায় সারণিতে শ্রেণি সংখ্যা হল –

  1. 10
  2. 14
  3. 18
  4. 8

উত্তর – 3. 18

4. জারণ ক্ষমতার সঠিক ক্রমটি হল –

  1. F < Cl < Br < I
  2. Cl > I > F > Br
  3. Cl > F > Br> I
  4. F > Cl > Br > I

উত্তর – 4. F > Cl > Br > I

5. নীচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়? –

  1. ঘনত্ব
  2. গলনাঙ্ক
  3. স্ফুটনাঙ্ক
  4. তেজস্ক্রিয়তা

উত্তর – 4. তেজস্ক্রিয়তা

6. দীর্ঘ পর্যায় সারণির কোন্ শ্রেণিতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত?

  1. শ্রেণি 1
  2. শ্রেণি 16
  3. শ্রেণি 17
  4. শ্রেণি 2

উত্তর – 3. শ্রেণি 17

7. নীচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? –

  1. K
  2. H
  3. Li
  4. Na

উত্তর – 1. K

8. আধুনিক পর্যায় সূত্রের ধারণা দেন –

  1. মেন্ডেলিভ
  2. বোর
  3. মোজলে
  4. লোথার মেয়ার

উত্তর – 3. মোজলে

9. একাধিক তথ্য যোজ্যতা দেখা যায় –

  1. ক্ষার ধাতুর
  2. ক্ষারীয় মৃত্তিকা ধাতুর
  3. সন্ধিগত মৌলের
  4. হ্যালোজেনের

উত্তর – 3. সন্ধিগত মৌলের

10. নিকটোজেন মৌলগুলি যে গ্রুপে অবস্থান করে –

  1. 3
  2. 14
  3. 15
  4. 17

উত্তর – 3. 15

11. A, B, C, D মৌলগুলির পরমাণুক্রমাঙ্ক 3, 5, 10, 13 হলে একই পর্যায়ভুক্ত মৌলগুলি হল –

  1. A, C, B
  2. B, C, D
  3. A, B, C
  4. A, B, D

উত্তর – 3. A, B, C

12. দ্বিতীয় পর্যায়ে অবস্থিত শক্তিশালী জারক পদার্থটি হল –

  1. F
  2. Cl
  3. Br
  4. O

উত্তর – 1. F

13. মেন্ডেলিফের পর্যায়সারনির কোন্ গ্রুপটি সব থেকে তড়িৎ ধনাত্মক –

  1. VII
  2. I
  3. III
  4. IV

উত্তর – 2. I

14. H₂ কে পর্যায় সারনির কোন্ দুটি গ্রুপেই রাখা যেতে পারে –

  1. IA, VIB
  2. IIA, VIB
  3. IA, VIIB
  4. IA, VIIIB

উত্তর – 3. IA, VIIB

15. মেন্ডেলিফের পর্যায়সারনিতে ক্ষারধাতুগুলি অবস্থান করে যে শ্রেণিতে –

  1. II
  2. I
  3. VI।
  4. V

উত্তর – 2. I

16. মেন্ডেলিফের পর্যায়সারনির কোন্ শ্রেনির মৌলগুলিকে সেতু মৌল বলে –

  1. I
  2. VII
  3. II
  4. O

উত্তর – 4. O

17. উচ্চ ঘনত্বযুক্ত মৌলটি হল –

  1. OS
  2. Hg
  3. W
  4. He

উত্তর – 1. OS

18. ক্ষারীয় মৃত্তিকা ধাতুর জোড়টি হল-

  1. Na, K
  2. Ce, Fr
  3. Ca, Sr
  4. Li, Ra

উত্তর – 3. Ca, Sr

19. ত্রয়ী মৌল হল-

  1. Na, Li, Mg
  2. Ca, Sr, Ba
  3. Cl, I, F
  4. O, N, P

উত্তর – 2. Ca, Sr, Ba

20. আধুনিক পর্যায়সারনি সাজানো হয় যার ভিত্তিতে –

  1. পারমানবিক গুরুত্ব
  2. ঘনত্ব
  3. পরমাণু ক্রমাঙ্ক
  4. ভরসংখ্যা

উত্তর – 3. পরমাণু ক্রমাঙ্ক

21. তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস হল –

  1. He
  2. Ne
  3. Ar
  4. Ra

উত্তর – 4. Ra

22. তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলটি হল –

  1. F
  2. Br
  3. As
  4. Cl

উত্তর – 3. As

23. চ্যালকোজেন মৌলের উদাহরণ হল –

  1. Na
  2. Cl
  3. Ni
  4. O

উত্তর – 4. O

24. পরিবর্তনশীল যোজ্যতা দেখায় যে মৌলগুলি –

  1. d ব্লক
  2. s ব্লক
  3. p ব্লক
  4. কোনোটিই নয়

উত্তর – 1. d ব্লক

25. আয়নীভবন বিভবের একক হল –

  1. KJ
  2. KJ/mol
  3. J
  4. Kg/mol

উত্তর – 2. KJ/mol

26. তড়িৎ ঋনাত্বকতার একক হল –

  1. Na, Cl
  2. Ca, Cl
  3. Na, F
  4. F, Cl

উত্তর – 3. Na, F

27. কোন্ জোড়টি একই পর্যায়ে অবস্থিত –

  1. Na, Cl
  2. Ca, Cl
  3. Na, F
  4. F, Cl

উত্তর – 1. Na, Cl

28. সবথেকে তড়িৎ ধনাত্মক মৌল হল –

  1. Ca
  2. CS
  3. F
  4. Fe

উত্তর – 2. CS

29. পর্যায়-সারণিতে শেষ প্রাকৃতিক মৌলটি হল –

  1. প্লুটোনিয়াম
  2. থোরিয়াম
  3. রেডিয়াম
  4. ইউরেনিয়াম

উত্তর – 4. ইউরেনিয়াম

আয়নীয় এবং সমযোজী বন্ধন

1. NaCl যৌগে Na ও Cl পরমাণুর ইলেকট্রন বিন্যাস হল-

  1. Na – 2, 8, 8 : Cl – 2, 8
  2. Na – 2, 8, 7 : Cl – 2, 8, 1
  3. Na – 2, 8, 1 : Cl – 2, 8, 7
  4. Na – 2, 8, Cl – 2, 8, 8

উত্তর – 4. Na – 2, 8, : Cl – 2, 8, 8

2. CaO গঠনে কয়টি ইলেকট্রন Ca পরমাণু থেকে O পরমাণুতে স্থানান্তরিত হয়? (অক্সিজেন ও ক্যালশিয়ামের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 8 ও 20) –

  1. 0
  2. 1
  3. 2
  4. 3

উত্তর – 3. 2

3. নীচের কোন অণুর গঠনে অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় –

  1. LiH
  2. CaO
  3. NaCl
  4. MgCl2

উত্তর – 1. LiH

4. নীচের কোন্ যোগটির একক অণুর অস্তিত্ব থাকে না –

  1. চিনি
  2. গ্লুকোজ
  3. সোডিয়াম ফ্লুওরাইড
  4. হাইড্রোজেন ক্লোরাইড

উত্তর – 3. সোডিয়াম ফ্লুওরাইড

5. নীচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই? –

  1. হাইড্রোজেন ক্লোরাইড
  2. ক্যালশিয়াম অক্সাইড
  3. মিথেন
  4. অ্যামোনিয়া

উত্তর – 2. ক্যালশিয়াম অক্সাইড

6. নীচের কোন্ যৌগটির কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত? –

  1. সোডিয়াম ক্লোরাইড
  2. হাইড্রোজেন ক্লোরাইড
  3. ন্যাপথালিন
  4. গ্লুকোজ

উত্তর – 1. সোডিয়াম ক্লোরাইড

7. নীচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? –

  1. NaCl
  2. LiH
  3. KCl
  4. CaO

উত্তর – 2. LiH

8. নীচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান? –

  1. হাইড্রোজেন ক্লোরাইড
  2. সোডিয়াম ক্লোরাইড
  3. লিথিয়াম হাইড্রাইড
  4. ক্যালশিয়াম অক্সাইড

উত্তর – 1. হাইড্রোজেন ক্লোরাইড

9. আয়নীয় যৌগ সাধারণ উষ্ণতায় যে ভৌত অবস্থায় থাকে সেটি হল –

  1. প্লাজমা
  2. গ্যাসীয়
  3. তরল
  4. কেলাসাকার কঠিন

উত্তর – 4. কেলাসাকার কঠিন

10. একটি ধ্রুবীয় দ্রাবক হল –

  1. অ্যালকোহল
  2. বেঞ্জিন
  3. জল
  4. কেরোসিন

উত্তর – 3. জল

11. ক্ষারধাতু ও হ্যালোজেন মৌলের মধ্যে যে প্রকারের বন্ধন সৃষ্টি হতে পারে সেটি হল –

  1. আয়নীয়
  2. সমযোজী
  3. অসমযোজী
  4. পোলার সমযোজী

উত্তর – 1. আয়নীয়

12. যৌজ্যতার ইলেকট্রনীয় তত্ত্বের প্রবক্তা হলেন –

  1. লুইস ও কোসেল
  2. বর্ন ও হেবার
  3. প্রাউস্ট
  4. অ্যাভোগাড্রো

উত্তর – 1. লুইস ও কোসেল

13. গলিত বা দ্রবীভূত অবস্থায় নীচের কোন্ যৌগটি তড়িৎ পরিবহণে অক্ষম? –

  1. NaCl
  2. NaF
  3. CCl4
  4. KCl

উত্তর – 3. CCl4

14. সমযোজী যৌগ সংক্রান্ত কোন্ তথ্যটি মিথ্যা –

  1. এরা তড়িৎ অবিশ্লেষ্য
  2. এরা ধীর গতিতে বিক্রিয়া করে
  3. সাধারণ অবস্থায় এরা তরল বা গ্যাসীয় প্রকৃতির
  4. কোনোটিই নয়

উত্তর – 4. কোনোটিই নয়

15. নীচের কোন্ যোগটিতে আয়নের উপস্থিতি লক্ষ্য করা যায় –

  1. HCl
  2. CO2
  3. H2O
  4. NaCl

উত্তর – 4. NaCl

16. কোন্‌ সমযোজী যোগটি জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে –

  1. HCl
  2. NaCl
  3. C6H12O6
  4. C6H6

উত্তর – 1. HCl

17. গ্রুপ 1 এবং গ্রুপ 17 এর মৌলগুলি কি ধরনের বন্ধন গঠন করে –

  1. আয়নীয়
  2. সমযোজী
  3. অসমযোজী
  4. পোলার সমযোজী

উত্তর – 1. আয়নীয়

18. কোন্ সমযোজী যোগটি প্রাত্যহিক জীবনে অত্যাবশ্যক –

  1. বেকিং সোডা
  2. ওয়াসিং সোডা
  3. জল
  4. অ্যালাম

উত্তর – 3. জল

19. কোন্ অনুটিতে ত্রিবন্ধন উপস্থিত –

  1. CH4
  2. C2H4
  3. C2H6
  4. C2H2

উত্তর – 4. C2H2

20. কোন্ অনুতে নিঃসঙ্গ ইলেকট্রন নেই –

  1. NH3
  2. C2H4
  3. H2O
  4. F2

উত্তর – 2. C2H4

21. নাইট্রোজেন অনুতে উপস্থিত সমযোজী বন্ধন সংখ্যা হল –

  1. 2
  2. 1
  3. 3
  4. 4

উত্তর – 3. 3

22. কোন্ আয়নীয় যৌগটি জলে অদ্রাব্য –

  1. NaCl
  2. NaF
  3. NaOH
  4. NaH

উত্তর – 4. NaH

23. হাইড্রাইড আয়নে উপস্থিত ইলেকট্রন সংখ্যা হল –

  1. 2
  2. 0
  3. 1
  4. 3

উত্তর – 1. 2

24. পোলার দ্রাবক হল –

  1. H2O
  2. C6H6
  3. CHCl3
  4. CH3OH

উত্তর – 1. H2O

25. কোন্ সমযোজী যৌগের গলনাঙ্ক উচ্চ হয় –

  1. C6H6
  2. SiC
  3. C2H5OH
  4. CH3COOH

উত্তর – 2. SiC

26. প্রকৃত আনবিক বন্ধন বলা হয় – কে –

  1. আয়িয়ান বন্ধ
  2. সমযোজী বন্ধন
  3. অসময়ে বন্ধ
  4. পোলার বন্ধন

উত্তর – 2. সমযোজী বন্ধন

27. সংকেতভর কথাটি প্রযোজ্য হয় যে যৌগে –

  1. সমযোজী যৌগে
  2. আয়নীয় যৌগে
  3. অনিয়তাকার যৌগে
  4. গ্যাসীয় যৌগে

উত্তর – 2. আয়নীয় যৌগে

28. Cao যৌগ গঠনের সময় Ca-পরমাণু কয়টি ইলেকট্রন ত্যাগ করে? –

  1. 1টি
  2. 2টি
  3. 3টি
  4. 4টি

উত্তর – 2. 2টি

তড়িৎ এবং রাসায়নিক বিক্রিয়া

1. তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ পরিবহণ সংক্রান্ত নীচের কোন্ বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো –

  1. রাসায়নিক পরিবর্তন হয়
  2. দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহণ করে
  3. উষ্ণতা বৃদ্ধিতে সাধারণতঃ রোধ বাড়ে
  4. আয়ন দ্বারা তড়িৎ পরিবাহিত হয়

উত্তর – 3. উষ্ণতা বৃদ্ধিতে সাধারণতঃ রোধ বাড়ে

2. তড়িদবিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে যে গলিত মিশ্রণ ব্যবহার করা হয় তাতে ক্রায়োলাইট ও ফ্লুওরস্পারের সঙ্গে নীচের কোনটি থাকে? –

  1. অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড
  2. অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড
  3. অ্যালুমিনিয়াম সালফেট
  4. বিশুদ্ধ অ্যালুমিনা

উত্তর – 4. বিশুদ্ধ অ্যালুমিনা

3. অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কারণ অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে –

  1. তড়িৎ অপরিবাহী
  2. সম্পূর্ণরূপে বিয়োজিত হয়
  3. আংশিক বিয়োজিত হয়
  4. বিয়োজিত হয় না

উত্তর – 3. আংশিক বিয়োজিত হয়

4. তড়িৎ বিশ্লেষণের সময় –

  1. ক্যাথোড জারণ ও অ্যানোডে বিজারণ ঘটে
  2. উভয় তড়িদ্দ্বারে জারণ ঘটে
  3. উভয় তড়িদ্দ্বারে বিজারণ ঘটে
  4. ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে

উত্তর – 4. ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে

5. Cu তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে নীচের কোন্ বিবৃতিটি ঠিক? –

  1. ক্যাথোডের ভর কমে
  2. অ্যানোডের ভর বাড়ে
  3. দ্রবণে CuSO4 -এর গাঢ়ত্ব কমে
  4. দ্রবণে CuSO4 -এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে

উত্তর – 4. দ্রবণে CuSO4 -এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে

6. নীচের কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক? –

  1. বিশুদ্ধ জলের
  2. চিনির জলীয় দ্রবণের
  3. তরল হাইড্রোজেন ক্লোরাইডের
  4. অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের

উত্তর – 4. অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের

7. নীচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? –

  1. গলিত NaCl
  2. তরল HCl
  3. কঠিন NaCl
  4. গ্লুকোজের জলীয় দ্রবণ

উত্তর – 1. গলিত NaCl

8. নীচের কোনটি জলীয় দ্রবণে একটি মৃদু তড়িৎবিশ্লেষ্য? –

  1. CH3COOH
  2. NaOH
  3. H2SO4
  4. NaCl

উত্তর – 1. CH3COOH

9. একটি চামচের উপর রূপার প্রলেপ দিতে হলে তড়িৎবিশ্লেষ্য হিসেবে কি ব্যবহৃত হয় –

  1. পটাশিয়াম অরোসায়ানাইড
  2. সালফিউরিক অ্যাসিড
  3. পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড
  4. কিউপ্রিক অক্সাইড

উত্তর – 3. পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড

10. যার উপর তড়িৎ লেপন করা হয় তাকে রাখা হয় –

  1. ক্যাথোডে
  2. অ্যানোডে
  3. উভয়তেই
  4. কোনোটিই নয়

উত্তর – 1. ক্যাথোডে

11.. নীচের কোনটির জলীয় দ্রবনের তড়িৎ বিশ্লেষনে অনু ও আয়ন উভয়ই উপস্থিত থাকে –

  1. CHCl3
  2. NaCl
  3. NaOH
  4. CH3COOH

উত্তর – 4. CH3COOH

12. কপার পরিশোধনে তড়িৎবিশ্লেষ্য হিসাবে নেওয়া হয় –

  1. বিশুদ্ধ CuSO4
  2. বিশুদ্ধ H2SO4
  3. H2SO4 মিশ্রিত CuSO4
  4. কোনোটিই নয়

উত্তর – 3. H2SO4 মিশ্রিত CuSO4

13. নীচের কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য –

  1. NaCl
  2. H2SO4
  3. HCOOH
  4. NaOH

উত্তর – 3. HCOOH

14. কোন্ ধাতু তরল অবস্থায় তড়িৎ পরিবহন করে –

  1. Cu
  2. Hg
  3. Br2
  4. K

উত্তর – 2. Hg

15. Pt ইলেকট্রোডের উপস্থিতিতে CuSO4 দ্রবণের এর তড়িৎ বিশ্লেষনে অ্যানোডে জমা হয় –

  1. H2
  2. Cu
  3. SO₄²⁻
  4. O2

উত্তর – 4. O2

16. নীচের কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য –

  1. HCO3
  2. CH3COOH
  3. HNO3
  4. NH4OH

উত্তর – 3. HNO3

17. কোন্ আয়নটি জলীয় দ্রবণে মুক্ত অবস্থায় থাকতে পারে না –

  1. H+
  2. K
  3. Na+
  4. NH₄⁺

উত্তর – 1. H+

18. সিলভারের প্রলেপ দিতে বিশুদ্ধ সিলভার প্লেট ব্যবহৃত হয় –

  1. ক্যাথোডে
  2. অ্যানোডে
  3. উভয়ই
  4. কোনোটিই নয়

উত্তর – 2. অ্যানোডে

19. কোনো পরমাণু বা র‍্যাডিক্যাল ইলেকট্রন বর্জন করে যা অনুযায়ী সেটি হল –

  1. যোজ্যতা
  2. পরমানু ক্রমাঙ্ক
  3. ভরসংখ্যা
  4. কোনোটিই নয়

উত্তর – 1. যোজ্যতা

20. কোনটি তড়িৎ বিশ্লেষ্য নয় –

  1. HCl
  2. NaOH
  3. NaCl
  4. গ্লিসারিন

উত্তর – 4. গ্লিসারিন

21. নিকেলের ইলেকট্রোপ্লেটিং -এর সময় অ্যানোডে ব্যবহৃত হয় –

  1. কপার
  2. নিকেল
  3. গ্রাফাইট
  4. লোহা

উত্তর – 2. নিকেল

22. একটি তড়িৎ বিশ্লেষ্য অবশ্যই –

  1. ইলেকট্রন পরিবাহী
  2. অধাতু
  3. ধাতু
  4. যৌগিক পদার্থ

উত্তর – 4. যৌগিক পদার্থ

23. আয়নের গাঢ়ত্ব বৃদ্ধির সাথে সাথে কিসের উপর সঞ্চয়ের সম্ভাবনা বৃদ্ধি পায় তড়িৎ বিশ্লেষণে –

  1. ভোল্টামিটার
  2. ইলেকট্রোড্
  3. পরমানু
  4. তড়িৎবিশ্লেষ্য

উত্তর – 2. ইলেকট্রোড্

পরীক্ষাগারে এবং শিল্পে অজৈব রসায়ন

1. যে গ্যাসটি নেসলার বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায় তা হল –

  1. NO2
  2. H2S
  3. HCl
  4. NH3

উত্তর – 4. NH3

2. N2 গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতির জন্য নীচের কোন্ যৌগদুটির মিশ্র জলীয় দ্রবণ ব্যবহার করা হয়? –

  1. NaNO2 ও NH4Cl
  2. NaNO3 ও NH4Cl
  3. NaCl ও NH4NO3
  4. NaNO3 ও NH4NO3

উত্তর – 1. NaNO2 ও NH4Cl

3. ক্ষারীয় সোডিয়াম নাইট্রোপ্রুসাইড দ্রবণে H2S গ্যাস চালনা করা হলে কি বর্ণ ধারণ করবে –

  1. বেগুনী
  2. কমলা
  3. গাঢ় নীল
  4. সবুজ

উত্তর – 1. বেগুনী

4. নাইট্রোজেন আবন্ধীকরনের প্রথম ধাপে উৎপন্ন হয় –

  1. NO2
  2. NO
  3. N2O5
  4. HNO3

উত্তর – 2. NO

5. কপার সালফেট দ্রবণে অতিরিক্ত NH3 যোগ করলে কি বর্ণ ধারণ করবে –

  1. হলুদ
  2. সবুজ
  3. গাঢ় নীল
  4. ব্রাউন

উত্তর – 3. গাঢ় নীল

6. অ্যামোনিয়া শুষ্ক করতে ব্যবহৃত হয় –

  1. গাঢ় H2SO4
  2. P2O5
  3. CaCl2
  4. CaO

উত্তর – 4. CaO

7. H2S প্রস্তুতিতে ব্যবহৃত হয় –

  1. কিপসের যন্ত্র
  2. উলফ্ বোতল
  3. ফ্ল্যাক্স
  4. কনিক্যাল ফ্লাক্স

উত্তর – 1. কিপসের যন্ত্র

8. কোন্ গ্যাসটিকে শনাক্ত করতে নেসলার বিকারক ব্যবহৃত হয়? –

  1. H2S
  2. NH3
  3. N2
  4. CO2

উত্তর – 2. NH3

9. কোন্ গ্যাসটি কিপসের যন্ত্র দিয়ে প্রস্তুত করা যায় না? –

  1. CO2
  2. H2
  3. O2
  4. H2S

উত্তর – 3. O2

10. কোন্ গ্যাস বায়ুর মতোই ভারী হয় –

  1. NH3
  2. Cl2
  3. H2
  4. H2S

উত্তর – 4. H2S

11. ওলিয়াম এর রাসায়নিক সংকেত হল –

  1. H2SO4
  2. HCl
  3. CH3COOH
  4. HCOOH

উত্তর – 3. CH3COOH

12. কি প্রস্তুত করতে চিলিসল্ট ব্যবহৃত হয় –

  1. HNO3
  2. HCl
  3. CH3COOH
  4. HCOOH

উত্তর – 3.CH3COOH

13. লোহিত তত্ত্ব ___ উপর স্টিম চালনা করা হলে Fe3O4 এবং H2 উৎপন্ন হয় –

  1. Cu
  2. Fe
  3. FeO
  4. Al

উত্তর – 2. Fe

14. নেসলার বিকারকের সংস্পর্শে অ্যামোনিয়ার বর্ণ হয় –

  1. ব্রাউন
  2. কালো
  3. সবুজ
  4. হলুদ

উত্তর – 1. ব্রাউন

15. N2 গ্যাসকে সংগ্রহ করা হয় –

  1. বায়ুর উর্দ্ধ অপসারন দ্বারা
  2. বায়ুর নিম্ন অপসারন দ্বারা
  3. জলের উর্দ্ধ অপসারন দ্বারা
  4. জলের নিম্ন অপসারন দ্বারা

উত্তর – 4. জলের নিম্ন অপসারন দ্বারা

16. অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 তৈরীতে অনুঘটক হিসাবে ব্যবহৃত হয় –

  1. Ni
  2. Fe
  3. Pt
  4. Cu

উত্তর – 3. Pt

17. অ্যাসিডিক পটাশিয়াম ডাই ক্রোমেট-এর সাথে বিক্রিয়ায় বিজারন ধর্ম দেখায় –

  1. H2S
  2. NH3
  3. H2
  4. Cl2

উত্তর – 3. H2

18. লাইকার অ্যামোনিয়ায় অ্যামোনিয়া থাকে –

  1. 25%
  2. 10%
  3. 45%
  4. 35%

উত্তর – 4. 35%

19. অ্যামোনিয়া গ্যাস জলে –

  1. অতীব দ্রাব্য
  2. অদ্রাব্য
  3. বিক্রিয়া ঘটায়
  4. সামান্য দ্রাব্য

উত্তর – 1. অতীব দ্রাব্য

20. কোনটির জলীয় দ্রবণ দিয়ে H2S গ্যাস চালনা করাহলে কালো অধঃক্ষেপ পড়বে না –

  1. ZnSO4
  2. CuSO4
  3. AgNO3
  4. Pb(NO3)2

উত্তর – 4. ZnSO4

21. লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়ার মধ্যে শীতলতম্ হল –

  1. লাইকার অ্যামোনিয়া
  2. তরল অ্যামোনিয়া
  3. উভয়ই
  4. কোনোটিই নয়

উত্তর – 2. তরল অ্যামোনিয়া

22. মিউরেটিক অ্যাসিড হল –

  1. HCl
  2. H2SO4
  3. HNO3
  4. H2CO3

উত্তর – 1. HCl

23. পাইরোসালফিউরিক অ্যাসিড হল-

  1. H2S2O8
  2. H2S2O7
  3. H2S2O5
  4. H2S2O6

উত্তর – 2. H2S2O7

24. লেড নাইট্রেটের উপর দিয়ে H2S চালনা করা হলে বর্ণ হবে –

  1. সাদা
  2. সবুজ
  3. কালো
  4. নীল

উত্তর – 3. কালো

25. অ্যাকোয়া ফর্টিস হল –

  1. HNO3
  2. H2SO4
  3. HCl
  4. HCOOH

উত্তর – 1. HNO3

ধাতুবিদ্যা

1. তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুটি হল –

  1. Ag
  2. Mg
  3. Fe
  4. Au

উত্তর – 3. Fe

2. নীচের কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ডের সংকেত? –

  1. ZnO
  2. ZnS
  3. ZnCO3
  4. ZnSO4

উত্তর – 2. ZnS

3. রেড হেমাটাইটের সংকেত হল –

  1. FeO
  2. Fe2O3
  3. Fe3O4
  4. FeCO3

উত্তর – 2. Fe2O3

4. বক্সাইটের সংকেত হল –

  1. Al2O3
  2. Al2O3, 3NaF
  3. Al2O3, 2H2O
  4. Al2O3, H2O

উত্তর – 3. Al2O3, 2H2O

5. কোন্ ধাতু সংকরে জিঙ্ক বর্তমান –

  1. বেলমেটাল
  2. ব্রাস
  3. ব্রোঞ্জ
  4. ডুরালুমিন

উত্তর – 2. ব্রাস

6. অ্যালুমিনিয়ামের আকরিক হল –

  1. ম্যালাকাইট
  2. হেমাটাইট
  3. বক্সাইট
  4. চ্যালকোটাইট

উত্তর – 3. বক্সাইট

7. তড়িৎচুম্বকের মজ্জা (core) তৈরিতে ব্যবহৃত হয় –

  1. কাস্ট আয়রন
  2. স্টিল
  3. রট আয়রন
  4. ম্যাগনেটাইট

উত্তর – 3. রট আয়রন

8. ডুরালুমিন ধাতু-সংকরে অনুপস্থিত –

  1. কপার
  2. ম্যাগনেশিয়াম
  3. ম্যাঙ্গানিজ
  4. নিকেল

উত্তর – 4. নিকেল

9. প্রদত্ত কোনটি সালফাইড আকরিক? –

  1. বক্সাইট
  2. জিংকাইট
  3. হিমাটাইট
  4. জিংক ব্লেন্ড

উত্তর – 4. জিংক ব্লেন্ড

10. থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয় –

  1. Cr
  2. Fe
  3. Mn
  4. সবকটি

উত্তর – 4. সবকটি

11. গ্যালভানাইজেশনে ব্যবহৃত হয় –

  1. Fe
  2. Cu
  3. Zn
  4. Mg

উত্তর – 3. Zn

12. ক্যাথোডের বিজারণের জন্য অ্যানোডে ব্যবহৃত হয় –

  1. Pt
  2. Cu
  3. Fe
  4. Zn

উত্তর – 3. Fe

13. জিঙ্কের আকরিক হল –

  1. বক্সাইট
  2. ক্রায়োলাইট
  3. ক্যালামাইন
  4. ম্যাগনেটাইট

উত্তর – 3. ক্যালামাইন

14. কোন্ ধাতুটি অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে H₂ উৎপন্ন করে –

  1. Al
  2. Fe
  3. Cu
  4. Zn

উত্তর – 1. Al

15. দিল্লির কুতুব মিনারে ব্যবহৃত হয়েছে –

  1. কাস্ট আয়রন
  2. রট আয়রন
  3. স্টিল
  4. আয়রন ও জিঙ্ক

উত্তর – 2. রট আয়রন

16. আয়রনের বিশুদ্ধতম রূপটি হল –

  1. কাস্ট আয়রন
  2. স্টিল
  3. রট আয়রন
  4. ইনভার

উত্তর – 3. রট আয়রন

17. জার্মান সিলভারে সিলভারের পরিমান হল –

  1. 5%
  2. 10%
  3. 20%
  4. 0%

উত্তর – 4. 0%

18. কার্বনের পরিমান সবথেকে বেশি থাকে যাতে –

  1. কাস্ট আয়রন
  2. রট আয়রন
  3. স্টিল
  4. কোনোটিই নয়

উত্তর – 1. কাস্ট আয়রন

19. খোলা বাতাসে তামার উপর যে সবুজ বর্ণের আস্তরন পড়ে তা হল –

  1. CuCO3, Cu(OH)
  2. CuCO3, Cu(OH)2
  3. CuO, Cu(OH)2
  4. কোনোটিই নয়

উত্তর – 2. CuCO3, Cu(OH)2

20. প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না যে ধাতুটি –

  1. Fe
  2. Cu
  3. Al
  4. Na

উত্তর – 4. Na

21. ধাতব রেলিং তৈরীতে ব্যবহৃত হয় –

  1. কাস্ট আয়রন
  2. রট আয়রন
  3. ইনভার
  4. স্টিল

উত্তর – 4. স্টিল

22. কপার ও জিঙ্কের ধাতুসংকর নয় যেটি –

  1. ব্রাস
  2. বেল মেটাল
  3. ব্রোঞ্জ
  4. 2 ও 3 উভয়ই

উত্তর – 4. 2 ও 3 উভয়ই

23. প্যাকিং ফয়েল তৈরীতে ব্যবহৃত হয় –

  1. Zn
  2. Fe
  3. Al
  4. Ni

উত্তর – 3. Al

24. আয়রনের ধাতু সংকরটি হল –

  1. ব্রাস
  2. ব্রোঞ্জ
  3. ম্যাগনেসিয়াম
  4. অ্যালনিকো

উত্তর – 4. অ্যালনিকো

25. রেড হিমাটাইটের কার্বন বিজারন পদ্ধতিতে ব্যবহৃত হয় –

  1. CO2
  2. CO
  3. Al
  4. O2

উত্তর – 2. CO

26. পদার্থের উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয় –

  1. অ্যামালগামেশন
  2. রাস্টিং
  3. গ্যালভানাইজেশন
  4. প্লাসারিং

উত্তর – 3. গ্যালভানাইজেশন

27. Zn (red hot) + H2O (বাষ্প) = ___?

  1. ZnO2 + H2
  2. ZnO + H2O2
  3. ZnH2 + O2
  4. ZnO + H2

উত্তর – 4. ZnO + H2

28. প্রদত্ত কোনটি Cu-এর আকরিক নয়? –

  1. হিমাটাইট
  2. চ্যালকোসাইট
  3. অ্যাজুরাইট
  4. ম্যালাকাইট

উত্তর – 1. হিমাটাইট

জৈব রসায়ন

1. কোন্ রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করো –

  1. CH₄ + Cl₂
  2. CH₃Cl + Cl₂
  3. CH₂Cl₂ + Cl₂
  4. CHCl₃ + Cl₂

উত্তর – 1. CH₄ + Cl₂ অথবা, 2. CH₃Cl + Cl₂ অথবা, 3. CH₂Cl₂ + Cl₂

2. নীচের কোনটি একটি অ্যালকোহল? –

  1. CH₃OCH₃
  2. CH₃CHO
  3. CH₃COOH
  4. CH₃CH₂OH

উত্তর – 4. CH₃CH₂OH

3. জলীয় সোডিয়াম বাইকার্বনেটের সাথে কিসের বিক্রিয়ায় CO₂ উৎপন্ন হয় –

  1. C₂H₅OH
  2. CH₃CHO
  3. CH₃COOH
  4. CH₃COCH₃

উত্তর – 3. CH₃COOH

4. নীচের কোন্ অ্যালকিল গ্রুপটি 2টি কার্বন পরমাণু বহন করে –

  1. মিথাইল
  2. ইথাইল
  3. বিউটাইল
  4. প্রোপাইল

উত্তর – 2. ইথাইল

5. নীচের কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন –

  1. C₂H₂
  2. C₂H
  3. C₂H₄
  4. C₆H₆

উত্তর – 4. C₂H₆

6. অ্যালডিহাইড গ্রুপটি হল –

  1. —OH
  2. — CHO
  3. \({}_\diagup^\diagdown C=O\)
  4. — COOH

উত্তর – 2. — CHO

7. দুটি কার্বন যুক্ত অ্যালকিনে হাইড্রোজেন পরমাণু থাকবে –

  1. 4টি
  2. 6টি
  3. 8টি
  4. 2টি

উত্তর – 1. 4টি

8. নীচের কোনটি হাইড্রোকার্বন নয় –

  1. CH₄
  2. C₂H₆
  3. C₂H₄
  4. C₂H₅OH

উত্তর – 4. C₂H₅OH

9. কোনটি যৌগের অসম্পৃক্ততার উপস্থিতি প্রমাণ করে –

  1. ব্রোমিন জল
  2. Cl₂/hu
  3. H₂SO₄
  4. CH₃MgBr

উত্তর – 1. ব্রোমিন জল

10. ভিনিগারে উপস্থিত কার্যকরী মূলক হল –

  1. OH
  2. CHO
  3. COOH
  4. CO

উত্তর – 3. COOH

11. ব্রোমোইথিন প্রস্তুত করতে ইথাইনের সাথে কিসের বিক্রিয়া ঘটাতে হবে –

  1. HBr বাষ্প
  2. ব্রোমিন
  3. গাঢ় HBr
  4. কোনোটিই নয়

উত্তর – 3. গাঢ় HBr

12. ইথানলের নিরুদন বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হবে –

  1. অ্যাসিটিলিন
  2. ইথেন
  3. ইথিলিন
  4. মিথেন

উত্তর – 3. ইথিলিন

13. সোডা লাইম সহ সোডিয়াম প্রোপানোয়েটকে উত্তপ্ত করা হলে কোন্ গ্যাস উৎপন্ন হবে –

  1. CH₄
  2. C₂H₆
  3. C₂H₄
  4. C₃H₈

উত্তর – 2. C₂H₆

14. CNG এর প্রধান উপাদান হল –

  1. CH₄
  2. C₂H₆
  3. C₂H₄
  4. C₃H₈

উত্তর – 1. CH₄

15. অ্যাসিটিলিনের বিজারণের মাধ্যমে ইথেন প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটক হল –

  1. Cu চূর্ণ
  2. Ni চূর্ণ
  3. Pt ব্ল্যাক
  4. 2 অথবা 3

উত্তর 4. 2 অথবা 3

16. নীচের কোনটি বায়োডিগ্রেডেবল পলিমার –

  1. স্টার্চ
  2. টেফলন
  3. প্রোটিন
  4. সেলুলোজ

উত্তর – 2. টেফলন

17. LPG এর প্রধান উপাদান হল –

  1. n-বিউটেন
  2. আইসো বিউটেন
  3. n-প্রোপেন
  4. ইথেন

উত্তর – 1. n-বিউটেন

18. অ্যাসিটোনের কার্যকরী মূলকটি হল –

  1. —CHO
  2. \({}_\diagup^\diagdown C=O\)
  3. —COOH
  4. —COH

উত্তর – 2. \({}_\diagup^\diagdown C=O\)

19. কোন উৎসেচক স্টার্চ দ্রবণকে (C₆H₁₀O₅) কে মল্টোজে পরিণত করে –

  1. মল্টেজ
  2. ডাইসেজ
  3. ডায়াস্টেজ
  4. কোনোটিই নয়

উত্তর – 3. ডায়াস্টেজ

20. মিথানল ও অ্যাসিটিক পটাশিয়াম ডাইক্রোমেট -এর বিক্রিয়ায় উৎপন্ন হবে –

  1. অ্যাসিটিক অ্যাসিড
  2. ফরমিক অ্যাসিড
  3. অ্যাসিটালডিহাইড
  4. মিথেন

উত্তর – 2. ফরমিক অ্যাসিড

21. —C = C— গ্রুপযুক্ত সমগনীয় শ্রেণির প্রথম সদস্য হল –

  1. মিথেন
  2. মিথিন
  3. ইথেন
  4. ইথিন

উত্তর – 4. ইথিন

22. সমগনীয় শ্রেণীর পাশাপাশি দুটি সদস্যের আণবিক ভরের পার্থক্য হল –

  1. 18
  2. 14
  3. 10
  4. 4

উত্তর – 2. 14

23. সমগনীয় শ্রেণীর একটি সদস্য তার পাশের সদস্যের থেকে যে গ্রুপ দ্বারা পৃথক হয় –

  1. —CH₃
  2. —C₂H₂
  3. —CH₂
  4. —C₂H₄

উত্তর – 3. —CH₂

24. নীচের কোন্ হাইড্রোকার্বনটি প্রতিস্থাপনযোগ্য যৌগ উৎপন্ন করতে পারে –

  1. C₂H₄
  2. C₂H₆
  3. C₂H₂
  4. C₃H₈

উত্তর – 2. C₂H₆

25. যে অজৈব যৌগ থেকে প্রথম জৈব যৌগ কৃত্রিমভাবে তৈরি করা হয় –

  1. অ্যামোনিয়াম ফসফেট
  2. অ্যামোনিয়াম ক্লোরাইড
  3. অ্যামোনিয়াম সায়ানেট
  4. অ্যামোনিয়াম সালফেট

উত্তর – 3. অ্যামোনিয়াম সায়ানেট

26. প্যারাফিন কার অপর নাম? –

  1. অ্যালকিন
  2. অ্যালকাইন
  3. অ্যালকেন
  4. কোনোটিই নয়

উত্তর – 3. অ্যালকেন

27. সমযোজী ত্রি-বন্ধনযুক্ত যৌগ হল –

  1. ইথেন
  2. অ্যাসিটিলিন
  3. ইথিলিন
  4. মিথেন

উত্তর – 2. অ্যাসিটিলিন

28. প্রোপান-1-অল ও প্রোপান-2-অলের মধ্যে কী ধরনের সমাবয়বতা দেখা যায়? –

  1. শৃঙ্খলঘটিত
  2. অবস্থানঘটিত
  3. কার্যকরী মূলকঘটিত
  4. ত্রিমাত্রিকঘটিত

উত্তর – 2. অবস্থানঘটিত

29. ইথান্যাল -এর সংকেত হল –

  1. C₂H₅OH
  2. CH₃CHO
  3. CH₃COOH
  4. C₂H₅COOH

উত্তর – 2. CH₃CHO

30. CH₃CH₂CH₃ যৌগটির IUPAC পদ্ধতিতে নাম হল –

  1. প্রোপিন
  2. প্রোপাইন
  3. প্রোপেন
  4. ইথেন

উত্তর – 3. প্রোপেন

31. জৈব যৌগের রাসায়নিক ধর্ম নির্ধারণ করে –

  1. অ্যালকিল মূলক
  2. অ্যালকাইল মূলক
  3. কার্যকরী মূলক
  4. মুক্ত মূলক

উত্তর – 3. কার্যকরী মূলক

32. সবচেয়ে কম C-পরমাণুবিশিষ্ট অ্যালকোহলের নাম –

  1. মিথানল
  2. ইথানল
  3. প্রোপানল
  4. বিউটানল

উত্তর – 1. মিথানল

33. অ্যালকেন শ্রেণির কোনো যৌগ থেকে 1টি H-পরমাণু অপসারিত হলে উৎপন্ন গ্রুপকে বলা হয় –

  1. ভিনাইল গ্রুপ
  2. অ্যারাইল গ্রুপ
  3. অ্যালকিল গ্রুপ
  4. ফিনাইল গ্রুপ

উত্তর – 3. অ্যালকিল গ্রুপ

34. কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে বলে –

  1. কার্বোহাইড্রেট
  2. হাইড্রোকার্বন
  3. কার্বক্সিলিক অ্যাসিড
  4. অ্যালকোহল

উত্তর – 2. হাইড্রোকার্বন


2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের ভৌত বিজ্ঞান বিষয়ের MCQ প্রশ্নের সাজেশন এখানেই শেষ হলো। এই প্রশ্নগুলি তোমাদের কতটা সাহায্য করলো বা অন্য কোনো বিষয়ের সাজেশন প্রয়োজন কিনা, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না!

এছাড়াও, টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারেন—আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।

Please Share This Article

Related Posts

Madhyamik Life Science Suggestion 2026 - রচনাধর্মী প্রশ্ন

Madhyamik Life Science Suggestion 2026 – রচনাধর্মী প্রশ্ন

Madhyamik Life Science Suggestion 2026 - সংক্ষিপ্ত প্রশ্ন

Madhyamik Life Science Suggestion 2026 – সংক্ষিপ্ত প্রশ্ন

Madhyamik Life Science Suggestion 2026 – অতিসংক্ষিপ্ত প্রশ্ন

Madhyamik Life Science Suggestion 2026 – অতিসংক্ষিপ্ত প্রশ্ন

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik Physical Science MCQ Suggestion 2026

Madhyamik Life Science Suggestion 2026 – রচনাধর্মী প্রশ্ন

Madhyamik Life Science Suggestion 2026 – সংক্ষিপ্ত প্রশ্ন

Madhyamik Life Science Suggestion 2026 – অতিসংক্ষিপ্ত প্রশ্ন

Madhyamik Bengali Suggestion 2026 – স্তম্ভ মেলাও