এই আর্টিকেলে আমরা WBBSE বোর্ডের 2026 সালের মাধ্যমিক ভৌত বিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করবো। এখানে দেওয়া সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরিবেশের জন্য ভাবনা
1. ভবিষ্যতে পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাবের উল্লেখ করো।
2. বিশ্ব উষ্ণায়ন কী?
3. বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সবথেকে বেশি কারণ সহ লেখো।
4. স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝ?
5. মিথেন হাইড্রেট কি?
6. আদর্শ জ্বালানির বৈশিষ্ট্যগুলি আলোচনা কর।
7. গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাবগুলি উল্লেখ কর।
8. CFC কিভাবে ওজোন স্তরের ক্ষতি করে?
9. স্থিতিশীল উন্নয়নের মূল উদ্দেশ্যগুলি ব্যাখ্যা কর।
10. বায়ো ফুয়েল বলতে কি বোঝ? উদাহরণ দাও।
11. পরিবেশে ওজোন স্তরের ভূমিকা কি?
12. গ্রিন হাউস প্রভাব বলতে কি বোঝ?
13. অতি বেগুনি রশ্মি কিভাবে ওজোন গ্যাসের ক্ষতি করে?
14. জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝ?
গ্যাসের আচরণ
1. 17°C উষ্ণতায় ও 750 mmHg চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 580 cm³ আয়তন অধিকার করে। ওই চাপে 47°C উষ্ণতায় গ্যাসটি কত আয়তন অধিকার করবে?
2. সমভরের দুটি গ্যাস STP -তে যথাক্রমে 4480 mL এবং 5600 mL আয়তন অধিকার করে। গ্যাসদুটির মোলার ভরের অনুপাত নির্ণয় করো।
3. 770 mmHg চাপে 27°C উষ্ণতায় কোনও নির্দিষ্ট হাইড্রোজেন গ্যাস 75cm³ আয়তন অধিকার করে। ওই উষ্ণতায় 750 mmHg চাপে ওই ভরের হাইড্রোজেন গ্যাস কত আয়তন অধিকার করবে?
4. 2 অ্যাটমস্ফিয়ার চাপে ও 300K উষ্ণতায় 64g O2 গ্যাসের (O = 16) আয়তন কত হবে? (R = 0.082 লিটার-অ্যাটমস্ফিয়ার মোল-1K-1)
5. নির্দিষ্ট ভরের একটি গ্যাস -13°C উষ্ণতায় 520 cm³ আয়তন অধিকার করে। চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটিকে উত্তপ্ত করলে গ্যাসের আয়তন বেড়ে 700 cm³ হয়। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস?
6. 27°C উষ্ণতায় ও 700 mmHg চাপে 32g O2 ও 44g CO2 গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত নির্ণয় করো। (C = 12, O = 16)
7. কোন গ্যাস 1 গ্রাম 7°C উষ্ণতায় ও 2 অ্যাটমস্ফিয়ার চাপে 410 mL আয়তন অধিকার করে। গ্যাসটির মোলার ভর নির্ণয় করো। (R = 0.082 লিটার অ্যাটমস্ফিয়ার মোল-1K-1)
8. STP -তে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 273cm³ আয়তন অধিকার করে। কত চাপে 27°C উষ্ণতায় ওই গ্যাসটি 300 cm³ আয়তন অধিকার করবে?
9. 0°C উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হল। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে?
10. স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0°C থেকে 546°C উষ্ণতায় উত্তপ্ত করা হল। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত?
11. STP -তে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52m³ হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 cmHg চাপে গ্যাসটির আয়তন কত হবে?
12. চার্লসের সূত্রটি বিবৃত কর।
13. 0°C উষ্ণতার নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুন করা হলে এবং আয়তন অর্ধেক করা হলে গ্যাসের অন্তিম উষ্ণতা কত হবে?
14. 4 atm চাপে এবং 27°C উষ্ণতায় 8 gm H2 গ্যাসের আয়তন কত হবে? [R = 0.032 Lit atm mol-1k-1]
15. বয়েলের সূত্রটি বিবৃত কর।
16. 4 অ্যাটমোস্ফিয়ার চাপে ও 300k উষ্ণতায় 8g H2 গ্যাসের (H-1) আয়তন কত হবে? (K = 0.082 লিটার অ্যাটমোস্ফিয়ার মোল-1K-1)
17. একটি গভীর জলাশয়ের তলদেশ থেকে বায়ুর বুদ্বুদ উপরে উঠে আসলে তার আয়তন বাড়বে না কমবে ব্যাখ্যা কর।
18. নির্দিষ্ট উষ্ণতায় কিছু পরিমান গ্যাসের চাপ প্রয়োগে আয়তন অর্দ্ধেক করা হলে চাপ বৃদ্ধির পরিমান নির্ণয় কর।
19. বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণগুলি লেখ।
20. সার্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্র নির্ণয় কর।
21. অ্যাভোগাড্রোর সূত্রটি বিবৃত কর।
22. উষ্ণতার পরম স্কেল এবং পরমশূন্য উষ্ণতা বলতে কি বোঝ?
আলো
1. আলোর প্রতিসরণের স্নেল এর সূত্রটি লেখো।
2. কোনও পাতলা উত্তল লেন্সের আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে কোনও বিস্তৃত বস্তু রাখলে বস্তুটির যে প্রতিবিম্ব গঠিত হয় তার দুটি বৈশিষ্ট্য লেখো।
3. লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোকরশ্মির প্রতিসরণে চ্যুতিকোণ নির্ণয় করো। (আপতন কোণ = i এবং প্রতিসরণ কোণ = r )
4. সূর্যালোকে গাছের সবুজ পাতাগুলি ‘সবুজ’ দেখায় কেন?
5. একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
6. অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে? প্রতিবিম্বটির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
7. কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে?
8. উত্তল লেন্স দ্বারা কোন্ ধরনের দৃষ্টিত্রুটি প্রতিকার করা হয়?
9. কোনো উত্তল লেন্সের আলোককেন্দ্র বলতে কী বোঝায়?
10. দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন?
11. কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের ওপর কীভাবে নির্ভর করে?
12. গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন?
13. উত্তল এবং অবতল দর্পনের ব্যবহার উল্লেখ কর।
14. কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কাকে বলে?
15. উত্তল দর্পন এবং অবতল দর্পন বলতে কি বোঝ?
16. গোলীয় দর্পনের রৈখিক উন্মেষ এবং কৌণিক উন্মেষ কাকে বলে?
17. মাধ্যমের আপাত প্রতিসরাঙ্ক কাকে বলে?
18. উপাক্ষীয় রশ্মি এবং প্রান্তিক রশ্মি কাকে বলে?
19. দীর্ঘদৃষ্টির কারণগুলি উল্লেখ কর। এর সম্ভাব্য প্রতিকার কি?
20. দিনের বেলায় আকাশ নীল দেখায় কেনো?
21. গোলীয় দর্পনের মুখ্য ফোকাস কাকে বলে?
22. লেন্সের ফোকাস দৈর্ঘ্য কোন্ কোন্ বিষয়ের উপর নির্ভরশীল?
23. প্রিজমের প্রতিসরাঙ্ক আলোর বর্ণের উপর কিভাবে নির্ভরশীল?
চলতড়িৎ
1. বৈদ্যুতিক হিটারের তার ও ফিউজ তারের প্রতিটির একটি করে বৈশিষ্ট্য লেখো।
2. মুক্ত বর্তনীতে তড়িৎ-কোশের তড়িৎচালক বলের সংজ্ঞা দাও।
3. তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য উল্লেখ করো।
4. r1 এবং r2 দুটি রোধকে একই বিভব প্রভেদে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল r1 -এর মধ্যে দিয়ে প্রবাহমাত্রা r2 -এর মধ্যে দিয়ে প্রবাহমাত্রার ছয়গুণ। r1 ও r2 -র অনুপাত নির্ণয় করো।
5. তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো।
6. ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে CFL বাতি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো।
7. আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক কাকে বলে?
8. বার্লোচক্রের ঘূর্ণন কোন্ কোন্ বিষয়ের উপর নির্ভর করে বৃদ্ধি করা সম্ভব?
9. তড়িৎচালক বল ও বিভব প্রভেদের পার্থক্য আলোচনা কর।
10. ওহমের সূত্রটি বিবৃত কর।
11. তড়িৎবিভব কাকে বলে?
12. কোশের তড়িৎচালক বল (Emf) কাকে বলে?
13. অর্ধপরিবাহী পদার্থ বলতে কি বোঝ?
14. 1 BOT বলতে কি বোঝ?
15. ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটি বিবৃত কর।
16. অ্যাম্পিয়ারের সন্তরন নিয়মটি বিবৃত কর।
17. একটি 25Ω রোধের সমান্তরাল সমবায়ে কত রোধ যুক্ত করা হলে তুল্যরোধের মান 25Ω হবে?
18. কুলম্বের সূত্রটি বিবৃত কর।
পর্যায় সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা
1. দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 2 -এর মৌলগুলিকে ক্ষারমৃত্তিকা ধাতু বলা হয় কেন?
2. একটি সন্ধিগত মৌল এবং এবং একটি ইউরোনিয়ামোত্তর মৌলের উদাহরণ দাও।
3. কোনো শ্রেণি বরাবর আয়োনাইজেশন শক্তি কিভাবে পরিবর্তিত হয়?
4. আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল বলতে কি বোঝা?
5. ডোবেরাইনারের ত্রয়ীসূত্রটি বিবৃত কর।
6. নিউল্যান্ডের অষ্টক সূত্রটি বিবৃত কর।
7. তড়িৎ ঋনাত্বকতার মান কোন্ কোন্ বিষয়ের উপর নির্ভরশীল?
8. ত্রয়ী মৌল বলতে কি বোঝ?
9. ইউরেনিয়ামোত্তর মৌল বলতে কি বোঝ? উদাহরণ দাও।
10. সন্ধিগত মৌল কাদের বলে? উদাহরণ দাও।
11. সুপার হ্যালোজেন কাকে বলা হয় ও কেন?
আয়নীয় এবং সমযোজী বন্ধন
1. CH4 -এর লুইস ডট ডায়াগ্রাম এঁকে দেখাও যে CH4 সমযোজী বন্ধন দ্বারা গঠিত। (H ও C -এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1 ও 6)
2. সোডিয়াম ক্লোরাইডের একটি ধর্মের সাহায্যে দেখাও যে সোডিয়াম ক্লোরাইড আয়ন দিয়ে গঠিত।
3. কীভাবে সোডিয়াম ক্লোরাইডে আয়নীয় বন্ধন গঠিত হয় দেখাও। (Na ও Cl -এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 11 ও 17)
4. NH3 -তে কোন্ ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? NH3 -এর লুইস ইলেকট্রন ডট্ ডায়াগ্রাম অঙ্কন করো। (H ও N -এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1 ও 7)
5. সোডিয়াম ফুরাইডে আয়নীয় বন্ধন কীভাবে গঠিত হয়? (F ও Na -এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 9 ও 11)
6. C -এর সর্ববহিস্থ কক্ষে এটি ইলেকট্রন এবং O -এর সর্ববহিস্থ কক্ষে 6টি ইলেকট্রন আছে। CO2 অণুর লুইস’ ডট্ ডায়াগ্রাম অঙ্কন করো।
7. দেখাও যে, F আয়নীয় বন্ধন গঠন করে Na -এর সঙ্গে, কিন্তু সমযোজী বন্ধন গঠন করে H এর সঙ্গে। (H, F ও Na -এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1, 9 ও 11)
8. সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি কেন ব্যাখ্যা করো।
9. একটি আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে দেখাও যে এর আয়নগুলি অষ্টক নীতি মান্য করে না।
10. কোশেল আয়নীয় বন্ধন গঠন কীভাবে ব্যাখ্যা করেন?
11. সোডিয়াম ক্লোরাইডের বন্ধন Na-Cl হিসেবে প্রকাশ করা যায় না কেন?
12. লুইস -এর ধারণা অনুসারে সমযোজী বন্ধন কীভাবে গঠিত হয় একটি উদাহরণ দিয়ে লেখো।
13. একটি তরল ও একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ দাও।
14. চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে। কেন?
15. সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা সঙ্গত কেন?
16. সমযোজ্যতা বলতে কি বোঝ?
17. লুইস এর মতবাদ অনুযায়ী সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়?
18. তড়িৎ যোজ্যতা বলতে কি বোঝ?
19. সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আনবিক ভরের পরিবর্তে সংকেত ভর কথাটি প্রযোজ্য হয় কেন?
20. CaH2, Na2O, MgCl2 অণুগুলির ইলেকট্রন ডট গঠন দেখাও।
21. সমযোজী যৌগ সৃষ্টি হবার শর্তগুলি উল্লেখ কর।
22. H2O, CO2, NH3 অনুগুলির R লুইস ডট্ গঠন অঙ্কন কর।
23. আয়নীয় যৌগ সৃষ্টি হবার শর্তগুলি উল্লেখ কর।
24. NaCl বা CCl4 এর নিম্নলিখিত ধর্মগুলির তুলনা কর।
25. HCl সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও কিভাবে এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে?
26. আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন গঠনের ক্ষেত্রে বিজ্ঞানী কোসেল এর প্রস্তাবনাগুলি ব্যক্ত কর।
তড়িৎ এবং রাসায়নিক বিক্রিয়া
1. ন্যাপথালিন ও সোডিয়াম ক্লোরাইডের নীচের দুটি ধর্মের তুলনা করো – গলনাঙ্ক ও জলে দ্রাব্যতা।
2. ক্যাথোড ও অ্যানোড তড়িদ্বার বলতে কী বোঝায়?
3. তীব্র তড়িদবিশ্লেষ্য বলতে কী বোঝায়?
4. গাঢ় H2SO4 এর চেয়ে লঘু H2SO4 বেশি পরিমানে তড়িৎ পরিবহন করে কেন?
5. Cu তড়িৎদ্বারের সাহায্যে CuSO4 দ্রবণের তড়িৎবিশ্লেষণ করা হলে ক্যাথোডে যে পরিমান ধাতব কপার সঞ্চিত হয় অ্যানোডের থেকে ঠিক সেই পরিমান কপার Cu2+ আয়ন রূপে দ্রবণে চলে আসে। তাই অ্যানোড ক্ষয়প্রাপ্ত হলেও দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে এবং দ্রবণের নীল বর্ণের প্রগাঢ়তা একই থাকে।
6. সব তড়িৎবিশ্লেষ্য পদার্থই তড়িৎ পরিবাহী কিন্তু সব তড়িৎ পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য নয়-ব্যাখ্যা কর।
7. তড়িৎলেপন বলতে কি বোঝ?
8. তড়িৎবিশ্লেষ্য বলতে কি বোঝ?
পরীক্ষাগারে এবং শিল্পে অজৈব রসায়ন
1. Pb(NO3)2 -এর জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো।
2. হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির নীতিটি লেখ।
3. 1100°C উষ্ণতায় উত্তপ্ত ক্যালশিয়াম কার্বাইড -এর ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কী ঘটে, সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো।
4. দুটি জলীয় দ্রবণের একটি ফেরিক ক্লোরাইড ও অপরটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সাহায্যে কীভাবে ফেরিক ক্লোরাইড দ্রবণটি শনাক্ত করবে? সমিত রাসায়নিক সমীকরণ সহ উত্তর দাও।
4. জলীয় কপার সালফেট দ্রবণের মধ্যে Hs গ্যাস চালনা করলে কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।
5. কিপযন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম করো। গ্যাসটি প্রস্তুতির বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো।
6. হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইডের মধ্য দিয়ে অ্যামোনিয়া চালনা করা হলে কি ঘটবে?
7. নেসলার বিকারকের সাহায্যে কিভাবে অ্যামোনিয়া গ্যাস শনাক্ত করবে?
8. অ্যামোনিয়া গ্যাসের বিজারন ধর্মের উদাহরণ দাও।
9. স্মেলিং সল্ট থেকে কিভাবে অ্যামোনিয়া প্রস্তুত করা হয়?
10. পরীক্ষাগারে প্রস্তুত অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে গাঢ় H2SO4, P2O5 বা অনার্দ্র CaCl2 ব্যবহার করা যায় না কেন?
11. লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়ার পার্থক্য কি?
12. অ্যামোনিয়া থেকে কিভাবে ইউরিয়ার শিল্পোৎপাদন করা হয়।
13. পরীক্ষাগারে অ্যামোনিয়ার প্রস্তুতির নীতিটি লেখ।
14. অ্যামোনিয়া গ্যাসে হাইড্রোজেন আছে কিভাবে বোঝা যায়?
15. পরীক্ষাগারে H2S গ্যাস প্রস্তুতির নীতিটি লেখ।
16. পরীক্ষাগারে প্রস্তুত H2S গ্যাসকে কিভাবে বিশুদ্ধিকরন করা হয়?
17. H2S গ্যাস কিভাবে শনাক্ত করা হয়?
18. পরীক্ষাগারে কিভাবে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করা হয়?
19. জ্বলন্ত ম্যাগনেশিয়াম ফিতাকে নাইট্রোজেন পূর্ণ গ্যাস জারে প্রবেশ করালে কি ঘটবে?
20. গাঢ় H2SO4 দ্বারা H2S কে শুষ্ক করা যায় না কেন?
21. H2S এর বিজারন ধর্মের উদাহরণ দাও।
22. তৈলচিত্র পুরানো হয়ে গেলে তা কালো হয়ে যায় কেন? ইহা কিভাবে পুনরুদ্ধার করা হয়?
23. নাইট্রোলিম কি? ইহা কিভাবে প্রস্তুত করা হয়?
ধাতুবিদ্যা
1. তড়িদবিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনে নীচের বিক্রিয়াটি কোন্ তড়িদ্বারে ঘটে? Mn+ + ne ⇌ M (M = ধাতু) বিক্রিয়াটি জারণ না বিজারণ বিক্রিয়া? যুক্তিসহ উত্তর দাও।
2. অ্যালুমিনিয়ামের একটি ব্যবহার উল্লেখ করো। আম্লিক খাদ্য অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা উচিত নয় কেন?
3. CuSO4 -এর জলীয় দ্রবণে এক টুকরো ধাতব আয়রণ যোগ করলে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটির সমিত রাসায়নিক সমীকরণ’ লেখো। এই বিক্রিয়া থেকে ধাতুদের সক্রিয়তা শ্রেণিতে Cu ও Fe -এর আপেক্ষিক অবস্থান সম্বন্ধে কী জানা যায়?
4. থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রণ উৎপন্নের বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। এই পদ্ধতিটির একটি প্রয়োগ উল্লেখ করো।
5. জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্ক -এর খনিজ ও আকরিক দুই-ই বলা যায় কেন?
6. লোহার মরিচা পড়া প্রতিরোধের দুটি উপায় উল্লেখ করো।
7. MSO4 (M = ধাতু) -এর জলীয় দ্রবণকে তড়িৎবিশ্লেষণ করলে ক্যাথোডে কী বিক্রিয়া ঘটে লেখো। বিক্রিয়াটি জারণ না বিজারণ বিক্রিয়া যুক্তিসহ লেখো।
8. কপার ও অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার উল্লেখ করো।
9. জিঙ্ক অক্সাইড থেকে কীভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায়? বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো।
10. লোহায় মরচে ধরার বিক্রিয়াগুলি উল্লেখ কর।
11. জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু প্রস্তুত করা হয়?
12. সকল আকরিকই খনিজ পদার্থ কিন্তু সব খনিজ পদার্থকে আকরিক বলা যায় না-ব্যাখ্যা কর।
13. নিম্নলিখিত যৌগগুলির IUPAC নাম লেখ।
- CH3CH2CHO
- \(\overset3CH_3-\underset{\underset{OH}┃}{\overset2CH}-\overset1CH_3\\\)
- CH3COOH
- \(\overset3CH_2=\overset2CH-\overset1CH_2\\\)
14. একটুকরো জিঙ্ককে কপার সালফেট দ্রবণে যোগ করলে কি ঘটবে?
15. গ্যালভানাইজেশন বলতে কি বোঝ?
16. তড়িৎ রাসায়নিক শ্রেণি বলতে কি বোঝ?
17. খনিজমল, বিগালক ও ধাতুমল বলতে কি বোঝ?
18. ভষ্মীকরণ ও তাপজারন পদ্ধতি বলতে কি বোঝ?
19. থার্মিট পদ্ধতির নীতিটি বিক্রিয়াসহ উল্লেখ কর।
জৈব রসায়ন
1. ইথিলিন এর পলিমেরাইজেশন বিক্রিয়া দ্বারা কীভাবে পলিইথিলিন উৎপাদন করা হয়?
2. কীভাবে নীচের পরিবর্তনটি করা যায়?
3. নীচের যৌগগুলি থেকে একটি সমগণীয় শ্রেণির সদস্যদের বেছে নিয়ে তাদের আণবিক ওজনের ঊর্ধ্বক্রমে পরপর সাজাও –
CH3COOH, CH3CH2OH, CH3OCH3, CH3OH, C2H4, C2H6, CH3CH2CH2OH, C3H4
4. কার্যকরী গ্রুপ বলতে কী বোঝায় একটি উদাহরণ সহ লেখো।
5. মিথেনকে অক্সিজেন দহন করলে কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো।
6. অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহলের একটি করে ব্যবহার উল্লেখ করো।
7. ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত কী? বিক্রিয়াটির প্রথম ধাপের সমিত রাসায়নিক সমীকরণটি লেখো।
8. ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।
9. ইথিলিন -এর গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন।
10. ডিনেচার্ড স্পিরিট কী?
11. ইথিলিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া উল্লেখ কর।
12. সমগনীয় শ্রেণি ও সমগণ বলতে কি বোঝা?
13. সম্পৃক্ত ও অসম্পৃক্ত জৈব যৌগ বলতে কি বোঝ?
14. সমাবয়বতা বলতে কি বোঝ?
15. ক্যাটিনেশন ধর্ম বলতে কি বোঝ?
16. কার্যকরী গ্রুপ বলতে কি বোঝ?
17. ইথিলিন থেকে কিভাবে পলিথিন প্রস্তুত করা হয়? টেফলন ও পিভিসি এর মনোমার -এর নাম ও সংকেত লেখ।
18. C2H5OH জৈব যৌগ কিন্তু Na2CO3 জৈব যৌগ নয় কেন?
2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের ভৌত বিজ্ঞান বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন এখানেই শেষ হলো। এই প্রশ্নগুলি তোমাদের কতটা সাহায্য করলো বা অন্য কোনো বিষয়ের সাজেশন প্রয়োজন কিনা, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না!
এছাড়াও, টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারেন—আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।





মন্তব্য করুন