আজকে আমরা এই আর্টিকেলে নবম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়, “বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ” এর কিছু “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

সঠিক উত্তর নির্বাচন করো।
নেপোলিয়নের জন্ম হয় –
- অ্যাজাক্কিও শহরে
- প্যারিস শহরে
- মিলান শহরে
- নাটাল শহরে
উত্তর – 1. অ্যাজাক্কিও শহরে
নেপোলিয়ন ফরাসি গোলন্দাজ বাহিনীতে যোগ দেন –
- 17 বছর বয়সে
- 18 বছর বয়সে
- 19 বছর বয়সে
- 20 বছর বয়সে
উত্তর – 1. 17 বছর বয়সে
নেপোলিয়ন তুলোঁ বন্দর পুনরুদ্ধার করেন –
- 1790 খ্রিস্টাব্দে
- 1793 খ্রিস্টাব্দে
- 1795 খ্রিস্টাব্দে
- 1800 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1793 খ্রিস্টাব্দে
নেপোলিয়নকে ‘মুক্তিদাতা’ বলে সম্ভাষণ করেন –
- ফরাসিরা
- জার্মানরা
- ইতালীয়রা
- রোমানরা
উত্তর – 1. ফরাসিরা
1799 খ্রিস্টাব্দ থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ফ্রান্সের ভাগ্যনিয়ন্তা ছিলেন –
- পোপ
- অষ্টাদশ লুই
- ষোড়শ লুই
- নেপোলিয়ন
উত্তর – 4. নেপোলিয়ন
নেপোলিয়ন সম্রাট হয়েছিলেন –
- যাজকদের দ্বারা
- উত্তরাধিকার সূত্রে
- গণভোটের দ্বারা
- উপরের কোনোটিই নয়
উত্তর – 3. গণভোটের দ্বারা
নেপোলিয়নকে গণভোটের দ্বারা সম্রাট হওয়ার প্রস্তাব দিয়েছিলেন –
- জনগণ
- রাজা
- যাজক
- সিনেট
উত্তর – 4. সিনেট
নেপোলিয়ন পবিত্র রোমান সাম্রাজ্যের পতন ঘটান –
- 1802 খ্রিস্টাব্দে
- 1804 খ্রিস্টাব্দে
- 1806 খ্রিস্টাব্দে
- 1808 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1806 খ্রিস্টাব্দে
নেপোলিয়ন ‘কোড নেপোলিয়ন’ প্রণয়ন করেছিলেন –
- পুলিশদের দ্বারা
- আইনবিদদের দ্বারা
- বিচারকদের দ্বারা
- যাজকদের দ্বারা
উত্তর – 2. আইনবিদদের দ্বারা
‘কোড নেপোলিয়ন’-এ ধারা আছে –
- 1200টি
- 1400টি
- 1600টি
- 2287টি
উত্তর – 4. 2287টি
জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য নেপোলিয়ন অস্ট্রিয়া ও প্রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত করেছিলেন –
- 1টি
- 2টি
- 3টি
- 4টি
উত্তর – 3. 3টি
‘কনফেডারেশন অফ রাইন’ গঠন করেন –
- নেপোলিয়ন
- নেলসন
- প্রথম আলেকজান্ডার
- ষোড়শ লুই
উত্তর – 1. নেপোলিয়ন
নেপোলিয়ন ‘কনফেডারেশন অফ দ্য রাইন’ গঠন করেন –
- জার্মানিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে
- ফ্রান্সকে উন্নত করার উদ্দেশ্যে
- জার্মানিকে রক্ষা করার উদ্দেশ্যে
- ইংল্যান্ডকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে
উত্তর – 1. জার্মানিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে
নেপোলিয়ন বাস্তবায়িত করেন বিপ্লবের –
- সাম্যের আদর্শকে
- মৈত্রীর আদর্শকে
- স্বাধীনতার আদর্শকে
- ধর্মীয় আদর্শকে
উত্তর – 1. সাম্যের আদর্শকে
নেপোলিয়ন কঠোর হাতে দমন করেন বিপ্লবের –
- সাম্যের আদর্শকে
- মৈত্রীর আদর্শকে
- ধর্মীয় আদর্শকে
- স্বাধীনতার আদর্শকে
উত্তর – 4. স্বাধীনতার আদর্শকে
নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা যে দেশের অর্থনীতিকে দুর্বল করার জন্য চালু করেছিলেন, সেটি হল –
- ইংল্যান্ড
- ফ্রান্স
- ইটালি
- জার্মানি
উত্তর – 2. ফ্রান্স
ট্রাফালগারের যুদ্ধে ব্রিটিশ সেনাপতি ছিলেন –
- উইলিয়ম জেমস
- উইলিয়ম হান্টার
- নেলসন
- জর্জ ওয়াশিংটন
উত্তর – 3. নেলসন
ট্রাফালগারের যুদ্ধে পরাজিত হয়েছিল –
- ইংল্যান্ড
- রাশিয়া
- ফ্রান্স
- পোর্তুগাল
উত্তর – 3. ফ্রান্স
নেপোলিয়ন ইংলিশ চ্যানেল পার করে সরাসরি ইংল্যান্ড আক্রমণের পরিকল্পনা করেছিলেন –
- 1 বার
- 2 বার
- 3 বার
- উপরের কোনোটিই নয়
উত্তর – 2. 2 বার
জেনা ও অস্ট্যারডাট -এর যুদ্ধে ফ্রান্সের কাছে পরাজিত হয় –
- ইংল্যান্ড
- অস্ট্রিয়া
- প্রাশিয়া
- রাশিয়া
উত্তর – 3. প্রাশিয়া
নেপোলিয়নের বিরুদ্ধে পোর্তুগাল ও স্পেনের বিদ্রোহকে একত্রে বলা হয় –
- আইবেরীয় উপদ্বীপের বিদ্রোহ
- ফরাসি বিদ্রোহ
- সিপাহি বিদ্রোহ
- স্পেনীয় বিদ্রোহ
উত্তর – 1. আইবেরীয় উপদ্বীপের বিদ্রোহ
‘আইবেরীয় উপদ্বীপ’ বলা হয় –
- স্পেন ও পোর্তুগাল অঞ্চলকে
- আয়ারল্যান্ডকে
- ইংল্যান্ড ও ফ্রান্স অঞ্চলকে
- রাশিয়াকে
উত্তর – 1. স্পেন ও পোর্তুগাল অঞ্চলকে
‘ওয়ার অ্যান্ড পিস’ গ্রন্থের রচয়িতা –
- শেকসপিয়র
- বার্নাড শ
- লিও টলস্টয়
- রুশো
উত্তর – 3. লিও টলস্টয়
‘ওয়ার অ্যান্ড পিস’ -এর বিষয়বস্তু হল –
- ফরাসি বিপ্লব
- আমেরিকার স্বাধীনতা যুদ্ধ
- স্পেনের গৃহযুদ্ধ
- নেপোলিয়নের রাশিয়া অভিযান
উত্তর – 4. নেপোলিয়নের রাশিয়া অভিযান
নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেন –
- 1810 খ্রিস্টাব্দে
- 1811 খ্রিস্টাব্দে
- 1812 খ্রিস্টাব্দে
- 1813 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1812 খ্রিস্টাব্দে
নেপোলিয়ন মস্কো দখল করেন –
- 1810 খ্রিস্টাব্দে
- 1811 খ্রিস্টাব্দে
- 1812 খ্রিস্টাব্দে
- 1813 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1812 খ্রিস্টাব্দে
‘জাতিসমূহের যুদ্ধ’ নামে পরিচিত –
- প্রথম বিশ্বযুদ্ধ
- লিপজিগের যুদ্ধ
- স্পেনের যুদ্ধ
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ
উত্তর – 2. লিপজিগের যুদ্ধ
ওয়াটারলু-র যুদ্ধে পরাজিত হন –
- নেলসন
- জার প্রথম আলেকজান্ডার
- নেপোলিয়ন
- অষ্টাদশ লুই
উত্তর – 3. নেপোলিয়ন
সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়নকে নির্বাসিত করা হয়-
- 1815 খ্রিস্টাব্দে
- 1820 খ্রিস্টাব্দে
- 1822 খ্রিস্টাব্দে
- 1830 খ্রিস্টাব্দে
উত্তর – 1. 1815 খ্রিস্টাব্দে
সেন্ট হেলেনা দ্বীপ অবস্থিত –
- প্রশান্ত মহাসাগরে
- আটল্যান্টিক মহাসাগরে
- ভারত মহাসাগরে
- উপরের কোনোটিই নয়
উত্তর – 2. আটল্যান্টিক মহাসাগরে
পূর্ণবাক্যে উত্তর দাও।
‘বিপ্লবের সন্তান’ কে ছিলেন?
নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন ‘বিপ্লবের সন্তান’।
নেপোলিয়ন কবে ডিরেক্টরি শাসনের অবসান ঘটিয়েছিলেন?
নেপোলিয়ন 1799 খ্রিস্টাব্দের 9 নভেম্বর ডিরেক্টরি শাসনের অবসান ঘটিয়েছিলেন।
নেপোলিয়ন বোনাপার্ট কত খ্রিস্টাব্দে ফ্রান্সের শাসনক্ষমতা দখল করেন?
নেপোলিয়ন বোনাপার্ট 1799 খ্রিস্টাব্দে ফ্রান্সের শাসনক্ষমতা দখল করেন।
ফ্রান্সে কনস্যুলেট শাসনব্যবস্থা কে প্রবর্তন করেন?
ফ্রান্সে কনস্যুলেট শাসনব্যবস্থা প্রবর্তন করেন নেপোলিয়ন।
কনস্যুলেট শাসনব্যবস্থায় কত জন কনসাল ছিলেন?
কনস্যুলেট শাসনব্যবস্থায় 3 জন কনসাল ছিলেন।
কনস্যুলেট শাসনব্যবস্থার তিনজন কনসাল কারা?
কনস্যুলেট শাসনব্যবস্থার তিনজন কনসাল হলেন –
1. নেপোলিয়ন,
2. আবে সিয়েস এবং
3. রজার ডুকোস।
ফ্রান্সে কনস্যুলেটের শাসনব্যবস্থায় প্রথম কনসাল কে ছিলেন?
ফ্রান্সে কনস্যুলেটের শাসনব্যবস্থায় প্রথম কনসাল ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট।
নেপোলিয়ন প্রথমে কত বছরের জন্য কনসাল নিযুক্ত হন?
নেপোলিয়ন প্রথমে 10 বছরের জন্য কনসাল নিযুক্ত হন।
কত খ্রিস্টাব্দে সংবিধান সংশোধন করে নেপোলিয়ন যাবজ্জীবনের জন্য কনসাল নিযুক্ত হন?
1802 খ্রিস্টাব্দে সংবিধান সংশোধন করে নেপোলিয়ন যাবজ্জীবনের জন্য কনসাল নিযুক্ত হন।
নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে নিজেকে ‘ফ্রান্সের সম্রাট’ বলে ঘোষণা করেন?
নেপোলিয়ন 1804 খ্রিস্টাব্দে নিজেকে ‘ফ্রান্সের সম্রাট’ বলে ঘোষণা করেন।
কোন্ সংবিধানকে ‘অষ্টম বর্ষের সংবিধান’ বলা হয়?
1799 খ্রিস্টাব্দে প্রবর্তিত সংবিধানকে ‘অষ্টম বর্ষের সংবিধান’ বলা হয়।
ফরাসি বিপ্লবের ‘চতুর্থ সংবিধান’ কোনটি?
1799 খ্রিস্টাব্দে প্রবর্তিত কনস্যুলেট শাসনের সংবিধানই ফরাসি বিপ্লবের ‘চতুর্থ সংবিধান’ নামে পরিচিত।
ইতিহাসে কোন্ সময়কে ‘নেপোলিয়নের যুগ’ বলা হয়?
ইতিহাসে 1799 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে ‘নেপোলিয়নের যুগ’ বলা হয়।
‘কাউন্সিল অফ ফাইভ হান্ড্রেড’ -এর সভাপতি কে ছিলেন?
‘কাউন্সিল অফ ফাইভ হান্ড্রেড’ -এর সভাপতি ছিলেন নেপোলিয়নের ভ্রাতা লুসিয়েন্ট।
ক্যাম্পো ফর্মিও-র সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?
ক্যাম্পো ফর্মিও-র সন্ধি 1797 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।
পিরামিডের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?
পিরামিডের যুদ্ধ 1798 খ্রিস্টাব্দে হয়েছিল।
পিরামিডের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
পিরামিডের যুদ্ধ হয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে।
নীলনদের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?
নীলনদের যুদ্ধ 1798 খ্রিস্টাব্দে হয়েছিল।
নীলনদের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
নীলনদের যুদ্ধ হয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে।
নীলনদের যুদ্ধে ইংল্যান্ডের সেনাপতি কে ছিলেন?
নীলনদের যুদ্ধে ইংল্যান্ডের সেনাপতি ছিলেন নেলসন।
নীলনদের যুদ্ধে কে জয়লাভ করেন?
নীলনদের যুদ্ধে জয়লাভ করেন ব্রিটিশ সেনাপতি নেলসন।
ইটালির জনগণ নেপোলিয়নকে কেন ‘মুক্তিদাতা’ বলেছিল?
অস্ট্রিয়ার শাসন থেকে ইটালিকে মুক্ত করার জন্য ইটালির জনগণ নেপোলিয়নকে ‘মুক্তিদাতা’ বলেছিলেন।
ইউনিভার্সিটি অফ ফ্রান্স কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
ইউনিভার্সিটি অফ ফ্রান্স 1808 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন পোপের সঙ্গে ধর্মমীমাংসা চুক্তি বা কনকর্ডাট স্বাক্ষর করেন?
1801 খ্রিস্টাব্দে নেপোলিয়ন পোপের সঙ্গে ধর্মমীমাংসা চুক্তি বা কনকর্ডাট স্বাক্ষর করেন।
কে ‘ব্যাংক অফ ফ্রান্স’ প্রতিষ্ঠা করেন?
নেপোলিয়ন ‘ব্যাংক অফ ফ্রান্স’ প্রতিষ্ঠা করেন।
‘কোড নেপোলিয়ন’ নামকরণ কত খ্রিস্টাব্দে হয়?
‘কোড নেপোলিয়ন’ নামকরণ করা হয় 1807 খ্রিস্টাব্দে।
কোড নেপোলিয়নের মূল লক্ষ্য কী ছিল?
কোড নেপোলিয়নের মূল লক্ষ্য ছিল সমগ্র ফ্রান্সে একটি সাধারণ আইনবিধির প্রচলন করা।
কোড নেপোলিয়নে কটি ধারা আছে?
কোড নেপোলিয়নে মোট 2287টি ধারা আছে।
কেন নেপোলিয়নকে ‘দ্বিতীয় জাস্টিনিয়ান’ বলা হয়?
নেপোলিয়ন আইনবিধি সংকলন করেছিলেন বলে তাঁকে ‘দ্বিতীয় জাস্টিনিয়ান’ বলা হয়।
‘লিজিয়ন অফ অনার’ কী?
‘লিজিয়ন অফ অনার’ হল নেপোলিয়ন প্রবর্তিত বিশেষ সম্মান বা উপাধি।
কে বলেছিলেন ‘আমিই বিপ্লব’?
‘আমিই বিপ্লব’ – এই উক্তিটি করেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট।
কে বলেছিলেন ‘আমি বিপ্লবের ধ্বংসকারী’?
নেপোলিয়ন বলেছিলেন, ‘আমি বিপ্লবের ধ্বংসকারী’।
ম্যারেঙ্গোর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়?
1800 খ্রিস্টাব্দে ম্যারেঙ্গোর যুদ্ধ হয়।
ম্যারেঙ্গোর যুদ্ধ কাদের মধ্যে হয়?
ম্যারেঙ্গোর যুদ্ধ হয় ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে।
হোহেনলিন্ডেনের যুদ্ধ (1800 খ্রিস্টাব্দ) কাদের মধ্যে সংঘটিত হয়?
হোহেনলিন্ডেনের যুদ্ধ (1800 খ্রিস্টাব্দ) ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে সংঘটিত হয়।
লুনিভিলের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?
লুনিভিলের সন্ধি 1801 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।
লুনিভিলের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
লুনিভিলের সন্ধি ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়।
অ্যামিয়েন্সের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?
অ্যামিয়েন্সের সন্ধি 1802 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।
ফ্রান্সবিরোধী প্রথম শক্তিজোট কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে?
ফ্রান্সবিরোধী প্রথম শক্তিজোট 1793 খ্রিস্টাব্দে গড়ে ওঠে।
ফ্রান্সবিরোধী দ্বিতীয় শক্তিজোট কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে?
ফ্রান্সবিরোধী দ্বিতীয় শক্তিজোট 1799 খ্রিস্টাব্দে গড়ে ওঠে।
ফ্রান্সবিরোধী তৃতীয় শক্তিজোট কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে?
ফ্রান্সবিরোধী তৃতীয় শক্তিজোট 1805 খ্রিস্টাব্দে গড়ে ওঠে।
ফ্রান্সবিরোধী চতুর্থ শক্তিজোট কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে?
ফ্রান্সবিরোধী চতুর্থ শক্তিজোট 1813 খ্রিস্টাব্দে গড়ে ওঠে।
প্রথম শক্তিজোট কোন্ কোন্ দেশের মধ্যে হয়েছিল?
প্রথম শক্তিজোট অস্ট্রিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড, স্পেন, পোর্তুগাল ও সার্ডিনিয়াকে নিয়ে গঠিত হয়েছিল।
দ্বিতীয় শক্তিজোট কোন্ কোন্ দেশের মধ্যে হয়েছিল?
দ্বিতীয় শক্তিজোট অস্ট্রিয়া, ইংল্যান্ড, রাশিয়া, নেপলস, পোর্তুগাল ও তুরস্ককে নিয়ে গঠিত হয়েছিল।
কোন্ কোন্ দেশ তৃতীয় শক্তিজোট গঠন করেছিল?
ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া ও সুইডেন তৃতীয় শক্তিজোট গঠন করেছিল।
কোন্ কোন্ দেশ চতুর্থ শক্তিজোট গঠন করেছিল?
রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড, সুইডেন, অস্ট্রিয়া ও তুরস্ক চতুর্থ শক্তিজোট গঠন করেছিল।
নেপোলিয়ন ভূমধ্যসাগরের কোন্ দ্বীপটি অধিকার করেন?
নেপোলিয়ন ভূমধ্যসাগরের মল্টো দ্বীপ অধিকার করেন।
উলম্ -এর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়?
উলম্ -এর যুদ্ধ 1805 খ্রিস্টাব্দে হয়।
উলম্ -এর যুদ্ধ কাদের মধ্যে হয়?
উলম্ -এর যুদ্ধ ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে হয়।
ট্রাফালগারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়?
ট্রাফালগারের যুদ্ধ 1805 খ্রিস্টাব্দে হয়।
ট্রাফালগারের যুদ্ধে কে জয়লাভ করে?
ট্রাফালগারের যুদ্ধে ইংল্যান্ড জয়লাভ করে।
অস্টারলিজের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়?
অস্টারলিজের যুদ্ধ 1805 খ্রিস্টাব্দে হয়।
অস্টারলিজের যুদ্ধ কাদের মধ্যে হয়?
অস্টারলিজের যুদ্ধ ফ্রান্সের সঙ্গে অস্ট্রিয়া ও রাশিয়ার যুগ্মবাহিনীর মধ্যে হয়।
প্রেসবার্গের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?
প্রেসবার্গের সন্ধি 1805 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।
নেপোলিয়ন প্রেসবার্গের সন্ধি কোন্ দেশের সঙ্গে করেছিলেন?
নেপোলিয়ন প্রেসবার্গের সন্ধি অস্ট্রিয়ার সঙ্গে করেছিলেন।
কে, কবে পবিত্র রোমান সাম্রাজ্যের অবসান ঘটান?
ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট 1806 খ্রিস্টাব্দে পবিত্র রোমান সাম্রাজ্যের অবসান ঘটান।
কোন্ যুদ্ধে রাশিয়া চূড়ান্তভাবে পরাজিত হয়?
ফ্রিডল্যান্ডের যুদ্ধে রাশিয়া চূড়ান্তভাবে পরাজিত হয়।
ফ্রিন্ডল্যান্ডের যুদ্ধ 1807 খ্রিস্টাব্দে হয়েছিল।
ফ্রিডল্যান্ডের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?
ফ্রিডল্যান্ডের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
ফ্রিডল্যান্ডের যুদ্ধ হয়েছিল ফ্রান্স ও রাশিয়ার মধ্যে।
টিলসিটের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
ঢিলসিটের সন্ধি ফ্রান্স ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়।
কোন্ সন্ধির দ্বারা নেপোলিয়নের সাম্রাজ্য চূড়ান্ত সীমায় উপনীত হয়?
ঢিলসিটের সন্ধির দ্বারা নেপোলিয়নের সাম্রাজ্য চূড়ান্ত সীমায় উপনীত হয়।
কে ‘মহাদেশীয় ব্যবস্থা’ বা ‘কন্টিনেন্টাল সিস্টেম’ ঘোষণা করেন?
নেপোলিয়ন ‘মহাদেশীয় ব্যবস্থা’ বা ‘কন্টিনেন্টাল সিস্টেম’ ঘোষণা করেন।
নেপোলিয়ন কোন্ দেশের বিরুদ্ধে ‘কন্টিনেন্টাল সিস্টেম’ ঘোষণা করেছিলেন?
নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে ‘কন্টিনেন্টাল সিস্টেম’ ঘোষণা করেছিলেন।
নেপোলিয়নের কোন্ ব্যবস্থাকে ‘দ্বিমুখী অস্ত্র’ বলা হয়?
নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থাকে ‘দ্বিমুখী অস্ত্র’ বলা হয়।
‘বার্লিন ডিক্রি’তে কী বলা হয়?
‘বার্লিন ডিক্রি’তে বলা হয় যে, ফ্রান্স বা তার মিত্রদেশ বা নিরপেক্ষ দেশে ইংল্যান্ডের কোনো জাহাজ ঢুকতে পারবে না।
‘অর্ডারস-ইন-কাউন্সিল’ কত খ্রিস্টাব্দে ঘোষণা করা হয়?
‘অর্ডারস-ইন-কাউন্সিল’ 1807 খ্রিস্টাব্দে ঘোষণা করা হয়।
‘অর্ডারস-ইন-কাউন্সিল’ কার বিরুদ্ধে ঘোষণা করা হয়?
ইংল্যান্ড ফ্রান্সের বিরুদ্ধে ‘অর্ডারস-ইন-কাউন্সিল’ ঘোষণা করে।
নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে ‘মিলান ডিক্রি’ জারি করেন?
নেপোলিয়ন 1807 খ্রিস্টাব্দের অক্টোবরে ‘মিলান ডিক্রি’ জারি করেন।
নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে ‘ওয়ারশ ডিক্রি’ জারি করেন?
নেপোলিয়ন 1807 খ্রিস্টাব্দে ‘ওয়ারশ ডিক্রি’ জারি করেন।
নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে ‘ফন্টেন্যু ডিক্রি’ জারি করেন?
নেপোলিয়ন 1810 খ্রিস্টাব্দে ‘ফন্টেন্যু ডিক্রি’ জারি করেন।
নেপোলিয়ন স্পেন জয়ের পর স্পেনের সিংহাসনে কাকে বসিয়েছিলেন?
নেপোলিয়ন স্পেন জয়ের পর স্পেনের সিংহাসনে তাঁর ভাই জোসেফ বোনাপার্টকে বসিয়েছিলেন।
‘উপদ্বীপের যুদ্ধ’ বলতে কী বোঝায়?
পোর্তুগাল ও স্পেনে নেপোলিয়নবিরোধী যুদ্ধ ‘উপদ্বীপের যুদ্ধ’ নামে পরিচিত।
‘উপদ্বীপের যুদ্ধ’ চলাকালে স্পেনের রাজা কে ছিলেন?
‘উপদ্বীপের যুদ্ধ’ চলাকালে স্পেনের রাজা ছিলেন চতুর্থ চার্লস।
বোরোডিনোর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?
বোরোডিনোর যুদ্ধ 1812 খ্রিস্টাব্দের 7 সেপ্টেম্বর হয়েছিল।
বোরোডিনোর যুদ্ধ কাদের মধ্যে হয়?
বোরোডিনোর যুদ্ধ ফ্রান্স ও রাশিয়ার মধ্যে হয়।
নেপোলিয়নের মস্কো অভিযানের সময় রুশ সেনাপতি কে ছিলেন?
নেপোলিয়নের মস্কো অভিযানের সময় রুশ সেনাপতি ছিলেন কুতুসভ।
চতুর্থ শক্তিজোটের কাছে নেপোলিয়ন কোন্ যুদ্ধে পরাস্ত হন?
চতুর্থ শক্তিজোটের কাছে নেপোলিয়ন লিপজিগের যুদ্ধে পরাস্ত হন।
লিপজিগের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
লিপজিগের যুদ্ধ 1813 খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
লিপজিগের যুদ্ধ কাদের মধ্যে হয়?
লিপজিগের যুদ্ধ হয় ফ্রান্স ও চতুর্থ শক্তিজোটের মধ্যে।
ফন্টেব্ল্যুর সন্ধি (1814 খ্রিস্টাব্দ) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
নেপোলিয়ন ও চতুর্থ শক্তিজোটের মধ্যে ফন্টেব্ল্যুর সন্ধি স্বাক্ষরিত হয়।
কোন্ সন্ধির ফলে নেপোলিয়ন সিংহাসন ত্যাগ করেন?
ফন্টেব্ল্যুর সন্ধির ফলে নেপোলিয়ন সিংহাসন ত্যাগ করেন।
অষ্টাদশ লুই কে ছিলেন?
অষ্টাদশ লুই ছিলেন ফরাসি সম্রাট ষোড়শ লুই -এর ভাই।
কোন্ সন্ধির মাধ্যমে অষ্টাদশ লুই ফ্রান্সের সিংহাসনে বসেন?
প্যারিসের প্রথম সন্ধির (1814 খ্রিস্টাব্দ) মাধ্যমে অষ্টাদশ লুই ফ্রান্সের সিংহাসনে বসেন।
এলবা দ্বীপ কোথায় অবস্থিত?
ইটালি ও ফ্রান্সের মাঝে ভূমধ্যসাগরের উত্তরে এলবা দ্বীপ অবস্থিত।
ওয়াটারলুর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়?
ওয়াটারলুর যুদ্ধ 1815 খ্রিস্টাব্দে হয়।
ওয়াটারলুর যুদ্ধ কাদের মধ্যে হয়?
ওয়াটারলুর যুদ্ধ হয় নেপোলিয়ন ও মিত্রপক্ষের (ইংল্যান্ড, প্রাশিয়া ইত্যাদি) মধ্যে।
কোন্ ইংরেজ সেনাপতি ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়নকে পরাজিত করেন?
ইংরেজ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটন ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়নকে পরাজিত করেন।
ওয়াটারলুর যুদ্ধের পর নেপোলিয়নকে কোথায় নির্বাসিত করা হয়?
ওয়াটারলুর যুদ্ধের পর নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়।
ওয়াটারলুতে নেপোলিয়নের পরাজয়ের পর স্পেনের সিংহাসনে কাকে ফিরিয়ে আনা হয়?
ওয়াটারলুতে নেপোলিয়নের পরাজয়ের পর স্পেনের সিংহাসনে সপ্তম ফার্ডিনান্ড-কে ফিরিয়ে আনা হয়।
কত খ্রিস্টাব্দে নেপোলিয়নের মৃত্যু হয়?
1821 খ্রিস্টাব্দের 5 মে নেপোলিয়নের মৃত্যু হয়।
নেপোলিয়নকে কোন্ ভারতীয় শাসকের সঙ্গে তুলনা করা হয়?
নেপোলিয়নকে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সঙ্গে তুলনা করা হয়।
কত খ্রিস্টাব্দে ফ্রান্সের রাজা পঞ্চদশ লুই কর্সিকা দ্বীপটি কিনে নেন?
1768 খ্রিস্টাব্দে 15 মে ফ্রান্সের রাজা পঞ্চদশ লুই কর্সিকা দ্বীপটি কিনে নেন।
নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
নেপোলিয়ন 1769 খ্রিস্টাব্দে 15 আগস্ট জন্মগ্রহণ করেন।
জাতীয় কনভেনশনের শাসনকাল কত খ্রিস্টাব্দে শেষ হয়?
জাতীয় কনভেনশনের শাসনকাল 1795 খ্রিস্টাব্দে 16 অক্টোবর শেষ হয়।
ফ্রান্সে ডিরেক্টরির শাসনকাল কত খ্রিস্টাব্দ পর্যন্ত?
ফ্রান্সে ডিরেক্টরির শাসনকাল 1795-1799 খ্রিস্টাব্দ পর্যন্ত।
ফ্রান্সের সঙ্গে অস্ট্রিয়ার সম্রাট ‘ক্যাম্পো ফর্মিও-র সন্ধি’ স্বাক্ষর করেন কত খ্রিস্টাব্দে?
ফ্রান্সের সঙ্গে অস্ট্রিয়ার সম্রাট ‘ক্যাম্পো ফর্মিও-র সন্ধি’ স্বাক্ষর করেন 1797 খ্রিস্টাব্দে 17 অক্টোবর।
পিরামিডের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?
পিরামিডের যুদ্ধ 1798 খ্রিস্টাব্দে 21 জুলাই হয়েছিল।
মিশরে ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সের যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে?
মিশরে ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সের যুদ্ধ হয় 1798 খ্রিস্টাব্দে।
নেপোলিয়ন জয়লাভ করেন কত খ্রিস্টাব্দে?
নেপোলিয়ন জয়লাভ করেন 1798 খ্রিস্টাব্দে।
নীলনদের যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে?
নীলনদের যুদ্ধ হয় 1798 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে ইংরেজ নৌসেনাপতি নেলসনের হাতে নেপোলিয়ন শোচনীয়ভাবে পরাজিত হন।
ফ্রান্সে কনস্যুলেট শাসনের সূচনা হয় কত খ্রিস্টাব্দে?
ফ্রান্সে কনস্যুলেট শাসনের সূচনা হয় 1799 খ্রিস্টাব্দে 9 নভেম্বর। নেপোলিয়ন ডিরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে কনস্যুলেট নামে এক নতুন শাসনব্যবস্থার সূচনা করেন। নেপোলিয়ন 10 বছরের জন্য কনসাল নিযুক্ত হন।
নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে ফ্রান্সে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন?
নেপোলিয়ন 1800 খ্রিস্টাব্দে ফ্রান্সে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন।
ম্যারেঙ্গোর যুদ্ধ ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে সংঘটিত হয় কত খ্রিস্টাব্দে?
ম্যারেঙ্গোর যুদ্ধ ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে সংঘটিত হয় 1800 খ্রিস্টাব্দে।
কত খ্রিস্টাব্দে নেপোলিয়নের হাতে অস্ট্রিয়া পরাজিত হয়?
1805 খ্রিস্টাব্দে নেপোলিয়নের হাতে অস্ট্রিয়া পরাজিত হয়।
নেপোলিয়ন পোপ সপ্তম পায়াসের সঙ্গে ধর্ম-মীমাংসা বা কনকর্ডাট স্বাক্ষর করেন কত খ্রিস্টাব্দে?
নেপোলিয়ন পোপ সপ্তম পায়াসের সঙ্গে ধর্ম-মীমাংসা বা কনকর্ডাট স্বাক্ষর করেন 1801 খ্রিস্টাব্দে।
অস্ট্রিয়া নেপোলিয়নের সঙ্গে লুনিভিলের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয় কত খ্রিস্টাব্দে?
অস্ট্রিয়া নেপোলিয়নের সঙ্গে লুনিভিলের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয় 1901 খ্রিস্টাব্দে।
ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে?
ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয় 1802 খ্রিস্টাব্দে।
নেপোলিয়ন সংবিধান সংশোধন করে যাবজ্জীবনের জন্য কনসাল পদে নিযুক্ত হন কত খ্রিস্টাব্দে?
নেপোলিয়ন সংবিধান সংশোধন করে যাবজ্জীবনের জন্য কনসাল পদে নিযুক্ত হন 1802 খ্রিস্টাব্দে মে।
নেপোলিয়ন ফরাসি জাতির সম্রাট উপাধি ধারণ করেন কত খ্রিস্টাব্দে?
নেপোলিয়ন ফরাসি জাতির সম্রাট উপাধি ধারণ করেন 1804 খ্রিস্টাব্দে।
নেপোলিয়নের উদ্যোগে আইনবিধি সংকলিত হয় কত খ্রিস্টাব্দে?
নেপোলিয়নের উদ্যোগে আইনবিধি সংকলিত হয় 1804 খ্রিস্টাব্দে।
ফ্রান্সবিরোধী তৃতীয় শক্তিজোট (ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া, সুইডেন) গড়ে ওঠে কত খ্রিস্টাব্দে?
ফ্রান্সবিরোধী তৃতীয় শক্তিজোট (ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া, সুইডেন) গড়ে ওঠে 1805 খ্রিস্টাব্দে জুলাই মাসে।
ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে ট্রাফালগারের যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে?
ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে ট্রাফালগারের যুদ্ধ হয় 1806 খ্রিস্টাব্দে 21 অক্টোবর।
ফ্রান্স অস্টারলিজের যুদ্ধে রাশিয়া ও অস্ট্রিয়ার যুগ্মবাহিনীকে পরাজিত করে কত খ্রিস্টাব্দে?
ফ্রান্স অস্টারলিজের যুদ্ধে রাশিয়া ও অস্ট্রিয়ার যুগ্মবাহিনীকে পরাজিত করে 1805 খ্রিস্টাব্দে 2 ডিসেম্বর।
ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে ‘প্রেসবার্গের সন্ধি’ স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে?
ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে ‘প্রেসবার্গের সন্ধি’ স্বাক্ষরিত হয় 1805 খ্রিস্টাব্দে 26 ডিসেম্বর।
‘কনফেডারেশন অফ দ্য রাইন’ গঠন কত খ্রিস্টাব্দে?
‘কনফেডারেশন অফ দ্য রাইন’ গঠন 1806 খ্রিস্টাব্দে।
নেপোলিয়ন ‘বার্লিন ডিক্রি’ জারি করেন কত খ্রিস্টাব্দে?
নেপোলিয়ন ‘বার্লিন ডিক্রি’ জারি করেন 1806 খ্রিস্টাব্দে 11 নভেম্বর।
মহাদেশীয় অবরোধ বা কন্টিনেন্টাল সিস্টেম কার্যকর করেন কত খ্রিস্টাব্দে?
মহাদেশীয় অবরোধ বা কন্টিনেন্টাল সিস্টেম কার্যকর করেন 1806 খ্রিস্টাব্দে।
নেপোলিয়নের মহাদেশীয় অবরোধের প্রত্যুত্তরে ইংল্যান্ড ‘অর্ডার-ইন-কাউন্সিল’ ঘোষণা করে কত খ্রিস্টাব্দে?
নেপোলিয়নের মহাদেশীয় অবরোধের প্রত্যুত্তরে ইংল্যান্ড ‘অর্ডার-ইন-কাউন্সিল’ ঘোষণা করে 1907 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে।
ফ্রিডল্যান্ডের যুদ্ধে নেপোলিয়ন রাশিয়াকে পরাজিত করে কত খ্রিস্টাব্দে?
ফ্রিডল্যান্ডের যুদ্ধে নেপোলিয়ন রাশিয়াকে পরাজিত করে 1807 খ্রিস্টাব্দে জুন মাসে।
ফ্রান্সের ও রাশিয়ার মধ্যে টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে?
ফ্রান্সের ও রাশিয়ার মধ্যে টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় 1807 খ্রিস্টাব্দে।
নেপোলিয়ন পোর্তুগাল আক্রমণ করেন কত খ্রিস্টাব্দে?
নেপোলিয়ন পোর্তুগাল আক্রমণ করেন 1807 খ্রিস্টাব্দে।
নেপোলিয়ন ‘মিলান ডিক্রি’ জারি করেন কত খ্রিস্টাব্দে?
নেপোলিয়ন ‘মিলান ডিক্রি’ জারি করেন 1807 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে।
কত খ্রিস্টাব্দে সংকলিত আইনবিধির নেপোলিয়ন নামকরণ করেন ‘কোড নেপোলিয়ন’?
1804 খ্রিস্টাব্দে সংকলিত আইনবিধির নেপোলিয়ন নামকরণ করেন ‘কোড নেপোলিয়ন’।
ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয় (প্যারিস ইম্পিরিয়াল ইউনিভার্সিটি) কত খ্রিস্টাব্দে?
ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয় (প্যারিস ইম্পিরিয়াল ইউনিভার্সিটি) 1808 খ্রিস্টাব্দে।
নেপোলিয়ন স্পেনের সিংহাসনে তাঁর ভাই জোসেফকে বসান কত খ্রিস্টাব্দে?
নেপোলিয়ন স্পেনের সিংহাসনে তাঁর ভাই জোসেফকে বসান 1808 খ্রিস্টাব্দে 15 জুন।
নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেন কত খ্রিস্টাব্দে?
নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেন 1812 খ্রিস্টাব্দে 26 জুন।
ফরাসি ও রুশ বাহিনীর মধ্যে বোরোডিনোর যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে?
ফরাসি ও রুশ বাহিনীর মধ্যে বোরোডিনোর যুদ্ধ হয় 1812 খ্রিস্টাব্দে 7 সেপ্টেম্বর।
নেপোলিয়ন রাশিয়ার রাজধানী মস্কোয় পৌঁছোন কত খ্রিস্টাব্দে?
নেপোলিয়ন রাশিয়ার রাজধানী মস্কোয় পৌঁছোন 1812 খ্রিস্টাব্দে 14 সেপ্টেম্বর।
ড্রেসডেনের যুদ্ধে নেপোলিয়ন অস্ট্রিয়াকে পরাজিত করেন কত খ্রিস্টাব্দে?
ড্রেসডেনের যুদ্ধে নেপোলিয়ন অস্ট্রিয়াকে পরাজিত করেন 1813 খ্রিস্টাব্দে আগস্ট মাসে।
নেপোলিয়নের সঙ্গে মিত্রপক্ষের লিপজিগের যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে?
নেপোলিয়নের সঙ্গে মিত্রপক্ষের লিপজিগের যুদ্ধ হয় 1813 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে।
নেপোলিয়নের সঙ্গে মিত্রশক্তি ফন্টেব্ল্যুর সন্ধি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে?
নেপোলিয়নের সঙ্গে মিত্রশক্তি ফন্টেব্ল্যুর সন্ধি স্বাক্ষরিত হয় 1814 খ্রিস্টাব্দে 6 এপ্রিল।
নেপোলিয়ন এলবা দ্বীপে নির্বাসিত হন হয় কত খ্রিস্টাব্দে?
নেপোলিয়ন এলবা দ্বীপে নির্বাসিত হন হয় 1814 খ্রিস্টাব্দে।
নেপোলিয়নের শত দিবসের রাজত্ব হয় কত খ্রিস্টাব্দে?
নেপোলিয়নের শত দিবসের রাজত্ব হয় 1815 খ্রিস্টাব্দে 20মার্চ-19 জুন।
ওয়াটারলু-র যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হন কত খ্রিস্টাব্দে?
ওয়াটারলু-র যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হন 1815 খ্রিস্টাব্দে 18 জুন।
নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয় কত খ্রিস্টাব্দে?
নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয় 1815 খ্রিস্টাব্দে আগস্ট মাসে।
নেপোলিয়নের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে?
নেপোলিয়নের মৃত্যু হয় 1821 খ্রিস্টাব্দে 5 মে।
সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো।
নেপোলিয়ন বোনাপার্ট জন্মগ্রহণ করেন ___ (1669/1769/1861/1947) খ্রিস্টাব্দের 15আগস্ট।
উত্তর – নেপোলিয়ন বোনাপার্ট জন্মগ্রহণ করেন 1769 খ্রিস্টাব্দের 15 আগস্ট।
নেপোলিয়ন বোনাপার্টের জন্ম হয় ___ (মাল্টা/কর্সিকা/এলবা/সেন্ট হেলেনা) দ্বীপে।
উত্তর – নেপোলিয়ন বোনাপার্টের জন্ম হয় কর্সিকা দ্বীপে।
নেপোলিয়ন বোনাপার্টের বাবার নাম ___ (কার্লো/বিপ্লব/লেটিজিয়া/নেলসন) বোনাপার্ট।
উত্তর – নেপোলিয়ন বোনাপার্টের বাবার নাম কার্লো বোনাপার্ট।
নেপোলিয়ন বোনাপার্টের মায়ের নাম ___ (কার্লো/লেটিজিয়া/সেন্ট হেলেনা/ইলিনা)।
উত্তর – নেপোলিয়ন বোনাপার্টের মায়ের নাম লেটিজিয়া।
অস্ট্রিয়ার রাজধানী ছিল ___ (ভিয়েনা/প্যারিস/ভার্সাই/উইটেনবার্গ)।
উত্তর – অস্ট্রিয়ার রাজধানী ছিল ভিয়েনা।
নেপোলিয়ন ___ (রাজতন্ত্রী/ব্রুমেয়ার/ন্যাশনাল কনভেনশন/ডিরেক্টরি) শাসনের উচ্ছেদ করে কনস্যুলেট শাসন প্রবর্তন করেন।
উত্তর – নেপোলিয়ন ডিরেক্টরি শাসনের উচ্ছেদ করে ডিরেক্টরি শাসন প্রবর্তন করেন।
নেপোলিয়ন ___ (ন্যাশনাল কনভেনশন/ডিরেক্টরি/কনস্যুলেট/গণতন্ত্র) শাসনব্যবস্থা প্রবর্তন করেন।
উত্তর – নেপোলিয়ন কনস্যুলেট শাসনব্যবস্থা প্রবর্তন করেন।
কনস্যুলেটের শাসনে নেপোলিয়ন ছিলেন ___ (প্রথম/দ্বিতীয়/তৃতীয়/চতুর্থ) কনসাল।
উত্তর – কনস্যুলেটের শাসনে নেপোলিয়ন ছিলেন প্রথম কনসাল।
নেপোলিয়ন কনস্যুলেট শাসনের সূচনা করেন ___ (1699/1769/1799/1804) খ্রিস্টাব্দে।
উত্তর – নেপোলিয়ন কনস্যুলেট শাসনের সূচনা করেন 1799 খ্রিস্টাব্দে।
1802 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ___ (কয়েক মাসের জন্য/10 বছরের জন্য/যাবজ্জীবন/5 বছরের জন্য) কনসাল পদে নিযুক্ত হন।
উত্তর – 1802 খ্রিস্টাব্দে নেপোলিয়ন যাবজ্জীবন কনসাল পদে নিযুক্ত হন।
নেপোলিয়ন ‘ফরাসি জাতির সম্রাট’ উপাধি ধারণ করেন ___ (1799/1802/1804/1806) খ্রিস্টাব্দে।
উত্তর – নেপোলিয়ন ‘ফরাসি জাতির সম্রাট’ উপাধি ধারণ করেন 1799 খ্রিস্টাব্দে।
নেপোলিয়নকে 1804 খ্রিস্টাব্দের 2 ডিসেম্বর নোটরডাম চার্চে সম্রাট হিসেবে অভিষিক্ত করেন পোপ ___ (সপ্তম পায়াস/নবম পায়াস/পঞ্চম চার্লস/দ্বিতীয় পল)।
উত্তর – নেপোলিয়নকে 1804 খ্রিস্টাব্দের 2 ডিসেম্বর নোটরডাম চার্চে সম্রাট হিসেবে অভিষিক্ত করেন পোপ সপ্তম পায়াস।
কনস্যুলেট শাসনের সংবিধান রচনা করেছিলেন সংবিধান বিশেষজ্ঞ ___ (আবে সিয়েস/ভলতেয়ার/রুশো/জেরোম বোনাপার্ট)।
উত্তর – কনস্যুলেট শাসনের সংবিধান রচনা করেছিলেন সংবিধান বিশেষজ্ঞ আবে সিয়েস।
নেপোলিয়ন ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন ___ (1800/1802/1700/1900) খ্রিস্টাব্দে।
উত্তর – নেপোলিয়ন ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন 1804 খ্রিস্টাব্দে।
নেপোলিয়নের সঙ্গে ধর্মমীমাংসা চুক্তি বা কনকর্ডাট স্বাক্ষর করেন পোপ ___ (ষষ্ঠ পায়াস/সপ্তম পায়াস/অষ্টম পায়াস/তৃতীয় পল)।
উত্তর – নেপোলিয়নের সঙ্গে ধর্মমীমাংসা চুক্তি বা কনকর্ডাট স্বাক্ষর করেন পোপ সপ্তম পায়াস।
‘কোড নেপোলিয়ন’ নামকরণ করেন ___ (নেপোলিয়ন/আবে সিয়েস/রজার ডুকোস/নেলসন)।
উত্তর – ‘কোড নেপোলিয়ন’ নামকরণ করেন নেপোলিয়ন।
কোড নেপোলিয়ন প্রবর্তনের জন্য নেপোলিয়নকে দ্বিতীয় ___ (অগাস্টিন/আলেকজান্ডার/কনস্টানটাইন/জাস্টিনিয়ান) বলা হয়।
উত্তর – কোড নেপোলিয়ন প্রবর্তনের জন্য নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়।
রাষ্ট্রের প্রতি সেবা ও আনুগত্যের পুরস্কার স্বরূপ নেপোলিয়ন ___ (লিজিয়ন অফ অনার/নোবেল/পদ্মশ্রী/অস্কার) উপাধি প্রদানের প্রথা চালু করেন।
উত্তর – রাষ্ট্রের প্রতি সেবা ও আনুগত্যের পুরস্কার স্বরূপ নেপোলিয়ন লিজিয়ন অফ অনার উপাধি প্রদানের প্রথা চালু করেন।
ক্যাম্পো ফর্মিও-র সন্ধি স্বাক্ষরিত হয় নেপোলিয়নের সঙ্গে ___ (প্রাশিয়ার/অস্ট্রিয়ার/রাশিয়ার/ইংল্যান্ডের)।
উত্তর – ক্যাম্পো ফর্মিও-র সন্ধি স্বাক্ষরিত হয় নেপোলিয়নের সঙ্গে অস্ট্রিয়ার।
1802 খ্রিস্টাব্দে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয় ফ্রান্সের সঙ্গে ___ (ইংল্যান্ডের/রাশিয়ার/অস্ট্রিয়ার/জার্মানির)।
উত্তর – 1802 খ্রিস্টাব্দে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয় ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ডের।
ট্রাফালগারের যুদ্ধে ইংরেজপক্ষের সেনাপতি ছিলেন ___ (নেলসন/আলেকজান্ডার/প্রথম চার্লস/দ্বিতীয় ফ্রান্সিস)।
উত্তর – ট্রাফালগারের যুদ্ধে ইংরেজপক্ষের সেনাপতি ছিলেন নেলসন।
ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল ফ্রান্সের সঙ্গে ___ (রাশিয়ার/ইংল্যান্ডের/স্পেনের/পোর্তুগালের)।
উত্তর – ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ডের।
প্রেসবার্গের সন্ধি স্বাক্ষরিত হয় ফ্রান্সের সঙ্গে ___ (রাশিয়ার/অস্ট্রিয়ার/প্রাশিয়ার/ইংল্যান্ডের)।
উত্তর – প্রেসবার্গের সন্ধি স্বাক্ষরিত হয় ফ্রান্সের সঙ্গে অস্ট্রিয়ার।
ফ্রিডল্যান্ডের যুদ্ধে ফ্রান্স ___ (পোর্তুগালকে/রাশিয়াকে/ইংল্যান্ডকে/স্পেনকে) পরাস্ত করে।
উত্তর – ফ্রিডল্যান্ডের যুদ্ধে ফ্রান্স রাশিয়াকে পরাস্ত করে।
টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় নেপোলিয়নের সঙ্গে ___ (জার প্রথম আলেকজান্ডারের/দ্বিতীয় আলেকজান্ডারের/অষ্টাদশ লুইয়ের/প্রথম নিকোলাসের)।
উত্তর – টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় নেপোলিয়নের সঙ্গে জার প্রথম আলেকজান্ডারের।
টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় ___ (1800/1807/1818/1820) খ্রিস্টাব্দে।
উত্তর – টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় 1807 খ্রিস্টাব্দে।
‘সমুদ্রের রানি’ বলা হয় ___ (ফ্রান্সকে/রাশিয়াকে/ইংল্যান্ডকে/জার্মানিকে)।
উত্তর – ‘সমুদ্রের রানি’ বলা হয় ইংল্যান্ডকে।
নেপোলিয়ন ‘দোকানদারের জাত’ বলতেন ___ (ফরাসিদের/জার্মানদের/ইংরেজদের/স্পেনীয়দের)।
উত্তর – নেপোলিয়ন ‘দোকানদারের জাত’ বলতেন ইংরেজদের।
নেপোলিয়ন ‘বার্লিন ডিক্রি’ জারি করেন ___ (1801/1804/1806/1807) খ্রিস্টাব্দে।
উত্তর – নেপোলিয়ন ‘বার্লিন ডিক্রি’ জারি করেন 1807 খ্রিস্টাব্দে।
বার্লিন ডিক্রির প্রত্যুত্তরে ইংল্যান্ড জারি করে ___ (অর্ডারস-ইন-কাউন্সিল/মিলান ডিক্রি/ওয়ারশ ডিক্রি/ফন্টেনব্ল্যু ডিক্রি)।
উত্তর – বার্লিন ডিক্রির প্রত্যুত্তরে ইংল্যান্ড জারি করে অর্ডারস-ইন-কাউন্সিল।
স্পেন ও পোর্তুগাল ___ (ফিজি/আইবেরীয়/আরব/আফ্রিকান) উপদ্বীপ নামে পরিচিত।
উত্তর – স্পেন ও পোর্তুগাল আইবেরীয় উপদ্বীপ নামে পরিচিত।
পোর্তুগাল ও স্পেনে নেপোলিয়নবিরোধী যুদ্ধ ___ (উপদ্বীপের/মরুদেশীয়/ভূমধ্যসাগরীয়/উপসাগরীয়) যুদ্ধ নামে পরিচিত।
উত্তর – পোর্তুগাল ও স্পেনে নেপোলিয়নবিরোধী যুদ্ধ উপদ্বীপের যুদ্ধ নামে পরিচিত।
নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে ___ (মহাদেশীয় অবরোধ ব্যবস্থা/পেনিনসুলার যুদ্ধ/পোড়ামাটি নীতি/রক্ত ও লৌহনীতি) গ্রহণ করেন।
উত্তর – নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা গ্রহণ করেন।
নেপোলিয়ন ___ (1800/1804/1812/1818) খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করেন।
উত্তর – নেপোলিয়ন 1812 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করেন।
নেপোলিয়নের বিরুদ্ধে রাশিয়া ___ (পোড়ামাটির নীতি/রক্ত ও লৌহ নীতি/মহাদেশীয় অবরোধ/উপদ্বীপীয় যুদ্ধনীতি) গ্রহণ করেন।
উত্তর – নেপোলিয়নের বিরুদ্ধে রাশিয়া পোড়ামাটির নীতি গ্রহণ করেন।
বোরোডিনোর যুদ্ধ হয়েছিল নেপোলিয়নের বাহিনীর সঙ্গে ___ (স্পেনীয়/ব্রিটিশ/জার্মান/রুশ) সেনাবাহিনীর।
উত্তর – বোরোডিনোর যুদ্ধ হয়েছিল নেপোলিয়নের বাহিনীর সঙ্গে রুশ সেনাবাহিনীর।
চতুর্থ শক্তিজোটের কাছে পরাজিত হয়ে নেপোলিয়ন নির্বাসিত হয়েছিলেন ___ (এলবা দ্বীপে/রেঙ্গুনে/সেন্ট হেলেনা দ্বীপে/কর্সিকায়)।
উত্তর – চতুর্থ শক্তিজোটের কাছে পরাজিত হয়ে নেপোলিয়ন নির্বাসিত হয়েছিলেন এলবা দ্বীপে।
নেপোলিয়ন এলবা দ্বীপে নির্বাসিত হয়েছিলেন ___ (1799/1804/1814/1815) খ্রিস্টাব্দে।
উত্তর – নেপোলিয়ন এলবা দ্বীপে নির্বাসিত হয়েছিলেন 1814 খ্রিস্টাব্দে।
নেপোলিয়ন এলবা দ্বীপ থেকে পুনরায় ফ্রান্সে আসেন ___ (1814/1815/1821/1823) খ্রিস্টাব্দে।
উত্তর – নেপোলিয়ন এলবা দ্বীপ থেকে পুনরায় ফ্রান্সে আসেন 1815 খ্রিস্টাব্দে।
নেপোলিয়ন ফ্রান্সে আবার ‘একশত দিন রাজত্ব’ করেছিলেন ___ (1814/1815/1816/1818) খ্রিস্টাব্দে।
উত্তর – নেপোলিয়ন ফ্রান্সে আবার ‘একশত দিন রাজত্ব’ করেছিলেন 1815 খ্রিস্টাব্দে।
ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মিলিয়ে লেখো।
ক-স্তম্ভ | খ-স্তম্ভ | উত্তর |
1. নেপোলিয়ন | A. রুশ জার | 1. → D. ফ্রান্সের সম্রাট |
2. নেলসন | B. পোপ | 2. → C. ইংরেজ সেনাপতি |
3. প্রথম আলেকজান্ডার | C. ইংরেজ সেনাপতি | 3. → A. রুশ জার |
4. সপ্তম পায়াস | D. ফ্রান্সের সম্রাট | 4. → B. পোপ |
ক-স্তম্ভ | খ-স্তম্ভ | উত্তর |
1. নেপোলিয়নের মস্কো অভিযান | A. 1813 খ্রিস্টাব্দ | 1. → C. 1812 খ্রিস্টাব্দ |
2. টিলসিটের চুক্তি | B. 1806 খ্রিস্টাব্দ | 2. → D. 1807 খ্রিস্টাব্দ |
3. ‘কনফেডারেশন অফ দ্য রাইন’ গঠন | C. 1812 খ্রিস্টাব্দ | 3. → B. 1806 খ্রিস্টাব্দ |
4. লিপজিগের যুদ্ধ | D. 1807 খ্রিস্টাব্দ | 4. → A. 1813 খ্রিস্টাব্দ |
নীচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও।
নেপোলিয়নের জন্মের মাত্র এক বছর আগে কর্সিকা দ্বীপ ফরাসি সাম্রাজ্যভুক্ত হয়।
উত্তর – ঠিক।
ইংরেজ নৌসেনাপতি নেলসন নেপোলিয়নকে নীলনদের যুদ্ধে পরাজিত করেন।
উত্তর – ঠিক।
নেপোলিয়ন সমগ্র দেশকে মোট 547টি ডিপার্টমেন্টে বিভক্ত করেন।
উত্তর – ভুল।
ভুলের ব্যাখ্যা – নেপোলিয়ন সমগ্র দেশকে মোট 83টি ডিপার্টমেন্টে বিভক্ত করেন।
ফ্রান্সবিরোধী দ্বিতীয় শক্তিজোট গড়ে ওঠে 1799 খ্রিস্টাব্দের 21 মার্চ।
উত্তর – ভুল।
ভুলের ব্যাখ্যা – ফ্রান্সবিরোধী দ্বিতীয় শক্তিজোট গড়ে ওঠে 1799 খ্রিস্টাব্দের 12 মার্চ।
নেপোলিয়ন রুশ জাতিকে ‘দোকানদারের জাত’ বলে মনে করতেন।
উত্তর – ভুল।
ভুলের ব্যাখ্যা – নেপোলিয়ন ইংরেজ জাতিকে ‘দোকানদারের জাত’ বলে মনে করতেন।
স্পেন ও পোর্তুগাল নেপোলিয়নের বিরুদ্ধে উপদ্বীপের যুদ্ধে অবতীর্ণ হয়েছিল।
উত্তর – ঠিক।
লিও টলস্টয়ের বিখ্যাত উপন্যাস ‘ওয়ার অ্যান্ড পিস’-এ নেপোলিয়নের রাশিয়া অভিযানের কাহিনি উল্লিখিত হয়েছে।
উত্তর – ঠিক।
ওয়াটারলুর যুদ্ধ হয়েছিল 1810 খ্রিস্টাব্দে।
উত্তর – ভুল।
ভুলের ব্যাখ্যা – ওয়াটারলু-র যুদ্ধ হয়েছিল 1815 খ্রিস্টাব্দে।
ওয়াটারলুর যুদ্ধে পরাজিত নেপোলিয়নকে নির্বাসিত করা হয় সেন্ট হেলেনা দ্বীপে।
উত্তর – ঠিক।
নেপোলিয়নের মৃত্যু হয় 1821 খ্রিস্টাব্দে।
উত্তর – ঠিক।
বেমানান শব্দটি খুঁজে বার করো।
নেপোলিয়ন, আবে সিয়েস, রজার ডুকোস, জার প্রথম আলেকজান্ডার।
উত্তর – জার প্রথম আলেকজান্ডার।
ব্যাখ্যা – জার প্রথম আলেকজান্ডার বাদে বাকি তিনজন ছিলেন ফ্রান্সের তিন কনসাল।
আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া।
উত্তর – আমেরিকা।
ব্যাখ্যা – আমেরিকা বাদে অবশিষ্ট তিনটি দেশই দ্বিতীয় শক্তিজোটের (1799 খ্রিস্টাব্দ) অন্তর্ভুক্ত ছিল।
বার্লিন ডিক্রি, মিলান ডিক্রি, কার্লসবাড ডিক্রি, অর্ডারস-ইন-কাউন্সিল।
উত্তর – কার্লসবাড ডিক্রি।
ব্যাখ্যা – কার্লসবাড ডিক্রি ব্যতীত বাকি তিনটি ব্যবস্থা মহাদেশীয় অবরোধ প্রথার সঙ্গে সম্পর্কযুক্ত।
কনফেডারেশন অফ রাইন, সোভিয়েত রাশিয়া, কিংডম অফ ওয়েস্টফেলিয়া, গ্র্যান্ড ডাচি অফ ওয়ারশ।
উত্তর – সোভিয়েত রাশিয়া।
ব্যাখ্যা – কনফেডারেশন অফ দ্য রাইন, কিংডম অফ ওয়েস্টফেলিয়া, গ্র্যান্ড ডাচি অফ ওয়ারশ প্রভৃতি গঠনের মাধ্যমে নেপোলিয়ন জার্মানিকে একত্রিত করেছিলেন। আর সোভিয়েত রাশিয়া একটি স্বতন্ত্র দেশ।
পোর্তুগাল, স্পেন, রাশিয়া, ইংল্যান্ড।
উত্তর – ইংল্যান্ড।
ব্যাখ্যা – পোর্তুগাল, স্পেন ও রাশিয়ায় নেপোলিয়ন অভিযান চালিয়েছিলেন। কিন্তু দু-দুবার ইংল্যান্ড আক্রমণের পরিকল্পনা করেও তিনি তা বাতিল করে দিয়েছিলেন।
নীচের বিবৃতিগুলির সঙ্গে তার নীচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে নাও।
বিবৃতি – নেপোলিয়ন 1800 খ্রিস্টাব্দে ‘ব্যাংক অফ ফ্রান্স’ প্রতিষ্ঠা করেন।
ব্যাখ্যা-1: ফরাসি জনগণকে খুশি করার উদ্দেশ্যে।
ব্যাখ্যা-2: ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থার পুনর্গঠনের উদ্দেশ্যে।
ব্যাখ্যা-3: ইংল্যান্ডের বণিকদের ঋণপ্রদানের উদ্দেশ্যে।
উত্তর – ব্যাখ্যা-2: ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থার পুনর্গঠনের উদ্দেশ্যে।
বিবৃতি – পোপ সপ্তম পায়াসের সঙ্গে নেপোলিয়ন ‘ধর্মমীমাংসা চুক্তি’ বা ‘কনকর্ডাট’ স্বাক্ষর করেন।
ব্যাখ্যা-1: নেপোলিয়ন পোপের সঙ্গে যুদ্ধে পরাজিত হন।
ব্যাখ্যা-2: খ্রিস্টান জগতের ধর্মগুরু পোপের সঙ্গে সবরকম বিরোধ নেপোলিয়ন মেটাতে চেয়েছিলেন।
ব্যাখ্যা-3: নেপোলিয়ন অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ ছিলেন।
উত্তর – ব্যাখ্যা-2: খ্রিস্টান জগতের ধর্মগুরু পোপের সঙ্গে সবরকম বিরোধ নেপোলিয়ন মেটাতে চেয়েছিলেন।
বিবৃতি – নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ প্রথা চালু করেন।
ব্যাখ্যা-1: ইংল্যান্ডকে ক্ষতিগ্রস্ত করার জন্য।
ব্যাখ্যা-2: ফ্রান্সকে শক্তিশালী করার জন্য।
ব্যাখ্যা-3: ইংল্যান্ডের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার জন্য।
উত্তর – ব্যাখ্যা-1: ইংল্যান্ডকে ক্ষতিগ্রস্ত করার জন্য।
আজকে এই আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়, “বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ” এর কিছু “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি। এছাড়া, এই পোস্টটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।
মন্তব্য করুন