নবম শ্রেণী ইতিহাস – ফরাসি বিপ্লবের কয়েকটি দিক – অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

Rahul

আজকে আমরা এই আর্টিকেলে নবম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়, “ফরাসি বিপ্লবের কয়েকটি দিক” এর কিছু “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

নবম শ্রেণী ইতিহাস - ফরাসি বিপ্লবের কয়েকটি দিক - অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
Contents Show

সঠিক উত্তর নির্বাচন করো।

‘ফরাসি বিপ্লবের জননী’ বলা হয় –

  1. তুলোঁ শহরকে
  2. ভার্সাই শহরকে
  3. প্যারিস শহরকে
  4. নর্মান্ডি শহরকে

উত্তর – 3. প্যারিস শহরকে

ফরাসি বিপ্লব সংঘটিত হয় –

  1. 1689 খ্রিস্টাব্দে
  2. 1789 খ্রিস্টাব্দে
  3. 1889 খ্রিস্টাব্দে
  4. 1788 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1889 খ্রিস্টাব্দে

ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে রাজত্ব করতেন –

  1. বুরবোঁ বংশীয় রাজারা
  2. টিউডর বংশীয় রাজারা
  3. স্টুয়ার্ট বংশীয় রাজারা
  4. হ্যাপসবার্গ বংশীয় রাজারা

উত্তর – 1. বুরবোঁ বংশীয় রাজারা

“আমিই রাষ্ট্র” (I am the State) উক্তিটি করেছিলেন –

  1. ষোড়শ লুই
  2. পঞ্চদশ লুই
  3. চতুর্দশ লুই
  4. লুই ব্ল্যাঙ্ক

উত্তর – 3. চতুর্দশ লুই

‘প্রজাপতি রাজা’ (Butterfly Monarch) নামে পরিচিত ছিলেন –

  1. পঞ্চদশ লুই
  2. লিওপোল্ড
  3. লুই ফিলিপি
  4. নেপোলিয়ন

উত্তর – 1. পঞ্চদশ লুই

“আমার পরেই মহাপ্রলয় আসছে” (After me, the deluge) উক্তিটি করেন –

  1. পঞ্চদশ লুই
  2. ষোড়শ লুই
  3. আলেকজান্ডার
  4. চতুর্দশ লুই

উত্তর – 1. পঞ্চদশ লুই

‘অর্থলোলুপ নেকড়ে’ (Ravening Wolves) বলে ফরাসি জনগণের কাছে পরিচিত ছিলেন –

  1. ইনটেনডেন্টরা
  2. অভিজাতরা
  3. বুর্জোয়ারা
  4. যাজকরা

উত্তর – 1. ইনটেনডেন্টরা

‘তৃতীয় সম্প্রদায় কী?’ (What is the Third Estate?) – পুস্তিকাটি কার লেখা –

  1. রুশো
  2. মন্তেস্কু
  3. আবে সিয়েস
  4. ভলতেয়ার

উত্তর – 3. আবে সিয়েস

1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে প্রথম সম্প্রদায়ভুক্ত মানুষের সংখ্যা ছিল –

  1. 1 লক্ষ 20 হাজার
  2. 1 লক্ষ 50 হাজার
  3. 2 লক্ষ 30 হাজার
  4. 1 লক্ষ 60 হাজার

উত্তর – 1. 1 লক্ষ 20 হাজার

1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে দ্বিতীয় সম্প্রদায়ভুক্ত মানুষের সংখ্যা ছিল –

  1. 3 লক্ষ 50 হাজার
  2. 1 লক্ষ 20 হাজার
  3. 3 লক্ষ 20 হাজার
  4. 1 লক্ষ 30 হাজার

উত্তর – 1. 3 লক্ষ 50 হাজার

মন্তেস্কুর ‘দ্য স্পিরিট অফ লজ’ গ্রন্থটি প্রকাশিত হয় –

  1. 1789 খ্রিস্টাব্দে
  2. 1748 খ্রিস্টাব্দে
  3. 1792 খ্রিস্টাব্দে
  4. 1750 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1748 খ্রিস্টাব্দে

ফ্রাঁসোয়া মারি আরুয়ে কার প্রকৃত নাম –

  1. ভলতেয়ার
  2. ষোড়শ লুই
  3. মন্তেস্কু
  4. দিদেরো

উত্তর – 1. ভলতেয়ার

‘ফরাসি বিপ্লবের জনক’ বলা হয় –

  1. ভলতেয়ারকে
  2. মন্তেস্কুকে
  3. রুশোকে
  4. দান্তেকে

উত্তর – 3. রুশোকে

‘দ্য ওয়েলথ অফ নেশনস’ গ্রন্থের রচয়িতা হলেন –

  1. অ্যাডাম স্মিথ
  2. কাঁদিলাক
  3. কুয়েসনে
  4. রুশো

উত্তর – 1. অ্যাডাম স্মিথ

ইংল্যান্ডে ‘গৌরবময় বিপ্লব’ সংঘটিত হয় –

  1. 1688 খ্রিস্টাব্দে
  2. 1789 খ্রিস্টাব্দে
  3. 1884 খ্রিস্টাব্দে
  4. 1889 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 1688 খ্রিস্টাব্দে

বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের আর্থিক সংকট দূরীকরণের জন্য রাজা ষোড়শ লুই কর্তৃক নিযুক্ত প্রথম অর্থমন্ত্রী ছিলেন –

  1. ক্যালোন
  2. ব্রিয়াঁ
  3. তুর্গো
  4. নেকার

উত্তর – 3. তুর্গো

1789 খ্রিস্টাব্দের পূর্বে শেষ স্টেটস্ জেনারেলের অধিবেশন হয়েছিল –

  1. 50 বছর আগে
  2. 175 বছর আগে
  3. 200 বছর আগে
  4. 60 বছর আগে

উত্তর – 2. 175 বছর আগে

1789 খ্রিস্টাব্দের স্টেটস্ জেনারেল সভার মোট নির্বাচিত প্রতিনিধির সংখ্যা ছিল – 

  1. 1214 জন
  2. 1000 জন
  3. 1250 জন
  4. 900 জন

উত্তর – 1. 1214 জন

স্টেটস্ জেনারেল সভায় যাজকদের প্রতিনিধির সংখ্যা ছিল –

  1. 308 জন
  2. 285 জন
  3. 350 জন
  4. 370 জন

উত্তর – 1. 308 জন

স্টেটস্ জেনারেল সভায় অভিজাতদের প্রতিনিধির সংখ্যা ছিল –

  1. 285 জন
  2. 350 জন
  3. 308 জন
  4. 360 জন

উত্তর – 1. 285 জন

স্টেটস্ জেনারেল সভায় প্রতিনিধির সংখ্যা ছিল-তৃতীয় সম্প্রদায়ভুক্ত মানুষদের

  1. 621 জন
  2. 650 জন
  3. 720 জন
  4. 700 জন

উত্তর – 1. 621 জন

ফ্রান্সের সংবিধান রচনার সঙ্গে যুক্ত ছিলেন –

  1. ষোড়শ লুই
  2. ভলতেয়ার
  3. মিরাবো
  4. রুশো

উত্তর – 3. মিরাবো

দ্বিতীয় লিওপোল্ড সম্রাট ছিলেন –

  1. ফ্রান্সের
  2. ইংল্যান্ডের
  3. অস্ট্রিয়ার
  4. জার্মানির

উত্তর – 3. অস্ট্রিয়ার

ফরাসি আইনসভার সদস্যসংখ্যা ছিল-

  1. 500 জন
  2. 631 জন
  3. 745 জন
  4. 830 জন

উত্তর – 3. 745 জন

আইনসভায় জিরন্ডিনদের প্রধান নেতা ছিলেন –

  1. রোবসপিয়র
  2. ব্রিসো
  3. লাফায়েৎ
  4. দাঁতো

উত্তর – 2. ব্রিসো

আইনসভায় জেকোবিনদের সদস্যসংখ্যা ছিল –

  1. 136 জন
  2. 350 জন
  3. 500 জন
  4. 730 জন

উত্তর – 1. 136 জন

‘ব্রান্সউইক ঘোষণাপত্র’ জারি করা হয়-

  1. 1792 খ্রিস্টাব্দে
  2. 1789 খ্রিস্টাব্দে
  3. 1793 খ্রিস্টাব্দে
  4. 1790 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 1792 খ্রিস্টাব্দে

‘সন্ত্রাসের শাসন’ শুরু হয় –

  1. 1793 খ্রিস্টাব্দে
  2. 1794 খ্রিস্টাব্দে
  3. 1795 খ্রিস্টাব্দে
  4. 1796 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 1793 খ্রিস্টাব্দে

‘সন্ত্রাসের শাসন’ শেষ হয় –

  1. 1793 খ্রিস্টাব্দে
  2. 1794 খ্রিস্টাব্দে
  3. 1795 খ্রিস্টাব্দে
  4. 1796 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1794 খ্রিস্টাব্দে

সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে –

  1. ষোড়শ লুইয়ের মৃত্যুতে
  2. দাঁতো-র মৃত্যুতে
  3. রোবসপিয়রের মৃত্যুতে
  4. তুর্গো-র মৃত্যুতে

উত্তর – 3. রোবসপিয়রের মৃত্যুতে

‘প্রেইরিয়াল’ (Prireal) আইন পাস হয় –

  1. 1794 খ্রিস্টাব্দের 10 জুন
  2. 1794 খ্রিস্টাব্দের 12 জুন
  3. 1795 খ্রিস্টাব্দের 10 জুন
  4. 1796 খিস্টাব্দের 12 জুন

উত্তর – 1. 1794 খ্রিস্টাব্দের 10 জুন

ফ্রান্সে ডিরেক্টরি শাসনের সূচনা হ-

  1. 1790 খ্রিস্টাব্দে
  2. 1792 খ্রিস্টাব্দে
  3. 1794 খ্রিস্টাব্দে
  4. 1795 খ্রিস্টাব্দে

উত্তর – 4. 1795 খ্রিস্টাব্দে

পূর্ণবাক্যে উত্তর দাও।

কে ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ (Museum of Economic Errors) বলেছেন?

অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ (Museum of Economic Errors) বলেছেন।

‘দ্য ওয়েলথ অফ নেশনস’ (The Wealth of Nations) গ্রন্থের রচয়িতা কে?

‘দ্য ওয়েলথ অফ নেশনস’ (The Wealth of Nations) গ্রন্থের রচয়িতা হলেন অ্যাডাম স্মিথ।

ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল?

ফরাসি বিপ্লব 1789 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল।

ফরাসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজা কে ছিলেন?

ফরাসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।

ষোড়শ লুই কে ছিলেন?

ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।

ষোড়শ লুই কোন বংশের রাজা ছিলেন?

ষোড়শ লুই বুরবোঁ বংশের রাজা ছিলেন।

মেরি আঁতোয়ানেৎ কে ছিলেন?

মেরি আঁতোয়ানেৎ ছিলেন রাজা ষোড়শ লুই -এর পত্নী।

ফ্রান্সের বুরবোঁ রাজারা কোন তত্ত্বে বিশ্বাসী ছিলেন?

ফ্রান্সের বুরবোঁ রাজারা ‘রাজার দৈবস্বত্বে’ বিশ্বাসী ছিলেন।

‘আমিই রাষ্ট্র’ — এই বিখ্যাত উক্তিটি কার?

ফরাসি সম্রাট চতুর্দশ লুই বলেছিলেন, ‘আমিই রাষ্ট্র’ (I am the state)।

ইনটেনডেন্ট কারা?

ফ্রান্সে প্রাক্-বিপ্লব পর্বে রাজস্ব আদায়কারী কর্মচারীরা ‘ইনটেনডেন্ট’ নামে পরিচিত ছিল।

ফ্রান্সে কত ধরনের প্রত্যক্ষ কর ছিল?

ফ্রান্সে তিন ধরনের প্রত্যক্ষ কর ছিল।

ফ্রান্সে প্রচলিত প্রত্যক্ষ করের নাম লেখো।

ফ্রান্সে প্রচলিত প্রত্যক্ষ করের নাম হল – টেইলি, ক্যাপিটেশন, ভিংটিয়েমে।

টেইলি কী?

টেইলি হল ফ্রান্সের একপ্রকার ভূমি কর। এটি ছিল প্রত্যক্ষ কর।

ক্যাপিটেশন কী?

ফ্রান্সের প্রত্যক্ষ করগুলির মধ্যে অন্যতম ক্যাপিটেশন ছিল একপ্রকার মাথাপিছু কর।

ভিংটিয়েমে কী?

ভিংটিয়েমে ছিল ফ্রান্সের একপ্রকার আয়কর।

ফ্রান্সে লবণ কর কী নামে পরিচিত ছিল?

ফ্রান্সে লবণ কর গ্যাবেলা নামে পরিচিত ছিল।

ফ্রান্সে ধর্মকর কী নামে পরিচিত ছিল? অথবা, টাইথ কী?

ফ্রান্সে ধর্মকর টাইথ নামে পরিচিত ছিল।

করভি কী?

করভি ছিল ফ্রান্সে প্রচলিত একপ্রকার কর, যাতে বাধ্যতামূলকভাবে বিনা পারিশ্রমিকে বেগার খাটতে হত।

যাজক কাদের বলা হত?

যাজক হলেন কোনো একটি নির্দিষ্ট ধর্মের প্রথাগত নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। বিভিন্ন ধর্মে যাজকদের ভূমিকা এবং কার্যাবলি বিভিন্ন রকম।

চার্চ বা যাজকেরা জনসাধারণের কাছ থেকে কোন্ কর আদায় করতেন?

চার্চ বা যাজকেরা জনসাধারণের কাছ থেকে টাইথ বা ধর্মকর আদায় করতেন।

ফরাসি যাজকেরা রাজাকে কী কর প্রদান করতেন?

ফরাসি যাজকেরা রাজাকে স্বেচ্ছাকর নামে একপ্রকার কর প্রদান করতেন।

ঐতিহাসিক ডেভিড থমসন কোন বিষয়কে বৈপ্লবিক পরিস্থিতি (Revolutionary Situation) বলেছেন?

ঐতিহাসিক ডেভিড থমসন ফ্রান্সের প্রাক্-বিপ্লব জটিল অর্থনৈতিক পরিস্থিতি-কে ‘বৈপ্লবিক পরিস্থিতি’ বলেছেন।

বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ কয়টি সম্প্রদায়ে বিভক্ত ছিল?

বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ তিনটি সম্প্রদায়ে বিভক্ত ছিল।

বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে কারা প্রথম সম্প্রদায়ভুক্ত ছিলেন?

বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে যাজকরা প্রথম সম্প্রদায়ভুক্ত ছিলেন।

বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে অভিজাতরা কোন্ সম্প্রদায়ভুক্ত ছিলেন?

বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে অভিজাতরা দ্বিতীয় সম্প্রদায়ভুক্ত ছিলেন।

‘প্যাট্রিশিয়ান’ কারা?

ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের অভিজাতরা ‘প্যাট্রিশিয়ান’ নামে পরিচিত ছিলেন।

বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে বুর্জোয়ারা কোন সম্প্রদায়ভুক্ত ছিলেন?

বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে বুর্জোয়ারা তৃতীয় সম্প্রদায়ভুক্ত ছিলেন।

প্রাক্-বিপ্লব ফ্রান্সে কৃষক ও শ্রমিকরা কোন্ সম্প্রদায়ভুক্ত ছিল?

প্রাক্-বিপ্লব ফ্রান্সে কৃষক ও শ্রমিকরা তৃতীয় সম্প্রদায়ভুক্ত ছিল।

‘প্লেবিয়ান’ কারা?

ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের তৃতীয় শ্রেণির মানুষরা প্লেবিয়ান নামে পরিচিত ছিল।

সাঁকুলোৎ কাদের বলা হয়?

সাঁকুলোৎ বলতে ফ্রান্সের খেটে খাওয়া দরিদ্র মানুষদের বোঝানো হয়।

বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে সুবিধাহীন সম্প্রদায়ভুক্ত মানুষ (Non Privileged Class) কারা ছিলেন?

বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে তৃতীয় সম্প্রদায়ের মানুষেরা ছিলেন সুবিধাহীন সম্প্রদায়।

বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে সুবিধাভোগী সম্প্রদায়ভুক্ত মানুষ (Privileged Class) কারা ছিলেন?

বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে যাজক ও অভিজাতরা ছিলেন সুবিধাভোগী সম্প্রদায়।

বুর্জোয়া বিপ্লব কাকে বলা হয়?

1789 খ্রিস্টাব্দের 27 জুন রাজা ষোড়শ লুই -এর তিন সম্প্রদায়ের একত্রে অধিবেশন এবং মাথাপিছু ভোটের দাবি মেনে নেওয়াকে ‘বুর্জোয়া বিপ্লব’ বলা হয়।

কোন দার্শনিক রাজনৈতিক বন্দি হিসেবে বাস্তিল দুর্গে আটক ছিলেন?

ভলতেয়ার রাজনৈতিক বন্দি হিসেবে বাস্তিল দুর্গে আটক ছিলেন।

‘দ্য স্পিরিট অফ লজ’ (The Spirit of Laws) গ্রন্থের রচয়িতা কে?

‘দ্য স্পিরিট অফ লজ’ গ্রন্থের রচয়িতা হলেন মন্তেস্কু।

‘দ্য পার্সিয়ান লেটারস’ (The Persian Letters) গ্রন্থের রচয়িতা কে?

দ্য পার্সিয়ান লেটারস গ্রন্থের রচয়িতা হলেন মন্তেস্কু।

‘কাঁদিদ’ (Candide) গ্রন্থের রচয়িতা কে ছিলেন?

‘কাঁদিদ’ গ্রন্থের রচয়িতা ছিলেন ভলতেয়ার।

‘লেতর ফিলজফিক’ (Letters Philosophiques) গ্রন্থের রচয়িতা কে ছিলেন?

‘লেতর ফিলজফিক’ গ্রন্থের রচয়িতা ছিলেন ভলতেয়ার।

কোন গ্রন্থকে ‘ফরাসি বিপ্লবের বাইবেল’ বলা হয়?

সোশ্যাল কন্ট্রাক্ট (Social Contract) গ্রন্থকে ‘ফরাসি বিপ্লবের বাইবেল’ বলা হয়।

‘সামাজিক চুক্তি’ (Social Contract) গ্রন্থের রচয়িতা কে?

‘সামাজিক চুক্তি’ (Social Contract) গ্রন্থের রচয়িতা হলেন রুশো।

রুশো কে ছিলেন?

রুশো ছিলেন একজন বিখ্যাত ফরাসি দার্শনিক।

‘Origin of Inequality’ (অসাম্যের সূত্রপাত) গ্রন্থের রচয়িতা কে?

‘Origin of Inequality’ (অসাম্যের সূত্রপাত) গ্রন্থের রচয়িতা হলেন রুশো।

কাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়?

রুশো-কে ‘ফরাসি বিপ্লবের জনক’ বলা হয়।

“জনগণই হল রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস” — কে বলেছেন?

ফরাসি দার্শনিক রুশো উপরোক্ত উক্তিটি করেছেন।

একজন বিশ্বকোশ (Encyclopedia) প্রণেতার নাম লেখো।

একজন বিশ্বকোশ (Encyclopedia) প্রণেতার নাম হল দেনিস দিদেরো।

স্টেটস্ জেনারেলের সভা কবে আরম্ভ হয়?

স্টেটস্ জেনারেলের সভা 1789 খ্রিস্টাব্দের 5 মে আরম্ভ হয়।

1789 খ্রিস্টাব্দের পূর্বে কত খ্রিস্টাব্দে স্টেটস্ জেনারেলের (States General) অধিবেশন আহ্বান করা হয়েছিল?

1789 খ্রিস্টাব্দের পূর্বে 1614 খ্রিস্টাব্দে স্টেটস্ জেনারেলের অধিবেশন আহ্বান করা হয়েছিল।

1789 খ্রিস্টাব্দে কোন্ ফরাসি সম্রাট স্টেটস্ জেনারেলের অধিবেশন আহ্বান করেছিলেন?

1789 খ্রিস্টাব্দে ষোড়শ লুই স্টেটস্ জেনারেলের অধিবেশন আহ্বান করেছিলেন।

1789 খ্রিস্টাব্দে আহুত স্টেটস্ জেনারেলে নির্বাচিত মোট প্রতিনিধির সংখ্যা কত ছিল?

1789 খ্রিস্টাব্দে আহুত স্টেটস্ জেনারেলে নির্বাচিত মোট প্রতিনিধির সংখ্যা ছিল 1214 জন।

‘জাতীয় সভা’ (National Assembly) কী?

1789 খ্রিস্টাব্দের 17 জুন স্টেটস্ জেনারেলের অধিবেশনে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদের সভাকে ‘জাতীয় সভা’ (National Assembly) বলে উল্লেখ করেন। অর্থাৎ জাতীয় সভা হল তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের নিজস্ব সভা।

টেনিস কোর্টের শপথ (Tennis Court Oath) কবে গ্রহণ করা হয়?

টেনিস কোর্টের শপথ 1789 খ্রিস্টাব্দের 20 জুন গ্রহণ করা হয়।

বাস্তিল (Bastille) কী?

বাস্তিল হল ফ্রান্সের একটি কুখ্যাত দুর্গ।

কবে বাস্তিল দুর্গের পতন হয়?

1789 খ্রিস্টাব্দের 14 জুলাই বাস্তিল দুর্গের পতন হয়।

জাতীয় সভার নতুন নাম কী?

জাতীয় সভার নতুন নাম সংবিধান সভা।

জাতীয় সভাকে সংবিধান সভা বলা হয় কেন?

1789 খ্রিস্টাব্দের 9 জুলাই জাতীয় সভা ফ্রান্সের জন্য সংবিধান রচনার দায়িত্ব পেয়েছিল। সেজন্য জাতীয় সভাকে সংবিধান সভা বলা হয়।

‘সিভিল লিস্ট’ কী?

ফ্রান্সের সংবিধান সভা রাজপরিবারের বার্ষিক ব্যয় বরাদ্দের যে তালিকা নির্দিষ্ট করে দিয়েছিল তা সিভিল লিস্ট নামে পরিচিত ছিল।

ফরাসি সংবিধান সভা কবে সামন্ততন্ত্রের (Feudalism) বিলোপ ঘোষণা করে?

ফরাসি সংবিধান সভা 1789 খ্রিস্টাব্দের 4 আগস্ট সামন্ততন্ত্রের বিলোপ ঘোষণা করে।

ফরাসি সংবিধান সভা কবে ‘মানুষ ও নাগরিকের অধিকার’ ঘোষণা করে?

ফরাসি সংবিধান সভা 1789 খ্রিস্টাব্দের 26 আগস্ট মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা করে।

সংবিধান সভা ফ্রান্সের নাগরিকদের কী কী ভাগে বিভক্ত করেছিল?

সংবিধান সভা স্থায়ী সম্পত্তির ভিত্তিতে ফ্রান্সের নাগরিকদের সক্রিয় নিষ্ক্রিয় –এই দুভাগে বিভক্ত করেছিল।

সংবিধান ফরাসি রাজতন্ত্রের কী পরিবর্তন করে?

সংবিধান ফরাসি রাজতন্ত্রের একচ্ছত্র স্বৈরাচারী শাসনের অবসান ঘটায়।

মিরাবো কে ছিলেন?

সংবিধান সভার কার্যকালে বিপ্লবী নেতা ছিলেন মিরাবো।

‘অ্যাসাইনেট’ (Assignats) কী?

অ্যাসাইনেট হল ফ্রান্সে প্রচলিত এক ধরনের কাগজের নোট।

কবে ষোড়শ লুই অস্ট্রিয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন?

1791 খ্রিস্টাব্দের 20 জুন ষোড়শ লুই অস্ট্রিয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।

ফরাসি নারীসমাজ তাদের দুর্ভাগ্যের জন্য কাকে দায়ী করেছিল?

ফরাসি নারীসমাজ তাদের দুর্ভাগ্যের জন্য ফ্রান্সের পুরাতন রাজতন্ত্রকে দায়ী করেছিল।

ফরাসি বিপ্লবকালে ফ্রান্সে কী গুজব উঠেছিল?

ফরাসি বিপ্লবকালে গ্রামাঞ্চলে গুজব রটে যে, জমিদার, অভিজাতদের গুন্ডাবাহিনী কৃষকদের জমি পুড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে।

ব্রান্সউইক কে ছিলেন?

ব্রান্সউইক ছিলেন অস্ট্রিয়া ও প্রাশিয়ার যৌথ সেনাবাহিনীর সেনাপতি।

কোন্ ঘটনাকে ‘দ্বিতীয় ফরাসি বিপ্লব’ বলা হয়?

1792 খ্রিস্টাব্দের 10 আগস্ট টুইলারিস (Tuileries) রাজপ্রাসাদ আক্রমণের ঘটনাকে ‘দ্বিতীয় ফরাসি বিপ্লব’ বলা হয়।

‘সেপ্টেম্বরের হত্যাকাণ্ড’ কী?

1792 খ্রিস্টাব্দে 2-6 সেপ্টেম্বর উন্মত্ত ও হিংস্র জনতা জেকোবিন নেতা ম্যারাট -এর নেতৃত্বে জেলখানাগুলিতে যে হত্যাকাণ্ড চালায়, তা সেপ্টেম্বর হত্যাকাণ্ড (September Massacre) নামে পরিচিত।

‘জাতীয় মহাসভা’ বা ‘ন্যাশনাল কনভেনশন’ (National Convention) কী?

গণভোটের ভিত্তিতে ফ্রান্সে 1792 খ্রিস্টাব্দে যে আইনসভা গঠিত হয়েছিল তা ‘জাতীয় মহাসভা’ বা ‘ন্যাশনাল কনভেনশন’ নামে পরিচিত।

ফ্রান্সে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা কে করে?

জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন ফ্রান্সে রাজতন্ত্রের উচ্ছেদ ঘটিয়ে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা করে।

কবে রাজা ষোড়শ লুই -এর মৃত্যুদণ্ড হয়?

1793 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি রাজা ষোড়শ লুই -এর মৃত্যুদণ্ড হয়।

‘সন্ত্রাসের শাসন’ কী?

ফ্রান্সে জেকোবিন প্রবর্তিত স্বৈরাচারী শাসনকে ‘সন্ত্রাসের শাসন’ বলা হয়।

সন্ত্রাসের শাসন কত খ্রিস্টাব্দে শুরু হয়?

সন্ত্রাসের শাসন 1793 খ্রিস্টাব্দে শুরু হয়।

কোন সময়কালকে ‘সন্ত্রাসের শাসন’ বলা হয়?

আনুমানিক 1793 খ্রিস্টাব্দের 2 জুন থেকে 1794 খ্রিস্টাব্দের 27 জুলাই পর্যন্ত সময়কালকে ‘সন্ত্রাসের শাসন’ বলা হয়।

সন্ত্রাসের রাজত্বের প্রধান পরিচালক কে ছিলেন?

সন্ত্রাসের রাজত্বের প্রধান পরিচালক ছিলেন রোবসপিয়র।

কবে রোবসপিয়রের মৃত্যু হয়?

1794 খ্রিস্টাব্দের 28 জুলাই রোবসপিয়রের মৃত্যু হয়।

ফ্রান্সে কার শাসনকালকে লাল সন্ত্রাস বলা হয়?

ফ্রান্সে রোবসপিয়রের শাসনকালকে ‘লাল সন্ত্রাস’ বলা হয়।

সন্দেহের আইন (Law of Suspect) কী?

সন্দেহের আইন হল এমন এক আইন যার দ্বারা বিপ্লবের বিরোধী বলে সন্দেহের বশে যে-কোনো ব্যক্তিকে গ্রেফতার করা যেত। বিপ্লবী আদালতে এইসব বন্দিদের বিচার হত।

ভারতবর্ষের কোন্ শাসক জেকোবিন ক্লাবের সদস্য ছিলেন?

ভারতবর্ষের মহিশূর রাজ্যের শাসক টিপু সুলতান জেকোবিন ক্লাবের সদস্য ছিলেন।

থার্মিডোরীয় প্রতিক্রিয়া কী?

1794 খ্রিস্টাব্দের 28 জুলাই রোবসপিয়র ও তাঁর অনুগামীদের গিলোটিনে হত্যার ঘটনাকে ‘থার্মিডোরীয় প্রতিক্রিয়া’ বলা হয়।

‘মাস্কাদিন (Muscadin) বাহিনী’ কী?

থার্মিডোরীয় প্রতিক্রিয়ার ফলে জেকোবিনদের দমনের জন্য কেরানি, দোকানদার ও বেকার যুবকদের সাহায্যে যে প্রতিবিপ্লবী বাহিনী গঠন করা হয়, তা ‘মাস্কাদিন বাহিনী’ নামে পরিচিত।

ফরাসি বিপ্লবকে প্রভাবিত করেছিল ইংল্যান্ডের কোন্ ঘটনা?

1688 খ্রিস্টাব্দের ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব ফরাসি বিপ্লবকে প্রভাবিত করেছিল।

ফরাসি বিপ্লবের আদর্শগুলি কী কী?

ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ — সাম্য, মৈত্রী ও স্বাধীনতা।

ফ্রান্সের সিংহাসনে ছিলেন চতুর্দশ লুই কত খ্রিস্টাব্দ পর্যন্ত?

ফ্রান্সের সিংহাসনে ছিলেন চতুর্দশ লুই 1643- 1715 খ্রিস্টাব্দ পর্যন্ত।

কত খ্রিস্টাব্দে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব?

1688 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব।

ফ্রান্সে ষোড়শ লুই -এর রাজত্বকাল কত খ্রিস্টাব্দ পর্যন্ত?

ফ্রান্সে ষোড়শ লুই -এর রাজত্বকাল 1774-1793 খ্রিস্টাব্দ পর্যন্ত।

কত খ্রিস্টাব্দে প্যারিস-সহ ফ্রান্সের পার্লমগুলি ভেঙে দেন ষোড়শ লুই?

1788 খ্রিস্টাব্দে 8 মে প্যারিস-সহ ফ্রান্সের পার্লমগুলি ভেঙে দেন ষোড়শ লুই।

যাজক, অভিজাত ও বুর্জোয়া শ্রেণির প্রতিনিধিরা ভিজিলে নামক স্থানে মিলিত হয়ে স্টেটস্ জেনারেলের অধিবেশন আহ্বানের দাবি জানায় কত খ্রিস্টাব্দে?

যাজক, অভিজাত ও বুর্জোয়া শ্রেণির প্রতিনিধিরা ভিজিলে নামক স্থানে মিলিত হয়ে স্টেটস্ জেনারেলের অধিবেশন আহ্বানের দাবি জানায় 1788 খ্রিস্টাব্দে 21 জুলাই।

স্টেটস্ জেনারেলের নির্বাচন হয় কত খ্রিস্টাব্দে?

স্টেটস্ জেনারেলের নির্বাচন হয় 1789 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে।

স্টেটস্ জেনারেলের অধিবেশন বসে কত খ্রিস্টাব্দে?

স্টেটস্ জেনারেলের অধিবেশন বসে 1789 খ্রিস্টাব্দে 5 মে।

টেনিস কোর্টের শপথ কত খ্রিস্টাব্দে নেয়?

টেনিস কোর্টের শপথ 1789 খ্রিস্টাব্দে 20 জুন 5 নেয়।

কত খ্রিস্টাব্দে রাজা ষোড়শ লুই -এর তিন সম্প্রদায়ের সম্মিলিত রাজকীয় অধিবেশন আহ্বান?

1789 খ্রিস্টাব্দে 23 জুন রাজা ষোড়শ লুই -এর তিন সম্প্রদায়ের সম্মিলিত রাজকীয় অধিবেশন আহ্বান।

কত খ্রিস্টাব্দে রাজা ষোড়শ লুই স্টেটস্ জেনারেলে তিন সম্প্রদায়ের যৌথ অধিবেশন ও মাথাপিছু ভোটের দাবি মেনে নেন?

1789 খ্রিস্টাব্দে 27 জুন রাজা ষোড়শ লুই স্টেটস্ জেনারেলে তিন সম্প্রদায়ের যৌথ অধিবেশন ও মাথাপিছু ভোটের দাবি মেনে নেন।

সংবিধান সভা গঠিত হয় কত খ্রিস্টাব্দে?

সংবিধান সভা গঠিত হয় 1789 খ্রিস্টাব্দে 9 জুলাই।

অর্থমন্ত্রী নেকার পদচ্যুত হন কত খ্রিস্টাব্দে?

অর্থমন্ত্রী নেকার পদচ্যুত হন 1789 খ্রিস্টাব্দে 11 জুলাই।

বাস্তিল দুর্গের পতন হয় কত খ্রিস্টাব্দে?

বাস্তিল দুর্গের পতন হয় 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই।

সংবিধান সভা সামন্ততন্ত্রের বিলোপ ঘোষণা করে কত খ্রিস্টাব্দে?

সংবিধান সভা সামন্ততন্ত্রের বিলোপ ঘোষণা করে 1789 খ্রিস্টাব্দে 4 আগস্ট।

সংবিধান সভা মানুষ ও নাগরিকের অধিকার পত্র ঘোষণা করে কত খ্রিস্টাব্দে?

সংবিধান সভা মানুষ ও নাগরিকের অধিকার পত্র ঘোষণা করে 1789 খ্রিস্টাব্দে 26 আগস্ট।

রাজা ষোড়শ লুই সপরিবারে অস্ট্রিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করেন কত খ্রিস্টাব্দে?

রাজা ষোড়শ লুই সপরিবারে অস্ট্রিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করেন 1791 খ্রিস্টাব্দে 20 জুন।

রাজা সপরিবারে ধরা পড়েন কত খ্রিস্টাব্দে?

রাজা সপরিবারে ধরা পড়েন 1791 খ্রিস্টাব্দে 21 জুন।

অস্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় লিওপোল্ড কর্তৃক পাদুয়া ঘোষণা কত খ্রিস্টাব্দে?

অস্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় লিওপোল্ড কর্তৃক পাদুয়া ঘোষণা 1791 খ্রিস্টাব্দে 6 জুলাই।

নতুন সংবিধান প্রবর্তন করা হয় কত খ্রিস্টাব্দে?

নতুন সংবিধান প্রবর্তন করা হয় 1791 খ্রিস্টাব্দে 3 সেপ্টেম্বর।

কত খ্রিস্টাব্দে দ্বিতীয় ফরাসি বিপ্লব হয়। উত্তেজিত জনতা দ্বিতীয়বার টুইলারিস রাজপ্রাসাদ আক্রমণ করে।

1792 খ্রিস্টাব্দে 10 আগস্ট দ্বিতীয় ফরাসি বিপ্লব হয়। উত্তেজিত জনতা দ্বিতীয়বার টুইলারিস রাজপ্রাসাদ আক্রমণ করে।

ন্যাশনাল কনভেনশন বা জাতীয় মহাসভার শাসনের সূচনা হয় কত খ্রিস্টাব্দে?

ন্যাশনাল কনভেনশন বা জাতীয় মহাসভার শাসনের সূচনা হয় 1792 সালের 20 সেপ্টেম্বর।

সেপ্টেম্বর হত্যাকাণ্ড সংঘটিত হয় কত খ্রিস্টাব্দে?

সেপ্টেম্বর হত্যাকাণ্ড সংঘটিত হয় 1792 খ্রিস্টাব্দে 2-5 সেপ্টেম্বর।

কত খ্রিস্টাব্দে ন্যাশনাল কনভেনশনের প্রথম অধিবেশন বসে?

1792 খ্রিস্টাব্দে 21 সেপ্টেম্বর ন্যাশনাল কনভেনশনের প্রথম অধিবেশন বসে।

ইংল্যান্ডের নেতৃত্বে অস্ট্রিয়া, প্রাশিয়া, হল্যান্ড ও স্পেনকে নিয়ে ফ্রান্সবিরোধী প্রথম শক্তিজোট গঠন করেন কত খ্রিস্টাব্দে?

ইংল্যান্ডের নেতৃত্বে অস্ট্রিয়া, প্রাশিয়া, হল্যান্ড ও স্পেনকে নিয়ে ফ্রান্সবিরোধী প্রথম শক্তিজোট গঠন করেন 1973 খ্রিস্টাব্দে।

কত খ্রিস্টাব্দে রাজা ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড কার্যকর হয়?

1793 খ্রিস্টাব্দে রাজা ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড কার্যকর হয়।

কত খ্রিস্টাব্দে সন্ত্রাসের রাজত্বের সূচনা হয়?

1793 খ্রিস্টাব্দে 21 জুলাই সন্ত্রাসের রাজত্বের সূচনা হয়।

সন্ত্রাসের রাজত্ব কাল কত খ্রিস্টাব্দ পর্যন্ত?

সন্ত্রাসের রাজত্ব কাল 1793 খ্রিস্টাব্দ 2 জুন থেকে 1794 খ্রিস্টাব্দ পর্যন্ত।

কত খ্রিস্টাব্দে রোবসপিয়রের প্রাণদণ্ড কার্যকর হয়?

1794 খ্রিস্টাব্দে 28 জুলাই রোবসপিয়রের প্রাণদণ্ড কার্যকর হয়।

ফ্রান্সের বিপ্লবীরা দশমিক সময় পদ্ধতিতে কীভাবে দিন, ঘণ্টা, মিনিট ও সেকেন্ডকে পুনর্বিন্যাস করেছিলেন?

 ফ্রান্সের বিপ্লবীরা ’10’ সংখ্যাটির উপর ভিত্তি করে দশমিক ক্যালেন্ডার এবং সময় গণনার একটি নতুন হিসাব চালু করেছিলেন। এই হিসাব অনুযায়ী 10 দিনে 1 সপ্তাহ, 10 ঘণ্টায় 1 দিন-প্রতি ঘণ্টায় থাকত 100 মিনিট এবং 1 মিনিটে থাকত 100 সেকেন্ড।

মন্তেস্কুর রাষ্ট্রদর্শনের মূল বক্তব্য কী ছিল এবং ফরাসি শাসনব্যবস্থার কোন নীতির তিনি তীব্র বিরোধিতা করেছিলেন?

মন্তেস্কু ফরাসি সম্রাটের ঈশ্বরপ্রদত্ত (দৈব) ক্ষমতার তীব্র বিরোধিতা করেছিলেন। ব্যক্তিস্বাধীনতা রক্ষার জন্য শাসনবিভাগ, আইনবিভাগ ও বিচারবিভাগের পৃথককরণের দাবি করেছিলেন।

ফ্রান্সের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে রাজত্ব করা রাজা কে ছিলেন?

চতুর্দশ লুই 72 বছর রাজত্ব করেছিলেন, যা ফ্রান্সের ইতিহাসে দীর্ঘতম রাজত্বকাল।

ফরাসি বিপ্লবের সময় ‘Place de la Révolution’-এ গিলোটিন স্থাপন করা হয়েছিল। বর্তমানে এই বিখ্যাত চত্বরটির নাম কী এবং এটি কোন শহরে অবস্থিত?

ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের যে জায়গায় গিলোটিন অবস্থিত ছিল তাকে বলা হত ‘Place de la Revolution’। বর্তমানে এর নাম ‘Place de la Concorde’। এটি প্যারিস শহরের বৃহত্তম চত্বর।

চার্লস ডিকেন্সের ‘A Tale of Two Cities’ উপন্যাসটি কোন ঐতিহাসিক ঘটনাকে পটভূমি করে রচিত হয়েছে?

প্রখ্যাত সাহিত্যিক চার্লস ডিকেন্স তাঁর ‘A Tale of Two Cities’ গ্রন্থটি ফরাসি বিপ্লবের পটভূমিকে কেন্দ্র করে রচনা করেন।

ফ্রান্সে প্রতি বছর ১৪ জুলাই কোন ঐতিহাসিক ঘটনা পালিত হয়?

ফ্রান্সে প্রতি বছর 14 জুলাই পালিত হয় ‘বাস্তিল দিবস’।

সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো।

ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ বলেছেন ___ (নেপোলিয়ন/ভলতেয়ার/অ্যাডাম স্মিথ/চতুর্দশ লুই)।

উত্তর – ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ বলেছেন অ্যাডাম স্মিথ

‘টেইলি’ হল, ___ (আয়কর/ধর্মকর/ভূমিকর/উৎপাদনকর)।

উত্তর – ‘টেইলি’ হল, ভূমিকর

‘ক্যাপিটেশন’ হল ___ (উৎপাদনকর/লবণকর/আয়কর/ধর্মকর)।

উত্তর – ‘ক্যাপিটেশন’ হল উৎপাদনকর

‘ভিংটিয়েমে’ হল ___ (আয়কর/লবণকর/শ্রমকর/ভূমিকর)।

উত্তর – ‘ভিংটিয়েমে’ হল আয়কর

‘করভি’ হল ___ (লবণকর/বেগার প্রথা/মহামারি/সম্পত্তি কর)।

উত্তর – ‘করভি’ হল বেগার প্রথা

‘গ্যাবেলা’ হল ___ (ধর্মকর/পথকর/লবণকর/জলকর)।

উত্তর – ‘গ্যাবেলা’ হল লবণকর

ফ্রান্সের একটি প্রত্যক্ষ কর হল ___ (টেইলি/করভি/গ্যাবেলা/অ্যাসাইনেট)।

উত্তর – ফ্রান্সের একটি প্রত্যক্ষ কর হল টেইলি

ফ্রান্সের প্রথম সম্প্রদায় ছিল ___ (অভিজাতরা/কৃষকরা/শ্রমিকরা/যাজকরা)।

উত্তর – ফ্রান্সের প্রথম সম্প্রদায় ছিল যাজকরা

ফ্রান্সের দ্বিতীয় সম্প্রদায় ছিল ___ (সাঁকুলোৎরা/অভিজাতরা/বুর্জোয়ারা/যাজকেরা)।

উত্তর – ফ্রান্সের দ্বিতীয় সম্প্রদায় ছিল যাজকেরা

সাঁকুলোৎত্রা ছিল ফ্রান্সের ___ (প্রথম/দ্বিতীয়/তৃতীয়/চতুর্থ) সম্প্রদায়।

উত্তর – সাঁকুলোৎত্রা ছিল ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়।

ফরাসি সমাজে অধিকারভোগী শ্রেণি ছিল ___ (যাজক ও অভিজাতরা/শ্রমিক ও কৃষকরা/বুর্জোয়া ও সাঁকুলোৎরা/এদের কেউই নয়)। 

উত্তর – ফরাসি সমাজে অধিকারভোগী শ্রেণি ছিল যাজক ও অভিজাতরা

ফরাসি সমাজে অধিকারহীন শ্রেণির মধ্যে ছিল ___ (ফরাসি রাজা/বুর্জোয়ারা/যাজকরা/অভিজাতরা)।

উত্তর – ফরাসি সমাজে অধিকারহীন শ্রেণির মধ্যে ছিল বুর্জোয়ারা

‘দ্য স্পিরিট অফ লজ’ গ্রন্থের রচয়িতা হলেন ___ (রুশো/ভলতেয়ার/মন্তেস্কু/দিদেরো)।

উত্তর – ‘দ্য স্পিরিট অফ লজ’ গ্রন্থের রচয়িতা হলেন মন্তেস্কু

‘কাঁদিদ’ গ্রন্থের রচয়িতা হলেন ___ (মন্তেস্কু/রুশো/ভলতেয়ার/অ্যাডাম স্মিথ)। 

উত্তর – ‘কাঁদিদ’ গ্রন্থের রচয়িতা হলেন ভলতেয়ার

‘সোশ্যাল কন্ট্রাক্ট’ গ্রন্থের রচয়িতা হলেন ___ (রুশো/দেনিস দিদেরো/অ্যাডাম স্মিথ/ভলতেয়ার)।

উত্তর – ‘সোশ্যাল কন্ট্রাক্ট’ গ্রন্থের রচয়িতা হলেন ভলতেয়ার

‘ফরাসি বিপ্লবের জনক’ বলা হয় ___ (পঞ্চদশ লুইকে/ষোড়শ লুইকে/অ্যাডাম স্মিথকে/রুশোকে)।

উত্তর – ‘ফরাসি বিপ্লবের জনক’ বলা হয় রুশোকে

স্টেটস্ জেনারেল হল ফ্রান্সের ___ (রাজপ্রাসাদ/জাতীয় সভা/প্রধান সেনাপতি/বিচারালয়)।

উত্তর – স্টেটস্ জেনারেল হল ফ্রান্সের জাতীয় সভা

ষোড়শ লুইয়ের রাজত্বকালে স্টেটস্ জেনারেলের অধিবেশন আহ্বান করা হয় ___ (1614/1789/1795/1797) খ্রিস্টাব্দে।

উত্তর – ষোড়শ লুইয়ের রাজত্বকালে স্টেটস্ জেনারেলের অধিবেশন আহ্বান করা হয় 1789 খ্রিস্টাব্দে।

1789 খ্রিস্টাব্দের স্টেটস্ জেনারেলের প্রতিনিধি সংখ্যা ছিল ___ (285/545/1214/1789) জন।

উত্তর – 1789 খ্রিস্টাব্দের স্টেটস্ জেনারেলের প্রতিনিধি সংখ্যা ছিল 1214 জন।

‘টেনিস কোর্টের শপথ’ গৃহীত হয় ___ (1614/1688/1789/1791) খ্রিস্টাব্দে।

উত্তর – ‘টেনিস কোর্টের শপথ’ গৃহীত হয় 1789 খ্রিস্টাব্দে।

বাস্তিল দুর্গের পতন হয় 1789 খ্রিস্টাব্দের ___ (1 জানুয়ারি/21 ফেব্রুয়ারি/14 জুলাই/26 আগস্ট)।

উত্তর – বাস্তিল দুর্গের পতন হয় 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই

ফ্রান্সে সামন্ততন্ত্র বিলুপ্ত হয় 1789 খ্রিস্টাব্দের ___ (23 জানুয়ারি/14 জুলাই/4 আগস্ট/15 আগস্ট)।

উত্তর – ফ্রান্সে সামন্ততন্ত্র বিলুপ্ত হয় 1789 খ্রিস্টাব্দের 4 আগস্ট

ফ্রান্সে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা হয় 1789 খ্রিস্টাব্দের ___ (26 জানুয়ারি/4 আগস্ট/26 আগস্ট/31 ডিসেম্বর)। 

উত্তর – ফ্রান্সে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা হয় 1789 খ্রিস্টাব্দের 26 আগস্ট

আইনসভা প্রণীত আইনকে যে ক্ষমতাবলে রাজা স্থগিত করতে পারতেন তাকে বলে ___ (ভিংটিয়েমে/অ্যাসাইনেট/করভি/ভেটো)।

উত্তর – আইনসভা প্রণীত আইনকে যে ক্ষমতাবলে রাজা স্থগিত করতে পারতেন তাকে বলে ভেটো

‘অ্যাসাইনেট’ হল এক ধরনের ___ (জাল/কাগজের নোট/খাবার/কর)।

উত্তর – ‘অ্যাসাইনেট’ হল এক ধরনের কাগজের নোট

রাজা ষোড়শ লুই সপরিবারে অস্ট্রিয়া পালানোর চেষ্টা করেন ___ (1789/1791/1795/1798) খ্রিস্টাব্দে।

উত্তর – রাজা ষোড়শ লুই সপরিবারে অস্ট্রিয়া পালানোর চেষ্টা করেন 1791 খ্রিস্টাব্দে।

রাজা ষোড়শ লুই অস্ট্রিয়া পালানোর সময় ধরে পড়ে যান 1791 খ্রিস্টাব্দের ___ (21 জুন/29 জুলাই/27 নভেম্বর/22 সেপ্টেম্বর)।

উত্তর – রাজা ষোড়শ লুই অস্ট্রিয়া পালানোর সময় ধরে পড়ে যান 1791 খ্রিস্টাব্দের 21 জুন

জিরন্ডিন দলের প্রধান নেতা ছিলেন ___ (ব্রিসো/রুশো/রোবসপিয়র/বার্নেভ)।

উত্তর – জিরন্ডিন দলের প্রধান নেতা ছিলেন ব্রিসো

জেকোবিন দল ছিল ___ (চরমপন্থী/দক্ষিণপন্থী/মধ্যপন্থী/বামপন্থী)।

উত্তর – জেকোবিন দল ছিল বামপন্থী

জেকোবিন দলের অন্যতম প্রধান নেতা ছিলেন ___ (ভলতেয়ার/রোবসপিয়র/মন্তেস্কু/ব্রিসো)।

উত্তর – জেকোবিন দলের অন্যতম প্রধান নেতা ছিলেন রোবসপিয়র

‘দ্বিতীয় ফরাসি বিপ্লব’ ঘটে ___ (1789/1790/1791/1792) খ্রিস্টাব্দে।

উত্তর – ‘দ্বিতীয় ফরাসি বিপ্লব’ ঘটে 1792 খ্রিস্টাব্দে।

জেকোবিন দলের আরেক নাম ছিল ___ (মাউন্টেন/ব্রিস্রোটিন/জিরন্ডিন/তোকোবিন)।

উত্তর – জেকোবিন দলের আরেক নাম ছিল মাউন্টেন

ফ্রান্সে সন্ত্রাসের রাজত্ব চলেছিল ___ (13 মাস/12 বছর/45 দিন/100 দিন)।

উত্তর – ফ্রান্সে সন্ত্রাসের রাজত্ব চলেছিল 13 মাস

ফ্রান্সে সন্ত্রাসের শাসনের প্রধান নায়ক ছিলেন ___ (ভলতেয়ার/রোবসপিয়র/ষোড়শ লুই/চতুর্দশ লুই)।

উত্তর – ফ্রান্সে সন্ত্রাসের শাসনের প্রধান নায়ক ছিলেন রোবসপিয়র

রোবসপিয়রের মৃত্যুদণ্ড কার্যকর হয় 1794 খ্রিস্টাব্দের ___ (2 জানুয়ারি/3 ফেব্রুয়ারি/28 জুলাই/30 আগস্ট)।

উত্তর – রোবসপিয়রের মৃত্যুদণ্ড কার্যকর হয় 1794 খ্রিস্টাব্দের 28 জুলাই

রোবসপিয়রের শাসনকাল নামে পরিচিত ___ (শ্বেত সন্ত্রাস/লাল সন্ত্রাস/হলুদ সন্ত্রাস/বাদামি সন্ত্রাস)। 

উত্তর – রোবসপিয়রের শাসনকাল নামে পরিচিত লাল সন্ত্রাস

 ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মিলিয়ে লেখো। 

ক-স্তম্ভখ-স্তম্ভউত্তর
1. ষোড়শ লুইA. জিরন্ডিন নেতা1. C.
2. নেকারB. দার্শনিক2. D.
3. রুশোC. ফরাসি রাজা3. B.
4. ব্রিসোD. অর্থমন্ত্রী4. A.
ক-স্তম্ভখ-স্তম্ভউত্তর
1. দ্য ওয়েলথ অফ নেশনসA. রুশো1. B.
2. দ্য স্পিরিট অফ লজB. অ্যাডাম স্মিথ2. D.
3. কাঁদিদC. ভলতেয়ার3. C.
4. সোশ্যাল কন্ট্রাক্টD. মন্তেস্কু4. A.

নীচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও।

সাঁকুলোৎরা ছিলেন মেহনতি মানুষ।

উত্তর – ঠিক।

ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রস্তাব দিয়েছিলেন মন্তেস্কু।

উত্তর – ঠিক।

ফরাসি সমাজে অধিকারহীন শ্রেণি ছিল প্রথম সম্প্রদায়।

উত্তর – ভুল।
ভুলের ব্যাখ্যা – ফরাসি সমাজে অধিকারহীন শ্রেণি ছিল তৃতীয় সম্প্রদায়।

ফ্রান্সের সাধারণ মানুষকে যে বাধ্যতামূলক বেগার খাটতে হত তাকে বলে ‘করভি’।

উত্তর – ঠিক।

মন্তেস্কু ছিলেন ফ্রান্সের একজন বিখ্যাত দার্শনিক।

উত্তর – ঠিক।

ভলতেয়ারকে ফরাসি বিপ্লবের ‘প্রিন্স’ বলা হয়।

উত্তর – ভুল।
ভুলের ব্যাখ্যা – রুশোকে ফরাসি বিপ্লবের ‘জনক’ বলা হয়।

‘টেনিস কোর্টের শপথ’ নেওয়া হয়েছিল 12 জুন।

উত্তর – ভুল।
ভুলের ব্যাখ্যা – ‘টেনিস কোর্টের শপথ’ নেওয়া হয়েছিল 20 জুন।

জাতীয় মহাসভা ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল।

উত্তর – ঠিক।

মহাসন্ত্রাস চালু করেছিলেন নেপোলিয়ন।

উত্তর – ভুল।
ভুলের ব্যাখ্যা – মহাসন্ত্রাস চালু করেছিলেন রোবসপিয়র।

‘নোটরডাম’ গির্জাকে ‘যুক্তির মন্দির’-এ পরিণত করা হয়।

উত্তর – ঠিক।

বেমানান শব্দটি খুঁজে বার করো।

টেইলি, ক্যাপিটেশন, করভি, ভিংটিয়েমে।

উত্তর – করভি।
ব্যাখ্যা – করভি ব্যতীত আর সবগুলিই ছিল প্রাক্-বিপ্লব ফ্রান্সে প্রচলিত প্রত্যক্ষ কর।

অ্যাডাম স্মিথ, রুশো, ভলতেয়ার, মন্তেস্কু।

উত্তর – অ্যাডাম স্মিথ।
ব্যাখ্যা – রুশো, ভলতেয়ার, মন্তেস্কু ছিলেন ফরাসি দার্শনিক। আর অ্যাডাম স্মিথ ছিলেন অর্থনীতিবিদ।

রোবসপিয়র, ষোড়শ লুই, মিরাবো, লাফায়েৎ।

উত্তর – ষোড়শ লুই।
ব্যাখ্যা – ষোড়শ লুই ছিলেন ফরাসি বিপ্লবকালীন ফ্রান্সের রাজা। আর বাকি তিনজন ছিলেন ফরাসি বিপ্লবের অন্যতম নেতৃবৃন্দ।

ফ্রান্স, ইংল্যান্ড, সুইডেন, পোর্তুগাল।

উত্তর – পোর্তুগাল।
ব্যাখ্যা – পোর্তুগাল ছাড়া ইউরোপের এই তিনটি দেশেই প্রাক্-বিপ্লব সময়ে বুর্জোয়া শ্রেণির উদ্ভব হয়েছিল।

নেকার, তুর্গো, ক্যালোন, দাঁতো।

উত্তর – দাঁতো।
ব্যাখ্যা – দাঁতো ছাড়া বাকি তিনজন ছিলেন ফরাসি রাজা ষোড়শ লুই -এর অর্থমন্ত্রী।

নীচের বিবৃতিগুলির সঙ্গে তার নীচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে নাও।

বিবৃতি – ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ বলা হয়।

ব্যাখ্যা-1: ফ্রান্সে অর্থনীতির পুরোনো জিনিসপত্র সংরক্ষণ করা হত।
ব্যাখ্যা-2: ফ্রান্সের রাজা প্রজাদের কাছ থেকে রাজস্ব আদায় করতেন।
ব্যাখ্যা-3: ফ্রান্সের করব্যবস্থা ছিল বৈষম্যমূলক।

উত্তর – ব্যাখ্যা-3: ফ্রান্সের করব্যবস্থা ছিল বৈষম্যমূলক।

বিবৃতি – 1789 খ্রিস্টাব্দে রাজা ষোড়শ লুই স্টেটস্ জেনারেলের অধিবেশন আহ্বান করেন।

ব্যাখ্যা-1: অর্থসংকট থেকে মুক্তি পাওয়ার জন্য।
ব্যাখ্যা-2: প্রতি বছরের মতো এই বছরেও আহ্বান করেন।
ব্যাখ্যা-3: প্রতি 5 বছর অন্তর আহ্বান করতে হত।

উত্তর – ব্যাখ্যা-1: অর্থসংকট থেকে মুক্তি পাওয়ার জন্য।

বিবৃতি – ফরাসি জনগণ বাস্তিল দুর্গ ধ্বংস করেছিল।

ব্যাখ্যা-1: বাস্তিল দুর্গ ছিল পুরোনো।
ব্যাখ্যা-2: বাস্তিল দুর্গ ছিল স্বৈরাচারী শাসনের প্রতীক।
ব্যাখ্যা-3: বাস্তিল দুর্গ ছিল বিদেশিদের দুর্গ।

উত্তর – ব্যাখ্যা-2: বাস্তিল দুর্গ ছিল স্বৈরাচারী শাসনের প্রতীক।


আজকে এই আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়, “ফরাসি বিপ্লবের কয়েকটি দিক” এর কিছু “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি। এছাড়া, এই পোস্টটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

ভাস্বর বাতি, CFL বাতি ও LED বাতির মধ্যে পার্থক্য লেখো।

ভাস্বর বাতি, CFL বাতি ও LED বাতির মধ্যে পার্থক্য লেখো।

নবম শ্রেণী ইতিহাস - প্রাককথন: ইউরোপ ও আধুনিক যুগ

নবম শ্রেণী ইতিহাস – প্রাককথন: ইউরোপ ও আধুনিক যুগ

নবম শ্রেণী ইতিহাস - বিপ্লবী আদর্শ,নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ - বিষয়সংক্ষেপ

নবম শ্রেণী ইতিহাস – বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ – বিষয়সংক্ষেপ

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik English Suggestion 2026

Madhyamik Bengali Suggestion 2026

Madhyamik Bengali Suggestion 2026 – প্রবন্ধ রচনা

Madhyamik Bengali Suggestion 2026 – প্রতিবেদন

Madhyamik Bengali Suggestion 2026 – সংলাপ