এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

নবম শ্রেণী ইতিহাস – ফরাসি বিপ্লবের কয়েকটি দিক – অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

আজকে আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় ‘ফরাসি বিপ্লবের কয়েকটি দিক’ – এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি নবম শ্রেণীর পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

নবম শ্রেণী ইতিহাস - ফরাসি বিপ্লবের কয়েকটি দিক - অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
Contents Show

নবম শ্রেণী ইতিহাস – ফরাসি বিপ্লবের কয়েকটি দিক – অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর (Museum of Economic Errors) বলেছেন?

অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর (Museum of Economic Errors) বলেছেন।

দ্য ওয়েলথ অফ নেশনস (The Wealth of Nations) গ্রন্থের রচয়িতা কে?

দ্য ওয়েলথ অফ নেশনস (The Wealth of Nations) গ্রন্থের রচয়িতা হলেন অ্যাডাম স্মিথ।

ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল?

ফরাসি বিপ্লব 1789 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল।

ফরাসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজা কে ছিলেন?

ফরাসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।

ষোড়শ লুই কে ছিলেন?

ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।

ষোড়শ লুই কোন বংশের রাজা ছিলেন?

ষোড়শ লুই বুরবোঁ বংশের রাজা ছিলেন।

মেরি আঁতোয়ানেৎ কে ছিলেন?

মেরি আঁতোয়ানেৎ ছিলেন রাজা ষোড়শ লুই-এর পত্নী।

ফ্রান্সের বুরবোঁ রাজারা কোন তত্ত্বে বিশ্বাসী ছিলেন?

ফ্রান্সের বুরবোঁ রাজারা রাজার দৈবস্বত্বে বিশ্বাসী ছিলেন।

আমিই রাষ্ট্র — এই বিখ্যাত উক্তিটি কার?

ফরাসি সম্রাট চতুর্দশ লুই বলেছিলেন, আমিই রাষ্ট্র (I am the state)।

ইনটেনডেন্ট কারা?

ফ্রান্সে প্রাক্-বিপ্লব পর্বে রাজস্ব আদায়কারী কর্মচারীরা ইনটেনডেন্ট নামে পরিচিত ছিল।

ফ্রান্সে কত ধরনের প্রত্যক্ষ কর ছিল?

ফ্রান্সে তিন ধরনের প্রত্যক্ষ কর ছিল।

ফ্রান্সে প্রচলিত প্রত্যক্ষ করের নাম লেখো।

ফ্রান্সে প্রচলিত প্রত্যক্ষ করের নাম হল – টেইলি, ক্যাপিটেশন, ভিংটিয়েমে।

টেইলি কী?

টেইলি হল ফ্রান্সের একপ্রকার ভূমি কর। এটি ছিল প্রত্যক্ষ কর।

ক্যাপিটেশন কী?

ফ্রান্সের প্রত্যক্ষ করগুলির মধ্যে অন্যতম ক্যাপিটেশন ছিল একপ্রকার মাথাপিছু কর।

ভিংটিয়েমে কী?

ভিংটিয়েমে ছিল ফ্রান্সের একপ্রকার আয়কর।

ফ্রান্সে লবণ কর কী নামে পরিচিত ছিল?

ফ্রান্সে লবণ কর গ্যাবেলা নামে পরিচিত ছিল।

ফ্রান্সে ধর্মকর কী নামে পরিচিত ছিল? অথবা, টাইথ কী?

ফ্রান্সে ধর্মকর টাইথ নামে পরিচিত ছিল।

করভি কী?

করভি ছিল ফ্রান্সে প্রচলিত একপ্রকার কর, যাতে বাধ্যতামূলকভাবে বিনা পারিশ্রমিকে বেগার খাটতে হত।

যাজক কাদের বলা হত?

যাজক হলেন কোনো একটি নির্দিষ্ট ধর্মের প্রথাগত নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। বিভিন্ন ধর্মে যাজকদের ভূমিকা এবং কার্যাবলি বিভিন্ন রকম।

চার্চ বা যাজকেরা জনসাধারণের কাছ থেকে কোন্ কর আদায় করতেন?

চার্চ বা যাজকেরা জনসাধারণের কাছ থেকে টাইথ বা ধর্মকর আদায় করতেন।

ফরাসি যাজকেরা রাজাকে কী কর প্রদান করতেন?

ফরাসি যাজকেরা রাজাকে স্বেচ্ছাকর নামে একপ্রকার কর প্রদান করতেন।

ঐতিহাসিক ডেভিড থমসন কোন বিষয়কে বৈপ্লবিক পরিস্থিতি (Revolutionary Situation) বলেছেন?

ঐতিহাসিক ডেভিড থমসন ফ্রান্সের প্রাক্-বিপ্লব জটিল অর্থনৈতিক পরিস্থিতি-কে বৈপ্লবিক পরিস্থিতি বলেছেন।

বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ কয়টি সম্প্রদায়ে বিভক্ত ছিল?

বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ তিনটি সম্প্রদায়ে বিভক্ত ছিল।

বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে কারা প্রথম সম্প্রদায়ভুক্ত ছিলেন?

বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে যাজকরা প্রথম সম্প্রদায়ভুক্ত ছিলেন।

বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে অভিজাতরা কোন্ সম্প্রদায়ভুক্ত ছিলেন?

বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে অভিজাতরা দ্বিতীয় সম্প্রদায়ভুক্ত ছিলেন।

প্যাট্রিশিয়ান কারা?

ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের অভিজাতরা প্যাট্রিশিয়ান নামে পরিচিত ছিলেন।

বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে বুর্জোয়ারা কোন সম্প্রদায়ভুক্ত ছিলেন?

বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে বুর্জোয়ারা তৃতীয় সম্প্রদায়ভুক্ত ছিলেন।

প্রাক্-বিপ্লব ফ্রান্সে কৃষক ও শ্রমিকরা কোন্ সম্প্রদায়ভুক্ত ছিল?

প্রাক্-বিপ্লব ফ্রান্সে কৃষক ও শ্রমিকরা তৃতীয় সম্প্রদায়ভুক্ত ছিল।

প্লেবিয়ান কারা?

ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের তৃতীয় শ্রেণির মানুষরা প্লেবিয়ান নামে পরিচিত ছিল।

সাঁকুলোত কাদের বলা হয়?

সাঁকুলোত বলতে ফ্রান্সের খেটে খাওয়া দরিদ্র মানুষদের বোঝানো হয়।

বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে সুবিধাহীন সম্প্রদায়ভুক্ত মানুষ (Non Privileged Class) কারা ছিলেন?

বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে তৃতীয় সম্প্রদায়ের মানুষেরা ছিলেন সুবিধাহীন সম্প্রদায়।

বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে সুবিধাভোগী সম্প্রদায়ভুক্ত মানুষ (Privileged Class) কারা ছিলেন?

বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে যাজক ও অভিজাতরা ছিলেন সুবিধাভোগী সম্প্রদায়।

বুর্জোয়া বিপ্লব কাকে বলা হয়?

1789 খ্রিস্টাব্দের 27 জুন রাজা ষোড়শ লুই-এর তিন সম্প্রদায়ের একত্রে অধিবেশন এবং মাথাপিছু ভোটের দাবি মেনে নেওয়াকে বুর্জোয়া বিপ্লব বলা হয়।

কোন দার্শনিক রাজনৈতিক বন্দি হিসেবে বাস্তিল দুর্গে আটক ছিলেন?

ভলতেয়ার রাজনৈতিক বন্দি হিসেবে বাস্তিল দুর্গে আটক ছিলেন।

দ্য স্পিরিট অফ লজ (The Spirit of Laws) গ্রন্থের রচয়িতা কে?

দ্য স্পিরিট অফ লজ গ্রন্থের রচয়িতা হলেন মন্তেস্কু।

দ্য পার্সিয়ান লেটারস (The Persian Letters) গ্রন্থের রচয়িতা কে?

দ্য পার্সিয়ান লেটারস গ্রন্থের রচয়িতা হলেন মন্তেস্কু।

কাঁদিদ (Candide) গ্রন্থের রচয়িতা কে ছিলেন?

কাঁদিদ গ্রন্থের রচয়িতা ছিলেন ভলতেয়ার।

লেতর ফিলজফিক (Letters Philosophiques) গ্রন্থের রচয়িতা কে ছিলেন?

লেতর ফিলজফিক গ্রন্থের রচয়িতা ছিলেন ভলতেয়ার।

কোন গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয়?

সোশ্যাল কন্ট্রাক্ট (Social Contract) গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয়।

সামাজিক চুক্তি (Social Contract) গ্রন্থের রচয়িতা কে?

সামাজিক চুক্তি (Social Contract) গ্রন্থের রচয়িতা হলেন রুশো।

রুশো কে ছিলেন?

রুশো ছিলেন একজন বিখ্যাত ফরাসি দার্শনিক।

Origin of Inequality (অসাম্যের সূত্রপাত) গ্রন্থের রচয়িতা কে?

Origin of Inequality (অসাম্যের সূত্রপাত) গ্রন্থের রচয়িতা হলেন রুশো।

কাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়?

রুশো-কে ফরাসি বিপ্লবের জনক বলা হয়।

জনগণই হল রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস — কে বলেছেন?

ফরাসি দার্শনিক রুশো উপরোক্ত উক্তিটি করেছেন।

একজন বিশ্বকোষ (Encyclopedia) প্রণেতার নাম লেখো।

একজন বিশ্বকোষ (Encyclopedia) প্রণেতার নাম হল দেনিস দিদেরো।

স্টেটস্ জেনারেলের সভা কবে আরম্ভ হয়?

স্টেটস্ জেনারেলের সভা 1789 খ্রিস্টাব্দের 5 মে আরম্ভ হয়।

1789 খ্রিস্টাব্দের পূর্বে কত খ্রিস্টাব্দে স্টেটস্ জেনারেলের (States General) অধিবেশন আহ্বান করা হয়েছিল?

1789 খ্রিস্টাব্দের পূর্বে 1614 খ্রিস্টাব্দে স্টেটস্ জেনারেলের অধিবেশন আহ্বান করা হয়েছিল।

1789 খ্রিস্টাব্দে কোন্ ফরাসি সম্রাট স্টেটস্ জেনারেলের অধিবেশন আহ্বান করেছিলেন?

1789 খ্রিস্টাব্দে ষোড়শ লুই স্টেটস্ জেনারেলের অধিবেশন আহ্বান করেছিলেন।

1789 খ্রিস্টাব্দে আহুত স্টেটস্ জেনারেলে নির্বাচিত মোট প্রতিনিধির সংখ্যা কত ছিল?

1789 খ্রিস্টাব্দে আহুত স্টেটস্ জেনারেলে নির্বাচিত মোট প্রতিনিধির সংখ্যা ছিল 1214 জন।

জাতীয় সভা (National Assembly) কী?

1789 খ্রিস্টাব্দের 17 জুন স্টেটস্ জেনারেলের অধিবেশনে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদের সভাকে জাতীয় সভা (National Assembly) বলে উল্লেখ করেন। অর্থাৎ জাতীয় সভা হল তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের নিজস্ব সভা।

টেনিস কোর্টের শপথ (Tennis Court Oath) কবে গ্রহণ করা হয়?

টেনিস কোর্টের শপথ 1789 খ্রিস্টাব্দের 20 জুন গ্রহণ করা হয়।

বাস্তিল (Bastille) কী?

বাস্তিল হল ফ্রান্সের একটি কুখ্যাত দুর্গ।

কবে বাস্তিল দুর্গের পতন হয়?

1789 খ্রিস্টাব্দের 14 জুলাই বাস্তিল দুর্গের পতন হয়।

জাতীয় সভার নতুন নাম কী?

জাতীয় সভার নতুন নাম সংবিধান সভা।

জাতীয় সভাকে সংবিধান সভা বলা হয় কেন?

1789 খ্রিস্টাব্দের 9 জুলাই জাতীয় সভা ফ্রান্সের জন্য সংবিধান রচনার দায়িত্ব পেয়েছিল। সেজন্য জাতীয় সভাকে সংবিধান সভা বলা হয়।

সিভিল লিস্ট কী?

ফ্রান্সের সংবিধান সভা রাজপরিবারের বার্ষিক ব্যয় বরাদ্দের যে তালিকা নির্দিষ্ট করে দিয়েছিল তা সিভিল লিস্ট নামে পরিচিত ছিল।

ফরাসি সংবিধান সভা কবে সামন্ততন্ত্রের (Feudalism) বিলোপ ঘোষণা করে?

ফরাসি সংবিধান সভা 1789 খ্রিস্টাব্দের 4 আগস্ট সামন্ততন্ত্রের বিলোপ ঘোষণা করে।

ফরাসি সংবিধান সভা কবে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা করে?

ফরাসি সংবিধান সভা 1789 খ্রিস্টাব্দের 26 আগস্ট মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা করে।

সংবিধান সভা ফ্রান্সের নাগরিকদের কী কী ভাগে বিভক্ত করেছিল?

সংবিধান সভা স্থায়ী সম্পত্তির ভিত্তিতে ফ্রান্সের নাগরিকদের সক্রিয় ও নিষ্ক্রিয় –এই দুভাগে বিভক্ত করেছিল।

সংবিধান ফরাসি রাজতন্ত্রের কী পরিবর্তন করে?

সংবিধান ফরাসি রাজতন্ত্রের একচ্ছত্র স্বৈরাচারী শাসনের অবসান ঘটায়।

মিরাবো কে ছিলেন?

সংবিধান সভার কার্যকালে বিপ্লবী নেতা ছিলেন মিরাবো।

অ্যাসাইনেট (Assignats) কী?

অ্যাসাইনেট হল ফ্রান্সে প্রচলিত এক ধরনের কাগজের নোট।

কবে ষোড়শ লুই অস্ট্রিয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন?

1791 খ্রিস্টাব্দের 20 জুন ষোড়শ লুই অস্ট্রিয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।

ফরাসি নারীসমাজ তাদের দুর্ভাগ্যের জন্য কাকে দায়ী করেছিল?

ফরাসি নারীসমাজ তাদের দুর্ভাগ্যের জন্য ফ্রান্সের পুরাতন রাজতন্ত্রকে দায়ী করেছিল।

ফরাসি বিপ্লবকালে ফ্রান্সে কী গুজব উঠেছিল?

ফরাসি বিপ্লবকালে গ্রামাঞ্চলে গুজব রটে যে, জমিদার, অভিজাতদের গুন্ডাবাহিনী কৃষকদের জমি পুড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে।

ব্রান্সউইক কে ছিলেন?

ব্রান্সউইক ছিলেন অস্ট্রিয়া ও প্রাশিয়ার যৌথ সেনাবাহিনীর সেনাপতি।

কোন্ ঘটনাকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলা হয়?

1792 খ্রিস্টাব্দের 10 আগস্ট টুইলারিস (Tuileries) রাজপ্রাসাদ আক্রমণের ঘটনাকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলা হয়।

সেপ্টেম্বরের হত্যাকাণ্ড কী?

1792 খ্রিস্টাব্দে 2-6 সেপ্টেম্বর উন্মত্ত ও হিংস্র জনতা জেকোবিন নেতা ম্যারাট-এর নেতৃত্বে জেলখানাগুলিতে যে হত্যাকাণ্ড চালায়, তা সেপ্টেম্বর হত্যাকাণ্ড (September Massacre) নামে পরিচিত।

জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন (National Convention) কী?

গণভোটের ভিত্তিতে ফ্রান্সে 1792 খ্রিস্টাব্দে যে আইনসভা গঠিত হয়েছিল তা জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন নামে পরিচিত।

ফ্রান্সে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা কে করে?

জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন ফ্রান্সে রাজতন্ত্রের উচ্ছেদ ঘটিয়ে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা করে।

কবে রাজা ষোড়শ লুই-এর মৃত্যুদণ্ড হয়?

1793 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি রাজা ষোড়শ লুই-এর মৃত্যুদণ্ড হয়।

সন্ত্রাসের শাসন কী?

ফ্রান্সে জেকোবিন প্রবর্তিত স্বৈরাচারী শাসনকে সন্ত্রাসের শাসন বলা হয়।

সন্ত্রাসের শাসন কত খ্রিস্টাব্দে শুরু হয়?

সন্ত্রাসের শাসন 1793 খ্রিস্টাব্দে শুরু হয়।

কোন সময়কালকে সন্ত্রাসের শাসন বলা হয়?

আনুমানিক 1793 খ্রিস্টাব্দের 2 জুন থেকে 1794 খ্রিস্টাব্দের 27 জুলাই পর্যন্ত সময়কালকে সন্ত্রাসের শাসন বলা হয়।

সন্ত্রাসের রাজত্বের প্রধান পরিচালক কে ছিলেন?

সন্ত্রাসের রাজত্বের প্রধান পরিচালক ছিলেন রোবসপিয়র।

কবে রোবসপিয়রের মৃত্যু হয়?

1794 খ্রিস্টাব্দের 28 জুলাই রোবসপিয়রের মৃত্যু হয়।

ফ্রান্সে কার শাসনকালকে লাল সন্ত্রাস বলা হয়?

ফ্রান্সে রোবসপিয়রের শাসনকালকে লাল সন্ত্রাস বলা হয়।

সন্দেহের আইন (Law of Suspect) কী?

সন্দেহের আইন হল এমন এক আইন যার দ্বারা বিপ্লবের বিরোধী বলে সন্দেহের বশে যে-কোনো ব্যক্তিকে গ্রেফতার করা যেত। বিপ্লবী আদালতে এইসব বন্দিদের বিচার হত।

ভারতবর্ষের কোন্ শাসক জেকোবিন ক্লাবের সদস্য ছিলেন?

ভারতবর্ষের মহিশূর রাজ্যের শাসক টিপু সুলতান জেকোবিন ক্লাবের সদস্য ছিলেন।

থার্মিডোরীয় প্রতিক্রিয়া কী?

1794 খ্রিস্টাব্দের 28 জুলাই রোবসপিয়র ও তাঁর অনুগামীদের গিলোটিনে হত্যার ঘটনাকে থার্মিডোরীয় প্রতিক্রিয়া বলা হয়।

মাস্কাদিন (Muscadin) বাহিনী কী?

থার্মিডোরীয় প্রতিক্রিয়ার ফলে জেকোবিনদের দমনের জন্য কেরানি, দোকানদার ও বেকার যুবকদের সাহায্যে যে প্রতিবিপ্লবী বাহিনী গঠন করা হয়, তা মাস্কাদিন বাহিনী নামে পরিচিত।

ফরাসি বিপ্লবকে প্রভাবিত করেছিল ইংল্যান্ডের কোন্ ঘটনা?

1688 খ্রিস্টাব্দের ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব ফরাসি বিপ্লবকে প্রভাবিত করেছিল।

ফরাসি বিপ্লবের আদর্শগুলি কী কী?

ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ — সাম্য, মৈত্রী ও স্বাধীনতা।

আজকে আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় ‘ফরাসি বিপ্লবের কয়েকটি দিক’ – এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি নবম শ্রেণীর পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে আপনি আমাকে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জন যার এটি প্রয়োজন হবে তার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।

Share via:

মন্তব্য করুন