নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – খনিজ পুষ্টি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ‘জৈবনিক প্রক্রিয়া’ -এর উপবিভাগ ‘উদ্ভিদ শারীরবিদ্যা’ -এর অন্তর্গত ‘খনিজ পুষ্টি’ অংশের গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) -এর সিলেবাস অনুযায়ী আসন্ন ইউনিট টেস্ট বা স্কুল পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত জরুরি।

জৈবনিক প্রক্রিয়া-উদ্ভিদ শারীরবিদ্যা-খনিজ পুষ্টি-নবম শ্রেণী-জীবনবিজ্ঞান
Contents Show

নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর

সঠিক উত্তরটি নির্বাচন করো

উদ্ভিদদেহে খনিজ মৌল শোষিত হয় –

  1. ভাজক কলা
  2. মূলরোম
  3. মূলত্র
  4. বর্ধনশীল অঞ্চল দ্বারা

উত্তর – 2. মূলরোম

প্রদত্ত কোনটি ম্যাক্রোএলিমেন্ট? –

  1. পটাশিয়াম
  2. ম্যাঙ্গানিজ
  3. কোবাল্ট
  4. বোরন

উত্তর – 1. পটাশিয়াম (K)

কোনটি মাইনর এলিমেন্ট? –

  1. N
  2. P
  3. K
  4. Mo

উত্তর – 4. Mo

বেশিরভাগ উদ্ভিদ নাইট্রোজেনকে মাটি থেকে সংগ্রহ করে –

  1. মুক্ত গ্যাস
  2. নাইট্রিক অ্যাসিড
  3. নাইট্রাইট
  4. নাইট্রেটরূপে

উত্তর – 4. নাইট্রেটরূপে

ক্লোরোফিল গঠনের জন্য উদ্ভিদের যে দুটি ধাতব খনিজ মৌলের প্রয়োজন হয়, তা হল –

  1. Fe, Ca
  2. Fe, Mg
  3. Cu, Ca
  4. Ca, Kl

উত্তর – 2. Fe, Mg

শর্করা ট্রান্সলোকেশনের জন্য দায়ী –

  1. লোহা
  2. মলিবডেনাম
  3. বোরন
  4. ম্যাঙ্গানিজ

উত্তর – 3. বোরন (B)

ক্লোরোফিলের মস্তকে উপস্থিত থাকে –

  1. Fe
  2. Mg
  3. Cu
  4. Mn

উত্তর – 2. Mg

পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে –

  1. Mg
  2. Ca
  3. K
  4. Fe

উত্তর – 3. K

ফুলকপিতে হুইপটেল রোগ হয় –

  1. বোরন মৌলের অভাবে
  2. জিংক মৌলের অভাবে
  3. ম্যাঙ্গানিজ মৌলের অভাবে
  4. মলিবডেনাম মৌলের অভাবে

উত্তর – 4. মলিবডেনাম (Mo)

উদ্ভিদদেহে Ca প্রয়োজন হয় –

  1. বাফার হিসেবে
  2. কোশপ্রাচীর গঠন করতে
  3. অস্টিওস্ক্লেরাইড তৈরিতে
  4. প্লাস্টিড তৈরিতে

উত্তর – 2. কোশপ্রাচীর গঠন করতে

কোন খনিজ মৌলটি কোনো উৎসেচকের গঠনগত উপাদান নয়, কিন্তু উৎসেচকের উদ্দীপকরূপে কাজ করে –

  1. Zn
  2. Mn
  3. K
  4. Mg

উত্তর – 3. K

‘ব্রাউন হার্ট’ রোগটি ঘটে –

  1. লোহা -এর অভাবে
  2. বোরন -এর অভাবে
  3. পটাশিয়াম -এর অভাবে
  4. মলিবডেনাম -এর অভাবে

উত্তর – 2. বোরন -এর অভাবে

নাইট্রোজেন আবদ্ধকরণে সাহায্য করে –

  1. Mo
  2. B
  3. Zn
  4. Cu

উত্তর – 1. Mo

উদ্ভিদের বৃদ্ধির জন্য অপরিহার্য নয় –

  1. Zn
  2. I
  3. K
  4. Fe

উত্তর – 2. I

উদ্ভিদদেহে রসস্ফীতি চাপ নিয়ন্ত্রণ করে –

  1. Na
  2. K
  3. Cu
  4. Mg

উত্তর – 2. K

ফসফরাস হল –

  1. লিপিড -এর সাংগঠনিক উপাদান
  2. প্রোটিন -এর সাংগঠনিক উপাদান
  3. নিউক্লিওটাইড -এর সাংগঠনিক উপাদান
  4. কার্বোহাইড্রেট -এর সাংগঠনিক উপাদান

উত্তর – 3. নিউক্লিওটাইড -এর সাংগঠনিক উপাদান

উদ্ভিদদেহে সবথেকে বেশি পরিমাণে উপস্থিত –

  1. কার্বন
  2. ফসফরাস
  3. লোহা
  4. ম্যাঙ্গানিজ

উত্তর – 1. কার্বন (C)

ইলেকট্রন বাহক রূপে কাজ করে –

  1. তামা
  2. কার্বন
  3. ক্যালশিয়াম
  4. ফসফরাস

উত্তর – 1. তামা (Cu)

শূন্যস্থান পূরণ করো

উদ্ভিদ কার্বন সংগ্রহ করে ___ থেকে।

উত্তর – উদ্ভিদ কার্বন সংগ্রহ করে বাতাস থেকে।

উদ্ভিদ কোশপ্রাচীরে উপস্থিত মৌল উপাদানগুলিকে বলা হয় ___ মৌল।

উত্তর – উদ্ভিদ কোশপ্রাচীরে উপস্থিত মৌল উপাদানগুলিকে বলা হয় সাংগঠনিক মৌল।

পত্ররন্ধ্রের খোলা-বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে ___।

উত্তর – পত্ররন্ধ্রের খোলা-বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে পটাশিয়াম আয়ন (K+)

কোশপর্দা তৈরিতে ___ মৌলের প্রয়োজন হয়।

উত্তর – কোশপর্দা তৈরিতে ফসফরাস (P) মৌলের প্রয়োজন হয়।

প্লাস্টোসায়ানিন থাকে এমন একটি খনিজ মৌল হল—।

উত্তর – প্লাস্টোসায়ানিন থাকে এমন একটি খনিজ মৌল হল কপার (Cu)

উদ্ভিদের কোশপ্রাচীর গঠন অংশ নেয়—।

উত্তর – উদ্ভিদের কোশপ্রাচীর গঠন অংশ নেয় ক্যালশিয়াম (Ca)

হাইড্রোপনিক্স বা জল অনুশীলন দ্রবণ পরীক্ষা সর্বপ্রথম করেছিলেন বিজ্ঞানী ___।

উত্তর – হাইড্রোপনিক্স বা জল অনুশীলন দ্রবণ পরীক্ষা সর্বপ্রথম করেছিলেন বিজ্ঞানী উডওয়ার্ড

ঠিক বা ভুল নির্বাচন করো

উদ্ভিদের পুষ্টি নির্ভর করে শুধুমাত্র জৈব উপাদানের ওপর।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – জৈব ও অজৈব

ফসফরাস হল ADP, ATP, DNA এবং RNA -এর সাংগঠনিক উপাদান।

উত্তর – ঠিক [✓]

মাইক্রোনিউট্রিয়েন্টের সামান্য বেশি বৃদ্ধিতে উদ্ভিদদেহে বিষক্রিয়া ঘটে।

উত্তর – ঠিক [✓]

খনিজ মৌলের বিষক্রিয়ার উৎস হল জলদূষণ।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – কৃষিকাজে ব্যবহৃত অত্যধিক রাসায়নিক সার

ম্যাগনেশিয়ামের অভাবে পাতায় ক্লোরোসিস হয়।

উত্তর – ঠিক [✓]

দু-একটি শব্দে উত্তর দাও

উদ্ভিদদেহে খনিজ পুষ্টি কে প্রথম আবিষ্কার করেন?

বিজ্ঞানী ভন হেলমন্ট।

যে-সমস্ত অপরিহার্য মৌল উপাদান উদ্ভিদ পুষ্টিতে বেশিমাত্রায় প্রয়োজন হয় তাদের কী বলে?

অতিমাত্রিক মৌল বা ম্যাক্রোএলিমেন্ট।

যে-সমস্ত মৌল উপাদান কম মাত্রায় উদ্ভিদেহে গৃহীত হয় তাদের কী বলে?

স্বল্পমাত্রিক মৌল বা মাইক্রোএলিমেন্ট।

উন্নত উদ্ভিদে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের পরে সর্বাধিক ব্যবহৃত মৌল কোনটি?

উন্নত উদ্ভিদে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের পরে সর্বাধিক ব্যবহৃত মৌল হল নাইট্রোজেন (N)।

একটি অধাতব মাইক্রোনিউট্রিয়েন্টের নাম লেখো।

একটি অধাতব মাইক্রোনিউট্রিয়েন্টের নাম হল ক্লোরিন (Cl)।

একটি ধাতব মাইক্রোনিউট্রিয়েন্টের নাম লেখো।

একটি ধাতব মাইক্রোনিউট্রিয়েন্টের নাম হল তামা (Cu)।

একটি অধাতব ম্যাক্রোনিউট্রিয়েন্টের উদাহরণ দাও।

একটি অধাতব ম্যাক্রোনিউট্রিয়েন্টের উদাহরণ হল কার্বন (C)।

একটি ধাতব ম্যাক্রোনিউট্রিয়েন্টের নাম লেখো।

একটি ধাতব ম্যাক্রোনিউট্রিয়েন্টের নাম হল ম্যাগনেশিয়াম (Mg)।

কোন্ ট্রেস এলিমেন্ট জল ও ক্যালশিয়াম শোষণের পরিমাণ বৃদ্ধি করে?

বোরন (B) ট্রেস এলিমেন্ট জল ও ক্যালশিয়াম শোষণের পরিমাণ বৃদ্ধি করে।

খনিজ মৌলগুলি সাধারণত কী অবস্থায় উদ্ভিদদেহে শোষিত হয়?

খনিজ মৌলগুলি সাধারণত আয়নরূপে অবস্থায় উদ্ভিদদেহে শোষিত হয়।

কোন্ খনিজ মৌলটি প্রায় 40 রকম উৎসেচক ক্রিয়ার জন্য প্রয়োজন হয়?

পটাশিয়াম (K) খনিজ মৌলটি প্রায় 40 রকম উৎসেচক ক্রিয়ার জন্য প্রয়োজন হয়।

লেবুগাছে ‘Die back’ রোগটি কোন্ মৌলের অভাবে ঘটে?

লেবুগাছে ‘Die back’ রোগটি তামার (Cu) অভাবে ঘটে।

কোকোগাছের ‘Sickle leaf’ রোগটি কোন্ মৌলের অভাবে ঘটে?

কোকোগাছের ‘Sickle leaf’ রোগটি দস্তার (Zn) অভাবে ঘটে।

কোন্ খনিজ মৌলটির অভাবে মূলের বৃদ্ধি ব্যাহত হয়?

ফসফরাস (P) খনিজ মৌলটির অভাবে মূলের বৃদ্ধি ব্যাহত হয়।

কোন্ খনিজ মৌলটি জলের আলোকবিশ্লেষণে সাহায্য করে?

ম্যাঙ্গনিজ (Mn) খনিজ মৌলটি জলের আলোকবিশ্লেষণে সাহায্য করে।

ফ্লোয়েমের মাধ্যমে কার্বোহাইড্রেট পরিবহণে কোন্ মৌলটি সাহায্য করে?

ফ্লোয়েমের মাধ্যমে কার্বোহাইড্রেট পরিবহণে বোরন (B) মৌলটি সাহায্য করে।

কোন্ মৌলের অভাবে উদ্ভিদদেহে মুখ্য সংকট সৃষ্টি হয়?

নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম (NPK) মৌলের অভাবে উদ্ভিদদেহে মুখ্য সংকট সৃষ্টি হয়।

কোন্ খনিজ মৌল কোশপর্দার গঠন ও ভেদ্যতা নিয়ন্ত্রণ করে?

পটাশিয়াম (K) খনিজ মৌল কোশপর্দার গঠন ও ভেদ্যতা নিয়ন্ত্রণ করে।

পরিবেশ থেকে গৃহীত যে-সমস্ত পদার্থ উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টি বজায় রাখে তাদের কী বলে?

অপরিহার্য পরিপোষক বা অপরিহার্য মৌলগুলি উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টি বজায় রাখে।

কোশের সাইটোপ্লাজমের ট্রেস এলিমেন্টের নাম লেখো।

সাইটোপ্লাজমের ট্রেস এলিমেন্টগুলি হল – মলিবডেনাম (Mo), বোরন (B), ম্যাঙ্গানিজ (Mn), দস্তা (Zn)।

উদ্ভিদদেহে দুটি অপরিহার্য ধাতব মৌলের নাম লেখো।

উদ্ভিদদেহে দুটি অপরিহার্য ধাতব মৌল হল – ক্যালশিয়াম (Ca) ও পটাশিয়াম (K)।

উদ্ভিদদেহে দুটি অপরিহার্য অধাতব মৌলের নাম লেখো।

উদ্ভিদদেহে দুটি অপরিহার্য অধাতব মৌল হল – সালফার (S) ও ফসফরাস (P)।

উদ্ভিদদেহে দুটি অপরিহার্য অজৈব মৌলের নাম লেখো।

উদ্ভিদদেহে দুটি অপরিহার্য অজৈব মৌল হল – সোডিয়াম (Na) ও অ্যালুমিনিয়াম (Al)।

উদ্ভিদের বৃদ্ধিনিয়ন্ত্রক প্রধান মৌলিক উপাদানগুলি কী কী?

উদ্ভিদের বৃদ্ধিনিয়ন্ত্রক প্রধান মৌলিক উপাদানগুলি হল – নাইট্রোজেন (N), ফসফরাস (P) ও পটাশিয়াম (K)।

EDTA -এর পুরো নাম কী?

EDTA -এর পুরো নাম হল ইথিলিন ডায়মিনোটেট্রা অ্যাসিটিক অ্যাসিড।

একটি টবের গাছের পাতাগুলি হলদে হয়ে গেলে টবের মাটিতে কোন্ উপাদান সমৃদ্ধ সার প্রয়োগ করা উচিত হবে?

টবের গাছের পাতাগুলি হলদে হয়ে গেলে টবের মাটিতে ম্যাগনেশিয়াম ও আয়রনযুক্ত সার প্রয়োগ করা দরকার।

অভিস্রবণ বিভব সৃষ্টিকারী মৌলগুলি কী কী?

পটাশিয়াম (K) এবং ক্লোরিন (Cl) মৌল দুটি আয়নরূপে উদ্ভিদদেহে গৃহীত হয় এবং উদ্ভিদদেহে অভিস্রবণ বিভব সৃষ্টি করে।

খনিজ মৌলের অভাবে উদ্ভিদকলার মৃত্যুকে কী বলে?

খনিজ মৌলের অভাবে উদ্ভিদকলার মৃত্যুকে নেক্রোসিস বলে। Ca, Mg, K মৌলের অভাবে নেক্রোসিস ঘটে।

হার্টরট কাকে বলে?

বোরন (B) খনিজ মৌলের অভাবে উদ্ভিদকোশের পচন ঘটলে, তাকে হার্টরট বলে। বোরনের অভাবে বিট, গাজর উদ্ভিদে হার্টরট দেখা যায়।

ডাইব্যাক কী?

তামা বা কপার (Cu) খনিজ মৌলের অভাবে উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগ শুকিয়ে যাওয়াকে ডাইব্যাক বলে।

‘ন্যূনতম সূত্র’ বলতে কী বোঝো?

বিজ্ঞানী লিবিগ (Liebig, 1940) ‘ন্যূনতম সূত্র’ (Law of Minimum) প্রবর্তন করেন। এই সূত্র অনুযায়ী, কোনো শস্য উদ্ভিদের উৎপাদন মাটিতে ন্যূনতম মাত্রায় উপস্থিত অপরিহার্য খনিজ মৌল দ্বারা নির্ধারিত হয়।

শিম্বিগোত্রীয় উদ্ভিদ মূলের অর্বুদে উপস্থিত নাইট্রোজেন আবদ্ধকরণে সাহায্যকারী রঞ্জকের নাম লেখো।

শিম্বিগোত্রীয় উদ্ভিদ মূলের অর্বুদে উপস্থিত নাইট্রোজেন আবদ্ধকরণে সাহায্যকারী রঞ্জকের নাম হল লেগহিমোগ্লোবিন।

উইদার টিপ কাকে বলে?

ক্যালশিয়ামের অভাবে পাতার কিনারা অসমান এবং ডগা বেঁকে যাওয়ার ঘটনাকে উইদার টিপ বলে।

তামাকের ‘অগ্রব্যাধি’ ও সুগারবিটের ‘হার্ট রট’ রোগ কোন্ খনিজ মৌলের অভাবে ঘটে?

তামাকের ‘অগ্রব্যাধি’ ও সুগারবিটের ‘হার্ট রট’ রোগ বোরন (B) খনিজ মৌলের অভাবে ঘটে।

ক্যালশিয়াম কীভাবে বার্তাবাহরূপে কাজ করে?

ক্যালশিয়াম ক্যালমোডিউলিন প্রোটিনের সঙ্গে যুক্ত অবস্থায় গৌণ বার্তাবাহরূপে কাজ করে।

উদ্ভিদদেহে ম্যাঙ্গানিজ কখন বিষক্রিয়া ঘটায় তার দুটি উদাহরণ দাও।

ম্যাঙ্গানিজ (Mn2+) 600 µm/gm -এর বেশি সঞ্চিত হলে সোয়াবিনের ক্ষেত্রে, 5300 µm/gm-এর বেশি সঞ্চিত হলে সূর্যমুখীর প্রতি বিষক্রিয়া ঘটায়।

উদ্ভিদদেহে অতিরিক্ত ম্যাঙ্গানিজ সঞ্চয় কোন্ কোন্ খনিজ মৌলের অভাব সৃষ্টি করে?

লৌহ, ম্যাগনেশিয়াম ও ক্যালশিয়াম।

পুষ্পের প্রস্ফুটন বিলম্বিত হয় কোন্ মৌলের অভাবে?

পুষ্পের বিলম্বিত প্রস্ফুটনের জন্য দায়ী মৌল হল – নাইট্রোজেন (N), সালফার (S), মলিবডেনাম (Mo)।

বামদিকের সঙ্গে ডানদিক মিল করো

বামদিকডানদিকউত্তর
1. উদ্ভিদ কোশপ্রাচীরের মধ্যচ্ছদায় উপস্থিত থাকেi. ম্যাগনেশিয়াম1 → (iii)
2. ক্লোরোফিলের সাংগঠনিক এককii. সালফার2 → (i)
3. উৎসেচকের কাজে সাহায্য করেiii. ক্যালশিয়াম3 → (v)
4. কিছু অ্যামিনো অ্যাসিডে দেখা যায়iv. আয়োডিন4 → (ii)
5. শর্করার উপাদানv. ম্যাঙ্গানিজ5 → (vi)
6. উদ্ভিদদেহে প্রয়োজন হয় নাvi. কার্বন6 → (iv)
vii. ফসফরাস
বামদিকডানদিকউত্তর
1. গ্রে স্পিক রোগ (ওট)i. দস্তা1. → (v)
2. ব্রাউন হার্ট রোগ (টারনিপ)ii. পটাশিয়াম2. → (vi)
3. রোজেট রোগ (আপেল)iii. ম্যাগনেশিয়াম3. → (i)
4. হুইপটেল রোগ (ফুলকপি)iv. ক্লোরিন4. → (vii)
5. উইলটিং (নরম কাণ্ড ও পাতা)v. ম্যাঙ্গানিজ5. → (iv)
6. ক্লোরোসিস (পাতা)vi. বোরন6. → (iii)
vii. মলিবডেনাম

এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ‘জৈবনিক প্রক্রিয়া’ -এর উপবিভাগ ‘উদ্ভিদ শারীরবিদ্যা’ -এর অন্তর্গত ‘খনিজ পুষ্টি’ অংশের অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষা এবং যারা ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আশা করি, আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তবে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন; আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। এছাড়া, লেখাটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধু বা সহপাঠীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

জৈবনিক প্রক্রিয়া-উদ্ভিদ শারীরবিদ্যা-বাষ্পমোচন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

জৈবনিক প্রক্রিয়া-উদ্ভিদ শারীরবিদ্যা-বাষ্পমোচন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

জৈবনিক প্রক্রিয়া-উদ্ভিদ শারীরবিদ্যা-বাষ্পমোচন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – খনিজ পুষ্টি – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর