এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ‘জৈবনিক প্রক্রিয়া’ -এর উপবিভাগ ‘উদ্ভিদ শারীরবিদ্যা’ -এর অন্তর্গত ‘সালোকসংশ্লেষ’ অংশের গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) -এর সিলেবাস অনুযায়ী আসন্ন ইউনিট টেস্ট বা স্কুল পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত

নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
সঠিক উত্তরটি নির্বাচন করো।
সালোকসংশ্লেষ ঘটে –
- সমস্ত সজীব কোশে
- সবুজ রঞ্জক যুক্ত কোশে
- কেবলমাত্র উদ্ভিদে
- উদ্ভিদ ও প্রাণী দেহে
উত্তর – 2. সবুজ রঞ্জক যুক্ত কোশে
সালোকসংশ্লেষ সংঘটিত হয় –
- ক্লোরোপ্লাস্টিডে
- ক্রোমোপ্লাস্টিডে
- লিউকোপ্লাস্টিডে
- এলাইওপ্লাস্টে
উত্তর – 1. ক্লোরোপ্লাস্টিডে
পাতার কোন্ অংশটি সালোকসংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? –
- পুরু কিউটিকল
- স্পঞ্জি ও প্যালিসেড প্যারেনকাইমা
- নালিকাবান্ডিল
- পত্ররন্ধ্র
উত্তর – 2. স্পঞ্জি ও প্যালিসেড প্যারেনকাইমা
ক্লোরোফিল উপস্থিত থাকে –
- কোয়ান্টোজোমে
- অক্সিজোমে
- কোয়ান্টামে
- সেন্ট্রোজোমে
উত্তর – 1. কোয়ান্টোজোমে
কোন্ মৌলটি ক্লোরোফিল অণু গঠনের জন্য প্রয়োজন? –
- সোডিয়াম
- পটাশিয়াম
- ক্যালশিয়াম
- ম্যাগনেশিয়াম
উত্তর – 4. ম্যাগনেশিয়াম
উন্নত উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে কোন্টি থাকে না? –
- ক্লোরোফিল-a
- ক্লোরোফিল-b
- জ্যান্থোফিল
- ক্লোরোফিল-c
উত্তর – 4. ক্লোরোফিল-c
ক্লোরোফিলবিহীন উদ্ভিদ হল –
- ধান
- ভলভক্স
- ফার্ন
- স্বর্ণলতা
উত্তর – 4. স্বর্ণলতা
সালোকসংশ্লেষে সক্ষম একটি প্রোটিস্টান হল –
- ইউগ্নিনা
- অ্যামিবা
- জিয়ার্ডিয়া
- প্লাজমেডিয়াম
উত্তর – 1. ইউগ্নিনা
সালোকসংশ্লেষে সক্ষম প্রাণীর উদাহরণ হল –
- অ্যামিবা
- ক্রাইসামিবা
- প্যারামেসিয়াম
- হাইড্রা
উত্তর – 2. ক্রাইসামিবা
ক্লোরোফিলযুক্ত কাণ্ড দেখা যায় যে উদ্ভিদে তা হল –
- শতমূলী
- আকাশমণি
- গুলঞ্চ
- পেয়ারা
উত্তর – 1. শতমূলী
ক্লোরোফিল শোষণ করে –
- নীল আলো
- লাল আলো
- সবুজ আলো
- নীল ও লাল আলো
উত্তর – 4. নীল ও লাল আলো
প্রথম রঞ্জকতন্ত্রে সক্রিয় ক্লোরোফিল হল –
- P680
- P700
- P720
- P760
উত্তর – 2. P700
সূর্যালোকের যে তরঙ্গদৈর্ঘ্যে সালোকসংশ্লেষ সব থেকে ভালো হয়, তা হল –
- 350 nm – 700 nm
- 420 nm – 660 nm
- 650 nm – 700 nm
- 100 nm – 300 nm
উত্তর – 3. 650 nm – 700 nm
520 nm তরঙ্গ দৈর্ঘ্যবিশিষ্ট আলো –
- নীল
- সবুজ
- হলুদ
- লাল রঙের
উত্তর – 2. সবুজ
শোষণ বর্ণালির কোন্ রঙে সালোকসংশ্লেষ ভালো হয়? –
- হলুদ ও সবুজ
- লাল ও সবুজ
- নীল ও লাল
- নীল ও বেগুনি
উত্তর – 3. নীল ও লাল
সালোকসংশ্লেষে সাহায্যকারী শ্বাসরঞ্জক –
- ক্লোরোফিল
- ক্যারোটিন
- জ্যান্থোফিল
- ক্যারোটিন ও জ্যান্থোফিল
উত্তর – 4. ক্যারোটিন ও জ্যান্থোফিল
কোনটি সালোকসংশ্লেষের উপাদান নয়? –
- ফোটন
- ক্লোরোফিল
- O₂
- CO₂
উত্তর – 3. O₂
সালোকসংশ্লেষে উদ্ভিদ পরিবেশ থেকে গ্রহণ করে –
- O₂
- NO₂
- CO₂
- H₂O ও CO₂
উত্তর – 4. H₂O ও CO₂
সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ কোন্ গ্যাসটি বাতাসে ত্যাগ করে? –
- CO₂
- O₂
- SO₂
- NO₂
উত্তর – 2. O₂
আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় –
- পরিপাকের সময়
- আত্তীকরণের সময়
- শ্বসনের সময়
- সালোকসংশ্লেষের সময়
উত্তর – 4. সালোকসংশ্লেষের সময়
সূর্যালোকের ফোটন কণা উত্তেজিত করে –
- জলকে
- ক্লোরোফিলকে
- অক্সিজেনকে
- CO₂ কে
উত্তর – 2. ক্লোরোফিলকে
সূর্যালোকের ফোটন কণা সালোকসংশ্লেষের কোন্ নির্দিষ্ট কাজটি করে? –
- কার্বন ডাইঅক্সাইড হ্রাস
- জলের বিশ্লেষণ
- গ্লুকোজ উৎপাদন
- ক্লোরোফিল সক্রিয়করণ
উত্তর – 4. ক্লোরোফিল সক্রিয়করণ
সালোকসংশ্লেষে আলোকদশাটি ঘটে –
- গ্রাণায়
- স্ট্রোমায়
- পেরিপ্লাস্টিডিয়াল স্থান-এ
- বহিঃপর্দায়
উত্তর – 1. গ্রাণায়
সালোকসংশ্লেষের আলোক নির্ভর দশার ঘটনা হল –
- RuBP দ্বারা CO₂ আত্তীকরণ
- RuBP পুনঃসংশ্লেষ
- ফোটোলাইসিস
- PGA থেকে PGAId উৎপাদন
উত্তর – 3. ফোটোলাইসিস
সূর্যালোকের উপস্থিতিতে জল অণুর বিশ্লেষণকে বলে –
- হাইড্রোলিসিস
- ফোটোলাইসিস
- গ্লাইকোলিসিস
- ইলেকট্রোলাইসিস
উত্তর – 2. ফোটোলাইসিস
হিল বিকারক হল –
- পটাশিয়াম ফেরিক অক্সাইড
- পটাশিয়াম ফেরাস অক্সাইড
- পটাশিয়াম ফেরিক অক্সালেট
- পটাশিয়াম ফেরাস অক্সালেট
উত্তর – 3. পটাশিয়াম ফেরিক অক্সালেট
সালোকসংশ্লেষের আলোকদশায় কোনটি উৎপন্ন হয় না? –
- O₂
- NADPH + H+
- PGA
- ATP
উত্তর – 3. PGA
সালোকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়া সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের –
- গ্রাণায়
- স্ট্রোমায়
- উভয়স্থানে
- কোনোটিই নয়
উত্তর – 2. স্ট্রোমায়
সালোকসংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন কাবর্নযুক্ত শেষ স্থায়ী যৌগটি হল –
- PGA
- PGAID
- গ্লুকোজ
- শ্বেতসার
উত্তর – 3. গ্লুকোজ
কোনটি অন্ধকার দশায় উৎপন্ন হয়? –
- O2
- NADPH + H+
- ATP
- C6H12O6
উত্তর – 4. C6H12O6
কেলভিন চক্রকে বলা হয় –
- C₂ চক্র
- C₁ চক্র
- C₃ চক্র
- ক্রেবসচক্র
উত্তর – 3. C₃ চক্র
কোন্ রাসায়নিকটি কেলভিন চক্রের সঙ্গে যুক্ত? –
- PGA
- PGAId
- ফ্রুকটোজ
- PGA এবং PGAId
উত্তর – 4. PGA এবং PGAId
ব্ল্যাকম্যান বিক্রিয়া হল –
- আলোকবিক্রিয়া
- আলোক নিরপেক্ষ বিক্রিয়া
- ক্রেবস চক্র
- ফোটোফসফোরাইলেশন
উত্তর – 2. আলোক নিরপেক্ষ বিক্রিয়া
। প্রক্রিয়াটিকে বলে
- ফসফোরিভবন
- আলোক ফসফোরিভবন
- অঙ্গার আত্তীকরণ
- ফোটোলাইসিস
উত্তর – 2. আলোক ফসফোরিভবন
ফোটোফসফোরাইলেশনে উৎপন্ন হয় –
- O₂
- গ্লুকোজ
- ATP
- PGA
উত্তর – 3. ATP
সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় –
- আলোক ফসফোরিভবন
- ফোটোলাইসিস
- অঙ্গার আত্তীকরণ
- RuBP -র পুনঃসংশ্লেষ বিক্রিয়ায়
উত্তর – 1. আলোক ফসফোরিভবন
ATP সংশ্লেষের জন্য প্রয়োজন হয় –
- ADP
- Pi
- ADP ও Pi
- NADP
উত্তর – 3. ADP ও Pi
চক্রাকার ফোটোফসফোরাইলেশনে কত অণু ATP তৈরি হয়? –
- একটি
- দুটি
- তিনটি
- চারটি
উত্তর – 2. দুটি
অচক্রাকার ফসফোরিভবনে PS-I থেকে নির্গত ইলেকট্রন সবশেষে গৃহীত হয় –
- PQ
- PC
- NADP+
- Fd-দ্বারা
উত্তর – 3. NADP+
অঙ্গার আত্তীকরণ ঘটে –
- দিনের বেলা
- রাত্রি বেলা
- সব সময়
- প্রধানত দিনের বেলা, কিছু উদ্ভিদে রাত্রিবেলা
উত্তর – 4. প্রধানত দিনের বেলা, কিছু উদ্ভিদে রাত্রিবেলা
অঙ্গার আত্তীকরণে প্রয়োজনীয় শক্তির উৎস হল –
- ADP
- ATP
- ফোটন
- ATP ও NADPH₂
উত্তর – 4. ATP ও NADPH₂
কোনটি CO₂ গ্রাহক? –
- NADP+
- ADP
- RuBP
- PGAI
উত্তর – 3. RuBP
1 অণু গ্লুকোজ সংশ্লেষের জন্য PGAId প্রয়োজন হয় –
- 12 অণু
- 2 অণু
- 10 অণু
- 6 অণু
উত্তর – 2. 2 অণু
10 অণু PGAId থেকে সংশ্লেষিত হয় –
- 6 অণু RuMP
- 10 অণু RuBP
- 6 অণু গ্লুকোজ
- 1 অণু গ্লুকোজ
উত্তর – 1. 6 অণু RuMP
সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ সংশ্লেষের সময় কত অণু O₂ নির্গত হয়? –
- 1 অণু
- 2 অণু
- 6 অণু
- 12 অণু
উত্তর – 3. 6 অণু
সালোকসংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজে অক্সিজেনের উৎস –
- H₂O
- CO₂
- SO₂
- NO₂
উত্তর – 2. CO₂
সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন উপজাত অক্সিজেনের উৎস হল –
- H₂O
- CO₂
- গ্লুকোজ
- ক্লোরোফিল
উত্তর – 1. H₂O
C6H12O6 হল –
- গ্লুকোজ
- ফ্রুকটোজ
- সেলুলোজ
- গ্লুকোজ ও ফ্রুকটোজ উভয়ই
উত্তর – 4. গ্লুকোজ ও ফ্রুকটোজ উভয়ই
শূন্যস্থান পূরণ করো।
সালোকসংশ্লেষ কেবলমাত্র ___ সংঘটিত হয়।
উত্তর – সালোকসংশ্লেষ কেবলমাত্র দিনের বেলায় সংঘটিত হয়।
সালোকসংশ্লেষের আদর্শ স্থান হল ___।
উত্তর – সালোকসংশ্লেষের আদর্শ স্থান হল পাতা।
।
উত্তর – ।
সালোকসংশ্লেষ একপ্রকার ___ মূলক প্রক্রিয়া।
উত্তর – সালোকসংশ্লেষ একপ্রকার উপচিতি মূলক প্রক্রিয়া।
সালোকসংশ্লেষ যে অঙ্গাণুতে ঘটে সেটি হল ___।
উত্তর – সালোকসংশ্লেষ যে অঙ্গাণুতে ঘটে সেটি হল প্লাস্টিড।
ক্লোরোপ্লাস্টিডের সালোকসংশ্লেষীয় একক হল ___।
উত্তর – ক্লোরোপ্লাস্টিডের সালোকসংশ্লেষীয় একক হল কোয়ান্টোজোম।
সালোকসংশ্লেষে কার্যকরী রঞ্জক পদার্থটি হল ___।
উত্তর – সালোকসংশ্লেষে কার্যকরী রঞ্জক পদার্থটি হল ক্লোরোফিল।
সালোকসংশ্লেষে প্রধান শক্তির উৎস হল ___।
উত্তর – সালোকসংশ্লেষে প্রধান শক্তির উৎস হল সূর্য।
সূর্যালোকের ___ কণা শোষণ করে ক্লোরোফিল সক্রিয় হয়।
উত্তর – সূর্যালোকের ফোটন কণা শোষণ করে ক্লোরোফিল সক্রিয় হয়।
___ কে এনার্জি কারেন্সি বলা হয়।
উত্তর – ATP কে এনার্জি কারেন্সি বলা হয়।
সাধারণত ___ °C তাপমাত্রায় সালোকসংশ্লেষের হার বেশি হয়।
উত্তর – সাধারণত 25-35°C তাপমাত্রায় সালোকসংশ্লেষের হার বেশি হয়।
রঙের আলোকরশ্মিতে সালোকসংশ্লেষের হার সর্বাধিক ___ থাকে।
উত্তর – রঙের আলোকরশ্মিতে সালোকসংশ্লেষের হার সর্বাধিক লাল থাকে।
___ ক্লোরোফিলকে আলোক জারণের হাত থেকে রক্ষা করে।
উত্তর – ক্যারোটিনয়েড ক্লোরোফিলকে আলোক জারণের হাত থেকে রক্ষা করে।
ক্লোরোফিল-a-এর ধাতব উপাদানটি হল ___।
উত্তর – ক্লোরোফিল-a-এর ধাতব উপাদানটি হল ম্যাগনেশিয়াম (Mg)।
সালোকসংশ্লেষে H₂O জারিত হয় ___ দশায়।
উত্তর – সালোকসংশ্লেষে H₂O জারিত হয় আলোক দশায়।
জলের ফোটোলাইসিস ঘটলে হাইড্রোজেন ও ___ উৎপন্ন হয়।
উত্তর – জলের ফোটোলাইসিস ঘটলে হাইড্রোজেন ও হাইড্রক্সিল আয়ন উৎপন্ন হয়।
সূর্যালোকের উপস্থিতিতে ATP উৎপাদন পদ্ধতিকে বলে ___।
উত্তর – সূর্যালোকের উপস্থিতিতে ATP উৎপাদন পদ্ধতিকে বলে আলোক ফসফোরিভবন।
ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় উপস্থিত উৎসেচকটি হল ___।
উত্তর – ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় উপস্থিত উৎসেচকটি হল RuBisCO।
সালোকসংশ্লেষের দশায় CO₂ ব্যবহৃত হয় ___।
উত্তর – সালোকসংশ্লেষের দশায় CO₂ ব্যবহৃত হয় অন্ধকার।
RuBP দ্বারা CO₂ গ্রহণকে বলা হয় ___।
উত্তর – RuBP দ্বারা CO₂ গ্রহণকে বলা হয় অঙ্গার আত্তীকরণ।
NADPH + H+ অন্ধকার দশায় ___ কে বিজারিত করে।
উত্তর – NADPH + H+ অন্ধকার দশায় CO₂ কে বিজারিত করে।
সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন কার্বনযুক্ত প্রথম স্থায়ী যৌগটি হল ___।
উত্তর – সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন কার্বনযুক্ত প্রথম স্থায়ী যৌগটি হল PGA।
___ অণু PGAId থেকে ___ অণু RuBP উৎপন্ন হয়।
উত্তর – 10 অণু PGAId থেকে 6 অণু RuBP উৎপন্ন হয়।
___ মূলে সালোকসংশ্লেষ হয়।
উত্তর – গুলঞ্চ মূলে সালোকসংশ্লেষ হয়।
ঠিক বা ভুল নির্বাচন করো।
প্রাণীকোশে সালোকসংশ্লেষ ঘটে না কারণ ক্লোরোপ্লাস্ট থাকে না।
উত্তর – ঠিক [✓]
সালোকসংশ্লেষের প্রধান কার্যকরী রঞ্জকটি হল ক্লোরোফিল-b।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ক্লোরোফিল-a।
সালোকসংশ্লেষ দিবারাত্র সংঘটিত হয়।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – দিনেরবেলায়।
সূর্যালোকের উপস্থিতিতে জলের আয়নীকরণকে বলে গ্লাইকোলাইসিস।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ফোটোলাইসিস।
ক্লোরোফিল একমাত্র জৈবযৌগ যা ফোটন কণা শোষণে সক্ষম।
উত্তর – ঠিক [✓]
সৌরশক্তি ATP অণুর মধ্যে রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ হয়।
উত্তর – ঠিক [✓]
সালোকসংশ্লেষের মাধ্যমে জটিল কার্বোহাইড্রেটজাতীয় খাদ্য উৎপন্ন হয়।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – সরল।
সালোকসংশ্লেষে জল ক্লোরোফিলকে ইলেকট্রন দান করে।
উত্তর – ঠিক [✓]
জলের আলোক বিশ্লেষণের ফলে অক্সিজেন উৎপন্ন হয়।
উত্তর – ঠিক [✓]
সালোকসংশ্লেষের সময় O₂ গ্যাস শোষিত হয়।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – CO₂।
সালোকসংশ্লেষের ফলে শ্বেতসার উৎপন্ন হয়।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – গ্লুকোজ।
PGA -তে 5টি কার্বন অণু থাকে।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – 3টি।
একটি কোয়ান্টাম কণায় আবদ্ধ শক্তিকে ফোটন বলে।
উত্তর – ঠিক [✓]
অচক্রাকার ফোটোফসফোরাইলেশনে PS-I এবং PS-II উভয়ই অংশগ্রহণ করে।
উত্তর – ঠিক [✓]
দু-একটি শব্দে উত্তর দাও।
‘সালোকসংশ্লেষ’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
‘সালোকসংশ্লেষ’ শব্দটি প্রথম বিজ্ঞানী বার্নেস (1898) ব্যবহার করেন।
সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির পদ্ধতিকে কী বলে?
সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির পদ্ধতিকে সালোকসংশ্লেষ বলে।
পাতার কোন্ কলায় সালোকসংশ্লেষ সংঘটিত হয়?
পাতার মেসোফিল কলায় সালোকসংশ্লেষ সংঘটিত হয়।
পাতার ত্বকে উপস্থিত কোন্ গঠন গ্যাসীয় আদানপ্রদানে সাহায্য করে?
পাতার ত্বকে উপস্থিত পত্ররন্ধ্র গঠন গ্যাসীয় আদানপ্রদানে সাহায্য করে।
কোন্ কোশীয় অঙ্গাণুতে ক্লোরোফিল থাকে?
ক্লোরোপ্লাস্টিডে কোশীয় অঙ্গাণুতে ক্লোরোফিল থাকে।
সবুজ উদ্ভিদ ব্যতীত, আর কোন্ জীব সালোকসংশ্লেষ করতে পারে?
সবুজ উদ্ভিদ ব্যতীত, আর জিমনোডিনিয়াম, নকটিলিউকা প্রভৃতি ডাইনোফ্ল্যাজেলেটস জীব সালোকসংশ্লেষ করতে পারে।
সালোকসংশ্লেষে সক্ষম একটি প্রোক্যারিওটিক জীবাণুর নাম লেখো।
সালোকসংশ্লেষে সক্ষম একটি প্রোক্যারিওটিক জীবাণুর নাম হল ক্লোরোবিয়াম, নামক ব্যাকটেরিয়া।
সালোকসংশ্লেষে কোন্ উপাদানটি সূর্যালোক শোষণে সক্ষম?
সালোকসংশ্লেষে ক্লোরোফিল উপাদানটি সূর্যালোক শোষণে সক্ষম।
কোন্ মৌল ধাতুর অভাবে ক্লোরোফিল গঠন ব্যাহত হয়?
ম্যাগনেশিয়াম (Mg) মৌল ধাতুর অভাবে ক্লোরোফিল গঠন ব্যাহত হয়।
কোন্ বিজ্ঞানী প্রমাণ করেন সালোকসংশ্লেষ একই সঙ্গে আলোক রাসায়নিক ও জৈব রাসায়নিক প্রক্রিয়া?
বিজ্ঞানী ব্ল্যাকম্যান বিজ্ঞানী প্রমাণ করেন সালোকসংশ্লেষ একই সঙ্গে আলোক রাসায়নিক ও জৈব রাসায়নিক প্রক্রিয়া।
জলের বিশ্লেষণের জন্য কোন্ পদার্থ দায়ী?
জলের বিশ্লেষণের জন্য সক্রিয় ক্লোরোফিল পদার্থ দায়ী।
জলের ফোটোলাইসিসে কোন্ দুটি আয়ন উৎপন্ন হয়?
জলের ফোটোলাইসিসে হাইড্রোজেন আয়ন (H+) ও হাইড্রক্সিল আয়ন (OH–) দুটি আয়ন উৎপন্ন হয়।
সালোকসংশ্লেষের আলোকদশায় কোন্ কাঁচামাল ব্যবহৃত হয়?
সালোকসংশ্লেষের আলোকদশায় জল (H₂O) কাঁচামাল ব্যবহৃত হয়।
সালোকসংশ্লেষের অন্ধকার দশায় কোন্ কাঁচামাল ব্যবহৃত হয়?
সালোকসংশ্লেষের অন্ধকার দশায় কার্বন ডাইঅক্সাইড (CO₂) কাঁচামাল ব্যবহৃত হয়।
সালোকসংশ্লেষে কোন্ উপাদানটি জারিত হয়?
সালোকসংশ্লেষে জল (H₂O) উপাদানটি জারিত হয়।
সালোকসংশ্লেষে কোন্ উপাদানটি বিজারিত হয়?
সালোকসংশ্লেষে কার্বন ডাইঅক্সাইড (CO₂) উপাদানটি বিজারিত হয়।
সালোকসংশ্লেষে হাইড্রোজেন গ্রাহক হিসেবে কোন্ যৌগটি কাজ করে?
সালোকসংশ্লেষে হাইড্রোজেন গ্রাহক হিসেবে NADP+ যৌগটি কাজ করে।
বিজারিত NADP সালোকসংশ্লেষের কোন্ দশায় উৎপন্ন হয়?
বিজারিত NADP সালোকসংশ্লেষের আলোক দশায় উৎপন্ন হয়।
RuBP কত কার্বন যুক্ত জৈব যৌগ?
RuBP 5 কার্বনযুক্ত জৈব যৌগ।
আলোক দশায় উৎপন্ন কোন্ দুটি উপাদান অন্ধকার দশায় ব্যবহৃত হয়?
আলোক দশায় উৎপন্ন NADPH + H+ ও ATP দুটি উপাদান অন্ধকার দশায় ব্যবহৃত হয়।
কোন্ উদ্ভিদে রাত্রিবেলা অঙ্গার আত্তীকরণ ঘটে?
ক্যাকটাস জাতীয় জাঙ্গল উদ্ভিদে রাত্রিবেলা অঙ্গার আত্তীকরণ ঘটে।
বায়ুমণ্ডলে CO₂ -এর শতকরা হার কত?
বায়ুমণ্ডলে CO₂ -এর শতকরা হার 0.03%।
বায়ুমণ্ডলে O₂ -এর শতকরা হার কত?
বায়ুমণ্ডলে O₂ -এর শতকরা হার 20.60% বা 21%।
একটি পাতাকে ক্লোরোফিল মুক্ত করলে কোন্ শারীরবৃত্তীয় প্রক্রিয়াটি হবে না?
একটি পাতাকে ক্লোরোফিল মুক্ত করলে সালোকসংশ্লেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়াটি হবে না।
বনভূমি ধ্বংস হলে বাতাসে কোনটির পরিমাণ বৃদ্ধি পাবে?
বনভূমি ধ্বংস হলে বাতাসে কার্বন ডাইঅক্সাইড (CO₂)-র পরিমাণ বৃদ্ধি পাবে।
ক্লোরোপ্লাস্টের কোন্ অংশে O₂ ও ATP উৎপাদনের ঘটনাটি ঘটে?
ক্লোরোপ্লাস্টের গ্রাণা অংশে O₂ ও ATP উৎপাদনের ঘটনাটি ঘটে।
দুটি C₂ উদ্ভিদের নাম লেখো।
দুটি C₂ উদ্ভিদের নাম – পাথরকুচি ও আনারস।
দুটি C4 উদ্ভিদের নাম লেখো।
দুটি C4 উদ্ভিদের নাম – আখ ও ভুট্টা।
দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার কোন্ অংশে সালোকসংশ্লেষ বেশি হয়?
দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার মেসোফিল কলায় সালোকসংশ্লেষ বেশি হয়।
সৌরশক্তির কতটা সালোকসংশ্লেষে ব্যয় হয়?
উদ্ভিদের পাতায় শোষিত সৌরশক্তির মাত্র 1% – 3% সালোকসংশ্লেষে ব্যয় হয়।
ক্লোরোফিল কোথায় অবস্থান করে?
ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের পর্দাগাত্রে উপস্থিত কোয়ান্টোজোমের মধ্যে ক্লোরোফিল অবস্থান করে।
কোয়ান্টোজোম কী?
গ্রাণার থাইলাকয়েড পর্দার ভিতর ক্ষুদ্র ক্ষুদ্র পর্দাবেষ্টিত দানার মতো অংশকে কোয়ান্টোজোম বলে।
অঙ্গার আত্তীকরণ প্রক্রিয়া বলতে কী বোঝো?
বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের (CO₂)-কার্বন যখন জীবদেহের কোশ মধ্যস্থিত জৈবযৌগে অঙ্গীভূত হয়, সেই ঘটনাকে অঙ্গার আত্তীকরণ (Carbon Assimilation) বলে।
উদ্ভিদকে সবুজ দেখায় কেন?
উদ্ভিদ দৃশ্যমান আলোকের সবুজ রশ্মিকে প্রতিফলিত করে বলে উদ্ভিদকে সবুজ দেখায়।
সালোকসংশ্লেষকে শক্তিগ্রাহী বিক্রিয়া বলা হয় কেন?
সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তিকে উদ্ভিদ গ্রহণ করে খাদ্যের মধ্যে আবদ্ধ রাখে, তাই একে শক্তিগ্রাহী বিক্রিয়া বলা হয়।
সালোকসংশ্লেষকে একটি শক্তির রূপান্তর প্রক্রিয়া বলা হয় কেন?
সালোকসংশ্লেষে সৌরশক্তি ATP -এর মধ্যে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, তাই এই প্রক্রিয়াকে শক্তির রূপান্তর প্রক্রিয়া বলে।
সালোকসংশ্লেষের উপাদানগুলির মধ্যে কোন্টি অভ্যন্তরীণ উপাদান?
সালোকসংশ্লেষের অভ্যন্তরীণ উপাদানটি হল-ক্লোরোফিল।
ক্লোরোফিল a -এর রাসায়নিক সংকেত লেখো।
ক্লোরোফিল a -এর রাসায়নিক সংকেত হল – C55H72O5N4Mg।
ক্লোরোফিল b -এর রাসায়নিক সংকেত লেখো।
ক্লোরোফিল b -এর রাসায়নিক সংকেত হল – C55H70O6N4Mg।
সালোকসংশ্লেষে সক্ষম একটি এককোশী উদ্ভিদের নাম করো।
সালোকসংশ্লেষে সক্ষম একটি এককোশী উদ্ভিদ হল – ক্লোরেল্লা নামক এককোশী শ্যাওলা।
সালোকসংশ্লেষকারী প্রোক্যারিওটিক উদ্ভিদ গোষ্ঠীর নাম লেখো।
সালোকসংশ্লেষকারী প্রোক্যারিওটিক উদ্ভিদ গোষ্ঠীর নাম হল – সায়ানোব্যাকটেরিয়া।
ফোটোলাইসিস প্রক্রিয়ায় 12 অণু জলের আলোক বিশ্লেষণ প্রক্রিয়ায় প্রাপ্ত H+ থেকে কত অণু NADP বিজারিত হবে?
ফোটোলাইসিস প্রক্রিয়ায় 12 অণু জলের আলোক বিশ্লেষণ প্রক্রিয়ায় প্রাপ্ত H+ থেকে 12 অণু NADP বিজারিত হবে।
ADP থেকে ATP হতে কোন উৎসেচক লাগে?
ADP থেকে ATP হতে ATP সিন্থেটেজ উৎসেচক লাগে।
আলোক দশার কোন পর্যায়ে এনার্জি কারেন্সি উৎপন্ন হয়?
আলোক দশার ফোটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় এনার্জি কারেন্সি উৎপন্ন হয়।
কেলভিন চক্রের কোন্ শর্করা অঙ্গার আত্তীকরণের মাধ্যমে জৈব অম্ল উৎপাদন করে?
RuBP শর্করা অঙ্গার আত্তীকরণের মাধ্যমে জৈব অম্ল উৎপাদন করে।
পাইন গাছের পাতা সূচ্যাকার হওয়ায় কী সুবিধে হয়?
পাইন গাছের পাতা সূচ্যাকার হওয়ায় সালোকসংশ্লেষের হার বেশি হয়।
সালোকসংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণুর হাইড্রোজেনের উৎস কী?
সালোকসংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণুর হাইড্রোজেনের উৎস হল – জল।
গ্লুকোজ অণুর রাসায়নিক সংকেত লেখো।
গ্লুকোজ অণুর রাসায়নিক সংকেত হল – C6H12O6।
উদ্ভিদদেহে রাতে কোন্ উৎসেচকের প্রভাবে অদ্রবণীয় শ্বেতসার উদ্ভিদদেহে পুনরায় দ্রবণীয় গ্লুকোজে পরিণত হয়?
ডায়াস্টেজ উৎসেচকের প্রভাবে অদ্রবণীয় শ্বেতসার উদ্ভিদদেহে পুনরায় দ্রবণীয় গ্লুকোজে পরিণত হয়।
সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন খাদ্য জৈব যৌগ সঞ্চয়ী অঙ্গে কীরূপে জমা থাকে?
সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন খাদ্য জৈব যৌগ সঞ্চয়ী অঙ্গে শ্বেতসার বা স্টার্চ রূপে জমা থাকে।
অন্ধকারদশায় আলোর প্রয়োজন হয় না তা সত্ত্বেও এটি রাত্রিবেলা ঘটে না কেন?
অন্ধকারদশায় আলোর প্রয়োজন হয় না, কিন্তু এই দশায় আলোকদশায় উৎপন্ন ATP ও NADPH + H+ -এর প্রয়োজন হয়। একারণে অন্ধকার দশা রাত্রিবেলা ঘটে না।
সালোকসংশ্লেষীয় কার্বন বিজারণ চক্র কী?
সালোকসংশ্লেষের অন্ধকার দশায় CO₂ -র বিজারণের মাধ্যমে খাদ্য উৎপাদিত হয় বলে, একে সালোকসংশ্লেষীয় কার্বন বিজারণ চক্র (PCR চক্র) বলে।
ক্লোরোফিলের মৌলিক উপাদানগুলি কী কী?
কার্বন (C), হাইড্রোজেন (H), অক্সিজেন (O), নাইট্রোজেন (N) ও ম্যাগনেশিয়াম (Mg)।
ক্লোরোফিলকে বায়োট্রান্সডিউসার বলা হয় কেন?
সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিল অণু শোষিত সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে বলে, একে বায়োট্রান্সডিউসার বলা হয়।
সালোকসংশ্লেষ প্রক্রিয়ার চারটি ইলেকট্রন বাহকের নাম লেখো।
প্লাস্টোসায়ানিন, ফেরিডক্সিন, প্লাস্টোকুইনন ও সাইটোক্রোম কমপ্লেক্স।
ক্লোরোফিল-a -কে মুখ্য সালোকসংশ্লেষকারী রঞ্জক বলে কেন?
ক্লোরোফিল-a অ্যানটেনা কমপ্লেক্সের মাধ্যমে শোষিত ও সংগৃহীত সৌরশক্তির সাহায্যে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় শক্তিশালী বিজারক উৎপন্ন করে, এজন্য ক্লোরোফিল-a -কে মুখ্য সালোকসংশ্লেষকারী রঞ্জক বলা হয়।
ক্যারোটিনয়েড, ফাইকোবিলিন প্রভৃতি রঞ্জকদের সহকারী সালোকসংশ্লেষকারী রঞ্জক বলে কেন?
ক্যারোটিনয়েড, ফাইকোবিলিন প্রভৃতি রঞ্জক সৌরশক্তি শোষণ করলেও তা সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সরাসরি ব্যবহার করতে ক্লোরোফিল-a অণুতে স্থানান্তরিত করে, এজন্য এদের সহকারী পারে না। শোষিত সৌরশক্তিকে অ্যানটেনা কমপ্লেক্সের মাধ্যমে সালোকসংশ্লেষকারী রঞ্জক বলা হয়।
ব্যাকটেরিওসালোকসংশ্লেষ কাকে বলে?
ব্যাকটেরিওক্লোরোফিল, ব্যাকটেরিওভিরিডিন প্রভৃতি রত্নকের সাহায্যে সালোকসংশ্লেষকারী ব্যাকটেরিয়া সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড ও যে-কোনো হাইড্রোজেনযুক্ত যৌগের (যেমন – H₂S) রাসায়নিক বিক্রিয়ায় শর্করাজাতীয় খাদ্য উৎপন্ন করে। এই পদ্ধতিকে ব্যাকটেরিওসালোকসংশ্লেষ বলে।
সালোকসংশ্লেষকারী ব্যাকটেরিয়া কত প্রকার?
রঞ্জকযুক্ত স্বভোজী সালোকসংশ্লেষকারী ব্যাকটেরিয়া প্রধানত দুটি শ্রেণিতে বিভক্ত –
1. সবুজ সালফার ব্যাকটেরিয়া (Green Sulphur bacteria) – ক্লোরোবিয়াম, ক্লোরোব্যাকটেরিয়া প্রভৃতি। এরা ইলেকট্রন দাতারূপে H₂S ব্যবহার করে।
2. বেগুনি ব্যাকটেরিয়া (Purple bacteria) – এদের আবার দুভাগে ভাগ করা হয় –
বেগুনি সালফার ব্যাকটেরিয়া (Purple Sulphur bacteria) – ক্রোমাটিয়াম, থায়োস্পাইরিলাম প্রভৃতি। এরা ইলেকট্রন দাতা হিসেবে H₂S ব্যবহার করে।
বেগুনি সালফারবিহীন ব্যাকটেরিয়া (Purple Non-sulphur bacteria) – রোডোস্পাইরিলাম, রোডোসিউডোমোনাস প্রভৃতি। এরা ইলেকট্রন দাতা হিসেবে অ্যালকোহল ও কার্বনিক অ্যাসিড ব্যবহার করে।
অ্যান-অক্সিজেনিক সালোকসংশ্লেষ কী?
ব্যাকটেরিওসালোকসংশ্লেষে অক্সিজেন (O₂) নির্গত হয় না বলে, একে অ্যান-অক্সিজেনিক সালোকসংশ্লেষ বলা হয়।
C₂ বিক্রিয়াপথ বা আলোকশ্বসন কাকে বলে?
C₂ বিক্রিয়া পথ বা আলোকশ্বসন (C₂ Cyle or Photorespiration) – যে জৈব রাসায়নিক বিক্রিয়া পথে RuBP, রাইবিউলোজ বিস ফসফেট কার্বক্সিলেজ/অক্সিজেনেস উৎসেচকের উপস্থিতিতে CO₂ -কে আবদ্ধ করে দুই কার্বনযুক্ত স্থায়ী যৌগ গ্লাইকোলিক অ্যাসিড উৎপন্ন করে, তাকে C₂ বিক্রিয়াপথ বা আলোকশ্বসন বলে।
উদাহরণ – সাধারণত ধান, মটর, মুগ, তামাক, সূর্যমুখী, তুলা প্রভৃতি গাছে আলোকশ্বসন দেখা যায়।
C4 চক্র কী?
C4 চক্র (C, Cyle) – ব্রাঞ্জ অ্যানাটমিযুক্ত উদ্ভিদে (যেমন-আখ, ভুট্টা প্রভৃতি) সালোকসংশ্লেষের অন্ধকার দশায় ফসফোএনোল পাইরুভিক অ্যাসিডের (PEPA) সাহায্যে CO₂ গৃহীত হয়ে 4 কার্বনযুক্ত প্রথম স্থায়ী যৌগ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়, এই ঘটনাকে C4 চক্র বা হ্যাচ ও স্ল্যাক চক্র বলে।
CAM চক্র কী?
জাঙ্গল উদ্ভিদে (প্রধানত ব্র্যাসুলেসি গোত্রভুক্ত) দিনেরবেলা পত্ররন্ধ্র বন্ধ থাকার জন্য রাত্রিবেলা অঙ্গার আত্তীকরণ ঘটে ও জৈব অ্যাসিড সংশ্লেষ ঘটে, এই ঘটনাকে ব্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম চক্র বা CAM চক্র বলে।
সোলারাইজেশন কী?
অত্যাধিক প্রখর আলোকে ক্লোরোফিল অণুর আলোক জারণ ঘটে। এর ফলে ক্লোরোফিল অণুগুলি বিনষ্ট হয় ও সালোকসংশ্লেষের { হার হ্রাস পায়। একে সোলারাইজেশন বলে।
বিক্রিয়াটিকে কী বলে?
বিক্রিয়াটি হল ফোটোলাইসিস।
বিক্রিয়াটি সালোকসংশ্লেষের কোন্ পদ্ধতিকে নির্দেশ করে?
উপরের বিক্রিয়াটি অঙ্গার আত্তীকরণ পদ্ধতিকে নির্দেশ করে।
কয়েকটি যৌগ ও তাদের সম্পূর্ণ নাম।
| সংক্ষিপ্ত নাম | সম্পূর্ণ নাম |
| ADP | অ্যাডিনোসিন ডাই ফসফেট |
| ATP | অ্যাডিনোসিন ট্রাই ফসফেট |
| PGA | ফসফোগ্লিসারিক অ্যাসিড |
| PGAld | ফসফোগ্লিসার্যালডিহাইড |
| NADP | নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট |
| NADPH | নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাই নিউক্লিওটাইড হাইড্রোজেন ফসফেট |
| NADPH₂ | নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাই হাইড্রোজেন ফসফেট |
| GDP | গুয়ানোসিন ডাই ফসফেট |
| GTP | গুয়ানোসিন ট্রাইফসফেট |
| RuMP | রাইবিউলোজ মনোফসফেট |
| RuBP | রাইবিউলোজ বিসফসফেট |
| RuDP | রাইবিউলোজ ডাইফসফেট |
| RuBisCO | রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ |
| PQ | ফটোসিন্থেটিক কোশেন্ট |
বামদিকের সঙ্গে ডানদিক মিল করো।
| বামদিক | ডানদিক | উত্তর |
| 1. অক্সিজেন | i. কাঁচামাল | 1. → ii. |
| 2. গ্লুকোজ (শর্করা) | ii. উপজাত বস্তু | 2. → iii. |
| 3. গ্লুকোজ (শর্করা) | iii. সালোকসংশ্লেষ জাত সর্বশেষ পদার্থ | 3. → v. |
| 4. সৌরশক্তি | iv. আলোকদশা | 4. → vii. |
| 5. কাবর্ন ডাইঅক্সাইড ও জল | v. সালোকসংশ্লেষীয় অঙ্গাণু | 5. → i. |
| 6. কোশস্থ ক্লোরোফিলের সক্রিয়করণ | vi. হিল বিক্রিয়া | 6. → iv. |
| vii. ফোটন |
সমানুপাত নির্ণয় করো।
| প্রশ্ন | উত্তর |
| গ্রানা : আলোকদশা : : স্ট্রোমা : ___। | অন্ধকারদশা |
| ফোটোলাইসিস : জলের বিশ্লেষণ : : ফসফোরাইলেশন : ___। | ATP উৎপাদন |
| লোহা : হিমোগ্লোবিন : : ম্যাগনেশিয়াম : ___। | ক্লোরোফিল |
| সালোকসংশ্লেষ : বার্নেস : : ___ : ব্ল্যাকম্যান। | অন্ধকারদশা |
এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ‘জৈবনিক প্রক্রিয়া’ -এর উপবিভাগ ‘উদ্ভিদ শারীরবিদ্যা’ -এর অন্তর্গত ‘সালোকসংশ্লেষ’ অংশের অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষা এবং যারা ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আশা করি, আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তবে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন; আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। এছাড়া, লেখাটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধু বা সহপাঠীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।





মন্তব্য করুন