কমনওয়েলথ গেমস 2022 – প্রবন্ধ রচনা

Souvick

আজকের এই আর্টিকেলে আমরা ‘কমনওয়েলথ গেমস 2022‘ প্রবন্ধ রচনাটি নিয়ে আলোচনা করব। মাধ্যমিক বা স্কুল পরীক্ষায় এই রচনাটি প্রায়ই আসে এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা। একবার ভালোভাবে আয়ত্ত করলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি — যেকোনো ক্লাসের পরীক্ষাতেই তোমরা এই রচনার প্রশ্নের উত্তর সহজেই লিখতে পারবে!

কমনওয়েলথ গেমস 2022 - প্রবন্ধ রচনা

কমনওয়েলথ গেমস 2022

ভূমিকা – “ইথিওপিয়া ছোট্ট দেশ, গরীব দেশ, অখ্যাত দেশ। কিন্তু বিকিলা যখন দৌড়ল, দেশটা বিখ্যাত হয়ে গেল।” (কোনি-মোতি নন্দী)

ক্রীড়াক্ষেত্র এভাবেই অচেনাকে চেনায় আর ক্রীড়া প্রতিযোগিতা এভাবেই খেলোড়ায়কে দেয় বিশ্বজোড়া খ্যাতি। তাই পৃথিবীর ক্রীড়া ইতিহাস কেবল জয়পরাজয়ের হিসাবই কষে না, বরং ক্রীড়াঙ্গন হয়ে ওঠে মহামিলনক্ষেত্র। এই বিশ্বায়নের যুগে তাই কোনো আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা সেই মিলনোৎসবই উদযাপন করে। যেমন সদ্যসমাপ্ত বার্মিংহাম কমনওয়েলথ গেমস 2022।

কমনওয়েলথ গেমস কী? – কমনওয়েলথ অব নেশনস বা কমনওয়েলথ, অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা, যার নেতৃত্ব থাকে ব্রিটেনের হাতে। প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতাটি প্রবর্তিত হয় 1930 সালে। প্রথমে এই প্রতিযোগিতার নাম ছিল ব্রিটিশ এম্পায়ার গেমস। 1978 সালে এর স্থায়ী নাম হয় কমনওয়েলথ গেমস। 2022 সালে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের ম্যাঞ্চেস্টার আসরে আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ক্রীড়া বিভাগে প্রতিবন্ধীরা পূর্ণাঙ্গ সদস্য রাষ্ট্রের ক্রীড়াবিদ হিসেবে অন্তর্ভুক্ত হন।

প্রতিযোগিতার সূচনা – বার্মিংহাম কমনওয়েলথ গেমস 2022 -এর আয়োজক দেশ ছিল ইংল্যান্ড। এবছর এই প্রতিযোগিতা 22 জুলাই থেকে 8 আগস্ট অবধি অনুষ্ঠিত হয়েছে। ইংল্যান্ডের আলেকজান্ডার স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়েই প্রতিযোগিতার শুভ উদবোধন ঘটে।

অংশগ্রহণকারী দেশসমূহ – 2022 সালে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস-এ অংশগ্রহণ করেছিল সমগ্র বিশ্বের মোট 72টি দেশ। ভারত-সহ অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কানাডা, ইংল্যান্ড, ঘানা, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা প্রভৃতি দেশ এই খেলার অন্তর্ভুক্ত ছিল। প্রায় পাঁচ হাজার ক্রীড়াবিদ অংশ নেয় এই প্রতিযোগিতায়। আমাদের ভারতবর্ষেরই ছিল প্রায় দুশো দশ জন প্রতিযোগী।

খেলার বিবরণ – ঐতিহ্যের বিচারে ক্রীড়াদুনিয়ায় অলিম্পিকস বা এশিয়ান গেমসের প্রায় সমতুল্য এই কমনওয়েলথ গেমস। কমনওয়েলথ গভর্নিং বডি দ্বারা অনুমোদিত 20টি খেলার মধ্যে কমপক্ষে 15টি খেলা থাকে কেন্দ্রীয় অংশে। এর মধ্যে উল্লেখযোগ্য – অ্যাথলিটিকস, ব্যাডমিন্টন, বক্সিং, হকি, রাগবি, সুইমিং, ওয়েটলিফটিং ইত্যাদি। সঙ্গে নতুন সংযোজিত হয়েছে – টেবিল টেনিস, রোড সাইক্লিং, রেস্লিং ইত্যাদি। সংহত প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত প্রতিযোগিতা ছিল – সাঁতার, অ্যাথলিটিকস, সাইক্লিং, টেবিল টেনিস এবং পাওয়ার লিফটিং ইত্যাদি। এবছর প্রতিযোগিতায় ছিল 20টি খেলায় 280টি ইভেন্ট।

ভারতের পদকপ্রাপ্তি – ক্রীড়াক্ষেত্রে ভারত যে মোটেই পিছিয়ে নেই, তা প্রমাণ করেছে বার্মিংহাম কমনওয়েলথ গেমস। 2022-এ এই প্রতিযোগিতার পদক তালিকায় ভারত চতুর্থ স্থানে। প্রাপ্ত 61টি পদকের মধ্যে লন বল থেকে একটি করে সোনা ও রুপো, জুডোয় দুটি রুপো ও একটি ব্রোঞ্জ, হকিতে একটি রুপো ও ব্রোঞ্জপ্রাপ্তি ঘটেছে। প্রথম বার অনুষ্ঠিত মহিলা ক্রিকেট থেকেও রুপো এসেছে ভারতের। এমনকি ট্রিপল জাম্পে সোনা, রুপো – দুটি পদকই জিতেছে। লং জাম্পে মুরলি শ্রীশঙ্কর; ভারত্তোলনে মীরাবাঈ চানু, অচিন্ত্য শিউলি; কুস্তিতে সাক্ষী মালিক, বজরং পুনিয়া এবং ব্যাডমিন্টনে পিভি সিন্ধু ছাড়াও প্যারা পাওয়ার লিফটিং-এ সুধীর, প্যারা টেবিল টেনিসে ভাবিনা প্যাটেল সোনার পদক পেয়েছেন। এবছর ভারতের ঝুলিতে স্বর্ণপদকের সংখ্যা 22টি।

উপসংহার – আলেকজান্ডার স্টেডিয়ামে 8 আগস্ট, আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষিত হয় কমনওয়েলথ গেমস, 2022 -এর। পাশাপাশি 2026 -এর 23 তম কমনওয়েলথ গেমস -এর আয়োজক দেশ অস্ট্রেলিয়াকে পতাকা সমর্পণ করা হয়। এই বিরাট ক্রীড়াযজ্ঞে ভারতের সাফল্য যে গৌরবগাথা রচনা করেছে, আশা করা যায় আগামী প্রজন্মের কাছে তা মাইলফলক হয়ে থাকবে।


আজকের এই আর্টিকেলে আমরা ‘কমনওয়েলথ গেমস 2022‘ প্রবন্ধ রচনাটি নিয়ে আলোচনা করেছি। মাধ্যমিক বা স্কুল পরীক্ষায় ‘একটি অচল পয়সার আত্মকথা‘ রচনাটি প্রায়ই আসে এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

তোমার প্রিয় খেলা - প্রবন্ধ রচনা

তোমার প্রিয় খেলা – প্রবন্ধ রচনা

জন্মশতবর্ষে সত্যজিৎ রায় - প্রবন্ধ রচনা

জন্মশতবর্ষে সত্যজিৎ রায় – প্রবন্ধ রচনা

বাংলার ক্রীড়াসাহিত্য - প্রবন্ধ রচনা

বাংলার ক্রীড়াসাহিত্য – প্রবন্ধ রচনা

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

তোমার প্রিয় খেলা – প্রবন্ধ রচনা

জন্মশতবর্ষে সত্যজিৎ রায় – প্রবন্ধ রচনা

বাংলার ক্রীড়াসাহিত্য – প্রবন্ধ রচনা

সমাজজীবনে চলচ্চিত্র – প্রবন্ধ রচনা

চরিত্রগঠনে খেলাধুলার ভূমিকা – প্রবন্ধ রচনা