আজকের এই আর্টিকেলে আমরা ‘ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু‘ প্রবন্ধ রচনাটি নিয়ে আলোচনা করব। মাধ্যমিক বা স্কুল পরীক্ষায় এই রচনাটি প্রায়ই আসে এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা। একবার ভালোভাবে আয়ত্ত করলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি — যেকোনো ক্লাসের পরীক্ষাতেই তোমরা এই রচনার প্রশ্নের উত্তর সহজেই লিখতে পারবে!

ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু
ভূমিকা – জন্মসূত্রে পেয়েছিলেন যে নাম, স্কুলের শিক্ষক তা বদলে রাখেন দ্রৌপদী। তাঁর কথায়, ‘দ্রৌপদী আমার আসল নাম নয়। আমার এক শিক্ষক এই নাম দিয়েছিলেন’। আর সেই নামই খ্যাত হল ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতির পদে। স্বাধীনতার 50 বছরে যাঁর রাজনৈতিক জীবনের শুরু, স্বাধীনতার 75 বছরে তিনি পেলেন ভারতবর্ষের সর্বপ্রথম আদিবাসী সম্প্রদায় থেকে উঠে আসা রাষ্ট্রপতির খ্যাতি। বলাবাহুল্য, তিনি ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পদে দ্রৌপদী মুর্মুর নাম খোদিত হওয়ার মধ্য দিয়ে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে রচিত হল নতুন এক অধ্যায়।
ব্যক্তিগত জীবন – ভারতের 15 তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 1958 সালের 20 জুন ওড়িশা ময়ূরভঞ্জ জেলার বাইদাপোসির কাছে একটি সাঁওতালি উপজাতি পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম বিরাঞ্জি নারায়ণ টুডু। তিন সন্তানের জননী হলেও দ্রৌপদীর দুই পুত্র মারা গেছে। পিতা ছিলেন পঞ্চায়েত প্রধান। প্রাথমিকের গণ্ডি পেরিয়ে দ্রৌপদী পড়াশোনা করেছিলেন ভুবনেশ্বরের রমা দেবী উইমেন্স কলেজে। রাজ্য-রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন স্কুলশিক্ষক। এ ছাড়া তিনি কাজ করেছেন শ্রী অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন অ্যান্ড রিসার্চ রায়রঙ্গপুরে এক সহকারী অধ্যাপিকা এবং ওড়িশা সরকারের সেচ বিভাগে জুনিয়র সহকারী হিসেবে।
রাজনৈতিক জীবন – দ্রৌপদী মুর্মু 1997 সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং রায়রঙ্গপুর নগর পঞ্চায়েতে কাউন্সিলার নির্বাচিত হন। এ ছাড়াও জীবনের বিভিন্নি সময়ে ভিন্ন ভিন্ন রাজনৈতিক পদে আসীন ছিলেন-কখনো তপশিলি উপজাতি মোর্চার জাতীয় সহ-সভাপতি, কোনো সময় বাণিজ্য ও পরিবহণ আধিকারিকের দায়িত্বপ্রাপ্ত, আবার কখনো মৎস্য ও প্রাণীসম্পদ উন্নয়নের স্বাধীন প্রতিমন্ত্রী। তিনিই প্রথম মহিলা আদিবাসী নেত্রী যিনি ভারতীয় রাজ্য ঝাড়খণ্ডের প্রথম রাজ্যপাল নির্বাচিত হয়েছিলেন।
রাষ্ট্রপতি পদলাভ – 2017 সালে রাষ্ট্রপতি নির্বাচনের পূর্বে সর্বপ্রথম মনোনয়নের তালিকায় দ্রৌপদীর নাম উঠে আসে। 2022 সালে সেই সম্ভাবনা বাস্তবায়িত হয়। অবশেষে রাইসিনার গদিতে অলংকৃত হয় তাঁর নাম। লক্ষাধিক ভোটে জয়লাভের ফলে ভারতবর্ষ পায় তার প্রথম আদিবাসী মহিলা প্রার্থীকে রাষ্ট্রপতি হিসেবে।
উপসংহার – 25 জুলাই, 2022 শপথ গ্রহণ করলেন দ্রৌপদী মুর্মু। তাঁর গৌরবপদ লাভে কেবল আদিবাসী সম্প্রদায় নয়, গৌরবান্বিত সমগ্র ভারতবর্ষও।
আজকের এই আর্টিকেলে আমরা ‘ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু‘ প্রবন্ধ রচনাটি নিয়ে আলোচনা করেছি। মাধ্যমিক বা স্কুল পরীক্ষায় ‘একটি অচল পয়সার আত্মকথা‘ রচনাটি প্রায়ই আসে এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।





মন্তব্য করুন