Madhyamik Bengali Suggestion 2026 – সত্য মিথ্যা

Rahul

এই আর্টিকেলে আমরা WBBSE বোর্ডের 2026 সালের মাধ্যমিক জীবন বিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করবো। এখানে দেওয়া সত্য মিথ্যাগুলো আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Madhyamik Bengali Suggestion 2026 – সত্য মিথ্যা

Madhyamik Bengali Suggestion 2026 – সত্য মিথ্যা

জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়

1. ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন করার জন্য চোখের রেটিনার ক্ষমতা হলো উপযোজন।

উত্তর – মিথ্যা

2. চোখের অপটিক স্নায়ু ও রেটিনার সংযোগস্থলে যে অংশে আলোকসুবেদী কোশ থাকে না, সেটি হলো অন্ধবিন্দু।

উত্তর – সত্য

3. অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায়।

উত্তর – মিথ্যা

4. ট্রাইসেপস একটি ফ্লেক্সর পেশি।

উত্তর – মিথ্যা

5. দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে।

উত্তর – সত্য

6. ট্রপিক চলন হল উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন।

উত্তর – সত্য

7. কোরয়েড লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে।

উত্তর – মিথ্যা

8. বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমান লঘু মূত্র নির্গত হয়।

উত্তর – সত্য

9. হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে।

উত্তর – মিথ্যা

10. জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে।

উত্তর – মিথ্যা

11. ফ্ল্যাজেলা হল প্যারামেসিয়ামের গমন অঙ্গ।

উত্তর – মিথ্যা

12. স্নায়ুকোশে নিউরিলেমা আবরনীর বিচ্ছিন্ন হবার কারণে র‍্যানভিয়রের পর্ব গঠিত হয়। 

উত্তর – মিথ্যা

13. ফ্লেক্সর পেশী দুটি সন্নিহিত অস্থিকে কাছাকাছি আসতে সাহায্য করে।

উত্তর – সত্য

14. বেমতন্তু অ্যাস্ট্রাল রশ্মি থেকে তৈরী হয় প্রানী কোশ বিভাজনের ক্ষেত্রে।

উত্তর – সত্য

15. বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে বীজকে অঙ্কুরোদগমে সাহায্য করে অক্সিন।

উত্তর – মিথ্যা

জীবনের প্রবাহমানতা

1. হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন করার জন্য মাইটোসিস কোশবিভাজন ঘটে।

উত্তর – মিথ্যা

2. চেক পয়েন্টগুলোর কাজ বিঘ্নিত হলে কোশবিভাজন অনিয়ন্ত্রিত হয়।

উত্তর – সত্য

3. প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেন যুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে।

উত্তর – মিথ্যা

4. কোশীয় বিভেদন দশায় অপত্য কোশগুলো নানাভাবে পরিবর্তিত ও রূপান্তরিত হয়ে কলা, অঙ্গ ও তন্ত্র গঠন করে।

উত্তর – সত্য

5. মাইটোসিস কোশ বিভাজনে ক্রসিংওভার ঘটে।

উত্তর – মিথ্যা

6. সপুষ্পক উদ্ভিদের স্ত্রীস্তবক রোমশ ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগরেনু সংগ্রহ করে।

উত্তর – মিথ্যা

7. DNA তে অ্যাডিনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে।

উত্তর – মিথ্যা

8. ডিম্বানু শুধুমাত্র মাইটোসিস এর ফলে উৎপন্ন হয়।

উত্তর – মিথ্যা

9. মটরগাছের ফুলে প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ বা ইতরপরাগ যোগ ঘটানো যায়।

উত্তর – সত্য

10. পরাগধানী ও গর্ভমুণ্ডের মিলন হল নিষেক।

উত্তর – মিথ্যা

11. ভুট্টাতে বাতাসের মাধ্যমে পরাগযোগ ঘটে।

উত্তর – সত্য

12. ভ্যালিসনেরিয়া ফুলে বাতাসের মাধ্যমে পরাগযোগ ঘটে।

উত্তর – মিথ্যা

13. একলিঙ্গ ফুলে ইতর পরাগ যোগ ঘটে।

উত্তর – সত্য

14. পরাগরেণুতে জনন নিউক্লিয়াস থেকে দুটি পুংগ্যামেট উৎপন্ন হয়।

উত্তর – সত্য

15. ইনটাইন হল পরাগরেণুর বহিঃআবরক।

উত্তর – মিথ্যা

16. জাইগোট থেকে ভ্রুণ সৃষ্টি হয়।

উত্তর – সত্য

17. ডিম্বক নিষেকের পর ফলে পরিণত হয়।

উত্তর – মিথ্যা

18. কিছু কিছু ফলে শুষ্ক বৃতি স্থায়ীভাবে থাকে।

উত্তর – সত্য

19. পরাগরেণু নালিকা ডিম্বকরন্ধ্রের মধ্য দিয়ে ডিম্বকে প্রবেশ করে।

উত্তর – সত্য

বংশগতি ও কিছু সাধারন বংশগত রোগসমূহ

1. BbRr জিনোটাইপযুক্ত গিনিপিগ উভয় লোকাসের জন্য হেটেরোজাইগাস।

উত্তর – সত্য

2. YyRR জিনোটাইপযুক্ত মটরগাছ থেকে কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপন্ন হয়।

উত্তর – মিথ্যা

3. মানুষের লিঙ্গ নির্ধারনে স্ত্রীর কোনো ভূমিকাই নেই।

উত্তর – সত্য

4. যদি কোনো মটরগাছে TT or tt বৈশিষ্ট্য থাকে তবে এই অ্যালিলের সাপেক্ষে মটরগাছটি হেটেরোজাইগাস হয়।

উত্তর – মিথ্যা

5. মটরফুল একলিঙ্গ হওয়ায় মটরগাছে স্বপরাগযোগ এবং প্রয়োজনে ইতরপরাগযোগ ঘটানো যায়।

উত্তর – মিথ্যা

6. মেন্ডেল তাঁর বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলোর বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন।

উত্তর – মিথ্যা

7. মানুষের ডিম্বানুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে।

উত্তর – মিথ্যা

8. মেন্ডেল মটরগাছের একসংকর জনন পরীক্ষায় প্রথম অপত্য জনুতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন।

উত্তর – মিথ্যা

9. মটরগাছের ফুলে প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটানো যায়।

উত্তর – সত্য

10. T এর t গ্যামেটের মিলনে হোমোজাইগোট সৃষ্টি হয়।

উত্তর – মিথ্যা

11. মেন্ডেল শ্রেণীবিন্যাসের নীতির বিষয়ে কাজ করেছিলেন।

উত্তর – মিথ্যা

12. মেন্ডেল তাঁর দ্বিতীয় বংশগতিবিদ্যার সূত্র হিসাবে পৃথকীভবনের সূত্র উপস্থাপন করেন।

উত্তর – মিথ্যা

13. দ্বিসঙ্কর জনন পরীক্ষা থেকে মেন্ডেল তার ‘স্বাধীন সঞ্চারন সূত্র’ প্রতিপাদন করেন।

উত্তর – সত্য

14. বর্ণান্ধতা একটি অটোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য।

উত্তর – মিথ্যা

15. থ্যালাসেমিয়া একটি অটোজোম বাহিত বৈশিষ্ট্য।

উত্তর – সত্য

16. বংশগতিতে প্রকট বৈশিষ্ট্যের ক্ষেত্রে পরবর্তী প্রজন্মে অনুপস্থিতি দেখা যায়।

উত্তর – মিথ্যা

বিবর্তন এবং অভিযোজন

1. নিষ্ক্রিয় অংগসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে।

উত্তর – মিথ্যা

2. একটি বনে বিভিন্ন ধরনের বাঘেদের মধ্যে অন্তঃপ্রজাতি ও আন্তঃপ্রজাতি সংগ্রাম উভয়ই পরিলক্ষিত হতে পারে।

উত্তর – সত্য

3. বাষ্পমোচন হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে।

উত্তর – সত্য

4. ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে।

উত্তর – সত্য

5. ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে।

উত্তর – সত্য

6. প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হল ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য।

উত্তর – সত্য

7. মিলার ও উরের প্রানের উদ্ভব সংক্রান্ত জৈব-রাসায়নিক পরীক্ষায় অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং মিথেন ব্যবহৃত হয়েছিল।

উত্তর – সত্য

পরিবেশ তার সম্পদসমূহ এবং তাদের সংরক্ষন

1. ক্রায়োসংরক্ষণে তরল নাইট্রোজেন ও –196°C উষ্ণতা ব্যবহার করা হয়।

উত্তর – সত্য

2. নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস।

উত্তর – সত্য

2. পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হল রডোড্রেনডন।

উত্তর – সত্য

3. পশ্চিমবঙ্গের ‘মানস’ জাতীয় উদ্যানে একশৃঙ্গ গণ্ডার সংরক্ষণ করা হয়।

উত্তর – মিথ্যা

4. অ্যাসিড বৃষ্টির কারণ হল বায়ুদূষণের ফলে সৃষ্ট SO2 এবং NO2 গ্যাস।

উত্তর – সত্য

5. ভঙ্গুর দূষক জৈববিবর্ধনের জন্য দায়ী।

উত্তর – মিথ্যা

6. SO2 এবং NH3 হল দুটি গ্রীনহাউস গ্যাস।

উত্তর – মিথ্যা


2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের জীবন বিজ্ঞান বিষয়ের সত্য মিথ্যা সাজেশন এখানেই শেষ হলো। এই প্রশ্নগুলি তোমাদের কতটা সাহায্য করলো বা অন্য কোনো বিষয়ের সাজেশন প্রয়োজন কিনা, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না!

এছাড়াও, টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারেন—আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।

Please Share This Article

Related Posts

Madhyamik Bengali Suggestion 2026 – স্তম্ভ মেলাও

Madhyamik Bengali Suggestion 2026 – স্তম্ভ মেলাও

Madhyamik Life Science Suggestion 2026 - শূন্যস্থান পূরণ

Madhyamik Life Science Suggestion 2026 – শূন্যস্থান পূরণ

Madhyamik Life Science MCQ Suggestion 2026

Madhyamik Life Science MCQ Suggestion 2026

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik Bengali Suggestion 2026 – স্তম্ভ মেলাও

Madhyamik Bengali Suggestion 2026 – সত্য মিথ্যা

Madhyamik Life Science Suggestion 2026 – শূন্যস্থান পূরণ

Madhyamik Life Science MCQ Suggestion 2026

Madhyamik English Suggestion 2026