Madhyamik Geography Suggestion 2026 – একটি অথবা দুটি শব্দে উত্তর দাও [Marks – 1]

Rahul

এই আর্টিকেলে আমরা WBBSE বোর্ডের 2026 সালের মাধ্যমিক ভূগোল সাজেশন নিয়ে আলোচনা করবো। এখানে দেওয়া ‘একটি অথবা দুটি শব্দে উত্তর দাও‘ প্রশ্নগুলো আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Madhyamik Geography Suggestion 2026 – একটি অথবা দুটি শব্দে উত্তর দাও Marks 1

Madhyamik Geography Suggestion 2026 – একটি অথবা দুটি শব্দে উত্তর দাও [Marks – 1]

বহির্জাতপ্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়?

দ্রবণ।

মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম লেখো।

ওয়াদি।

নদী বাঁধের কোন্ দিকে বেশি ক্ষয় হয়?

অবতল দিকে।

মেরু অঞ্চলের কোন্ উচ্চতায় হিমবাহ দেখা যায়?

সমুদ্রসমতলে।

বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়ির নাম কী?

সিফ বালিয়াড়ি।

পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কী?

হুবার্ড।

সুন্দরবনের কোন দ্বীপ বিশ্বউষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে?

লোহাচড়া।

সাহারা মরুভূমির বালুকাময় ভূমিকে কী বলে?

আর্গ।

পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি?

গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ।

পূর্ব হিমালয়ের একটি হিমবাহের নাম করো।

জেমু হিমবাহ।

পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোথায় অবস্থিত।

আফ্রিকার সাহারা মরুভূমি।

মরুভূমির অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে কী বলে?

বার্খান।

সুন্দরবন অঞ্চলের সবচেয়ে বড়ো দ্বীপ কোনটি?

সাগরদ্বীপ।

একটি প্লায়া হ্রদ্রের উদাহরণ দাও।

সম্বর।

পৃথিবীর সর্ববৃহৎ লোয়েশ সঞ্চয় কোথায় হয়েছে?

উত্তর চিন -এর হোয়াংহো অববাহিকায়।

গ্রাবরেখা কোন ধরনের প্রাকৃতিক শক্তির প্রক্রিয়ার ফল?

হিমবাহ।

প্রধান নদী থেকে বেরিয়ে যাওয়া নদীকে কী বলে?

শাখানদী।

ভারতের একটি আদর্শ নদীর নাম করো।

গঙ্গা।

হিমালয় অঞ্চলে হিমরেখায় গড় উষ্ণতা কত?

4500 মিটার।

রসে মতানের কোন্ ঢাল অমসৃণ হয়?

অনুবাত ঢাল।

মরুভূমির ক্রমবিস্তারকে কী বলে?

ডেজার্টিফিকেশন বা মরুকরণ।

কোন্ ধরনের হিমবাহ হিমশৈল তৈরি করে?

মহাদেশীয় হিমবাহ।

আটকামা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?

দক্ষিণ আমেরিকা।

বায়ুর সঞ্চয়ের ফলে যে-কোনো দুই ধরনের ভূমিরূপের না করো।

বালিয়াড়ি এবং লোয়েস সমভূমি।

পৃথিবীর বৃহত্তম আইসশিটের নাম করো।

আন্টার্কটিকা।

হিমবাহের অগ্রভাগকে কী বলে?

লোব।

পৃথিবীতে সঞ্চিত মিষ্টিজলের পরিমাণ মোট জলের কত শতাংশ?

2.5%।

পর্বতের গা এবং হিমবাহের মধ্যে সৃষ্ট ফাটলকে কী বলে?

বার্গস্রুন্ড।

পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের নাম কী?

ইলহা-দ্য-মারাজো।

বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস কোনটি?

সূর্য।

মিয়েন্ডার কথাটি কোথা থেকে এসেছে?

তুরস্কের ‘মিয়েন্ড্রস’ নদীর নাম থেকে।

ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি?

সিয়াচেন।

পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি?

ভেনেজুয়েলার অ্যাঞ্জেলস।

ভারতের একটি মরুঅঞ্চলের নাম কী?

থর মরুভূমি।

ওয়াদি কাকে বলে?

মরুভূমির শুষ্ক নদীখাত।

প্লায়া কী?

মরুভূমির লবণাক্ত জলাভূমি।

বিউট শব্দের অর্থ কী?

ঢিপি।

পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি?

নরওয়ের শোভনে।

কেটল হ্রদে সঞ্চিত পলিকে কী বলে?

ভার্ব।

নদীর স্বাভাবিক ক্ষয়চক্রের কথা কে প্রথম বলেন?

ডেভিস।

প্রস্তরময় মরুভূমির অন্য নাম কী?

হামাদা।

বায়ুমণ্ডল

বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রভা দেখা যায়?

আয়নোস্ফিয়ার/থার্মোস্ফিয়ার।

সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ উল্লেখ করো।

100%।

ভূপৃষ্ঠের কোন অঞ্চলের উপর বায়ুমণ্ডলে প্রথম ওজোন গহ্বর আবিষ্কৃত হয়েছে?

আন্টার্কাটিকা।

নাতিশীতোষ্ণমণ্ডলে কোন্ ধরনের বৃষ্টিপাত দেখা যায়?

ঘূর্ণবৃষ্টি।

বায়ুমণ্ডলের কোন্ স্তরের মধ্যে দিয়ে জেট প্লেন চলাচল করে?

স্ট্র্যাটোস্ফিয়ার।

সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত?

100 শতাংশ।

বায়ুচাপ মাপার যন্ত্রটির নাম কী?

ব্যারোমিটার।

ওজোনস্তরের অবনমনের জন্য মূলত কে দায়ী?

ক্লোরোফ্লুরোকার্বন।

পার্বত্য উপত্যকা বরাবর ঠান্ডা, ভারীবায়ুর নেমে আসাকে কী বলে?

ক্যাটাবেটিক বায়ু।

ঋতুভিত্তিক একধরনের বায়ুর নাম লেখো।

মৌসুমি বায়ু।

বায়ুর চাপ মাপার একক কী?

মিলিবার বা হেক্টোপাস্কাল।

বায়ুর সর্বাধিক উষ্ণতা এবং সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে কী বলে?

উষ্ণতার প্রসর।

আপেক্ষিক আর্দ্রতা কোন্ সময় সর্বোচ্চ হয়?

ভোরবেলায়।

ব্যারোমিটার কে আবিষ্কার করেন?

টরিসেলি।

কোন্ বায়ু ক্রান্তীয় পূবালি বায়ু নামে পরিচিত?

আয়ন বায়ু।

মিস্ট্রাল বায়ুপ্রবাহ কোন্ উপত্যকা বরাবর প্রবাহিত হয়?

রোন উপত্যকা।

পাহাড়, পর্বত, বা মালভূমিতে ধাক্কা লেগে যে বৃষ্টিপাত হয় তাকে কী বলে?

শৈলোৎক্ষেপ।

পৃথিবীতে কটি তাপমণ্ডল আছে?

তিনটি।

কোন্ স্তরকে ‘পৃথিবীর ছাতা’ বলে?

ওজোন স্তরকে।

বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাস কোনটি?

হাইড্রোজেন।

বায়ুমণ্ডল-সর্বাধিক উত্তপ্ত হয় কোন্ পদ্ধতিতে?

বিকিরণ।

জলাময় ধান জমি থেকে সৃষ্ট গ্রিনহাউস গ্যাসটির নাম কী?

মিথেন।

কোন্ স্তরে রেডিয়ো তরঙ্গ চলাচল করে?

আয়নোস্ফিয়ার।

ITCZ -এর পুরো নাম কী?

ইন্টার ট্রপিক্যাল কনভারজেন্স জোন।

এল-নিনোর বিপরীত স্রোতের নাম কী?

লা-নিনা।

টর্নেডো কোন্ শ্রেণির বায়ুপ্রবাহ?

আকস্মিক।

ভূপৃষ্ঠে বায়ুচাপ বলয় কয়টি?

7টি।

‘চিনুক’ শব্দের অর্থ কী?

তুষার ভক্ষক।

নিম্ন অক্ষাংশে পৃথিবীর তাপমাত্রা সবচেয়ে বেশি হয় কেন?

সূর্যের লম্ব রশ্মির জন্য।

কোন্ ধরনের মাটি দ্রুত ঠান্ডা হয় এবং উষ্ণ হয়?

বালিমাটি।

ট্রপোস্ফিয়ারের অন্য নাম কী?

ক্ষুব্ধমণ্ডল।

ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন্ এককের সাহায্যে?

ডবসন।

স্থলবায়ু কখন প্রবাহিত হয়?

রাতে।

বায়ুমণ্ডলের কোন্ স্তরে অরোরা দেখা যায়?

আয়নোস্ফিয়ারে।

প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুর চাপ কেমন হয়?

উচ্চচাপ।

কোন গ্যাসটি জীবনের জন্য অতি প্রয়োজন?

অক্সিজেন।

মেঘ কোন্ কোন্ উপাদান নিয়ে গঠিত?

জলীয়বাষ্প এবং ধূলিকণা।

মেঘাচ্ছন্ন রাত্রির আবহাওয়া কেমন হয়?

উষ্ণ প্রকৃতির।

বারিমণ্ডল

কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্রস্রোতের দিক পরিবর্তিত হয়?

ভারত মহাসাগর।

একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো।

গ্র্যান্ড ব্যাঙ্ক/স্যাবল ব্যাঙ্ক।

সামুদ্রিক মাছেদের প্রধান খাদ্য কী?

প্লাঙ্কটন।

ক্রান্তীয় অঞ্চল থেকে সৃষ্ট সমুদ্রস্রোত কী ধরনের হয়?

উষ্ণপ্রকৃতির।

মরা কোটাল কোন্ তিথিতে ঘটে?

অষ্টমী তিথিতে।

শীতকালে ভারত মহাসাগরে কোন্ ধরনের সমুদ্রস্রোত প্রবাহিত হয়?

উত্তর-পূর্ব মৌসুমি স্রোত।

সমুদ্রস্রোত গড়ে কত কিমি বেগে প্রবাহিত হয়?

3-10 কিমি প্রতি ঘণ্টা।

মুখ্য জোয়ারের কোনস্থানে গৌণ জোয়ার সৃষ্টি হয়?

প্রতিপাদ স্থানে।

চাঁদের অনুসূর অবস্থাকে কী বলে?

পেরেজি।

চাঁদের অপসূর অবস্থানকে কী বলে?

অ্যাপেজি।

এল-নিনোর প্রভাবে কোন্ অঞ্চলে বর্ষা সংঘটিত হয়?

পেরু ও ইকুয়েডর।

পৃথিবীর প্রতিটি স্থানে দিনে কতবার জোয়ার-ভাটা হয়?

দুবার।

সিজিগিতে চাঁদ, সূর্য এবং পৃথিবীর অবস্থানের কৌণিক দূরত্ব কত?

180°।

পেরিজি অবস্থায় চাঁদের সাথে পৃথিবীর দূরত্ব কত হয়?

3 লক্ষ 56 হাজার কিমি।

গ্রান্ডব্যাঙ্ক কী?

একধরনের মগ্ন চড়া।

আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্রস্রোতের নাম করো।

উপসাগরীয় স্রোত।

হিমপ্রাচীর কোন্ সাগরে সৃষ্টি হয়েছে?

আটলান্টিক মহাসাগরে।

পৃথিবীতে গৌণ জোয়ার হয় কোন্ বলের প্রভাবে?

কেন্দ্রাতিগ বল।

অমাবস্যা তিথির সিজিগি অবস্থানকে কী বলে?

সংযোগ।

বর্জ্য ব্যবস্থাপনা

একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ দাও।

তরিতরকারির খোসা/কাগজ।

গঙ্গানদীর কোন্ অংশে সর্বাধিক দূষণ ঘটেছে?

নিম্নপ্রবাহে।

একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো।

ইউরেনিয়াম।

প্লাস্টিক কী ধরনের বর্জ্য পদার্থ?

জৈব-অবিশ্লেষ্য।

একটি শিল্পজাত বর্জ্যের উৎস লেখো।

তাপবিদ্যুৎ কেন্দ্র।

গৃহস্থালির একটি বর্জ্যের নাম করো।

সবজির খোসা।

স্ক্রাবার যন্ত্রটি কোন্ পদার্থ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়?

গ্যাসীয় পদার্থ।

কঠিন বর্জ্য পদার্থ ফেলার জন্য পরিকল্পিত স্থান কোনটি?

ল্যান্ডফিল।

একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের নাম করো।

ইঞ্জেকশনের সিরিঞ্জ।

জৈব ভঙ্গুর বর্জ্য কাকে বলে?

যেসব বর্জ্য পদার্থ বিয়োজক দ্বারা সরল উপাদানে বিশ্লেষিত হয়।

‘ফ্লাই অ্যাশ’ থেকে কোন্ ইমারতি দ্রব্য তৈরি করা যায়?

ইট।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ করতে কোন্ প্রযুক্তি ব্যবহার করা হয়?

স্ক্রাবার।

ব্রংকাইটিস কোন্ বর্জ্যের কারণে হয়?

গ্যাসীয় বর্জ্য।

ল্যান্ডফিলের বর্জ্য পদার্থ ধোয়া দূষিত জলকে কী বলে?

লিচেট।

ইউট্রোফিকেশন কোন্ উৎসের বর্জ্যের প্রভাবে ঘটে?

কৃষি জমি থেকে ধুয়ে আসা সার ও কীটনাশক মেশানো তরল বর্জ্য এবং শহর ও নগরের তরল বর্জ্য।

পৌর বর্জ্য থেকে নির্গত প্রধান ল্যান্ডফিল গ্যাসের নাম করো।

মিথেন গ্যাস।

একটি জৈব আবর্জনার উদাহরণ দাও।

বাতিল কাগজ।

জাপানে পারদ দূষণের ফলে সৃষ্ট রোগের নাম কী?

মিনামাটা।

একটি বিষাক্ত বর্জ্যের নাম করো।

পারদ।

একটি তরল বর্জ্যের নাম লেখো।

খনিজতেল।

তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎস কোনটি?

পারমাণবিক চুল্লি।

ভারত: প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ

কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো।

মালনাদ/ময়দান।

কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্থ হয়েছে?

আমফান।

শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য?

লবণাম্বু উদ্ভিদ/ম্যানগ্রোভ।

খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী?

নল পথ/পাইপ লাইন।

গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলে?

খাদর/খাদার।

ভারতের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?

অসম।

2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কতো?

73%।

পশ্চিম হিমালয়ে ‘তাল’ কী?

একধরনের হ্রদ।

ভারতের কোন রাজ্যে গঙ্গার নিম্নগতি দেখা যায়?

পশ্চিমবঙ্গে।

পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখো।

ধাপচাষ।

ভারতের কোন্ রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম স্থানের অধিকারী?

উত্তরপ্রদেশ।

ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল?

পশ্চিমবঙ্গের ঘুষুড়ি।

পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথের নাম কী?

পালঘাট গিরিপথ।

কেরলের উপকূলে উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলে?

কয়াল।

ভারতের উচ্চতম জলপ্রপাতটি নাম লেখো।

যোগ জলপ্রপাত।

ভারতের কোন্ শহরে প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয়?

কলকাতায়।

ভারতের সর্বাধিক জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি?

উত্তরপ্রদেশ।

ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো।

তরমুজ।

ভারতের কোন্ রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী?

তামিলনাড়ু।

‘ভারতীয় সর্বেক্ষণ বিভাগ’ এর প্রধান কার্যালয় কোথায়?

দেরাদুন।

ভারতের মরুভূমি অঞ্চলে কোন্ ধরনের স্বাভাবিক উদ্ভিদের বনভূমি দেখা যায়।

কাঁটাঝোপ জাতীয়।

দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি?

গোদাবরী।

ভারতের কোন্ অরণ্যে সিংহ পাওয়া যায়?

গির।

একটি বহুমুখী নদী উন্নয়ন পরিকল্পনার নাম করো যেটি ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের সীমারেখায় অবস্থিত।

দামোদর নদী উন্নয়ন পরিকল্পনা (DVC)।

দুটি নদী অববাহিকার মধ্যের উচ্চভূমিকে কী বলে?

জলবিভাজিকা।

ভারতের উচ্চতম গিরিপথের নাম করো।

ডুংরিলা বা মানাপাস।

ভারতের কোন্ ধরনের মাটি তুলাচাষে উপযুক্ত?

কালোমাটি।

কোন্‌ সড়কপথ দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতাকে সংযুক্ত করেছে?

সোনালি চতুর্ভুজ।

SAIL -এর পুরো অর্থ কী?

Steel Authority of India Limited.

কোন্ দিনকে আমরা বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করি?

5 জুন।

ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি?

K₂ বা গডউইন অস্টিন।

সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

ধূপগড়।

কোন্ ধরনের মাটি ভারতের সর্বত্র ছড়িয়ে আছে?

কাদা-পলিমাটি।

‘রেগুর’ শব্দের উৎপত্তি হয় কোন্ শব্দ থেকে?

তেলেগু শব্দ রেগাডা থেকে।

উত্তর প্রদেশের তরাই অঞ্চলের মৃত্তিকাকে কী বলে?

ভাবর।

কৃষ্ণমৃত্তিকায় কীসের পরিমাণ বেশি থাকে?

চুন ও কাদা।

গ্রীষ্মকালীন ঝড়বৃষ্টি অসমে কী নামে পরিচিত?

বরদৈছিলা।

বর্ষাকালে প্রথম বৃষ্টি ভারতে কোন রাজ্যে শুরু হয়?

কেরলে।

ভারতের বৃহত্তম নদীদ্বীপের নাম করো।

মাজুলি।

জলাশয়ের মাধ্যমে জলসেচ ভারতের কোন্ অংশে বেশি হয়?

দক্ষিণ ভারতে।

ভারতের কোন্ ইস্পাত-প্রকল্পটি পূর্বতন সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় তৈরি?

ছত্তিশগড়ের ভিলাই।

যে মাটিতে চুনের ভাগ বেশি তাকে কী বলে?

পেডোক্যাল।

ভারতের দুটি প্রধান খাদ্য শস্যের নাম লেখো।

ধান ও গম।

ভারতে চাষ হয় এমন দুটি তন্তু জাতীয় ফসলের নাম লেখো।

পাট ও তুলা।

কোন্ শিল্পে ডলোমাইট ব্যবহার করা হয়?

লোহা ও ইস্পাত।

ভারতে সাক্ষরতার হার কত?

74.04%।

ভারতের কোন্ রাজ্য সাক্ষরতার হার সর্বাধিক?

কেরল।

ভারতের কোথায় বুনোগাধা পাওয়া যায়?

কচ্ছের রণ অঞ্চলে।

ক্যাশক্রপ কাকে বলে?

যে ফসল থেকে কৃষকের রোজগার হয়, যেমন – পাট।

দক্ষিণ ভারতের ‘ম্যাঞ্চেস্টার’ কাকে বলে?

কোয়েম্বাটোরকে।

ভারতের দীর্ঘতম কয়াল কোথায় অবস্থিত?

কেরলে।

কোন্ ইস্পাত কারখানাটি চারকোলের সাহায্যে চালিত হয়?

কর্ণাটকের ভদ্রাবতী।

ভারতের সর্ববৃহৎ লোহা-ইস্পাত কারখানা কোনটি?

ভিলাই।

ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণি কোনটি?

আরাবল্লী পর্বতমালা।

ধান কোন্ কোন্ পদ্ধতিতে চাষ করা হয়?

রোপণ ও বপন পদ্ধতি।

ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?

লাক্ষা দ্বীপ।

পশ্চিমবঙ্গের কোথায় ‘তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র’ বেশি প্রভাব ফেলেছে?

সল্টলেক, কলকাতা।

কৃষ্ণা নদীর একটি উপনদীর নাম লেখো।

হেমবতী।

ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি?

চিল্কা।

পৃথিবীর অন্যতম উচ্চতম নদীবাঁধ কোনটি?

শতদ্রু নদীর ওপর ভাকরা বাঁধ।

সুন্দরবনের দুটি উদ্ভিদের নাম লেখো।

সুন্দরী ও গরান।

দক্ষিণ ভারতের অঞ্চলে কোথায় শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়?

পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢালে।

ভারতের উন্নত প্রযুক্তির বন্দর হিসাবে কার নাম মনে আসে?

জওহরলাল নেহরু বন্দর।

রোহি কি?

মরুভূমির উর্বর-প্লাবন ভূমির মাটি।

বলটারো হিমবাহটি কোথায় অবস্থিত?

কারাকোরাম পর্বতে।

উত্তর সরকার উপকূল কোথায় অবস্থিত?

সুবর্ণরেখায় মোহনা থেকে কৃষ্ণা নদীর মোহানা পর্যন্ত।

সুন্দরীগাছ ভারতের কোথায় পাওয়া সম্ভব?

সুন্দরবনে।

এমন একটি শহরের নাম করো যে শহরে পূর্বরেল এবং দক্ষিণ-পূর্ব রেলের সদর দপ্তর অবস্থিত?

কলকাতা।

কোন্ রেল জোনে দীর্ঘতম রেলপথ রয়েছে?

উত্তর রেলওয়েতে।

ভারতের কোথায় লবণাক্ত মাটি পাওয়া সম্ভব?

উপকূলের মাটিতে।

করমণ্ডল উপকূলের একটি উপহ্রদের নাম করো।

পুলিকট।

কোন্ শহরকে ‘টেকসিটি’ বলা হয়?

পুনে।

ঝুমচাষ ভারতের কোথায় বেশি দেখা যায়?

উত্তর-পূর্ব ভারতে।

ভারতের কোন্ রাজ্য কফি উৎপাদনে প্রথম?

কর্ণাটক।

ভারতের চা গবেষণাগারটি কোথায় অবস্থিত?

অসমের জোড়হাটে।

ভারতের বৃহৎ মিষ্টি জলের হ্রদ কোনটি?

কাশ্মীরের উলার।

ভারতের শিশুমৃত্যুর হার কত?

প্রতি হাজারে 53 জন।

ভারতের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়?

মেঘালয়ের মৌসিনরামে।

‘দক্ষিণ ভারতের গঙ্গা’ কোন্ নদীকে বলা হয়?

গোদাবরীকে।

ভারতের একটি নগর-বন্দরের নাম করো।

মুম্বাই/হলদিয়া।

মৃত্তিকা গবেষণাগারটি কোথায় অবস্থিত?

পুনে।

কালোমাটির অন্য নাম কী?

রেগুর।

ভারতের কোন্ অঞ্চলে সরলবর্গীয় অরণ্য দেখা যায়?

হিমালয় পর্বতে।

ভারতের বৃষ্টিচ্ছায় অঞ্চল কোনটি?

দাক্ষিণাত্য মালভূমির পশ্চিমঘাট পর্বতের পূর্বঢাল।

ভারতে কোন্ মাটির উর্বরতা সবচেয়ে বেশি?

পলিমাটি।

ভারতের গভীরতম বন্দর কোনটি?

বিশাখাপত্তনম।

কোন বন্দরটি জোয়ারের ওপর নির্ভর করে গড়ে উঠেছে?

কান্ডালা, গুজরাট।

ভারতের নবীনতম রাজ্য কোনটি?

তেলেঙ্গানা।

লা-নিনার প্রভাব ভারতে কীভাবে পড়ে?

ভারতে বন্যা হয়।

লোহিত মৃত্তিকায় কোন্ দুটি খনিজ বেশি রয়েছে?

লোহা ও অ্যালুমিনিয়াম।

কোন্ উপাদনের কারণে কালোমাটির রং কালো হয়?

হিউমাস।

ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যটি কোথায়?

ওডিশার ভিতরকণিকা।

হেক্টর প্রতি চা উৎপাদনে ভারতে কোন্ রাজ্য প্রথম?

তামিলনাড়ু।

ভারতে সবুজ বিপ্লবের জনক কে?

এম. এস. স্বামীনাথন।

ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি?

কার্পাসবয়ন।

কোন্ নদীকে বিহারের দুঃখ বলা হত?

কোশি।

ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি?

রাজস্থানের সম্বর।

হুড্রু জলপ্রপাতটি কোন্ নদীর ওপর অবস্থিত?

সুবর্ণরেখা।

লুনী নদীর উৎস কোথায়?

আনাসাগর হ্রদ।

কোন্ নদীর মিলিত প্রবাহ গঙ্গা নামে পরিচিত?

ভাগীরথী ও অলকানন্দা।

দামোদর ভ্যালি কর্পোরেশন কোন্ পরিকল্পনা অনুযায়ী গড়ে তোলা হয়েছে?

টেনেসি ভ্যালি অথরিটি।

ভারতীয় উপকূলে কোন্ সময় ঘূর্ণবাতের সৃষ্টি হয়?

শরৎকালে।

ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি কেন্দ্র কোথায় অবস্থিত?

বেঙ্গালুরু।

ওড়িশায় বৃহৎ কয়লাখনির নাম করো।

তালচের।

কার্পাস বয়ন শিল্পের জন্য কেমন জলবায়ু প্রয়োজন?

আর্দ্র।

ভারতের একটি বিখ্যাত অভ্যন্তরীণ জলপথের নাম লেখো।

গঙ্গা নদী।

ভারতের কোন্ রাজ্যে সর্বাধিক চা উৎপাদিত হয়?

অসম।

ভারতের সর্বশেষ আদমসুমারি কবে হয়?

2011 সালে।

লখনউ কোন্ নদীর তীরে অবস্থিত।

গোমতী।

ভারতের সর্বপ্রথম মহানগর কোনটি?

কলকাতা।

তরল ও গ্যাসীয় পদার্থ পরিবহন করা হয় কী পদ্ধতিতে?

পাইপলাইনের মাধ্যমে।

মধ্য-পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?

হাজিপুর।

উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র

ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম লেখো।

সমোন্নতি রেখা।

ভারতের কোন্ সংস্থা ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুত করে?

সার্ভে অব ইন্ডিয়া।

উপগ্রহ চিত্র কীরূপে ধরা হয়?

FCC/ডিজিটাল ডাটা।

ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে নদীগুলিকে কীরূপে দেখানো হয়?

নীলরঙে।

কোন্ ধরনের মানচিত্রে ভূমির উচ্চতা দেখানো হয় কনটুর লাইনের সাহায্যে?

ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে।

কোনো উপগ্রহের সেন্সর সর্বনিম্ন যে পরিমাণ ক্ষেত্রফলের তথ্যকে আলাদাভাবে গ্রহণ করতে পারে তাকে কী বলে?

সোয়াথ বা পথপ্রস্থ।

দূর সংবেদনে শক্তির উৎস কোনটি?

সূর্য।

ISRO -এর সম্পূর্ণ কথাটি কী?

Indian Space Resarch Organization.

1 সেমিতে 2.5 কিমি স্কেলযুক্ত ভূবৈচিত্রসূচক মানচিত্রকে কী শিট বলা হয়?

ডিগ্রি শীট।

আবহাওয়াসংক্রান্ত তথ্যের সচিত্র বিবরণ ভারতের কোন্ প্রকার উপগ্রহের মাধ্যমে পাওয়া যায়?

ভূসমলয় উপগ্রহ, যেমন – INSAT সিরিজের উপগ্রহ।

উপগ্রহ চিত্রের সংগৃহীত সংবেদন কোথায় সংরক্ষিত করা হয়?

ব্যান্ড টেপের মধ্যে।

ভারতের রিমোট সেন্সিং উপগ্রহগুলির সংক্ষিপ্ত নাম কী?

INSAT-IA, IB ইত্যাদি এবং IRS-IA, IB, IC ইত্যাদি।

EMR-এর অর্থ কী?

প্রত্যেকটি বস্তু একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের শক্তি বিকিরণ করে। একে তড়িৎচুম্বকীয় বিকিরণ বা Electro Magnetic Radiation বা সংক্ষেপে EMR বলে।

টোপোশিটে লাল রং দিয়ে কী কী দেখানো হয়?

জাতীয় সড়ক, শহুরে এলাকা, বিমান বন্দর ইত্যাদি।

টোপোশিটে PS চিহ্নের অর্থ কী?

পুলিশ স্টেশন বা থাকা।

বর্তমানে উপগ্রহ চিত্রের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো।

আবহাওয়া পর্যবেক্ষণ।

স্কেল অনুযায়ী টোপোশিট কোন্ শ্রেণির মানচিত্র?

মাঝারি স্কেলের মানচিত্র।

ভারতের কোন্ সংস্থা উপগ্রহ চিত্র নির্মাণ করে?

ISRO।

টোপোমানচিত্রে অনিত্যবহ নদী কোন্ রং নিয়ে আঁকা হয়?

কালো।

দক্ষিণ এশিয়া শ্রেণির টোপোমানচিত্রের স্কেল কত?

1 : 200000

একটি সক্রিয় সেন্সরের উদাহরণ দাও।

র‍্যাড়ার।

ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের অন্য নাম কী?

টপোগ্রাফিক্যাল ম্যাপ।

F. C. C. এর পুরো নাম কী?

False Colour Composite.

কোন্ সেন্সর থেকে দিনরাত্রি ছবি তোলা যায়?

সক্রিয় সেন্সর।

উপগ্রহগুলি যে যন্ত্রের সাহায্যে সংবেদন সংগ্রহ করে, তাকে কী বলা হয়?

সংবেদক বা সেন্সর।

ভূপৃষ্ঠের কোনো বস্তুর পুঙ্খানুপুঙ্খ তথ্য কোন্ উপগ্রহের মাধ্যমে পাওয়া যায়?

সূর্য-সমলয় উপগ্রহ বা সান-সিনক্রোনাস উপগ্রহ।

ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র কোন্ রাজ্যে অবস্থিত?

কর্ণাটক রাজ্যে।

2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের ভূগোল ‘একটি অথবা দুটি শব্দে উত্তর দাও‘ সাজেশন এখানেই শেষ হলো। এই প্রশ্নগুলি তোমাদের কতটা সাহায্য করলো বা অন্য কোনো বিষয়ের সাজেশন প্রয়োজন কিনা, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না!

এছাড়াও, টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারেন—আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।

Please Share This Article

Related Posts

Madhyamik Geography Suggestion 2026 – বামদিক ডানদিক মেলাও

Madhyamik Geography Suggestion 2026 – বামদিক ডানদিক মেলাও

Madhyamik Geography Suggestion 2026

Madhyamik Geography Suggestion 2026 – শূন্যস্থান পূরণ

Madhyamik Geography Suggestion 2026 Wbbse - শুদ্ধ ও অশুদ্ধ

Madhyamik Geography Suggestion 2026 Wbbse – শুদ্ধ ও অশুদ্ধ

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik Geography Suggestion 2026 – বামদিক ডানদিক মেলাও

Madhyamik Geography Suggestion 2026 – একটি অথবা দুটি শব্দে উত্তর দাও [Marks – 1]

Madhyamik Geography Suggestion 2026 – শূন্যস্থান পূরণ

Madhyamik Geography Suggestion 2026 Wbbse – শুদ্ধ ও অশুদ্ধ

Madhyamik Geography MCQ Suggestion 2026 Wbbse