Madhyamik Life Science Suggestion 2026 – শূন্যস্থান পূরণ

Rahul

এই আর্টিকেলে আমরা WBBSE বোর্ডের 2026 সালের মাধ্যমিক জীবন বিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করবো। এখানে দেওয়া শূন্যস্থান পূরণগুলো আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Madhyamik Life Science Suggestion 2026 - শূন্যস্থান পূরণ

Madhyamik Life Science Suggestion 2026 – শূন্যস্থান পূরণ

জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়

1. স্নায়ুকোশের অ্যাক্সনের মেডুলারি সিদ্‌ এবং নিউরিলেম্মার মাঝে নিউক্লিয়াসযুক্ত ডিম্বাকার ___ কোশ দেখা যায়।

উত্তর – সোয়ান

2. ন্যাস্টিক চলন বহিঃস্থ উদ্দীপকের ___ দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়।

উত্তর – তীব্রতা

3. ___ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমানে পাওয়া যায়।

উত্তর – জিব্বেরেলিন

4. প্রতিবর্ত ক্রিয়া দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং ___।

উত্তর – অনৈচ্ছিক

5. আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচাঁড়াল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ___ ধর্মটি প্রমান করেন।।

উত্তর – সংবেদনশীলতা

6. ___ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়।

উত্তর – অ্যাড্রিনালিন

7. ___ অনুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হল ক্রোমোজোম।

উত্তর – DNA.

8. মস্তিষ্কের যে অংশটি ভারসাম্য নিয়ন্ত্রনের সহিত যুক্ত তা হল ___।

উত্তর – লঘুমস্তিষ্ক

9. দুটি নিউরোনের সংযোগস্থলকে বলা হয় ___।

উত্তর – ‘সাইন্যাপস্’

10. সুষুম্মাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত ক্রিয়া হল ___ ক্রিয়া।

উত্তর – প্রতিবর্ত

11. অক্ষিগোলকের ___ আবরকস্তর আছে।

উত্তর – তিনটি

12. ___ লেন্স ব্যবহারের মাধ্যমে মায়োপিয়ার অসুবিধা দূর করা হয়।

উত্তর – অবতল

13. রড ও কোন কোশের অবস্থান ___।

উত্তর – রেটিনা

14. হরমোন উপস্থিত থাকে ___ এবং ___ উভয়ের দেহে।

উত্তর – উদ্ভিদ, প্রানী

15. হরমোন ক্ষরিত হয় ___ গ্রন্থি থেকে।

উত্তর – অন্তঃক্ষরা

16. নিকটিন্যাস্টি ঘটে থাকে ___ এবং ___ এর কারণে।

উত্তর – আলো ও তাপমাত্রা

17. যে প্রানী গমন করতে পারে না তাকে বলা হয় ___।

উত্তর – গমনে অক্ষম

18. অ্যামিবয়েড চলনের অপর নাম হল ___।

উত্তর – রিগলিং (Wriggling)

19. অর্ধবৃত্তাকার নালী উপস্থিত থাকে ___

উত্তর – অন্তঃকর্ণে

20. ___ উদ্ভিদ কোশবিভাজনে সক্রিয় ভূমিকা গ্রহণ করে।

উত্তর – অক্সিন

21. ___ হল একটি মিশ্রগ্রন্থি।

উত্তর – অগ্ন্যাশয়

22. ___ পেশী মাছের গমনে সাহায্য করে।

উত্তর – মায়োটোম

23. ___ সন্ধি হল কব্জা সন্ধির একটি উদাহরণ।

উত্তর – কনুই

24. ___ হল সেই স্থান যেখানে দুটি অস্থির সংযোগ ঘটে।

উত্তর – অস্থি সন্ধি

25. আয়োডিনের অভাবে ___ হরমোনের সংশ্লেষ ব্যহত হয়।

উত্তর – থাইরক্সিন/T4/T3

26. মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিবর্তন করার পদ্ধতিকে ___ বলে।

উত্তর – উপযোজন বা অ্যাকোমোডেশান

27. সেরিব্রাম হল মস্তিস্কের ___ অংশ।

উত্তর – সর্ববৃহৎ

28. স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে বলা হয় ___।

উত্তর – নিউরোন

জীবনের প্রবাহমানতা

1. ___ কোশ বিভাজনে বেমতন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না।

উত্তর – অ্যামাইটোসিস

2. ___ কোশবিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে।

উত্তর – মিয়োটিক/মিয়োসিস

3. ___ কোশ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না।

উত্তর – অ্যামাইটোসিস

4. ___ হল একটি পতঙ্গপরাগী পুষ্প।

উত্তর – আম

5. মানুষের মধ্যে যদি মিয়োসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হত, তবে অপত্য সন্তানের একটি দেহকোশে অটোজোম সংখ্যা হত ___।

উত্তর – 88

6. মেরুদণ্ডী প্রানীদের ভ্রূনের পরিস্ফুরন ও বৃদ্ধির সময় ___ কোশ বিভাজন ঘটে।

উত্তর – মাইটোসিস

7. নীচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও – মাইটোসিস : জনমূল :: ___ : রেনু মাতৃকোশ

উত্তর – মিয়োসিস

8. অ্যাডিনিন একটি ___ জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারক।

উত্তর – পিউরিন

9. নীচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূনস্থানে উপযুক্ত শব্দ বসাও – প্রোফেজ : নিউক্লিয়পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি :: ___ : নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব।

উত্তর – টেলোফেজ

10. ক্রোমাটিডদ্বয় যে অংশে নিজেদের মধ্যে সংযুক্ত থাকে তাকে বলা হয় ___।

উত্তর – সেন্ট্রোমিয়ার

11. মেটাফেজ দশায় ক্রোমোজোম সমূহ সজ্জিত হয় কোশের, অঞ্চলে ___।

উত্তর – নিরক্ষীয়

12. যে সকল জীবে উভয়প্রকার যৌনাঙ্গ দেখা যায় তাকে বলা হয় ___।

উত্তর – উভলিঙ্গ

13. ফ্ল্যাজেলাযুক্ত রেনুকে বলা হয় ___।

উত্তর – জুস্পোর

14. পরাগরেনুর ___ থেকে গর্ভমুণ্ডে স্থানান্তরকে বলা হয় ___।

উত্তর – পরাগধানী, পরাগযোগ/পরাগমিলন

15. ___ নিষেক সপুষ্পক উদ্ভিদের একটি চারিত্রিক বৈশিষ্ট্য।

উত্তর – দ্বি

16. নিষেকের পর ডিম্বক ___ এবং ___ ফলে পরিণত হয়।

উত্তর – বীজে, ডিম্বাশয়

17. নিষেকের যে প্রক্রিয়ায় শস্য উৎপন্ন হয় তাকে বলা হয় ___।

উত্তর – ট্রিপল ফিউশন

18. জোড় কলমে যে শাখাটিকে স্টকের উপর স্থাপন করা হয় তাকে বলা হয় ___।

উত্তর – সিয়ন

19. অস্থানিকমূল উপস্থিত থাকে ___ উপরে।

উত্তর – টিউবার/কন্দের

20. ফুলের আবশ্যিক অংশ যা জননের জন্য প্রয়োজনীয় তা হল ___ এবং ___।

উত্তর – পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র

21. পুংকেশরের যে অংশ থেকে পরাগরেণু উৎপন্ন হয় তা হল ___।

উত্তর – পরাগধানী

22. ফুলের বাইরের থেকে ভিতরের দিকে স্তবকের অংশগুলি হল যথাক্রমে ___ এবং ___।

উত্তর – বৃতি, দলমন্ডল, পুংকেশরচক্র এবং গর্ভকেশরচক্র

23. একলিঙ্গ পুষ্প, যার কেবল পুংকেশর বর্তমান তাকে বলা হয় ___।

উত্তর – পুংপুষ্প/স্ট্যামিনেট পুষ্প

24. একটি গর্ভকেশরচক্র, যা দুটি গর্ভকেশর দ্বারা গঠিত হয় তাকে বলা হয় ___।

উত্তর – দ্বি-গর্ভপত্রী

25. পুষ্পাক্ষ হল ___ এর প্রসারিত অংশ।

উত্তর – পুষ্পবৃত্তের

26. যে ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবক উভয়ই উপস্থিত থাকে তাকে বলা হয় ___।

উত্তর – উভলিঙ্গ পুষ্প

27. ___ হল পুংকেশরের লম্বা সরু বৃত্ত।

উত্তর – পুংদণ্ড

28. ফুলের অংশগুলি ___ উপর চারটি স্তবকে বিন্যস্ত থাকে। 

উত্তর – পুষ্পাক্ষ -এর

29. বংশগত ভাবে খর্ব উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে ___ হরমোনের ক্রিয়ার জন্য।

উত্তর – জিব্বেরেলিন

30. পিরিমিডিন N2-ক্ষারের উদাহরণ হল ___।

উত্তর – থাইমিন/সাইটোসিন/ইউরাসিল

31. নীচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে প্রথম জোড়টির সম্পর্ক অনুযায়ী দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও – পাথর কুচি : পত্রজমুকুল :: কচুরিপানা : ___

উত্তরা – খর্বধাবক/অফসেট্

32. জিনের ভিন্ন রূপভেদগুলিকে বলা হয় ___।

উত্তর – অ্যালিল

33. ব্যাকটিরিয়া কোশ হল একপ্রকার ___ কোশ।

উত্তর – প্রোক্যারিওটিক

34. ক্রোমোজোম ___ এর মধ্যে উপস্থিত থাকে।

উত্তর – নিউক্লিয়াস

35. বংশগতির একক হল ___।

উত্তর – জিন

36. কোশ বিভাজনের সময় যে ধারাবাহিক বেমতন্তু গঠিত হয় তাকে বলা হয় ___। অপরপক্ষে যে বেমতন্তু ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে সংযুক্ত থাকে তাকে বলা হয় ___।

উত্তর – নিরবিচ্ছিন্ন তন্তু বা কনটিন্যুয়াস ফাইবার, ক্রোমোজোমাল তন্তু

37. সেন্ট্রোমিয়ার বিভাজিত হয় ___ দশায়।

উত্তর – অ্যানাফেজ

বংশগতি ও কিছু সাধারন বংশগত রোগসমূহ

1. জেনেটিক কাউন্সেলিং থ্যালাসেমিয়া রোগের ___ জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে।

উত্তর – বাহক

2. বীজের কুঞ্চিত আকার একটি ___ বৈশিষ্ট্য।

উত্তর – প্রচ্ছন্ন

3. রোলার জিভ মোড়ার ক্ষমতা সম্পন্ন জিনটি ___।

উত্তর – প্রকট

4. হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হওয়ায় একমাত্র ___ অবস্থায় এই রোগের লক্ষনগুলো প্রকাশ পায়।

উত্তর – হোমোজাইগাস

5. মানুষের পপুলেশনে ‘X’ ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত একটি রোগ হলো ___।

উত্তর – হিমোফিলিয়া/বর্ণান্ধতা

6. একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌনজনন পদ্ধতিকে ___ বলে।

উত্তর – অ্যালোগ্যামি

7. মটর গাছের ভিন্ন ভিন্ন ___ এবং একই ফিনোটাইপ দেখতে পাবে।

উত্তর – জিনোটাইপ

8. ___ হল একটি লিঙ্গ সংযোজিত জিনিন্মন দ্বারা সৃষ্ট রোগ।

উত্তর – হিমোফিলিয়া

9. একজন ব্যক্তির জিন সংযুক্তিকে বলে ___।

উত্তর – জিনোটাইপ

10. যদি, একটি বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ খর্ব মটর উদ্ভিদের মধ্যে সংকরায়ন করানো হয়, তা হলে প্রথম অপত্যজনুর (F₁) সব উদ্ভিদগুলি হবে ___।

উত্তর – সঙ্কর/হাইব্রিড

11. যে উদ্ভিদের উপর মেন্ডেল তার একসঙ্কর জনন পরীক্ষাটি করেছিলেন তা হল ___।

উত্তর – মিষ্টি মটর উদ্ভিদ

12. বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য জোড়াসমূহের মধ্যে মেন্ডেল মসৃণ ত্বক বিশিষ্ট বীজের ___ ত্বক বিশিষ্ট বীজ লক্ষ্য বিপরীতে করেছিলেন।

উত্তর – অমসৃণ

13. পৃথকীভবনের সূত্রের অপর নাম ___ সুত্র।

উত্তর – গ্যামেটের বিশুদ্ধতা

14. ___ কে বংশগতিবিদ্যার জনক বলা হয়।

উত্তর – মেন্ডেল

15. F1 জনুতে যে ফিনোটাইপ বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় তা হল ___ বৈশিষ্ট্য।

উত্তর – প্রকট

16. স্বাধীন বিন্যাস সূত্র মেন্ডেলের ___ জনন সূত্র থেকে প্রাপ্ত।

উত্তর – দ্বিসঙ্কর

17. জিন ___ মতন নিউক্লিক অ্যাসিড সমন্বয়ে গঠিত।

উত্তর – DNA এর

18. বিজ্ঞানী ___ প্রথম ড্রসোফিলার দেহে লিঙ্কেজ এর বিষয়টি বর্ণনা করেন।

উত্তর – মরগ্যান

19. দ্বিসঙ্কর জনন পরীক্ষা থেকে মেন্ডেল ___ সূত্রে উপনীত হন।

উত্তর – স্বাধীন বিন্যাস

20. মটর উদ্ভিদের খর্ব বৈশিষ্ট্যটি একটি ___ বৈশিষ্ট্য।

উত্তর – প্রচ্ছন্ন

21. ___ হল একসঙ্কর জনন পরীক্ষায় F2 জনুর ফিনোটাইপিক অনুপাত।

উত্তর – 3 : 1.

বিবর্তন এবং অভিযোজন

1. পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হলো ___।

উত্তর – জিনের পরিবর্তন

2. উটের রক্তের RBC -র আকৃতি ___ হওয়ায় এটি অধিক মাত্রায় জলক্ষয় সহন করতে পারে।

উত্তর – উত্তল/উভোত্তল

3. আধুনিক ঘোড়ার ক্ষুর তাদের পূর্বপুরুষের ___ আঙ্গুলের রূপান্তরিত অবস্থা। 

উত্তর – 3rd/তৃতীয়

4. ___ ছিল প্রানসৃষ্টির প্রাথমিক পর্যায়ের বৃহদ্‌ কোলয়ডীয় অণুর সমন্বয়।

উত্তর – কোয়াসারভেট

5. ___ বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উদ্ভব ঘটে।

উত্তর – অপসারী

6. ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হল ___।

উত্তর – ইওহিপ্পাস

7. পপুলেশনে ___ -এর উপস্থিতি থাকলে বিবর্তন ঘটে।

উত্তর – ভেদ

পরিবেশ তার সম্পদসমূহ এবং তাদের সংরক্ষন

1. হাঁপানির সময় শ্বাসনালীর ক্লোমশাখা ও উপক্লোমশাখার প্রাচীর থেকে অধিক পরিমাণে ___ -র ক্ষরণ ঘটে।

উত্তর – শ্লেষ্মা

2. মানুষের কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহৃত ___ সমৃদ্ধ ডিটারজেন্ট জলাশয়ের জলে মিশলে ইউট্রফিকেশন ঘটে।

উত্তর – ফসফরাস

3. বায়ুদূষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাধি হলো ___।

উত্তর – ব্রঙ্কাইটিস/অ্যাজমা/COPD

4. নীলগিরি ও ___ উভয়ই হলো বায়োস্ফিয়ার রিজার্ভ।

উত্তর – সুন্দরবন/মানস/নন্দাদেবী

5. নাইট্রোজেন চক্রের ___ পর্যায়ে অ্যামোনিয়া কতকগুলো ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট এবং নাইট্রেটে রূপান্তরিত হয়।

উত্তর – নাইট্রিফিকেশন

6. বাজারে বহুল বিক্রিত বোতলজাত ঠাণ্ডা পানীয় প্রস্তুত করতে ___ জলের প্রচুর অপচয় ঘটে।

উত্তর – ভৌম/বিশুদ্ধ/পানীয়

7. সর্পগন্ধা গাছের মূল থেকে ___ পাওয়া যায় যা উচ্চরক্তচাপ কমানোর ওষুধ হিসাবে ব্যবহৃত হয়।

উত্তর – রেসারপিন

8. নমুনা বীজকে -196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্স সিটু সংরক্ষনকে ___ বলে।

উত্তর – ক্রায়োসংরক্ষণ

9. স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম হল ___।

উত্তর – কচুরিপানা/পার্থেনিয়াম/তেলাপিয়া মাছ

10. বাতাসে ভাসমান ধোঁয়া, ছাই, ধূলিকনা, পরাগরেনু ইত্যাদির সূক্ষ্ম কনাকে একত্রে ___ বলে, যা ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করে। 

উত্তর – SPM বা সাসপেণ্ডেড পার্টিকুলেট ম্যাটার

11. ধানক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাস হল ___।

উত্তর – মিথেন (CH4)

12. ___ হল পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ।

উত্তর – সুন্দরবন

13. জলাশয়ে অতিরিক্ত পৌষ্টিক পদার্থের বৃদ্ধিকে বলা হয় ___।

উত্তর – অতিপৌষ্টিকতা/ইউট্রোফিকেশন

14. সর্বাধিক জীববৈচিত্রপূর্ণ অঞ্চলকে বলা হয় ___।

উত্তর – হটস্পট


2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের জীবন বিজ্ঞান বিষয়ের শূন্যস্থান পূরণ সাজেশন এখানেই শেষ হলো। এই প্রশ্নগুলি তোমাদের কতটা সাহায্য করলো বা অন্য কোনো বিষয়ের সাজেশন প্রয়োজন কিনা, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না!

এছাড়াও, টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারেন—আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।

Please Share This Article

Related Posts

Madhyamik Bengali Suggestion 2026 – স্তম্ভ মেলাও

Madhyamik Bengali Suggestion 2026 – স্তম্ভ মেলাও

Madhyamik Bengali Suggestion 2026 – সত্য মিথ্যা

Madhyamik Bengali Suggestion 2026 – সত্য মিথ্যা

Madhyamik Life Science MCQ Suggestion 2026

Madhyamik Life Science MCQ Suggestion 2026

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik Bengali Suggestion 2026 – স্তম্ভ মেলাও

Madhyamik Bengali Suggestion 2026 – সত্য মিথ্যা

Madhyamik Life Science Suggestion 2026 – শূন্যস্থান পূরণ

Madhyamik Life Science MCQ Suggestion 2026

Madhyamik English Suggestion 2026