আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল” -এর “আর্দ্রতা ও অধঃক্ষেপণ” বিভাগের কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি
সঠিক উত্তরটি নির্বাচন করো।
যে প্রক্রিয়ায় জল মাটির নীচে প্রবেশ করে, তাকে বলে –
- অনুস্রবণ
- ঘনীভবন
- সঞ্চয়ন
- বাষ্পীভবন
উত্তর – 1. অনুস্রবণ
জলচক্র না থাকলে পৃথিবীতে কী ঘটত না? –
- জলের আবর্তন
- জলের সঞ্চয়
- জলের বাষ্পীভবন
- জলীয়বাষ্পের ঘনীভবন
উত্তর – 1. জলের আবর্তন
জলীয়বাষ্পপূর্ণ বায়ু বিশুদ্ধ বায়ুর থেকে –
- ভারী
- হালকা
- একই রকম
- কোনোটিই নয়
উত্তর – 2. হালকা
আমাদের ঘাম হওয়ার কারণ –
- বৃষ্টিপাত
- বাতাসে জলীয়বাষ্পের উপস্থিতি
- বায়ুপ্রবাহ
- মেঘাচ্ছন্নতা
উত্তর – 2. বাতাসে জলীয়বাষ্পের উপস্থিতি
শীতকালে আমাদের ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যায়, কারণ বায়ুতে –
- জলীয়বাষ্প খুব বেশি থাকে
- জলীয়বাষ্প খুব কম থাকে
- বায়ুর উষ্ণতা হ্রাস পায় বলে
- কোনোটিই নয়
উত্তর – 2. জলীয়বাষ্প খুব কম থাকে
বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ নির্ভর করে প্রধানত কোন্ বিষয়ের ওপর? –
- জলভাগ ও স্থলভাগের বণ্টন
- বায়ুপ্রবাহ
- অক্ষাংশ
- মানুষের কার্যাবলি
উত্তর – 2. জলভাগ ও স্থলভাগের বণ্টন
বায়ুতে জলীয়বাষ্প বেশি থাকলে বাষ্পীভবনের হার –
- বেশি হয়
- কমে যায়
- একই থাকে
- কোনো প্রভাব ফেলে না
উত্তর – 2. কমে যায়
বায়ুর উষ্ণতা বেড়ে গেলে জলীয়বাষ্প ধারণক্ষমতা –
- বেড়ে যায়
- কমে যায়
- একই থাকে
- মাঝারি হয়
উত্তর – 1. বেড়ে যায়
পরিপৃক্ত বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নীচে নেমে গেলে শুরু হয় –
- বাষ্পীভবন
- অধঃক্ষেপণ
- ঘনীভবন
- বৃষ্টিপাত
উত্তর – 3. ঘনীভবন
জলীয়বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হওয়ার সময় লীনতাপ –
- ত্যাগ করে
- গ্রহণ করে
- কখনও গ্রহণ করে, কখনও ত্যাগ করে
- জলীয়বাষ্পের ঘনীভবনের সঙ্গে লীন তাপ সম্পর্কিত নয়
উত্তর – 1. ত্যাগ করে
পরিপৃক্ত বায়ুর আর্দ্রতা হল –
- 40%
- 100%
- 10%
- 85%
উত্তর – 1. 100%
সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ –
- 70%
- 80%
- 90%
- 100%
উত্তর – 4. 100%
বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রটি হল –
- অ্যানিমোমিটার
- ব্যারোমিটার
- বৃষ্টিমাপক যন্ত্র বা রেন গজ
- বাতপতাকা
উত্তর – 3. বৃষ্টিমাপক যন্ত্র বা রেন গজ
নিরক্ষীয় অঞ্চলে যে ধরনের বৃষ্টিপাত হয়, তা হল –
- পরিচলন বৃষ্টিপাত
- শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত
- ঘূর্ণবাত বৃষ্টিপাত
- কোনোটিই নয়
উত্তর – 1. পরিচলন বৃষ্টিপাত
চেরাপুঞ্জির বৃষ্টিপাত কোন্ প্রকার? –
- পরিচলন বৃষ্টিপাত
- শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত
- ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত
- শিলাবৃষ্টি
উত্তর – 2. শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত
মানচিত্রে সমান বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে যে রেখার সাহায্যে দেখানো হয়, তাকে বলা হয় –
- সমোষ্ণ রেখা
- সমবর্ষণ রেখা
- সমপ্রেষ রেখা
- সমোচ্চ রেখা
উত্তর – 2. সমবর্ষণ রেখা
সীমান্ত বৃষ্টি ঘটে –
- নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাতে
- ক্রান্তীয় ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাতে
- পরিচলন বৃষ্টিপাতে
- শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতে
উত্তর – 1. নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাতে
পশ্চিমি ঝঞ্ঝায় যে বৃষ্টিপাত হয়, তা হল একধরনের –
- পরিচলন বৃষ্টিপাত
- ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত
- শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত
- নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বৃষ্টিপাত
উত্তর – 2. ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত
ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল –
- দেরাদুন
- গোয়া
- মৌসিনরাম
- শিলং
উত্তর – 4. শিলং
যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় –
- হাইগ্রোমিটার
- ব্যারোমিটার
- থার্মোমিটার
- অ্যানিমোমিটার
উত্তর – 1. হাইগ্রোমিটার
মেঘাচ্ছন্নতার হিসাব করা হয় যে এককের সাহায্যে –
- নিম্বো
- সিরো
- অকটা
- অল্টো
উত্তর – 3. অকটা
যে অঞ্চলটিতে উষ্ণ-আর্দ্র নিরক্ষীয় জলবায়ু দেখা যায় সেটি হল –
- ভারত
- বাংলাদেশ
- সৌদি আরব
- ইন্দোনেশিয়া
উত্তর – 4. ইন্দোনেশিয়া
যে জলবায়ুতে চিরহরিৎ গাছ জন্মায় সেটি হল –
- মৌসুমি
- মরু
- নিরক্ষীয়
- স্তেপ
উত্তর – 3. নিরক্ষীয়
ঋতুপরিবর্তন দেখা যায় না –
- ক্রান্তীয় মৌসুমি জলবায়ুতে
- উষ্ণ মরু জলবায়ুতে
- নিরক্ষীয় জলবায়ুতে
- চিনদেশীয় জলবায়ুতে
উত্তর – 3. নিরক্ষীয় জলবায়ুতে
ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে যে সময় বৃষ্টিপাত হয় সেটি হল –
- গ্রীষ্মকালে
- বর্ষাকালে
- শীতকালে
- বসন্তকালে
উত্তর – 3. শীতকালে
চিনদেশীয় জলবায়ু দেখা যায় নিম্নলিখিত যে স্থানে –
- মরক্কোতে
- অস্ট্রেলিয়ার পার্থ-এ
- ভারতে
- অস্ট্রেলিয়ার পূর্বভাগে
উত্তর – 4. অস্ট্রেলিয়ার পূর্বভাগে
যে লেখচিত্রের উষ্ণতার নির্দেশক রেখাটি উত্তল, সেটি অবশ্যই যে গোলার্ধের হবে, তা হল –
- উত্তর গোলার্ধ
- পূর্ব গোলার্ধ
- দক্ষিণ গোলার্ধ
- পশ্চিম গোলার্ধ
উত্তর – 1. উত্তর গোলার্ধ
সারাবছর উষ্ণতা বেশি এবং সামান্য বৃষ্টিপাতের লেখচিত্র থেকে বোঝা যায় সেটি যে জলবায়ু অঞ্চলের লেখচিত্র তা হল –
- নিরক্ষীয় জলবায়ু
- মরু জলবায়ু
- মৌসুমি জলবায়ু
- তুন্দ্রা জলবায়ু
উত্তর – 2. মরু জলবায়ু
পর্ণমোচী উদ্ভিদ জন্মায় এই জলবায়ু অঞ্চলে –
- আর্দ্র নিরক্ষীয়
- মৌসুমি
- উষ্ণ মরু
- স্তেপ
উত্তর – 2. মৌসুমি
উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক –
- ব্যস্তানুপাতিক
- সমানুপাতিক
- ধনাত্মক
- সম্পর্কযুক্ত নয়
উত্তর – 1. ব্যস্তানুপাতিক
বায়ুদূষণের ফলে সৃষ্টি হয় –
- মেঘ
- কুয়াশা
- ধোঁয়াশা
- শিশির
উত্তর – 3. ধোঁয়াশা
মৌসুমি জলবায়ু পরিলক্ষিত হয় –
- 5°-10° অক্ষাংশে
- 30°-45° অক্ষাংশে
- 10°-30° অক্ষাংশে
- 40°-60° অক্ষাংশে
উত্তর – 3. 10°-30° অক্ষাংশে
জলবায়ুর শ্রেণিবিভাগ করেন যে বিজ্ঞানী –
- পিঁচো
- চেম্বারলিন
- কোপেন
- চাপম্যান
উত্তর – 3. কোপেন
শূন্যস্থান পূরণ করো।
একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয়বাষ্পের মোট পরিমাপকে ___ আর্দ্রতা বলে।
উত্তর – একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয়বাষ্পের মোট পরিমাপকে চরম আর্দ্রতা বলে।
বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% হলে সেই বায়ুকে ___ বায়ু বলে।
উত্তর – বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% হলে সেই বায়ুকে সম্পৃক্ত বায়ু বলে।
বৃষ্টির সাথে সাথে বিভিন্ন আয়তনের বরফের টুকরো পড়াকে ___ বলে।
উত্তর – বৃষ্টির সাথে সাথে বিভিন্ন আয়তনের বরফের টুকরো পড়াকে শিলাবৃষ্টি বলে।
জলীয়বাষ্প ক্রমশ ___ হয়ে মেঘ সৃষ্টি করে।
উত্তর – জলীয়বাষ্প ক্রমশ ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে।
ভারতে ___ ঋতুতে জলীয়বাষ্পের পরিমাণ সবচেয়ে কম।
উত্তর – ভারতে শীত ঋতুতে জলীয়বাষ্পের পরিমাণ সবচেয়ে কম।
শিশির জমে বরফে পরিণত হলে, তাকে ___ বলে।
উত্তর – শিশির জমে বরফে পরিণত হলে, তাকে তুহিন বলে।
শিশিরাঙ্কের উষ্ণতা হিমাঙ্কের উষ্ণতার থেকে ___ হয়।
উত্তর – শিশিরাঙ্কের উষ্ণতা হিমাঙ্কের উষ্ণতার থেকে বেশি হয়।
বৃষ্টিচ্ছায় অঞ্চল পর্বতের ___ ঢালে দেখা যায়।
উত্তর – বৃষ্টিচ্ছায় অঞ্চল পর্বতের অনুবাত ঢালে দেখা যায়।
কোনো স্থানের উষ্ণতা-বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাটি বৎসরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ___ গোলার্ধে অবস্থিত।
উত্তর – কোনো স্থানের উষ্ণতা-বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাটি বৎসরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত।
যে পদ্ধতিতে জল বাষ্পে পরিণত হয়, তাকে ___ বলে।
উত্তর – যে পদ্ধতিতে জল বাষ্পে পরিণত হয়, তাকে বাষ্পীভবন বলে।
যে বায়ুতে জলীয়বাষ্প বেশি থাকে, তাকে ___ বায়ু বলে।
উত্তর – যে বায়ুতে জলীয়বাষ্প বেশি থাকে, তাকে আর্দ্র বায়ু বলে।
আমাদের দেশে শীতকালে বায়ু ___ থাকে।
উত্তর – আমাদের দেশে শীতকালে বায়ু শুষ্ক থাকে।
সব ধরনের ঘনীভবন এবং অধঃক্ষেপণের উৎস ___।
উত্তর – সব ধরনের ঘনীভবন এবং অধঃক্ষেপণের উৎস জলীয়বাষ্প।
নিরপেক্ষ আর্দ্রতাকে ___ এককে প্রকাশ করা যায়।
উত্তর – নিরপেক্ষ আর্দ্রতাকে গ্রাম/ঘনমিটার এককে প্রকাশ করা যায়।
গ্রীষ্মে বৃষ্টিপাত, কিন্তু শীতে শুষ্ক জলবায়ু হল ___ জলবায়ুর বৈশিষ্ট্য।
উত্তর – গ্রীষ্মে বৃষ্টিপাত, কিন্তু শীতে শুষ্ক জলবায়ু হল মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য।
বায়ুতে কী পরিমাণ জলীয়বাষ্প থাকবে, তা নির্ভর করে ___ ওপর।
উত্তর – বায়ুতে কী পরিমাণ জলীয়বাষ্প থাকবে, তা নির্ভর করে উষ্ণতার ওপর।
ধোঁয়া এবং কুয়াশা মিলে তৈরি হয় ___।
উত্তর – ধোঁয়া এবং কুয়াশা মিলে তৈরি হয় ধোঁয়াশা।
কোনো স্থানের উচ্চতা-বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ___ গোলার্ধে অবস্থিত।
উত্তর – কোনো স্থানের উচ্চতা-বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত।
জলীয়বাষ্প ঘনীভূত হওয়ার সময় ___ ত্যাগ করে।
উত্তর – জলীয়বাষ্প ঘনীভূত হওয়ার সময় লীনতাপ ত্যাগ করে।
যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুপুঞ্জ তার মধ্যে উপস্থিত নির্দিষ্ট ভরের জলীয়বাষ্প দ্বারাই সম্পৃক্ত হয়, তাকে ___ বলে।
উত্তর – যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুপুঞ্জ তার মধ্যে উপস্থিত নির্দিষ্ট ভরের জলীয়বাষ্প দ্বারাই সম্পৃক্ত হয়, তাকে শিশিরাঙ্ক বলে।
নীচের বাক্যগুলি শুদ্ধ এবং অশুদ্ধ লেখো।
জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকত না।
উত্তর – শুদ্ধ।
আপেক্ষিক আর্দ্রতা শতকরা হারে প্রকাশ করা হয়।
উত্তর – শুদ্ধ।
উষ্ণতা এবং বৃষ্টিপাত সারাবছর বেশি হলে সেটি মৌসুমি জলবায়ুর অন্তর্গত হবে।
উত্তর – অশুদ্ধ।
ভারতের মালাবার উপকূলে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়।
উত্তর – অশুদ্ধ।
পৃথিবীতে একমাত্র ভারত এবং বাংলাদেশেই মৌসুমি বায়ু প্রবাহিত হয়।
উত্তর – অশুদ্ধ।
দুটি জলবায়ু অঞ্চলের মাঝে একটি সুস্পষ্ট সীমারেখা থাকে।
উত্তর – অশুদ্ধ।
শীতকালে আমাদের দেশে মাঝে মাঝে যে বৃষ্টিপাত হয় তা হল পরিচলন বৃষ্টিপাত।
উত্তর – অশুদ্ধ।
জলচক্র না থাকলে পৃথিবীর বিভিন্ন অংশে জলের বিনিময় ঘটত না।
উত্তর – শুদ্ধ।
বৃষ্টির সাথে বড়ো বড়ো বরফকণা নেমে এলে, তাকে শিলাবৃষ্টি বলে।
উত্তর – শুদ্ধ।
মিলিবার হল বায়ুর আর্দ্রতা পরিমাপের একক।
উত্তর – অশুদ্ধ।
মধ্য চিলি স্তেপ জলবায়ু অঞ্চলের অন্তর্গত।
উত্তর – অশুদ্ধ।
ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়।
উত্তর – অশুদ্ধ।
নিরক্ষীয় অঞ্চলের বৃষ্টিপাত মূলত বিকেল চারটে নাগাদ হয়ে থাকে।
উত্তর – শুদ্ধ।
সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 90%।
উত্তর – অশুদ্ধ।
ওশিয়ানিয়ার পার্থ অঞ্চলে স্তেপ জলবায়ু দেখা যায়।
উত্তর – অশুদ্ধ।
তুন্দ্রা অঞ্চলে বছরে 8-9 মাস তাপমাত্রা হিমাঙ্কের নীচে থাকে।
উত্তর – শুদ্ধ।
গ্রিনল্যান্ডের জলবায়ু আর্দ্র নাতিশীতোষ্ণ প্রকৃতির।
উত্তর – অশুদ্ধ।
ডিসেম্বর-জানুয়ারি মাসে উষ্ণতা বেশি এবং মে-জুন মাসে উষ্ণতা কম হলে স্থানটি দক্ষিণ গোলার্ধে হবে।
উত্তর – শুদ্ধ।
চিন দেশ ছাড়া আর কোথাও চিনদেশীয় জলবায়ু দেখা যায় না।
উত্তর – অশুদ্ধ।
যখন বায়ুর উষ্ণতা কমে তখন আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পায়।
উত্তর – অশুদ্ধ।
আপেক্ষিক আর্দ্রতা শতকরা হারে প্রকাশ করা হয়।
উত্তর – শুদ্ধ।
আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে।
উত্তর – শুদ্ধ।
স্তম্ভ মেলাও।
বামস্তম্ভ | ডানস্তম্ভ | উত্তর |
1. নিরক্ষীয় জলবায়ু | A. ঋতুভিত্তিক বৃষ্টিপাত | 1. → B. |
2. মৌসুমি জলবায়ু | B. উষ্ণতা বেশি, বৃষ্টিপাত কম | 2. → E. |
3. ভূমধ্যসাগরীয় জলবায়ু | C. বৃষ্টির বদলে তুষারপাত | 3. → D. |
4. তুন্দ্রা জলবায়ু | D. প্রায় প্রতিদিন বৃষ্টি | 4. → A. |
5. মরু জলবায়ু | E. শীতকালে বৃষ্টিপাত | 5. → C. |
2.
বামস্তম্ভ | ডানস্তম্ভ | উত্তর |
1. শিশির | A. অধঃক্ষেপণ | 1. → E. |
2. কুয়াশা | B. ধোঁয়া ও কুয়াশার মিশ্রণ | 2. → C. |
3. ধোঁয়াশা | C. আকাশে ভেসে থাকা জলকণা | 3. → D. |
4. মেঘ | D. ভূপৃষ্ঠসংলগ্ন ঘনীভবন | 4. → B. |
5. গুঁড়িগুঁড়ি বৃষ্টি | E. জলীয়বাষ্প ঘনীভূত হয়ে জলবিন্দুর আকারে ঘাসের ওপর জমে | 5. → A. |
3.
বামস্তম্ভ | ডানস্তম্ভ | উত্তর |
1. পশ্চিমঘাট পর্বতের পূর্বঢাল | A. সম্পৃক্ত বায়ু | 1. → B. |
2. বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% | B. পরিচলন বৃষ্টিপাত | 2. → E. |
3. নাতিশীতোষ্ণ অঞ্চল | C. প্রতিবাত ঢাল | 3. → D. |
4. পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢাল | D. অনুবাত ঢাল | 4. → A. |
5. নিরক্ষীয় অঞ্চল | E. সীমান্ত বৃষ্টিপাত | 5. → C. |
4.
বামস্তম্ভ | ডানস্তম্ভ | উত্তর |
1. উষ্ণ নাতিশীতোষ্ণমণ্ডলে মহাদেশের পশ্চিমভাগ | A. মৌসুমি জলবায়ু | 1. → E. |
2. উষ্ণ নাতিশীতোষ্ণমণ্ডলে মহাদেশের পূর্বভাগ | B. ভূমধ্যসাগরীয় জলবায়ু | 2. → A. |
3. উষ্ণ নাতিশীতোষ্ণমণ্ডলে মহাদেশের অভ্যন্তরভাগ | C. উষ্ণ মরু জলবায়ু | 3. → D. |
4. ক্রান্তীয়মণ্ডলে মহাদেশের পশ্চিমভাগ | D. চিনদেশীয় জলবায়ু | 4. → B. |
5. ক্রান্তীয়মণ্ডলে মহাদেশের পূর্বভাগ | E. স্তেপ জলবায়ু | 5. → C. |
একটি বা দুটি শব্দে উত্তর দাও।
পৃথিবীর জলরাশির চক্রাকারে আবর্তনকে কী বলে?
পৃথিবীর জলরাশির চক্রাকারে আবর্তনকে জলচক্র বলে।
উদ্ভিদ কোন্ প্রক্রিয়ায় জলকে বাষ্পীভূত করে?
উদ্ভিদ প্রস্বেদন প্রক্রিয়ায় জলকে বাষ্পীভূত করে।
বাষ্পীভবন ও প্রস্বেদন প্রক্রিয়াকে একত্রে কী বলে?
বাষ্পীভবন ও প্রস্বেদন প্রক্রিয়াকে একত্রে বাষ্পীয় প্রস্বেদন বলে।
মাটির ভিতরে সঞ্চিত জলকে কী বলে?
মাটির ভিতরে সঞ্চিত জলকে ভৌমজল বলে।
ঘনীভবন এবং অধঃক্ষেপণের মূল উৎস কী?
ঘনীভবন এবং অধঃক্ষেপণের মূল উৎস জলীয়বাষ্প।
বায়ুতে জলীয়বাষ্প কম থাকলে বাষ্পীভবনের হার কেমন হয়?
বায়ুতে জলীয়বাষ্প কম থাকলে বাষ্পীভবনের হার বেড়ে যায়।
একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প আছে সেই পরিমাপকে কী বলে?
একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প আছে সেই পরিমাপকে চরম আর্দ্রতা বলে।
প্রতি একক ভর বায়ুতে কত ওজনের জলীয়বাষ্প রয়েছে তার পরিমাণকে কী বলে?
প্রতি একক ভর বায়ুতে কত ওজনের জলীয়বাষ্প রয়েছে তার পরিমাণকে বিশেষ আর্দ্রতা বলে।
বিশেষ আর্দ্রতাকে কীভাবে প্রকাশ করা হয়?
বিশেষ আর্দ্রতাকে গ্রাম/কিলোগ্রাম-এ প্রকাশ করা হয়।
পৃথিবীর সর্বাধিক বিশেষ আর্দ্রতা রয়েছে কোথায়?
পৃথিবীর সর্বাধিক বিশেষ আর্দ্রতা রয়েছে নিরক্ষীয় অঞ্চলে।
আপেক্ষিক আর্দ্রতা কোন্ এককে প্রকাশ করা যায়?
আপেক্ষিক আর্দ্রতা শতকরা এককে প্রকাশ করা যায়।
সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত?
সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100 শতাংশ।
যে তাপমাত্রায় জলীয়বাষ্প জলকণায় পরিণত হয়, তাকে কী বলে?
যে তাপমাত্রায় জলীয়বাষ্প জলকণায় পরিণত হয়, তাকে শিশিরাঙ্ক বলে।
বায়ুর ঘনীভবনের যে-কোনো একটি উদাহরণ দাও।
বায়ুর ঘনীভবনের যে-কোনো একটি উদাহরণ হল শিশির।
বায়ুমণ্ডল থেকে জলকণা কঠিন অথবা তরলরূপে ভূপৃষ্ঠে পড়াকে কী বলে?
বায়ুমণ্ডল থেকে জলকণা কঠিন অথবা তরলরূপে ভূপৃষ্ঠে পড়াকে অধঃক্ষেপণ বলে।
মৌসুমি বায়ুর একটি বৈশিষ্ট্য লেখো।
মৌসুমি বায়ুর একটি বৈশিষ্ট্য হল শীত ও গ্রীষ্মে বিপরীতমুখী বায়ুপ্রবাহ।
ভারতের একটি উষ্ণ মরু জলবায়ু অঞ্চলের নাম করো।
ভারতের একটি উষ্ণ মরু জলবায়ু অঞ্চলের নাম হল থর।
একটি তুন্দ্রা জলবায়ু অঞ্চলের নাম করো।
একটি তুন্দ্রা জলবায়ু অঞ্চলের নাম হল গ্রিনল্যান্ড।
উষ্ণতা নির্দেশক বক্ররেখাটি অবতল হলে তা কোন্ গোলার্ধকে নির্দেশ করে?
উষ্ণতা নির্দেশক বক্ররেখাটি অবতল হলে তা দক্ষিণ গোলার্ধকে নির্দেশ করে।
ভারতের বেশিরভাগ বৃষ্টিপাত কোন্ শ্রেণির?
ভারতের বেশিরভাগ বৃষ্টিপাত শৈলোৎক্ষেপ শ্রেণির।
শুষ্ক গ্রীষ্ম ঋতু কোন্ জলবায়ুর বৈশিষ্ট্য?
শুষ্ক গ্রীষ্ম ঋতু ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য।
◔ এই চিহ্ন থেকে আকাশের কত ভাগ মেঘাচ্ছন্ন বোঝা যাচ্ছে?
◔ এই চিহ্ন থেকে আকাশের \(\frac14\) অংশ বা \(25\) শতাংশ আকাশ মেঘাচ্ছন্ন।
আকাশ সম্পূর্ণ মেঘাচ্ছন্ন হলে আমরা কেমন চিহ্ন দিয়ে বোঝাই?
আকাশ সম্পূর্ণ মেঘাচ্ছন্ন হলে আমরা ⚫ কেমন চিহ্ন দিয়ে বোঝাই।
মেঘাচ্ছন্নতার হিসাব অকটা (okta) এককে প্রকাশ করা হয় কেন?
সমস্ত আকাশকে 8টি ভাগে ভাগ করে অকটাসে মেঘাচ্ছন্নতার হিসাব করা হয়।
আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকলে মেঘাচ্ছন্নতার কোন্ প্রতীক ব্যবহার করা হয়?
আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকলে মেঘাচ্ছন্নতার ◯ প্রতীক ব্যবহার করা হয়।
উঁচু আকাশে সম্পূর্ণ মেঘাচ্ছন্নতার প্রতীক কোনটি?
উঁচু আকাশে সম্পূর্ণ মেঘাচ্ছন্নতার প্রতীক হল ◍।
কোন্ প্রক্রিয়ায় মেঘ সৃষ্টি হয়?
ঘনীভবন কোন্ প্রক্রিয়ায় মেঘ সৃষ্টি হয়।
আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল” -এর “আর্দ্রতা ও অধঃক্ষেপণ” বিভাগের কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক (দশম শ্রেণী) পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।
মন্তব্য করুন