পরিবেশদূষণ ও তার প্রতিকার – প্রবন্ধ রচনা

Souvick

আজকের এই আর্টিকেলে আমরা ‘পরিবেশদূষণ ও তার প্রতিকার‘ প্রবন্ধ রচনাটি নিয়ে আলোচনা করব। মাধ্যমিক বা স্কুল পরীক্ষায় এই রচনাটি প্রায়ই আসে এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা। একবার ভালোভাবে আয়ত্ত করলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি — যেকোনো ক্লাসের পরীক্ষাতেই তোমরা এই রচনার প্রশ্নের উত্তর সহজেই লিখতে পারবে!

পরিবেশদূষণ ও তার প্রতিকার - প্রবন্ধ রচনা

পরিবেশদূষণ ও তার প্রতিকার

ভূমিকা – একজন ব্যক্তিমানুষের চারপাশে আলো-বায়ু-জল-মাটি-বৃক্ষলতা-ঘরবাড়ি-মানুষ-কীটপতঙ্গ-পশুপাখি প্রভৃতি জড় ও জীবকে নিয়ে গঠিত পরিমণ্ডলই তার পরিবেশ। পরিবেশের মধ্যেই মানুষের জন্ম, বৃদ্ধি ও মৃত্যু-জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকা এরূপ পরিবেশ আজ দুর্ভাগ্যজনকভাবে দূষণকবলিত, যে দূষণের মূলে রয়েছে মানুষেরই অবিমৃশ্যকারিতা ও লোভ। প্রকৃতি ও পরিবেশ মানবজীবনের ধাত্রী। অর্থনৈতিক, ভৌগোলিক, পারিবারিক, সামাজিক পরিমণ্ডল মানুষের জীবনযাপন, দেহগঠন, চরিত্রনির্মাণ ও মানসিক বিকাশকে প্রভাবিত করে বলেই পরিবেশ জীবনেরই এক গুরুত্বপূর্ণ অংশীদার। পরিবেশ থেকেই আমরা প্রাণধারণের ও জীবন চালনার রসদ সংগ্রহ করি বলে পরিবেশের দূষণ মানবসভ্যতার পক্ষে আত্মঘাতী।

পরিবেশদূষণের কারণ – প্রাকৃতিক পরিবেশের মূল উপাদান বায়ু, জল, মাটি প্রভৃতি আজ বিষাক্ত। এর মূলে রয়েছে জনসংখ্যার অপরিকল্পিত বৃদ্ধি, নগরায়ণ-উন্নয়ন-শিল্পায়নের নামে বৃক্ষচ্ছেদন, আধুনিক প্রযুক্তির অপব্যবহার, কলকারখানার বর্জ্য নর্দমাযোগে নদীজলে বিসর্জন, যানবাহন ও কারখানা থেকে নির্গত ধোঁয়া, বৈদ্যুতিক যন্ত্র থেকে বিষবাষ্পের নির্গমন প্রভৃতি। নির্বিচারে বনভূমি উচ্ছেদের ফলে বাতাসে অক্সিজেন কমছে, ধূলিকণা বৃদ্ধি পাচ্ছে। যানবাহন ও কারখানা থেকে নির্গত বিভিন্ন গ্যাস যথা, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, রেজিন, হ্যালোজেন, সিলিকন বায়ুস্তরকে দূষিত করছে। জেনারেটর, ফ্রিজ, এসি মেশিন থেকে নির্গত গ্যাস যে বাতাসের ওজন স্তরকে ছিদ্র করছে তাও আজ প্রমাণিত। উচ্চ ফলনশীল রাসায়নিক সার, কীটনাশক প্রভৃতির ব্যবহার কৃষি-উন্নয়ন ঘটালেও তা পরোক্ষভাবে মাটি ও জলদূষণের কারণ। যানবাহনের তীব্র হর্ন, কলকারখানার বিকট আওয়াজ, লাউডস্পিকারের উচ্চগ্রামে ব্যবহার শব্দদূষণের জন্য দায়ী। সর্বোপরি দেশে দেশে যুদ্ধের আবহে বিধ্বংসী অস্ত্রের ব্যবহার ও বিস্ফোরণ পরিবেশদূষণে ক্রিয়াশীল।

দূষণের ক্ষতিকর প্রভাব – মানুষেরই অপরিণামদর্শিতা, বেপরোয়া জীবনযাপন ও প্রকৃতি-সংহারের ফলে আজ বিশ্বজুড়ে উষ্ণায়ন। বৃষ্টির অভাবে ও তীব্র উষ্ণায়নে পৃথিবীতে একদিকে যেমন জলাভাব, অনুর্বরতাজনিত মরুভূমির প্রসার ঘটবে, অন্যদিকে মেরুপ্রদেশের গলিত বরফজলে তেমন প্লাবন দেখা দেবে। তার আগেই অবশ্য বায়ুদূষণের পরিণামে বাড়ছে শ্বাসকষ্ট, হাঁপানি, ব্রংকাইটিস, ফুসফুস ও হৃৎপিণ্ডের অসুখ। বিষাক্ত কৃষিজ ফসল যেমন ব্যাধি ও অপুষ্টির কারণ, তেমনই ওজোন স্তরের ছিদ্রপথে অতিবেগুনি রশ্মির প্রবেশ ক্যানসারের প্রসার ঘটাচ্ছে, শব্দদূষণে বাড়ছে বধিরতা। আর্সেনিকযুক্ত পানীয় জলও ব্যাধি ও মৃত্যুর জন্য দায়ী।

প্রতিকার – এই বিপর্যয়ের দ্রুত সার্বিক প্রতিরোধ প্রয়োজন। এখনই পরিবেশকে বিষমুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা দরকার সরকারি ও বেসরকারি সর্বস্তরে। মিটিং, মিছিল, আলোচনাচক্র প্রভৃতির মাধ্যমে জনসচেতনতার প্রসার ঘটিয়ে পরিবেশকে বিশুদ্ধ করতে সকলকেই সক্রিয় করে তুলতে হবে। বৃক্ষরোপণ, কীটনাশকের অপপ্রয়োগ বন্ধ করা, শব্দনিরোধকের ব্যবহার প্রভৃতির সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদেরও এই কর্মযজ্ঞে শামিল করা উচিত-যেহেতু তারাই দেশের ভবিষ্যৎ।

উপসংহার – পরিবেশকে বিষমুক্ত করার সার্বিক ও কার্যকরী প্রচেষ্টাই পারে প্রাণীকুল ও পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে কিশোর কবির মতোই আমাদেরও পৃথিবীকে ‘বাসযোগ্য’ করে যাওয়ার অঙ্গীকার গ্রহণ করতে হবে।


আজকের এই আর্টিকেলে আমরা ‘পরিবেশদূষণ ও তার প্রতিকার‘ প্রবন্ধ রচনাটি নিয়ে আলোচনা করেছি। মাধ্যমিক বা স্কুল পরীক্ষায় ‘একটি অচল পয়সার আত্মকথা‘ রচনাটি প্রায়ই আসে এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

প্রাত্যহিক জীবনে জল - প্রবন্ধ রচনা

প্রাত্যহিক জীবনে জল – প্রবন্ধ রচনা

বিশ্বপরিবেশ দিবস উদযাপনের গুরুত্ব - প্রবন্ধ রচনা

বিশ্বপরিবেশ দিবস উদযাপনের গুরুত্ব – প্রবন্ধ রচনা

পরিবেশরক্ষায় প্লাস্টিক বর্জন - প্রবন্ধ রচনা

পরিবেশরক্ষায় প্লাস্টিক বর্জন – প্রবন্ধ রচনা

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

প্রাত্যহিক জীবনে জল – প্রবন্ধ রচনা

বিশ্বপরিবেশ দিবস উদযাপনের গুরুত্ব – প্রবন্ধ রচনা

পরিবেশরক্ষায় প্লাস্টিক বর্জন – প্রবন্ধ রচনা

উৎসবে শব্দদানব – প্রবন্ধ রচনা

উন্নয়ন বনাম পরিবেশ – প্রবন্ধ রচনা