বন্ধুত্বের নতুন দিক সোশ্যাল মিডিয়া – প্রবন্ধ রচনা

Souvick

আজকের এই আর্টিকেলে আমরা ‘বন্ধুত্বের নতুন দিক সোশ্যাল মিডিয়া‘ প্রবন্ধ রচনাটি নিয়ে আলোচনা করব। মাধ্যমিক বা স্কুল পরীক্ষায় এই রচনাটি প্রায়ই আসে এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা। একবার ভালোভাবে আয়ত্ত করলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি — যেকোনো ক্লাসের পরীক্ষাতেই তোমরা এই রচনার প্রশ্নের উত্তর সহজেই লিখতে পারবে!

বন্ধুত্বের নতুন দিক সোশ্যাল মিডিয়া - প্রবন্ধ রচনা

বন্ধুত্বের নতুন দিক সোশ্যাল মিডিয়া

ভূমিকা – ‘দূরকে করিলে নিকট বন্ধু পরকে করিলে ভাই।’ – মানুষের জ্ঞানানুসন্ধিৎসাই পৃথিবীকে আজ পরিণত করেছে ভুবনগ্রামে। এক অবসরে দিকে দিগন্তে ছড়িয়ে পড়েছে প্রাণের হিল্লোল। একবিংশ শতাব্দীতে পৃথিবী বক্ষে তথ্যপ্রযুক্তি বিপ্লবই যার নেপথ্য কাহন। কম্পিউটারের সাহায্যে আজ যে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা সমস্ত পৃথিবীর তথ্যভান্ডারকে হাতের মুঠোয় এনে দিয়েছে তার নাম ইনটারনেট। ইনটারনেটের সৌজন্যে বন্ধুত্বের নতুন সংজ্ঞা নিরূপিত হয়ে চলেছে। সোশ্যাল মিডিয়ার হাত ধরে ওয়েবসাইটের মাধ্যমে বা সরাসরি ইনটারনেটের সঙ্গে যুক্ত হয়ে হাইটেক দুনিয়ার মানুষ পরস্পরকে যেন ডেকে বলছে – “যদি বন্ধু হও, তবে বাড়াও হাত/তবে থামবে ঝড়, মুছে যাবে এই রাত/হাসি মুখ তুলে, অভিমান ভুলে/রাঙা সূর্য বলবেই, সুপ্রভাত।”

সোশ্যাল মিডিয়া – সোশ্যাল (SOCIAL) -এর বাংলা প্রতিশব্দ হল – ‘সামাজিক’ বা ‘পারস্পরিক আদানপ্রদান সংক্রান্ত।’ মিডিয়া (MEDIA)-র অর্থ ‘গণমাধ্যম’। অর্থাৎ হাইটেক দুনিয়ায় সোশ্যাল মিডিয়া বলতে বোঝায় – পারস্পরিক আদানপ্রদান সংক্রান্ত গণমাধ্যমকে।

বিভিন্ন সোশ্যাল মিডিয়া – সারা পৃথিবীতে ছড়িয়ে আছে অসংখ্য সোশ্যাল মিডিয়া। জনপ্রিয় সোশ্যাল মিডিয়াগুলি হল – ফেসবুক, ট্যুইটার, হোয়াটস্অ্যাপ, ভাইবার, হাইক, স্কাইপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম প্রভৃতি। এই মাধ্যমগুলির সহায়তায় দেশ-মহাদেশের সীমারেখা ছাড়িয়ে ‘পৃথিবীর সব কোণ আমার’ হয়ে উঠছে।

বন্ধুত্বের নতুন দিশা সোশ্যাল মিডিয়া – চার দেয়াল যখন নতুন প্রজন্মকে একাকী করে তুলেছে, তখন বন্ধুত্বের নতুন দিক হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। নিঃসঙ্গ মানুষ ভার্চুয়াল জগতে খুঁজে পাচ্ছে বন্ধুকে, গড়ে উঠছে নতুন বন্ধুত্ব। আসলে সোশ্যাল মিডিয়া যেন বিনি সুতোয় গেঁথে চলে পৃথিবীর একদিক থেকে অন্যদিক। জীবনের হারানো পাঠশালা থেকে শৈশবের রঙিন দিন খুঁজে পাওয়া যায় এখানে। শব্দের পর শব্দ জুড়ে কেউ গাঁথে কথার মালা, কেউ ছবির মাধ্যমে বিনিময় করে ভাব। এখানে পছন্দ-অপছন্দও ব্যক্ত করা সম্ভব অনায়াসে। জীবনের অনেক সুন্দর মুহূর্তগুলিকে দামি করে তুলছে সোশ্যাল মিডিয়া। আর সেই মুহূর্তগুলিকে স্মরণীয় করছে বন্ধুদের ‘লাইক’। সমাজ বা রাষ্ট্রে ঘটে যাওয়া বিভিন্ন অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে সোশাল মিডিয়ার ব্যাপ্তি আজ বিশ্বব্যাপী।

সোশ্যাল মিডিয়া ও ফেক বন্ধু – সোশ্যাল মিডিয়া যেমন প্রকৃত বন্ধুত্ব স্থাপনে সহায়তা করে, তেমনই প্রতারণার গুপ্ত জালবিস্তার চলে সোশ্যাল মিডিয়ার বৃহৎ দুনিয়া জুড়ে। আবার নানা ‘কমেন্ট’ বা ‘লাইক ডিসলাইক’ থেকে মানসিক সমস্যা দেখা যায়, অশ্লীল প্রতারণায় জীবন হতে পারে বিড়ম্বিত। তা ছাড়া সাজানো কথার ভিড়ে মুখ আর মুখোশের তফাত করা ভার। তাই এ বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত।

উপসংহার – সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে চিন্তাভাবনা, বদলে যাচ্ছে জীবনের উপকরণগুলি। তাই একে সঙ্গে করে এগিয়ে চলাই হবে আধুনিক জীবনের মূল ধর্ম। এই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়ার সংযুক্তি বাড়ছে দিনে দিনে। রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় তাই বলা যায় –

“বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো।
সেইখানে যোগ তোমার সাথে আমারও।”


আজকের এই আর্টিকেলে আমরা ‘বন্ধুত্বের নতুন দিক সোশ্যাল মিডিয়া‘ প্রবন্ধ রচনাটি নিয়ে আলোচনা করেছি। মাধ্যমিক বা স্কুল পরীক্ষায় ‘একটি অচল পয়সার আত্মকথা‘ রচনাটি প্রায়ই আসে এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

চরিত্রগঠনে খেলাধুলার ভূমিকা - প্রবন্ধ রচনা

চরিত্রগঠনে খেলাধুলার ভূমিকা – প্রবন্ধ রচনা

কমনওয়েলথ গেমস 2022 - প্রবন্ধ রচনা

কমনওয়েলথ গেমস 2022 – প্রবন্ধ রচনা

বাঙালির প্রিয় খেলা ফুটবল - প্রবন্ধ রচনা

বাঙালির প্রিয় খেলা ফুটবল – প্রবন্ধ রচনা

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

চরিত্রগঠনে খেলাধুলার ভূমিকা – প্রবন্ধ রচনা

কমনওয়েলথ গেমস 2022 – প্রবন্ধ রচনা

বাঙালির প্রিয় খেলা ফুটবল – প্রবন্ধ রচনা

ছাত্রজীবন ও খেলাধুলা – প্রবন্ধ রচনা

আই পি এল – বিনোদন না ক্রীড়া – প্রবন্ধ রচনা