DMCA & Copyright Policy

আমরা অন্যের সৃজনশীল কাজ (লেখা, ছবি, ভিডিও, ডিজাইন) সম্মান করি এবং আপনাকেও আমাদের কন্টেন্ট সম্মান করতে অনুরোধ করি। কেউ যদি আমাদের সাইটে আপনার কাজ বিনা অনুমতিতে ব্যবহার করে থাকে, তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন।


কন্টেন্টের মালিকানা কে রাখে?

  • SolutionWbbse-এ প্রকাশিত সমস্ত আর্টিকেল, গাইড, প্রশ্নোত্তর এবং অন্যান্য কন্টেন্ট আমাদের টিম বা অনুমতিপ্রাপ্ত লেখকদের দ্বারা তৈরি।
  • এই কন্টেন্টের মালিকানা SolutionWbbse বা সংশ্লিষ্ট স্রষ্টার সঙ্গে থাকবে। লিখিত অনুমতি ছাড়া কপি, শেয়ার বা এডিট করা আইনত নিষিদ্ধ।

কী করা যাবে?
✔ আমাদের পোস্টের লিংক শেয়ার করুন (সাইটের নাম ও লিংক উল্লেখ করে)।
✔ শিক্ষা বা গবেষণার জন্য ছোট অংশ উদ্ধৃতি দিন (ক্রেডিটসহ)।

কী করা যাবে না?
❌ পুরো আর্টিকেল/কন্টেন্ট কপি করে অন্য ওয়েবসাইট, বই বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা।
❌ কন্টেন্ট বাণিজ্যিকভাবে ব্যবহার করা (যেমন: কোচিং সেন্টারে বিক্রি, PDF বানানো)।


কপিরাইট লঙ্ঘন রিপোর্ট করুন

আপনার কাজ SolutionWbbse-এ বিনা অনুমতিতে প্রকাশিত হলে, নিচের তথ্য সহ আমাদের ইমেইল করুন:

প্রয়োজনীয় তথ্য

  1. আপনার নাম, ফোন নম্বর, ইমেইল, ও ঠিকানা।
  2. কপি করা কন্টেন্টের সঠিক লিংক (SolutionWbbse সাইটে)।
  3. প্রমাণ করুন কন্টেন্টটি আপনার (যেমন: প্রথম প্রকাশের তারিখ, কপিরাইট রেজিস্ট্রেশন, সোশ্যাল মিডিয়া পোস্ট)।
  4. একটি লিখিত ঘোষণা:
    • “আমি এই কন্টেন্টের মালিক/অনুমতিপ্রাপ্ত প্রতিনিধি।”
    • “SolutionWbbse-এ এটি ব্যবহারের জন্য আমার কোনো অনুমতি দেওয়া হয়নি।”
    • আপনার সই (ডিজিটাল বা হাতের লেখা)।

ইমেইল করুন – [email protected]

  • বৈধ অভিযোগ পেলে ৭ কর্মদিবসের মধ্যে কন্টেন্ট সরিয়ে ফেলা হবে।

3. ভুল সংশোধন করুন

আমরা যদি ভুলবশত আপনার কন্টেন্ট সরিয়ে ফেলি (যেমন: আপনি অনুমতি দিয়েছিলেন, বা “ফেয়ার ইউজ”* প্রযোজ্য), তাহলে:

  1. আমাদের ইমেইলে পাঠান:
    • আপনার যোগাযোগের তথ্য।
    • সরানো কন্টেন্টের বিবরণ।
    • “আমি শপথ করে বলছি, কন্টেন্টটি বৈধভাবে ব্যবহার করা হয়েছে।”
    • ভারতীয় আদালতের এখতিয়ার মেনে নেওয়ার সম্মতি (প্রযোজ্য ক্ষেত্রে)।

*ফেয়ার ইউজ: শিক্ষা, রিভিউ, বা গবেষণার জন্য সীমিত ব্যবহার।


4. আমাদের কন্টেন্ট চুরি হলে

কেউ SolutionWbbse-এর কন্টেন্ট চুরি করলে:

  • তাদের কাছে তাৎক্ষণিকভাবে অপসারণের নোটিশ পাঠাবো।
  • জেদি ভাবে চুরি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

5. গুরুত্বপূর্ণ তথ্য

  • SolutionWbbse আর্টিকেলে তৃতীয় পক্ষের ট্রেডমার্ক/লোগো ব্যবহার করা হলে, সেগুলো তাদের মালিকানাধীন।
  • মিথ্যা অভিযোগ করবেন না: জালিয়াতি করলে আইনি শাস্তি পেতে পারেন।

কোনো প্রশ্ন? ইমেইল করুন: [email protected]
🔚 হোমপেজে ফিরে যান: https://solutionwbbse.com


সচেতন হোন, সৃজনশীলতা সম্মান করুন!

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য কয়েকটি স্থানীয় বায়ুর পরিচয় দাও।

আকস্মিক বায়ু বা অনিয়মিত বায়ুপ্রবাহ কাকে বলে? আকস্মিক বায়ুর শ্রেণিবিভাগ

সাময়িক বায়ু কাকে বলে? সাময়িক বায়ুর শ্রেণিবিভাগ

নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ লেখো।

পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক আলোচনা করো।