নবম শ্রেণি বাংলা – ইলিয়াস – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

আজকের এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পাঠের তৃতীয় অধ্যায়, ‘ইলিয়াস’ -এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নোত্তরগুলো নবম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নবম শ্রেণীর বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

নবম শ্রেণি - বাংলা - ইলিয়াস - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
Contents Show

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি

সঠিক উত্তর নির্বাচন করো

ইলিয়াস বসবাস করত –

  1. উলসা প্রদেশে
  2. উফা প্রদেশে
  3. উলিত প্রদেশে
  4. উফিত প্রদেশে

উত্তর – 2. উফা প্রদেশে

‘যখন তার বাবা মারা গেল’ – তখন সে কেমন ছিল? –

  1. ধনী
  2. দরিদ্র
  3. না ধনী, না দরিদ্র
  4. পূর্বোক্ত কোনোটিই নয়

উত্তর – 3. না ধনী, না দরিদ্র

ইলিয়াসের বিবাহের কত বছর পর তার পিতার মৃত্যু হয়েছিল? –

  1. এক বছর পর
  2. দুই বছর পর
  3. তিন বছর পর
  4. চার বছর পর

উত্তর – 1. এক বছর পর

পিতার মৃত্যুর সময় ইলিয়াসের কত সম্পত্তি ছিল? –

  1. সাতটা ঘোটকী, দুটো গোরু আর কুড়িটা ভেড়া
  2. সাতটা ঘোটক, দুটো গোরু আর কুড়িটা ভেড়া
  3. দুটো ঘোটক, কুড়িটা ভেড়া আর সাতটা ঘোটকী
  4. পাঁচটা ঘোটকী, চারটি গোরু আর বারোটি ভেড়া

উত্তর – 1. সাতটা ঘোটকী, দুটো গোরু আর কুড়িটা ভেড়া

প্রতি বছর ইলিয়াসের সংসারের কী হতে লাগল?

  1. ধনবৃদ্ধি হতে লাগল
  2. সম্পত্তি বৃদ্ধি পেতে লাগল
  3. অবস্থার উন্নতি হতে লাগল
  4. দরিদ্র হতে লাগল

উত্তর – 3. অবস্থার উন্নতি হতে লাগল

কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি করেছিল? –

  1. পঁচিশ বছর
  2. পনেরো বছর
  3. পঁয়তাল্লিশ বছর
  4. পঁয়ত্রিশ বছর

উত্তর – 4. পঁয়ত্রিশ বছর

পঁয়ত্রিশ বছর পরিশ্রমে ইলিয়াসের সম্পত্তি হয়েছিল –

  1. দুশো ঘোড়া, দেড়শো গোরু-মোষ, আর বারোটি ভেড়া
  2. দুটো ঘোড়া, দেড়শোটি গোরু, আর বারোশোটি ভেড়া
  3. দুশো ঘোড়া, দেড়শো গোরু-মোষ, আর বারোশো ভেড়া
  4. দুশো ঘোড়া, দেড়শো মোষ, আর বারোশো ভেড়া

উত্তর – 3. দুশো ঘোড়া, দেড়শো গোরু-মোষ, আর বারোশো ভেড়া

ভাড়াটে মজুররা ইলিয়াসের কী কাজ করত? –

  1. দুধ দোয়া, কুমিস, মাখন আর পনির তৈরি করত
  2. শুধু মাখন আর পনির তৈরি করত
  3. ঘোড়ার দেখাশোনা করত
  4. গোরু-ঘোড়ার দেখাশোনা করত

উত্তর – 4. গোরু-ঘোড়ার দেখাশোনা করত

দুধ দোয়ানো, কুমিস, মাখন আর পনির কারা তৈরি করত? –

  1. ভাড়াটে মজুররা
  2. ভাড়াটে মজুরানিরা
  3. ইলিয়াস ও তার স্ত্রী নিজেরা
  4. ইলিয়াসের স্ত্রী

উত্তর – 2. ভাড়াটে মজুরানিরা

‘ইলিয়াসের তখন খুব বোলবোলাও,’ – ‘বোলবোলাও’ শব্দের অর্থ কী? –

  1. প্রতাপান্বিত
  2. প্রভাব
  3. প্রতিপত্তি
  4. হাঁকডাক

উত্তর – 4. হাঁকডাক

আশেপাশের লোক ইলিয়াসকে কী করে? –

  1. সম্মান করে
  2. মান্য করে
  3. ঈর্ষা করে
  4. হিংসা করে

উত্তর – 3. ঈর্ষা করে

ইলিয়াস কেমন লোক ছিলেন?

  1. দুর্ভাগা লোক
  2. ভাগ্যবান পুরুষ
  3. ভাগ্যবান ব্যক্তি
  4. সৌভাগ্যবান পুরুষ

উত্তর – 2. ভাগ্যবান পুরুষ

‘ওর তো মরবারই দরকার নেই।’ – কারণ সে ছিল –

  1. সৌভাগ্যবান পুরুষ যার ছিল প্রচুর ধন সম্পদ
  2. ভাগ্যবান পুরুষ যার কোনো কিছুর অভাব নেই
  3. ধনী লোক যার প্রচুর সম্পত্তি ছিল
  4. যেমন ছিল ভাগ্যবান তেমনই ছিল ধনী

উত্তর – 2. ভাগ্যবান পুরুষ যার কোনো কিছুর অভাব নেই

ইলিয়াস সম্পর্কে লোকে কী বলে? –

  1. ‘যতই তার অবস্থা পড়তে লাগল ততই তার শরীরের জোরও কমতে লাগল।’
  2. ‘আসল অবস্থা বুঝে উঠবার আগেই সে একেবারে সর্বহারা হয়ে পড়ল।’
  3. ‘ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ; কোনো কিছুরই অভাব নেই; ওর তো মরবারই দরকার নেই।’
  4. ‘সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে। ফলে প্রতিবছরই তার অবস্থার উন্নতি হতে লাগল।’

উত্তর – 3. ‘ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ; কোনো কিছুরই অভাব নেই; ওর তো মরবারই দরকার নেই।’

ক্রমে ইলিয়াসের সঙ্গে পরিচয় হয়েছিল –

  1. ভালো ভালো লোকের
  2. বাজে বাজে লোকের
  3. সাধারণ লোকের
  4. অতি চালাক লোকের

উত্তর – 1. ভালো ভালো লোকের

কী কারণে ইলিয়াসের সঙ্গে ভালো ভালো লোকের পরিচয় হতে লাগল? –

  1. মহৎ ব্যক্তি বলে
  2. বড়ো মহাজন বলে
  3. কোনো কিছুর অভাব ছিল না বলে
  4. নামডাক ছিল বলে

উত্তর – 4. নামডাক ছিল বলে

দূরদূরান্ত থেকে তার সঙ্গে দেখা করতে আসে –

  1. পণ্ডিতরা
  2. অসাধুরা
  3. অতিথিরা
  4. অপরিচিতরা

উত্তর – 3. অতিথিরা

ইলিয়াস সকলকে স্বাগত জানাত, সেবা করত –

  1. নানা উপহার দিয়ে
  2. নতুন পোশাক দিয়ে
  3. ভোজ্য পানীয় দিয়ে
  4. পূর্বোক্ত কোনোটিই নয়

উত্তর – 3. ভোজ্য পানীয় দিয়ে

ইলিয়াসের অতিথি সেবায় যে জিনিসটি থাকত না –

  1. মাংস
  2. শরবত
  3. কুমিস
  4. কফি

উত্তর – 4. কফি

‘….একটা বা দুটো ভেড়া মারা হয়; সংখ্যায় বেশি হলে ঘোটকীও মারা হয়।’ – কারণ –

  1. লোকের সঙ্গে তার পরিচয় করার জন্য
  2. ভালো লোকের সঙ্গে তার পরিচয় হবার জন্য
  3. বিশেষ অনুষ্ঠান উপলক্ষ্যে
  4. অতিথি সেবার জন্য

উত্তর – 4. অতিথি সেবার জন্য

ইলিয়াসের সন্তানদের সংখ্যা কত? –

  1. দুইজন
  2. তিনজন
  3. চারজন
  4. পাঁচজন

উত্তর – 2. তিনজন

ইলিয়াসের কয়টি ছেলে ও কয়টি মেয়ে ছিল? –

  1. দুটি ছেলে ও. একটি মেয়ে
  2. একটি ছেলে ও দুটি মেয়ে
  3. চারটি ছেলে ও দুটি মেয়ে
  4. দুটি মেয়ে ও একটি ছেলে

উত্তর – 1. দুটি ছেলে ও. একটি মেয়ে

ইলিয়াসের ছেলেমেয়েদের –

  1. বিয়ে হয়ে গিয়েছিল
  2. বিয়ে হয়নি
  3. বিয়ে হওয়ার কথা চলছিল
  4. কোনোটিই নয়

উত্তর – 1. বিয়ে হয়ে গিয়েছিল

ইলিয়াসের সন্তানরা তার সঙ্গে কী কাজ করত? –

  1. গোরু-ঘোড়ার দেখাশোনা করত
  2. ইলিয়াসের সঙ্গে দুধ দোয়ানো, কুমিস, মাখন আর পনির তৈরি করত
  3. ইলিয়াসের সঙ্গে মারামারি করত
  4. ইলিয়াসের সঙ্গে গোরু ভেড়া চরাত

উত্তর – 4. ইলিয়াসের সঙ্গে গোরু ভেড়া চরাত

ইলিয়াস বড়োলোক হওয়ার পরে তার ছেলেরা –

  1. মারামারি করত
  2. বিলাসী হয়ে উঠল
  3. আয়েশি হয়ে উঠল
  4. ঝগড়াটে হয়ে উঠল

উত্তর – 3. আয়েশি হয়ে উঠল

‘কিন্তু বড়োলোক হওয়ার পর তারা আয়েশি হয়ে উঠল।’ – ‘আয়েশি’ শব্দের অর্থ –

  1. আরাম
  2. অহংকার
  3. সুখ
  4. আরামপ্রিয়

উত্তর – 4. আরামপ্রিয়

ইলিয়াসের বড়ো ছেলে কীভাবে মারা গেল? –

  1. মারামারি করতে গিয়ে
  2. এক মারামারিতে পড়ে মারা গেল
  3. ভাইয়ে ভাইয়ে মারামারিতে পড়ে মারা গেল
  4. মহামারিতে মারা গেল

উত্তর – 2. এক মারামারিতে পড়ে মারা গেল

ইলিয়াসের ছোটো ছেলের বউ –

  1. বুদ্ধিমতী
  2. বুদ্ধিহীন
  3. বাক্‌চাটু
  4. ঝগড়াটে

উত্তর – 4. ঝগড়াটে

ইলিয়াস বাড়ি থেকে কাদের তাড়িয়ে দিল? –

  1. বড়ো ও ছোটো ছেলেকে
  2. ছেলেমেয়েদের
  3. ছোটো ছেলে ও তার স্ত্রীকে
  4. ছেলেদের তাড়িয়ে দিল

উত্তর – 3. ছোটো ছেলে ও তার স্ত্রীকে

ইলিয়াস তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিল কেন? –

  1. তারা সবাই আয়েশি হয়ে উঠেছিল বলে
  2. পরস্পরে মারামারি করত বলে
  3. ঝগড়াঝাটি করত বলে
  4. বাপের আদেশ অমান্য করত বলে

উত্তর – 4. বাপের আদেশ অমান্য করত বলে

“ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল।” – কারণ –

  1. ভেড়ার পালে মড়ক লেগে অনেকগুলো মারা গেল বলে
  2. ছেলেকে কিছু গোরু ঘোড়া দিয়েছিল বলে
  3. ভালো ঘোড়াগুলো ‘কিরবিজ’রা চুরি করে নিয়ে গিয়েছিল বলে
  4. উপরের সবকটিই ঠিক

উত্তর – 4. উপরের সবকটিই ঠিক

ইলিয়াসের অর্থনৈতিক ক্ষমতা খারাপ হওয়ার অন্যতম কারণ ছিল –

  1. চুরি
  2. ডাকাতি
  3. মন্দা
  4. দুর্ভিক্ষ

উত্তর – 4. দুর্ভিক্ষ

ইলিয়াসের ঘোড়া চুরি করেছিল –

  1. কাজাখরা
  2. ইবলিশরা
  3. নাবিকরা
  4. কিরবিজরা

উত্তর – 4. কিরবিজরা

ইলিয়াসের অবস্থা যত খারাপ হতে লাগল ততই –

  1. তার বন্ধু কমতে লাগল
  2. তার শরীরের জোর কমতে লাগল
  3. বন্ধু বাড়তে লাগল
  4. কোনোটিই নয়

উত্তর – 2. তার শরীরের জোর কমতে লাগল

কত বছর বয়সে ইলিয়াস দুর্দশার একেবারে চরমে নেমে গেল? –

  1. পঁয়ত্রিশ বছর বয়সে
  2. পঞ্চাশ বছর বয়সে
  3. সত্তর বছর বয়সে
  4. পঁচাত্তর বছর বয়সে

উত্তর – 3. সত্তর বছর বয়সে

আসল অবস্থা বুঝে উঠবার আগে ইলিয়াসের জীবনে কী ঘটেছিল? –

  1. পশুগুলো বিক্রি করে দিয়েছিল
  2. সে সর্বহারা হয়ে পড়েছিল
  3. তার মেয়েটি মারা গিয়েছিল
  4. বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে গিয়েছিল

উত্তর – 2. সে সর্বহারা হয়ে পড়েছিল

ইলিয়াসের শেষ সম্বলের মধ্যে যা ছিল না –

  1. কোট
  2. টুপি
  3. বুট
  4. চাদর

উত্তর – 4. চাদর

বৃদ্ধ বয়সে ইলিয়াসকে তার মেয়ে দেখতে পারেনি কারণ –

  1. সে অসুস্থ ছিল
  2. সে নিখোঁজ ছিল
  3. সে মারা গিয়েছিল
  4. কোনোটিই নয়

উত্তর – 3. সে মারা গিয়েছিল

মহম্মদ শা ছিল ইলিয়াসের –

  1. ধর্মগুরু
  2. আত্মীয়
  3. ভাই
  4. প্রতিবেশী

উত্তর – 4. প্রতিবেশী

‘মহম্মদ শা নামে এক প্রতিবেশীর করুণা হলো’ – কার জন্য? –

  1. বুড়ির জন্য
  2. ইলিয়াসের জন্য
  3. বুড়ো-বুড়ির জন্য
  4. ইলিয়াসের কন্যার মৃতুর জন্য

উত্তর – 3. বুড়ো-বুড়ির জন্য

মহম্মদ শা-র দুঃখ হওয়ার কারণ কী? –

  1. বুড়ো-বুড়ির দুঃখ দেখে
  2. ইলিয়াসের অতিথিবৎসলতার কথা স্মরণ করে
  3. বুড়ির কষ্ট দেখে
  4. ইলিয়াসের পুত্র অনেক দূর দেশে চলে গেছে বলে

উত্তর – 2. ইলিয়াসের অতিথিবৎসলতার কথা স্মরণ করে

‘তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো।’ – মহম্মদের প্রস্তাব শুনে ইলিয়াস কী করল? –

  1. প্রতিবেশীকে নমস্কার জানাল
  2. প্রতিবেশীকে ধন্যবাদ দিল
  3. প্রতিবেশীকে কুর্নিশ করল
  4. প্রতিবেশীকে সবিনয়ে প্রণাম জানাল

উত্তর – 2. প্রতিবেশীকে ধন্যবাদ দিল

“আমি তোমাদের দুজনেরই খাওয়া-পরা দেব।” – দুজন হলেন –

  1. গ্রামবাসী
  2. মহম্মদ শা ও ইলিয়াস
  3. ইলিয়াস ও তার স্ত্রী
  4. পূর্বোক্ত কেউ নয়

উত্তর – 3. ইলিয়াস ও তার স্ত্রী

“আমি তোমাদের দুজনেরই খাওয়া-পরা দেব।” – কী কারণে খাওয়া-পরা দেবে? –

  1. বাড়ির সমস্ত কাজকর্ম করবে বলে
  2. তরমুজের খেতে কাজ করবে বলে
  3. তরমুজের খেতে কাজ করবে, গোরু-ঘোড়াগুলোকে খাওয়াবে
  4. তরমুজের খেতে কাজ করে, গোরু-ঘোড়াকে খাওয়াবে, ঘোটকীগুলোকে দোয়াবে, কুমিস তৈরি করতে পারবে বলে

উত্তর – 4. তরমুজের খেতে কাজ করে, গোরু-ঘোড়াকে খাওয়াবে, ঘোটকীগুলোকে দোয়াবে, কুমিস তৈরি করতে পারবে বলে

মহম্মদ শা-র বাড়িতে ইলিয়াস ও তার স্ত্রী থাকতে লাগল –

  1. আত্মীয়র মতো
  2. জ্ঞানদাতার মতো
  3. ধর্মগুরুর মতো
  4. ভাড়াটে মজুরের মতো

উত্তর – 4. ভাড়াটে মজুরের মতো

‘কিন্তু ক্রমে ক্রমে সব-সয়ে বলা হয়েছে? গেল।’ – কী সয়ে যাওয়ার কথা –

  1. শীত
  2. কষ্ট
  3. খাবার
  4. অত্যাচার

উত্তর – 2. কষ্ট

তবু এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে কার দুঃখ হত? –

  1. মহম্মদ শা-র
  2. অতিথির
  3. গ্রামবাসীর
  4. ব্যবসায়ীর

উত্তর – 1. মহম্মদ শা-র

‘দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হলো।’ – যার বাড়িতে –

  1. ইলিয়াস
  2. মোল্লা
  3. প্রতিবেশী
  4. মহম্মদশা

উত্তর – 2. মোল্লা

‘মহম্মদ শা ইলিয়াসকে একটা. এনে মারতে বলল।’ –

  1. ঘোড়া
  2. গোরু
  3. ভেড়া
  4. উট

উত্তর – 3. ভেড়া

‘অতিথিরা খাওয়া-দাওয়া করল,’ – খাওয়াদাওয়ার মধ্যে যে খাবার ছিল না –

  1. চা
  2. কুমিস
  3. মিষ্টি
  4. কোনোটিই নয়

উত্তর – 3. মিষ্টি

ইলিয়াসকে উদ্দেশ করে অতিথিদের কাছে মহম্মদ শা কী বলেছিল? –

  1. ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে
  2. যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা লক্ষ করেছেন কি
  3. একসময়ে সে এ তল্লাটের সবচেয়ে ধনী ছিল
  4. নামটা আপনারা হয়তো শুনে থাকবেন

উত্তর – 2. যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা লক্ষ করেছেন কি

‘… একসময় সে এ তল্লাটের সবচেয়ে ধনী ছিল।’ – উক্তিটির বক্তা –

  1. মহম্মদ শা
  2. ঠাক্কা
  3. ইলিয়াস
  4. উল্লেখিত কেউ নয়

উত্তর – 1. মহম্মদ শা

“জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি।” – উক্তিটির বক্তা কে? –

  1. ইলিয়াস
  2. অতিথি
  3. মহম্মদ শা
  4. পূর্বোক্ত কেউ নয়

উত্তর – 2. অতিথি

“তার স্ত্রী পর্দার আড়ালে গিয়ে কর্ত্রীর পাশে বসল।” – এখানে যার স্ত্রীর কথা বলা হয়েছে –

  1. গৃহস্বামীর
  2. অপরিচিত বন্ধুর
  3. ইলিয়াসের
  4. মোল্লার

উত্তর – 3. ইলিয়াসের

অতিথিরা ইলিয়াসকে কী বলে সম্বোধন করেছিল? –

  1. মহাশয়
  2. ইলিয়াস
  3. মান্যবর
  4. বাবাই

উত্তর – 4. বাবাই

‘পর্দার আড়াল থেকে শাম-শেমাগি বলতে লাগল’ – ‘শাম-শেমাগি’ হল –

  1. একটি খাবারের দোকানের মালিকের নাম
  2. ইলিয়াসের স্ত্রীর নাম
  3. একজন ব্যবসায়ী
  4. পূর্বোক্ত কোনোটিই নয়

উত্তর – 2. ইলিয়াসের স্ত্রীর নাম

‘সুখ খুঁজেছি; কিন্তু কখনও পাইনি।’ – কখন তারা সুখ পায়নি? –

  1. দরিদ্র থাকাকালীন
  2. গৃহস্বামীর কাজ করে
  3. দরিদ্র হওয়ার পরে
  4. ধনী থাকাকালীন

উত্তর – 4. ধনী থাকাকালীন

“অতিথিরা বিস্মিত।” – বিস্ময়ের কারণ কী? –

  1. শাম-শেমাগির বক্তব্য
  2. ইলিয়াসের বক্তব্য
  3. গৃহস্বামীর বক্তব্য
  4. কোনোটিই নয়

উত্তর – 1. শাম-শেমাগির বক্তব্য

‘আমি সত্য কথাই বলছি, তামাশা করছি না।’ – যে কথাকে তামাশা বলে মনে হয়েছিল –

  1. দুঃখের কথা
  2. আশার কথা
  3. সুখের কথা
  4. হতাশার কথা

উত্তর – 3. সুখের কথা

কতদিন ধরে তারা সুখ খুঁজেছিল? –

  1. জীবনভর
  2. দরিদ্র থাকাকালীন
  3. এক শতাব্দী ধরে
  4. অর্ধশতাব্দী ধরে

উত্তর – 4. অর্ধশতাব্দী ধরে

‘….আর কিছুই আমরা চাই না।’ – কী চায় না? –

  1. সুখ
  2. দুঃখ
  3. আনন্দ
  4. কোনো কিছুই নয়

উত্তর – 4. কোনো কিছুই নয়

‘ঈশ্বরের কাছে প্রার্থনা করবার সময় নেই।’ – কাদের সময় ছিল না? –

  1. ইলিয়াস ও তার স্ত্রীর
  2. গ্রামবাসীর
  3. গৃহস্বামীর
  4. অতিথিদের

উত্তর – 1. ইলিয়াস ও তার স্ত্রীর

ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় নেই কেন? –

  1. দুশ্চিন্তার জন্য
  2. উপহার নিয়ে চিন্তা, যাতে লোকে নিন্দা না করে
  3. মজুরদের দিকে নজর দিতে গিয়ে
  4. পূর্বোক্ত সব কিছুর জন্য

উত্তর – 4. পূর্বোক্ত সব কিছুর জন্য

“দুশ্চিন্তারও অন্ত ছিল না।” – দুশ্চিন্তা কী নিয়ে? –

  1. পরিবারের নিরাপত্তা নিয়ে
  2. গ্রামের নিরাপত্তা নিয়ে
  3. সম্পত্তি ও আতিথেয়তা নিয়ে
  4. পূর্বোক্ত কিছুই নয়

উত্তর – 3. সম্পত্তি ও আতিথেয়তা নিয়ে

‘কিন্তু ঘুমোবার উপায় নেই,’ – কারণ –

  1. মনে দুশ্চিন্তার জন্য
  2. যদি চোর এসে ঘোড়াগুলোই নিয়ে সরে পড়ে
  3. দুশ্চিন্তা পেরোতেই আর একটা এসে মাথা চাড়া দিত
  4. পূর্বোক্ত সবগুলোর জন্য

উত্তর – 1. মনে দুশ্চিন্তার জন্য

‘এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ ছিল;’ – মতবিরোধের কারণ –

  1. পারস্পরিক অবিশ্বাস
  2. প্রতিবেশীদের সঙ্গে ব্যবহার
  3. ধর্মীয় রীতিনীতি
  4. কাজের ধারা ও চিন্তার পার্থক্য

উত্তর – 4. কাজের ধারা ও চিন্তার পার্থক্য

“সেও তো পাপ।” – পাপটা কীসে? –

  1. পরস্পরের ঝগড়া
  2. পশুগুলোর যত্ন না নেওয়া
  3. মনিবের আদেশ অমান্য করা
  4. এর কোনোটিই নয়

উত্তর – 1. পরস্পরের ঝগড়া

‘কাজেই প্রভুর কাজে আমাদের লাভ বই লোকসান নেই।’ কথাটি বলছিলেন –

  1. শাম-শেমাগি
  2. ইলিয়াস
  3. ইলিয়াস ও শাম-শেমাগি
  4. শাম-শেমাগির স্বামী

উত্তর – 1. শাম-শেমাগি

“পঞ্চাশ বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি।” – কারা পেয়েছে? –

  1. ইলিয়াস ও তার স্ত্রী
  2. গ্রামবাসীরা
  3. অতিথিরা
  4. উল্লেখিত সকলেই

উত্তর – 1. ইলিয়াস ও তার স্ত্রী

“অতিথিরা হেসে উঠল।” – হেসে ওঠার কারণ কী? –

  1. ইলিয়াসের বোকামিতে
  2. ইলিয়াসের স্ত্রীর আচরণে
  3. মহম্মদ শা-র কথা শুনে
  4. ইলিয়াসের স্ত্রীর কথা শুনে

উত্তর – 4. ইলিয়াসের স্ত্রীর কথা শুনে

“অতিথিরা হেসে উঠল।” – এ কথা শুনে কে, কী বলেছিল? –

  1. মহম্মদ শা বলেছিল, ‘এটা শুনে হাসবেন না’
  2. ইলিয়াস বলেছিল, ‘বন্ধুগণ হাসবেন না’
  3. মোল্লা বলেছিল, ‘এটা খুব জ্ঞানের কথা’
  4. ইলিয়াস বলেছিল, ‘পবিত্র গ্রন্থে লেখা আছে’

উত্তর – 2. ইলিয়াস বলেছিল, ‘বন্ধুগণ হাসবেন না’

“এটা তামাশা নয়।” – কথাটি যার –

  1. মহম্মদ শা -এর
  2. ইলিয়াসের স্ত্রী -এর
  3. ইলিয়াস -এর
  4. পূর্বোক্ত কারোর নয়

উত্তর – 3. ইলিয়াস -এর

‘…..ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন।’ এ কথা বলেছিলেন –

  1. মোল্লা
  2. ইলিয়াস
  3. শাম-শেমাগি
  4. মহম্মদ শা

উত্তর – 2. ইলিয়াস

“এটা খুবই জ্ঞানের কথা।” – এই উক্তিটি কার? –

  1. ইলিয়াসের
  2. ইলিয়াসের স্ত্রী-র
  3. মোল্লার
  4. পূর্বোক্ত কারোর নয়

উত্তর – 3. মোল্লার

‘….পবিত্র গ্রন্থে লেখা আছে।’ – এখানে ‘পবিত্র গ্রন্থ’ বলতে কোন্ গ্রন্থের কথা বলা হয়েছে? –

  1. রামায়ণ
  2. মহাভারত
  3. ইলিয়াড
  4. কোরান

উত্তর – 4. কোরান

“শুনে অতিথিরা ভাবতে বসল।” – কী শুনে? –

  1. মহম্মদ শা -এর কথা
  2. মোল্লার কথা
  3. ইলিয়াসের স্ত্রীর কথা
  4. গ্রামবাসীর কথা

উত্তর – 2. মোল্লার কথা

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

‘ইলিয়াস’ গল্পটি কোন্ গ্রন্থ থেকে নেওয়া?

লিও তলস্তয়ের ‘Selected Stories’ গ্রন্থের ‘Stories for Young Readers’ নামক অধ্যায় থেকে ‘ইলিয়াস’ গল্পটি নেওয়া।

ইলিয়াস গল্পটি কত খ্রিস্টাব্দে লেখা হয়?

1885 খ্রিস্টাব্দে ‘ইলিয়াস’ গল্পটি লেখা হয়।

লিও তলস্তয়ের মূল গল্পের নাম কী ছিল?

মণীন্দ্র দত্ত কর্তৃক অনূদিত ‘ইলিয়াস’ গল্পের মূল নাম ‘ILYAS’।

ইলিয়াস কে?

উফা প্রদেশের একজন বাসাকির হলেন ইলিয়াস।

ইলিয়াস কোথায় বাস করত?

ইলিয়াস উফা প্রদেশে বাস করতেন।

ইলিয়াসের বাবা কবে মারা যান?

ইলিয়াসের বিয়ের এক বছর পর তার বাবা মারা যান।

ইলিয়াসের বিষয়সম্পত্তি বলতে কী কী ছিল?

সাতটা ঘোটকী, দুটো গোরু আর কুড়িটা ভেড়াই ছিল ইলিয়াসের বিষয়সম্পত্তি।

ইলিয়াসের সম্পত্তির শ্রীবৃদ্ধি ঘটল কীভাবে?

ইলিয়াসের পরিকল্পিত ব্যবস্থা ও পরিশ্রমের জোরে তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগল। এ-ছাড়া তার স্ত্রীও সারাদিন পরিশ্রম করত। ফলে সম্পত্তির শ্রীবৃদ্ধি ঘটেছিল।

কতদিন ধরে পরিশ্রম করে ইলিয়াস যথার্থই ধনী হয়?

পঁয়ত্রিশ বছর ধরে বহু পরিশ্রম করে ইলিয়াস বহু সম্পত্তির অধিকারী হয় এবং যথার্থই ধনী হয়ে ওঠে।

পঁয়ত্রিশ বছর পর ইলিয়াসের কী কী সম্পত্তি হয়?

পঁয়ত্রিশ বছর ধরে পরিশ্রম করার পর ইলিয়াসের যে সম্পত্তি হয় তা হল দুশো ঘোড়া, ‘দেড়শো গোরু-মোষ ও বারোশো ভেড়া।

ভাড়াটে মজুররা কী কাজ করত?

ভাড়াটে মজুররা ইলিয়াসের গোরু-ঘোড়ার দেখাশোনা করত।

ভাড়াটে মজুরানিরা কী করত?

ভাড়াটে মজুরানিরা দুধ দুইতো; কুমিস, মাখন আর পনির তৈরি করত।

‘কুমিস’ শব্দের অর্থ কী?

মূলত ঘোটকীর সংগৃহীত দুধ দিয়ে তৈরি একধরনের সুস্বাদু পানীয় হল ‘কুমিস’।

ইলিয়াসকে কারা ঈর্ষা করত?

ইলিয়াসের প্রতিবেশীরা ইলিয়াসের ধনবৃদ্ধি হওয়ায় তাকে ঈর্ষা করত।

প্রতিবেশীরা ইলিয়াসকে ঈর্ষা করত কেন?

ইলিয়াসের প্রচুর প্রতিপত্তি ছিল, তার বাড়ির নানা কাজ করার জন্য ভাড়াটে লোকজনও ছিল। সংসারের এই উন্নতি দেখে প্রতিবেশীরা তাকে ঈর্ষা করত।

ইলিয়াসকে কারা ভাগ্যবান বলত?

ইলিয়াসকে তাঁর প্রতিবেশীরা ভাগ্যবান বলত।

ধনী ইলিয়াসের সঙ্গে কারা দেখা করতে আসত?

দূরদূরান্ত থেকে বিভিন্ন অতিথি ধনী ইলিয়াসের সঙ্গে দেখা করতে আসত।

অতিথিরা এলে কোন্ কোন্ পশু মারা হত?

অতিথিরা বেশি সংখ্যায় এলে ভেড়া ও একটা বা দুটো ঘোটকী মারা হত।

ইলিয়াস কীভাবে অতিথি আপ্যায়ন করতেন?

অতিথিসকলকে স্বাগত জানিয়ে ইলিয়াস তাদের জন্য ভোজ্য ও পানীয়ের ব্যবস্থা করতেন। কুমিস, চা, শরবত আর মাংস খাওয়াতেন।

ইলিয়াসের কয়জন ছেলে মেয়ে?

ইলিয়াসের দুই ছেলে এবং এক মেয়ে।

দরিদ্র ইলিয়াসের ছেলেরা কী করত?

দরিদ্র ইলিয়াসের ছেলেরা বাবার সঙ্গে কাজ করত, গোরু ও ভেড়া চরাত।

ইলিয়াস ধনী হওয়ার পর ছেলেরা কী করত?

ইলিয়াস ধনী হওয়ার পর তার ছেলেরা খুব আয়েশি হয়ে পড়েছিল।

ইলিয়াসের বড়ো ছেলের কীভাবে মৃত্যু হয়?

মারামারির মধ্যে পড়ে গিয়ে ইলিয়াসের বড়ো ছেলের মৃত্যু হয়।

ইলিয়াস তার ছোটো ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল কেন?

ছোটো ছেলে বিয়ে করার পর ইলিয়াসের আদেশ অমান্য করতে শুরু করে। তারই শাস্তিস্বরূপ ইলিয়াস ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

ইলিয়াস ছোটো ছেলেকে কী কী সম্পত্তি দিয়েছিল?

ইলিয়াস ছোটো ছেলেকে একটি বাড়ি, কিছু গোরু ও ঘোড়া দিয়েছিল।

ইলিয়াসের সম্পত্তিতে কবে প্রথম টান পড়ে?

ইলিয়াসের বাড়ি থেকে ছোটো ছেলে ও ছেলের বউকে তাড়িয়ে দেওয়ার পর ইলিয়াস তাকে একটি বাড়ি ও কিছু গোরু ও ঘোড়া দেয়। তখন থেকেই তার সম্পত্তিতে টান পড়তে থাকে।

কারা ইলিয়াসের ঘোড়া চুরি করেছিল?

‘কিরবিজ’রা ইলিয়াসের ঘোড়া চুরি করেছিল।

‘কিরবিজ’ কারা?

‘Kirgh’z’ বা ‘কিরবিজ’ হল রাশিয়ার উপজাতি অধ্যুষিত অঞ্চলের যাযাবর শ্রেণির এক দুর্ধর্ষ দস্যুদল।

ইলিয়াসের স্ত্রীর নাম কী?

ইলিয়াসের স্ত্রীর নাম শাম-শেমাগি।

বৃদ্ধ বয়সে ইলিয়াস কোথায় থাকত?

বৃদ্ধ বয়সে স্ত্রীকে নিয়ে ইলিয়াস এক প্রতিবেশীর বাড়িতে বাস করত ও তাদের কাজ করে তারা দুজনে খাবার সংগ্রহ করত।

কত বছর বয়সে ইলিয়াস একেবারে নিঃস্ব হয়ে পড়ে?

সত্তর বছর বয়সে ইলিয়াস একেবারে নিঃস্ব হয়ে পড়ে।

সত্তর বছর বয়সে বাধ্য হয়ে ইলিয়াস কী করে?

সত্তর বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু ও গৃহপালিত পশুগুলো বিক্রি করে দেয়।

ইলিয়াসের বোঁচকায় কী ছিল?

ইলিয়াসের বোঁচকায় একটি লোমের তৈরি কোট, টুপি বুট আর জুতো ছিল।

ইলিয়াসের শেষ সম্বল বলতে কী ছিল?

ইলিয়াসের শেষ সম্বল বলতে ছিল একটি বোঁচকা যার মধ্যে ছিল একটি লোমের তৈরি কোট, টুপি, জুতো ও বুট এবং সঙ্গী ছিল বৃদ্ধা স্ত্রী শাম-শেমাগি।

বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার কেউ ছিল না কেন?

বৃদ্ধ দম্পতির বড়ো ছেলে ও মেয়ে মারা গেছে আর বিতাড়িত ছোটো পুত্র অনেক দূরদেশে চলে গেছে। তাই বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার কেউ ছিল না।

মহম্মদ শা কে?

মহম্মদ শা হলেন ইলিয়াসের প্রতিবেশী, যিনি বৃদ্ধ বয়সে ইলিয়াসকে আশ্রয় দিয়েছিলেন।

মহম্মদ শা-র বাড়িতে ইলিয়াস কী কী করতেন?

মহম্মদ শা-র বাড়িতে ইলিয়াস গ্রীষ্মে তরমুজ খেতে কাজ করত আর শীতকালে গোরু-ঘোড়াগুলোকে খাওয়াত।

মহম্মদ শা-র বাড়িতে শাম-শেমাগি কী করত?

শাম-শেমাগি ঘোটকীগুলোকে দুইত এবং কুমিস তৈরি করত।

“ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল।” – প্রতিবেশী কে?

আলোচ্য রচনায় প্রতিবেশী হলেন মহম্মদ শা।

মহম্মদ শা -এর লাভ হল কেন?

বুড়ো-বুড়ি সব কাজই ভালোভাবে করত, তাঁরা অলস ছিল না। তাই মহম্মদ শা -এর লাভ হল।

মহম্মদ শা -এর দুঃখ হত কেন?

ইলিয়াসের অতীত জীবনের সুখ-সমৃদ্ধির কথা স্মরণ করে এবং বর্তমানে বৃদ্ধ দম্পতির দুরবস্থা দেখে মহম্মদ শা-র দুঃখ হত।

অতিথিরা বিস্মিত হল কেন?

একসময় উফা প্রদেশের সবচেয়ে ধনী মানুষ ইলিয়াস বর্তমানে মহম্মদ শা-র বাড়িতে ভাড়াটে মজুর – এ কথা শুনে অতিথিরা বিস্মিত হল।

‘বাবাই, একবার এদিকে এসো তো।’ – কে, কাকে ‘বাবাই’ বলে ডাকে?

মহম্মদ শা ইলিয়াসকে ‘বাবাই’ বলে ডাকে। বাসকির উপজাতির মাতৃভাষায় ‘বাবাই’ শব্দটির অর্থ Grandfather বা ঠাকুরদা।

‘আচ্ছা ঠাকমা….’ – কে, কাকে ‘ঠাকমা’ বলেছে?

মহম্মদ শা-র বাড়িতে আগত এক অতিথি শাম-শেমাগিকে ‘ঠাকমা’ বলেছে।

শাম-শেমাগি কোথায় সত্যিকারের সুখ খুঁজে পেয়েছিল?

শাম-শেমাগির বর্তমানে বিষয়সম্পত্তি না থাকলেও সে মহম্মদ শা-র বাড়িতে সাধারণ মানুষের মতো বসবাস করে জীবনে সত্যিকারের সুখ খুঁজে পেয়েছিল।

বৃদ্ধ দম্পতি আগে সুখ পাননি কেন?

অর্ধশতাব্দী ধরে বৃদ্ধ দম্পতি সুখের সন্ধান করেছে। তারা ধনী ছিল, ফলে তাদের মনে ধনকেন্দ্রিক নানা দুশ্চিন্তা ছিল। তাই বৃদ্ধ দম্পতি পূর্বাবস্থায় সুখের সন্ধান পায়নি।

অতীতে ইলিয়াসের বাড়িতে অতিথি এলে শাম-শেমাগির কেন দুশ্চিন্তা হত?

অতিথিদের কী খাবার খেতে দেবে, কী উপহার দেবে যাতে লোকে নিন্দা করবে না ইত্যাদি ভেবে অতীতে শাম-শেমাগির দুশ্চিন্তা হত।

শাম-শেমাগি রাতে ঘুমোতে যাবার সময়ও দুশ্চিন্তা করত কেন?

ধনী শাম-শেমাগি রাতে ঘুমোতে যাবার আগে ভাবত এই বুঝি নেকড়েতে ঘোড়ার বাচ্চা বা গোরুর বাছুর নিয়ে গেল, কিংবা চোরে বোধহয় ঘোড়া চুরি করল, ভেড়ি বুঝি ছানাগুলোকে চেপে মেরে ফেলল। এইসব দুশ্চিন্তায় তার ঘুম হত না।

মহম্মদ শা-র বাড়িতে বৃদ্ধ-দম্পতি সুখী কেন?

বৃদ্ধ দম্পতি গৃহস্বামী মহম্মদ শা-র সেবা করে সুখী। তাঁরা স্বেচ্ছায় পরিশ্রম করেন, বাড়িতে এলে উপযুক্ত আহার মেলে, শীতকালেও কোনো কষ্ট নেই। তা ছাড়া ঈশ্বর-প্রার্থনার সময় আছে, দুশ্চিন্তা নেই। এইসব কারণে বৃদ্ধ-দম্পতি সুখী।

জীবনে কত বছর ধরে ইলিয়াস-দম্পতি সুখ খুঁজে বেড়িয়েছিল?

দীর্ঘ পঞ্চাশ বছর ধরে ইলিয়াস-দম্পতি সুখের সন্ধান করে বেড়িয়েছিল।


আজকের এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পাঠের তৃতীয় অধ্যায়, ‘ইলিয়াস’ -এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নোত্তরগুলো নবম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নবম শ্রেণীর বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের উপকারে এসেছে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল/গুরুত্ব আলোচনা করো।

ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল/গুরুত্ব আলোচনা করো।

নবম শ্রেণি - বাংলা - ধীবর-বৃত্তান্ত - রচনাধর্মী প্রশ্নোত্তর

নবম শ্রেণি – বাংলা – ধীবর-বৃত্তান্ত – রচনাধর্মী প্রশ্নোত্তর

নবম শ্রেণি - বাংলা - ধীবর-বৃত্তান্ত - ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

নবম শ্রেণি বাংলা – ধীবর-বৃত্তান্ত – সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

ভারতের জনসংখ্যা বণ্টনে ভূপ্রকৃতি ও জলবায়ুর প্রভাব কীরূপ?

সমীস্থ বিকারক ও অতিরিক্ত বিকারক সম্পর্কে লেখো।

গ্রাম-অণু, গ্রাম-অণুর সংখ্যা বা মোল সংখ্যা বলতে কী বোঝায়?

C-12 স্কেলে কোনো মৌলের পারমাণবিক ভর সম্পর্কে লেখো।

হিমালয় পার্বত্য অঞ্চল জনবিরল কেন?