সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে? মাত্রিক বিশ্লেষণের সাহায্যে R -এর একক নির্ণয় করো।

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে? একে সর্বজনীন বলা হয় কেন? মাত্রিক বিশ্লেষণের সাহায্যে R -এর একক এবং এককের মান নির্ণয় করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে? একে সর্বজনীন বলা হয় কেন? মাত্রিক বিশ্লেষণের সাহায্যে R -এর একক এবং এককের মান নির্ণয় করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “গ্যাসের আচরণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে? একে সর্বজনীন বলা হয় কেন? মাত্রিক বিশ্লেষণের সাহায্যে R -এর একক এবং এককের মান নির্ণয় করো।

সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে? একে সর্বজনীন বলা হয় কেন?

সর্বজনীন গ্যাস ধ্রুবক – এক গ্রাম-অণু বা \(1\) মোল যে-কোনো গ্যাসের ক্ষেত্রে \(PV=RT\), এই সমীকরণে \(R\) -কে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক।

\(R\) -এর মান সব গ্যাসের ক্ষেত্রে সমান কারণ এর মান গ্যাসের ধর্ম বা প্রকৃতির ওপর নির্ভর করে না, তাই এটি সর্বজনীন গ্যাস ধ্রুবক।

মাত্রিক বিশ্লেষণের সাহায্যে R -এর একক এবং এককের মান নির্ণয় করো।

\(PV=nRT\\\)

∴ \(R=\frac{PV}{nT}\)

∴ \(\left[R\right]=\left[\frac{ML^{-1}T^{-2}L^3}{mol⋅K}\right]\)

বা, \(R=\frac{ML^2T^{-2}}{mol⋅K}\)

বা, R=কার্যমোল×উষ্ণতা

∴ \(R\) -এর একক হবে জুল মোল\({}^{-1}K^{-1}\) বা আর্গ মোল\({}^{-1}K^{-1}\) বা \(L\;atm\;mol^{-1}K^{-1}\)

\(L\;atm\;mol^{-1}K^{-1}\) এককে \(R\) -এর মান –

অ্যাভোগাড্রো প্রকল্প অনুসারে স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় \(\left(STP\right)\) এক গ্রাম-অণু যে-কোনো গ্যাসের আয়তন \(22.4\) লিটার। এখন \(P=1\;atm,\;T=273.16K\)ও \(V=22.4L\) হলে,

∴ \(R=\frac{PV}T\)

বা, \(R=\frac{1\times22.4}{273.16}\times\frac{atm\times L}{K\times mol}\)

বা, \(R=0.082\;L\;atm\;mol^{-1}K^{-1}\)

∴ \(L\;atm\;mol^{-1}K^{-1}\) এককে \(R\) -এর মান – \(R=0.082\;L\;atm\;mol^{-1}K^{-1}\)।

\(CGS\) পদ্ধতিতে \(R\) -এর মান –

∴ \(R=\frac{PV}T\)

বা, \(R=\frac{76\times13.6\times981\times22400}{273.16}\)

বা, \(R=8.314\times10^7\) আর্গ মোল\({}^{-1}K^{-1}\)

∴ \(CGS\) পদ্ধতিতে \(R\) -এর মান – \(8.314\times10^7\) আর্গ মোল\({}^{-1}K^{-1}\)।

\(SI\) পদ্ধতিতে \(R\) -এর মান –

∴ \(R=\frac{PV}T\)

বা, \(R=\frac{0.76\times13600\times9.81\times22.4\times10^{-3}}{273.16}\)

বা, \(R=8.314\) জুল মোল\({}^{-1}K^{-1}\)

∴ \(SI\) পদ্ধতিতে \(R\) -এর মান – \(8.314\) জুল মোল\({}^{-1}K^{-1}\)।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

সর্বজনীন গ্যাস ধ্রুবক বলতে কি বোঝো।

সর্বজনীন গ্যাস ধ্রুবক (R) হল একটি ভৌত ধ্রুবক যা আদর্শ গ্যাস সমীকরণ PV = nRT-এ ব্যবহৃত হয়। এটি এক গ্রাম-অণু বা 1 মোল যে কোনো গ্যাসের জন্য PV = RT সমীকরণে প্রযোজ্য।

R -কে সর্বজনীন বলা হয় কেন?

R -কে সর্বজনীন বলা হয় কারণ –
1. এর মান সব গ্যাসের ক্ষেত্রে সমান।
2. এটি গ্যাসের প্রকৃতি বা ধর্মের উপর নির্ভর করে না।
3. এটি সার্বজনীনভাবে সকল আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য।

SI পদ্ধতিতে R -এর মান কত?

∴ CGS পদ্ধতিতে R -এর 8.314 জুল মোল-1K-1

CGS পদ্ধতিতে R -এর মান কত?

∴ CGS পদ্ধতিতে R -এর 8.314 × 107 আর্গ মোল-1K-1

R -এর ভৌত তাৎপর্য কী?

R হল গ্যাসের কাজ বা শক্তি এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক স্থাপনকারী ধ্রুবক। এটি প্রতি মোল গ্যাসের জন্য প্রতি কেলভিন তাপমাত্রা বৃদ্ধিতে কতটা শক্তি বিনিময় হয় তা নির্দেশ করে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে? একে সর্বজনীন বলা হয় কেন? মাত্রিক বিশ্লেষণের সাহায্যে R -এর একক এবং এককের মান নির্ণয় করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে? একে সর্বজনীন বলা হয় কেন? মাত্রিক বিশ্লেষণের সাহায্যে R -এর একক এবং এককের মান নির্ণয় করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “গ্যাসের আচরণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

মানবচক্ষুর বিভিন্ন অংশগুলি একটি ছকের মাধ্যমে উল্লেখ করো।

মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া ও প্রেসবায়োপিয়া কাকে বলে? এই ত্রুটি প্রতিকার করার পদ্ধতি

উপযোজন কাকে বলে? দূরবর্তী ও নিকটবর্তী বস্তু দেখার ক্ষেত্রে উপযোজনের গুরুত্ব

অক্ষিগোলকের আলোক প্রতিসারক মাধ্যমগুলি কী কী? তাদের কাজ বর্ণনা করো।

অক্ষিগোলকের আবরকগুলি সংক্ষেপে বর্ণনা করো।