পরিবহণের গুরুত্ব আলোচনা করো।

Rahul

 এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পরিবহণের গুরুত্ব আলোচনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

পরিবহণের গুরুত্ব আলোচনা করো
পরিবহণের গুরুত্ব আলোচনা করো

পরিবহণের গুরুত্ব –

ভারতের কৃষি, শিল্প, বাজার ও প্রাকৃতিক সম্পদ ব্যবহারে পরিবহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি খাদ্য সরবরাহ, দ্রুত ত্রাণ পাঠানো, সৈন্য চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্য সহজ করে। শিক্ষা, সংস্কৃতি বিস্তার এবং জাতীয় আয় বৃদ্ধিতেও এর ভূমিকা অপরিসীম। সামগ্রিক উন্নয়নের জন্য এটি অপরিহার্য।

  • কৃষি – ভারত একটি কৃষিপ্রধান দেশ। ভারতীয় অর্থনীতি কৃষিজ দ্রব্যের উৎপাদন ও সুষ্ঠু বণ্টনের ওপর নির্ভরশীল। ভারতের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ফসল উৎপন্ন হয়। ভারতের পরিবহণে কৃষিজাত পণ্যই সর্বাধিক পরিমাণে বহন করা হয়।
  • প্রাকৃতিক সম্পদ আহরণ – মানুষ বিভিন্ন বনজ ও খনিজ সম্পদ আহরণ করে তার নিজের প্রয়োজন মেটানোর জন্য। কিন্তু প্রয়োজনীয় সমস্ত ধরনের সামগ্রী মানুষের নাগালের মধ্যে না থাকায় পরিবহণ ব্যবস্থার সাহায্য নিতে হয়।
  • কৃষির আধুনিকীকরণ – ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের জোগান অব্যাহত রাখতে কৃষির উন্নয়ন দরকার। তাই উচ্চফলনশীল বীজ, কীটনাশক, সার ও আধুনিক কৃষি যন্ত্রপাতি ইত্যাদি কৃষিক্ষেত্রে আনা এবং উৎপাদিত ফসল বাজারে পাঠানোর জন্য পরিবহণ ব্যবস্থা অপরিহার্য।
  • বাজার ও চাহিদা – উপযোগিতা সম্পন্ন বস্তু বাজারে চাহিদা সৃষ্টি করে। কিন্তু সেই চাহিদা মেটানোর ব্যবস্থা বা বাজারের আয়তন ও পরিধি কেমন হবে তা অনেকটাই নির্ভর করে পরিবহণের সুযোগসুবিধার ওপর। তাই বাজার বা চাহিদা সৃষ্টিতে পরিবহণের ভূমিকা রয়েছে।
  • শিল্পোন্নয়নের ভিত্তি – শিল্পকেন্দ্রে যন্ত্রপাতি, কাঁচামাল, শক্তিসম্পদ ও শ্রমিক সরবরাহ প্রভৃতি এবং শিল্পজাত দ্রব্যাদি রপ্তানির জন্য উন্নত পরিবহণের প্রয়োজন। তাই শিল্পোন্নয়নের জন্য পরিবহণ ব্যবস্থা অপরিহার্য।
  • প্রতিষ্ঠা – দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষার প্রয়োজনে পরিবহণ ব্যবস্থার উন্নতি প্রয়োজন। গভীর অরণ্য, দুর্গম পার্বত্য অঞ্চল এবং শুষ্ক, রুক্ষ মরু অঞ্চল দিয়ে সৈন্য ও যুদ্ধের সাজসরঞ্জাম চলাচলের জন্য পরিবহণ ব্যবস্থা উন্নত হওয়া প্রয়োজন।
  • ত্রাণকার্য – প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ ঝড়, প্লাবন, ভূমিকম্প প্রভৃতি অথবা যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে অতিদ্রুত সাহায্য পাঠানো জরুরি। এই ত্রাণকার্যে পরিবহণের গুরুত্ব অপরিসীম।
  • জাতীয় আয়বৃদ্ধি – খনিজ, বনজ, প্রাণীজ, শিল্পজ এবং কৃষিজ প্রভৃতি দ্রব্য পরিবহণ ব্যবস্থার উন্নতির কারণে বিভিন্ন দেশে আমদানি-রপ্তানি করা যায়। এর ফলে একদিকে যেমন – কৃষি ও শিল্পের উন্নয়ন হয়। অন্যদিকে জাতীয় আয় বৃদ্ধি পায়।

এছাড়া পরিবহণ ব্যবস্থার অন্যান্য গুরুত্বগুলি হল –

  1. শিক্ষা ও সংস্কৃতির বিস্তার।
  2. শ্রমিকের সচলতা বৃদ্ধি।
  3. আঞ্চলিক প্রতিবন্ধকতা দূরীকরণ।
  4. বাণিজ্যের উন্নতি।
  5. জনবসতির বণ্টন।
  6. বিশেষীকরণে সহায়তা প্রভৃতি।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

পরিবহণ বলতে কী বোঝায়?

পরিবহণ হল মানুষ, পণ্য ও সেবা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের প্রক্রিয়া। এটি সড়ক, রেল, জল, বায়ু ও পাইপলাইনের মাধ্যমে সম্পন্ন হয়।

ভারতের মতো কৃষিপ্রধান দেশে পরিবহণের গুরুত্ব কী?

ভারতের মতো কৃষিপ্রধান দেশে পরিবহণের গুরুত্ব হলো –
1. কৃষিজাত পণ্য বাজারজাতকরণ ও বণ্টনে সহায়তা করে।
2. কৃষিতে আধুনিক প্রযুক্তি (যেমন — ট্রাক্টর, সার, বীজ) সরবরাহ করে।
3. উৎপাদিত ফসল দ্রুত ভোক্তার কাছে পৌঁছাতে সাহায্য করে।

পরিবহণ ব্যবস্থা শিল্পোন্নয়নে কীভাবে সাহায্য করে?

পরিবহণ ব্যবস্থা শিল্পোন্নয়নে যেভাবে সাহায্য করে থাকে সেগুলি হলো –
1. কাঁচামাল ও শক্তিসম্পদ শিল্পকেন্দ্রে পৌঁছায়।
2. শিল্পজাত পণ্য দেশ-বিদেশে রপ্তানি করা যায়।
3. শ্রমিকদের চলাচল সহজ করে উৎপাদন বৃদ্ধি করে।

ভারতের অর্থনীতিতে পরিবহণের ভূমিকা আলোচনা করো।

ভারতের অর্থনীতিতে পরিবহণের ভূমিকাগুলি হলো –
1. কৃষি ও শিল্পের উন্নয়ন – কাঁচামাল ও পণ্য পরিবহণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পায়।
2. বাণিজ্যিক সম্প্রসারণ – আমদানি-রপ্তানি বাড়ায় বৈদেশিক মুদ্রা অর্জন হয়।
3. রোজগার সৃষ্টি – ট্রান্সপোর্ট সেক্টরে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হয়।
4. জাতীয় আয় বৃদ্ধি – দক্ষ পরিবহণ ব্যবস্থা জিডিপি বৃদ্ধিতে সাহায্য করে।

পরিবহণ ব্যবস্থা প্রতিরক্ষায় কীভাবে গুরুত্বপূর্ণ?

1. সৈন্য ও অস্ত্রশস্ত্র দ্রুত স্থানান্তর করা যায়।
2. সীমান্ত ও দুর্গম অঞ্চলে যোগাযোগ রক্ষা করে।
3. যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগে ত্রাণকার্য ত্বরান্বিত করে।

পরিবহণের অন্যান্য সামাজিক গুরুত্ব কী?

পরিবহণের অন্যান্য সামাজিক গুরুত্বগুলি হলো –
1. শিক্ষা ও সংস্কৃতি বিস্তারে সাহায্য করে।
2. দূরবর্তী অঞ্চলের উন্নয়ন ঘটায়।
3. মানুষের গতিশীলতা ও কর্মক্ষেত্রের সুযোগ বৃদ্ধি করে।

পরিবহণ ব্যবস্থার উন্নয়নে ভারত সরকারের কিছু উদ্যোগ উল্লেখ করো।

পরিবহণ ব্যবস্থার উন্নয়নে ভারত সরকারের উদ্যোগগুলি হলো –
1. ভারতমালা প্রকল্প (সড়ক উন্নয়ন)।
2. ডেডিকেটেড ফ্রেট করিডোর (মালবাহী রেলপথ)।
3. সাগরমালা প্রকল্প (বন্দর সংযোগ)।
4. UDAN যোজনা (আঞ্চলিক বিমান পরিষেবা)।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পরিবহণের গুরুত্ব আলোচনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

ভারতের পূর্ব উপকূল অপেক্ষা পশ্চিম উপকূলে বন্দরের সংখ্যা বেশি কেন ব্যাখ্যা করো

ভারতের পূর্ব উপকূল অপেক্ষা পশ্চিম উপকূলে বন্দরের সংখ্যা বেশি কেন ব্যাখ্যা করো।

কলকাতার মেট্রোরেল বা পাতালরেল সম্পর্কে টীকা লেখো

কলকাতার মেট্রোরেল বা পাতালরেল সম্পর্কে টীকা লেখো।

জওহরলাল নেহেরু বন্দর সম্পর্কে টীকা লেখো

জওহরলাল নেহেরু বন্দর সম্পর্কে টীকা লেখো।

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

ধাতু নিষ্কাশনে তড়িৎবিশ্লেষণের প্রয়োগ উদাহরণসহ উল্লেখ করো।

তড়িৎলেপনের সময় কোন্ কোন্ বিষয়ের ওপর নজর রাখা প্রয়োজন?

লোহায় তামার প্রলেপ দিতে কোন ধাতু ক্যাথোড ও অ্যানোড হিসেবে ব্যবহার হয়? তড়িৎবিশ্লেষ্য কী? বিক্রিয়ার সমীকরণ লেখো।

তড়িৎলেপন পদ্ধতি বর্ণনা করো।

ধাতুর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ ও তড়িৎবিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ -এর মধ্যে পার্থক্য লেখো।