সাত বা আটটি বাক্যে যেকোনো ছ’টি প্রশ্নের উত্তর দাও – 4 × 6 = 24
(প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে প্রশ্নের উত্তর দাও) –
ইতিহাসের ধারণা
1. নারী সমাজের ইতিহাসচর্চার বিষয়গুলি আলোচনা করো।
2. আধুনিক ইতিহাসের উপাদানগুলি কী কী?
3. ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা আলোচনা করো।
4. ইতিহাসের উপাদানরূপে আত্মজীবনী ও স্মৃতিকথা কেন গুরুত্বপূর্ণ। বিপিনচন্দ্র পালের ‘সত্তর বৎসর’ গ্রন্থের মাধ্যমে তুলে ধরো।
5. রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী “জীবনস্মৃতি”র উপর আলোকপাত করো।
সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা
1. উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকার মূল্যায়ন করো।
2. ধর্মসংস্কার আন্দোলনরূপে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো।
3. চার্লস উড -এর নির্দেশনামাকে (ডেসপ্যাচ) ভারতের শিক্ষাবিস্তারে মা্যগনাকার্টা বলা হয় কেন?
4. নীলদর্পণ নাটকের মধ্যে দিয়ে উনিশ শতকের বাংলার সমাজের কীরূপ প্রতিফলন পাওয়া যায়?
5. পাশ্চাত্য শিক্ষাবিস্তারে জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুনের ভূমিকা লেখো।
6. হুতোম প্যাঁচার নকশা থেকে উনবিংশ শতকের কলকাতার সমাজ চিত্র কীভাবে ধরা পড়ে?
7. পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা উল্লেখ করো।
8. শ্রীরামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয় আদর্শ আলোচনা করো।
9. পাশ্চাত্য শিক্ষার প্রসারে রাজা রামমোহনের অবদান।
10. ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকায় বাংলার সমকালীন সমাজের কী চিত্র ফুটে উঠেছে?
11. হিন্দু পেট্রিয়ট পত্রিকা বাংলায় কী ধরনের সমাজচিত্র পাওয়া যায়?
12. বাংলায় পাশ্চাত্য শিক্ষাবিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা আলোচনা করো।
13. নব্যবঙ্গ আন্দোলনে ডিরোজিওর ভূমিকা পর্যালোচনা করো।
14. বাংলায় নারীশিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কর্মপ্রচেষ্টার মূল্যায়ন করো।
প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
1. ‘বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব’ এর ধারণাটি ব্যাখ্যা করো।
2. বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো।
3. নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো।
4. কী উদ্দেশ্যে উপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন?
5. সাঁওতাল বিদ্রোহের কারণ লেখো।
6. নীলবিদ্রোহে মধ্যবিত্ত বাঙালির শ্রেণির ভূমিকা কী ছিল?
7. মেদিনীপুরের চুয়াড় বিদ্রোহের বিবরণ দাও।
8. মুন্ডা বিদ্রোহের ফলাফল কী ছিল?
9. ফরাজি আন্দোলনের ব্যর্থতা হল কেন?
10. চুয়াড় বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো।
11. সন্ন্যাসী-ফকির বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো।
12. তিতুমীরের নেতৃত্বে বাংলার ওয়াহাবি আন্দোলনের উপর আলোকপাত করো।
সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
1. জাতীয়তাবাদ প্রসারে হিন্দুমেলার ভূমিকা বিশ্লেষণ করো।
2. ‘গোরা’ উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো।
3. 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল?
4. বঙ্গভাষা প্রকাশিকা সভাকে কেন প্রথম রাজনৈতিক সংগঠন বলা হয়?
5. ভারতসভার প্রতিষ্ঠা ও অগ্রগতির ক্ষেত্রে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আলোচনা করো।
6. হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
7. রবীন্দ্রনাথের ‘গোরা’ উপন্যাসের মাধ্যমে কীভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছিলেন?
8. গগনেন্দ্রনাথ ঠাকুরের লেখা বিভিন্ন ব্যঙ্গচিত্র কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা মূর্ত হয়েছে?
9. জমিদার সভা সম্পর্কে আলোচনা কর।
10. আনন্দমঠ উপন্যাসটি জাতীয়তাবাদের বিকাশ কিভাবে ঘটিয়েছিল?
বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথমভাগ পর্যন্ত) বৈশিষ্ট্য ও পর্যালোচনা
1. বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকার মূল্যায়ন করো।
2. রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাভাবনার সমালোচনামূলক আলোচনা করো।
3. শিক্ষাবিস্তারে ছাপাখানার ভূমিকা সম্পর্কে লেখো।
4. বাংলায় ছাপাখানার বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো।
5. বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসারে মহেন্দ্রলাল সরকারের ভূমিকা কী ছিল?
6. বাংলার ছাপাখানার বিকাশে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা বিশ্লেষণ করো।
7. ঔপনিবেশিক শিক্ষা ধারণার সমালোচনা কীভাবে করা হয়?
8. ছাপাখানা বিকাশের ক্ষেত্রে ইউ রায় অ্যান্ড সন্স -এর ভূমিকা আলোচনা কর।
বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন
1. বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে জাতীয় কংগ্রেসের দৃষ্টিভঙ্গি আলোচনা করো।
2. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা বর্ণনা করো।
3. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণের চরিত্র আলোচনা করো।
4. দলিত অধিকার বিষয়ে গান্ধি-আম্বেদকর বিতর্ক আলোচনা করো।
5. আইন অমান্য আন্দোলন পর্বে ছাত্র আন্দোলনের পরিচয় দাও।
6. অসহযোগ আন্দোলন পর্বে নারী আন্দোলনের পরিচয় দাও।
উত্তর-ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব (1947-1964)
1. স্বাধীনতা লাভের পর ভারতীয় রাজ্যগুলোকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কী কী প্রচেষ্টা হয়েছিল?
2. কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়।
3. জুনাগড়ের ভারতভুক্তির বিষয়ে আলোচনা করো।
4. দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তি সম্পর্কে আলোচনা করো।
5. উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারতের সরকারি উদ্যোগ আলোচনা করো।
6. ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল?
7. কাশ্মীর রাজ্যের সমস্যা ও অন্তর্ভুক্তি সম্পর্কে আলোচনা করো।
8. হায়দ্রাবাদের ভারতভুক্তি সম্পর্কে আলোচনা করো।
9. 1947 খ্রিস্টাব্দের পরবর্তী উদ্বাস্তু সমস্যা কী ছিল?
পনেরো বা ষোলটি বাক্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও – 8 × 1 = 8
সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা
1. বাংলার নবজাগরণ বলতে কী বোঝায়? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কী? (3 + 5)
2. উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। সতীদাহ প্রথাবিরোধী আন্দোলনের রামমোহনের ভূমিকা উল্লেখ করো। (3 + 5)
3. উনিশ শতকের বাংলার সমাজ সংস্কারে ব্রাহ্মসমাজের উদ্যোগ আলোচনা করো।
4. প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝো? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা উল্লেখ করো। (5 + 3)
5. ভারতে ইংরেজি তথা পাশ্চাত্য শিক্ষার প্রসার কীভাবে ঘটে?
6. বাংলায় নবজাগরণের চরিত্র আলোচনা করো। বাংলার নবজাগরণ বিষয়ক বিতর্ক পর্যালোচনা করো।
7. পাশ্চাত্য শিক্ষাবিস্তারে সরকারি ভূমিকা আলোচনা করো।
প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
1. সন্ন্যাসী-ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? এই বিদ্রোহ ব্যর্থ হলো কেন? (5 + 3)
2. মুন্ডা বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো।
3. তিতুমীরের নেতৃত্বে বাংলায় ওয়াহাবি বিদ্রোহের পরিচয় দাও।
4. নীলবিদ্রোহের কারণ আলোচনা করো। এই বিদ্রোহের বৈশিষ্ট্য আলোচনা করো।
সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
1. 1857 খ্রিস্টাব্দ বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো।
বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথমভাগ পর্যন্ত) বৈশিষ্ট্য ও পর্যালোচনা
1. বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সমুহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
2. রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীর উদ্যোগ পর্যালোচনা করো।
3. কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কতখানি?
4. বাংলায় জাতীয় শিক্ষা পরিষদের অবদানের মূল্যায়ন করো।
বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন
1. বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কী মনে করো যে, এই আন্দোলন ভূমিহীন কৃষকশ্রেণি এবং কৃষিশ্রমিকদের স্বার্থরক্ষায় সফল হয়েছিল?
2. বিশ শতকে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির অংশগ্রহণের চরিত্র বিশ্লেষণ করো।
3. ভারতছাড়ো আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের মূল্যায়ন করো।
4. টীকা লেখো – ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি।
বিশ শতকে ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
1. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। এই আন্দোলন কতটা সফল হয়েছিল?
2. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণের চরিত্র আলোচনা করো।
ভারতবর্ষের মানচিত্রে স্থান চিহ্নিতকরণ
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো (1 × 4 = 4)
- মহাত্মা গান্ধির লবণ সত্যাগ্রহের সূচনাস্থল সবরমতি
- উত্তর-পূর্ব ভারতের রাজ্য মিজোরামের রাজধানী আইজল
- বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাক্ষী দিল্লি
- বিপ্লবী কার্যকলাপের একটি উল্লেখযোগ্য স্থান কাকোরি
- রুরকি যেখানে থমসন ইঞ্জিনিয়ারিং কলেজ (1847 খ্রিস্টাব্দ) প্রতিষ্ঠিত হয়
- 1857 -এর বিদ্রেহের একটি কেন্দ্র এলাহাবাদ
- কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ অধিবেশনের কেন্দ্র লখনউ
- কলকাতা প্রেসিডেন্সি অঞ্চল
- 1920 খ্রিস্টাব্দে কংগ্রেসের অধিবেশনের কেন্দ্র নাগপুর
- কৃষকবিদ্রোহের একটি কেন্দ্র প্রতাপগড়
- ভারতের উত্তর-পূর্বের রাজ্য নাগাল্যান্ডের রাজধানী কোহিমা
- 1857 -এর বিদ্রেহের একটি কেন্দ্র জব্বলপুর
- 1906 খ্রিস্টাব্দে স্থাপিত ইম্পিরিয়াল ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউট -এর অবস্থান – দেরাদুন
- 1857 -এর বিদ্রোহের একটি কেন্দ্র গোয়ালিয়র
- সাঁওতাল বিদ্রোহের এলাকা
- চুয়াড় বিদ্রোহের এলাকা
- স্বাধীন ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা
- কংগ্রেসের একটি গুরুত্ব অধিবেশনের কেন্দ্র ত্রিপুরি
- পোর্তুগীজ ও ঔপনিবেশিক বাণিজ্যকেন্দ্র দিউ
- উত্তর-পূর্ব ভারতের রাজ্য মনিপুরের রাজধানী ইম্ফল
- ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য অন্ধ্রপ্রদেশ
- স্বাধীনতার পূর্বে সাম্প্রদায়িক হিংসার কেন্দ্র নোয়াখালি
- কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ার
- গান্ধিজির সত্যাগ্রহের কেন্দ্র খেদা
- অমৃতসর যেখানে জালিয়ানওয়ালাবাগ অবস্থিত
- স্বাধীন ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ
- ভারত ছাড়ো আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র মুঙ্গের
- গান্ধিজির সত্যাগ্রহের কেন্দ্র বারদৌলি
- ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য হরিয়ানা
- একটি কৃষক বিদ্রোহের কেন্দ্র রংপুর।
- দেশীয় রাজ্য হায়দ্রাবাদ
- বারাসাত বিদ্রোহের এলাকা/নীল বিদ্রোহের কেন্দ্র বারাসাত
- নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর/নীল বিদ্রোহের একটি কেন্দ্র
- মুন্ডা বিদ্রোহের এলাকা
- মহাবিদ্রোহের (1857) কেন্দ্র ঝাঁসি
- পুনর্গঠিত রাজ্য গুজরাট
- সন্ন্যাসী-ফকির বিদ্রোহের এলাকা
- কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশনের কেন্দ্র সিমলা
- দেশীয় রাজ্য অযোধ্যা
- ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের রাজ্য অসমের রাজধানী গুয়াহাটি
- দলিত আন্দোলনের অন্যতম চুক্তি সাক্ষরের স্থান – পুনা
- ফরাসি অধিকৃত অঞ্চল পন্ডিচেরি
- ভারতের উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলা
- দেশীয় রাজ্য ত্রিবাঙ্কুর
- পোর্তুগিজ ঔপনিবেশিক বাণিজ্যকেন্দ্র কালিকট
- পোর্তুগিজ ঔপনিবেশিক বাণিজ্যকেন্দ্র গোয়া।
- দেশীয় রাজ্য জুনাগড়
- 1857 -র বিদ্রোহের একটি কেন্দ্র ব্যারাকপুর
- দেশীয় রাজ্য কাশ্মীর
- কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ অধিবেশনের কেন্দ্র লাহোর
- সাঁওতাল পরগনা
- দেশীয় রাজ্য মহীশূর
- 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের অধিবেশনের কেন্দ্র সুরাট
- ঔপনিবেশিক আমলের বাণিজ্যকেন্দ্র মাদ্রাজ
- সত্যাগ্রহ আন্দোলনের কেন্দ্র আমেদাবাদ
- 1857 -র বিদ্রোহের একটি কেন্দ্র মিরাট
- অসহযোগ আন্দোলনের একটি কেন্দ্র কানপুর
- গান্ধিজির সত্যাগ্রহের একটি কেন্দ্র চম্পারন
- নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী কলকাতা
- কৃষকবিদ্রোহের কেন্দ্র পাবনা
- অসহযোগ আন্দোলনের কেন্দ্র বম্বে
- সূর্য সেনের বিপ্লবী কর্মকান্ডের কেন্দ্রস্থল চট্টগ্রাম।





মন্তব্য করুন