Madhyamik History Suggestion 2026 Wbbse – ঠিক বা ভুল নির্ণয়

Rahul

এই আর্টিকেলে আমরা WBBSE বোর্ডের 2026 সালের মাধ্যমিক ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করবো। এখানে দেওয়া ‘ঠিক বা ভুল নির্ণয় কর‘ প্রশ্নগুলো আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Madhyamik History Suggestion 2026 Wbbse – ঠিক বা ভুল নির্ণয়

Madhyamik History Suggestion 2026 Wbbse – ঠিক বা ভুল নির্ণয়

1. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সীমাবদ্ধ ছিল কৃষকশ্রেণির মধ্যে।

উত্তর – ভুল।

2. নীলবিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার।

উত্তর – ঠিক।

3. ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মিঞা।

উত্তর – ভুল।

4. ‘দি বেঙ্গলী’ পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

উত্তর – ঠিক।

5. বিপিনচন্দ্র পালের জীবনস্মৃতির নাম ‘সত্তর বৎসর’।

উত্তর – ঠিক।

6. প্রথম ভারতীয় শব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত।

উত্তর – ভুল।

7. ড. অনিল শীল আঠারো শতককে ‘সভাসমিতির যুগ’ বলে অভিহিত করেছেন।

উত্তর – ভুল।

8. গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্রশিল্পী।

উত্তর – ঠিক।

9. লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী।

উত্তর – ভুল।

10. ভারতে কামান প্রথম ব্যবহৃত হয় পলাশীর যুদ্ধে।

উত্তর – ভুল।

11. 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আই.এফ.এ. শিল্ড জয় করেছিল।

উত্তর – ঠিক।

12. প্রথম বিধবাবিবাহ করেন শ্রীশচন্দ্র ন্যায়রত্ন।

উত্তর – ভুল।

13. ল্যান্ডহোল্ডার্স সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্নকুমার ঠাকুর।

উত্তর – ঠিক।

14. ‘নদীয়া কাহিনী’ গ্রন্থটি ‘শহরের ইতিহাস’ -এর অন্তর্গত।

উত্তর – ভুল।

15. বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্মসমাজের নেতা।

উত্তর – ভুল।

16. ফরোয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু।

উত্তর – ঠিক।

17. ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ।

উত্তর – ঠিক।

18. কলকাতা বিশ্ববিদ্যালয় -এর প্রথম মহিলা এম.এ. ছিলেন কাদম্বিনী বসু (গাঙ্গুলী)।

উত্তর – ভুল।

19. বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী।

উত্তর – ভুল।

20. দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত।

উত্তর – ভুল।

21. মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শংকর।

উত্তর – ঠিক।

22. ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল।

উত্তর – ভুল।

23. ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম।

উত্তর – ভুল।

24. বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর।

উত্তর – ভুল।

25. শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন।

উত্তর – ভুল।

26. মহাবিদ্রোহের সময় ভারতে গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি।

উত্তর – ভুল।

27. ‘গোরা উপন্যাসে’ রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন।

উত্তর – ভুল।

28. গান্ধিজি ও ডঃ আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন।

উত্তর – ভুল।

29. গান্ধিজি ফরোয়ার্ড ব্লক -এর প্রতিষ্ঠাতা ছিলেন।

উত্তর – ভুল।

30. ‘অশনি সংকেত’ চলচ্চিত্রের নির্মাতা ঋত্বিক ঘটক।

উত্তর – ভুল।

31. 1911 খ্রিস্টাব্দে ইস্টবেঙ্গল ক্লাব আইএফএ শিল্ড জয় করে।

উত্তর – ভুল।

32. ক্রিকেট ‘খেলার রাজা’ নামে পরিচিত।

উত্তর – ভুল।

33. কৌশিক চট্টোপাধ্যায়ের গবেষণার বিষয়বস্তু হল ক্রিকেট।

উত্তর – ভুল।

34. গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা প্রকাশ করেন হরিনাথ মজুমদার।

উত্তর – ঠিক।

35. ‘কাঙাল ফকির চাঁদ’ নামে হরিনাথ মজুমদার বাউলগান লেখেন।

উত্তর – ঠিক।

36. দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্মসমাজ ‘আদি ব্রাহ্মসমাজ’ নামে পরিচিতি লাভ করে।

উত্তর – ঠিক।

37. বোম্বাই-এ বিধবাবিবাহ আন্দোলন উদ্যোগী হয় প্রার্থনা সমাজ।

উত্তর – ঠিক।

38. গোঁসাইজি নামে পরিচিত ছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী।

উত্তর – ঠিক।

39. নব্য বৈষ্ণবধর্মের প্রবক্তা হলেন বিজয়কৃষ্ণ গোস্বামী।

উত্তর – ঠিক।

40. পাগলপন্থী বিদ্রোহের প্রতিষ্ঠাতা হলেন টিপু।

উত্তর – ঠিক।

41. পাগলপন্থী বিদ্রোহের নেতা ছিলেন করিম শাহ।

উত্তর – ঠিক।

42. আবদুল ওয়াহাব বাংলাদেশে ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন।

উত্তর – ভুল।

43. ফরাজি আন্দোলনের চরিত্র একমাত্র ধর্মীয়।

উত্তর – ভুল।

44. ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম ছিল “তারিখ-ই-মহম্মদীয়া”।

উত্তর – ঠিক।

45. ভারতে ওয়াহাবি আন্দোলন বারাসাত বিদ্রোহ নামে পরিচিত ছিল।

উত্তর – ভুল।

46. অসহযোগ আন্দোলনের সময় কৃষক আন্দোলনের হিংসাত্মক কার্যকলাপে জওহরলাল নেহরু সমর্থন করেননি।

উত্তর – ঠিক।

47. কংগ্রেস ও খিলাফৎ নেতারা একা আন্দোলনে সমর্থন জানায়।

উত্তর – ঠিক।

48. মোপলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল।

উত্তর – ভুল।

49. ব্যক্তিগত সত্যাগ্রহে পট্টভি সীতারামাইয়া ‘সর্দার’ উপাধি দেন।

উত্তর – ভুল।

50. কমিউনিস্ট পার্টি হায়দ্রাবাদের ভারতভুক্তির বিরোধিতা করেছিল।

উত্তর – ঠিক।

51. জুনাগড়ের শাসক ছিলেন জুলফিকার আলি ভুট্টো।

উত্তর – ভুল।

52. পোর্তুগাল তাদের ভারতীয় ভূখণ্ডের উপনিবেশগুলি প্রথমেই ছেড়ে দিতে রাজি ছিল।

উত্তর – ভুল।

53. যেসব উদ্বাস্তু মহিলার স্বামী বা প্রাপ্তবয়স্ক পুত্র সন্তান ছিল না তাদের ট্রানজিট ক্যাম্পে রাখা হত।

উত্তর – ভুল।

54. ‘রিমেম্বারিং পার্টিশন’ গ্রন্থটি রচনা করেছেন সাদাত হাসান মন্টো।

উত্তর – ভুল।

55. ‘সেদিনের কথা’ ও ‘যতদূর মনে পড়ে’ গ্রন্থ দুটি রচনা করেন যথাক্রমে জ্যোতি বসু ও মণিকুন্তলা সেন।

উত্তর – ভুল।

56. দেশপ্রাণ নামে বাংলা ভাষায় ঋত্বিক ঘটকের লেখা একটি গল্প হল ‘স্ফটিক পাত্র’।

উত্তর – ঠিক।

57. বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে বাংলার উচ্চ ও মধ্যবিত্ত হিন্দু নারীগণ অংশ নিয়েছিল।

উত্তর – ঠিক।

58. আজাদ হিন্দ বাহিনীতে নারীদের নিয়ে লক্ষ্মীবাই বাহিনী গড়ে ওঠে।

উত্তর – ভুল।

59. মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী।

উত্তর – ভুল।

60. বিপ্লবী গণেশ ঘোষ, অনন্ত সিং প্রমুখকে আদালত থেকে পালাতে সহায়তা করার উদ্দেশ্যে কল্পনা দত্ত কলকাতা থেকে বিস্ফোরক আনেন।

উত্তর – ঠিক।

61. ভারতের প্রথম ছাত্রী সংগঠন হল কলকাতার ছাত্রীসংঘ।

উত্তর – ভুল।

62. ভারতে স্বাধীনতা লাভের পর হায়দ্রাবাদের নিজাম ভারতে যোগদানের কথা ঘোষণা করেন।

উত্তর – ভুল।

63. 61টি দেশীয় রাজ্যকে নিয়ে ভারতের 5টি বড়ো প্রদেশ গড়ে ওঠে।

উত্তর – ভুল।

64. ডা. মহেন্দ্রলাল সরকার ছিলেন বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা।

উত্তর – ভুল।

65. রবীন্দ্রনাথ শিক্ষা ব্যবস্থায় প্রকৃতি ও মানুষের মেলবন্ধন চেয়েছিলেন।

উত্তর – ঠিক।

66. কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন তারকনাথ পালিত।

উত্তর – ঠিক।

67. 1921 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

উত্তর – ঠিক।

68. 1930 খ্রিস্টাব্দে 6 এপ্রিল গান্ধিজি লবণ আইনভঙ্গের মাধ্যমে আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন।

উত্তর – ঠিক।

69. বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন রাসবিহারী ঘোষ।

উত্তর – ভুল।

70. 1932 সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

উত্তর – ঠিক।

71. মীর নিসার আলি ওরফে তিতুমীর বাঁশদুর্গ নির্মাণ করেছিলেন।

উত্তর – ঠিক।

72. ‘দেশ’ পত্রিকায় সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী ‘জীবনের ঝরাপাতা’ প্রথম প্রকাশিত হয়েছিল।

উত্তর – ঠিক।


2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের ইতিহাস একটি বাক্যে উত্তর দাও সাজেশন এখানেই শেষ হলো। এই প্রশ্নগুলি তোমাদের কতটা সাহায্য করলো বা অন্য কোনো বিষয়ের সাজেশন প্রয়োজন কিনা, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না!

এছাড়াও, টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারেন—আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।

Please Share This Article

Related Posts

Madhyamik Mathematics Suggestion 2026

Madhyamik Mathematics Suggestion 2026

Madhyamik Mathematics Suggestion 2026 - Mark 5

Madhyamik Mathematics Suggestion 2026 – Mark 5

Madhyamik Mathematics Suggestion 2026 – সংক্ষিপ্ত প্রশ্ন

Madhyamik Mathematics Suggestion 2026 – সংক্ষিপ্ত প্রশ্ন

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণস্থল উল্লেখ করে এর প্রধান কাজগুলি সংক্ষেপে বর্ণনা করো।

ইনসুলিন হরমোনের প্রধান কাজগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও।

হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ কাকে বলে? উদাহরণসহ হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি

প্রাণীদেহের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণে হরমোনের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে লেখো।

প্রাণী হরমোনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো।