এই আর্টিকেলে আমরা WBBSE বোর্ডের 2026 সালের মাধ্যমিক জীবন বিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করবো। এখানে দেওয়া সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Madhyamik Life Science Suggestion 2026 – সংক্ষিপ্ত প্রশ্ন
জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়
উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়াসম্প্রদান
1. ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলনের দুটি পার্থক্য লেখো।
2. ন্যাস্টিক চলনের দুইটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
3. টিউলিপ ফুল, সূর্যমুখী, ফার্ণ এবং লজ্জাবতীতে পরিলক্ষিত ন্যাস্টিক চলনের প্রকার উল্লেখ করো।
4. উদ্ভিদের আবিষ্ট চলন কি?
5. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ট্রপিক এবং ট্যাকটিক চলনের পার্থক্য লেখো।
- স্থানান্তর
- চলনের প্রকৃতি
- উদ্দীপকের ভূমিকা
6. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ফোটোট্রপিক ও ফোটোট্যাকটিক চলনের পার্থক্য লেখো।
- চলনের প্রকৃতি
- সংঘটন স্থল
7. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ন্যাষ্টিক এবং ট্যাকটিক চলনের পার্থক্য লেখো।
- স্থানান্তর
- সংঘটন স্থল
8. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ফোটোট্রপিক ও ফোটোন্যাস্টিক চলনের পার্থক্য লেখো।
- উদ্দীপকের ভূমিকা
- হরমোনের ভূমিকা
- চলনের প্রকৃতি
9. সিসমোন্যাস্টিক চলন কি?
10. বনচাঁড়ালের পার্শ্বপত্রের চলনের কারণ কি?
উদ্ভিদ ও প্রানীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয়
1. জিব্বেরেলিন হরমোন কীভাবে বীজের অঙ্কুরোদ্গম ঘটায় ও উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে?
2. হৃৎপিণ্ড ও লোহিত রক্তকণিকার ওপর থাইরক্সিন হরমোনের একটি করে প্রভাব লেখো।
3. নীচের কাজগুলো কোন কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তার একটি তালিকা তৈরী করো –
- দীর্ঘ অস্থির অগ্রস্থিত তরুণাস্থি অংশের অস্থিভবন ঘটিয়ে অস্থির দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়।
- বিদীর্ণ ডিম্বথলিকে পীতগ্রন্থি নামক অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থিতে পরিণত করে এবং এই গ্রন্থি থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে প্রয়োজনীয় উদ্দীপনা জোগায়।
- যকৃতে গ্লাইকোজেন ও লিপিড থেকে গ্লুকোজ উৎপাদনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
- প্রসবকালে জরায়ুর পেশির সংকোচন ঘটায়।
4. উদ্ভিদের বৃদ্ধি সংক্রান্ত কোন কোন কাজ অক্সিন দ্বারা নিয়ন্ত্রিত তার একটি তালিকা তৈরী করো।
5. নিম্নলিখিত বিষয়ে হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য নিরূপন করো।
- কাজের প্রকৃতি
- কাজের গতি
- কাজের স্থায়িত্ব
- পরিণতি
6. কৃষির ফলন বৃদ্ধি ও আগাছা সমস্যা সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা বিশ্লেষণ করো।
7. “LH ও ICSH মানবদেহে জনন গ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে” বক্তব্যটির যথার্থতা বিচার করো।
8. উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের ওপর জিব্বেরেলিন হরমোন কী কী প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো।
9. নিম্নলিখিত ক্রিয়াগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম তালিকাভুক্ত করো –
- রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ,
- থাইরয়েড গ্রন্থির হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান,
- স্ত্রীদেহে করপাস লুটিয়ামের বৃদ্ধি ঘটানো ও প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণে উদ্দীপনা প্রদান,
- উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করা।
10. মানবদেহে জনন গ্রন্থি থেকে হরমোন ক্ষরণে GTH -এর দুটি ভূমিকা লেখো।
11. কোন হরমোনকে “আপদকালীন হরমোন” বলা হয় এবং কেন?
12. অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন?
13. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে টেস্টোটেরন ও প্রোজেস্টেরনের মধ্যে পার্থক্য নিরুপন করো।
- ক্ষরণ স্থল
- প্রকৃতি
- ক্রিয়াপদ্ধতি
14. নার্ভতন্ত্র ও হরমোনতন্ত্রের কার্যভিত্তিক দুটি পার্থক্য নির্দেশ করো।
15. LH ও ICSH -এর কাজ কি?
16. উদ্ভিদের মুলাগ্র অঙ্কুরিত মুকুল, ভুট্টার শস্যে উপস্থিত ভাজক কলা থেকে ক্ষরিত উদ্ভিদ হরমোনের নাম লেখো।
17. থাইরক্সিন হরমোনের দুটি কাজ লেখো।
18. হরমোন ও স্নায়ুতন্ত্রের একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য উল্লেখ করো।
19. STH -এর কাজ কি?
20. অ্যাড্রিনালিন ও নর অ্যাড্রিনালিন এর দুটি বিপরীতধর্মী ক্রিয়ার উল্লেখ করো।
21. বাহ্যিক ও আভ্যন্তরীণ উদ্দীপক বলতে কি বোঝো?
22. তোমার বিদ্যালয়ের মাঠে আগাছা জন্মেছে। কোন উদ্ভিদ হরমোন তুমি আগাছা দমনে প্রয়োগ করবে?
23. ট্রপিক হরমোন কাকে বলে?
24. পিট্যুইটারীকে “প্রভুগ্রন্থি’ বলা হয় কেন?
25. ইনসুলিন এবং গ্লুকাগন পরস্পরের বিপরীতে ক্রিয়া করে – বিবৃতিটির ব্যাখ্যা দাও।
26. হরমোনকে “রাসায়নিক দূত” বলা হয় কেন?
27. কেন হরমোনকে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক বলা হয়?
28. পার্থেনোকার্পি কি? এই পদ্ধতিতে সহায়তাকারী ফাইটোহরমোনের নাম কি?
29. কিভাবে থাইরক্সিন হরমোন মানবদেহের রক্ত সংবহন তন্ত্র ও মৌল বিপাক হার (BMR) -এর ক্ষেত্রে প্রভাব ফেলে?
30. সংশ্লেষিত কৃত্রিম উদ্ভিদ হরমোনের কৃষিকাজে ব্যবহারের দুটি ক্ষেত্র উল্লেখ করো।
প্রানীদেহের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়
1. হাঁচি ও কাশি প্রতিবর্ত দুইটি বিপদ এড়াতে সাহায্য করে – বক্তব্যটির যথার্থতা বিচার করো।
2. নীচের শব্দ দুটি ব্যাখ্যা করো –
- গ্যাংলিয়া
- সাইন্যাপস
3. কিভাবে সাইন্যাপস অংশে নার্ভ উদ্দীপনার পরিবহন ঘটে?
4. মায়োপিয়া ও হাইপেরোপিয়ার কারণ বর্ণনা করো।
5. একজন ব্যক্তি দূরের বস্তু দেখতে সক্ষম, কিন্তু কাছের বস্তুকে সঠিক ভাবে দেখতে অক্ষম – এর সম্ভাব্য কারণ অনুমান করো ও এই ধরনের সমস্যার ত্রুটি সংশোধনের ধারনা দাও।
6. দরজায় ঘণ্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে। সেই স্নায়বিক পথটি একটি শব্দচিত্রের মাধ্যমে দেখাও।
7. মেনিনজেসের ও C.S.F. এর অবস্থান উল্লেখ করো।
8. অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলির নাম নির্দিষ্ট ক্রমে লেখো।
9. চোখের কোন্ কোন্ দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত এবং উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয়?
10. নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি সহজাত বা কোনগুলি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া তা তালিকাভুক্ত করো।
- সদ্যোজাতের স্তন্যপানের ইচ্ছা
- সাইকেল চালানো হাঁচি
- ক্ষিপ্রতার সঙ্গে উইকেট কিপারের বল ধরা।
11. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে সংজ্ঞাবহ, আজ্ঞাবহ ও মিশ্র স্নায়ুর পার্থক্য নির্দেশ করো
- সংগঠনের ধরন স্নায়ু
- সংবেদনের পরিবহন অভিমুখ
- উদাহরণ
12. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে সেরিব্রাম ও সেরিবেলামের পার্থক্য নির্দেশ করো।
- মস্তিষ্কের মধ্যে অবস্থান
- সংযোজক
- কাজ
13. নীচের ঘটনাগুলি ঘটলে মানুষের প্রত্যাহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়া ঘটে। এই প্রতিবর্ত ক্রিয়া দুটির গুরুত্ব লেখো।
14. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি লেখো।
15. কিভাবে প্রতিবর্তক্রিয়া মানুষের প্রাত্যহিক জীবনে সহায়তা করে। দুটি উদাহরণের সাহায্যে বোঝায়?
16. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে সহজাত ও অর্জিত প্রতিবর্তের পার্থক্য নির্দেশ করো –
- উৎপত্তি
- স্থায়িত্ব
- শর্ত নির্ভরতা
- উদাহরণ
17. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে সংজ্ঞাবহ নিউরোন ও আজ্ঞাবহ নিউরোনের পার্থক্য নির্দেশ করো।
- স্নায়ুসংবেদন পরিবহন
- অ্যাক্সনের দৈর্ঘ্য
- ডেনড্রনের
- অ্যাক্সনের সংযোগ
18. সেরিবেলাম ও হাইপোথ্যালামাসের মুখ্য কাজগুলি লেখো।
19. মেডালা অবলংগাটার মুখ্য কাজ কি?
20. সহজাত ও অর্জিত প্রতিবর্তের দুটি পার্থক্য নির্দেশ করো।
21. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে চলন এবং গমনের পার্থক্য নির্দেশ করো।
- স্থানান্তর
- সংশ্লিষ্ট অঙ্গ
- সম্পর্ক
- সংশ্লিষ্ট জীব
22. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে নিউরোন ও নিউরোগ্লিয়ার পার্থক্য নির্দেশ করো –
- স্নায়ু সংবেদন পরিবহন
- কাজ
- বিভেদন/বিভাজন সক্ষমতা
23. অ্যাবডাকটর এবং অ্যাডাকটর পেশীর সংজ্ঞা সহ উদাহরণ দাও।
24. নার্ভ কিভাবে গঠিত হয়?
25. প্রতিবর্তচাপের একটি শব্দ প্রবাহ চিত্র উল্লেখ করো।
26. পীতবিন্দু কি? এর কাজ উল্লেখ করো।
27. রেটিনার অবস্থান ও কাজ লেখো।
28. স্নায়ুগ্রন্থি কাকে বলে? এর কাজ উল্লেখ করো।
29. নিউরো হরমোনের কাজ কি?
30. ডোয়ার্ফিজম ও ক্রেটিনিজমের পার্থক্য নির্দেশ করো।
31. অ্যাক্সন ও ডেনড্রনের একটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো।
32. সংজ্ঞাবাহী নিউরোন ও এক আজ্ঞাবাহী নিউরোনের মধ্যে পার্থক্য নির্দেশ করো।
33. নিউরোট্রান্সমিটার কাদের বলা হয়?
34. সংজ্ঞাবাহী নিউরোন ও এক আজ্ঞাবাহী নিউরোনের মধ্যে পার্থক্য নির্দেশ করো।
35. প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বলতে কি বোঝো?
36. CSF -এর কার্যকারিতা উল্লেখ করো।
37. মোটর নিউরোন কি?
38. নিউরোট্রান্সমিটার কি?
39. মেনিনজেস কি?
40. সেরিব্রাল সংবহন কি?
41. একটি স্নায়ুসংবেদন সাইন্যাপস অঞ্চলে কিভাবে পরিবাহিত হয়?
42. সেরিব্রাল কর্টেক্সের কাজগুলি কি কি?
43. একটি উদাহরণ সহ প্রতিবর্ত ক্রিয়ার সংজ্ঞা দাও।
44. শর্তনিরপেক্ষ প্রতিবর্ত কাকে বলে?
প্রানীদের সাড়াপ্রদানের একটি ধরন হিসাবে গমন
1. নীচের পেশিগুলোর সংকোচনের ফলে কী কী ঘটনা ঘটে তা ব্যাখ্যা করো।
- ফ্লেক্সর পেশি
- এক্সটেনসর পেশি
- অ্যাবডাকটর পেশি
- রোটেটর পেশি।
2. একটি বিশ্রামরত প্রানী গমনে উদ্যত হল। এর পেছনে চারটি সম্ভাব্য কারণ উল্লেখ করো।
3. বল এবং সকেট জয়েন্ট কি?
4. মানুষের গমন প্রক্রিয়ায় পেশীর প্রধান কাজগুলি লেখো।
5. মানুষের গমনকে কেন “দ্বিপদ গমন” বলা হয়?
6. গাছের কাণ্ড ও মূলে কোন ধরনের ট্রপিক চলন লক্ষ্য করা যায়?
7. মেনিনজেসের অবস্থান ও কাজ উল্লেখ করো।
8. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে সিলিয়া এবং ফ্ল্যাজেলার পার্থক্য নির্দেশ করে।
- অবস্থান
- প্রকৃতি
- কাজ
9. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে রেমিজেস এবং রেকট্রিসেস এর পার্থক্য লেখো।
- অবস্থান
- সংখ্যা
- কাজ
10. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে অ্যামিবা ও ইউগ্লিনার গমনের পার্থক্য নির্দেশ করো –
- গমন অঙ্গ
- গমন পদ্ধতি
- গমন মাধ্যম
- গমন অঙ্গের ধরন
11. ডায়াথ্রোসিসের-বিভিন্ন উপাদানের নাম বলো।
12. অ্যাসিটাবুলাম কি?
13. মাছের গমনে পাখনার ভূমিকা কি?
জীবনের প্রবাহমানতা
কোশ বিভাজন এবং কোশচক্র
1. অ্যামাইটোসিস কোশবিভাজনের দুটি বৈশিষ্ট্য লেখো।
2. ইন্টারফেজের G1 দশার দুটি ঘটনা উল্লেখ করো।
3. নিম্নলিখিত বৈশিষ্ট্যের নিরিখে উদ্ভিদকোশের মাইটোসিস ও প্রানীকোশের মাইটোসিসের মধ্যে পার্থক্য নিরূপন করো –
- বেমতন্তু গঠন
- সাইটোকাইনেসিস পদ্ধতি
4. মিয়োসিস কোশ বিভাজনের নীচের দুটি তাৎপর্য ব্যাখ্যা করো –
- প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা
- জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি
5. নিউক্লিয়াস বিভাজনের অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের যে যে পরিবর্তন হয় তা লিপিবদ্ধ করো।
6. মানব বিকাশের বয়ঃসন্ধি দশায় যে যে পরিবর্তন ঘটে তার একটি তালিকা তৈরী করো।
7. কোশচক্রে নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহে ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্ক প্রতিষ্ঠা করো।
8. মিয়োসিস কোশবিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যার হ্রাস ও ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে – এই ঘটনাদুটির তাৎপর্য কী কী তা বিশ্লেষণ করো।
9. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস কোশ বিভাজনের ক্যারিকাইনেসিসের দশাগুলি শনাক্ত করো –
- ক্রোমোজোমগুলির কোশের বিষুব অঞ্চল বরাবর অবস্থান ও নির্দিষ্ট নিয়মে সজ্জা
- বেমতন্তুর বিলুপ্তি
- নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের বিলুপ্তি
- অপত্য ক্রোমোজোমের কোশের বিপরীত মেরুতে গমন।
10. কোশচক্রের দুটি গুরুত্ব লেখো।
11. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে DNA ও RNA এর মধ্যে পার্থক্য নিরূপণ করো –
- পিরিমিডিন ক্ষারক
- 5C যুক্ত শর্করা
12. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ক্রোমোজোম ও ক্রোমাটিডের মধ্যে পার্থক্য নির্দেশ করো।
- গঠন
- সংখ্যা
- মূল গঠনগত উপাদান
13. মাইটোটিক কোশ বিভাজনের দুটি তাৎপর্য উল্লেখ করো।
G1 দশা ও G2 দশার গুরুত্ব কি?
14. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাথমিক খাঁজ ও গৌণ খাঁজের পার্থক্য নির্দেশ করো –
- সংযোগ
- বেমতন্তুর সহিত সংযুক্তি
- সংখ্যা
15. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে অটোজোম ও অ্যালোজোমের পার্থক্য নির্দেশ করো।
- কাজ
- সংখ্যা
- প্রকৃতি
16. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইডের পার্থক্য নির্দেশ করো –
- সংগঠন
- গঠনগত একক
17. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মিয়োসিস-।। এবং মাইটোসিসের মধ্যে তুলনা কর।
- পর্যায়
- ক্রোমাটিডের পৃথকীকরণ
- ক্রোমোজোম প্রকৃতি
18. মিয়োসিস কোশবিভাজনের তাৎপর্য উল্লেখ করো।
19. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মিয়োসিস-। এবং মিয়োসিস-।। এর পার্থক্য লেখো।
- ক্রোমোজোমের পৃথকীকরণ
- ক্রসিংওভার
20. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে উদ্ভিদকোশ ও প্রানীকোশের সাইটোকাইনেসিসের পার্থক্য নির্দেশ করো।
- পদ্ধতি
- সময়
- অপত্য কোশের সংযুক্তি
- অভিমুখ
21. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে সাইন্যাপস্ ও সাইন্যাপসিসের পার্থক্য নির্দেশ কর –
- অবস্থান
- সংযোগ
- ক্ষরণ
- কাজ
22. উদ্ভিদকোশ ও প্রানীকোশের সাইটোকাইনেসিসের দুটি পার্থক্য লেখো।
23. অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোশবিভাজন বলা হয় কেন?
24. কাজ ও সংখ্যার ভিত্তিতে অটোজোম ও সেক্স ক্রোমোজোমের দুটি পার্থক্য লেখো।
25. ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের দুটি পার্থক্য লেখো।
26. কোশচক্রের পর্যায়গুলি একটি সারনী বা প্রবাহচিত্রের সাহায্যে দেখাও।
27. উদ্ভিদ ও প্রাণীদেহে কোথায় মিয়োসিস সংঘটিত হয়?
28. মিয়োটিক বিভাজনের দুটি বৈশিষ্ট্যে উল্লেখ করো।
29. RNA এর উপাদানগুলি উল্লেখ কর।
30. প্রজাতির অস্তিত্ব রক্ষায় মিয়োসিস বিভাজনের গুরুত্ব উল্লেখ করো।
31. একটি প্রানী কোশের বিভাজনের ক্ষেত্রে সেন্ট্রোজোমের অনুপস্থিতি কিরূপ প্রভাব ফেলে?
32. কোশীয় বিভেদন দশা বলতে কি বোঝো?
33. জিন কি?
34. লোকাস কি?
35. NOR বলতে কী বোঝায়?
36. বাইভ্যালেন্ট এবং টেট্রাড বলতে কি বোঝায়?
37. কোশচক্র কি?
38. কোশবিভাজনের দুটি তাৎপর্য উল্লেখ করো।
39. কায়জমাটা কি?
40. ক্রোমাটিড ও সেন্ট্রোমিয়ারের সংজ্ঞা দাও।
41. কোশবিভাজনের পূর্বে ইন্টারফেজের গুরুত্ব উল্লেখ কর।
প্রজনন, বৃদ্ধি এবং বিকাশ
1. উদ্ভিদের একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে খণ্ডীভবন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো।
2. পাথরকুচির বিস্তৃত পাতার প্রান্তে খাঁজ রয়েছে, খাঁজগুলিতে মুকুল সৃষ্টি হয়। মুকুলগুলির অঙ্কীয়তল থেকে মূল সৃষ্টি হয়, সঠিক পরিপোষক উপাদান ও আর্দ্রতা পাওয়ার পর এই মুকুলগুলি পাতা থেকে বিচ্ছিন্ন হয় এবং নতুন উদ্ভিদ সৃষ্টি করে।
3. মানববিকাশের অন্তিম পরিনতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো।
4. কোন কোন বাহক নীচের উদ্ভিদগুলিতে পরাগযোগ সম্পন্ন করেন –
- ধান
- পাতাঝাঁঝি
- শিমূল
- আম
5. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে সাহায্যকারী স্তবক ও আবশ্যিক স্তবকের পার্থক্য নির্দেশ কর –
- স্তবক অংশ
- গ্যামেট উৎপাদন
- কাজ
6. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে সম্পূর্ন ও অসম্পূর্ণ ফুলের পার্থক্য নির্দেশ কর –
- স্তবকের সংখ্যা
- ফুলের প্রকৃতি
- উদাহরণ
7. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে বায়ুপরাগী এবং পতঙ্গপরাগী ফুলের পার্থক্য নির্দেশ কর –
- ফুলের আকার
- ফুলের প্রকৃতি
- পরাগরেনু
- গর্ভমুন্ডের প্রকৃতি
8. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে উদ্ভিদের বৃদ্ধি ও প্রানীরবৃদ্ধির পার্থক্য নির্দেশ কর –
- বৃদ্ধির সময়কাল
- বৃদ্ধির স্থান
- সংশ্লিষ্ট হরমোন
- বৃদ্ধির প্রকৃতি
9. যৌন জনন ও জনুক্রমের মধ্যে সম্পর্ক লেখো।
নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে শাখাকলম ও জোড়কলমের পার্থক্য নির্দেশ কর –
- পদ্ধতি
- প্রয়োজনীয় উদ্ভিদ সংখ্যা
10. জননের দুটি গুরুত্ব উল্লেখ করো।
11. স্ব পরাগযোগ ও ইতর পরাগযোগের দুটি পার্থক্য লেখো।
12. যৌন জনন অযৌন জননের দুটি-পার্থক্য নির্দেশ করো –
- যৌন জনন
- অযৌন জনন
13. ইষ্টের কোরকোদাম প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় তা বর্ণনা করো।
14. “অস্থানিক পত্রজ মুকুল উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ জননে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে” – একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।
15. অযৌন ও যৌন জননের মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য নিরূপন করো –
16. স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়?
17. কোনো একটি কোশের ক্যারিওকাইনোসিস চলতে থাকলেও সাইটোকাইনেসিস না হলে কি ঘটবে?
18. যদি একটি উভলিঙ্গ ফুলের গর্ভকেশর অপসারণ করা হয় তাহলে কি ঘটবে?
19. ঋনাত্মক বৃদ্ধি বলতে কি বোঝো?
20. ধনাত্মক বৃদ্ধি বলতে বি বোঝায়?
21. কোশের বৃদ্ধির পর্যায় বলতে কী বোঝায়?
22. অনুবিস্তারনের ক্ষেত্রে এক্সপ্ল্যান্ট রূপে ব্যবহৃত চারটি অংশের নাম লেখো।
23. জনুক্রম বলতে কি বোঝো?
24. বায়ুপরাগী ফুলের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
25. “পুনরুৎপাদন”-এই অযৌন জনন পদ্ধতিটির ব্যাখ্যা দাও।
26. অ্যামিবাতে সংঘটিত দ্বিবিভাজন প্রক্রিয়ার ব্যাখ্যা দাও।
27. গ্রাফটিং কিভাবে করা হয়?
28. স্ত্রী স্তবক বা গর্ভকেশর চক্রের প্রধান কাজ কি কি?
29. দ্বিনিষেক বলতে কি বোঝো?
30. বিচ্ছিন্ন বৃদ্ধি বলতে কি বোঝো?
31. বয়ঃসন্ধিকাল বলতে কি বোঝায়?
32. একটি কিশোর ছেলের মানসিক ও দৈহিক পরিবর্তনের জন্য দায়ী আভ্যন্তরীণ কারণগুলি উল্লেখ করো।
33. ক্যালাস কি?
34. সমাঙ্গ পুষ্প বলতে কি বোঝো?
35. অসমাঙ্গ পুষ্প বলতে কি বোঝো?
36. বৃতি বলতে কি বোঝায়?
37. ষ্টক ও সিয়ন বলতে কি বোঝায়?
38. মাইক্রোপ্রোপাগেশন বা অণুবিস্তারনের দুটি স্বতন্ত্র বৈশিষ্ট্য উল্লেখ করো।
39. বার্ধক্য বলতে কি বোঝো?
40. শাখাকলম ও জোড় কলমের পার্থক্য নির্দেশ করো
41. বিশেষ কলাপালন মাধ্যমে কোন কোন উদ্ভিদ হরমোন মেশানো হয় এবং কেন?
42. সম্পূর্ণ ফুল বলতে কি বোঝো?
43. অসম্পূর্ণ ফুল বলতে কি বোঝো?
বংশগতি ও কিছু সাধারন বংশগত রোগসমূহ
1. বিবাহ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিং -এর গুরুত্ব কী?
2. বংশগতি সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার জন্য মেন্ডেলের মটরগাছ নির্বাচনের দুটি কারণ লেখো।
3. বাবা বর্ণান্ধ এবং মাতা সম্পূর্ণ স্বাভাবিক হলে তাদের ছেলেমেয়েদের মধ্যে কত শতাংশ বর্ণান্ধ হতে পারে তার সম্ভাবনা যুক্তিসহ বিচার করে লেখো।
4. বংশগতি সংক্রান্ত মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি বিবৃত করো।
5. বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ লেখো।
6. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে DNA এবং RNA -এর পার্থক্য নির্দেশ করো –
7. “কোনো কোনো ফিনোটাইপের একাধিক জিনোটাইপ এবং অপর কোনো কোনো ফিনোটাইপের একটিই জিনোটাইপ থাকতে পারে” – মটর গাছের ক্ষেত্রে দ্বিশঙ্কর জননের পরীক্ষালব্ধ ফলাফল থেকে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো।
8. “অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত অভিন্ন হয়” – বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো।
9. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস অবস্থার মধ্যে পার্থক্য নির্দেশ কর –
- একটি লোকাসে জিনের প্রকৃতি
- ফিনোটাইপ দ্বারা জিনোটাইপের মূল্যায়ন
- গ্যামেটের প্রকারভেদ।
10. “গমনের একটি চালিকা শক্তি হলো প্রাণীর বিস্তার” – উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটির যৌক্তিকতা বিচার করো।
11. ক্রোমোজোমের রাসায়নিক উপাদান একটি সারণির সাহায্যে দেখাও।
12. বাবা ও মায়ের মধ্যে অপত্যের লিঙ্গ নির্ধারনে কার গুরুত্ব বেশি তা একটি ক্রশের মাধ্যমে দেখাও।
13. “ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে।” – মটর গাছের দ্বিসঙ্কর জননের পরীক্ষার ফলাফলের একটি উদাহরণ নিয়ে সারণির সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো।
14. সমাজ থেকে তোমার জানা একটি জিনগত রোগের বিস্তার রোধে বিয়ের আগে হবু দম্পতিকে কী কী পরামর্শ দেওয়া যেতে পারে, সে বিষয়ে তোমার মতামত জানাও।
15. মটর গাছের ক্ষেত্রে পৃথকীভবন সূত্র প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হল। এরকম বিপরীত গুণসহ দুটি বৈশিষ্ট্যের নাম লেখো।
16. একজন বন্ধ্যাত্ব রোগের বাহক মহিলা, একজন বন্ধ্যাত্ব পুরুষকে বিবাহ করল। তাদের একটি কন্যাসন্তান হল। এই কন্যা সন্তানটির বন্ধ্যাত্ব হওয়ার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করে লেখো।
17. মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন দুটি জিনগত রোগের নাম লেখো।
18. একদিন শিক্ষার্থীরা খবরের কাগজে থ্যালাসেমিয়া নিয়ে একটি প্রবন্ধ পড়ল এবং একজন থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তির পরিণতি জেনে ভীত হল। জনগোষ্ঠী থেকে এই রোগ দূর করার জন্য তারা কী কী উদ্যোগ নিতে পারে তা লেখো।
19. দ্বিসঙ্কর জনন পরীক্ষায় F1 জনুতে উৎপন্ন সঙ্কর উদ্ভিদ YyRr থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কী কী হতে পারে?
20. সংকরায়নের পরীক্ষায় কীভাবে প্রকটগুন প্রকাশিত হয় তা উদাহরনের সাহায্যে লেখো।
21. অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে একসঙ্করায়ন পরীক্ষার F1 জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কী হবে?
22. বর্নান্ধতার কীভাবে বংশগত সঞ্চারন ঘটে তা একটি ক্রুশের সাহায্যে দেখাও।
23. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের পার্থক্য নির্দেশ কর –
- F1 জনুতে প্রকাশ
- জিনগত প্রকাশ
- বিশুদ্ধ এবং সঙ্কর প্রকৃতির সনাক্তকরণ
24. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস জীবের পার্থক্য নির্দেশ কর –
- সংজ্ঞা
- জিনের প্রকৃতি
25. মিষ্টি মটর উদ্ভিদের দ্বিসঙ্কর জনন পরীক্ষার ক্ষেত্রে কাণ্ডের দৈর্ঘ্য ও বীজের আকার এর বিষয় দুটি বিবেচনা করা হল। F2 জনুর উদ্ভিদে নয়টি লম্বা এবং গোলবীজ যুক্ত মটর উদ্ভিদ উৎপন্ন হলে, তাদের জিনোটাইপ কি কি হতে পারে?
26. মেন্ডেলের বংশগতি সংক্রান্ত “স্বাধীন সঞ্চারন” সূত্রটি বর্ণনা করো।
27. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে বিশুদ্ধ ও সঙ্কর জীবের পার্থক্য নির্দেশ কর –
- অ্যালিলের প্রকৃতি
- প্রকাশিত বৈশিষ্ট্য
- F1 জনুর ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত
28. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে জিনোটাইপ এবং ফিনোটাইপের মধ্যে পার্থক্য নির্দেশ করো –
- প্রকৃতি
- নির্ধারন পদ্ধতি
- আভ্যন্তরীন সম্পর্ক
- চারিত্রিক বৈশিষ্ট্য সনাক্তকরণ
29. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে একসঙ্কর জনন ও দ্বিসঙ্কর জনন এর পার্থক্য নির্দেশ করো –
- নির্বাচিত বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য
- সম্পর্কিত সূত্র
- F1 জনুর ফিনোটাইপিক অনুপাত
- F2 জনুর জিনোটাইপিক অনুপাত।
30. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে থ্যালসেমিয়া এবং হিমোফিলিয়ার পার্থক্য নির্দেশ করো।
- সংক্রমনের কারণ
- রোগের প্রকৃতি
- যে ক্রোমোজোম সংযুক্ত থাকে
- লক্ষণ
31. বিশুদ্ধ এবং সঙ্কর জীবের ক্ষেত্রে কি ধরনের জিনোটাইপ বৈশিষ্ট্য দেখা যাবে?
32. প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে? উদাহরণ দাও।
33. অ্যালিল বা অ্যালিলোমরফ্ কি?
34. ব্যাকক্রশ কি?
35. প্রত্যেক টেষ্ট ক্রশ একটি ব্যাকক্রশ’ – ব্যাখা করো।
36. চেকারবোর্ড কি? একে পানেট বর্গ বলা হয় কেন?
37. ক্রিশ-ত্রুশ উত্তরাধিকার কি?
38. একজন বর্ণান্ধ মহিলার সঙ্গে একজন স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন মানুষের বিবাহ হলে তাদের সন্তানদের জিনেটাইপ কি হবে?
39. বিশুদ্ধ জীব ও সঙ্কর জীবের মধ্যে পার্থক্য কি?
40. মেন্ডেলের বংশগতি পরীক্ষায় সাফল্যের কারণগুলি উল্লেখ কর?
41. থ্যালাসেমিয়া রোগের দুটি লক্ষণ উল্লেখ কর।
42. মেন্ডেলের সাফল্যের পিছনে ক্রোমোজোম সংক্রান্ত কারণ উল্লেখ কর।
43. কয়েকটি জেনেটিক ব্যাধির নাম বল যা জেনেটিক কাউন্সেলিং এর মাধ্যমে প্রতিরোধ করা যায়।
44. হোমোজাইগাস ও হেটেরোজাইগাস কি?
45. ‘TT’ এবং ‘tt’ জিনোটাইপ যুক্ত মটর উদ্ভিদ দুটির ফিনোটাইপ কি হবে? মানবের সাধারণ পুরুষ ও স্ত্রী এর ক্রোমোজোম বিন্যাস উল্লেখ করো।
46. একটি দ্বিসঙ্কর জননের পরীক্ষায় কালো ও অমসৃন রোমযুক্ত গিনিপিগের সহিত সাদা ও মসৃন রোমযুক্ত গিনিপিগের সঙ্করায়ন ঘটানো হলে F₂ জনুর চার প্রকার ফিনোটাইপ কি কি হবে?
47. জিনোম কি?
48. হিমোফিলিয়া-A এর কারণ কি?
49. কেন পুরুষদের ক্ষেত্রে হিমোফিলিয়া বেশী হয়?
50. প্রোটোনোপিয়া কি?
51. মানবদেহে সঞ্চারিত প্রকরনের দুটি উদাহরণ সহ ব্যাখ্যা দাও।
52. বৈশিষ্ট্য কি?
53. টেষ্ট ক্রুশ কি?
54. অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে?
55. প্রকট বৈশিষ্ট্য কাকে বলে? উদাহরণ দাও।
56. মানুষের প্রকরনের দুটি উদাহরর দাও।
57. জিহ্বা রোলিং বলতে কি বোঝো?
58. জিনগত রোগ বলতে কি বোঝো?
59. জিনগতরোগের কারণগুলি কি কি?
60. বংশগতিতে অ্যালিল এবং সঙ্করায়ন বলতে কি বোঝো?
61. বংশগতির সংজ্ঞা দাও। বংশগতি বিদ্যার জনক নামে কে পরিচিত?
62. অ্যালিল কি?
63. আমরা কখন একসঙ্কর জননের ক্ষেত্রে 3 : 1 অনুপাত দেখতে পাই না?
64. থ্যালাসেমিয়ার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
বিবর্তন এবং অভিযোজন
অভিব্যক্তি
1. জীবের একটি সহজাত বৈশিষ্ট্য হলো অত্যধিক হারে বংশবৃদ্ধি করা; এর ফলে জীবের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায় – দুটি উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো।
2. প্রাকৃতিক নির্বাচন বলতে কী বোঝো?
3. প্রাকৃতিকভাবে শুধু বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ আছে এমন একটি পুকুরে বেশী কিছু তিলাপিয়া মাছ ছাড়া হল। বেঁচে থাকতে গেলে ওই তিলাপিয়াদের যে যে ধরনের জীবন সংগ্রাম করতে হবে তা ভেবে লেখো।
4. নিম্নলিখিত দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে সমবৃত্তীয় অঙ্গের ধারনাটি উপযুক্ত উদাহরণ সহ প্রতিষ্ঠা করো।
- গঠন ও কাজ
- বিবর্তনের ধরন নির্দেশক
5. সমবৃত্তীয় অঙ্গ অভিসারী বিবর্তনের নিদের্শক। উদাহরণ স্বরূপঃ-
6. মানবদেহের মেরুদণ্ডে ও খাদ্যনালিতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো।
7. ঘোড়ার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে।
8. জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলির এবং উৎপন্ন একটি জৈব যৌগের নাম লেখো।
9. ঘোড়ার বিবর্তনের ইতিহাসে চারটি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম ও সময় পর্যায়ক্রমে সাজিয়ে লেখো।
10. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে কোয়াসারভেট এবং মাইক্রোস্ফিয়ারের পার্থক্য নির্দেশ কর –
- স্বপ্রজনন ক্ষমতা
- ATP এর ব্যবহার
- স্থায়িত্ব
11. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে উভচর এবং সরীসৃপের হৃত্পিণ্ডের পার্থক্য নির্দেশ কর –
- গঠন
- O2 যুক্ত O2 বিহীন রক্তের মিশ্রণ
- অতিরিক্ত প্রকোষ্ঠের উপস্থিতি
12. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে জীবাশ্ম ও জীবন্ত জীবাশ্মের পার্থক্য নির্দেশ কর:-
- জীবজগতে অবস্থান
- বর্তমান অবস্থা
- উপস্থিতি
- উদাহরণ
13. “অঙ্গের ব্যবহার অব্যবহার”-তত্ত্ব বলতে কি বোঝো?
14. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ইওহিপ্লাস ও ই্যকুয়াস এর পার্থক্য নির্দেশ কর –
- ভূতাত্ত্বিক সময়
- আকৃতি ও উচ্চতা
- ক্ষুরের উপস্থিতি
- ভৌগোলিক বিস্তার
15. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে উভচরের হৃদপিণ্ড ও স্তন্যপায়ীর হৃদপিণ্ডের পার্থক্য নির্দেশ কর –
- গঠন
- O2 যুক্ত CO2 যুক্ত রক্তের সংমিশ্রণ
- গৌণ প্রকোষ্ঠের উপস্থিতি
16. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য নির্দেশ কর –
- গঠন
- উৎপত্তি
- কাজ
- বিবর্তনের প্রকৃতি
17. সমসংস্থ অঙ্গ বলতে কি বোঝো? উদাহরণ দাও।
18. বির্বতনের অধ্যায়নে জীবাশ্মের দুটি ভূমিকা উল্লেখ কর।
19. নিষ্ক্রিয় অঙ্গ বলতে কি বোঝো? মানবদেহে উপস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো।
20. জীবন্ত জীবাশ্ম কি?
21. অনুকুল এবং প্রতিকূল প্রকরণ বলতে কি বোঝো?
22. কোয়াসারভেট কি?
23. প্রোটিনয়েড কি?
24. “জার্মপ্লাজম তত্ত্ব” বলতে কি বোঝো?
25. পরিব্যক্তি কি? পরিব্যক্তিবাদের প্রবক্তা কে?
26. অভিসারী বিবর্তন বলতে কি বোঝো?
27. প্রান সৃষ্টির সময়ে পৃথিবীর শুরুর দিকের পরিবেশের বৈশিষ্ট্য কি ছিল?
28. জৈব অভিব্যক্তি বলতে কি বোঝো?
29. সমান্তরাল বিবর্তন বলতে কি বোঝো?
30. অপসারী বিবর্তন কি?
31. মিসিং লিঙ্ক কি?
32. নব্য লামার্কবাদ বলতে কি বোঝো?
33. নব্য ডারউইনবাদ বলতে কি বোঝো?,
34. প্রান সৃষ্টির ‘কসমোজেনিক তত্ত্ব’ বলতে কি বোঝো?
35. প্রানের সৃষ্টির ‘স্বতঃস্ফূর্ত উদ্ভব তত্ত্ব’ বা ‘অ্যাবায়োজেনেসিস’ বলতে কি বোঝো?
36. জৈব অভিব্যক্তির – ‘বায়োজেনেটিক তত্ত্ব’টি উল্লেখ কর।
বেঁচে থাকার কৌশল: অভিযোজন
1. কর্মী মৌমাছিরা খাদ্যের কোনো উৎসের সন্ধান পেলে কীভাবে মৌচাকের অন্যান্য কর্মী মৌমাছিদের কাছে সেই বার্তা আদান-প্রদান করে?
2. বাতাসে ওড়ার জন্য পায়রার বায়ুথলি যে ভূমিকা পালন করে তার তালিকা তৈরী করো।
3. লবণ সহনের জন্য সুন্দরী গাছের যে কোনো দুটি অভিযোজন বর্ণনা করো।
4. শিম্পাঞ্জি কিভাবে খাদ্যের জন্য উইপোকা শিকার করে – তার ব্যাখ্যা দাও।
5. সুন্দরীগাছ তার দেহের অতিরিক্ত লবন কীভাবে রেচিত করে?
6. মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব উল্লেখ কর।
7. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে অভিযোজন এবং অভিব্যক্তির পার্থক্য নির্দেশ কর –
- ধারনা
- সময়ের সহিত পরিবর্তন
- আন্তঃসম্পর্ক
8. আধুনিক ঘোড়া বা হ্যকুয়াস এর দুটি অভিযোজন বৈশিষ্ট্য উল্লেখ কর।
9. ওয়াগেল নৃত্য কি?
10. উটেরা কিভাবে তাদের পরিবেশের সহিত মানিয়ে নেয়?
11. ‘আচরণ’ বলতে কি বোঝো?
12. অভিযোজনের উদ্দেশ্য কি?
13. কোন ধরনের উদ্ভিদদের জেরোফাইট বলা হয়?
14. জরায়ুজ অঙ্কুরোদগম বলতে কি বোঝো?
15. মাছেদের কি ধরনের সমস্যা হত? যদি তাদের মাকু আকৃতির দেহ না হত এবং স্পর্শেন্দ্রিয় রেখা না থাকত?
16. আচরণ ও অভিব্যক্তির মধ্যে সম্পর্ক কি?
17. কিভাবে বন্য শিম্পাঞ্জিরা শক্ত বাদামের খোলা ভাঙে?
18. বিশেষ নৃত্যের মাধ্যমে সন্ধানী শ্রমিক মৌমাছিরা মৌচাকের সংগ্রাহক শ্রমিক মৌমাছিদের কি বার্তা প্রেরণ করে?
19. সুন্দরী উদ্ভিদকে ‘লুকিংগ্লাস ট্রি’ বলা হয় কেন?
20. কাদের প্রাথমিক খেচর প্রানী বলা হয়?
21. কাদের গৌন খেচর প্রানী বলা হয়?
22. উটের দীর্ঘ পিপাসার পর প্রচুর জলগ্রহনের কারণে লোহিত রক্ত কনিকা ফেটে যায় না কেন?
23. জল সংরক্ষনের জন্য উটের দুটি অভিযোজিত বৈশিষ্ট্য উল্লেখ কর।
24. ক্যাকটাস উদ্ভিদ কিভাবে নিজেকে জলের অভাব থেকে রক্ষা করে?
পরিবেশ তার সম্পদসমূহ এবং তাদের সংরক্ষন
1. ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো জলাভূমি ধ্বংস -এর ফলে যে যে ঘটনা ঘটতে পারে তার দুটি উল্লেখ করো।
2. বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের ফলে জীববৈচিত্র্যের হ্রাস ঘটে – ভারতের ক্ষেত্রে এই বক্তব্যের যথার্থতা দুটি উদাহরণসহ প্রমাণ করো।
3. পূর্ব হিমালয় হটস্পটের একটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ ও একটি বিলুপ্তপ্রায় স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো।
4. জীববৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট (JFM) এবং পিপলস্ বায়োডাইভারসিটি রেজিস্টার (PBR) এর একটি করে ভূমিকা লেখো।
5. মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যহত হওয়ার সঙ্গে নিম্নলিখিত ঘটনাগুলোর সম্পর্ক স্থাপন করো।
6. ইলিশ, মৌমাছি, পেঙ্গুইন, সর্পগন্ধা – পাশের জীবগুলোর বিপন্নতার কারণ কী কী হতে পারে তা নির্ধারণ করো।
7. স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষনে পিপলস বায়োডাইভারসিটি রেজিষ্টার (PBR) এর যে কোনো দুটি ভূমিকা আলোচনা করো।
8. বন্যপ্রানী আইন অনুসারে অভয়ারন্যে যে যে কাজ নিষিদ্ধ তার যে কোনো চারটি তালিকাভুক্ত করো।
9. নিম্নলিখিত দূষকগুলির ক্ষতিকারক প্রভাব তালিকাভুক্ত করো।
- গ্রীন হাউস গ্যাস
- SPM
- কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার
10. জলজ ও স্থলজ বাস্তুতন্ত্রে অবস্থিত স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতিসাধন করে এমন একটি করে বহিরাগত প্রজাতির উদাহরণ দাও।
11. একটি বিপন্ন সরীসৃপ প্রজাতির সংরক্ষণের জন্য ইন-সিটু সংরক্ষণ ব্যাবস্থাগুলি লিখো এবং পশ্চিমবঙ্গে অবস্থিত এরকম একটি সংরক্ষণ স্থানের নাম লেখো।
12. ‘চোরাশিকার ভারতের প্রানীবৈচিত্র্যের বিপন্নতার একটি প্রধান কারণ – যে যে কারণে এই চোরাশিকার ঘটে তার চারটি কারণ নির্ধারন করো।
13. ‘মানুষের ক্রিয়াকলাপে N₂ -চক্র ব্যহত হচ্ছে’-দুটি ঘটনার উল্লেখ করে এর যথার্থতা প্রমান করো।
14. ক্রমাগত জলাভূমি ধ্বংস ও কৃষিজমির পরিমানের হ্রাস ঘটায় পরিবেশগত পরিণাম কী কী হতে পারে?
15. শব্দদূষণ মানবশরীরে কান ও হৃদপিণ্ডের উপর কী কী ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে?
16. মানব সভ্যতার বিকাশে নিম্নলিখিত দুটি ক্ষেত্রে জীববৈচিত্র্যের ভূমিকা উল্লেখ করো –
- খাদ্য উৎপাদন
- ওধুষ প্রস্তুতি
17. জীবজ নাইট্রোজেন আবদ্ধকরণ পদ্ধতিতে অংশগ্রহণকারী দুটি জীবাণুর নাম লেখো।
18. অ্যাসিড বৃষ্টিজাত দুটি ক্ষতি উল্লেখ করো।
19. পৃথিবীর উষ্ণায়ণের ফলে জীববৈচিত্র্যের যে ক্ষতি হচ্ছে – তার চারটি উদাহরণ দাও।
20. পিপলস্ বায়োডাইভারসিটি রেজিস্টার (PBR) এ জীববৈচিত্র্য সংক্রান্ত যে প্রধান বিষয়গুলি লিপিবদ্ধ করা হয় তা লেখো।
21. মানুষের ফুসফুসের ক্যানসারের একটি কারণ ও একটি লক্ষণ উল্লেখ করো।
22. ক্রমবর্ধমান জনসংখ্যার দুটি সমস্যার উল্লেখ করো।
23. পরিবেশের পরিবর্তন সঙ্গে সম্পর্কিত ক্যানসারের দুটি কারণ উল্লেখ করো।
24. ইউট্রোফিকেশন কাকে বলে?
25. জয়েন্ট ফরেষ্ট ম্যানেজমেন্ট বলত কি বোঝো?
26. পিপলস্ বায়োজাইভারসিটি রেজিষ্টার বলতে কি বোঝো?
27. ক্যানসারের দুটি চিকিৎসা পদ্ধতির নাম লেখো।
28. ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে কিভাবে পানীয় জলের সংকট সৃষ্টি হচ্ছে?
29. জাতীয় উদ্যান কাকে বলে?
30. অভয়ারণ্য কাকে বলে?
31. সংরক্ষিত বনাঞ্চল কাকে বলে?
32. জৈব ভূ-রসায়নিক চক্র বলতে কি বোঝো?
33. গ্রিন হাউস প্রভাব কি?
34. অ্যাসিড বৃষ্টি বলতে কি বোঝো?
35. প্রলম্বিত সূক্ষ্মকণা বা SPM বলতে কী বোঝো?
36. প্রাথমিক বায়ুদূষক বলতে কি বোঝো? উদাহরণ দাও।
37. গৌন বায়ু দূষক বলতে কি বোঝো? উদাহরণ দাও।
38. বায়োস্ফিয়ার রিজার্ভ বলতে কি বোঝো? উদাহরণ দাও।
39. বায়োস্ফিয়ার রিজার্ভের বৈশিষ্ট্য উল্লেখ করো।
40. জীববৈচিত্র্যের হটস্পট বলতে কি বোঝো? উদাহরণ দাও।
41. হটস্পট নির্ধারণের দুটি শর্ত উল্লেখ করো।
42. পৃথিবীতে মোট কতগুলি হটস্পট আছে? ভারতের হটস্পটগুলির নাম কি?
43. জীববৈচিত্র্য হ্রাসের দুটি কারণ উল্লেখ করো।
44. ক্রায়োসংরক্ষণ কি? উদাহরণ দাও।
45. সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের দুটি পরিবেশগত সমস্যার উল্লেখ করো।
46. জীববৈচিত্র্য সংরক্ষণের দুটি উদ্দেশ্য উল্লেখ করো।
47. গির অরণ্যে সিংহের সংখ্যা বৃদ্ধির জন্য নেওয়া যেতে পারে এমন দুটি সংরক্ষণ পরিকল্পনার উল্লেখ করো।
48. এনডেমিক প্রজাতি বলতে কি বোঝো? উদাহরণ দাও।
49. রেড ডাটা বুক কি?
50. দুটি রেডপাণ্ডা সংরক্ষণের ক্ষেত্র উল্লেখ কর।
51. ইনসিটু সংরক্ষণের সুবিধাগুলি উল্লেখ করো।
52. বায়ুদূষক নিয়ন্ত্রণে ব্যবহৃত দুটি যন্ত্রের নাম লেখো।
53. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে জৈববিবর্ধন ও জৈবসঞ্চয়-এর পার্থক্য নির্দেশ করো –
- জীবসমূহ
- দূষকের পরিমান
- ধারনা
54. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ইনসিটু সংরক্ষণ ও এক্স-সিটু সংরক্ষন এর পার্থক্য নির্দেশ করো –
- সংরক্ষন স্থল
- সুরক্ষা
- উদাহরণ
2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের জীবন বিজ্ঞান বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন এখানেই শেষ হলো। এই প্রশ্নগুলি তোমাদের কতটা সাহায্য করলো বা অন্য কোনো বিষয়ের সাজেশন প্রয়োজন কিনা, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না!
এছাড়াও, টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারেন—আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।





মন্তব্য করুন