উডের নির্দেশনামা বা উডের ডেসপ্যাচ কী? তার উদ্দেশ্য লেখো

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “উডের নির্দেশনামা বলতে কী বোঝ? উডের ডেসপ্যাচ কী ও তার উদ্দেশ্য লেখো নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “উডের নির্দেশনামা বলতে কী বোঝ? উডের ডেসপ্যাচ কী ও তার উদ্দেশ্য লেখো“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় “সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

উডের নির্দেশনাম বলতে কী বোঝ? উডের ডেসপ্যাচ কী ও তার উদ্দেশ্য লেখো।

উডের নির্দেশনামা বলতে কী বোঝ?

কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে একটি শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা জারি করেন। এতে সরকারি উদ্যোগে প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও কলেজ প্রতিষ্ঠা, একটি স্বতন্ত্র শিক্ষাবিভাগ স্থাপন, তিনটি প্রেসিডেন্সি শহরে বিশ্ববিদ্যালয় স্থাপন প্রভৃতির কথা বলা হয়। এগুলি উডের নির্দেশনামা নামে খ্যাত। এর উপর ভিত্তি করেই আধুনিক ভারতের শিক্ষাব্যবস্থা গড়ে উঠেছে। তাই ভারতে পাশ্চাত্যশিক্ষা বিস্তারের ইতিহাসে একে ‘ম্যাগনাকার্টা’ বা মহাসনদ বলা হয়।

উডের ডেসপ্যাচ কী ও তার উদ্দেশ্য লেখো।

1853 সালে কোম্পানির সনদ আইন নবীকরণের সময় দেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক পর্যালোচনার প্রয়োজন হয়। তাই কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উডের নির্দেশ ও পরামর্শ মতো 1854 খ্রিস্টাব্দে যে বিশেষ শিক্ষা দলিল রচিত হয় তা ভারতের ইতিহাসে উডের ডেসপ্যাচ (Wood’s Despatch) নামে পরিচিত।

উডের ডেসপ্যাচের উদ্দেশ্য –

  • ভারতে প্রয়োজনীয় পাশ্চাত্য জ্ঞানের প্রসার ঘটানোই ছিল এই শিক্ষার প্রধান উদ্দেশ্য|
  • এই শিক্ষার মাধ্যমে শুধুমাত্র বুদ্ধি ও চরিত্রের বিকাশ হবে না, এর মধ্য দিয়ে যোগ্য নৈতিক বুদ্ধিসম্পন্ন বিশ্বাসী কর্মচারী সৃষ্টি হবে |
  • ভারতবাসীরা যাতে ইংল্যান্ডের সঙ্গে সুষ্ঠু সম্পর্ক বজায় রেখে কার্যকারী শিক্ষা লাভ করতে পারে তা দেখা কোম্পানির কর্তব্য ।
  • ইউরোপীয় ব্যবসা-বাণিজ্য সম্পর্কে ভারতীয়দের সচেতন করে তুলতে হবে এবং ইংল্যান্ডের কারখানার জন্য প্রয়োজনীয় কাঁচামালের সরবরাহ সম্পর্কে নিশ্চিত হওয়া ও ব্রিটেনের উৎপন্ন পণ্যের জন্য ভারতের বাজারে অফুরন্ত চাহিদা সৃষ্টি করা ছিল এই শিক্ষার অন্যতম লক্ষ্য।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

উডের ডেসপ্যাচের প্রধান উদ্দেশ্য কী ছিল?

উডের ডেসপ্যাচের প্রধান উদ্দেশ্য ছিল ভারতে পাশ্চাত্য জ্ঞানের প্রসার ঘটানো। এর মাধ্যমে ভারতীয়দের বুদ্ধি ও চরিত্রের বিকাশ ঘটানো, যোগ্য নৈতিক বুদ্ধিসম্পন্ন কর্মচারী সৃষ্টি করা, ইংল্যান্ডের সঙ্গে সুষ্ঠু সম্পর্ক বজায় রাখা, এবং ইউরোপীয় ব্যবসা-বাণিজ্য সম্পর্কে ভারতীয়দের সচেতন করে তোলা।

উডের ডেসপ্যাচের মাধ্যমে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল?

উডের ডেসপ্যাচের মাধ্যমে নিম্নলিখিত পদক্ষেপগুলি নেওয়া হয়েছিল –
1. সরকারি উদ্যোগে প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও কলেজ প্রতিষ্ঠা।
2. একটি স্বতন্ত্র শিক্ষাবিভাগ স্থাপন।
3. তিনটি প্রেসিডেন্সি শহরে (কলকাতা, বোম্বাই, মাদ্রাজ) বিশ্ববিদ্যালয় স্থাপন।
4. শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজির ব্যবহার বৃদ্ধি।
5. শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করা।

উডের ডেসপ্যাচকে কেন ‘ম্যাগনাকার্টা’ বলা হয়?

উডের ডেসপ্যাচকে ‘ম্যাগনাকার্টা’ বলা হয় কারণ এটি ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ইতিহাসে একটি যুগান্তকারী দলিল। এটি ভারতে আধুনিক শিক্ষাব্যবস্থার ভিত্তি স্থাপন করে এবং শিক্ষার ক্ষেত্রে একটি নতুন দিগন্তের সূচনা করে।

উডের ডেসপ্যাচের মাধ্যমে ভারতীয়দের কী লাভ হয়েছিল?

উডের ডেসপ্যাচের মাধ্যমে ভারতীয়রা পাশ্চাত্য জ্ঞান ও শিক্ষা লাভের সুযোগ পায়। এর ফলে ভারতীয়দের মধ্যে আধুনিক শিক্ষার প্রসার ঘটে, বুদ্ধি ও চরিত্রের বিকাশ হয়, এবং তারা ব্রিটিশ প্রশাসনে যোগ্য কর্মচারী হিসেবে কাজ করার সুযোগ পায়।

উডের ডেসপ্যাচের মাধ্যমে ব্রিটিশ সরকারের কী লাভ হয়েছিল?

ব্রিটিশ সরকারের লাভ ছিল যে, তারা ভারতীয়দের মধ্যে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটিয়ে তাদেরকে ব্রিটিশ প্রশাসনের জন্য যোগ্য কর্মচারী হিসেবে গড়ে তুলতে পেরেছিল। এছাড়াও, এই শিক্ষার মাধ্যমে ভারতীয়রা ব্রিটিশ পণ্যের চাহিদা বৃদ্ধি করে এবং ব্রিটিশ ব্যবসা-বাণিজ্যের প্রসারে সহায়তা করে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “উডের নির্দেশনামা বলতে কী বোঝ? উডের ডেসপ্যাচ কী ও তার উদ্দেশ্য লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “উডের নির্দেশনামা বলতে কী বোঝ? উডের ডেসপ্যাচ কী ও তার উদ্দেশ্য লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় “সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik Geography Suggestion 2026 – রচনাধর্মী প্রশ্ন (5 Marks)

Madhyamik Geography Suggestion 2026 – সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন (4 Marks)

Madhyamik Geography Suggestion 2026 – সংক্ষিপ্ত প্রশ্ন (2 Marks)

Madhyamik History Suggestion 2026

Madhyamik History Suggestion 2026 – Map Pointing