এই আর্টিকেলে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের একাদশ অধ্যায় ‘The Blind Boy’-এর ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করব। এই বঙ্গানুবাদ এবং ইংরেজি উচ্চারণ তোমাদের ‘The Blind Boy’ কবিতাটি ভালোভাবে বোঝার জন্য সহায়ক হবে। ষষ্ঠ শ্রেণীর পরীক্ষায় এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রায়ই প্রশ্ন উঠে থাকে। আমি আশা করি, এই আর্টিকেলটি তোমাদের জন্য খুবই উপকারী হবে এবং তোমাদের ইংরেজি ভাষার উন্নতিতে সাহায্য করবে।
Class 6 English – The Blind Boy – বাক্য
O say, what is that thing called light,
Which I can ne’er enjoy?
What is the blessing of the sight?
O tell your poor blind boy!
You talk of wondrous things you see,
You say the sun shines bright;
I feel him warm, but how can he
Then make it day or night?
My day or night myself I make
Whene’er I sleep or play;
And could I ever keep awake
With me ’twere always day.
With heavy sighs I often hear
You mourn my hapless woe;
But sure with patience I can bear
A loss I ne’er know.
Then let not what I cannot have
My cheer of mind destroy;
Whilst thus I sing, I am a king,
Although a poor blind boy.
Class 6 English – The Blind Boy – ইংরেজি উচ্চারণ
ও সে, হোয়াট ইজ্ দ্যাট থিং কল্ড্ লাইট,
হুইচ আই ক্যান নেয়ার এনজয়?
হোয়াট ইজ দ্য ব্লেসিং অব্ দ্য সাইট্?
ও টেল্ ইওর পুওর্ ব্লাইন্ড বয়!
ইউ টক্ অব ওয়ান্ড্রাস থিংজ্ ইউ সী,
ইউ সেই দ্য সান শাইন্স্ ব্রাইট;
আই ফীল হিম ওয়ার্ম, বাট্ হাউ ক্যান্ হি
দেন মেক ইট ডে অর নাইট?
মাই ডে অর নাইট মাইসেলফ্ আই মেক্
হোয়েন এয়ার আই স্লীপ্ অর প্লে;
অ্যান্ড ক্যুড্ আই এভার্ কীপ্ অ্যাওয়েক্উ
ইথ্ মি ‘টিওয়্যার অলওয়েজ ডে।
উইথ হেভি সাইস্ আই অফেন্ হিয়ার
ইউ মোর্ন মাই হ্যাপলেস্ উও;
বাট্ শিওর উইথ পেশেন্স আই ক্যান বিয়ার
আ লস্ আই নেয়ার নৌ।
দেন লেট নট হোয়াট আই ক্যাননট্ হ্যাভ্
মাই চীয়ার্ অব মাইন্ড ডেস্ট্রয়;
হোয়াইলস্ট্ দাস্ আই সিং, আই অ্যাম আ কিং,
অল্দো আ পুওর ব্লাইন্ড বয়।
Class 6 English – The Blind Boy – বঙ্গানুবাদ
বলো না, কী সেই বস্তু যাকে বলে আলো,
যা উপভোগের সুযোগ পাইনি আমি কখনও?
দৃষ্টির আশীর্বাদ, সেটাই বা কী?
বলো না, তোমার হতভাগ্য অন্ধ ছেলেটিকে!
তুমি বলো তোমার দেখা অপরূপ সব জিনিসের কথা,
তুমি বলো সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয়;
আমি অনুভব করি তার উষ্ণতা, কিন্তু কীভাবে সে
দিন বা রাত্রি সৃষ্টি করতে পারে?
আমার দিন বা রাত্রি আমিই করি তৈরি
যখনই আমি ঘুমাই অথবা খেলা করি;
আর সর্বদা যদি জেগে থাকতে পারি কোনোদিন
আমার সর্বদাই কেবল দিন।
গভীর দীর্ঘশ্বাসের মাঝে প্রায়ই শুনি
আমার হতভাগ্য যন্ত্রণার তরে বিলাপ করো তুমি;
আমি কিন্তু নিশ্চিন্ত ধৈর্যসহকারে বইতে পারি
এমন এক ক্ষতি যা কখনওই টের পাই না।
তাই যা পাবার নয়, তাকে
দিও না আমার মনের আনন্দকে ধ্বংস করতে;
তাই আমি যখন গান গাই, আমি এক রাজা,
যদিও আসলে এক হতভাগ্য অন্ধ ছেলে।
Class 6 English All Chapters Solutions
1. It All Began With Drip-Drip | ➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ ➼ Question and Answer |
2. The Adventurous Clown | ➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ ➼ Question and Answer |
3. The Rainbow | ➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ ➼ Question and Answer |
4. The Shop That Never Was | ➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ ➼ Question and Answer |
5. Land Of The Pharaohs | ➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ ➼ Question and Answer |
6. How The Little Kite Learned To Fly | ➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ ➼ Question and Answer |
7. The Magic Fish Bone | ➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ ➼ Question and Answer |
8. Goodbye The Moon | ➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ ➼ Question and Answer |
9. I Will Go With My Father A-Ploughing | ➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ ➼ Question and Answer |
10. Smart Ice Cream | ➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ ➼ Question and Answer |
11. The Blind Boy | ➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ ➼ Question and Answer |
12. Rip Van Winkle | ➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ ➼ Question and Answer |
এই আর্টিকেলের মাধ্যমে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের একাদশ অধ্যায় ‘The Blind Boy’-এর উচ্চারণ এবং বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করেছি। এই অধ্যায়টি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি পরীক্ষায় প্রায়শই আসে। আমি আশা করি, এই উচ্চারণ ও বঙ্গানুবাদ তোমাদের ‘The Blind Boy’ অধ্যায়টি সহজে বুঝতে সাহায্য করবে।
যদি তোমাদের কোনো প্রশ্ন বা সমস্যা থাকে, তাহলে টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারো; আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়াও, দয়া করে এই পোস্টটি তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করো, যাতে তারাও এর উপকারিতা গ্রহণ করতে পারে।