এই আর্টিকেলে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের তৃতীয় অধ্যায় ‘The Rainbow’-এর ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করবো। এই বঙ্গানুবাদ এবং ইংরেজি উচ্চারণ তোমাদের ‘The Rainbow’ কবিতাটি ভালোভাবে বুঝতে সহায়ক হবে। ষষ্ঠ শ্রেণীর পরীক্ষায় এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রায়ই প্রশ্ন আসে। আশা করি, এই আর্টিকেলটি তোমাদের জন্য খুবই উপকারী হবে।
Class 6 English – The Rainbow – বাক্য
Boats sail on the rivers,
And ships sail on the seas;
But clouds that sail across the sky
Are prettier than these.
There are bridges on the rivers,
As pretty as you please;
But the bow that bridges heaven,
And overtops the trees,
And builds a road from earth to sky,
Is prettier far than these.
Class 6 English – The Rainbow – উচ্চারণ
বোটস্ সেইল্ অন দ্য রিভার্স্,
অ্যান্ড শিপস্ সেইল্ অন দ্য সিজ;
বাট ক্লাউডস্ দ্যাট সেইল্ অ্যাক্রস্ দ্য স্কাই
আর প্রিটিয়ার দ্যান্ দিজ্।
দেয়ার আর ব্রিজেস্ অন দ্য রিভার্স্,
অ্যাজ্ প্রিটি অ্যাজ্ ইউ প্লিজ;
বাট দ্য বো্ দ্যাট ব্রিজেস্ হেভেন,
অ্যান্ড ওভার্টপ্স্ দ্য ট্রিজ,
অ্যান্ড বিস্ আ রোড ফ্রম্ আর্থ টু স্কাই,
ইজ প্রিটিয়ার ফার দ্যান্ দিজ্।
Class 6 English – The Rainbow – বঙ্গানুবাদ
নদীতে নৌকো দেয় পাড়ি,
সাগরে জাহাজ দেয় পাড়ি;
কিন্তু পাড়ি দেয় যে মেঘ আকাশেতে
সে অনেক বেশি সুন্দর এদের চেয়ে।
নদীর ওপরে ওই যে সেতু,
তোমাকে তৃপ্তি দেওয়ার হেতু;
কিন্তু আকাশে সেতু বাঁধে যে রামধনু,
এবং গাছেদের টপকে অনেক উঁচু,
এবং রাস্তা গড়ে আকাশে পৃথিবী থেকে,
সুন্দরতর, ওদের চেয়ে, সবদিকে।
Class 6 English All Chapters Solutions
1. It All Began With Drip-Drip | ➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ ➼ Question and Answer |
2. The Adventurous Clown | ➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ ➼ Question and Answer |
3. The Rainbow | ➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ ➼ Question and Answer |
4. The Shop That Never Was | ➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ ➼ Question and Answer |
5. Land Of The Pharaohs | ➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ ➼ Question and Answer |
6. How The Little Kite Learned To Fly | ➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ ➼ Question and Answer |
7. The Magic Fish Bone | ➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ ➼ Question and Answer |
8. Goodbye The Moon | ➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ ➼ Question and Answer |
9. I Will Go With My Father A-Ploughing | ➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ ➼ Question and Answer |
10. Smart Ice Cream | ➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ ➼ Question and Answer |
11. The Blind Boy | ➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ ➼ Question and Answer |
12. Rip Van Winkle | ➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ ➼ Question and Answer |
এই আর্টিকেলের মাধ্যমে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের তৃতীয় অধ্যায় ‘The Rainbow’-এর উচ্চারণ এবং বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করেছি। এই অধ্যায়টি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি পরীক্ষায় প্রায়শই আসে। আশা করছি, এই উচ্চারণ ও বঙ্গানুবাদ তোমাদের ‘The Rainbow’ অধ্যায়টি সহজে বুঝতে সহায়তা করবে। যদি তোমাদের কোনো প্রশ্ন বা সমস্যা থাকে, তাহলে টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়াও, এই পোস্টটি তোমার প্রিয়জনের সাথে শেয়ার করো, যাতে তারাও উপকৃত হতে পারে। ধন্যবাদ।