আজকে আমরা এই আর্টিকেলে নবম শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায়, “বিংশ শতকে ইউরোপ” এর কিছু “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

সঠিক উত্তর নির্বাচন করো।
এক জার, এক চার্চ, এক রাশিয়া – এই আদর্শে বিশ্বাসী ছিলেন –
- জার দ্বিতীয় আলেকজান্ডার
- জার তৃতীয় আলেকজান্ডার
- জার দ্বিতীয় নিকোলাস
- ভিক্টর ইমান্যুয়েল
উত্তর – 2. জার তৃতীয় আলেকজান্ডার
রাশিয়ায় জারতন্ত্র ধ্বংস হয় –
- 1837 খ্রিস্টাব্দে
- 1847 খ্রিস্টাব্দে
- 1917 খ্রিস্টাব্দে
- 1921 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1917 খ্রিস্টাব্দে
‘নারদনিয়া ভলিয়া’ কথার অর্থ হল –
- জনগণের ইচ্ছা
- জনগণের সংগ্রাম
- ভূমি ও স্বাধীনতা
- ভূমি ও রুটি
উত্তর – 1. জনগণের ইচ্ছা
সোশ্যাল ডেমোক্র্যাটিক দল দুটি গোষ্ঠীতে বিভক্ত হয় –
- 1900 খ্রিস্টাব্দে
- 1901 খ্রিস্টাব্দে
- 1902 খ্রিস্টাব্দে
- 1903 খ্রিস্টাব্দে
উত্তর – 4. 1903 খ্রিস্টাব্দে
‘বলশেভিক’ কথার অর্থ হল –
- সংখ্যাগরিষ্ঠ
- সংখ্যালঘিষ্ঠ
- অসংখ্য
- চরমপন্থা
উত্তর – 1. সংখ্যাগরিষ্ঠ
‘মেনশেভিক’ কথার অর্থ হল –
- সংখ্যাগরিষ্ঠ
- সংখ্যালঘিষ্ঠ
- অসংখ্য
- চরমপন্থী
উত্তর – 2. সংখ্যালঘিষ্ঠ
পোর্টসমাউথের সন্ধি স্বাক্ষরিত হয় –
- 1900 খ্রিস্টাব্দে
- 1903 খ্রিস্টাব্দে
- 1905 খ্রিস্টাব্দে
- 1917 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1905 খ্রিস্টাব্দে
‘রক্তাক্ত রবিবার’ -এর ঘটনাটি ঘটেছিল –
- 1905 খ্রিস্টাব্দে
- 1805 খ্রিস্টাব্দে
- 1917 খ্রিস্টাব্দে
- 1817 খ্রিস্টাব্দে
উত্তর – 1. 1905 খ্রিস্টাব্দে
রাশিয়ার আইনসভার নাম হল –
- করটেস
- রাইখস্ট্যাগ
- বুন্ড
- ডুমা
উত্তর – 4. ডুমা
রাশিয়ায় ‘সমাজতান্ত্রিক বিপ্লব’ ঘটে –
- 1905 খ্রিস্টাব্দে
- 1910 খ্রিস্টাব্দে
- 1917 খ্রিস্টাব্দে
- 1919 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1917 খ্রিস্টাব্দে
গ্রেগরি রাসপুটিন ছিলেন একজন –
- সন্ন্যাসী
- চিকিৎসক
- পরামর্শদাতা
- মন্ত্রী
উত্তর – 1. সন্ন্যাসী
শেষ রুশ জার ছিলেন –
- দ্বিতীয় আলেকজান্ডার
- তৃতীয় আলেকজান্ডার
- প্রথম নিকোলাস
- দ্বিতীয় নিকোলাস
উত্তর – 4. দ্বিতীয় নিকোলাস
স্টোলিপিন ছিলেন –
- জারের প্রধানমন্ত্রী
- জারের শত্রু
- জারের সেনাপতি
- জারের সেবক
উত্তর – 1. জারের প্রধানমন্ত্রী
জুলিয়ান ক্যালেন্ডার প্রচলিত ছিল যে দেশে, সেটির নাম –
- জার্মানি
- ইটালি
- রাশিয়া
- ইংল্যান্ড
উত্তর – 3. রাশিয়া
‘প্রাভদা’ কথার অর্থ হল –
- স্ফুলিঙ্গ
- সত্য
- জনগণ
- নেতা
উত্তর – 2. সত্য
জার নিকোলাস সেন্ট পিটারসবার্গ শহরের নতুন নামকরণ করেন –
- মস্কো
- লেনিনগ্রাড
- পেট্রোগ্রাড
- ভারখায়ানস্ক
উত্তর – 3. পেট্রোগ্রাড
‘সোভিয়েত’ কথাটির অর্থ হল –
- সত্য
- পৌরসভা
- পরিষদ
- সংসদ
উত্তর – 3. পরিষদ
আলেকজান্ডার কেরেনস্কি পেশায় ছিলেন একজন –
- আইনজীবী
- লেখক
- শিক্ষক
- চাকুরিজীবী
উত্তর – 1. আইনজীবী
নভেম্বর বিপ্লবের অপর নাম –
- ফরাসি বিপ্লব
- বুর্জোয়া বিপ্লব
- শিল্পবিপ্লব
- বলশেভিক বিপ্লব
উত্তর – 4. বলশেভিক বিপ্লব
লেনিন ‘এপ্রিল থিসিস’ ঘোষণা করেছিলেন –
- 1905 খ্রিস্টাব্দে
- 1917 খ্রিস্টাব্দে
- 1919 খ্রিস্টাব্দে
- 1922 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1917 খ্রিস্টাব্দে
‘শান্তি, জমি ও রুটি’ -র স্লোগান দিয়েছিলেন –
- ট্রটস্কি
- কেরেনস্কি
- লেনিন
- কার্ল মার্কস
উত্তর – 3. লেনিন
বলশেভিক দলের প্রধান নেতা ছিলেন –
- লেনিন
- কেরেনস্কি
- হার্জেন
- বাকুনিন
উত্তর – 1. লেনিন
মেনশেভিক দলের প্রধান নেতা ছিলেন –
- কেরেনস্কি
- লেনিন
- স্ট্যালিন
- ট্রটস্কি
উত্তর – 1. কেরেনস্কি
‘লাল ফৌজ’ নামক স্বেচ্ছাসেবক বাহিনীর নেতৃত্বে ছিলেন –
- কেরেনস্কি
- লেনিন
- স্ট্যালিন
- ট্রটস্কি
উত্তর – 4. ট্রটস্কি
‘কমিন্টার্ন’ প্রতিষ্ঠিত হয় –
- 1914 খ্রিস্টাব্দে
- 1919 খ্রিস্টাব্দে
- 1917 খ্রিস্টাব্দে
- 1918 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1919 খ্রিস্টাব্দে
‘ইসক্রা’ কথাটির অর্থ হল –
- স্ফুলিঙ্গ
- সত্য
- জনগণ
- নেতা
উত্তর – 1. স্ফুলিঙ্গ
‘চেকা’ হল রাশিয়ার –
- পত্রিকা
- সাহিত্য
- সংবাদপত্র
- গুপ্ত পুলিশবাহিনী
উত্তর – 4. গুপ্ত পুলিশবাহিনী
প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল –
- 1905 খ্রিস্টাব্দে
- 1910 খ্রিস্টাব্দে
- 1914 খ্রিস্টাব্দে
- 1917 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1914 খ্রিস্টাব্দে
চোদ্দো দফা শর্ত ঘোষণা করেন –
- উড্রো উইলসন
- ট্রটস্কি
- স্ট্যালিন
- লেনিন
উত্তর – 1. উড্রো উইলসন
চোদ্দো দফা নীতি ঘোষিত হয় 1918 খ্রিস্টাব্দের –
- 8 জানুয়ারি
- 8 ফেব্রুয়ারি
- 2 মার্চ
- 23 এপ্রিল
উত্তর – 1. 8 জানুয়ারি
প্যারিস শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় –
- 1919 খ্রিস্টাব্দে
- 1920 খ্রিস্টাব্দে
- 1928 খ্রিস্টাব্দে
- 1930 খ্রিস্টাব্দে
উত্তর – 1. 1919 খ্রিস্টাব্দে
প্যারিস শান্তি সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি ছিলেন –
- উড্রো উইলসন
- ভিট্টোরিও অ্যান্ডো
- জর্জ ক্লেমেনশোঁ
- লয়েড জর্জ
উত্তর – 3. জর্জ ক্লেমেনশোঁ
ভার্সাই সন্ধি হয়েছিল মিত্রপক্ষের সাথে –
- ফ্রান্সের
- জার্মানির
- ব্রিটেনের
- রাশিয়ার
উত্তর – 2. জার্মানির
ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয় –
- 1917 খ্রিস্টাব্দে
- 1918 খ্রিস্টাব্দে
- 1919 খ্রিস্টাব্দে
- 1920 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1919 খ্রিস্টাব্দে
জাতিসংঘের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা দিবস হল –
- 1819 খ্রিস্টাব্দের 28 জুন
- 1819 খ্রিস্টাব্দের 28 জুলাই
- 1919 খ্রিস্টাব্দের 28 এপ্রিল
- 1919 খ্রিস্টাব্দের 28 মার্চ
উত্তর – 3. 1919 খ্রিস্টাব্দের 28 এপ্রিল
বিশ্বজুড়ে আর্থিক মহামন্দা দেখা দিয়েছিল –
- 1929 খ্রিস্টাব্দে
- 1930 খ্রিস্টাব্দে
- 1931 খ্রিস্টাব্দে
- 1932 খ্রিস্টাব্দে
উত্তর – 1. 1929 খ্রিস্টাব্দে
আমেরিকার ইতিহাসে ‘কালো বৃহস্পতিবার’ বলা হয় যে দিনটিকে, সেটি হল –
- 1929 খ্রিস্টাব্দের 24 জুন
- 1929 খ্রিস্টাব্দের 24 মার্চ
- 1929 খ্রিস্টাব্দের 24 মে
- 1929 খ্রিস্টাব্দের 24 অক্টোবর
উত্তর – 4. 1929 খ্রিস্টাব্দের 24 অক্টোবর
NEP -এর পুরো অর্থ হল –
- National Environment Programme
- North East Policy
- New Economic Policy
- New Electronic Programme
উত্তর – 3. New Economic Policy
‘মোরাটোরিয়াম’ শব্দের অর্থ হল –
- জনতা
- সংগ্রাম
- স্থগিতাদেশ
- স্ফুলিঙ্গ
উত্তর – 3. স্থগিতাদেশ
লেনিনের মৃত্যুর পর রাশিয়ার নেতৃত্ব গ্রহণ করেছিলেন –
- স্ট্যালিন
- ট্রটস্কি
- কেমেনভ
- রাইকভ
উত্তর – 1. স্ট্যালিন
ইটালির ফ্যাসিবাদের অগ্রদূত ছিলেন –
- ফ্রেডরিখ ইবার্ট
- মুসোলিনি
- হিটলার
- ফ্রাঙ্কো
উত্তর – 2. মুসোলিনি
‘আভান্তি’ কথার অর্থ –
- সত্য
- স্ফুলিঙ্গ
- প্রগতি
- জনগণ
উত্তর – 3. প্রগতি
‘ফ্যাসিস্ট’ দলের প্রতীক ছিল –
- স্বস্তিকা
- ফ্যাসেস
- মশাল
- অশোক চক্র
উত্তর – 3. মশাল
তৃতীয় ভিক্টর ইমান্যুয়েল ছিলেন –
- ইটালির রাজা
- জার্মানির রাজান
- ফ্রান্সের রাজা
- ইংল্যান্ডের রাজা
উত্তর – 1. ইটালির রাজা
‘ভাইমার প্রজাতন্ত্র’ প্রতিষ্ঠিত হয় –
- 1918 খ্রিস্টাব্দে
- 1929 খ্রিস্টাব্দে
- 1932 খ্রিস্টাব্দে
- 1940 খ্রিস্টাব্দে
উত্তর – 1. 1918 খ্রিস্টাব্দে
ভাইমার প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট নিযুক্ত হন –
- হিটলার
- ফ্রেডরিখ ইবার্ট
- গোয়েবেলস
- হিমলার
উত্তর – 2. ফ্রেডরিখ ইবার্ট
1932 খ্রিস্টাব্দে জার্মানির প্রেসিডেন্ট ছিলেন –
- ফ্রেডরিখ ইবার্ট
- গুস্টাভ স্ট্রেসেম্যান
- হিটলার
- হিন্ডেনবুর্গ
উত্তর – 4. হিন্ডেনবুর্গ
নাৎসি দলের প্রধান নায়ক ছিলেন –
- হিটলার
- মুসোলিনি
- গেস্টাপো
- ফ্রেডরিখ ইবার্ট
উত্তর – 1. হিটলার
জার্মান পার্লামেন্টের উচ্চকক্ষকে বলা হয় –
- রাইখস্ট্যাগ
- সংসদ
- রাইখস্ট্যাট
- ডুমা
উত্তর – 3. রাইখস্ট্যাট
জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষকে বলা হয় –
- ডুমা
- সংসদ
- রাইখস্ট্যাড
- রাইখস্ট্যাগ
উত্তর – 4. রাইখস্ট্যাগ
1932 খ্রিস্টাব্দে জার্মানির প্রেসিডেন্ট ছিলেন –
- ফ্রেডরিখ ইবার্ট
- হিটলার
- হিন্ডেনবুর্গ
- ফ্রানজ ফন পেপেন
উত্তর – 4. ফ্রানজ ফন পেপেন
ত্রয়োদশ আলফানসো ছিলেন –
- ইটালির রাজা
- জার্মানির রাজা
- স্পেনের রাজা
- ফ্রান্সের রাজা
উত্তর – 3. স্পেনের রাজা
স্পেনের গৃহযুদ্ধ শুরু হয়-
- 1936 খ্রিস্টাব্দে
- 1939 খ্রিস্টাব্দে
- 1940 খ্রিস্টাব্দে
- 1945 খ্রিস্টাব্দে
উত্তর – 1. 1936 খ্রিস্টাব্দে
স্পেনের গৃহযুদ্ধ শেষ হয়-
- 1936 খ্রিস্টাব্দে
- 1939 খ্রিস্টাব্দে
- 1940 খ্রিস্টাব্দে
- 1945 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1939 খ্রিস্টাব্দে
স্পেনের গৃহযুদ্ধে জয়ী হয়েছিলেন –
- ত্রয়োদশ আলফানসো
- ভিক্টর ইমান্যুয়েল
- চার্লস এডওয়ার্ড
- জেনারল ফ্রাঙ্কো
উত্তর – 4. জেনারল ফ্রাঙ্কো
একটি বাক্যে উত্তর দাও।
রাশিয়ার সম্রাটদের কী বলা হত?
রাশিয়ার সম্রাটদের ‘জার’ বলা হত।
জারের সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল?
জারের সাম্রাজ্য বাল্টিক থেকে প্রশান্ত মহাসাগর, কৃষ্ণসাগর থেকে কাস্পিয়ান সাগর হয়ে আরব সাগর পর্যন্ত বিস্তৃত ছিল।
রাশিয়ার কোন জার ভূমিদাসদের মুক্তির জন্য আইন প্রণয়ন করেন?
জার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাসদের মুক্তির জন্য আইন প্রণয়ন করেন।
রাশিয়ার একজন উদারপন্থী জারের নাম লেখো।
রাশিয়ার একজন উদারপন্থী জার হলেন দ্বিতীয় আলেকজান্ডার।
ভূমিদাসদের মুক্তিনামাকে অগ্রাহ্য করেন কোন জার?
ভূমিদাসদের মুক্তিনামাকে অগ্রাহ্য করেন জার তৃতীয় আলেকজান্ডার।
কোন জারের আমলে রাশিয়ায় সাহিত্যের ক্ষেত্রে উন্নতি লক্ষ করা যায়?
জার প্রথম নিকোলাসের আমলে রাশিয়ায় সাহিত্যের ক্ষেত্রে উন্নতি লক্ষ করা যায়।
রাশিয়ায় কোন রাজবংশ 300 বছর রাজত্ব করেছিল?
রাশিয়ায় রোমানভ রাজবংশ 300 বছর রাজত্ব করেছিল।
রুশ জার দ্বিতীয় নিকোলাস কোন বংশের শাসক ছিলেন?
রুশ জার দ্বিতীয় নিকোলাস রোমানভ বংশের শাসক ছিলেন।
বুলিঘিন শাসনতন্ত্র কে চালু করেন?
বুলিঘিন শাসনতন্ত্র চালু করেন জার দ্বিতীয় নিকোলাস।
জার দ্বিতীয় নিকোলাস কবে সিংহাসন ত্যাগ করেন?
জার দ্বিতীয় নিকোলাস 1917 খ্রিস্টাব্দের 14 মার্চ সিংহাসন ত্যাগ করেন।
কত খ্রিস্টাব্দে রাশিয়ায় রোমানভ বংশের শাসনের অবসান ঘটে?
1917 খ্রিস্টাব্দে রাশিয়ায় রোমানভ বংশের শাসনের অবসান ঘটে।
রাশিয়ায় জারতন্ত্রের পতন কবে হয়?
রাশিয়ায় 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের ফলে জারতন্ত্রের পতন হয়।
রাশিয়ার শেষ জার কে ছিলেন?
রাশিয়ার শেষ জার ছিলেন দ্বিতীয় নিকোলাস।
1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের প্রাককালে রাশিয়ার জার কে ছিলেন?
1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের প্রাককালে রাশিয়ার জার ছিলেন দ্বিতীয় নিকোলাস।
রুশ বিপ্লবের ফলে রাশিয়ায় কোন বংশের শাসনের অবসান হয়?
রুশ বিপ্লবের ফলে রাশিয়ায় রোমানভ বংশের শাসনের অবসান হয়।
বলশেভিক বিপ্লবের পূর্বে মোট কতজন জার রাজত্ব করেছিলেন রাশিয়াতে?
বলশেভিক বিপ্লবের পূর্বে মোট 18 জন জার রাজত্ব করেছিলেন রাশিয়াতে।
রাশিয়াতে বলশেভিক আন্দোলন সংঘটিত হয় কোন জারের রাজত্বকালে?
রাশিয়াতে বলশেভিক আন্দোলন সংঘটিত হয় জার দ্বিতীয় নিকোলাসের রাজত্বকালে।
‘ডুমা’ কী?
রাশিয়ার নির্বাচিত আইনসভা ডুমা নামে পরিচিত।
কত খ্রিস্টাব্দে ‘ডুমা’ -র প্রথম অধিবেশন বসে?
1906 খ্রিস্টাব্দে ‘ডুমা’ -র প্রথম অধিবেশন বসে।
1905 খ্রিস্টাব্দের পূর্বে রাশিয়ার সমাজ কত ভাগে বিভক্ত ছিল?
1905 খ্রিস্টাব্দের পূর্বে রাশিয়ার সমাজ সুবিধাভোগী অভিজাত ও সুবিধাবঞ্চিত দরিদ্র কৃষক— এই দুটি শ্রেণিতে বিভক্ত ছিল।
‘নিহিলিস্ট’ কারা?
‘নিহিলিস্ট’ রাশিয়ার এক চরমপন্থী গোষ্ঠী।
‘নিহিলিস্ট’ শব্দটি কে, কোথায় প্রথম ব্যবহার করেন?
‘নিহিলিস্ট’ শব্দটি তুর্গেনেভ তাঁর ‘ফাদারস্ অ্যান্ড সনস্’ উপন্যাসে প্রথম ব্যবহার করেন।
নারোদনিক আন্দোলন রাশিয়ায় কবে শুরু হয়?
নারোদনিক আন্দোলন রাশিয়ায় 1874 খ্রিস্টাব্দে শুরু হয়।
‘নারদ’ কথার অর্থ কী?
‘নারদ’ কথার অর্থ হল জনগণ।
নারোদনিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
নারোদনিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন আলেকজান্ডার হার্জেন।
পোর্টসমাউথের সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
পোর্টসমাউথের সন্ধি 1905 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।
পোর্টসমাউথের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
পোর্টসমাউথের সন্ধি রাশিয়া ও জাপানের মধ্যে স্বাক্ষরিত হয়।
‘রক্তাক্ত রবিবার’ -এর ঘটনাটি কোথায় ঘটেছিল?
‘রক্তাক্ত রবিবার’ -এর ঘটনাটি ঘটেছিল রাশিয়ার পেট্রোগ্রাড শহরে।
‘রক্তাক্ত রবিবার’ -এর ঘটনা কত খ্রিস্টাব্দে ঘটেছিল?
‘রক্তাক্ত রবিবার’ -এর ঘটনা 1905 খ্রিস্টাব্দে ঘটেছিল।
‘সোভিয়েত’ কী?
রাশিয়ার গ্রাম ও শহরের সাধারণ মানুষদের নিয়ে গঠিত পরিষদকে ‘সোভিয়েত’ বলা হতো।
‘সোভিয়েত’ কথার অর্থ কী ছিল?
‘সোভিয়েত’ কথার অর্থ ছিল পরিষদ।
‘1905 খ্রিস্টাব্দের বিপ্লব 1917 খ্রিস্টাব্দের বিপ্লবের ড্রেস রিহার্সাল’ – কার উক্তি?
‘1905 খ্রিস্টাব্দের বিপ্লব 1917 খ্রিস্টাব্দের বিপ্লবের ড্রেস রিহার্সাল’—এটি লিও ট্রটস্কির উক্তি।
‘মির’ কাদের বলা হত?
রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতিকে ‘মির’ বলা হতো।
‘কুলাক’ কাদের বলা হয়?
রাশিয়ার নতুন জমিদার বা জোতদার শ্রেণিকে ‘কুলাক’ বলা হয়।
কার সংস্কারের ফলে রাশিয়াতে জোতদার প্রথা ব্যাপকভাবে চালু হয়?
স্টোলিপিনের সংস্কারের ফলে রাশিয়াতে জোতদার প্রথা ব্যাপকভাবে চালু হয়।
স্টোলিপিন কত খ্রিস্টাব্দে নিহত হন?
স্টোলিপিন 1911 খ্রিস্টাব্দে নিহত হন।
কোন্ কুখ্যাত সন্ন্যাসী দ্বিতীয় নিকোলাসের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করেছিল?
রাসপুটিন দ্বিতীয় নিকোলাসের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করেছিল।
রুশদের কাছে স্বৈরাচারিতার চিত্র কারা তুলে ধরেন?
রুশদের কাছে স্বৈরাচারিতার চিত্র তুলে ধরেন রাশিয়ার সাহিত্যিক ও দার্শনিকরা।
বাকুনিন কে ছিলেন?
বাকুনিন ছিলেন রাশিয়ার নৈরাজ্যবাদী বিপ্লবী ব্যক্তিত্ব।
রাশিয়ায় কত খ্রিস্টাব্দে ‘সোশ্যাল ডেমোক্র্যাটিক দল’ প্রতিষ্ঠিত হয়?
রাশিয়ায় 1898 খ্রিস্টাব্দে সোশ্যাল ‘ডেমোক্র্যাটিক দল’ প্রতিষ্ঠিত হয়।
‘সোশ্যাল ডেমোক্র্যাটিক দল’ কে প্রতিষ্ঠা করেন?
‘সোশ্যাল ডেমোক্র্যাটিক দল’ প্রতিষ্ঠা করেন জর্জ প্লেখানভ।
‘বলশেভিক’ কথার অর্থ কী?
‘বলশেভিক’ কথার অর্থ হল সংখ্যাগরিষ্ঠ।
রাশিয়ার বলশেভিক দলের প্রধান নেতা কে ছিলেন?
রাশিয়ার বলশেভিক দলের প্রধান নেতা ছিলেন লেনিন।
লেনিনের প্রকৃত নাম কী?
লেনিনের প্রকৃত নাম ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ।
লেনিনের পূর্বে রাশিয়ায় সমাজতান্ত্রিক ভাবধারা কে প্রচার করেছিলেন?
লেনিনের পূর্বে রাশিয়ায় সমাজতান্ত্রিক ভাবধারা প্রচার করেছিলেন আলেকজান্ডার হার্জেন।
বলশেভিক দলের মুখপত্রের নাম কী?
বলশেভিক দলের মুখপত্রের নাম হল প্রাভদা।
‘প্রাভদা’ পত্রিকাটি কবে প্রকাশিত হয়?
‘প্রাভদা’ পত্রিকাটি 1912 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
শ্রমিকশ্রেণির একনায়কতন্ত্র স্থাপনে কারা আগ্রহী ছিলেন?
শ্রমিকশ্রেণির একনায়কতন্ত্র স্থাপনে বলশেভিকরা আগ্রহী ছিলেন।
‘মেনশেভিক’ কথার অর্থ কী?
‘মেনশেভিক’ কথার অর্থ হল সংখ্যালঘিষ্ঠ।
আলেকজান্ডার কেরেনস্কি কে ছিলেন?
আলেকজান্ডার কেরেনস্কি ছিলেন রাশিয়ার মেনশেভিক দলের প্রধান নেতা।
কেরেনস্কি সরকারের সামরিক প্রধান কে ছিলেন?
কেরেনস্কি সরকারের সামরিক প্রধান ছিলেন জেনারেল কর্নিলভ।
জুলিয়ান ক্যালেন্ডার গ্রেগরিয়ান ক্যালেন্ডারের থেকে কতদিন পিছিয়ে থাকে?
জুলিয়ান ক্যালেন্ডার গ্রেগরিয়ান ক্যালেন্ডারের থেকে 13 দিন পিছিয়ে থাকে।
1917 খ্রিস্টাব্দের দ্বিতীয় বিপ্লবটি কী ধরনের বিপ্লব ছিল?
1917 খ্রিস্টাব্দের দ্বিতীয় বিপ্লবটি সমাজতান্ত্রিক বিপ্লব ছিল।
বলশেভিক বিপ্লব কবে অনুষ্ঠিত হয়?
বলশেভিক বিপ্লব 1917 খ্রিস্টাব্দের 25 অক্টোবর রাশিয়ায় অনুষ্ঠিত হয়।
বলশেভিক বিপ্লবের সময় রাশিয়ায় কোন্ ক্যালেন্ডার মেনে চলা হত?
বলশেভিক বিপ্লবের সময় রাশিয়ায় জুলিয়ান ক্যালেন্ডার মেনে চলা হত।
রাশিয়ার বলশেভিক বিপ্লবের প্রধান নেতা কে ছিলেন?
রাশিয়ার বলশেভিক বিপ্লবের প্রধান নেতা ছিলেন লেনিন।
‘রুশ বিপ্লবের জনক’ কাকে বলা হয়?
‘রুশ বিপ্লবের জনক’ বলা হয় লেনিনকে।
‘All power to the Soviets’ – কার উক্তি?
‘All power to the Soviets’ – লেনিনের উক্তি।
‘এপ্রিল থিসিস’ -এর প্রবক্তা কে ছিলেন?
‘এপ্রিল থিসিস’ -এর প্রবক্তা ছিলেন লেনিন।
লেনিন কখন ‘এপ্রিল থিসিস’ ঘোষণা করেন?
লেনিন 1917 খ্রিস্টাব্দের 16 এপ্রিল ‘এপ্রিল থিসিস’ ঘোষণা করেন।
বলশেভিক বিপ্লবে লেনিনের প্রধান সহযোগী কে ছিলেন?
বলশেভিক বিপ্লবে লেনিনের প্রধান সহযোগী ছিলেন ট্রটস্কি।
কার নেতৃত্বে রাশিয়ায় ‘রেড গার্ড’ বা ‘লাল ফৌজ’ গঠিত হয়েছিল?
ট্রটস্কির নেতৃত্বে রাশিয়ায় ‘রেড গার্ড’ বা ‘লাল ফৌজ’ গঠিত হয়েছিল।
‘ইসক্রা’ পত্রিকা প্রথম কে প্রকাশ করেন?
‘ইসক্রা’ পত্রিকা প্রথম প্রকাশ করেন লেনিন।
‘ইসক্রা’ পত্রিকা কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়?
ইসক্রা পত্রিকা 1900 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়।
‘ইসক্রা’ শব্দের অর্থ কী?
‘ইসক্রা’ শব্দের অর্থ হল স্ফুলিঙ্গ।
রুশ বিপ্লব সফল হয় কবে?
রুশ বিপ্লব সফল হয় 1917 খ্রিস্টাব্দের 7 নভেম্বর।
রাশিয়ায় কার নেতৃত্বে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়?
রাশিয়ায় লেনিনের নেতৃত্বে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়।
1917 খ্রিস্টাব্দে রাশিয়ায় প্রতিষ্ঠিত সোভিয়েত সরকারের প্রধান নেতা কে ছিলেন?
1917 খ্রিস্টাব্দে রাশিয়ায় প্রতিষ্ঠিত সোভিয়েত সরকারের প্রধান নেতা ছিলেন লেনিন।
1917 খ্রিস্টাব্দে রাশিয়ায় প্রতিষ্ঠিত সোভিয়েত সরকারের বিদেশমন্ত্রী কে ছিলেন?
1917 সালে রাশিয়ায় প্রতিষ্ঠিত সোভিয়েত সরকারের বিদেশমন্ত্রী ছিলেন ট্রটস্কি।
1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের পর রাশিয়ার নতুন নামকরণ কী হয়?
1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের পর রাশিয়ার নতুন নাম হয় ‘ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক’ (USSR)।
বিশ্বে সর্বপ্রথম কোন দেশে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়?
বিশ্বে সর্বপ্রথম রাশিয়ায় সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ছিলেন লেনিন।
কবে রাশিয়ার রাজধানী পেট্রোগ্রাড থেকে মস্কোতে স্থানান্তরিত হয়?
1918 খ্রিস্টাব্দের 10 মার্চ রাশিয়ার রাজধানী পেট্রোগ্রাড থেকে মস্কোতে স্থানান্তরিত হয়।
‘চেকা’ কী?
স্ট্যালিনের নেতৃত্বে গঠিত গুপ্ত পুলিশবাহিনী ‘চেকা’ নামে পরিচিত।
স্ট্যালিনের প্রকৃত নাম কী?
স্ট্যালিনের প্রকৃত নাম হল জোসেফ জুগাসভিলি।
‘নতুন অর্থনৈতিক নীতি’ বা NEP কে প্রবর্তন করেন?
‘নতুন অর্থনৈতিক নীতি’ বা NEP লেনিন প্রবর্তন করেন।
কত খ্রিস্টাব্দে লেনিন NEP বা ‘নতুন অর্থনৈতিক’ নীতি চালু করেন?
1921 খ্রিস্টাব্দে লেনিন NEP বা ‘নতুন অর্থনৈতিক নীতি’ চালু করেন।
লেনিনের নতুন অর্থনৈতিক নীতির মূল বৈশিষ্ট্য কী?
লেনিনের নতুন অর্থনৈতিক নীতির মূল বৈশিষ্ট্য ছিল – ধনতন্ত্র ও সমাজতন্ত্রের কার্যকরী মিশ্রণ।
অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে কবে যুদ্ধ ঘোষণা করে?
অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে 1914 খ্রিস্টাব্দের 28 জুলাই যুদ্ধ ঘোষণা করে।
কত খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়?
1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়।
ইংল্যান্ড কবে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়?
ইংল্যান্ড 1914 খ্রিস্টাব্দের 4 আগস্ট প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়।
আমেরিকা কত খ্রিস্টাব্দে মিত্রপক্ষে যোগ দেয়?
আমেরিকা 1917 খ্রিস্টাব্দে মিত্রপক্ষে যোগ দেয়।
প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে কে ‘চোদ্দো দফা নীতি’ ঘোষণা করেন?
প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে উড্রো উইলসন ‘চোদ্দো দফা নীতি’ ঘোষণা করেন।
উড্রো উইলসন কে ছিলেন?
উড্রো উইলসন ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।
উড্রো উইলসন কবে তাঁর ‘চোদ্দো দফা নীতি’ ঘোষণা করেন?
উড্রো উইলসন 1918 সালের 8 জানুয়ারি তাঁর ‘চোদ্দো দফা নীতি’ ঘোষণা করেন।
ব্রেস্ট-লিটভস্কের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
ব্রেস্ট-লিটভস্কের সন্ধি রাশিয়া ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয়।
ব্রেস্ট-লিটভস্কের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?
ব্রেস্ট-লিটভস্কের সন্ধি 1918 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।
জার্মানি কবে মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে?
জার্মানি 1918 খ্রিস্টাব্দের 11 নভেম্বর মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে।
কবে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে?
1918 খ্রিস্টাব্দের 11 নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে।
কত খ্রিস্টাব্দে প্যারিস শান্তি সম্মেলন আহুত হয়?
1919 খ্রিস্টাব্দে প্যারিস শান্তি সম্মেলন আহুত হয়।
প্যারিস শান্তি সম্মেলন কোথায় হয়েছিল?
প্যারিস শান্তি সম্মেলন হয়েছিল ফ্রান্সের রাজধানী প্যারিসে।
প্যারিস শান্তি সম্মেলনে ইংল্যান্ডের প্রতিনিধি কে ছিলেন?
প্যারিস শান্তি সম্মেলনে ইংল্যান্ডের প্রতিনিধি ছিলেন লয়েড জর্জ।
প্যারিস শান্তি সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন?
প্যারিস শান্তি সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি ছিলেন জর্জ ক্লেমেনশোঁ।
প্যারিস শান্তি সম্মেলনে ইটালির প্রতিনিধি কে ছিলেন?
প্যারিস শান্তি সম্মেলনে ইটালির প্রতিনিধি ছিলেন ভিট্টোরিও অর্ল্যান্ডো।
প্যারিস শান্তি সম্মেলনে আমেরিকার প্রতিনিধি কে ছিলেন?
প্যারিস শান্তি সম্মেলনে আমেরিকার প্রতিনিধি ছিলেন উড্রো উইলসন।
প্যারিস সম্মেলনে জার্মানির সঙ্গে মিত্রপক্ষের কোন সন্ধি স্বাক্ষরিত হয়েছিল?
প্যারিস সম্মেলনে জার্মানির সঙ্গে মিত্রপক্ষের ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল।
প্রথম বিশ্বযুদ্ধের পর কাদের মধ্যে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়?
প্রথম বিশ্বযুদ্ধের পর বিজয়ী মিত্রপক্ষ ও পরাজিত জার্মানির মধ্যে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়।
প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 সালের 28 জুন ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়।
ভার্সাই সন্ধির মাধ্যমে কোন দেশের উপনিবেশগুলি অছি রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়?
ভার্সাই সন্ধির মাধ্যমে জার্মানির উপনিবেশগুলি অছি রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়।
কোন ঐতিহাসিক ভার্সাই সন্ধিকে ‘জবরদস্তিমূলক সন্ধি’ বলেছেন?
লিপসন, রাইকার, সিডম্যান প্রমুখ ঐতিহাসিক ভার্সাই সন্ধিকে ‘জবরদস্তিমূলক সন্ধি’ বলেছেন।
কোন সন্ধি অনুসারে যুগোশ্লাভিয়া দেশটি গঠিত হয়?
সেন্ট জার্মেইন -এর সন্ধি অনুসারে যুগোশ্লাভিয়া দেশটি গঠিত হয়।
কোন সন্ধি অনুসারে চেকোশ্লোভাকিয়া নামে নতুন রাষ্ট্র গঠিত হয়?
সেন্ট জার্মেইন -এর সন্ধি অনুসারে চেকোশ্লোভাকিয়া নামে নতুন রাষ্ট্র গঠিত হয়।
কোন সন্ধির দ্বারা বুলগেরিয়া বলকান অঞ্চলের উপর অধিকার হারায়?
নিউলির সন্ধির দ্বারা বুলগেরিয়া বলকান অঞ্চলের উপর অধিকার হারায়।
কোন সন্ধির দ্বারা ইসলাম জগতের ধর্মগুরুকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়?
সেভরের সন্ধির দ্বারা ইসলাম জগতের ধর্মগুরুকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
জার্মানির ক্ষতিপূরণ প্রদান এক বছর স্থগিত হয় কেন?
1929 সালে বিশ্বব্যাপী মহামন্দার ফলে জার্মানির ক্ষতিপূরণ প্রদান এক বছর স্থগিত হয়।
কোন প্রস্তাব অনুসারে জাতিসংঘ গড়ে ওঠে?
উড্রো উইলসনের ‘চোদ্দো দফা নীতি’ অনুসারে জাতিসংঘ গড়ে ওঠে।
জাতিসংঘ বা লিগ অফ নেশনস -এর প্রথম অধিবেশন কখন বসে?
জাতিসংঘ বা লিগ অফ নেশনস -এর প্রথম অধিবেশন বসে 1920 সালের 10 জানুয়ারি।
জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন স্যার এরিক ড্রুমন্ড।
কত খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে লিগের মৃত্যু ঘোষণা করা হয়?
1946 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে লিগের মৃত্যু ঘোষণা করা হয়।
প্রথম বিশ্বযুদ্ধের পর কত খ্রিস্টাব্দে আমেরিকায় মহামন্দা দেখা দেয়?
প্রথম বিশ্বযুদ্ধের পর 1929 খ্রিস্টাব্দে বিশ্ব অর্থনীতিতে মহামন্দা দেখা দেয়।
প্রথম বিশ্বযুদ্ধের পর কত খ্রিস্টাব্দে আমেরিকায় মহামন্দা দেখা দেয়?
প্রথম বিশ্বযুদ্ধের পর 1929 খ্রিস্টাব্দে বিশ্ব অর্থনীতিতে মহামন্দা দেখা দেয় ।
মহামন্দার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কোন দেশটি?
মহামন্দার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র।
1929 খ্রিস্টাব্দের মহামন্দা সূচিত হয় কোন শেয়ার বাজার ধ্বংসের ফলে?
1929 খ্রিস্টাব্দের মহামন্দা সূচিত হয়েছিল নিউ ইয়র্কের ওয়ালস্ট্রিট শেয়ার বাজারের ধ্বংসের ফলে।
‘নিউ ডিল’ কথার অর্থ কী?
‘নিউ ডিল’ কথার অর্থ হল নব বিন্যাস।
‘নিউ ডিল’ কে প্রবর্তন করেন?
‘নিউ ডিল’ প্রবর্তন করেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন রুজভেল্ট।
‘হুভার মোরাটোরিয়াম’ -এর উদ্গাতা কে?
‘হুভার মোরাটোরিয়াম’ -এর উদ্গাতা ছিলেন আমেরিকার রাষ্ট্রপতি হুভার।
‘মোরাটোরিয়াম’ কথার অর্থ কী?
‘মোরাটোরিয়াম’ কথার অর্থ হল স্থগিতাদেশ।
প্রথম বিশ্বযুদ্ধের সময় ইতালি কোন পক্ষে যোগ দিয়েছিল?
প্রথম বিশ্বযুদ্ধের সময় ইতালি আঁতাত শক্তি পক্ষে যোগ দিয়েছিল।
কোন দেশে প্রথম ফ্যাসিবাদের উদ্ভব হয়েছিল?
ইতালিতে প্রথম ফ্যাসিবাদের উদ্ভব হয়েছিল।
মুসোলিনির নেতৃত্বে কোন দল ইতালিতে ক্ষমতায় আসে?
মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিস্ট দল ইতালিতে ক্ষমতায় আসে।
ইটালিতে কে ফ্যাসিবাদী একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন?
ইতালিতে মুসোলিনি ফ্যাসিবাদী একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।
ফ্যাসিস্ট দলের উৎপত্তি কোথায় হয়?
ফ্যাসিস্ট দলের উৎপত্তি হয়েছিল ইতালিতে।
ফ্যাসিস্ট দল কে প্রতিষ্ঠা করেছিলেন?
ফ্যাসিস্ট দল বেনিটো মুসোলিনি প্রতিষ্ঠা করেছিলেন।
কত খ্রিস্টাব্দে ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠিত হয়?
1919 খ্রিস্টাব্দে ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠিত হয়।
‘ফ্যাসিবাদ’ কথাটির উদ্ভব কোন শব্দ থেকে হয়েছে?
‘ফ্যাসিবাদ’ কথাটির উদ্ভব ‘ফ্যাসেস’ শব্দ থেকে হয়েছে।
‘ফ্যাসেস’ কীসের প্রতীক?
‘ফ্যাসেস’ সর্বময় ক্ষমতার প্রতীক।
ফ্যাসিস্ট দলের সর্বাধিনায়ক কে ছিলেন?
ফ্যাসিস্ট দলের সর্বাধিনায়ক ছিলেন বেনিটো মুসোলিনি।
কোন দলের সদস্যরা ‘কালো কোর্তা’ নামে পরিচিত ছিল?
ফ্যাসিস্ট দলের সদস্যরা ‘কালো কোর্তা’ নামে পরিচিত ছিল।
‘কালো কোর্তা’ কাদের বলা হত?
কালো পোশাক পরিহিত ফ্যাসিস্ট আধা-সামরিক বাহিনীকে ‘কালো কোর্তা’ বলা হত।
মুসোলিনি কত খ্রিস্টাব্দে ইতালির প্রধানমন্ত্রীর পদ লাভ করেছিলেন?
মুসোলিনি 1922 খ্রিস্টাব্দে ইতালির প্রধানমন্ত্রীর পদ লাভ করেছিলেন।
স্পেনের গৃহযুদ্ধের পূর্বে জেনারেল ফ্রাঙ্কোকে কোথায় নির্বাসিত করা হয়েছিল?
স্পেনের গৃহযুদ্ধের পূর্বে জেনারেল ফ্রাঙ্কোকে ক্যানারি দ্বীপপুঞ্জে নির্বাসিত করা হয়েছিল।
‘স্পেনের গৃহযুদ্ধের নায়ক’ কাকে বলা হয়?
‘স্পেনের গৃহযুদ্ধের নায়ক’ বলা হয় জেনারেল ফ্রাঙ্কোকে।
‘কডিলো’ কাকে বলা হয়?
‘কডিলো’ বলা হয় জেনারেল ফ্রাঙ্কোকে।
স্পেনের গৃহযুদ্ধকে কোন ঐতিহাসিক ‘খুদে বিশ্বযুদ্ধ’ বলে অ্যাখ্যা দেন?
স্পেনের গৃহযুদ্ধকে ঐতিহাসিক হিউ টমাস ‘খুদে বিশ্বযুদ্ধ’ বলে অ্যাখ্যা দেন।
রাশিয়ায় ডেকাব্রিস্ট আন্দোলন কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
রাশিয়ায় ডেকাব্রিস্ট আন্দোলন 1825 খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
রাশিয়ায় কার্ল মার্কসের ভাবাদর্শে ‘সোশ্যাল ডেমোক্র্যাটিক দল’ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
রাশিয়ায় কার্ল মার্কসের ভাবাদর্শে ‘সোশ্যাল ডেমোক্র্যাটিক দল’ 1898 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
লেনিন সুইজারল্যান্ডে থাকার সময় ‘ইসক্রা’ (স্ফুলিঙ্গ) পত্রিকা কত খ্রিস্টাব্দে প্রকাশ করেন?
লেনিন সুইজারল্যান্ডে থাকার সময় ‘ইসক্রা’ (স্ফুলিঙ্গ) পত্রিকা 1900 খ্রিস্টাব্দে প্রকাশ করেন।
কত খ্রিস্টাব্দে সোশ্যাল ডেমোক্র্যাটিক দল মতপার্থক্যের জন্য বলশেভিক (সংখ্যাগরিষ্ঠ) ও মেনশেভিক (সংখ্যালঘিষ্ঠ) এই দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়?
1903 খ্রিস্টাব্দে সোশ্যাল ডেমোক্র্যাটিক দল মতপার্থক্যের জন্য বলশেভিক (সংখ্যাগরিষ্ঠ) ও মেনশেভিক (সংখ্যালঘিষ্ঠ) এই দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়।
কত খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়?
1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়।
কত খ্রিস্টাব্দে রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাস পদত্যাগ করেন?
1917 খ্রিস্টাব্দে রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাস পদত্যাগ করেন।
প্রিন্স লুভভের নেতৃত্বে রাশিয়ার অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার কত খ্রিস্টাব্দে গঠিত হয়?
প্রিন্স লুভভের নেতৃত্বে রাশিয়ার অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার 1917 খ্রিস্টাব্দে মার্চ মাসে গঠিত হয়।
লেনিন বলশেভিক কর্মীদের সামনে বিখ্যাত ‘এপ্রিল থিসিস’ কত খ্রিস্টাব্দে প্রকাশ করেন?
লেনিন বলশেভিক কর্মীদের সামনে বিখ্যাত ‘এপ্রিল থিসিস’ 1917 খ্রিস্টাব্দে 16 এপ্রিল প্রকাশ করেন।
কত খ্রিস্টাব্দে লেনিনের নেতৃত্বে বলশেভিক দল রাশিয়ার রাষ্ট্রক্ষমতা দখল করে এবং রোমানভ বংশের পতন ও সমাজতন্ত্র প্রতিষ্ঠা?
1917 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে লেনিনের নেতৃত্বে বলশেভিক দল রাশিয়ার রাষ্ট্রক্ষমতা দখল করে এবং রোমানভ বংশের পতন ও সমাজতন্ত্র প্রতিষ্ঠা।
প্রথম বিশ্বযুদ্ধের কত খ্রিস্টাব্দে অবসান ঘটে?
প্রথম বিশ্বযুদ্ধের 1917 খ্রিস্টাব্দে 11 নভেম্বর অবসান ঘটে।
প্যারিস শান্তি সম্মেলনে কত খ্রিস্টাব্দে লিগ অফ নেশনস বা জাতিসংঘের চুক্তিপত্র গৃহীত হয়?
প্যারিস শান্তি সম্মেলনে 1919 খ্রিস্টাব্দে 28 এপ্রিল লিগ অফ নেশনস বা জাতিসংঘের চুক্তিপত্র গৃহীত হয়।
বিজয়ী মিত্রপক্ষ ও পরাজিত জার্মানির মধ্যে ভার্সাই সন্ধি, সেন্ট জার্মেইন ও নিউলির সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?
বিজয়ী মিত্রপক্ষ ও পরাজিত জার্মানির মধ্যে ভার্সাই সন্ধি, সেন্ট জার্মেইন ও নিউলির সন্ধি 1919 খ্রিস্টাব্দে 28 জুন স্বাক্ষরিত হয়।
ইটালিতে ফ্যাসিস্ট দলের প্রতিষ্ঠা কত খ্রিস্টাব্দে হয়?
ইটালিতে ফ্যাসিস্ট দলের প্রতিষ্ঠা 1919 খ্রিস্টাব্দে হয়।
জার্মানিতে নাৎসি দলের প্রতিষ্ঠা কত খ্রিস্টাব্দে হয়?
জার্মানিতে নাৎসি দলের প্রতিষ্ঠা 1919 খ্রিস্টাব্দে হয়।
কত খ্রিস্টাব্দে জাতিসংঘের (লিগ অফ নেশনস) প্রথম অধিবেশন বসে এবং সেভরের ও ট্রিয়াননের সন্ধি স্বাক্ষরিত হয়?
1920 খ্রিস্টাব্দে 10 জানুয়ারি জাতিসংঘের (লিগ অফ নেশনস) প্রথম অধিবেশন বসে এবং সেভরের ও ট্রিয়াননের সন্ধি স্বাক্ষরিত হয়।
লেনিন কত খ্রিস্টাব্দে নতুন অর্থনৈতিক নীতি বা NEP গ্রহণ করেন?
লেনিন 1921 খ্রিস্টাব্দে নতুন অর্থনৈতিক নীতি বা NEP গ্রহণ করেন।
কত খ্রিস্টাব্দে ইটালিতে মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিস্টদের ক্ষমতা দখল করেন?
1922 খ্রিস্টাব্দে ইটালিতে মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিস্টদের ক্ষমতা দখল করেন।
লেনিনের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে?
লেনিনের মৃত্যু হয় 1924 খ্রিস্টাব্দে 21 জানুয়ারি।
কত খ্রিস্টাব্দে রাশিয়ায় একটি স্থায়ী সংবিধান গৃহীত হয়?
1924 খ্রিস্টাব্দে রাশিয়ায় একটি স্থায়ী সংবিধান গৃহীত হয়।
কত খ্রিস্টাব্দে স্থায়ী সংবিধানে রাশিয়াকে ‘সংযুক্ত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র’ (United of Soviet Socialist Republic) বা সংক্ষেপে USSR বলা হয়?
1924 খ্রিস্টাব্দে স্থায়ী সংবিধানে রাশিয়াকে ‘সংযুক্ত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র’ (United of Soviet Socialist Republic) বা সংক্ষেপে USSR বলা হয়।
হিটলারের আত্মজীবনী ‘মেইন ক্যাম্প’ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
হিটলারের আত্মজীবনী ‘মেইন ক্যাম্প’ 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
কত খ্রিস্টাব্দে বিশ্বজুড়ে অর্থনৈতিক মহামন্দা সৃষ্টি হয়?
1929 খ্রিস্টাব্দে বিশ্বজুড়ে অর্থনৈতিক মহামন্দা সৃষ্টি হয়।
কত খ্রিস্টাব্দে জাপান কর্তৃক চিনের মাঞ্চুরিয়া দখল করেন?
1931 খ্রিস্টাব্দে জাপান কর্তৃক চিনের মাঞ্চুরিয়া দখল করেন।
কত খ্রিস্টাব্দে হিটলার জার্মানির প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হন এবং রাশিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
1934 খ্রিস্টাব্দে হিটলার জার্মানির প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হন এবং রাশিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
কত খ্রিস্টাব্দে স্পেনের গৃহযুদ্ধের সূচনা হয় এবং রোম-বার্লিন অক্ষচুক্তি, কমিন্টার্নবিরোধী চুক্তি স্বাক্ষরিত হয়?
1936 খ্রিস্টাব্দে স্পেনের গৃহযুদ্ধের সূচনা হয় এবং রোম-বার্লিন অক্ষচুক্তি, কমিন্টার্নবিরোধী চুক্তি স্বাক্ষরিত হয়।
জেনারেল ফ্রাঙ্কোর নেতৃত্বে স্পেনে একনায়কতন্ত্র কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়?
জেনারেল ফ্রাঙ্কোর নেতৃত্বে স্পেনে একনায়কতন্ত্র 1939 খ্রিস্টাব্দে 4 এপ্রিল প্রতিষ্ঠা হয়।
প্যারিস শান্তি সম্মেলনে ‘Big Four’ বা ‘প্রধান চার’ কারা ছিল?
প্যারিস শান্তি সম্মেলনে ‘Big Four’ বা ‘প্রধান চার’ ছিল-ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি ও আমেরিকা।
ফ্রাঙ্কো কে ছিলেন?
ফ্রাঙ্কো ছিলেন স্পেনের গৃহযুদ্ধের প্রধান সেনাপতি।
হিটলার কত খ্রিস্টাব্দে জার্মানির রাষ্ট্রপতির ক্ষমতা দখল করেন?
হিটলার 1934 খ্রিস্টাব্দে জার্মানির রাষ্ট্রপতির ক্ষমতা দখল করেন।
ফ্যুয়েরার বলে কাকে অভিহিত করা হয়?
ফ্যুয়েরার বলে হিটলারকে অভিহিত করা হয়।
‘ফ্যুয়েরার’ কথার অর্থ কী?
‘ফ্যুয়েরার’ কথার অর্থ হল প্রধান নেতা।
স্পেনের প্রজাতান্ত্রিক সরকারের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
স্পেনের প্রজাতান্ত্রিক সরকারের প্রথম রাষ্ট্রপতি ছিলেন নিবস্টো জামোরা।
স্পেনের সংসদের নাম কী ছিল?
স্পেনের সংসদের নাম ছিল করটেস।
ইল দুচে’ উপাধি কে নিয়েছিলেন?
‘ইল দুচে’ উপাধি নিয়েছিলেন মুসোলিনি।
কোন্ চুক্তির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল?
ভার্সাই চুক্তির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল।
জার্মানি যাতে মিত্রশক্তিবর্গকে ক্ষতিপূরণ দান করতে পারে তার জন্য কী কী পরিকল্পনা গ্রহণ করা হয়?
জার্মানি যাতে মিত্রশক্তিবর্গকে ক্ষতিপূরণ দান করতে পারে তার জন্য ডয়েজ ও ইয়ং পরিকল্পনা গ্রহণ করা হয়।
প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন গুস্তাভ স্ট্রেসেম্যান।
প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে প্রজাতান্ত্রিক সরকার কে প্রতিষ্ঠা করেন?
প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেন ফ্রেডরিখ ইবার্ট।
জার্মানিতে প্রজাতান্ত্রিক সরকারের সংবিধান কোন স্থানে গৃহীত হয়?
জার্মানিতে প্রজাতান্ত্রিক সরকারের সংবিধান ভাইমার নামক স্থানে গৃহীত হয়।
জার্মানিতে কত খ্রিস্টাব্দে ‘ভাইমার প্রজাতন্ত্র’ প্রতিষ্ঠিত হয়েছিল?
জার্মানিতে 1918 খ্রিস্টাব্দে ‘ভাইমার প্রজাতন্ত্র’ প্রতিষ্ঠিত হয়েছিল।
জার্মানির ভাইমার প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি কে ছিলেন?
জার্মানির ভাইমার প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ছিলেন ফ্রেডরিখ ইবার্ট।
অ্যাডলফ হিটলার কত খ্রিস্টাব্দে জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগদান করেন?
অ্যাডলফ হিটলার 1919 খ্রিস্টাব্দে জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগদান করেন।
জার্মান ওয়ার্কার্স পার্টির নতুন নামকরণ কী হয়েছিল?
জার্মান ওয়ার্কার্স পার্টির নতুন নামকরণ হয়েছিল – ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি।
কে ইহুদিদের প্রতি তীব্র ঘৃণা ও বিদ্বেষ পোষণ করতেন?
হিটলার ইহুদিদের প্রতি তীব্র ঘৃণা ও বিদ্বেষ পোষণ করতেন।
‘হেরেনভক তত্ত্বের’ প্রবক্তা কে?
‘হেরেনভক তত্ত্বের’ প্রবক্তা ছিলেন হিটলার।
‘জার্মানরা একমাত্র আর্য জাতি, বাকি সব জাতি বর্ণসংকর’-এ কথা কে বলেন?
‘জার্মানরা একমাত্র আর্য জাতি, বাকি সব জাতি বর্ণসংকর’ -এ কথা বলেন হিটলার।
কোন্ দেশে নাৎসিবাদের উদ্ভব হয়েছিল?
জার্মানিতে নাৎসিবাদের উদ্ভব হয়েছিল।
জার্মানিতে কে নাৎসি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন?
জার্মানিতে হিটলার নাৎসি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।
নাৎসি পার্টির পুরো নাম কী?
নাৎসি পার্টির পুরো নাম হল – ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি।
নাৎসি দলকে জনপ্রিয় করে তোলে কোন্ পত্রিকা?
নাৎসি দলকে জনপ্রিয় করে তোলে পিপলস্ অবজারভার নামক পত্রিকা।
নাৎসি দলের মুখপত্রের নাম কী?
নাৎসি দলের মুখপত্রের নাম হল পিপলস্ অবজারভার।
নাৎসি দলের স্বেচ্ছাসেবক বাহিনীর নাম কী?
নাৎসি দলের স্বেচ্ছাসেবক বাহিনীর নাম হল ঝটিকাবাহিনী বা স্টর্ম ট্রুপার্স।
‘ব্রাউন শার্টস্’ কাদের বলা হত?
নাৎসি দলের সদস্যরা বাদামি রঙের পোশাক পরতেন বলে এদের ‘ব্রাউন শার্টস্’ বলা হত।
‘গেস্টাপো’ কী?
‘গেস্টাপো’ হল হিটলারের নেতৃত্বাধীন জার্মানির গুপ্ত পুলিশ বাহিনী।
মেইন ক্যাম্প (Mein Kamph) গ্রন্থের রচয়িতা কে?
মেইন ক্যাম্প গ্রন্থের রচয়িতা হলেন অ্যাডলফ হিটলার।
‘মেইন ক্যাম্প’ কথার অর্থ কী?
‘মেইন ক্যাম্প’ কথার অর্থ ‘আমার সংগ্রাম’।
হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী?
হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম ‘মেইন ক্যাম্প’।
‘মেইন ক্যাম্প’ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
‘মেইন ক্যাম্প’ 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
কোন্ গ্রন্থ ‘নাৎসি দলের বাইবেল’ বলে পরিচিত?
মেইন ক্যাম্প গ্রন্থটি ‘নাৎসি দলের বাইবেল’ বলে পরিচিত।
নাৎসি দলের প্রতীক চিহ্ন কী ছিল?
নাৎসি দলের প্রতীক ছিল স্বস্তিকা চিহ্ন।
হিটলার কত খ্রিস্টাব্দে জার্মানির চ্যান্সেলার (প্রধানমন্ত্রী) হয়েছিলেন?
হিটলার 1933 খ্রিস্টাব্দে জার্মানির চ্যান্সেলার (প্রধানমন্ত্রী) হয়েছিলেন।
সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো।
রাশিয়ার রাজাকে ___ (কাইজার/সুলতান/জার/সম্রাট) বলে।
উত্তর – রাশিয়ার রাজাকে জার বলে।
রোমানভ বংশের প্রতিষ্ঠা করেন ___ (ভিক্টর হুগো/পিটার দ্য গ্রেট/মিখাইল ফিওডরোভিচ/জার দ্বিতীয় আলেকজান্ডার)।
উত্তর – রোমানভ বংশের প্রতিষ্ঠা করেন মিখাইল ফিওডরোভিচ।
জার ___ (প্রথম নিকোলাস/পিটার দ্য গ্রেট/দ্বিতীয় আলেকজান্ডার/তৃতীয় আলেকজান্ডার) -এর আমলে রাশিয়া ক্রিমিয়ার যুদ্ধে পরাজিত হয়।
উত্তর – জার প্রথম নিকোলাস -এর আমলে রাশিয়া ক্রিমিয়ার যুদ্ধে পরাজিত হয়।
রাশিয়ার বেশির ভাগ অধিবাসী ছিল ___ (অস্ট্রীয়/শ্লাভ/টিউটনিক/রোমানীয়) জাতিভুক্ত।
উত্তর – রাশিয়ার বেশির ভাগ অধিবাসী ছিল শ্লাভ জাতিভুক্ত।
জার দ্বিতীয় নিকোলাস ছিলেন ___ (ইলিয়াস/মুঘল/সাং/রোমানভ) বংশের রাজা।
উত্তর – জার দ্বিতীয় নিকোলাস ছিলেন রোমানভ বংশের রাজা।
জারিনা আলেকজান্দ্রা ছিলেন ___ (প্রথম আলেকজান্ডারের/দ্বিতীয় আলেকজান্ডারের/দ্বিতীয় নিকোলাসের/রাসপুটিনের) রানি।
উত্তর – জারিনা আলেকজান্দ্রা ছিলেন দ্বিতীয় নিকোলাসের রানি।
গ্রেগরি রাসপুটিন ছিলেন একজন ___ (ইতালীয় নাবিক/বিজ্ঞানী/ভণ্ড সন্ন্যাসী/রুশ জার)।
উত্তর – গ্রেগরি রাসপুটিন ছিলেন একজন ভণ্ড সন্ন্যাসী।
রাশিয়ার সংসদের নাম ___ (রাইখস্ট্যাগ/ডুমা/জাতীয় সভা/পার্লামেন্ট)।
উত্তর – রাশিয়ার সংসদের নাম ডুমা।
রাশিয়ার জার ___ (প্রথম আলেকজান্ডার/দ্বিতীয় আলেকজান্ডার/দ্বিতীয় নিকোলাস/তৃতীয় নিকোলাস) -এর রাজত্বকালে নিহিলিস্ট আন্দোলনের প্রসার ঘটে।
উত্তর – রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার -এর রাজত্বকালে নিহিলিস্ট আন্দোলনের প্রসার ঘটে।
নিহিলিজম একটি ___ (সমাজতন্ত্রী/উদারপন্থী/চরমপন্থী/নরমপন্থী) মতবাদ।
উত্তর – নিহিলিজম একটি চরমপন্থী মতবাদ।
নারদনিক আন্দোলনের সূত্রপাত হয় ___ (1876/1879/1880/1882) খ্রিস্টাব্দে।
উত্তর – নারদনিক আন্দোলনের সূত্রপাত হয় 1879 খ্রিস্টাব্দে।
রুশ ভাষায় ‘নারদ’ শব্দের অর্থ ___ (সংঘ/বিপ্লব/জনগণ/বিদ্রোহ)।
উত্তর – রুশ ভাষায় ‘নারদ’ শব্দের অর্থ জনগণ।
রাশিয়ায় নারদনিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন ___ (ট্রটস্কি/বাকুনিন/হিটলার/আলেকজান্ডার হার্জেন)।
উত্তর – রাশিয়ায় নারদনিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন আলেকজান্ডার হার্জেন।
জার দ্বিতীয় আলেকজান্ডার ___ (নারদনিক/চরমপন্থী/বলশেভিক/মেনশেভিক)-দের হাতে নিহত হন।
উত্তর – জার দ্বিতীয় আলেকজান্ডার নারদনিক -দের হাতে নিহত হন।
রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতিকে বলা হয় ___ (ডুমা/পরিষদ/মির/গেস্টাপো)।
উত্তর – রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতিকে বলা হয় মির।
কাউন্ট উইটে ছিলেন জার ___ (বিসমার্ক/প্রথম আলেকজান্ডার/প্রথম নিকোলাস/দ্বিতীয় নিকোলাস)-এর মন্ত্রী।
উত্তর – কাউন্ট উইটে ছিলেন জার দ্বিতীয় নিকোলাস -এর মন্ত্রী।
রাশিয়া ও জাপানের মধ্যে যুদ্ধ হয়েছিল ___ (1904/1905/1908/1911) খ্রিস্টাব্দে।
উত্তর – রাশিয়া ও জাপানের মধ্যে যুদ্ধ হয়েছিল 1904 খ্রিস্টাব্দে।
পোর্টসমাউথের সন্ধি স্বাক্ষরিত হয় রাশিয়া ও ___ (চিন/ইংল্যান্ড/জাপান/জার্মানি) -এর মধ্যে।
উত্তর – পোর্টসমাউথের সন্ধি স্বাক্ষরিত হয় রাশিয়া ও জাপান -এর মধ্যে।
‘পোটেমকিন’ ছিল ___ (রুশ যুদ্ধজাহাজ/বন্দর/ইংল্যান্ডের যুদ্ধবিমান/মার্কিন শহর)।
উত্তর – ‘পোটেমকিন’ ছিল রুশ যুদ্ধজাহাজ।
‘অক্টোবর ইস্তাহার’ পেশ করেন ___ (মুসোলিনি/দ্বিতীয় নিকোলাস/প্রথম নিকোলাস/পিটার দ্য গ্রেট)।
উত্তর – ‘অক্টোবর ইস্তাহার’ পেশ করেন দ্বিতীয় নিকোলাস।
___ (1902/1905/1904/1907) খ্রিস্টাব্দের বিপ্লবকে 1917 খ্রিস্টাব্দের ‘রুশ বিপ্লবের মহড়া’ বলা হয়।
উত্তর – 1905 খ্রিস্টাব্দের বিপ্লবকে 1917 খ্রিস্টাব্দের ‘রুশ বিপ্লবের মহড়া’ বলা হয়।
1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের প্রাককালে রাশিয়ার জার ছিলেন ___ (প্রথম আলেকজান্ডার/দ্বিতীয় নিকোলাস/মিখাইল গর্বাচেভ/দ্বিতীয় আলেকজান্ডার)।
উত্তর – 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের প্রাককালে রাশিয়ার জার ছিলেন দ্বিতীয় নিকোলাস।
রুশ বিপ্লব হয় ___ (1789/1857/1914/1917) খ্রিস্টাব্দে।
উত্তর – রুশ বিপ্লব হয় 1917 খ্রিস্টাব্দে।
জার দ্বিতীয় নিকোলাসের প্রধানমন্ত্রী ছিলেন ___ (প্লেখানভ/স্টোলিপিন/কাউন্ট উইটে/বিসমার্ক)।
উত্তর – জার দ্বিতীয় নিকোলাসের প্রধানমন্ত্রী ছিলেন স্টোলিপিন।
নৈরাজ্যবাদের অন্যতম প্রবক্তা ছিলেন ___ (প্লেখানভ/বাকুনিন/কার্ল মার্কস/এঙ্গেলস)।
উত্তর – নৈরাজ্যবাদের অন্যতম প্রবক্তা ছিলেন বাকুনিন।
বলশেভিক বিপ্লব অনুষ্ঠিত হয় ___ (রাশিয়ায়/ফ্রান্সে/আমেরিকাতে/ইংল্যান্ডে)।
উত্তর – বলশেভিক বিপ্লব অনুষ্ঠিত হয় রাশিয়ায়।
রাশিয়ায় বলশেভিক বিপ্লব অনুষ্ঠিত হয় ___ (1905/1907/1917/1922) খ্রিস্টাব্দে।
উত্তর – রাশিয়ায় বলশেভিক বিপ্লব অনুষ্ঠিত হয় 1917 খ্রিস্টাব্দে।
বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন ___ (বাকুলিন/লেনিন/ট্রটস্কি/কেরেনস্কি)।
উত্তর – বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন লেনিন।
বলশেভিক দল ছিল ___ (চরমপন্থী/নরমপন্থী/উদারপন্থী/সমাজতন্ত্রী)।
উত্তর – বলশেভিক দল ছিল চরমপন্থী।
বলশেভিক বিপ্লবকে ___ (ফেব্রুয়ারি/জুলাই/অক্টোবর/নভেম্বর) বিপ্লবও বলা হয়ে থাকে।
উত্তর – বলশেভিক বিপ্লবকে নভেম্বর বিপ্লবও বলা হয়ে থাকে।
বলশেভিকদের মুখপত্রের নাম ছিল ___ (ইসক্রা/রিসর্গিমেন্টো/প্রাভদা/মির)।
উত্তর – বলশেভিকদের মুখপত্রের নাম ছিল প্রাভদা।
ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ হল ___ (বাকুনিনের/লেনিনের/স্ট্যালিনের/ট্রটস্কির) ছদ্মনাম।
উত্তর – ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ হল লেনিনের ছদ্মনাম।
‘ইসক্রা’ প্রকাশ করেন ___ (ট্রটস্কি/লেনিন/প্রথম নিকোলাস/স্ট্যালিন)।
উত্তর – ‘ইসক্রা’ প্রকাশ করেন লেনিন।
‘এপ্রিল থিসিস’ ঘোষণা করেন ___ (স্ট্যালিন/লেনিন/ট্রটস্কি/বাকুনিন)।
উত্তর – ‘এপ্রিল থিসিস’ ঘোষণা করেন লেনিন।
‘চেকা’ হল রাশিয়ার ___ (পরিষদ/পত্রিকা/সাহিত্য/গুপ্ত পুলিশবাহিনী)।
উত্তর – ‘চেকা’ হল রাশিয়ার গুপ্ত পুলিশবাহিনী।
‘শান্তি, জমি ও রুটি’র স্লোগান দিয়েছিলেন ___ (স্ট্যালিন/লেনিন/বাকুনিন/কেরেনস্কি)।
উত্তর – ‘শান্তি, জমি ও রুটি’র স্লোগান দিয়েছিলেন লেনিন।
রাশিয়ায় মেনশেভিক দলের নেতা ছিলেন ___ (বাকুনিন/কেরেনস্কি/লেনিন/ট্রটস্কি)।
উত্তর – রাশিয়ায় মেনশেভিক দলের নেতা ছিলেন কেরেনস্কি।
রাশিয়ায় লাল ফৌজ গঠন করেন ___ (লেনিন/স্ট্যালিন/ট্রটস্কি/মার্কস)।
উত্তর – রাশিয়ায় লাল ফৌজ গঠন করেন ট্রটস্কি।
1917 খ্রিস্টাব্দের বলশেভিক বিপ্লব ঘটে জার ___ (প্রথম নিকোলাস/দ্বিতীয় নিকোলাস/দ্বিতীয় আলেকজান্ডার/তৃতীয় আলেকজান্ডার) -এর আমলে।
উত্তর – 1917 খ্রিস্টাব্দের বলশেভিক বিপ্লব ঘটে জার দ্বিতীয় নিকোলাস -এর আমলে।
রাশিয়ায় জারতন্ত্র ধ্বংস হয় ___ (1905/1917/1921/1947) খ্রিস্টাব্দে।
উত্তর – রাশিয়ায় জারতন্ত্র ধ্বংস হয় 1917 খ্রিস্টাব্দে।
রাশিয়ায় জারতন্ত্র ধ্বংস হয় জার ___ (দ্বিতীয় আলেকজান্ডার/দ্বিতীয় নিকোলাস/প্রথম নিকোলাস/তৃতীয় নেপোলিয়ন) -এর আমলে।
উত্তর – রাশিয়ায় জারতন্ত্র ধ্বংস হয় জার দ্বিতীয় নিকোলাস -এর আমলে।
নভেম্বর বিপ্লবের দ্বারা, রাশিয়ায় ক্ষমতা দখল করেন ___ (উদারপন্থীরা/সমাজতান্ত্রিকরা/বলশেভিকরা/মেনশেভিকরা)।
উত্তর – নভেম্বর বিপ্লবের দ্বারা, রাশিয়ায় ক্ষমতা দখল করেন বলশেভিকরা।
বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ায় ___ (গণতন্ত্র/প্রজাতন্ত্র/সমাজতন্ত্র/রাজতন্ত্র) প্রতিষ্ঠিত হয়।
উত্তর – বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
যুদ্ধভিত্তিক সাম্যবাদের প্রবর্তন করেন ___ (বাকুনিন/লেনিন/ট্রটস্কি/প্লেখানভ)।
উত্তর – যুদ্ধভিত্তিক সাম্যবাদের প্রবর্তন করেন লেনিন।
মিশ্র অর্থনীতির স্রষ্টা ছিলেন ___ (ট্রটস্কি/মার্কস/লেনিন/এঙ্গেলস)।
উত্তর – মিশ্র অর্থনীতির স্রষ্টা ছিলেন লেনিন।
লেনিনের মৃত্যুর পর রাশিয়ার কর্ণধার হন ___ (লেনিন/স্ট্যালিন/ট্রটস্কি/বাকুনিন)।
উত্তর – লেনিনের মৃত্যুর পর রাশিয়ার কর্ণধার হন স্ট্যালিন।
প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় ___ (1914/1918/1939/1945) খ্রিস্টাব্দে।
উত্তর – প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় 1914 খ্রিস্টাব্দে।
প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে ___ (1918/1920/1945/1956) খ্রিস্টাব্দে।
উত্তর – প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে 1918 খ্রিস্টাব্দে।
প্যারিসের শান্তি সম্মেলন আহৃত হয় ___ (1914/1918/1919/1920) খ্রিস্টাব্দে।
উত্তর – প্যারিসের শান্তি সম্মেলন আহৃত হয় 1919 খ্রিস্টাব্দে।
প্রথম বিশ্বযুদ্ধে বিজয়ী মিত্রপক্ষের সঙ্গে পরাজিত জার্মানি ___ (পেট্রোগ্রাড/ভার্সাই/প্যারিস/বার্লিন)-সন্ধি স্বাক্ষর করেছিল।
উত্তর – প্রথম বিশ্বযুদ্ধে বিজয়ী মিত্রপক্ষের সঙ্গে পরাজিত জার্মানি ভার্সাই-সন্ধি স্বাক্ষর করেছিল।
বিজয়ী মিত্রপক্ষের সঙ্গে পরাজিত জার্মানির ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয় ___ (1919/1923/1939/1945) খ্রিস্টাব্দে।
উত্তর – বিজয়ী মিত্রপক্ষের সঙ্গে পরাজিত জার্মানির ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয় 1919 খ্রিস্টাব্দে।
রাশিয়া-জার্মানির মধ্যে ব্রেস্ট-লিটভস্কের সন্ধি স্বাক্ষরিত হয় ___ (1912/1914/1918/1950) খ্রিস্টাব্দে।
উত্তর – রাশিয়া-জার্মানির মধ্যে ব্রেস্ট-লিটভস্কের সন্ধি স্বাক্ষরিত হয় 1918 খ্রিস্টাব্দে।
জার্মানির সার উপত্যকা ___ (9/10/15/12) বছরের জন্য ফ্রান্সের অধিকারে থাকবে বলে ঘোষণা করা হয়।
উত্তর – জার্মানির সার উপত্যকা 15 বছরের জন্য ফ্রান্সের অধিকারে থাকবে বলে ঘোষণা করা হয়।
জার্মানির থেকে ___ (ফ্রান্স/ইংল্যান্ড/বেলজিয়াম/পোল্যান্ড) আলসাস ও লোরেন প্রদেশ ফিরে পায়।
উত্তর – জার্মানির থেকে ফ্রান্স আলসাস ও লোরেন প্রদেশ ফিরে পায়।
___ (প্রাশিয়া/ইটালি/অস্ট্রিয়া/বুলগেরিয়া) ও মিত্রশক্তিবর্গের মধ্যে নিউলির সন্ধি স্বাক্ষরিত হয়।
উত্তর – বুলগেরিয়া ও মিত্রশক্তিবর্গের মধ্যে নিউলির সন্ধি স্বাক্ষরিত হয়।
1920 খ্রিস্টাব্দে তুরস্ক ও মিত্রশক্তিবর্গের মধ্যে ___ (সেভর/ট্রিয়ানন/ল্যাসন/নিউলি) -এর সন্ধি স্বাক্ষরিত হয়।
উত্তর – 1920 খ্রিস্টাব্দে তুরস্ক ও মিত্রশক্তিবর্গের মধ্যে সেভর -এর সন্ধি স্বাক্ষরিত হয়।
ভূমিদাস প্রথার উচ্ছেদ ঘটান ___ (রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার/তৃতীয় নেপোলিয়ন/দ্বিতীয় নিকোলাস/প্রথম নিকোলাস)।
উত্তর – ভূমিদাস প্রথার উচ্ছেদ ঘটান রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার।
‘চোদ্দো দফা নীতি’ ঘোষণা করেন ___ (লয়েড জর্জ/উড্রো উইলসন/লেনিন/জওহরলাল নেহরু)।
উত্তর – ‘চোদ্দো দফা নীতি’ ঘোষণা করেন উড্রো উইলসন।
‘চোদ্দো দফা নীতি’ ঘোষিত হয় ___ (1914/1918/1919/1920) খ্রিস্টাব্দে।
উত্তর – ‘চোদ্দো দফা নীতি’ ঘোষিত হয় 1918 খ্রিস্টাব্দে।
জাতিসংঘ গঠিত হয় ___ (প্রথম/দ্বিতীয়/তৃতীয়ত/চতুর্থ) বিশ্বযুদ্ধের পরে।
উত্তর – জাতিসংঘ গঠিত হয় প্রথম বিশ্বযুদ্ধের পরে।
জাতিসংঘের প্রথম অধিবেশন বসে ___ (1909/1914/1920/1947) খ্রিস্টাব্দে।
উত্তর – জাতিসংঘের প্রথম অধিবেশন বসে 1920 খ্রিস্টাব্দে।
লিগ অফ নেশনসের প্রথম মহাসচিব ছিলেন ___ (বান-কি-মুন/উড্রো উইলসন/স্যার এরিক ড্রুমন্ড/রুজভেল্ট)।
উত্তর – লিগ অফ নেশনসের প্রথম মহাসচিব ছিলেন স্যার এরিক ড্রুমন্ড।
1929 খ্রিস্টাব্দে বিশ্বের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল ___ (ফরাসি বিপ্লব/মহামন্দা/দ্বিতীয় বিশ্বযুদ্ধ/বলশেভিক বিপ্লব)।
উত্তর – 1929 খ্রিস্টাব্দে বিশ্বের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল মহামন্দা।
মহামন্দার সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন ___ (হুভার/হার্ডিং/রুজভেল্ট)।
উত্তর – মহামন্দার সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন হুভার।
New Deal -এর উদ্ভাবক ছিলেন ___ (বিসমার্ক/হিটলার/মুসোলিনি/রুজভেল্ট)।
উত্তর – New Deal -এর উদ্ভাবক ছিলেন রুজভেল্ট।
লেনিন প্রবর্তিত নতুন অর্থনৈতিক নীতিকে সংক্ষেপে বলা হয় ___ (PEN/NEP/UNO/US)।
উত্তর – লেনিন প্রবর্তিত নতুন অর্থনৈতিক নীতিকে সংক্ষেপে বলা হয় NEP।
লেনিন তাঁর নয়া অর্থনৈতিক নীতি ঘোষণা করেন ___ (1917/1919/1920/1921) খ্রিস্টাব্দে।
উত্তর – লেনিন তাঁর নয়া অর্থনৈতিক নীতি ঘোষণা করেন 1921 খ্রিস্টাব্দে।
ইটালিতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেন ___ (ম্যাৎসিনি/ক্যাভুর/মুসোলিনি/হিটলার)।
উত্তর – ইটালিতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেন মুসোলিনি।
ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠা করেন ___ (ইবার্ট/বেনিটো মুসোলিনি/অ্যাডলফ হিটলার/উড্রো উইলসন)।
উত্তর – ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠা করেন বেনিটো মুসোলিনি।
‘ফ্যাসিস্ট’ কথার অর্থ হল ___ (দড়িবাঁধা কাষ্ঠদণ্ড/জাতীয় পতাকা/স্ফুলিঙ্গ/পতাকা)।
উত্তর – ‘ফ্যাসিস্ট’ কথার অর্থ হল দড়িবাঁধা কাষ্ঠদণ্ড।
‘ফ্যাসিস্ট’ দলের সদস্যদের বলা হত ___ (সাদা কুর্তা/লাল কুর্তা/কালো কুর্তা/বাদামি কুর্তা)।
উত্তর – ‘ফ্যাসিস্ট’ দলের সদস্যদের বলা হত কালো কুর্তা।
জার্মানিকে ক্ষতিপূরণের পরিমাণ পরিষ্কার করে বলে দেওয়া হয় ___ (ডওয়েজ/ইয়ং/হুভার/গোস্টাপো) পরিকল্পনায়।
উত্তর – জার্মানিকে ক্ষতিপূরণের পরিমাণ পরিষ্কার করে বলে দেওয়া হয় ইয়ং পরিকল্পনায়।
জার্মানির কমিউনিস্টদের ___ (নৈরাজ্যবাদী/নারদনিক/স্পার্টাসিস্ট/উদারপন্থী) নামে অভিহিত করা হয়।
উত্তর – জার্মানির কমিউনিস্টদের স্পার্টাসিস্ট নামে অভিহিত করা হয়।
জার্মানিতে ভাইমার প্রজাতন্ত্র ___ (1910/1914/1918/1919) খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
উত্তর – জার্মানিতে ভাইমার প্রজাতন্ত্র 1918 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
জার্মানিতে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন ___ (হিটলার/ফ্রেডরিখ ইবার্ট/বিসমার্ক/মুসোলিনি)।
উত্তর – জার্মানিতে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন ফ্রেডরিখ ইবার্ট।
জার্মানিতে নাৎসি দল প্রতিষ্ঠা করেন ___ (স্ট্রেসেমান/হিটলার/বিসমার্ক/কাইজার দ্বিতীয় উইলিয়ম)।
উত্তর – জার্মানিতে নাৎসি দল প্রতিষ্ঠা করেন হিটলার।
নাৎসি দলের পতাকার মাঝে শোভা পেত ___ (পদ্মফুল/চক্র/স্বস্তিকা/মশাল) চিহ্ন।
উত্তর – নাৎসি দলের পতাকার মাঝে শোভা পেত স্বস্তিকা চিহ্ন।
‘মেইন ক্যাম্প’ রচনা করেন ___ (হিটলার/বিসমার্ক/মুসোলিনি/ফ্রেডরিখ ইবার্ট)।
উত্তর – ‘মেইন ক্যাম্প’ রচনা করেন হিটলার।
‘হেরেনভক তত্ত্ব’ -এর প্রবর্তক হলেন ___ (ফ্রাঙ্কো/মুসোলিনি/হিটলার/বিসমার্ক)।
উত্তর – ‘হেরেনভক তত্ত্ব’ -এর প্রবর্তক হলেন হিটলার।
1933 খ্রিস্টাব্দে জার্মানির চ্যান্সেলর হন ___ (নেপোলিয়ন/অ্যাডলফ হিটলার/বেনিটো মুসোলিনি/জেনারেল ফ্রাঙ্কো)।
উত্তর – 1933 খ্রিস্টাব্দে জার্মানির চ্যান্সেলর হন অ্যাডলফ হিটলার।
স্পেনের গৃহযুদ্ধের নায়ক ছিলেন ___ (ফ্রাঙ্কো/নেপোলিয়ন/ইবার্ট/হিটলার)।
উত্তর – স্পেনের গৃহযুদ্ধের নায়ক ছিলেন ফ্রাঙ্কো।
ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মিলিয়ে লেখো।
ক-স্তম্ভ | খ-স্তম্ভ | উত্তর |
1. মহাদেশীয় অবরোধ প্রথা | A. দ্বিতীয় আলেকজান্ডার | 1. → B. |
2. ফ্যাসিবাদ | B. নেপোলিয়ন | 2. → D. |
3. ভূমিদাস প্রথার উচ্ছেদ | C. উড্রো উইলসন | 3. → A. |
4. চোদ্দো দফা নীতি | D. মুসোলিনিয় | 4. → C. |
ক-স্তম্ভ | খ-স্তম্ভ | উত্তর |
1. 1917 | A. বলশেভিক বিপ্লব | 1. → D. |
2. 1929 | B. অর্থনৈতিক মহামন্দা | 2. → B. |
3. 1919 | C. প্যারিসের শান্তি সম্মেলন | 3. → C. |
4. 1918 | D. ভাইমার প্রজাতন্ত্র | 4. → A. |
নীচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও।
রাশিয়ার রানিকে জারিনা বলা হয়।
উত্তর – ঠিক।
নারদনিক আন্দোলন ঘটে জার দ্বিতীয় নিকোলাসের রাজত্বকালে।
উত্তর – ভুল।
ভুলের ব্যাখ্যা – নারদনিক আন্দোলন ঘটে জার দ্বিতীয় আলেকজান্ডারের রাজত্বকালে।
নেপোলিয়ন বোনাপার্টের রাশিয়া অভিযান ব্যর্থ হয়।
উত্তর – ঠিক।
রাশিয়ায় ভূমিদাসদের মুক্তির জন্য আইন প্রণয়ন করেন জার দ্বিতীয় আলেকজান্ডার।
উত্তর – ঠিক।
রাশিয়ায় জমিদারদের ‘মির’ নামে অভিহিত করা হত।
উত্তর – ভুল।
ভুলের ব্যাখ্যা – রাশিয়ায় গ্রাম্য সমিতিগুলিকে ‘মির’ বলা হত।
ফাদার গ্যাপন ছিলেন এক ভাগ্যান্বেষী ধর্মযাজক।
উত্তর – ঠিক।
রাশিয়ায় কৃষকশ্রেণি পরিচিত ছিল ‘কুলাক’ নামে।
উত্তর – ভুল।
ভুলের ব্যাখ্যা – রাশিয়ার জোতদার শ্রেণি ‘কুলাক’ নামে পরিচিত।
বলশেভিক বিপ্লবের পূর্বে রাশিয়ায় সমাজব্যবস্থা ছিল তিন ভাগে বিভক্ত।
উত্তর – ঠিক।
রাশিয়ায় সমাজতন্ত্রের জনক ছিলেন পুলকিন।
উত্তর – ভুল।
ভুলের ব্যাখ্যা – রাশিয়ায় সমাজতন্ত্রের জনক ছিলেন প্লেখানভ।
1917 খ্রিস্টাব্দে রাশিয়াতে দুবার বিপ্লব সংঘটিত হয়।
উত্তর – ঠিক।
পেট্রোগ্রাডের পরবর্তী সময়ে নামকরণ হয় লেনিনগ্রাড।
উত্তর – ঠিক।
বিসমার্কের নেতৃত্বে সমাজতান্ত্রিক আন্দোলনের সূত্রপাত ঘটে।
উত্তর – ভুল।
ভুলের ব্যাখ্যা – লেনিনের নেতৃত্বে সমাজতান্ত্রিক আন্দোলনের সূত্রপাত ঘটে।
প্যারিসের শান্তি সম্মেলনে সমস্ত ক্ষমতা ছিল 2টি বৃহৎ রাষ্ট্রের প্রতিনিধিবর্গের হাতে
উত্তর – ভুল।
ভুলের ব্যাখ্যা – প্যারিসের শান্তি সম্মেলনে সমস্ত ক্ষমতা ছিল 4টি বৃহৎ রাষ্ট্রের প্রতিনিধিবর্গের কাছে।
প্রথম বিশ্বযুদ্ধের জন্য মিত্রশক্তিবর্গ জার্মানিকে দায়ী করে থাকে।
উত্তর – ঠিক।
জাতিসংঘের সদস্যপদ আমেরিকা গ্রহণ করেনি।
উত্তর – ঠিক।
1921 খ্রিস্টাব্দে শেয়ার বাজারে ধস নামার ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দা দেখা দেয়।
উত্তর – ভুল।
ভুলের ব্যাখ্যা – 1929 খ্রিস্টাব্দে শেয়ার বাজারে ধস নামার ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দা দেখা দেয়।
মহামন্দার সময় আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন হুভার।
উত্তর – ঠিক।
রাশিয়ার পার্লামেন্ট ডুমা নামে পরিচিত।
উত্তর – ঠিক।
বিশ্বব্যাপী মন্দার কবলে সোভিয়েত ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়নি।
উত্তর – ঠিক।
স্পেনের প্রজাতান্ত্রিক সরকারের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন ম্যানুয়েল আজানা।
উত্তর – ঠিক।
বেমানান শব্দটি খুঁজে বার করো।
দ্বিতীয় আলেকজান্ডার, তৃতীয় আলেকজান্ডার, দ্বিতীয় নিকোলাস, রাসপুটিন।
উত্তর – রাসপুটিন।
ব্যাখ্যা – রাসপুটিন ছাড়া বাকি তিনজন রাশিয়ার জার বা সম্রাট। রাসপুটিন ছিলেন এক প্রভাবশালী ভণ্ড সন্ন্যাসী যিনি নানাভাবে রাশিয়ার শাসনব্যবস্থায় হস্তক্ষেপ করতেন।
প্রাভদা, ইসক্রা, আভান্তি, সোভিয়েত।
উত্তর – সোভিয়েত।
ব্যাখ্যা – সোভিয়েত ছাড়া বাকি তিনটি হল বিভিন্ন পত্রপত্রিকার নাম। সোভিয়েত হল রাশিয়ার পরিষদ।
গোর্কি, টলস্টয়, তুর্গেনেভ, লেনিন।
উত্তর – লেনিন।
ব্যাখ্যা – লেনিন ছিলেন রাশিয়ার বলশেভিক বিপ্লবের প্রধান নেতা। গোর্কি, টলস্টয়, তুর্গেনেভ ছিলেন রুশ সাহিত্যিক।
জর্জ ক্লেমেনশোঁ, লয়েড জর্জ, উড্রো উইলসন, ফ্রান্সিসকো ফ্রাঙ্কো।
উত্তর – ফ্রান্সিসকো ফ্রাঙ্কো।
ব্যাখ্যা – ফ্রান্সিসকো ফ্রাঙ্কো ব্যতীত তিনজন প্যারিস শান্তি সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
ফ্যুয়েরার, ইল-ডুচে, কডিলো, ডুমা।
উত্তর – ডুমা।
ব্যাখ্যা – ডুমা হল রাশিয়ার সংসদ। আর ফ্যুয়েরার, ইল-ডুচে, কডিলো ছিল যথাক্রমে হিটলার, মুসোলিনি ও ফ্রাঙ্কোর উপাধি।
নীচের বিবৃতিগুলির সঙ্গে তার নীচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে নাও।
বিবৃতি – রাশিয়ায় 1905 খ্রিস্টাব্দের বিপ্লব ব্যর্থ হয়।
ব্যাখ্যা-1: বিপ্লবীরা ভণ্ড ও প্রতারক ছিল।
ব্যাখ্যা-2: অপরিকল্পিতভাবে সংঘটিত এই বিপ্লবকে জার সরকার নির্মমভাবে দমন করে।
ব্যাখ্যা-3: রাশিয়ায় বিপ্লবের আর কোনো প্রয়োজন ছিল না।
উত্তর – ব্যাখ্যা-2: অপরিকল্পিতভাবে সংঘটিত এই বিপ্লবকে জার সরকার নির্মমভাবে দমন করে।
বিবৃতি – রাশিয়ার নভেম্বর বিপ্লব ‘বলশেভিক বিপ্লব’ নামে পরিচিত।
ব্যাখ্যা-1: নভেম্বর বিপ্লবের প্রধান চালিকাশক্তি ছিল বলশেভিক দল এবং বিপ্লবে তারাই জয়লাভ করে।
ব্যাখ্যা-2: রাশিয়ার ক্যালেন্ডার অনুযায়ী নভেম্বর মাসকে বলশেভিক বলা হয়।
ব্যাখ্যা-3: রুশ জার বলশেভিকদের খুব পছন্দ করতেন।
উত্তর – ব্যাখ্যা-1: নভেম্বর বিপ্লবের প্রধান চালিকাশক্তি ছিল বলশেভিক দল এবং বিপ্লবে তারাই জয়লাভ করে।
বিবৃতি – 1919 খ্রিস্টাব্দে বিজয়ী মিত্রশক্তিবর্গের সঙ্গে স্বাক্ষরিত ‘ভার্সাই সন্ধি’ জার্মানির কাছে অপমানজনক ছিল।
ব্যাখ্যা-1 : জার্মানি যুদ্ধ চালিয়ে যেতে চেয়েছিল।
ব্যাখ্যা-2: জার্মানি নিজদেশে মিত্রশক্তিবর্গকে থাকতে দিতে রাজি ছিল না।
ব্যাখ্যা-3: প্রথম বিশ্বযুদ্ধের জন্য সর্বতোভাবে দায়ী করে বিজয়ী মিত্রশক্তিবর্গ জার্মানির উপর জোর করে ভার্সাই সন্ধি চাপিয়ে দিয়েছিল।
উত্তর – ব্যাখ্যা-3: প্রথম বিশ্বযুদ্ধের জন্য সর্বতোভাবে দায়ী করে বিজয়ী মিত্রশক্তিবর্গ জার্মানির উপর জোর করে ভার্সাই সন্ধি চাপিয়ে দিয়েছিল।
আজকে এই আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায়, “বিংশ শতকে ইউরোপ” এর কিছু “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি। এছাড়া, এই পোস্টটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।
মন্তব্য করুন