নবম শ্রেণী – ইতিহাস – বিংশ শতকে ইউরোপ – অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন

Diptesh Khamaru

বিংশ শতক ছিল ইউরোপের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যুগ। এই শতাব্দীতে ইউরোপের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের কারণ ছিল বহুবিধ। প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে সাম্রাজ্যবাদের পতন ঘটে এবং নতুন নতুন জাতি-রাষ্ট্রের উদ্ভব হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইউরোপের ইতিহাসে এক ভয়াবহ অধ্যায়। এই যুদ্ধে ইউরোপের অনেক দেশ ধ্বংস হয়ে যায় এবং লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায়। যুদ্ধের পর ইউরোপে শান্তি প্রতিষ্ঠার জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়। ইউরোপীয় দেশগুলি একত্রিত হয়ে ইউরোপীয় ইউনিয়ন গঠন করে। এই শতাব্দীতে ইউরোপে শিল্পায়ন ও প্রযুক্তিগত উন্নয়নের ফলে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে। সামাজিক ক্ষেত্রেও এই শতাব্দীতে অনেক পরিবর্তন ঘটে। নারীশিক্ষা, শ্রমিক অধিকার ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়। সাংস্কৃতিক ক্ষেত্রেও এই শতাব্দীতে ইউরোপে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। শিল্প, সাহিত্য, সংগীত ও চলচ্চিত্রের ক্ষেত্রে নতুন নতুন ধারা প্রবর্তিত হয়।

Table of Contents

নবম শ্রেণী – ইতিহাস- বিংশ শতকে ইউরোপ 1

রাশিয়ার সম্রাটদের কী বলা হত?

রাশিয়ার সম্রাটদের জার বলা হত ।

জারের সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল?

জারের সাম্রাজ্য বাল্টিক থেকে প্রশান্ত মহাসাগর, কৃষ্ণসাগর থেকে কাস্পিয়ান সাগর হয়ে আরব সাগর পর্যন্ত বিস্তৃত ছিল।

রাশিয়ার কোন্ জার ভূমিদাসদের মুক্তির জন্য আইন প্রণয়ন করেন?

জার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাসদের মুক্তির জন্য আইন প্রণয়ন করেন।

রাশিয়ার একজন উদারপন্থী জারের নাম লেখো ।

রাশিয়ার একজন উদারপন্থী জারের নাম হল দ্বিতীয় আলেকজান্ডার।

ভূমিদাসদের মুক্তিনামাকে অগ্রাহ্য করেন কোন্ জার?

ভূমিদাসদের মুক্তিনামাকে অগ্রাহ্য করেন জার তৃতীয় আলেকজান্ডার।

কোন্ জারের আমলে রাশিয়ায় সাহিত্যের ক্ষেত্রে উন্নতি লক্ষ করা যায়?

জার প্রথম নিকোলাসের আমলে রাশিয়ায় সাহিত্যের ক্ষেত্রে উন্নতি লক্ষ করা যায় ।

রাশিয়ায় কোন্ রাজবংশ ৩০০ বছর রাজত্ব করেছিল?

রাশিয়ায় রোমানভ রাজবংশ ৩০০ বছর রাজত্ব করেছিল।

রুশ জার দ্বিতীয় নিকোলাস কোন বংশের শাসক ছিলেন?

রুশ জার দ্বিতীয় নিকোলাস রোমানভ বংশের শাসক ছিলেন।

বুলিঘিন শাসনতন্ত্র কে চালু করেন?

বুলিঘিন শাসনতন্ত্র চালু করেন জার দ্বিতীয় নিকোলাস।

জার দ্বিতীয় নিকোলাস কবে সিংহাসন ত্যাগ করেন?

জার দ্বিতীয় নিকোলাস ১৯১৭ খ্রিস্টাব্দের ১৪ মার্চ সিংহাসন ত্যাগ করেন।

কত খ্রিস্টাব্দে রাশিয়ায় রোমানভ বংশের শাসনের অবসান ঘটে?

১৯১৭ খ্রিস্টাব্দে রাশিয়ায় রোমানভ বংশের শাসনের অবসান ঘটে।

রাশিয়ায় জারতন্ত্রের পতন কবে হয়?

রাশিয়ায় ১৯১৭ খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের ফলে জারতন্ত্রের পতন হয়।

রাশিয়ার শেষ জার কে ছিলেন?

রাশিয়ার শেষ জার ছিলেন দ্বিতীয় নিকোলাস।

১৯১৭ খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের প্রাক্‌কালে রাশিয়ার জার কে ছিলেন?

১৯১৭ খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের প্রাককালে রাশিয়ার জার ছিলেন দ্বিতীয় নিকোলাস ।

রুশ বিপ্লবের ফলে রাশিয়ায় কোন্ বংশের শাসনের অবসান হয়?

রুশ বিপ্লবের ফলে রাশিয়ায় রোমানভ বংশের শাসনের অবসান হয়।

বলশেভিক বিপ্লবের পূর্বে মোট কতজন জার রাজত্ব করেছিলেন রাশিয়াতে?

বলশেভিক বিপ্লবের পূর্বে মোট ১৮ জন জার রাজত্ব করেছিলেন রাশিয়াতে।

রাশিয়াতে বলশেভিক আন্দোলন সংঘটিত হয় কোন্ জারের রাজত্বকালে?

রাশিয়াতে বলশেভিক আন্দোলন সংঘটিত হয় জার দ্বিতীয় নিকোলাসের রাজত্বকালে।

ডুমা কী?

রাশিয়ার নির্বাচিত আইনসভা ডুমা নামে পরিচিত।

কত খ্রিস্টাব্দে ডুমা-র প্রথম অধিবেশন বসে?

১৯০৬ খ্রিস্টাব্দে ডুমা-র প্রথম অধিবেশন বসে।

১৯০৫ খ্রিস্টাব্দের পূর্বে রাশিয়ার সমাজ কত ভাগে বিভক্ত ছিল?

১৯০৫ খ্রিস্টাব্দের পূর্বে রাশিয়ার সমাজ সুবিধাভোগী অভিজাত ও সুবিধাবঞ্চিত দরিদ্র কৃষক— এই দুটি শ্রেণিতে বিভক্ত ছিল।

নিহিলিস্ট কারা?

নিহিলিস্ট হল রাশিয়ার এক চরমপন্থী গোষ্ঠী।

নিহিলিস্ট শব্দটি কে, কোথায় প্রথম ব্যবহার করেন?

নিহিলিস্ট শব্দটি তুর্গেনেভ তাঁর ফাদারস্ অ্যান্ড সনস্ উপন্যাসে প্রথম ব্যবহার করেন। 

নারদনিক আন্দোলন রাশিয়ায় কবে শুরু হয়?

নারদনিক আন্দোলন রাশিয়ায় ১৮৭৪ খ্রিস্টাব্দে শুরু হয়।

নারদ কথার অর্থ কী?

নারদ কথার অর্থ হল জনগণ।

নারদনিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে ছিলেন?

নারদনিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন আলেকজান্ডার হার্জেন।

পোর্টসমাউথের সন্ধি কবে স্বাক্ষরিত হয়?

পোর্টসমাউথের সন্ধি ১৯০৫ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।

পোর্টসমাউথের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

পোর্টসমাউথের সন্ধি রাশিয়া ও জাপানের মধ্যে স্বাক্ষরিত হয়।

রক্তাক্ত রবিবার-এর ঘটনাটি কোথায় ঘটেছিল?

রক্তাক্ত রবিবার-এর ঘটনাটি ঘটেছিল রাশিয়ার পেট্রোগ্রাড শহরে।

রক্তাক্ত রবিবার-এর ঘটনা কত খ্রিস্টাব্দে ঘটেছিল?

রক্তাক্ত রবিবার-এর ঘটনা ১৯০৫ খ্রিস্টাব্দে ঘটেছিল।

সোভিয়েত কী?

রাশিয়ার গ্রাম ও শহরের সাধারণ মানুষদের নিয়ে গঠিত পরিষদকে ‘সোভিয়েত’ বলা হত।

সোভিয়েত কথার অর্থ কী ছিল?

সোভিয়েত কথার অর্থ ছিল পরিষদ।

১৯০৫ খ্রিস্টাব্দের বিপ্লব ১৯১৭ খ্রিস্টাব্দের বিপ্লবের ড্রেস রিহার্সাল – কার উক্তি?

১৯০৫ খ্রিস্টাব্দের বিপ্লব ১৯১৭ খ্রিস্টাব্দের বিপ্লবের ড্রেস রিহার্সাল—এটি ট্রটস্কির উক্তি।

মির কাদের বলা হত?

রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতিকে মির বলা হত।

কুলাক কাদের বলা হয়?

রাশিয়ার নতুন জমিদার বা জোতদার শ্রেণিকে কুলাক বলা হয়।

কার সংস্কারের ফলে রাশিয়াতে জোতদার প্রথা ব্যাপকভাবে চালু হয় ?

স্টোলিপিনের সংস্কারের ফলে রাশিয়াতে জোতদার প্রথা ব্যাপকভাবে চালু হয় ।

স্টোলিপিন কত খ্রিস্টাব্দে নিহত হন?

স্টোলিপিন ১৯১১ খ্রিস্টাব্দে নিহত হন।

কোন্ কুখ্যাত সন্ন্যাসী দ্বিতীয় নিকোলাসের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করেছিল?

রাসপুটিন দ্বিতীয় নিকোলাসের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করেছিল।

রুশদের কাছে স্বৈরাচারিতার চিত্র কারা তুলে ধরেন?

রুশদের কাছে স্বৈরাচারিতার চিত্র তুলে ধরেন রাশিয়ার সাহিত্যিক ও দার্শনিকরা।

বাকুনিন কে ছিলেন?

বাকুনিন ছিলেন রাশিয়ার নৈরাজ্যবাদী বিপ্লবী ব্যক্তিত্ব।

রাশিয়ায় কত খ্রিস্টাব্দে সোশ্যাল ডেমোক্র্যাটিক দল প্রতিষ্ঠিত হয়? 

রাশিয়ায় ১৮৯৮ খ্রিস্টাব্দে ‘সোশ্যাল ডেমোক্র্যাটিক দল’ প্রতিষ্ঠিত হয় ।

সোশ্যাল ডেমোক্র্যাটিক দল কে প্রতিষ্ঠা করেন?

সোশ্যাল ডেমোক্র্যাটিক দল’ প্রতিষ্ঠা করেন জর্জ প্লেখানভ।

বলশেভিক কথার অর্থ কী?

বলশেভিক কথার অর্থ হল সংখ্যাগরিষ্ঠ।

রাশিয়ার বলশেভিক দলের প্রধান নেতা কে ছিলেন?

রাশিয়ার বলশেভিক দলের প্রধান নেতা ছিলেন লেনিন।

লেনিনের প্রকৃত নাম কী?

লেনিনের প্রকৃত নাম ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ।

লেনিনের পূর্বে রাশিয়ায় সমাজতান্ত্রিক ভাবধারা কে প্রচার করেছিলেন?

লেনিনের পূর্বে রাশিয়ায় সমাজতান্ত্রিক ভাবধারা প্রচার করেছিলেন আলেকজান্ডার হার্জেন।

বলশেভিক দলের মুখপত্রের নাম কী?

বলশেভিক দলের মুখপত্রের নাম হল প্রাভদা ।

প্রাভদা পত্রিকাটি কবে প্রকাশিত হয়?

প্রাভদা পত্রিকাটি ১৯১২ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।

শ্রমিকশ্রেণির একনায়কতন্ত্র স্থাপনে কারা আগ্রহী ছিলেন?

শ্রমিকশ্রেণির একনায়কতন্ত্র স্থাপনে বলশেভিকরা আগ্রহী ছিলেন।

মেনশেভিক কথার অর্থ কী?

মেনশেভিক কথার অর্থ হল সংখ্যালঘিষ্ঠ ।

আলেকজান্ডার কেরেনস্কি কে ছিলেন?

আলেকজান্ডার কেরেনস্কি ছিলেন রাশিয়ার মেনশেভিক দলের প্রধান নেতা।

কেরেনস্কি সরকারের সামরিক প্রধান কে ছিলেন?

কেরেনস্কি সরকারের সামরিক প্রধান ছিলেন জেনারেল কর্নিল।

জুলিয়ান ক্যালেন্ডার গ্রেগরিয়ান ক্যালেন্ডারের থেকে কতদিন পিছিয়ে থাকে?

জুলিয়ান ক্যালেন্ডার গ্রেগরিয়ান ক্যালেন্ডারের থেকে ১৩ দিন পিছিয়ে থাকে।

১৯১৭ খ্রিস্টাব্দের দ্বিতীয় বিপ্লবটি কী ধরনের বিপ্লব ছিল?

১৯১৭ খ্রিস্টাব্দের দ্বিতীয় বিপ্লবটি সমাজতান্ত্রিক বিপ্লব ছিল।

বলশেভিক বিপ্লব কবে অনুষ্ঠিত হয়?

বলশেভিক বিপ্লব ১৯১৭ খ্রিস্টাব্দের ২৫ অক্টোবর রাশিয়ায় অনুষ্ঠিত হয়।

বলশেভিক বিপ্লবের সময় রাশিয়ায় কোন্ ক্যালেন্ডার মেনে চলা হত?

বলশেভিক বিপ্লবের সময় রাশিয়ায় জুলিয়ান ক্যালেন্ডার মেনে চলা হত।

রাশিয়ার বলশেভিক বিপ্লবের প্রধান নেতা কে ছিলেন?

রাশিয়ার বলশেভিক বিপ্লবের প্রধান নেতা ছিলেন লেনিন।

রুশ বিপ্লবের জনক কাকে বলা হয়?

রুশ বিপ্লবের জনক’ বলা হয় লেনিনকে।

All power to the Soviets – কার উক্তি?

All power to the Soviets’ – লেনিনের উক্তি।

এপ্রিল থিসিস – এর প্রবক্তা কে ছিলেন?

এপ্রিল থিসিস-এর প্রবক্তা ছিলেন লেনিন।

লেনিন কৰে এপ্রিল থিসিস ঘোষণা করেন ?

লেনিন ১৯১৭ খ্রিস্টাব্দের ১৬ এপ্রিল ‘এপ্রিল থিসিস ঘোষণা করেন।

বলশেভিক বিপ্লবে লেনিনের প্রধান সহযোগী কে ছিলেন?

বলশেভিক বিপ্লবে লেনিনের প্রধান সহযোগী ছিলেন ট্রটস্কি।

কার নেতৃত্বে রাশিয়ায় রেড গার্ড বা লাল ফৌজ গঠিত হয়েছিল?

ট্রটস্কির নেতৃত্বে রাশিয়ায় ‘রেড গার্ড’ বা ‘লাল ফৌজ’ গঠিত হয়েছিল।

ইসক্রা পত্রিকা প্রথম কে প্রকাশ করেন?

ইসক্রা পত্রিকা প্রথম প্রকাশ করেন লেনিন।

ইসক্রা পত্রিকা কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়?

ইসক্রা পত্রিকা ১৯০০ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়।

ইসক্রা শব্দের অর্থ কী?

ইসক্রা শব্দের অর্থ হল স্ফুলিঙ্গ।

রুশ বিপ্লব সফল হয় কবে?

রুশ বিপ্লব সফল হয় ১৯১৭ খ্রিস্টাব্দের ৭ নভেম্বর।

রাশিয়ায় কার নেতৃত্বে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়?

রাশিয়ায় লেনিনের নেতৃত্বে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়।

১৯১৭ খ্রিস্টাব্দে রাশিয়ায় প্রতিষ্ঠিত সোভিয়েত সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

১৯১৭ খ্রিস্টাব্দে রাশিয়ায় প্রতিষ্ঠিত সোভিয়েত সরকারের রাষ্ট্রপতি ছিলেন লেনিন।

১৯১৭ খ্রিস্টাব্দে রাশিয়ায় প্রতিষ্ঠিত সোভিয়েত সরকারের বিদেশমন্ত্রী কে ছিলেন?

১৯১৭ খ্রিস্টাব্দে রাশিয়ায় প্রতিষ্ঠিত সোভিয়েত সরকারের বিদেশমন্ত্রী ছিলেন ট্রটস্কি।

১৯১৭ খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের পর রাশিয়ার নতুন নামকরণ কী হয়?

১৯১৭ খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের পর রাশিয়ার নতুন নাম হয় ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক (সংক্ষেপে USSR)।

বিশ্বে সর্বপ্রথম কোন্ দেশে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়?

বিশ্বে সর্বপ্রথম রাশিয়ায় সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ৷

বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ছিলেন লেনিন।

করে রাশিয়ার রাজধানী পেট্রোগ্রাড থেকে মস্কোতে স্থানান্তরিত হয়?

১৯১৮ খ্রিস্টাব্দের ১০ মার্চ রাশিয়ার রাজধানী পেট্রোগ্রাড থেকে মস্কোতে স্থানান্তরিত হয়।

চেকা কী?

স্ট্যালিনের নেতৃত্বে গঠিত গুপ্ত পুলিশবাহিনী ‘চেকা’ নামে পরিচিত।

স্ট্যালিনের প্রকৃত নাম কী?

স্ট্যালিনের প্রকৃত নাম হল জোসেফ জুগাসভিলি।

নতুন অর্থনৈতিক নীতি বা NEP কে প্রবর্তন করেন? 

নতুন অর্থনৈতিক নীতি বা NEP লেনিন প্রবর্তন করেন।

কত খ্রিস্টাব্দে লেনিন NEP বা নতুন অর্থনৈতিক নীতি চালু করেন?

১৯২১ খ্রিস্টাব্দে লেনিন NEP বা ‘নতুন অর্থনৈতিক নীতি’ চালু করেন ।

লেনিনের নতুন অর্থনৈতিক নীতির মূল বৈশিষ্ট্য কী?

লেনিনের নতুন অর্থনৈতিক নীতির মূল বৈশিষ্ট্য ছিল- ধনতন্ত্র ও সমাজতন্ত্রের কার্যকরী মিশ্রণ।

অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে কবে যুদ্ধ ঘোষণা করে?

অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে ১৯১৪ খ্রিস্টাব্দের ২৮ জুলাই যুদ্ধ ঘোষণা করে।

কত খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়?

১৯১৪ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়।

ইংল্যান্ড কবে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়?

ইংল্যান্ড ১৯১৪ খ্রিস্টাব্দের ৪ আগস্ট প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়।

আমেরিকা কত খ্রিস্টাব্দে মিত্রপক্ষে যোগ দেয়?

আমেরিকা ১৯১৭ খ্রিস্টাব্দে মিত্রপক্ষে যোগ দেয়।

প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে কে চোদ্দো দফা নীতি ঘোষণা করেন?

প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে উড্রো উইলসন ‘চোদ্দো দফা নীতি’ ঘোষণা করেন।

উড্রো উইলসন কে ছিলেন?

উড্রো উইলসন ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।

উড্রো উইলসন কবে তাঁর চোদ্দো দফা নীতি ঘোষণা করেন?

উড্রো উইলসন ১৯১৮ খ্রিস্টাব্দের ৮ জানুয়ারি তাঁর ‘চোদ্দো দফা নীতি’ ঘোষণা করেন।

ব্রেস্ট-লিউডস্কের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 

ব্রেস্ট-লিটভস্কের সন্ধি রাশিয়া ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয়।

ব্রেস্ট-লিটভস্কের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?

ব্রেস্ট-লিটভস্কের সন্ধি ১৯১৮ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।

জার্মানি কৰে মিত্ৰশক্তির কাছে আত্মসমর্পণ করে?

জার্মানি ১৯১৮ খ্রিস্টাব্দের ১১ নভেম্বর মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে।

কৰে প্ৰথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে?

১৯১৮ খ্রিস্টাব্দের ১১ নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে।

কত খ্রিস্টাব্দে প্যারিস শান্তি সম্মেলন আহত হয়?

১৯১৯ খ্রিস্টাব্দে প্যারিস শান্তি সম্মেলন আহুত হয়।

প্যারিস শান্তি সম্মেলন কোথায় হয়েছিল?

প্যারিস শান্তি সম্মেলন হয়েছিল ফ্রান্সের রাজধানী প্যারিসে।

প্যারিস শান্তি সম্মেলনে Big Four বা প্রধান চার কারা ছিল?

প্যারিস শান্তি সম্মেলন হয়েছিল ফ্রান্সের রাজধানী প্যারিসে।

প্যারিস শান্তি সম্মেলনে ইংল্যান্ডের প্রতিনিধি কে ছিলেন?

প্যারিস শান্তি সম্মেলনে ‘Big Four’ বা ‘প্রধান চার’ ছিল — ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি ও আমেরিকা।

প্যারিস শান্তি সম্মেলনে ইংল্যান্ডের প্রতিনিধি কে ছিলেন?

প্যারিস শান্তি সম্মেলনে ইংল্যান্ডের প্রতিনিধি ছিলেন লয়েড জর্জ।

প্যারিস শান্তি সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন?

প্যারিস শান্তি সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি ছিলেন জর্জ ক্লেমেনশোঁ।

প্যারিস শান্তি সম্মেলনে ইটালির প্রতিনিধি কে ছিলেন?

প্যারিস শান্তি সম্মেলনে ইটালির প্রতিনিধি ছিলেন ভিট্টোরিও অর্ল্যান্ডো।

প্যারিস শান্তি সম্মেলনে আমেরিকার প্রতিনিধি কে ছিলেন?

প্যারিস শান্তি সম্মেলনে আমেরিকার প্রতিনিধি ছিলেন উড্রো উইলসন।

প্যারিস সম্মেলনে জার্মানির সঙ্গে মিত্রপক্ষের কোন্ সন্ধি স্বাক্ষরিত হয়েছিল?

প্যারিস সম্মেলনে জার্মানির সঙ্গে মিত্রপক্ষের ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল।

প্রথম বিশ্বযুদ্ধের পর কাদের মধ্যে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়?

প্রথম বিশ্বযুদ্ধের পর বিজয়ী মিত্রপক্ষ ও পরাজিত জার্মানির মধ্যে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়।

প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই সন্ধি কবে স্বাক্ষরিত হয়?

প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯১৯ খ্রিস্টাব্দের ২৮ জুন ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়।

ভার্সাই সন্ধির মাধ্যমে কোন্ দেশের উপনিবেশগুলি অছি রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়?

ভার্সাই সন্ধির মাধ্যমে জার্মানির উপনিবেশগুলি অছি রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়।

কোন্ কোন্ ঐতিহাসিক ভার্সাই সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলেছেন?

লিপসন, রাইকার, সিডম্যান প্রমুখ ঐতিহাসিক ভার্সাই সন্ধিকে ‘জবরদস্তিমূলক সন্ধি’ বলেছেন।

কোন্ সন্ধি অনুসারে যুগোশ্লাভিয়া দেশটি গঠিত হয়?

সেন্ট জার্মেইন-এর সন্ধি অনুসারে যুগোশ্লাভিয়া দেশটি গঠিত হয়।

কোন্ সন্ধি অনুসারে চেকোশ্লোভাকিয়া নামে নতুন রাষ্ট্র গঠিত হয়?

সেন্ট জার্মেইন-এর সন্ধি অনুসারে চেকোশ্লোভাকিয়া নামে নতুন রাষ্ট্র গঠিত হয়।

কোন্ সন্ধির দ্বারা বুলগেরিয়া বলকান অঞ্চলের উপর অধিকার হারায়?

নিউলির সন্ধির দ্বারা বুলগেরিয়া বলকান অঞ্চলের উপর অধিকার হারায়।

কোন্ সন্ধির দ্বারা ইসলাম জগতের ধর্মগুরুকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়?

সেভরের সন্ধির দ্বারা ইসলাম জগতের ধর্মগুরুকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

জার্মানির ক্ষতিপূরণ প্রদান এক বছর স্থগিত হয় কেন?

১৯২৯ খ্রিস্টাব্দে বিশ্বব্যাপী মহামন্দার ফলে জার্মানির ক্ষতিপূরণ প্রদান এক বছর স্থগিত হয়।

কোন প্রস্তাব অনুসারে জাতিসংঘ গড়ে ওঠে?

উড্রো উইলসনের ‘চোদ্দো দফা নীতি’ অনুসারে জাতিসংঘ গড়ে ওঠে।

জাতিসংঘ বা লিগ অফ নেশনস-এর প্রথম অধিবেশন করে বসে?

জাতিসংঘ বা লিগ অফ নেশনস-এর প্রথম অধিবেশন বসে ১৯২০ খ্রিস্টাব্দের ১০ জানুয়ারি।

জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?

জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন স্যার এরিক ডুমন্ড।

কত খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে লিগের মৃত্যু ঘোষণা করা হয়?

১৯৪৬ খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে লিগের মৃত্যু ঘোষণা করা হয়।

প্রথম বিশ্বযুদ্ধের পর কত খ্রিস্টাব্দে আমেরিকায় মহামন্দা দেখা দেয়?

প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯২৯ খ্রিস্টাব্দে আমেরিকায় মহামন্দা দেখা দেয়।

প্রথম বিশ্বযুদ্ধের পর কত খ্রিস্টাব্দে আমেরিকায় মহামন্দা দেখা দেয়?

প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯২৯ খ্রিস্টাব্দে বিশ্ব অর্থনীতিতে মহামন্দা দেখা দেয় ।

মহামন্দার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কোন্ দেশটি?

মহামন্দার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় আমেরিকা যুক্তরাষ্ট্র।

১৯২৯ খ্রিস্টাব্দের মহামন্দা সূচিত হয় কোন্ শেয়ার বাজার ধ্বংসের ফলে?

১৯২৯ খ্রিস্টাব্দের মহামন্দা সূচিত হয় নিউ ইয়র্কের ওয়ালস্ট্রিট শেয়ার বাজার ধ্বংসের ফলে।

নিউ ডিল কথার অর্থ কী?

নিউ ডিল কথার অর্থ হল নব বিন্যাস।

নিউ ডিল কে প্রবর্তন করেন?

নিউ ডিল প্রবর্তন করেন আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন রুজভেল্ট।

হুভার মোরাটোরিয়াম-এর উদ্‌গাতা কে?

হুভার মোরাটোরিয়াম-এর উদ্‌গাতা হলেন আমেরিকার রাষ্ট্রপতি হুভার।

মোরাটোরিয়াম কথার অর্থ কী?

মোরাটোরিয়াম কথার অর্থ হল স্থগিতাদেশ।

প্রথম বিশ্বযুদ্ধের সময় ইটালি কোন্ পক্ষে যোগ দিয়েছিল?

প্রথম বিশ্বযুদ্ধের সময় ইটালি আঁতাত পক্ষে যোগ দিয়েছিল।

কোন্ দেশে প্রথম ফ্যাসিবাদের উদ্ভব হয়েছিল?

ইটালিতে প্রথম ফ্যাসিবাদের উদ্ভব হয়েছিল।

মুসোলিনির নেতৃত্বে কোন্ দল ইটালিতে ক্ষমতায় আসে?

মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিস্ট দল ইটালিতে ক্ষমতায় আসে।

ইটালিতে কে ফ্যাসিবাদী একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন?

ইটালিতে মুসোলিনি ফ্যাসিবাদী একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।

ফ্যাসিস্ট দলের উৎপত্তি কোথায় হয়?

ফ্যাসিস্ট দলের উৎপত্তি হয় ইটালিতে।

ফ্যাসিস্ট দল কে প্রতিষ্ঠা করেছিলেন?

ফ্যাসিস্ট দল বেনিটো মুসোলিনি প্রতিষ্ঠা করেছিলেন।

কত খ্রিস্টাব্দে ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠিত হয়?

১৯১৯ খ্রিস্টাব্দে ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠিত হয়।

ফ্যাসিবাদ কথাটির উদ্ভব কোন্ শব্দ থেকে হয়েছে?

ফ্যাসিবাদ কথাটির উদ্ভব ‘ফ্যাসেস’ শব্দ থেকে হয়েছে।

ফ্যাসেস কীসের প্রতীক?

ফ্যাসেস সর্বময় ক্ষমতার প্রতীক।

ফ্যাসিস্ট দলের সর্বাধিনায়ক কে ছিলেন?

ফ্যাসিস্ট দলের সর্বাধিনায়ক ছিলেন বেনিটো মুসোলিনি।

কোন্ দলের সদস্যরা কালো কোর্তা নামে পরিচিত ছিল?

ফ্যাসিস্ট দলের সদস্যরা ‘কালো কোর্তা’ নামে পরিচিত ছিল।

কালো কোর্তা কাদের বলা হত?

কালো পোশাক পরিহিত ফ্যাসিস্ট আধা-সামরিক বাহিনীকে ‘কালো কোর্তা’ বলা হত ।

মুসোলিনি কত খ্রিস্টাব্দে ইটালির প্রধানমন্ত্রীর পদ লাভ করেছিলেন?

মুসোলিনি ১৯২২ খ্রিস্টাব্দে ইটালির প্রধানমন্ত্রীর পদ লাভ করেছিলেন।

স্পেনের গৃহযুদ্ধের পূর্বে জেনারেল ফ্রাঙ্কোকে কোথায় নির্বাসিত করা হয়েছিল?

স্পেনের গৃহযুদ্ধের পূর্বে জেনারেল ফ্রাঙ্কোকে ক্যানারি দ্বীপপুঞ্জে নির্বাসিত করা হয়েছিল।

স্পেনের গৃহযুদ্ধের নায়ক কাকে বলা হয়?

স্পেনের গৃহযুদ্ধের নায়ক বলা হয় জেনারেল ফ্রাঙ্কোকে।

কডিলো কাকে বলা হয়?

কড়িলো বলা হয় জেনারেল ফ্রাঙ্কোকে।

স্পেনের গৃহযুদ্ধকে কোন্ ঐতিহাসিক খুদে বিশ্বযুদ্ধ বলে অ্যাখ্যা দেন?

স্পেনের গৃহযুদ্ধকে ঐতিহাসিক ল্যাংসাম ‘খুদে বিশ্বযুদ্ধ’ বলে অ্যাখ্যা দেন।

বিংশ শতক ইউরোপের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যুগ। এই শতাব্দীতে ইউরোপের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটে। এই পরিবর্তনগুলি ইউরোপের বর্তমান অবস্থাকে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

JOIN US ON WHATSAPP

JOIN US ON TELEGRAM

Please Share This Article

About The Author

Related Posts

Class 9 – English – A Day in The Zoo – Question and Answer

Class 9 – English – A Day in The Zoo – Question and Answer

Tom Loses a Tooth

Class 9 – English Reference – Tom Loses a Tooth – Question and Answer

The North Ship

Class 9 – English Reference – The North Ship – Question and Answer

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

Trending Now

Class 9 – English – A Day in The Zoo – Question and Answer

Class 9 – English Reference – Tom Loses a Tooth – Question and Answer

Class 9 – English Reference – The North Ship – Question and Answer

Class 9 – English – His First Flight – Question and Answer

Class 9 – English – A Shipwrecked Sailor – Question and Answer