নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – সংবহন – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ‘জৈবনিক প্রক্রিয়া’ -এর অন্তর্গত ‘সংবহন’ অংশের গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) -এর সিলেবাস অনুযায়ী আসন্ন ইউনিট টেস্ট বা স্কুল পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত জরুরি।

জৈবনিক প্রক্রিয়া-সংবহন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী
Contents Show

নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর

সঠিক উত্তরটি নির্বাচন করো

মুক্ত সংবহন দেখা যায় –

  1. কেঁচো
  2. আরশোলা
  3. ব্যাং
  4. মানুষ-এ

উত্তর – 2. আরশোলা

বন্ধ সংবহন দেখা যায় –

  1. কেঁচো নামক অমেরুদণ্ডী প্রাণীতে
  2. চিংড়ি নামক অমেরুদণ্ডী প্রাণীতে
  3. স্পঞ্জ নামক অমেরুদণ্ডী প্রাণীতে
  4. হাইড্রা নামক অমেরুদণ্ডী প্রাণীতে

উত্তর – 1. কেঁচো নামক অমেরুদণ্ডী প্রাণীতে

দুটি প্রাণীর রক্তে হিমোগ্লোবিন পাওয়া যায় –

  1. মানুষ ও কেঁচো
  2. চিংড়ি ও কেঁচো
  3. মানুষ ও আরশোলা
  4. চিংড়ি ও আরশোলা

উত্তর – 1. মানুষ ও কেঁচো

মুক্ত সংবহন দেখা যায় না এমন একটি প্রাণী হল –

  1. কেঁচো
  2. আরশোলা
  3. চিংড়ি
  4. শামুক

উত্তর – 1. কেঁচো

আরশোলার পেরিকার্ডিয়াল সাইনাস থেকে হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করতে সাহায্য করে –

  1. হৃৎপেশি
  2. ঐচ্ছিক পেশি
  3. অ্যালারি পেশি
  4. স্কেলিটাল পেশি

উত্তর – 3. অ্যালারি পেশি

বর্ণহীন রক্ত থাকে –

  1. মশা -এর
  2. সাপ -এর
  3. রুইমাছ -এর
  4. ব্যাং -এর

উত্তর – 1. মশা

কোন্ প্রাণীর রক্ত শ্বাসরঞ্জকবিহীন? –

  1. বাদুড়
  2. সাপ
  3. রুইমাছ
  4. প্রজাপতি

উত্তর – 4. প্রজাপতি

অস্থিসন্ধিতে উপস্থিত থাকে –

  1. ঘাম
  2. লসিকা
  3. সাইনোভিয়াল তরল
  4. CSF

উত্তর – 3. সাইনোভিয়াল তরল

রক্তরসের মধ্যে জল থাকে –

  1. 55% 
  2. 45%
  3. 60%
  4. 90%

উত্তর – 4. 90%

মানুষের লোহিত রক্তকণিকার গড় আয়ু –

  1. 100 দিন
  2. 110 দিন
  3. 120 দিন
  4. 130 দিন

উত্তর – 3. 120 দিন

হিমোগ্লোবিনে উপস্থিত ধাতুটি হল –

  1. তামা
  2. লোহা
  3. ক্যালশিয়াম
  4. ফসফরাস

উত্তর – 2. লোহা

রক্ততঞ্চনে সাহায্য করে –

  1. নিউট্রোফিল
  2. বেসোফিল
  3. অণুচক্রিকা
  4. লোহিত রক্তকণিকা

উত্তর – 3. অণুচক্রিকা

শ্বেত রক্তকণিকার প্রধান কাজ হল –

  1. O₂ পরিবহণ
  2. রক্ততঞ্চন
  3. অম্ল-ক্ষার ভারসাম্য রক্ষা
  4. জীবাণু ধ্বংস করা

উত্তর – 4. জীবাণু ধ্বংস করা

নিউক্লিয়াসবিহীন রক্তকণিকা –

  1. নিউট্রোফিল
  2. মনোসাইট
  3. এরিথ্রোসাইট
  4. লিউকোসাইট

উত্তর – 1. নিউট্রোফিল

সবথেকে বেশি লতিযুক্ত নিউক্লিয়াসসম্পন্ন WBC হল –

  1. নিউট্রোফিল
  2. বেসোফিল
  3. মনোসাইট
  4. লিম্ফোসাইট

উত্তর – 1. নিউট্রোফিল

সঠিক বক্তব্যটি নিরূপণ করো –

  1. লোহিত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগজীবাণু ধ্বংসে সাহায্য করে
  2. বেসোফিল হিস্টামিন শোষণ করে অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে
  3. লিম্ফোসাইট অ্যান্টিবডি সংশ্লেষ করে রোগ প্রতিরোধে সাহায্য করে
  4. ইওসিনোফিল হেপারিন নিঃসরণ করে রক্তবাহে রক্তবাহে রক্ততঞ্চন রোধে সাহায্য করে

উত্তর – 3. লিম্ফোসাইট অ্যান্টিবডি সংশ্লেষ করে রোগ প্রতিরোধে সাহায্য করে

একটি স্বাভাবিক অনুচক্রিকার আয়ুষ্কাল –

  1. 9 দিন
  2. 12 দিন
  3. 4 দিন
  4. 10 দিন

উত্তর – 1. 9 দিন

রক্তবাহে কপাটিকা থাকে –

  1. শিরা
  2. ধমনি
  3. জালক
  4. হৃৎপিণ্ড

উত্তর – 1. শিরা

বেশি O₂ যুক্ত রক্ত গ্রহণ করে হৃৎপিণ্ডের –

  1. ডান অলিন্দ
  2. ডান নিলয়
  3. বাম অলিন্দ
  4. বাম নিলয়

উত্তর – 3. বাম অলিন্দ

মুক্ত সংবহনের অংশ নয় –

  1. হৃৎপিণ্ড
  2. শিরা
  3. রক্তজালক
  4. সাইনাপস

উত্তর – 3. রক্তজালক

বেশি CO₂ যুক্ত রক্ত বহন করে –

  1. ফুসফুসীয় শিরা
  2. ফুসফুসীয় ধমনি
  3. মহাধমনি
  4. করোনারি ধমনি

উত্তর – 2. ফুসফুসীয় ধমনি

মানব হৃৎপিণ্ডে উপস্থিত ‘স্বাভাবিক পেসমেকার’-টি হল –

  1. AV নোড
  2. SA নোড
  3. পারকিব্জি তন্তু
  4. হিজের বান্ডিল

উত্তর – 2. SA নোড

প্রদত্ত যে বিশেষ সংযোজী কলাকে ‘রিজার্ভ পেসমেকার’ (সংরক্ষিত ছন্দ নিয়ামক) বলা হয় সেটিকে শনাক্ত করো –

  1. SA নোড
  2. পারকিব্জি তন্তু
  3. হিজের বান্ডিল
  4. AV নোড-কে 

উত্তর – 4. AV নোড-কে 

মানব হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয় তা হল –

  1. ডান নিলয়
  2. বাম নিলয়
  3. বাম অলিন্দ
  4. ডান অলিন্দ

উত্তর – 3. বাম অলিন্দ

রক্তের জৈব উপাদানটি হল –

  1. সোডিয়াম
  2. প্রোটিন
  3. অক্সিজেন
  4. ক্যালশিয়াম

উত্তর – 2. প্রোটিন

সঠিক জোড়টি খুঁজে নাও –

  1. দ্বিপত্র কপাটিকা – ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থল
  2. ত্রিপত্র কপাটিকা – বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থল
  3. অ্যাওর্টিক কপাটিকা – নিম্ন মহাশিরা ও ডান অলিন্দের সংযোগস্থল
  4. পালমোনারি কপাটিকা – ডান নিলয় ও ফুসফুসীয় ধমনির সংযোগস্থল

উত্তর – 4. পালমোনারি কপাটিকা – ডান নিলয় ও ফুসফুসীয় ধমনির সংযোগস্থল

কোনটি অক্সিজেনবিহীন রক্ত বহন করে? –

  1. ফুসফুসীয় শিরা
  2. ফুসফুসীয় ধমনি
  3. সব ধমনি
  4. কোনোটিই নয়

উত্তর – 2. ফুসফুসীয় ধমনি

মানবদেহের সব থেকে বড়ো রক্তবাহ হল –

  1. রক্তজালক
  2. হৃৎপিণ্ড
  3. মহাধমনি
  4. ফুসফুসীয় ধমনি

উত্তর – 3. মহাধমনি

যে শিরার উভয়প্রান্ত জালক এবং দুটি অঙ্গের মধ্যে যোগাযোগ রক্ষা করে তাকে বলে –

  1. ফুসফুসীয় শিরা
  2. পোর্টাল শিরা
  3. জুগুলার শিরা
  4. সিস্টেমিক শিরা

উত্তর – 2. পোর্টাল শিরা

মানুষের হৃৎস্পন্দন সৃষ্টি হয় –

  1. SA নোড থেকে
  2. AV নোড থেকে
  3. পারকিনজি তন্তু থেকে
  4. হিজের বান্ডিল থেকে

উত্তর – 1. SA নোড থেকে

মানব হৃৎপিণ্ডের সবচেয়ে পুরু প্রাচীর বিশিষ্ট প্রকোষ্ঠটি হল –

  1. বাম অলিন্দ
  2. বাম নিলয়
  3. ডান অলিন্দ
  4. ডান নিলয়

উত্তর – 2. বাম নিলয়

পারকিনজি তন্তু থাকে –

  1. ফুসফুসে
  2. বৃক্কে
  3. যকৃতে
  4. হৃৎপিণ্ডে

উত্তর – 4. হৃৎপিণ্ডে

অধরা মহাশিরা ও ডান অলিন্দের সংযোগস্থলে অবস্থিত ক্ষয়প্রাপ্ত কপাটিকা হল –

  1. থিবেসিয়ান কপাটিকা
  2. মিট্রাল কপাটিকা
  3. ইউস্টেচিয়ান কপাটিকা
  4. ট্রাইকাসপিড কপাটিকা

উত্তর – 3. ইউস্টেচিয়ান কপাটিকা

মানুষের রক্তে উপস্থিত মুখ্য খনিজ পদার্থের নাম –

  1. জিংক
  2. কপার
  3. লোহা
  4. সোডিয়াম

উত্তর – 3. লোহা

কোনটিতে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়? –

  1. করোনারি শিরা
  2. ফুসফুসীয় শিরা
  3. পোর্টাল শিরা
  4. সিস্টেমিক শিরা

উত্তর – 2. ফুসফুসীয় শিরা

হিস্টামিন নিঃসরণ করে –

  1. মনোসাইট
  2. ইওসিনোফিল
  3. বেসোফিল
  4. নিউট্রোফিল

উত্তর – 2. ইওসিনোফিল

হেপারিন ক্ষরিত হয় –

  1. বেসোফিল থেকে
  2. মনোসাইট থেকে
  3. নিউট্রোফিল থেকে
  4. ইওসিনোফিল থেকে

উত্তর – 1. বেসোফিল থেকে

___ নামক ধাতব আয়নটি রক্ততঞ্চনে সাহায্য করে। –

  1. লোহা
  2. তামা
  3. ম্যাগনেশিয়াম
  4. ক্যালশিয়াম

উত্তর – 4. ক্যালশিয়াম

রক্ততঞ্চনে সহায়ক প্রোটিনতন্তু হল –

  1. হিমোগ্লোবিন
  2. হিমোসায়ানিন
  3. ফাইব্রিনোজেন
  4. মায়োসিন

উত্তর – 3. ফাইব্রিনোজেন

ব্লাড ক্যানসার হল –

  1. অ্যানিমিয়া
  2. পলিসাইথিমিয়া
  3. লিউকেমিয়া
  4. লিউকোপেনিয়া

উত্তর – 3. লিউকেমিয়া

রক্তগ্রুপের ব্যক্তি প্রয়োজনের সময় –

  1. A রক্তগ্রুপের রক্ত নিতে পারে
  2. B রক্তগ্রুপের রক্ত নিতে পারে
  3. AB রক্তগ্রুপের রক্ত নিতে পারে
  4. O রক্তগ্রুপের রক্ত নিতে পারে

উত্তর – 4. O রক্তগ্রুপের রক্ত নিতে পারে

কোনো অ্যান্টিজেন থাকে না –

  1. A রক্তগ্রুপে
  2. B রক্তগ্রুপে
  3. AB রক্তগ্রুপে
  4. O রক্তগ্রুপে

উত্তর – 4. O রক্তগ্রুপে

সর্বজনীন গ্রহীতা হল –

  1. O রক্তগ্রুপ
  2. AB রক্তগ্রুপ
  3. A রক্তগ্রুপ
  4. B রক্তগ্রুপ

উত্তর – 2. AB রক্তগ্রুপ

সর্বজনীন দাতা রক্তের গ্রুপটি হল –

  1. A গ্রুপ
  2. B গ্রুপ
  3. AB গ্রুপ
  4. O গ্রুপ

উত্তর – 4. O গ্রুপ

A, B দুই রকমের অ্যান্টিজেন থাকে –

  1. A গ্রুপের রক্তে
  2. AB গ্রুপের রক্তে
  3. O গ্রুপের রক্তে
  4. B গ্রুপের রক্তে

উত্তর – 2. AB গ্রুপের রক্তে

ABO রক্তগ্রুপ সিস্টেমে অ্যাগ্লুটিনিনবিহীন ব্লাড গ্রুপ হল –

  1. A
  2. B
  3. AB
  4. O

উত্তর – 4. O

শূন্যস্থান পূরণ করো।

আরশোলার দেহে ___ সংবহনতন্ত্র দেখা যায়।

উত্তর – আরশোলার দেহে মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়।

আরশোলার সংবহনতন্ত্রে ___ রক্তবাহ থাকে না।

উত্তর – আরশোলার সংবহনতন্ত্রে জালক রক্তবাহ থাকে না।

আরশোলার রক্ত ___ নামক দেহগহ্বরে মুক্ত হয়।

উত্তর – আরশোলার রক্ত হিমোসিল নামক দেহগহ্বরে মুক্ত হয়।

আরশোলার হৃৎপিণ্ডে ___টি প্রকোষ্ঠ আছে।

উত্তর – আরশোলার হৃৎপিণ্ডে 13টি প্রকোষ্ঠ আছে।

চিংড়ির দেহে অবস্থিত নীলাভ সবুজ রঞ্জক হল ___।

উত্তর – চিংড়ির দেহে অবস্থিত নীলাভ সবুজ রঞ্জক হল হিমোসায়ানিন

হৃৎপিণ্ডের বাইরের আবরণীর নাম ___।

উত্তর – হৃৎপিণ্ডের বাইরের আবরণীর নাম পেরিকার্ডিয়াম

ভ্রূণজ ___ থেকে রক্ত তৈরি হয়।

উত্তর – ভ্রূণজ মেসোডার্ম থেকে রক্ত তৈরি হয়।

রক্তের যেসব উপাদান রক্তের pH -কে অপরিবর্তিত রাখে তাকে ___ বলে।

উত্তর – রক্তের যেসব উপাদান রক্তের pH -কে অপরিবর্তিত রাখে তাকে বাফার বলে।

___ শ্বেত রক্তকণিকা অধিক সংখ্যায় থাকে।

উত্তর – নিউট্রোফিল শ্বেত রক্তকণিকা অধিক সংখ্যায় থাকে।

মানুষের সবচেয়ে বড়ো রক্তকণিকাটি হল ___।

উত্তর – মানুষের সবচেয়ে বড়ো রক্তকণিকাটি হল মনোসাইট

লোহিত রক্তকণিকার কোশঝিল্লিতে ___ নামক শ্বাসরঞ্জক থাকে।

উত্তর – লোহিত রক্তকণিকার কোশঝিল্লিতে হিমোগ্লোবিন নামক শ্বাসরঞ্জক থাকে।

দ্বিঅবতল ও গোলাকার, নিউক্লিয়াসবিহীন কণিকাটি হল ___।

উত্তর – দ্বিঅবতল ও গোলাকার, নিউক্লিয়াসবিহীন কণিকাটি হল লোহিত রক্তকণিকা

___ রঞ্জকের উপস্থিতিতে রক্তের রং লাল হয়।

উত্তর – হিমোগ্লোবিন রঞ্জকের উপস্থিতিতে রক্তের রং লাল হয়।

ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে অবস্থিত ___ কপাটিকা।

উত্তর – ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে অবস্থিত ট্রাইকাসপিড কপাটিকা।

ডান নিলয়ের সংকোচনের ফলে রক্ত ___ প্রেরিত হয়।

উত্তর – ডান নিলয়ের সংকোচনের ফলে রক্ত ফুসফুসে প্রেরিত হয়।

ফুসফুসীয় শিরা বহন করে ___ রক্ত।

উত্তর – ফুসফুসীয় শিরা বহন করে বিশুদ্ধ রক্ত।

ফুসফুসীয় ধমনি বহন করে ___ রক্ত।

উত্তর – ফুসফুসীয় ধমনি বহন করে দূষিত রক্ত।

হৃৎপিণ্ডের মধ্যে রক্তসংবহনকে একমুখী করে ___।

উত্তর – হৃৎপিণ্ডের মধ্যে রক্তসংবহনকে একমুখী করে কপাটিকা

হৃৎপিণ্ডের ___ থেকে O₂ সমৃদ্ধ রক্ত মহাধমনিতে প্রেরিত হয়।

উত্তর – হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে O₂ সমৃদ্ধ রক্ত মহাধমনিতে প্রেরিত হয়।

___ রক্তবাহ কেটে গেলে ফিনকি দিয়ে রক্ত বের হয়।

উত্তর – ধমনি রক্তবাহ কেটে গেলে ফিনকি দিয়ে রক্ত বের হয়।

হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে বলে ___।

উত্তর – হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে বলে সিস্টোল

হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত প্রসারণকে বলে ___।

উত্তর – হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত প্রসারণকে বলে ডায়াস্টোল

রক্ত একপ্রকার তরল ___।

উত্তর – রক্ত একপ্রকার তরল যোগকলা

একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে মোট ___ লিটার রক্ত থাকে।

উত্তর – একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে মোট 5 লিটার রক্ত থাকে।

লসিকা এক প্রকার ___ কলারস।

উত্তর – লসিকা এক প্রকার পরিবর্তিত কলারস।

দেহের সবথেকে বড়ো লসিকা গ্রন্থিটি হল ___।

উত্তর – দেহের সবথেকে বড়ো লসিকা গ্রন্থিটি হল প্লীহা

কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে উপস্থিত দেহতরলকে বলা হয় ___।

উত্তর – কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে উপস্থিত দেহতরলকে বলা হয় সেরিব্রোস্পাইনাল তরল

অস্থিসন্ধির ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে ___।

উত্তর – অস্থিসন্ধির ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে সাইনোভিয়াল তরল

‘O’ রক্তগ্রুপের রক্তে কেবলমাত্র ___ থাকে।

উত্তর – ‘O’ রক্তগ্রুপের রক্তে কেবলমাত্র অ্যাগ্লুটিনিন থাকে।

রক্তদানকালে ABO অসংগতি ঘটলে ___ ঘটবে।

উত্তর – রক্তদানকালে ABO অসংগতি ঘটলে লোহিত কণিকার পুঞ্জীভবন ঘটবে।

আন্তরনোডীয় তন্তুপথ ___ নোড এবং ___ নোডের মাঝখানে অবস্থিত।

উত্তর – আন্তরনোডীয় তন্তুপথ SA নোড এবং AV নোডের মাঝখানে অবস্থিত।

হৃৎপিণ্ডের প্রধান সংযোজী কলা হল ___।

উত্তর – হৃৎপিণ্ডের প্রধান সংযোজী কলা হল SA নোড

রক্তচাপ মাপক যন্ত্রটির নাম হল ___।

উত্তর – রক্তচাপ মাপক যন্ত্রটির নাম হল স্ফিগমোম্যানোমিটার

ঠিক বা ভুল নির্বাচন করো।

রক্তের ইষৎ অম্লধর্মী; অস্বচ্ছ ধাত্র অংশকে বলা হয় সিরাম।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – প্লাজমা

লসিকা দেহের সর্বত্র সংবহনে অংশগ্রহণ করে।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – রক্তবাহ বর্জিত দেহাংশে

লসিকা গ্যাসীয় পদার্থ পরিবহণে অংশগ্রহণ করে না।

উত্তর – ঠিক [✓]

রক্তের শ্বেত রক্তকণিকাগুলি নিউক্লিয়াসযুক্ত হয়।

উত্তর – ঠিক [✓]

ধমনি ও শিরার সংযোগস্থলে রক্তজালক থাকে।

উত্তর – ঠিক [✓]

মুক্ত সংবহনে রক্ত কলাকোশের প্রত্যক্ষ সংস্পর্শে আসে না।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – প্রত্যক্ষ সংস্পর্শে আসে

লোহিত রক্তকণিকার উপরিতলে অ্যাগুটিনিন বর্তমান।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – অ্যাগ্লুটিনোজেন

রক্তরসে α ও β অ্যাগুটিনিন থাকে।

উত্তর – ঠিক [✓]

শিরান্তর রক্ত সঞ্চারণের পূর্বে দাতা ও গ্রহীতার রক্তগ্রুপের ক্রস ম্যাচিং করা উচিত।

উত্তর – ঠিক [✓]

রক্ততঞ্চনে রক্তরসের ফাইব্রিনোজেন ও প্রোথ্রম্বিন প্রোটিন অংশগ্রহণ করে।

উত্তর – ঠিক [✓]

ক্ষতস্থানে তঞ্চনের তঞ্চনপিণ্ড থেকে নিঃসৃত পদার্থকে বলা হয় লসিকা।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – সিরাম

রক্ততঞ্চনে মোট 13টি ফ্যাক্টর অংশগ্রহণ করে।

উত্তর – ঠিক [✓]

মানব হৃৎপিণ্ড চারটি প্রকোষ্ঠযুক্ত।

উত্তর – ঠিক [✓]

মিট্রাল কপাটিকাকে ত্রিপত্র কপাটিকা বলে।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – দ্বিপত্র

অলিন্দ প্রাচীরের তুলনায় নিলয় প্রাচীর অধিক স্থূল হয়।

উত্তর – ঠিক [✓]

মনোসাইট অ্যালার্জি প্রতিরোধ করে।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ইওসিনোফিল

ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে ত্রিপত্র কপাটিকা থাকে।

উত্তর – ঠিক [✓]

রক্তে RBC -এর পরিমাণ বেড়ে গেলে Blood Cancer হয়।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – শ্বেতরক্তকণিকা

দু-একটি শব্দে উত্তর দাও।

রক্তের উপাদানগুলি কী কী?

রক্তের উপাদানগুলি হল রক্তরস (55%) ও রক্তকণিকা (45%)।

বর্ণহীন রক্তকে কী বলে?

বর্ণহীন রক্তকে হিমোলিম্ফ বলে।

সবচেয়ে ছোটো রক্তকণিকা কোনটি?

সবচেয়ে ছোটো রক্তকণিকা হল অণুচক্রিকা (2.5 µm ব্যাসযুক্ত)।

একজন সুস্থ স্বাভাবিক প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতি ঘন মিলিমিটার রক্তে কত সংখ্যক RBC থাকে?

50 লক্ষ বা 5 মিলিয়ন।

প্রাপ্তবয়স্ক স্ত্রীলোকের দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে কত সংখ্যক RBC থাকে?

45 লক্ষ বা 4.5 মিলিয়ন।

কোন্ প্রক্রিয়ায় RBC উৎপন্ন হয়?

এরিথ্রোপোয়েসিস প্রক্রিয়ায় RBC উৎপন্ন হয়।

কোন্ রক্তকণিকা আকার পরিবর্তনে সক্ষম?

শ্বেত রক্তকণিকা আকার পরিবর্তনে সক্ষম।

ABO রক্তশ্রেণির উদ্ভাবক কে?

ABO রক্তশ্রেণির উদ্ভাবক হল কার্ল ল্যান্ডস্টেনার (1900)।

কোন্ ভিটামিন রক্ততঞ্চনে অংশগ্রহণ করে?

ভিটামিন-K রক্ততঞ্চনে অংশগ্রহণ করে।

ব্লাড ব্যাংকে কোন্ অজৈব পদার্থ রক্ততঞ্চন রোধকরূপে ব্যবহৃত হয়?

ব্লাড ব্যাংকে সোডিয়াম অক্সালেট অজৈব পদার্থ রক্ততঞ্চন রোধকরূপে ব্যবহৃত হয়।

ফুসফুসীয় সংবহন কোন্ দুটি অঙ্গের মধ্যে ঘটে?

ফুসফুসীয় সংবহন হৃৎপিণ্ড ও ফুসফুস দুটি অঙ্গের মধ্যে ঘটে।

A শ্রেণির রক্তে উপস্থিত অ্যাগ্লুটিনিন -এর নাম লেখো।

A শ্রেণির রক্তে উপস্থিত অ্যাগ্লুটিনিন -এর নাম হল B-অ্যান্টিবডি।

তোমার রক্তের শ্রেণি AB+, তুমি তোমার রক্ত কোন্ শ্রেণির রক্তযুক্ত ব্যক্তিকে দান করতে পারবে?

AB+

কোন্ গ্রুপের রক্তবিশিষ্ট মানুষ সব মানুষকে রক্তদান করতে পারে?

O গ্রুপের রক্তবিশিষ্ট মানুষ সব মানুষকে রক্তদান করতে পারে।

মানব হৃৎপিণ্ডে করোনারি সাইনাসের ছিদ্রপথে কোন্ কপাটিকা থাকে?

মানব হৃৎপিণ্ডে করোনারি সাইনাসের ছিদ্রপথে থিবেসিয়ান কপাটিকা থাকে।

মেরুদণ্ডী প্রাণীর রক্তের কোন্ অংশে হিমোগ্লোবিন থাকে?

মেরুদণ্ডী প্রাণীর রক্তের লোহিত রক্তকণিকায় অংশে হিমোগ্লোবিন থাকে।

কোন্ পর্বের প্রাণীর রক্তরসে হিমোগ্লোবিন থাকে?

অ্যানিলিডা পর্বের প্রাণীর রক্তরসে হিমোগ্লোবিন থাকে।

বিশুদ্ধ রক্ত বহনকারী একটি শিরার নাম লেখো।

বিশুদ্ধ রক্ত বহনকারী একটি শিরার নাম হল ফুসফুসীয় শিরা।

স্বাভাবিক পেসমেকারের নাম কী?

স্বাভাবিক পেসমেকারের নাম হল SA নোড।

রক্তরসে উপস্থিত একটি প্রোটিনবিহীন নাইট্রোজেন যৌগের নাম লেখো।

রক্তরসে উপস্থিত একটি প্রোটিনবিহীন নাইট্রোজেন যৌগের নাম হল ইউরিয়া।

কোন্ শ্বেতরক্তকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে?

ইওসিনোফিল শ্বেতরক্তকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে।

কোন্ ধমনিতে পালস্ বিট অনুভব করা যায়?

রেডিয়াল ধমনিতে পালস্ বিট অনুভব করা যায়।

হিমোগ্লোবিন মাপার যন্ত্রের নাম কী?

হিমোগ্লোবিন মাপার যন্ত্রের নাম হল হিমোগ্লোবিনোমিটার।

কোন্ রক্তবাহের কপাটিকা থাকে না?

ধমনি রক্তবাহের কপাটিকা থাকে না।

CSF -এর পুরো নাম লেখো।

CSF -এর পুরো নাম – সেরিব্রো স্পাইনাল ফ্লুইড।

রক্তরসে উপস্থিত একটি ফ্যাটের নাম লেখো।

রক্তরসে উপস্থিত একটি ফ্যাটের নাম – কোলেস্টেরল।

কোন্ রোগে রক্ত তঞ্চিত হয় না?

হিমোফিলিয়া রোগে রক্ত তঞ্চিত হয় না।

কোন্ ধমনি দূষিত রক্ত সংবহন করে?

ফুসফুসীয় ধমনি দূষিত রক্ত সংবহন করে।

লসিকা গ্রন্থিতে কোন্ শ্বেতকণিকা তৈরি হয়?

লসিকা গ্রন্থিতে লিম্ফোসাইট শ্বেতকণিকা তৈরি হয়।

ভেনাস হৃৎপিণ্ড কাদের থাকে?

ভেনাস হৃৎপিণ্ড মাছের থাকে।

কোন্ রক্তকণিকা দেহে অ্যান্টিবডি সৃষ্টি করে দেহে রোগাক্রমণ প্রতিরোধ করে?

লিম্ফোসাইট রক্তকণিকা দেহে অ্যান্টিবডি সৃষ্টি করে দেহে রোগাক্রমণ প্রতিরোধ করে।

রক্তক্ষরণের সময় অনুচক্রিকা কোন্ পদার্থ নিঃসরণ করে যা রক্ততঞ্চনে সাহায্য করে?

রক্তক্ষরণের সময় অনুচক্রিকা থ্রম্বোপ্লাস্টিন পদার্থ নিঃসরণ করে যা রক্ততঞ্চনে সাহায্য করে।

মানবদেহে কী প্রকারের রক্তসংবহন দেখা যায়?

মানবদেহে বন্ধ সংবহন প্রকারের রক্তসংবহন দেখা যায়?

রক্ত সংবহনতন্ত্রে শিরা ব্যতীত আর কোথায় কপাটিকা উপস্থিত?

রক্ত সংবহনতন্ত্রে শিরা ব্যতীত আর হৃৎপিণ্ডে কপাটিকা উপস্থিত।

লোহিত রক্তকণিকার একটি কাজ লেখো।

O₂ ও CO₂ পরিবহণে সাহায্য করা।

নিউট্রোফিলের একটি কাজ লেখো।

আগ্রাসন পদ্ধতিতে রোগজীবাণু ধ্বংস করা।

কোন্ রোগে রক্তে ইওসিনোফিলের সংখ্যা বেড়ে যায়?

সর্দি-কাশি, হাঁপানি রোগে রক্তে ইওসিনোফিলের সংখ্যা বেড়ে যায়।

ইওসিনোফিলের কাজ লেখো।

হিস্টামিন ক্ষরণ করে অ্যালার্জির উপসর্গ দমন করা।

বেসোফিলের কাজ কী?

হেপারিন নামক রক্ততঞ্চনবিরোধী পদার্থ ক্ষরণ করা।

মনোসাইটের কাজ কী?

আগ্রাসন পদ্ধতিতে দেহে প্রবিষ্ট রোগজীবাণু ধ্বংস করা।

লিম্ফোসাইটের কাজ লেখো।

অ্যান্টিবডি উৎপন্ন করা।

দেহে অনাক্রম্যতা সৃষ্টিতে কোন্ রক্তকণিকা সাহায্য করে?

শ্বেত রক্তকণিকা অনাক্রম্যতা সৃষ্টিতে সাহায্য করে।

অণুচক্রিকার গড় আয়ু কত দিন?

অণুচক্রিকার গড় আয়ু 3 দিন।

অণুচক্রিকার কাজ কী?

ক্ষতস্থানে রক্তকে জমাট বাঁধতে বা রক্ততঞ্চনে সাহায্য করে।

ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধার ঘটনাকে কী বলে?

ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধার ঘটনাকে রক্ততঞ্চন বলে।

A-রক্তগ্রুপধারী ব্যক্তি প্রয়োজনের সময় কোন্ শ্রেণির রক্ত গ্রহণ করতে পারবে?

A এবং O শ্রেণির রক্ত গ্রহণ করতে পারবে।

অ্যামুটিনিন কোথায় উপস্থিত থাকে?

রক্তরসে অ্যাগুটিনিন উপস্থিত থাকে।

কোন্ রক্তশ্রেণিতে কোনো অ্যান্টিবডি থাকে না?

AB রক্তশ্রেণিতে কোনো অ্যান্টিবডি থাকে না।

A ও B অ্যাগ্লুটিনোজেন RBC ছাড়াও অন্য কোন্ কোশরসে উপস্থিত থাকে?

লালাগ্রন্থি, অগ্ন্যাশয়, বৃক্ক, ফুসফুস প্রভৃতির কোশরসে A ও B অ্যাগ্লুটিনোজেন দেখা যায়।

Rh ফ্যাক্টর কী?

লোহিত রক্তকণিকায় উপস্থিত একপ্রকার অ্যাগ্লুটিনোজেন, যার স্থায়ী অ্যাগুটিনিন থাকে না।

ABO রক্ত গ্রুপের মূল ভিত্তি কী?

লোহিত রক্তকণিকার প্লাজমা পর্দাস্থিত অ্যান্টিজেন এবং রক্তরসে উপস্থিত অ্যান্টিবডি।

মুক্ত ও বদ্ধ সংবহনের একটি করে উদাহরণ দাও।

মুক্ত সংবহন – আরশোলা।
বদ্ধ সংবহন – মানুষ।

রক্ততঞ্চনে সাহায্যে করে এমন দুটি প্লাজমা প্রোটিনের নাম লেখো।

রক্ততঞ্চনে সাহায্যে করে এমন দুটি প্লাজমা প্রোটিন হল – প্রোথ্রম্বিন ও ফাইব্রিনোজেন।

পালমোনারি কপাটিকা কোথায় অবস্থিত?

ডান নিলয় ও ফুসফুসীয় ধমনির সংযোগস্থলে পালমোনারি কপাটিকা অবস্থিত।

অণুচক্রিকা কোথা থেকে উৎপন্ন হয়?

লাল অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট কোশ থেকে অণুচক্রিকা উৎপন্ন হয়।

মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে?

মাছের হৃৎপিণ্ডে দুটি প্রকোষ্ঠ (একটি অলিন্দ ও একটি নিলয়) থাকে।

অ্যাগ্লুটিনোজেন কোথায় থাকে?

লোহিত রক্তকণিকার প্লাজমা পর্দায় অ্যাগ্লুটিনোজেন থাকে।

অ্যাগ্লুটিনিন কোথায় থাকে?

রক্তরসে অ্যাগ্লুটিনিন থাকে।

কলামনি কারনি কী?

ডান ও বাম নিলয়ের অন্তঃপ্রাচীরে অবস্থিত গোলাকার বা অনিয়তাকার উপবৃদ্ধিগুলিকে কলামনি কারনি বা ট্রাবিকিউলি কারনি বলে।

শিরা কাকে বলে?

যে বিশেষ রক্তবাহের মধ্যে দিয়ে সাধারণত দূষিত CO₂ যুক্ত রক্ত (ব্যতিক্রম – ফুসফুসীয় শিরা) পরিবাহিত হয়, তাকে শিরা বলে।

ধমনি কাকে বলে?

যে বিশেষ রক্তবাহের মধ্যে দিয়ে সাধারণত বিশুদ্ধ O₂ রক্ত (ব্যতিক্রম – ফুসফুসীয় ধমনি) পরিবাহিত হয়, তাকে ধমনি বলে।

থিবেসিয়ান কপাটিকা কী?

করোনারি সাইনাস ও ডান অলিন্দের সংযোগস্থলে থিবেসিয়ান কপাটিকা অবস্থান করে।
কাজ – রক্তকে ডান অলিন্দ থেকে করোনারি সাইনাসে ফিরে যেতে বাধা দেয়।

ক্লট কী?

কোনো ক্ষতস্থান থেকে নির্গত রক্ত অনুচক্রিকার সক্রিয়তায় জমাট বেঁধে যে অর্ধতরল রক্তপিণ্ড গঠন করে রক্তরক্ষণ বন্ধ করে তাকে ক্লট বলে।

হিজের বান্ডিল কোথায় অবস্থিত?

এটি AV নোড থেকে উৎপন্ন হয়ে নীচের দিকে অগ্রসর হয় এবং আন্তঃনিলয় প্রাচীরের পশ্চাৎভাগ পর্যন্ত বিস্তৃত হয়।

রক্তের স্বাভাবিক pH কত?

রক্তের স্বাভাবিক pH – 7.4।

O₂-র তুলনায় কোন্ গ্যাসের প্রতি হিমোগ্লোবিনের আসক্তি বেশি?

কার্বন মনোক্সাইড (CO)।

কোন্ বংশগত রোগে রক্ততঞ্চন বিলম্বিত হয়?

হিমোফিলিয়া।

রক্তে RBC-র সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে তাকে কী বলে?

পলিসাইথিমিয়া।

বৃদ্ধ ও অশক্ত RBC-কে কী বলে?

পয়কিলোসাইট।

কোন্ রক্তগ্রুপভুক্ত ব্যক্তিকে প্রকৃত সর্বজনীন দাতা বলা যাবে?

O (-) গ্রুপ।

কোন্ রক্তগ্রুপভুক্ত ব্যক্তিকে প্রকৃত সর্বজনীন গ্রহীতা বলা যাবে?

AB (+) গ্রুপ।

হৃৎপিণ্ডের ওপর অতিরিক্ত K+ -এর প্রভাব কী?

প্রসারিত অবস্থায় হৃৎপিণ্ড থেমে যাবে।

হৃৎপিণ্ডের ওপর অতিরিক্ত Ca++ -এর প্রভাব কী?

সংকুচিত অবস্থায় হৃৎপিণ্ড থেমে যাবে।

ফুসফুসীয় ধমনি ও মহাধমনির মধ্যে স্থায়ী সংযোগ থাকলে তাকে কী বলে?

ডাকটাস আর্টেরিওসাস।

AV নোডকে সংরক্ষিত পেসমেকার বলে কেন?

SA নোড কার্যক্ষমতা হারালে AV নোড প্রতি মিনিটে 40-60টি হৃৎস্পন্দনের আবেগ সৃষ্টি করে হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচন-প্রসারণকে নিয়ন্ত্রণ করে। এজন্য একে সংরক্ষিত পেসমেকার বলে।

বামদিকের সঙ্গে ডানদিক মিল করো।

বামদিকডানদিকউত্তর
1. রক্তi. নিউরোনে পুষ্টি ও O₂ সরবরাহ করে।1. → iv.
2. সাইনোভিয়াল তরলii. রক্তের 55% অংশ গঠন করে।2. → v.
3. লসিকা হল একপ্রকারiii. মূত্র।3. → vi.
4. রক্তরসiv. ক্ষারধর্মী, লবণাক্ত তরলকলা।4. → ii.
5. সেরিব্রোস্পাইনাল তরলv. অস্থিসন্ধিকে সচল রাখে।5. → i.
6. রেচন পদার্থ সমৃদ্ধ বর্জিত পদার্থvi. পরিবর্তিত কলারস।6. → iii.
vii. রক্তের 45% অংশ গঠন করে।

বেমানান শব্দটি খুঁজে বার করো।

প্রশ্নউত্তরকারণ
1. সাইনোভিয়াল তরল, ঘাম, CSF, RBCRBCRBC ছাড়া বাকি সবগুলিই দেহতরল।
2. লিম্ফোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিললিম্ফোসাইটলিম্ফোসাইট ছাড়া বাকি সবগুলিই দানাদার শ্বেতকণিকা
3. হিমোসিল, হিমোসায়ানিন, হৃৎপিণ্ড, জালকজালকজালক ছাড়া বাকি সবগুলিই মুক্তসংবহনের অংশ
4. মহাধমনি, ফুসফুসীয় ধমনি, ধমনি, ধমনিকাফুসফুসীয় ধমনিফুসফুসীয় ধমনি ছাড়া বাকি সবগুলিই বিশুদ্ধ রক্ত বহন করে
5. অ্যালার্জির উপসর্গ দমন, রোগজীবাণু ধ্বংস, শ্বাসবায়ু পরিবহন, অ্যান্টিবডি উৎপাদন।শ্বাসবায়ু পরিবহনশ্বাসবায়ু পরিবহন ছাড়া বাকি সবগুলিই WBC -এর কাজ।

আজকের এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ‘জৈবনিক প্রক্রিয়া’ -এর অন্তর্গত ‘সংবহন’ অংশের অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষা এবং যারা ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আশা করি, আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তবে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন; আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। এছাড়া, লেখাটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধু বা সহপাঠীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

পরিবেশ ও তার সম্পদ-বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

পরিবেশ ও তার সম্পদ-বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – টীকা

পরিবেশ ও তার সম্পদ-বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – টীকা

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর