এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের পঞ্চম অধ্যায় ‘পরিবেশ ও তার সম্পদ’ -এর অন্তর্গত ‘বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন’ অংশের গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) -এর সিলেবাস অনুযায়ী আসন্ন ইউনিট টেস্ট বা স্কুল পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত জরুরি।

নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
সঠিক উত্তরটি নির্বাচন করো।
কোন্ বিজ্ঞানী বাস্তুতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন? –
- ওডাম
- ল্যামার্ক
- হার্বাট
- ট্যান্সলি
উত্তর – 4. ট্যান্সলি
জীব ও তার চারপাশের পরিবেশের আন্তঃক্রিয়া হল –
- ইকোলজি
- ইকোস্ফিয়ার
- ইকোসিস্টেম
- ইকোটোন
উত্তর – 2. ইকোসিস্টেম
একই প্রজাতিভুক্ত সমস্ত জীব একটি নির্দিষ্ট স্থানে বসবাস করে গঠন করে –
- কমিউনিটি
- পপুলেশন
- ফ্লোরা
- ফনা
উত্তর – 2. পপুলেশন
একটি নির্দিষ্ট স্থানে যে-সমস্ত উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বাস করে তাদের বলে –
- পপুলেশন
- কমিউনিটি
- বাস্তুতন্ত্র
- প্ল্যাংকটন
উত্তর – 2. কমিউনিটি
জীবের পরিবেশের সঙ্গে পরিবর্তিত হওয়ার ক্ষমতাকে বলে –
- অভিব্যক্তি
- বাস্তুসংস্থান
- অভিযোজন
- বংশগতি
উত্তর – 3. অভিযোজন
উজ্জ্বল আলোতে ভালো জন্মায় এমন উদ্ভিদদের বলে –
- হেলিওফাইট
- সিওফাইট
- লিথোফাইট
- স্যামোফাইট
উত্তর – 1. হেলিওফাইট
নিম্ন তাপমাত্রায় বসবাসকারী উদ্ভিদদের বলে –
- মেগাথার্মস
- মাইক্রোথার্মস
- পয়কিলোথার্মস
- হেকিস্টোথার্ম
উত্তর – 2. মাইক্রোথার্মস
মধ্য তাপমাত্রায় বসবাসকারী উদ্ভিদদের বলে
- মাইক্রোথার্মস
- মেসোথার্মস
- পয়কিলোথার্মস
- হেকিস্টোথার্মস
উত্তর – 2. মেসোথার্মস
খুব নিম্ন তাপমাত্রায় জন্মানো উদ্ভিদগুলিকে বলা হয় –
- হেলিওফাইট
- সিওফাইট
- হেকিস্টোথার্মস
- মেগাথার্মস
উত্তর – 3. হেকিস্টোথার্মস
কম আলোক বা ছায়াযুক্ত পরিবেশে বৃদ্ধিপ্রাপ্ত উদ্ভিদদের বলা হয় –
- হেলিওফাইট
- সিওফাইট
- স্যামনোফাইট
- কামোফাইট
উত্তর – 2. সিওফাইট
হেকিস্টোথার্ম উদ্ভিদটি হল –
- বার্চ
- হেমলক
- ওক
- লাইকেন
উত্তর – 4. লাইকেন
আলোকপ্রেমী উদ্ভিদ বা হেলিওফাইট হল –
- ফার্ন
- কচু
- গোলাপ
- সূর্যমুখী
উত্তর – 4. সূর্যমুখী
দীর্ঘদিবা উদ্ভিদটি হল –
- ডালিয়া
- পালং
- কসমস
- চন্দ্রমল্লিকা
উত্তর – 2. পালং
ঝাঁঝি হল –
- হেলিওফাইট
- জেরোফাইট
- হ্যালোফাইট
- হাইড্রোফাইট
উত্তর – 4. হাইড্রোফাইট
জনসংখ্যার ঘনত্ব নিয়ন্ত্রণ করে –
- জন্মহার
- মৃত্যুহার
- পরিযান
- সবকটি
উত্তর – 4. সবকটি
নকটারন্যাল প্রাণী –
- ইঁদুর
- বুবালকাস
- খরগোশ
- প্রজাপতি
উত্তর – 1. ইঁদুর
যে সকল প্রাণী ব্যাপক তারতম্যযুক্ত লবণাক্ততায় সহনশীল এবং তাতে অভিযোজনক্ষম, তাদের বলে –
- ইউরিথার্মাল প্রাণী
- স্টেনোথার্মাল প্রাণী
- স্টেনোহ্যালাইন প্রাণী
- ইউরিহ্যালাইন প্রাণী
উত্তর – 4. ইউরিহ্যালাইন প্রাণী
হারমিট ক্র্যাব ও সাগরকুসুমের মধ্যে যে সম্পর্ক দেখা যায়, সেটি হল –
- বাধ্যতামূলক সহাবস্থান
- স্বইচ্ছাগত সহাবস্থান
- অন্তঃপরজীবী
- বহিঃপরজীবী
উত্তর – 2. স্বইচ্ছাগত সহাবস্থান
একটি ধনাত্মক-ধনাত্মক আন্তঃক্রিয়া হল –
- পরজীবিতা
- স্বভোজিতা
- মিথোজীবিতা
- শিকারজীবিতা
উত্তর – 3. মিথোজীবিতা
যে আন্তঃক্রিয়ায় একটি প্রজাতি খাদ্যের জন্য অন্য প্রজাতিকে শিকার করে, তাকে বলে –
- অ্যামেনসালিজম
- নিউট্রালিজম
- প্রিডেশন
- কমপিটিশন
উত্তর – 3. প্রিডেশন
হাঙরের সঙ্গে চোষক মাছের সহবাসকে বলে –
- কমেনসালিজম
- অ্যামেনসালিজম
- প্রিডেশন
- মিউচুয়ালিজম
উত্তর – 1. কমেনসালিজম
দুটি ভিন্ন প্রজাতির জীবের সহাবস্থানে উভয়ে লাভবান হলে তাকে বলে –
- নিউট্রালিজম
- কমেনসালিজম
- মিউচুয়ালিজম
- কমপিটিশন
উত্তর – 3. মিউচুয়ালিজম
নীচের কোন্ ধরনের সন্নিবেশ প্রতিযোগিতা আন্তঃক্রিয়াকে সূচিত করে? –
- + –
- + 0
- – –
- + +
উত্তর – 3. – –
প্রদত্ত কোন্ প্রাণীটি বহিঃপরজীবী হিসেবে পোষকের দেহে থাকে? –
- অ্যামিবা
- উকুন
- চ্যাপটা কৃমি
- গোলকৃমি
উত্তর – 2. উকুন
রাইজোবিয়াম ও মটর গাছের সহবস্থানকে কী নামে অভিহিত করা হয়? –
- পরজীবীতা
- মিথোজীবীতা
- খাদ্য-খাদক সম্পর্ক
- প্রতিযোগিতা
উত্তর – 2. মিথোজীবীতা
অন্তঃপরজীবী হল –
- মাইট
- ফ্রি
- টিনিয়া
- টিক্
উত্তর – 3. টিনিয়া
কোন্ প্রাণীটি মরুজ প্রাণী? –
- মোলোক হরিদাস নামক গিরগিটি
- কুমির
- ঈগল
- গোসাপ
উত্তর – 1. মোলোক হরিদাস নামক গিরগিটি
মরুজ উদ্ভিদ হল –
- আম
- সোলানাম
- ফণীমনসা
- জবা
উত্তর – 3. ফণীমনসা
ফণীমনসার কাঁটা কী ধরনের অঙ্গ? –
- মূল
- কাণ্ড
- পাতা
- উপপত্র
উত্তর – 3. পাতা
মরুজ প্রাণী হল –
- টারকি ভালচার
- কুমির
- ঈগল
- গোসাপ
উত্তর – 1. টারকি ভালচার
যে প্রাণীটি কখনও জলপান করে না, সেটি হল –
- ভালচার
- অ্যান্টিলোপ
- র্যাটল স্নেক
- মরুজ পাখি
উত্তর – 2. অ্যান্টিলোপ
অস্ত্রে বসবাসকারী E.coli ব্যাকটেরিয়া কোন্ ভিটামিন সংশ্লেষ করে? –
- ভিটামিন A
- ভিটামিন B₁₂
- ভিটামিন C
- ভিটামিন E
উত্তর – 2. ভিটামিন B₁₂
বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস হল –
- উদ্ভিদ
- খাদ্য
- সূর্য
- পচনশীলবস্তু
উত্তর – 3. সূর্য
বাস্তুতন্ত্রের শক্তি সর্বদা –
- একমুখী
- দ্বিমুখী
- উভয়মুখী
- অভিমুখী
উত্তর – 1. একমুখী
বাস্তুতন্ত্রে কত শতাংশ শক্তি পরবর্তী পুষ্টিস্তরে পৌঁছায়? –
- 100%
- 10%
- 90%
- 20%
উত্তর – 2. 10%
বাস্তুতন্ত্রে কত শতাংশ শক্তি পরবর্তী শক্তিস্তরে পৌঁছায় না? –
- 100%
- 10%
- 20%
- 90%
উত্তর – 4. 90%
বাস্তুতন্ত্রে উৎপাদকের উদাহরণ –
- ডায়াটম
- প্রবাল
- সাগরকুসুম
- সমুদ্রলিলি
উত্তর – 1. ডায়াটম
বাস্তুতন্ত্রে ক্লোরোফিলযুক্ত সবুজ উদ্ভিদকে বলা হয় –
- উৎপাদক
- খাদক
- বিয়োজক
- রূপান্তরক
উত্তর – 1. উৎপাদক
একটি তৃণভূমির বাস্তুতন্ত্রে প্রাথমিক খাদক –
- ঘাস
- ঘাসফড়িং
- ব্যাং
- ইঁদুর
উত্তর – 2. ঘাসফড়িং
প্রথম সারির খাদক হল –
- সিংহ
- বাঘ
- গোরু
- শকুন
উত্তর – 3. গোরু
প্রথম শ্রেণির খাদক হল –
- মাংসাশী
- তৃণভোজী
- স্বভোজী
- মৃতজীবী
উত্তর – 2. তৃণভোজী
শক্তি খাদ্যশৃঙ্খলে প্রবেশ করে –
- খাদক দ্বারা
- বিয়োজক দ্বারা
- উৎপাদক দ্বারা
- রূপান্তরক দ্বারা
উত্তর – 3. উৎপাদক দ্বারা
পুকুরের খাদ্যশৃঙ্খলে ফাইটোপ্ল্যাংকটনের ভূমিকা কী? –
- গৌণখাদক
- প্রাথমিক খাদক
- উৎপাদক
- প্রগৌণ খাদক
উত্তর – 3. উৎপাদক
খাদ্যশৃঙ্খল সবসময়ই উৎপাদক দিয়ে শুরু হয় –
- গ্রেজিং
- শিকারি
- ডেট্রিটাস
- পরজীবী
উত্তর – 1. গ্রেজিং
কোনটি গৌণ খাদক? –
- বোয়ালমাছ
- শোল মাছ
- তিমি
- ছোটো ছোটো মাছ
উত্তর – 4. ছোটো ছোটো মাছ
সঠিক খাদ্যশৃঙ্খলটি খুঁজে নাও –
- ঘাস → ঘাস-ফড়িং → বাজপাখি → ব্যাং
- দানাশস্য → সাপ → ইঁদুর → বাজপাখি
- উদ্ভিদ → টিকটিকি → শুঁয়োপোকা → বাজপাখি
- ফাইটোপ্ল্যাংকটন → জুপ্ল্যাংকটন → মাছ → বক
উত্তর – 4. ফাইটোপ্ল্যাংকটন → জুপ্ল্যাংকটন → মাছ → বক
খাদ্যশৃঙ্খলে ছাগল হল –
- প্রাথমিক খাদক
- গৌণ খাদক
- প্রগৌণ খাদক
- বিয়োজক
উত্তর – 1. প্রাথমিক খাদক
ঘাস → ___ → সাপ → ময়ূর উপযুক্ত শব্দ বসিয়ে খোপ পূরণ করো। –
- কেঁচো, বাজপাখি
- ব্যাং, ফড়িং
- ফড়িং, ব্যাং
- ফড়িং, বাজ পাখি
উত্তর – 3. ফড়িং, ব্যাং
জলের তলদেশে বসবাস করে যেসব প্রাণী তাদের বলে –
- ফ্লোরা
- ফনা
- নেকটন
- বেনথস
উত্তর – 4. বেনথস
যে সকল প্রাণী জলে সাঁতার কাটে তা হল –
- নেকটন
- বায়োমাস
- বেনথস
- ফনা
উত্তর – 1. নেকটন
পুকুরে নেকটন হল –
- শ্যাওলা
- মশার লার্ভা
- মাছ
- স্পঞ্জ
উত্তর – 3. মাছ
নিম্নলিখিত কোনটি রূপান্তরক? –
- ছত্রাক
- ইউগ্নিনা
- কীটপতঙ্গ
- পেঁচা
উত্তর – 1. ছত্রাক
মৃতদেহ থেকে উপাদান মুক্ত করে –
- ম্যাক্রোকনজিউমার
- উৎপাদক
- গৌণখাদক
- বিয়োজক
উত্তর – 4. বিয়োজক
ফাইটোপ্ল্যাংকটন হল –
- ডিনোফ্ল্যাজেলেট
- সাইক্লপস
- ডাফনিয়া
- প্রোটোজোয়া
উত্তর – 1. ডিনোফ্লাজেলেট
ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল শুরু হয় –
- সবুজ উদ্ভিদ
- পচাপাতা, জৈবপদার্থ
- উৎপাদক
- খাদক থেকে
উত্তর – 2. পচাপাতা, জৈবপদার্থ
জীবগোষ্ঠীতে প্রজাতিগুলি খাদ্য ও রসদের যে পার্থক্য দেখায় তাকে –
- ট্রপিক লেভেল
- ট্রপিক নিচ্ক
- মিউনিটি
- মিউচুয়ালিজম বলে
উত্তর – 1. ট্রপিক লেভেল
বাস্তুতন্ত্রে বিভিন্ন পুষ্টিস্তরকে পর্যায়ক্রমে সাজালে যে শিখর গঠিত হয় তাকে বলে –
- খাদ্যশৃঙ্খল
- খাদ্যজাল
- খাদ্য পিরামিড
- শক্তিচক্র
উত্তর – 3. খাদ্য পিরামিড
বাস্তুতন্ত্রের খাদ্য পিরামিডের ভূমিতে থাকে –
- খাদক
- গৌণখাদক
- উৎপাদক
- বিয়োজক
উত্তর – 3. উৎপাদক
কোন্ প্রকার পিরামিড কখনোই ওল্টানো হতে পারে না? –
- খাদ্য
- জীবভর
- শক্তি
- সংখ্যা
উত্তর – 3. শক্তি
বায়ুমণ্ডলে কার্বন-ডাইঅক্সাইডের পরিমাণ –
- 0.02%
- 0.03%
- 1.02%
- 0.05%
উত্তর – 2. 0.03%
শূন্যস্থান পূরণ করো।
সজীব উপাদান ও পরিবেশের জড় উপাদানের আন্তঃসম্পর্ক সংক্রান্ত অধ্যয়নকে ___ বলে।
উত্তর – সজীব উপাদান ও পরিবেশের জড় উপাদানের আন্তঃসম্পর্ক সংক্রান্ত অধ্যয়নকে বাস্তুবিদ্যা বলে।
বাস্তুতান্ত্রিক সংগঠনের ক্ষুদ্রতম সজীব একককে বলে ___।
উত্তর – বাস্তুতান্ত্রিক সংগঠনের ক্ষুদ্রতম সজীব একককে বলে একক স্তর।
অভিবাসনের ফলে কোনো দেশে জনসংখ্যা ___ পায়।
উত্তর – অভিবাসনের ফলে কোনো দেশে জনসংখ্যা বৃদ্ধি পায়।
কোনো নির্দিষ্ট অঞ্চলে সমস্ত উদ্ভিদ ও প্রাণীর মোট পরিমাণকে বলা হয় __।
উত্তর – কোনো নির্দিষ্ট অঞ্চলে সমস্ত উদ্ভিদ ও প্রাণীর মোট পরিমাণকে বলা হয় B = Nn/t [যেখানে Nn = নবজাতক এর সংখ্যা, t = সময়]।
___ দ্বারা কোনো প্রজাতির জন্মহার সূচিত হয়।
উত্তর – জীবভর দ্বারা কোনো প্রজাতির জন্মহার সূচিত হয়।
আন্তঃক্রিয়াশীল বিভিন্ন প্রজাতির সমষ্টি হল ___।
উত্তর – আন্তঃক্রিয়াশীল বিভিন্ন প্রজাতির সমষ্টি হল কমিউনিটি।
দুটি ভিন্ন প্রজাতির জীব অস্থায়ী সম্পর্কে আবদ্ধ থেকে যখন দুজনেই উপকৃত হয় তখন তাকে বলে ___।
উত্তর – দুটি ভিন্ন প্রজাতির জীব অস্থায়ী সম্পর্কে আবদ্ধ থেকে যখন দুজনেই উপকৃত হয় তখন তাকে বলে প্রোটো কো-অপারেশন।
___ পপুলেশনের বৃদ্ধি ঘটায়।
উত্তর – জন্মহার পপুলেশনের বৃদ্ধি ঘটায়।
হারমিট ক্র্যাবের পৃষ্ঠদেশে ___ লেগে থাকে।
উত্তর – হারমিট ক্র্যাবের পৃষ্ঠদেশে সাগর কুসুম লেগে থাকে।
উভচর ছাড়াও ___ শ্রেণির প্রাণীতে শীতঘুম দেখা যায়।
উত্তর – উভচর ছাড়াও সরীসৃপ শ্রেণির প্রাণীতে শীতঘুম দেখা যায়।
সরীসৃপরা ঠান্ডার সময় ___ যায়।
উত্তর – সরীসৃপরা ঠান্ডার সময় শীতঘুমে যায়।
___ রাজ্যটি বাস্তুতন্ত্রের খাদকের ভূমিকা পালন করে।
উত্তর – অ্যানিম্যালিয়া রাজ্যটি বাস্তুতন্ত্রের খাদকের ভূমিকা পালন করে।
বাস্তুতন্ত্রের একটি বিয়োজকের নাম হল ___।
উত্তর – বাস্তুতন্ত্রের একটি বিয়োজকের নাম হল ব্যাকটেরিয়া।
শস্য → ইঁদুর ___ বাজপাখি → হল একটি খাদ্যশৃঙ্খল।
উত্তর – শস্য → ইঁদুর → সাপ → বাজপাখি → হল একটি খাদ্যশৃঙ্খল।
খাদ্যশৃঙ্খলের প্রতিটি পুষ্টিস্তরে শক্তির ___ % হ্রাস ঘটে।
উত্তর – খাদ্যশৃঙ্খলের প্রতিটি পুষ্টিস্তরে শক্তির 90% হ্রাস ঘটে।
বিভিন্ন প্রজাতি দ্বারা গঠিত আন্তঃসম্পকযুক্ত অনেকগুলি খাদ্যশৃঙ্খলকে ___ বলে।
উত্তর – বিভিন্ন প্রজাতি দ্বারা গঠিত আন্তঃসম্পকযুক্ত অনেকগুলি খাদ্যশৃঙ্খলকে খাদ্যজাল বলে।
ঠিক বা ভুল নির্বাচন করো।
একটি নির্দিষ্ট স্থানে বসবাসকারী একটি প্রজাতির অন্তর্গত জীবের সংখ্যাকে প্রজাতিসংখ্যা বলে।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – জনসংখ্যা।
অজীবজ উপাদান জীবের আকৃতি, গঠন, শারীরবৃত্তীয় আচরণে ও জীবনচক্রকে প্রভাবিত করে।
উত্তর – ঠিক [✓]
একেবারে ক্ষুদ্র বাস্তুতন্ত্রকে মাইক্রো ইকোসিস্টেম বলে।
উত্তর – ঠিক [✓]
বাস্তুবিদ্যার ক্ষুদ্রতম একক হল পপুলেশন।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – একক জীবস্তর।
Ecosystem বা বাস্তুবিদ্যা হল অধ্যয়নের সবচেয়ে ছোটো স্তর।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – বৃহৎ স্তর।
একটি পপুলেশনে অনেক প্রজাতি অবস্থান করে।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – কমিউনিটিতে।
কোনো প্রজাতির সমস্ত জীবকে সমষ্টিগতভাবে বলে পপুলেশন।
উত্তর – ঠিক [✓]
জৈব ভূ-রাসায়নিক চক্রের মাধ্যমে পরিবেশে মৌলিক উপাদানগুলির সমতা বজায় থাকে।
উত্তর – ঠিক [✓]
প্ল্যান্টি রাজ্যের সদস্যরা বিয়োজোক হিসেবে কাজ করে।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – উৎপাদক।
জলজ পরিবেশের আণুবীক্ষণিক উদ্ভিদকে বলা হয় জুপ্ল্যাংকটন।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ফাইটোপ্ল্যাংকটন।
পুকুরের খাদ্যশৃঙ্খল জুপ্ল্যাংকটন থেকে শুরু হয়।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ফাইটোপ্ল্যাঙ্কটন।
ভলভক্স একপ্রকার ফাইটোপ্ল্যাংকটন।
উত্তর – ঠিক [✓]
যে সম্পর্কে একটি জীব উপকৃত, অপরটি ক্ষতিগ্রস্ত হয় সেই সম্পর্ককে বলে পরজীবিতা।
উত্তর – ঠিক [✓]
হারমিট ব্র্যাবের পৃষ্ঠদেশে সাগরকুসুম থাকে। এটি এক প্রকারের স্বেচ্ছাগত সহাবস্থান।
উত্তর – ঠিক [✓]
শ্বাসমূল হেলিওফাইট উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – হ্যালোফাইট।
সুন্দরী উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – গরাণ।
বিভিন্ন প্রজাতির মধ্যে আন্তঃসম্পর্কের ভিত্তিতে একাধিক খাদ্যশৃঙ্খল পরস্পর পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে খাদ্যজাল তৈরি করে।
উত্তর – ঠিক [✓]
বাঘ ও সিংহ গৌণ খাদক।
উত্তর – ঠিক [✓]
গৌণ ও প্রগৌণ খাদকরা সর্বদাই মাংসাশী হয়।
উত্তর – ঠিক [✓]
স্যাংগুইনিভোরির উদাহরণ হল কেঁচো।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – জোঁক।
একটি অভয়ারণ্যের বাস্তুতন্ত্র কৃত্রিম প্রকৃতির।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – প্রাকৃতিক/ইন-সিটু।
বাস্তুতন্ত্রের অন্তর্ভুক্ত অনেকগুলি খাদ্যশৃঙ্খলকে খাদ্য-পিরামিড বলে।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – খাদ্যজালক।
দু-একটি শব্দে উত্তর দাও।
ইকোলজির কার্যকরী এককের নাম লেখো।
ইকোলজির কার্যকরী এককের নাম হল ইকোসিস্টেম।
একটি অজীবীয় শর্তের নাম লেখো।
একটি অজীবীয় শর্তের নাম হল মাটি।
শৈবাল ও ছত্রাকের স্থায়ী মিথোজীবী সম্পর্ককে কী বলে?
শৈবাল ও ছত্রাকের স্থায়ী মিথোজীবী সম্পর্ককে লাইকেন বলে।
রাইজোবিয়াম ব্যাকটেরিয়া ও শিম্বি গোত্রীয় উদ্ভিদের সহাবস্থানকে কী বলা হয়?
রাইজোবিয়াম ব্যাকটেরিয়া ও শিম্বি গোত্রীয় উদ্ভিদের সহাবস্থানকে মিউচুয়ালিজম বলা হয়।
হাঙরের অঙ্কীয় দেশে চোষক দ্বারা অবস্থানকারী মাছগুলির নাম লেখো।
হাঙরের অঙ্কীয় দেশে চোষক দ্বারা অবস্থানকারী মাছগুলির নাম – রেমোরা মাছ, Echeneis প্রভৃতি।
উইপোকার পৌষ্টিকনালীতে (সেলুলোজ হজমকারী) কোন্ প্রোটিস্টা থাকে?
উইপোকার পৌষ্টিকনালীতে (সেলুলোজ হজমকারী) ট্রাইকোনিম্ফ প্রোটিস্টা থাকে।
মরুজ পক্ষীর উদাহরণ দাও।
মরুজ পক্ষীর উদাহরণ হল উটপাখি ও মরুসারস।
দুটি দীর্ঘদিবা উদ্ভিদের উদাহরণ দাও।
দুটি দীর্ঘদিবা উদ্ভিদের উদাহরণ হল মুলো, বীট।
মায়োটম পেশি কোথায় থাকে?
মায়োটম পেশি জলজপ্রাণী মাছেদের দেহে থাকে।
কোন্ উদ্ভিদের মূল খুব দীর্ঘ হয়?
জেরোফাইট বা মরু অঞ্চলের উদ্ভিদের মূল খুব দীর্ঘ হয়।
একটি বহিঃপরজীবী প্রাণীর উদাহরণ দাও।
একটি বহিঃপরজীবী প্রাণীর উদাহরণ হল ছারপোকা।
একটি অন্তঃপরজীবী প্রাণীর নাম লেখো।
একটি অন্তঃপরজীবী প্রাণীর নাম হল গোলকৃমি।
একটি সম্পূর্ণ পরজীবী উদ্ভিদের নাম লেখো।
একটি সম্পূর্ণ পরজীবী উদ্ভিদের নাম হল স্বর্ণলতা।
মৌমাছিদের সমাজবদ্ধভাবে বসবাসরীতিকে কী বলে?
মৌমাছিদের সমাজবদ্ধভাবে বসবাসরীতিকে সোস্যাল অ্যাগ্রিগেশন বলে।
দুটি জেরোফাইট উদ্ভিদের নাম লেখো।
দুটি জেরোফাইট উদ্ভিদের নাম হল ফণীমনসা, ঘৃতকুমারী।
পরিযান হলে পপুলেশনের আকার বাড়ে না কমে?
পরিযান হলে পপুলেশনের আকার কমে যায়।
খাদ্যশৃঙ্খলের সাংগঠিক একক কী?
খাদ্যশৃঙ্খলের সাংগঠিক একক হল পুষ্টিস্তর বা ট্রফিক লেভেল।
10% সূত্রটির প্রবর্তক কে?
10% সূত্রটির প্রবর্তক হলেন বিজ্ঞানী লিন্ডেম্যান।
প্রাথমিক খাদকের কত অংশ গৌণ খাদকের দেহে আবদ্ধ হয়?
প্রাথমিক খাদকের 1/100 অংশ গৌণ খাদকের দেহে আবদ্ধ হয়।
তৃণভূমির বাস্তুতন্ত্রে সর্বোচ্চ শ্রেণির খাদকের নাম লেখো।
তৃণভূমির বাস্তুতন্ত্রে সর্বোচ্চ শ্রেণির খাদকের নাম হল বাজপাখি।
টিকটিকি কোন্ শ্রেণির খাদক?
টিকটিকি গৌণ বা দ্বিতীয় শ্রেণির খাদক ।
পুকুরের বাস্তুতন্ত্রের দুটি গৌণ খাদকের নাম লেখো।
পুকুরের বাস্তুতন্ত্রের দুটি গৌণ খাদকের নাম হল ছোটো ছোটো মাছ এবং ব্যাং।
বাস্তুতন্ত্রে মাইক্রোকনজিউমার কারা?
বাস্তুতন্ত্রে মাইক্রোকনজিউমার আণুবীক্ষণিক হল ব্যাকটেরিয়া, ছত্রাক প্রোটোজোয়া ইত্যাদি।
একটি বেনথস প্রাণীর উদাহরণ দাও।
একটি বেনথস প্রাণীর উদাহরণ হল ঝিনুক।
একটি অণুখাদকের নাম লেখো।
একটি অণুখাদকের নাম হল ব্যাকটেরিয়া।
জটিল জৈবপদার্থকে সরল জৈবপদার্থে পরিণত করে কারা?
জটিল জৈবপদার্থকে সরল জৈবপদার্থে পরিণত করে বিয়োজক গোষ্ঠী।
সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে কে পরিণত করে?
সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে উৎপাদককে পরিণত করে।
একটি N₂ সংবন্ধনকারী নীলাভ সবুজ শৈবালের নাম লেখো।
একটি N₂ সংবন্ধনকারী নীলাভ সবুজ শৈবালের নাম হল অ্যানাবিনা।
ইকোলজি শব্দটি কোথা থেকে এসেছে?
ইকোলজি শব্দটি দুটি গ্রীক শব্দ Oikos বা বাসস্থান (home) -এর logos বা অধ্যয়ন (study) থেকে এসেছে।
বাস্তুতন্ত্রে উৎপাদকের ভূমিকা উল্লেখ করো।
বাস্তুতন্ত্রে উৎপাদকের ভূমিকা – বাস্তুতন্ত্রে মূল চালিকাশক্তি উৎপাদকের খাদ্য উৎপাদন থেকে আসে। মূল খাদ্যশক্তি খাদ্য শৃঙ্খলের মাধ্যমে প্রতিটি ট্রফিক লেভেলে পরভোজী প্রাণীদের দেহে সঞ্চারিত হয়। যদি উৎপাদক কোনো কারণে বিনষ্ট হয় তাহলে পুরো বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যাবে।
বাস্তুতন্ত্রে উৎপাদক ধ্বংস হলে কী ধরনের ক্ষতি হবে?
সমস্ত বাস্তুতন্ত্রই ধ্বংস হয়ে যাবে।
ব্যাং ও বাঘের মধ্যে বাস্তুতান্ত্রিকভাবে কোন্ ধরনের সাদৃশ্য বর্তমান?
ব্যাং ও বাঘ উভয়েই গৌণ খাদক।
ঘাসফড়িং ও হরিণের মধ্যে বাস্তুতান্ত্রিকভাবে কোন্ সাদৃশ্য বর্তমান?
ঘাসফড়িং ও হরিণ উভয়েই প্রাথমিক খাদক।
একটি গৌণ ও প্রগৌণ খাদকের উদাহরণ দাও।
একটি গৌণ খাদকের উদাহরণ হল ব্যাং এবং একটি প্রগৌণ খাদকের উদাহরণ হল – সাপ।
জুপ্ল্যাংকটন কী?
জলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রাণীকণাকে জুপ্ল্যাংকটন বলে। যেমন – পতঙ্গের লার্ভা, সাইক্লপস, ড্যাফনিয়া, রটিফার ইত্যাদি।
ডেট্রিটাস কী?
ডেট্রিটাস – উৎপাদক, খাদকের মৃত দেহাংশ ও পচনশীল বর্জ্য পদার্থকে ডেট্রিটাস বলে। যারা এই ডেট্রিটাস ভক্ষণ করে তাদের ডেট্রিভোর এবং এদের খাদ্যশৃঙ্খলকে ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল বলে।
কর্করভোজী একটি খাদ্যশৃঙ্খলের উদাহরণ দাও।
কর্করাভাজী একটি খাদ্যশৃঙ্খলের উদাহরণ –
পচনশীল জৈববস্তু (ঝরা পাতা, বাকল) (ডেট্রিটাস) → অণুজীব (ব্যাকটেরিয়া, ছত্রাক) (
বিয়োজক) → ডেট্রিভোর পতঙ্গের লার্ভা, নিমাটোড (প্রাথমিক খাদক) → বৃহৎ মাংসাশী বক (গৌণ খাদক) → বড়ো মাছ (প্রগৌণ খাদক)
বিয়োজক কাকে বলে?
বিয়োজক – বাস্তুতন্ত্রে বসবাসকারী আণুবীক্ষণিক মৃতজীবী জীবসম্প্রদায় যারা উৎপাদক ও খাদকের দেহাংশ ও বর্জ্য পদার্থকে বিশ্লিষ্ট করে পুষ্টিলাভ করে এবং জটিল জৈব যৌগকে সরল জৈব যৌগে পরিণত করে, তাদের বিয়োজক বলে। সরল জৈব যৌগ রূপান্তরক দ্বারা অপচিতিমূলক ভাঙ্গনে অজৈব যৌগে পরিণত হয়, যাতে ভূজৈব রাসায়নিক চক্র অব্যাহত থাকে।
বিয়োজকের উপযুক্ত কাজ কী?
বিয়োজকের উপযুক্ত কাজ হল উৎপাদক ও খাদকের জৈব অংশ বা বর্জ্য পদার্থে অবস্থিত জটিল জৈব যৌগকে বিশ্লিষ্ট করে সরল জৈব যৌগে পরিণত করা এবং রূপান্তরের কাজে সাহায্য করা।
খাদ্যশৃঙ্খলের উদাহরণ দাও।
তৃণভূমির খাদ্যশৃঙ্খল –
সবুজ উদ্ভিদ (উৎপাদক) → ঘাসফড়িং (প্রথমিক খাদক) → ব্যাং (গৌণ খাদক) → বাজপাখি (সর্বোচ্চ শ্রেণীর খাদক)
একটি প্যারাসাইটিক খাদ্যশৃঙ্খলের উদাহরণ দাও।
প্যারাসাইটিক খাদ্যশৃঙ্খল –
সবুজ উদ্ভিদ (উৎপাদক) → গোরু (প্রথম শ্রেণির খাদক) → গোরুর ফিতাকৃমি (গৌণ খাদক)
খাদ্যশৃঙ্খলে উৎপাদক কোন্ পুষ্টিস্তরে অবস্থান করে?
খাদ্যশৃঙ্খলে উৎপাদক প্রথম পুষ্টিস্তরে অবস্থান করে।
বাস্তুতন্ত্রে শক্তির স্থানন্তর বলতে কী বোঝো?
বাস্তুতন্ত্রে যে পদ্ধতিতে উৎপাদকের উৎপাদিত খাদ্যশক্তি উৎপাদক থেকে খাদ্যশৃঙ্খলের মাধ্যমে বিভিন্ন খাদক গোষ্ঠীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তাকে শক্তির স্থানান্তরন বলে।
বাস্তুতন্ত্রে দুইপ্রকার বৃদ্ধির নাম লেখো।
বাস্তুতন্ত্রের দুই প্রকার বৃদ্ধি হল – 1. এক্সপোনেনশিয়াল বা ‘J’ আকৃতির বৃদ্ধি এবং 2. লজিস্টিক বা ‘S’ আকৃতির বৃদ্ধি।
খাদ্য পিরামিড কী?
খাদ্য পিরামিড – বাস্তুতন্ত্রের খাদ্যশৃঙ্খলে যুক্ত বিভিন্ন পুষ্টিস্তরগুলিকে সম্পর্কের ভিত্তিতে পরস্পর সাজালে যে পিরামিড গড়ে ওঠে, তাকে খাদ্য পিরামিড বলে।
মোলক হরিদাসের মরুজ অভিযোজনটি লেখো।
মোলক হরিদাস নামক কাঁটাযুক্ত গিরগিটি ত্বকের হাইগ্রোস্কোপিক গ্রন্থির সাহায্যে শিশির থেকে জল সংগ্রহ করে। এটি এর একটি মরুজ অভিযোজন।
মরুদেশে থাকার জন্য উটের পায়ের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো।
মরুদেশে থাকার জন্য উটের পায়ের একটি অভিযোজিত বৈশিষ্ট্য হল – উটের পায়ের নীচে মাংসল প্যাডের পুরু চামড়ার স্তরের আবরণ গরম বালির উপর দিয়ে স্বচ্ছন্দে হাঁটতে সাহায্যে করে।
রাইজোপাসের কোন্ প্রকার অঙ্কুরোদ্গম দেখা যায়?
রাইজোপাসের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়।
রাইজোপাসের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়।
রাইজোপাসের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়।
ফণিমনসার মূল কী কারণে দীর্ঘ হয়?
ফণিমনসা একটি জেরোফাইট উদ্ভিদ। মরুঅঞ্চলের অন্যতম প্রধান সমস্যা হল জলাভাব। মাটির সুগভীর থেকে জল সংগ্রহের জন্য ফণিমনসার মূল দীর্ঘ হয়।
জনসংখ্যার বৃদ্ধির দুটি কারণ লেখো।
জনসংখ্যার বৃদ্ধির দুটি কারণ হল – জন্মহার ও অভিবাসন।
জনসংখ্যা হ্রাসের দুটি কারণ লেখো।
জনসংখ্যা হ্রাসের কারণ হল – মৃত্যুহার ও দেশত্যাগ।
পপুলেশনের চরিত্র ও প্রকৃতি নির্ধারক বিপরীত শর্ত দুটি কী কী?
পপুলেশনের চরিত্র ও প্রকৃতি নির্ধারক বিপরীত শর্ত দুটি হল – জন্মহার ও মৃত্যুহার অথবা অভিবাসন ও প্রবাসন।
সার্বিক ন্যাটালিটি কী?
সার্বিক ন্যাটালিটি – কোনো এক আদর্শ পরিবেশে একক সময়ে কোনো নির্দিষ্ট পপুলেশনে সর্বাধিক যত সংখ্যক জীব জন্মাতে পারে তাকে পপুলেশনের সার্বিক ন্যাটালিটি বলে।
প্রকৃত ন্যাটালিটি কাকে বলে?
প্রকৃত ন্যাটালিটি – পরিবেশগত সমস্ত বাধা সত্ত্বেও একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্রে জীবের প্রকৃত সংখ্যাবৃদ্ধিকে প্রকৃত ন্যাটালিটি বলে।
কমিউনিটিতে +, – সন্নিবেশের উদাহরণ দাও।
কমিউনিটিতে + এবং – সন্নিবেশ হল শিকার অথবা পরজীবীতা।
কোন্ কমিউনিটির আন্তঃক্রিয়ায় একটি পপুলেশনের সংখ্যা হ্রাস পায় এবং অন্য একটি পপুলেশন উপকৃত হয়?
শিকারজীবিতা নামক কমিউনিটি আন্তঃক্রিয়ায় একটি পপুলেশনের সংখ্যা হ্রাস পায় এবং অন্য একটি পপুলেশন উপকৃত হয়।
অণুবসতি বা Microhabitat কী?
যে অতিস্বল্প পরিসরে জীবের বাসস্থান সীমাবদ্ধ থাকে, তাকে অণুবসতি বা Microhabitat বলে।
ক্রায়োফাইট কাদের বলে?
যে সকল উদ্ভিদ অতিশীতল পরিবেশে বা বরফাবৃত স্থানে জন্মায় তাদের ক্রায়োফাইট বলে।
হ্যাবিট্যাট কী?
যে নির্দিষ্ট স্থান বা প্রাকৃতিক অঞ্চলে কোনো জীব বা জীবগোষ্ঠী বসবাস করে তাকে ওই জীব বা জীবগোষ্ঠীর হ্যাবিট্যাট বা বসতি বলে।
ডেমোগ্রাফি কী?
মানুষের জনসংখ্যা সংক্রান্ত অধ্যয়নকে ডেমোগ্রাফি বলে।
বায়োটিক পোটেনশিয়াল (Biotic Potential) কী?v
জনসংখ্যার সহজাত বৃদ্ধির হারকে বায়োটিক পোটেনশিয়াল বলে।
কোন্ উদ্ভিদকে Terror of Bengal বলা হয়?
কচুরিপানাকে Terror of Bengal বলা হয়।
ভাইটাল ইনডেক্স (Vital index) কাকে বলে?
জন্ম ও মৃত্যুহারকে শতকরা অনুপাত আকারে প্রকাশ করাকে ভাইটাল ইনডেক্স বলে।
গ্লোজার নীতি (Gloger’s Rule) কী?
বিজ্ঞানী গ্লোজার -এর মতে গ্রীষ্মপ্রধান পরিবেশের বহুপ্রাণী (যেমন- পতঙ্গ, পাখি এবং স্তন্যপায়ী প্রাণী) ঠান্ডা অঞ্চলের প্রাণীদের তুলনায় বেশি গাঢ় রঞ্জকযুক্ত হয়, একে গ্লোজার নীতি বলে। যেমন – Carausius নামক একপ্রকার পতঙ্গ 15°C তাপমাত্রায় কালো এবং 25°C তাপমাত্রায় বাদামি রং ধারণ করে।
অ্যালেনস নীতি (Allen’s Rule) কী?
বিজ্ঞানী অ্যালেন পর্যবেক্ষণ করেন যে, ঠান্ডা দেশের প্রাণীদের দেহপ্রান্তে থাকা উপাঙ্গগুলির (যেমন – লেজ, কান, পা প্রভৃতি) দৈর্ঘ্য গ্রীষ্মপ্রধান দেশের প্রাণীদের তুলনায় কম। যেমন ইঁদুরকে 31°C -33.5°C তাপমাত্রায় চাষ করলে তার লেজের দৈর্ঘ্য 15.5°C – 20°C তাপমাত্রায় চাষ করা ইঁদুরদের তুলনায় বেশি হয়।
বামদিকের সঙ্গে ডানদিক মিল করো।
| বামদিক | ডানদিক | উত্তর |
| 1. জীবের গঠন, কার্য ও প্রভাবকের মধ্যে আন্তঃক্রিয়া সম্বন্ধীয় অধ্যয়ন | i. ডেমোগ্রাফি | 1. → iii. |
| 2. প্রাণীর দেহের উষ্ণতা নির্দিষ্ট থাকে, পরিবেশের সঙ্গে পরিবর্তিত হয় না | ii. সিয়োফাইট | 2. → iv. |
| 3. ছায়াচ্ছন্ন পরিবেশে যে উদ্ভিদ জন্মায় | iii. বাস্তুবিদ্যা | 3. → ii. |
| 4. মানুষের জনসংখ্যা সম্বন্ধীয় অধ্যয়ন | iv. এন্ডোথার্মিক | 4. → i. |
| 5. শৈবাল ও ছত্রাকের সম্পর্ক | v. উৎপাদক | 5. → vi. |
| 6. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে | vi. মিউচুয়ালিজম | 6. → v. |
| vii. প্রিডেশন |
| বামদিক | ডানদিক | উত্তর |
| যে-সমস্ত খাদক উদ্ভিদকে খাদ্যরূপে গ্রহণ করে | i. বিয়োজক | 1. → iv. |
| 2. জটিল জৈবপদার্থ ও মৃতদেহের পচন ও শটন ঘটায় | ii. হাইবারনেশন | 2. → i. |
| 3. প্রাকৃতিক সম্পদ পুনঃস্থাপন করা যায় | iii. ব্যাকটেরিয়া | 3. → vi. |
| 4. কর্কর থেকে পুষ্টিশক্তি সংগ্রহ করে | iv. তৃণভোজী | 4. → iii. |
| 5. খাদ্য-খাদক সম্পর্কের ভিত্তিতে গঠিত শৃঙ্খল | v. খাদ্যজাল | 5. → vii. |
| 6. ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য শীতকালে মাটির নীচে প্রায় নিষ্ক্রিয়ভাবে দিন কাটানো | vi. মাটির উর্বরতা | 6. → ii. |
| vii. খাদ্যশৃঙ্খল |
বেমানান শব্দটি খুঁজে বার করো।
নীচের তালিকা থেকে বেমানান শব্দটি খুঁজে বার করো এবং কেন বেমানান তার কারণ উল্লেখ করো।
| শব্দতালিকা | পৃথক শব্দ | কারণ |
| বাজপাখি, বাঘ, হরিণ, সারস | হরিণ | এটি বাস্তুতন্ত্রের প্রাথমিক খাদক। বাজপাখি, সারস, বাঘ – সর্বোচ্চ শ্রেণির খাদক। |
| কলসপত্রী, আমগাছ, সূর্যশিশির, পাতাঝাঁঝি | আমগাছ | এটি স্বভোজী পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদ। কলসপত্রী, সূর্যশিশির, পাতাঝাঁঝি-এরা প্রত্যেকেই পতঙ্গভুক উদ্ভিদ, পরভোজী পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদ। |
আজকের এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের পঞ্চম অধ্যায় ‘পরিবেশ ও তার সম্পদ’ -এর অন্তর্গত ‘বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন’ অংশের অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষা এবং যারা ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আশা করি, আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তবে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন; আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। এছাড়া, লেখাটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধু বা সহপাঠীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।





মন্তব্য করুন