গোনাডোট্রপিক হরমোন (GTH) – উৎস, কাজ ও ভূমিকা

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মানবদেহে গোনাডোট্রপিক হরমোনগুলি কী কী? এই হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? এই হরমোনের প্রধান কাজ কী? মানবদেহের জননগ্রন্থি থেকে হরমোন ক্ষরণে গোনাডোট্রপিক হরমোন বা GTH -এর দুটি ভূমিকা উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

মানবদেহে গোনাডোট্রপিক হরমোনগুলি কী কী? এই হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? এই হরমোনের প্রধান কাজ কী? মানবদেহের জননগ্রন্থি থেকে হরমোন ক্ষরণে গোনাডোট্রপিক হরমোন বা GTH -এর দুটি ভূমিকা উল্লেখ করো।

মানবদেহে গোনাডোট্রপিক হরমোনগুলি কী কী? এই হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? এই হরমোনের প্রধান কাজ কী?

মানবদেহে গোনাডোট্রপিক হরমোনগুলি হল –

  • FSH বা ফলিকল স্টিমুলেটিং হরমোন,
  • ICSH বা ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন,
  • LH বা লিউটিনাইজিং হরমোন,
  • LTH বা লিউটিওট্রপিক হরমোন বা প্রোল্যাকটিন।

GTH অগ্র পিটুইটারির পার্স ডিস্টালিস অংশের গোনাডোট্রফ কোশ থেকে ক্ষরিত হয়।

মানবদেহে গোনাডোট্রপিক হরমোনের প্রধান কাজ – গোনাডোট্রপিক হরমোন গোনাড বা জননগ্রন্থির (শুক্রাশয়, ডিম্বাশয়) বৃদ্ধি, কার্যকারিতা ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে।

মানবদেহের জননগ্রন্থি থেকে হরমোন ক্ষরণে গোনাডোট্রপিক হরমোন বা GTH -এর দুটি ভূমিকা উল্লেখ করো।

অথবা, GTH -এর যে-কোনো দুটি কাজ লেখো।

মানবদেহের জননগ্রন্থি থেকে হরমোন ক্ষরণে গোনাডোট্রপিক হরমোন উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।

  • স্ত্রীলোকের ক্ষেত্রে লিউটিনাইজিং হরমোন বা LH, ডিম্বাশয়ের পীতগ্রন্থি থেকে প্রোজেস্টেরন হরমোন এবং পুরুষের ক্ষেত্রে ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন (ICSH) শুক্রাশয়ের লেডিগের আন্তরকোশ থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপনা জোগায়।
  • মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন বা FSH ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে উদ্দীপনা জোগায়।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

গোনাডোট্রপিক হরমোন (GTH) কী?

গোনাডোট্রপিক হরমোন হল এক ধরনের পিটুইটারি হরমোন যা মানুষের জনন গ্রন্থি (গোনাড), অর্থাৎ শুক্রাশয় ও ডিম্বাশয়ের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। প্রধান গোনাডোট্রপিনগুলি হলো FSH, LH, ICSH এবং প্রোল্যাকটিন (LTH)।

GTH বা গোনাডোট্রপিন কোথা থেকে ক্ষরিত হয়?

এই হরমোনগুলি মস্তিষ্কের নিচে অবস্থিত পিটুইটারি গ্রন্থির অগ্রপিণ্ডের (Anterior Pituitary) “পার্স ডিস্টালিস” অংশের বিশেষ কোষ (গোনাডোট্রফ কোষ) থেকে ক্ষরিত হয়।

গোনাডোট্রপিক হরমোনের প্রধান কাজ কী?

এই হরমোনগুলির মূল কাজ হল জনন গ্রন্থিগুলির (শুক্রাশয় ও ডিম্বাশয়) বৃদ্ধি, বিকাশ ও স্বাভাবিক কার্যকারিতা নিয়ন্ত্রণ করা। এগুলি শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদন এবং এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন ইত্যাদি যৌন হরমোনের ক্ষরণকে উদ্দীপিত করে।

প্রোল্যাকটিন (LTH) হরমোনের কাজ কী?

প্রোল্যাকটিন হল গোনাডোট্রপিন পরিবারেরই একটি হরমোন, যার প্রধান কাজ হল স্তন্যদানকারী মায়ের স্তনে দুগ্ধ উৎপাদন (ল্যাক্টেশন) শুরু করা ও বজায় রাখা। এটি প্রজননে সহায়ক অন্যান্য ভূমিকাও পালন করে।

গোনাডোট্রপিনের ক্ষরণ কীভাবে নিয়ন্ত্রিত হয়?

গোনাডোট্রপিনের ক্ষরণ হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত GnRH (গোনাডোট্রপিন-রিলিজিং হরমোন) দ্বারা নিয়ন্ত্রিত হয়। এছাড়া লক্ষ্য গ্রন্থি (ডিম্বাশয়/শুক্রাশয়) থেকে ক্ষরিত যৌন হরমোনগুলির (এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন) ফিডব্যাক (প্রতিপ্রবাহ) প্রক্রিয়ার মাধ্যমেও এর ক্ষরণ নিয়ন্ত্রিত হয়।

FSH ও LH হরমোনের কাজের মধ্যে পার্থক্য কী?

FSH (ফলিকল স্টিমুলেটিং হরমোন) –
1. মহিলাদের মধ্যে – ডিম্বাশয়ে গ্রাফিয়ান ফলিকলের বিকাশ ঘটায় এবং এস্ট্রোজেন হরমোনের ক্ষরণ উদ্দীপিত করে।
2. পুরুষদের মধ্যে – শুক্রাশয়ে শুক্রাণু উৎপাদন (স্পার্মাটোজেনেসিস) শুরু করতে সাহায্য করে।
LH (লিউটিনাইজিং হরমোন) / ICSH (ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন) –
1. মহিলাদের মধ্যে – ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিষ্কাষণ (অভ্যুলেশন) ঘটায় এবং অবশিষ্ট ফলিকলকে পীতগ্রন্থি (কর্পাস লুটিয়াম) রূপান্তরিত করে, যা প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত করে।
2. পুরুষদের মধ্যে (যেখানে একে ICSH বলা হয়) – শুক্রাশয়ের লেডিগ কোষকে উদ্দীপিত করে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করতে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মানবদেহে গোনাডোট্রপিক হরমোনগুলি কী কী? এই হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? এই হরমোনের প্রধান কাজ কী? মানবদেহের জননগ্রন্থি থেকে হরমোন ক্ষরণে গোনাডোট্রপিক হরমোন বা GTH -এর দুটি ভূমিকা উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

মানবচক্ষুর বিভিন্ন অংশগুলি একটি ছকের মাধ্যমে উল্লেখ করো।

মানবচক্ষুর বিভিন্ন অংশগুলি একটি ছকের মাধ্যমে উল্লেখ করো।

মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া ও প্রেসবায়োপিয়া কাকে বলে? অক্ষিগোলকের এই সকল ত্রুটি প্রতিকার করার পদ্ধতি উল্লেখ করো।

মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া ও প্রেসবায়োপিয়া কাকে বলে? এই ত্রুটি প্রতিকার করার পদ্ধতি

উপযোজন কাকে বলে? দূরবর্তী ও নিকটবর্তী বস্তু দেখার ক্ষেত্রে উপযোজনের গুরুত্ব আলোচনা করো।

উপযোজন কাকে বলে? দূরবর্তী ও নিকটবর্তী বস্তু দেখার ক্ষেত্রে উপযোজনের গুরুত্ব

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

মানবচক্ষুর বিভিন্ন অংশগুলি একটি ছকের মাধ্যমে উল্লেখ করো।

মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া ও প্রেসবায়োপিয়া কাকে বলে? এই ত্রুটি প্রতিকার করার পদ্ধতি

উপযোজন কাকে বলে? দূরবর্তী ও নিকটবর্তী বস্তু দেখার ক্ষেত্রে উপযোজনের গুরুত্ব

অক্ষিগোলকের আলোক প্রতিসারক মাধ্যমগুলি কী কী? তাদের কাজ বর্ণনা করো।

অক্ষিগোলকের আবরকগুলি সংক্ষেপে বর্ণনা করো।