কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রের সংজ্ঞা দাও। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি উল্লেখ করো।

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রের সংজ্ঞা দাও। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয় – স্নায়ুতন্ত্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রের সংজ্ঞা দাও। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি উল্লেখ করো।

কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রের সংজ্ঞা দাও।

কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র – দেহের প্রধান কার্যকরী স্নায়ুতন্ত্র যা মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড নিয়ে গঠিত এবং যা দেহের যাবতীয় কার্যাবলি নিয়ন্ত্রণ করে, তাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলে।

প্রান্তীয় স্নায়ুতন্ত্রে – দেহের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা করোটি স্নায়ু সুষুম্নাস্নায়ু, আন্তরযন্ত্রীয় স্নায়ু এবং স্নায়ুগ্রন্থি নিয়ে গড়ে ওঠা স্নায়ুতন্ত্রের যে অংশ প্রাণীদেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ থেকে সেনসরি স্নায়ু উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বহন করে নিয়ে আসে এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে মোটর স্নায়ু উদ্দীপনাকে বিভিন্ন সাড়াপ্রদানকারী অঙ্গপ্রত্যঙ্গে বহন করে নিয়ে যায়, তাকে প্রান্তীর স্নায়ুতন্ত্র বলে।

কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি উল্লেখ করো।

কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ – কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড নিয়ে গঠিত।

প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশ – প্রান্তীয় স্নায়ুতন্ত্রে 43 জোড়া করোটি-সুষুম্নাস্নায়ু থকে। এর মধ্যে 12 জোড়া করোটি স্নায়ু এবং 31 জোড়া সুষুম্নাস্নায়ু।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কী?

কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানবদেহের প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্র। এটি মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড (স্পাইনাল কর্ড) নিয়ে গঠিত। এটি সমগ্র দেহের কর্মকাণ্ড, চিন্তা, স্মৃতি, সংবেদন ও প্রতিক্রিয়া সমন্বয় ও নিয়ন্ত্রণ করে।

প্রান্তীয় স্নায়ুতন্ত্র কী?

প্রান্তীয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের সাথে সংযুক্ত করে। এটি প্রধানত স্নায়ু (নার্ভ) ও স্নায়ুগ্রন্থি নিয়ে গঠিত। এর কাজ হলো সংবেদী তথ্য কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বহন করে আনা এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নির্দেশ মোটর তথ্য হিসেবে দেহের বিভিন্ন অংশে বয়ে নিয়ে যাওয়া।

কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটি প্রধান অংশ কী কী?

কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটি প্রধান অংশ –
1. মস্তিষ্ক (Brain) – খুলির ভেতরে অবস্থিত, চিন্তা, আবেগ, স্মৃতি, ইন্দ্রিয় অনুভূতি ও স্বয়ংক্রিয় কার্য (যেমন শ্বাসপ্রশ্বাস) নিয়ন্ত্রণ করে।
2. সুষুম্নাকাণ্ড (Spinal Cord) – মেরুদণ্ডের ভেতর দিয়ে বিস্তৃত একটি লম্বা, নলাকার কাঠামো। এটি মস্তিষ্ক ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে সংযোগ স্থাপন করে এবং রিফ্লেক্স ক্রিয়াসহ অনেক মৌলিক কার্য নিয়ন্ত্রণ করে।

প্রান্তীয় স্নায়ুতন্ত্রের প্রধান উপাদানগুলো কী কী?

প্রান্তীয় স্নায়ুতন্ত্র প্রধানত স্নায়ু (Nerves) দিয়ে গঠিত, যা দুটি শ্রেণিতে বিভক্ত –
1. ক্র্যানিয়াল নার্ভস (করোটি স্নায়ু) – 12 জোড়া। এগুলো সরাসরি মস্তিষ্ক থেকে বের হয়ে মাথা, ঘাড়, মুখ এবং কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ (যেমন হৃদপিণ্ড, ফুসফুস) এর সাথে সংযোগ স্থাপন করে।
2. স্পাইনাল নার্ভস (সুষুম্না স্নায়ু) – 31 জোড়া। এগুলো সুষুম্নাকাণ্ড থেকে বের হয়ে দেহের বাকি সমস্ত অংশ (হাত, পা, ত্বক, পেশী ইত্যাদি) এর সাথে সংযোগ স্থাপন করে।

স্নায়ুতন্ত্রের রক্ষণাবেক্ষণ ও সুস্থতার জন্য কী করা উচিত?

1. পুষ্টিকর খাদ্য (বিশেষত ভিটামিন বি কমপ্লেক্স, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড),
2. পর্যাপ্ত ঘুম,
3. নিয়মিত শারীরিক ব্যায়াম,
4. মানসিক চাপ নিয়ন্ত্রণ,
5. মাথা ও মেরুদণ্ডের আঘাত থেকে সুরক্ষা,
6. মাদক ও অ্যালকোহল এড়িয়ে চলা।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রের সংজ্ঞা দাও। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

থ্যালামাসের সংজ্ঞা দাও। এর কাজ কী? হাইপোথ্যালামাসের সংজ্ঞা দাও। এর কাজ কী?

থ্যালামাস ও হাইপোথ্যালামাস – সংজ্ঞা ও কাজ

নিউরোন এবং স্নায়ু কাকে বলে? নিউরোন ও স্নায়ুর মধ্যে সম্পর্ক কী?

নিউরোন এবং স্নায়ু কাকে বলে? নিউরোন ও স্নায়ুর মধ্যে সম্পর্ক কী?

অন্তর্বাহী স্নায়ু এবং বহির্বাহী স্নায়ু কাকে বলে? অন্তর্বাহী স্নায়ু এবং বহির্বাহী স্নায়ুর দুটি করে বৈশিষ্ট্য লেখো।

অন্তর্বাহী স্নায়ু এবং বহির্বাহী স্নায়ু কাকে বলে? অন্তর্বাহী স্নায়ু এবং বহির্বাহী স্নায়ুর বৈশিষ্ট্য

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নবম শ্রেণী গণিত – স্থানাঙ্ক জ্যামিতি : সরলরেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত – কষে দেখি 19

নবম শ্রেণী গণিত – বৃত্তের ক্ষেত্রফল – কষে দেখি 18

নবম শ্রেণী গণিত – সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য – কষে দেখি 17

নবম শ্রেণী গণিত – বৃত্তের পরিধি – কষে দেখি 16

নবম শ্রেণী – গণিত – ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল – কষে দেখি 15.3