এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

মধ্যগতিতে নদীদ্বীপ বা চর সৃষ্টি হয় কেন?

আজকে আমরা আমাদের আর্টিকেলে দেখবো যে মধ্যগতিতে নদীদ্বীপ বা চর সৃষ্টি হয় কেন? এই প্রশ্ন দশম শ্রেণীর পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, মধ্যগতিতে নদীদ্বীপ বা চর সৃষ্টি হয় কেন? প্রশ্নটি আপনি পরীক্ষার জন্য তৈরী করে গেলে আপনি লিখে আস্তে পারবেন।

মধ্যগতিতে নদীদ্বীপ বা চর সৃষ্টি হয় কেন?

নদীদ্বীপ হলো নদীর তলদেশে জমা হওয়া বালি, বোকা, ও শিলা দ্বারা গঠিত একটি দ্বীপ। নদীর স্রোতের ধারায় বহন করে আনা পলি জমা হয়ে এই দ্বীপ তৈরি হয়। নদীদ্বীপ বিভিন্ন আকারের হতে পারে, ছোট বালিয়াড়ি থেকে শুরু করে বড় ভূখণ্ড পর্যন্ত।

  1. মধ্যগতিতে নদীর ঢাল কমে যায় ও নদী চওড়া হয় এলে নদীর বহনক্ষমতা কম হয়। সেজন্য নদীবাহিত পদার্থগুলি নদীগর্ভে ক্রমাগত সঞ্চয় হতে থাকে।
  2. নদীর তলদেশে পলিসঞ্চয়ের জন্যই একদিকে চর জেগে ওঠে। সেই চরে যত পলির সঞ্চয় বাড়বে ততই দ্বীপের আয়তন বাড়তে থাকবে।

আরও পড়ুন – ধনুকাকৃতি, তীক্ষ্ণাগ্র এবং পাখির পায়ের মতো বদ্বীপ কাকে বলে?

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

নদীতে প্রপাতকূপ গড়ে ওঠে কোন প্রবাহে?

নদীতে প্রপাতকূপ গড়ে ওঠে দ্রুত প্রবাহিত জলধারায়।
কারণ: 1. দ্রুত প্রবাহিত জল নদীর তলদেশের শিলা ও পলি ক্ষয় করে। 2. দীর্ঘ সময় ধরে এই ক্ষয় প্রক্রিয়া চলতে থাকলে, নদীর তলদেশে একটি গর্ত তৈরি হয়। 3. এই গর্তটি ক্রমশ গভীর ও প্রশস্ত হয়ে প্রপাতকূপে পরিণত হয়।

নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পায়?

নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পায়।

কোন গতিতে নদীর ক্ষয় সর্বাধিক হয়?

উচ্চগতিতে নদীর ক্ষয় সর্বাধিক হয়।

যে স্থানে নদী পরস্পর মিলিত হয় তাকে কি বলে?

যে স্থানে নদী পরস্পর মিলিত হয় তাকে নদীসঙ্গম বলে।

এই আর্টিকেলে, আমরা মধ্যগতিতে নদীদ্বীপ বা চর সৃষ্টির কারণগুলি আলোচনা করেছি। আমরা দেখেছি যে নদীর জলপ্রবাহ, পলির পরিমাণ, নদীর তীরের ভূমির ধরণ, এবং নদীর বাঁক – এই সবকিছুরই নদীদ্বীপ বা চর সৃষ্টিতে ভূমিকা রয়েছে।

Share via:

মন্তব্য করুন