মধ্যগতিতে নদীদ্বীপ বা চর সৃষ্টি হয় কেন?

Rahul

আজকে আমরা আমাদের আর্টিকেলে দেখবো যে মধ্যগতিতে নদীদ্বীপ বা চর সৃষ্টি হয় কেন? এই প্রশ্ন দশম শ্রেণীর পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, মধ্যগতিতে নদীদ্বীপ বা চর সৃষ্টি হয় কেন? প্রশ্নটি আপনি পরীক্ষার জন্য তৈরী করে গেলে আপনি লিখে আস্তে পারবেন।

মধ্যগতিতে নদীদ্বীপ বা চর সৃষ্টি হয় কেন?

নদীদ্বীপ হলো নদীর তলদেশে জমা হওয়া বালি, বোকা, ও শিলা দ্বারা গঠিত একটি দ্বীপ। নদীর স্রোতের ধারায় বহন করে আনা পলি জমা হয়ে এই দ্বীপ তৈরি হয়। নদীদ্বীপ বিভিন্ন আকারের হতে পারে, ছোট বালিয়াড়ি থেকে শুরু করে বড় ভূখণ্ড পর্যন্ত।

  1. মধ্যগতিতে নদীর ঢাল কমে যায় ও নদী চওড়া হয় এলে নদীর বহনক্ষমতা কম হয়। সেজন্য নদীবাহিত পদার্থগুলি নদীগর্ভে ক্রমাগত সঞ্চয় হতে থাকে।
  2. নদীর তলদেশে পলিসঞ্চয়ের জন্যই একদিকে চর জেগে ওঠে। সেই চরে যত পলির সঞ্চয় বাড়বে ততই দ্বীপের আয়তন বাড়তে থাকবে।

আরও পড়ুন – ধনুকাকৃতি, তীক্ষ্ণাগ্র এবং পাখির পায়ের মতো বদ্বীপ কাকে বলে?

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

নদীতে প্রপাতকূপ গড়ে ওঠে কোন প্রবাহে?

নদীতে প্রপাতকূপ গড়ে ওঠে দ্রুত প্রবাহিত জলধারায়।
কারণ: 1. দ্রুত প্রবাহিত জল নদীর তলদেশের শিলা ও পলি ক্ষয় করে। 2. দীর্ঘ সময় ধরে এই ক্ষয় প্রক্রিয়া চলতে থাকলে, নদীর তলদেশে একটি গর্ত তৈরি হয়। 3. এই গর্তটি ক্রমশ গভীর ও প্রশস্ত হয়ে প্রপাতকূপে পরিণত হয়।

নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পায়?

নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পায়।

কোন গতিতে নদীর ক্ষয় সর্বাধিক হয়?

উচ্চগতিতে নদীর ক্ষয় সর্বাধিক হয়।

যে স্থানে নদী পরস্পর মিলিত হয় তাকে কি বলে?

যে স্থানে নদী পরস্পর মিলিত হয় তাকে নদীসঙ্গম বলে।

এই আর্টিকেলে, আমরা মধ্যগতিতে নদীদ্বীপ বা চর সৃষ্টির কারণগুলি আলোচনা করেছি। আমরা দেখেছি যে নদীর জলপ্রবাহ, পলির পরিমাণ, নদীর তীরের ভূমির ধরণ, এবং নদীর বাঁক – এই সবকিছুরই নদীদ্বীপ বা চর সৃষ্টিতে ভূমিকা রয়েছে।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণস্থল উল্লেখ করে এর প্রধান কাজগুলি সংক্ষেপে বর্ণনা করো।

ইনসুলিন হরমোনের প্রধান কাজগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও।

হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ কাকে বলে? উদাহরণসহ হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি

প্রাণীদেহের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণে হরমোনের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে লেখো।

প্রাণী হরমোনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো।