Madhyamik Bengali MCQ Suggestion 2026

Rahul

এই আর্টিকেলে আমরা WBBSE বোর্ডের 2026 সালের মাধ্যমিক বাংলা বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করবো। এখানে দেওয়া MCQ প্রশ্নগুলো আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Madhyamik Bengali MCQ Suggestion 2026

Madhyamik Bengali MCQ Suggestion 2026

গল্প

জ্ঞানচক্ষু

1. পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম –

  1. ইস্কুলের গল্প
  2. একদিন
  3. প্রথম দিন
  4. রাজার কথা

উত্তর – 3. প্রথম দিন

2. ছোটোমাসি তপনের থেকে কত বছরের বড়ো –

  1. বছর পাঁচেকের
  2. বছর আষ্টেকের
  3. বছর দশেকের
  4. বছর বারোর

উত্তর – 2. বছর আষ্টেকের

3. তপনের মেসোমশাই কোন্ পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন? –

  1. ধ্রুবতারা
  2. শুকতারা
  3. সন্ধ্যাতারা
  4. রংমশাল

উত্তর – 3. সন্ধ্যাতারা

4. তপনের মেসোমশাই কোন্ পত্রিকার সম্পাদককে চিনতেন –

  1. শুকতারা
  2. আনন্দমেলা
  3. সন্ধ্যাতারা
  4. দেশ

উত্তর – 3. সন্ধ্যাতারা

5. ‘সারা বাড়িতে শোরগোল পড়ে যায়’ – কেন? –

  1. তপন পরীক্ষায় প্রথম হয়েছে
  2. তপনের নতুন মেসো তাদের বাড়ীতে এসেছে
  3. তপন বাড়ি থেকে পালিয়েছে
  4. তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে

উত্তর – 4. তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে

6. ‘তপন আর পড়তে পারে না।’ – কারণ –

  1. তার ঘুম পাচ্ছিল
  2. তার কষ্ট হচ্ছিল
  3. তার রাগ হচ্ছিল
  4. তার বিরক্ত লাগছিল

উত্তর – 2. তার কষ্ট হচ্ছিল

7. গল্প পড়ার পর তপন সংকল্প করে –

  1. আর কোনোদিন গল্প লিখবে না
  2. আরও বেশি করে গল্প লিখবে
  3. ভবিষ্যতে নিজের লেখা নিজে গিয়ে ছাপতে দেবে
  4. নিজের পয়সা দিয়ে নিজের গল্প ছাপবে

উত্তর – 3. ভবিষ্যতে নিজের লেখা নিজে গিয়ে ছাপতে দেবে

8. ‘ছাপা হয় হোক, না হয় না হোক।’ – এর মধ্যে তপনের যে-মানসিকতা প্রকাশ পায়, তা হল –

  1. মরিয়া
  2. বিরক্তি
  3. দুঃখ
  4. অভিমান

উত্তর – 4. অভিমান

9. সূচিপত্রে তপনের পুরো নাম ছিল –

  1. শ্রীতপন কুমার বন্দ্যোপাধ্যায়
  2. শ্রীতপন কুমার চক্রবর্তী
  3. শ্রীতপন কুমার রায়
  4. শ্রীতপন কুমার সেন

উত্তর – 3. শ্রীতপন কুমার রায়

10. তপন মূলত মামাবাড়ি এসেছে –

  1. বিয়ে উপলক্ষ্যে
  2. পুজোর ছুটি উপলক্ষ্যে
  3. গরমের ছুটি উপলক্ষ্যে
  4. নতুন গল্প লিখতে

উত্তর – 1. বিয়ে উপলক্ষ্যে

11. ‘জ্ঞানচক্ষু’ গল্পটি আশাপূর্ণা দেবী রচিত কোন গল্পগ্রন্থের অন্তর্গত? –

  1. রঙিন মলাট
  2. হাফ হলিডে
  3. কুমকুম
  4. গল্পসমগ্র

উত্তর – 3. কুমকুম

12. তপনের ছোটোমাসি যখন ছোটোমেসোর দিকে ধাবিত হয়, মেসো তখন –

  1. লিখছিলেন
  2. দিবানিদ্রা দিচ্ছিলেন
  3. টিভি দেখছিলেন
  4. খবরের কাগজ পড়ছিলেন

উত্তর – 2. দিবানিদ্রা দিচ্ছিলেন

13. ‘মেসোর উপযুক্ত কাজ হবে সেটা।’ – উপযুক্ত কাজটি হল –

  1. শাসন করা
  2. লিখে দেওয়া
  3. গল্প ছাপিয়ে দেওয়া
  4. গল্প লেখা শেখানো

উত্তর – 3. গল্প ছাপিয়ে দেওয়া

14. ‘তপনের হাত আছে।’ – কথাটির অর্থ হল –

  1. হস্তক্ষেপ
  2. জবরদস্তি
  3. মারপিট
  4. ভাষার দখল

উত্তর – 4. ভাষার দখল

15. তপনের লেখা গল্পটি যে-বিষয় নিয়ে, সেটি হল –

  1. খুন-জখম নিয়ে
  2. অ্যাকসিডেন্ট নিয়ে
  3. না-খেতে পেয়ে মরে যাওয়া মানুষ নিয়ে
  4. ভরতি হওয়ার অভিজ্ঞতা ও অনুভূতির বিষয় নিয়ে

উত্তর – 4. ভরতি হওয়ার অভিজ্ঞতা ও অনুভূতির বিষয় নিয়ে

16. ‘শুধু এইটাই জানা ছিল না।’ – অজানা বিষয়টি হল –

  1. মেসো একজন লেখক
  2. মানুষই গল্প লেখে
  3. সে গল্প লিখতে পারে
  4. তার গল্প ছাপা হবে

উত্তর – 2. মানুষই গল্প লেখে

17. তপন আস্তে আস্তে তিনতলার সিঁড়িতে উঠে গেল –

  1. ব্যাটবল নিয়ে
  2. রং-তুলি নিয়ে
  3. গুলতি নিয়ে
  4. খাতা-কলম নিয়ে

উত্তর – 4. খাতা-কলম নিয়ে

18. তপনের চিরকালের বন্ধু –

  1. মা
  2. বাবা
  3. ছোটোমাসি
  4. মেজোকাকু

উত্তর – 3. ছোটোমাসি

19. ‘এমন সময় ঘটল সেই ঘটনা।’ – ঘটনাটি হল –

  1. ছোটোমাসির বিয়ে
  2. তপনের গল্প লেখা
  3. মেসোকে গল্প পড়ানো
  4. তপনের গল্প ছাপা হওয়া

উত্তর – 4. তপনের গল্প ছাপা হওয়া

20. ‘সূচিপত্রেও নাম রয়েছে’ – নামটি হল –

  1. প্রথম দিনের গল্প
  2. তপনের গল্প
  3. জ্ঞানচক্ষু
  4. প্রথম দিন

উত্তর – 4. প্রথম দিন

21. ‘রত্নের মূল্য জহুরির কাছেই।’ – এখানে ‘রত্ন’ ও ‘জহুরি’ হল –

  1. তপন ও ছোটোমাসি
  2. তপন ও ছোটোমেসো
  3. তপন ও ‘সন্ধ্যাতারা’র সম্পাদক
  4. তপন ও মেজোকাকু

উত্তর – 2. তপন ও ছোটোমেসো

22. তপন তার প্রথম গল্পটি লিখেছিল –

  1. সকালবেলা
  2. সন্ধ্যাবেলা
  3. বিকেলবেলা
  4. দুপুরবেলা

উত্তর – 4. দুপুরবেলা

23. ‘এদেশের কিছু হবে না’ – কথাটি বলেন –

  1. ছোটোমেসো
  2. তপন
  3. ছোটোমাসি
  4. ছোটোমামা

উত্তর – 1. ছোটোমেসো

24. ‘কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল।’ – কথাটা হল –

  1. তপনের মামা একজন লেখক
  2. তপনের লেখা ছাপা হয়েছে
  3. তপনের মেসো একজন লেখক
  4. সবাই তপনের গল্প শুনে হেসেছে

উত্তর – 1. তপনের মেসো একজন লেখক

25. তোমার গল্প তো দিব্যি হয়েছে’ – বক্তা হলেন –

  1. পত্রিকার সম্পাদক
  2. তপনের শিক্ষক
  3. ছোটোমেসো
  4. ছোটোমাসি

উত্তর – 3. ছোটোমেসো

26. নতুন মেসোকে দেখে তপনের –

  1. জ্ঞানচক্ষু খুলে গেল
  2. দমবন্ধ হয়ে এল
  3. আনন্দ হল
  4. গলা বুজে এল

উত্তর – 1. জ্ঞানচক্ষু খুলে গেল

27. ‘আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন’ – তপনের যে সুযোগের কথা বলা হয়েছে –

  1. লেখক হওয়ার সুযোগ
  2. মামাবাড়িতে ছুটি কাটানোর সুযোগ
  3. লেখককে দেখবার সুযোগ
  4. মেসোর সঙ্গে কথা বলার সুযোগ

উত্তর – 3. লেখককে দেখবার সুযোগ

বহুরূপী

1. নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশায়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন? –

  1. চার আনা
  2. এক টাকা
  3. আট আনা
  4. দু’টাকা

উত্তর – 3. আট আনা

2. “আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি।” – হরিদার কোন্ রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল? –

  1. কাপালিক রূপ দেখে
  2. বাইজির রূপ দেখে
  3. পুলিশের সাজ দেখে
  4. বিরাগী রূপ দেখে

উত্তর – 4. বিরাগী রূপ দেখে

3. জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন –

  1. এক হাজার টাকা
  2. পাঁচশো টাকা
  3. একশো এক টাকা
  4. একশো টাকা

উত্তর – 3. একশো এক টাকা

4. পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন –

  1. জগদীশবাবুর বাড়ি
  2. চকের বাসস্ট্যান্ডে
  3. দয়া করে বাবুর লিচুবাগানে
  4. চায়ের দোকানে

উত্তর – 3. দয়া করে বাবুর লিচুবাগানে

5. সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান –

  1. একদিন
  2. দু-দিন
  3. চারদিন
  4. পাঁচদিন

উত্তর – 1. একদিন

6. বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল –

  1. আট টাকা দশ আনা
  2. আট টাকা আট আনা
  3. দশ টাকা চার আনা
  4. দশ টাকা দশ আনা

উত্তর – 1. আট টাকা দশ আনা

7. ‘খুব হয়েছে হরি এইবার সরে পড়ো।’ – কথাটি বলেছে –

  1. পুলিশ
  2. দোকানদার
  3. অনাদি
  4. বাস ড্রাইভার

উত্তর – 4. বাস ড্রাইভার

8. বিরাগীর মতে ‘পরম সুখ’ হল –

  1. ঈশ্বর সাধনা করা
  2. সংসার ত্যাগ না করা
  3. সব সুখের বন্ধন থেকে মুক্ত হতে পারা
  4. পরমাত্মার দর্শন লাভ

উত্তর – 4. সব সুখের বন্ধন থেকে মুক্ত হতে পারা

9. পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন –

  1. জগদীশবাবুর বাড়িতে
  2. চকের বাসস্ট্যান্ডে
  3. চায়ের দোকানে
  4. দয়া করে বাবুর লিচুবাগানে

উত্তর – 4. দয়া করে বাবুর লিচুবাগানে

10. ‘বড়ো মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব?’ – কার উক্তি? –

  1. ভবতোষের
  2. হরিদার
  3. অনাদির
  4. কাশীনাথের

উত্তর – 4. হরিদার

11. হরিদা ছিলেন পেশায় একজন –

  1. চায়ের দোকানদার
  2. বহুরূপী
  3. বাইজি
  4. পুলিশ

উত্তর – 2. বহুরূপী

12. কীসের চাঁদা নেওয়ার জন্য জগদীশবাবুর বাড়ি যাওয়া হয়েছিল –

  1. দুর্গাপুজোর
  2. কালীপুজোর
  3. সরস্বতীপুজোর
  4. স্পোর্টসের

উত্তর – 4. স্পোর্টসের

13. বিরাগীরূপী হরিদার গায়ে ছিল কেবলমাত্র একটি –

  1. জামা
  2. শাল
  3. পাঞ্জাবি
  4. উত্তরীয়

উত্তর – 4. উত্তরীয়

14. ‘আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে’ –

  1. এক কণা বালি
  2. এক অধম
  3. এক কণা ধূলি
  4. এক মানুষ

উত্তর – 1. এক কণা ধূলি

15. হরিদার মতে জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ –

  1. দশ লক্ষ
  2. এগারো লক্ষ
  3. বারো লক্ষ
  4. পনেরো লক্ষ

উত্তর – 2. এগারো লক্ষ

16. ‘সেটা পূর্বজন্মের কথা’ – পূর্বজন্মের কথাটি হল –

  1. বিরাগী সংসার বিমুখ
  2. বিরাগী নির্মোহ হন
  3. বিরাগী রাগের অধীন
  4. বিরাগী কাউকে পদধূলি দেন না

উত্তর – 3. বিরাগী রাগের অধীন

17. বিরাগীর মতে ‘ধন জন যৌবন’ হল –

  1. মিথ্যা
  2. এক-একটি প্রবচন
  3. এক-একটি বঞ্চনা
  4. অনর্থের মূল

উত্তর – 3. এক-একটি বঞ্চনা

18. বিরাগীর চোখ থেকে ঝরে পড়েছিল –

  1. ক্ষমা
  2. অশ্রু
  3. ক্রোধ
  4. জ্যোৎস্না

উত্তর – 4. জ্যোৎস্না

19. ভবতোষ চেঁচিয়ে উঠেছিল –

  1. হরিদার বাঘ সাজা দেখে
  2. জগদীশবাবুর টাকার পরিমাণ শুনে
  3. বকশিসের কথা শুনে
  4. হরিদার টাকা ত্যাগ করার কথায়

উত্তর – 3. বকশিসের কথা শুনে

20. জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স –

  1. একশো বছর
  2. হাজার বছর
  3. হাজার বছরের বেশি
  4. হাজার বছরের কম

উত্তর – 3. হাজার বছরের বেশি

21. দুপুরবেলায় আতঙ্কের হল্লা বেজে উঠেছিল –

  1. শহরের সবচেয়ে সরু গলিটিতে
  2. জগদীশবাবুর বাড়ির বাগানে
  3. দয়ালবাবুর লিচুবাগানে
  4. চকের বাসস্ট্যান্ডে

উত্তর – 4. চকের বাসস্ট্যান্ডে

22. একটু তারিফই করলেন’ – কে তারিফ করলেন? –

  1. জগদীশবাবু
  2. দোকানদার
  3. সন্ন্যাসী
  4. মাস্টারমশাই

উত্তর – 4. মাস্টারমশাই

23. হিমালয় থেকে জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসীটির সারা বছরের খাবার –

  1. ফলমূল
  2. একটি হরিদ্রা
  3. একটি হরীতকী
  4. শুধু জল

উত্তর – 3. একটি হরীতকী

24. জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী ছিলেন –

  1. সাতদিন
  2. নয়দিন
  3. দশদিন
  4. তিনদিন

উত্তর – 1. সাতদিন

25. বিরাগীর ঝোলার ভিতর যে বইটি ছিল সেটি হল –

  1. গীতা
  2. ঋগ্বেদ
  3. উপনিষদ
  4. চৈতন্যচরিতামৃত

উত্তর – 1. গীতা

পথের দাবী

1. “লল্লাটের লেখা তো খণ্ডাবে না।” – বক্তা কে? –

  1. জগদীশ বাবু
  2. রাম দাস
  3. গিরীশ মহাপাত্র
  4. অপূর্ব

উত্তর – 3. গিরীশ মহাপাত্র

2. পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করত? –

  1. বর্মা জাহাজঘাটে
  2. বর্মা অয়েল কোম্পানিতে
  3. বর্মা কয়লাখনিতে
  4. বর্মা চটকলে

উত্তর – 2. বর্মা অয়েল কোম্পানিতে

3. গিরীশ মহাপাত্রের বয়স –

  1. চল্লিশ-বিয়াল্লিশ
  2. ত্রিশ-বত্রিশের অধিক নয়
  3. পঞ্চাশ-পঞ্চান্ন
  4. পঞ্চাশের কাছাকাছি

উত্তর – 2. ত্রিশ-বত্রিশের অধিক নয়

4. অপূর্বর পিতার বন্ধু হলেন –

  1. জগদীশবাবু
  2. রামদাস
  3. নিমাইবাবু
  4. গিরীশ মহাপাত্র

উত্তর – 3. নিমাইবাবু

5. “দয়ার সাগর! পরকে সেজে দি, নিজে খাইনে” – কথাটি কে বলেছিলেন? –

  1. জগদীশবাবু
  2. নিমাইবাবু
  3. অপূর্ব
  4. গিরীশ মহাপাত্র

উত্তর – 1. জগদীশবাবু

6. গিরীশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল? –

  1. পুলিশ-স্টেশনে
  2. জাহাজ ঘাটায়
  3. রেলস্টেশনে
  4. বিমান বন্দরে

উত্তর – 3. রেলস্টেশনে

7. “আমার অবর্তমানে সমস্ত ভারই তো তোমার।” – বক্তা হলেন –

  1. অপূর্বর অফিসের বড়োবাবু
  2. নিমাইবাবু
  3. জগদীশবাবু
  4. রামদাস

উত্তর – 1. অপূর্বর অফিসের বড়োবাবু

8. অপূর্বর মন টিকছিল না –

  1. বাংলাদেশে
  2. রেঙ্গুনে
  3. জাপানে
  4. চিনে

উত্তর – 2. রেঙ্গুনে

9. ভামো নগরের উদ্দেশ্যে যাত্রা করার সময়, অপূর্ব কাকে দেখল? –

  1. রামদাসের স্ত্রীকে
  2. তলওয়ারকরকে
  3. গিরীশ মহাপাত্রকে
  4. অপূর্বর স্কুলজীবনের এক বন্ধুকে

উত্তর – 3. গিরীশ মহাপাত্রকে

10. “আমি বাবু ধর্মভীরু মানুষ।” – ধর্মভীরু মানুষটি হলেন –

  1. তেওয়ারি
  2. গিরীশ মহাপাত্র
  3. অপূর্ব
  4. জগদীশবাবু

উত্তর – 2. গিরীশ মহাপাত্র

11. ট্রেনে অপূর্বর শয্যা প্রস্তুত করে দিয়েছিল –

  1. ব্রাহ্মণ আরদালি
  2. টিকিট পরীক্ষক
  3. রামদাস
  4. বর্মা সাব-ইনস্পেকটর

উত্তর – 1. ব্রাহ্মণ আরদালি

12. অপূর্বকে ট্রেনের কামরায় পুলিশের লোকঘুম ভাভিয়েছিল –

  1. পাঁচবার
  2. চারবার
  3. তিনবার
  4. দু-বার

উত্তর – 3. তিনবার

13. তেলের খনির কারখানার মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে গিয়েছিল –

  1. রেঙ্গুন
  2. দিল্লী
  3. কলকাতা
  4. কোনোটাই নয়

উত্তর – 1. রেঙ্গুন

14. গিরীশ মহাপাত্রের বুকপকেটের রুমালে কোন্ প্রাণীর অবয়ব ছিল? –

  1. হরিণ
  2. শেয়াল
  3. বাঘ
  4. হায়না

উত্তর – 3. বাঘ

15. “যদি কারও কাজে লাগে তাই তুলে রেখেচি।” – বক্তা তুলে রেখেছিল –

  1. রুমাল
  2. টিনের বাক্স
  3. মোজা
  4. গাঁজার কলকে

উত্তর – 4. গাঁজার কলকে

16. “বুড়ো মানুষের কথাটা শুনো” – বুড়ো মানুষটি হলেন –

  1. জগদীশ বাবু
  2. অপূর্ব
  3. গিরীশ মহাপাত্র
  4. নিমাইবাবু

উত্তর – 4. নিমাইবাবু

17. “তুমি এখন যেতে পারো মহাপাত্র।” – কথাটি বলেছেন –

  1. জগদীশবাবু
  2. অপূর্ব
  3. তলওয়ারকর
  4. নিমাইবাবু

উত্তর – 4. নিমাইবাবু

18. যার গন্ধে থানাসুদ্ধ লোকের মাথা ধরে গেল –

  1. উগ্র পারফিউমের গন্ধে
  2. আঁশটে গন্ধে
  3. নারকেল তেলের গন্ধে
  4. লেবুর তেলের গন্ধে

উত্তর – 4. লেবুর তেলের গন্ধে

19. “কিন্তু এই জানোয়াটিকে ওয়াচ করবার দরকার নেই বড়োবাবু।” – এ কথা বলেছেন –

  1. অপূর্ব
  2. জগদীশবাবু
  3. নিমাইবাবু
  4. রামদাস

উত্তর – 2. জগদীশবাবু

20. টিফিনের সময় উভয়ে একত্র বসিয়া জলযোগ করিত।” – ‘উভয়ে’ বলতে বোঝানো হয়েছে –

  1. অপূর্ব ও রামদাসকে
  2. অপূর্ব ও আরদালিকে
  3. অপূর্বও তেওয়ারিকে
  4. অপূর্ব ও নিমাইবাবুকে

উত্তর – 1. অপূর্ব ও রামদাসকে

21. রামদাসের স্ত্রীর সঙ্গে অপূর্বর সম্পর্ক ছিল –

  1. মাসি বোনপোর
  2. কাকিমা ভাসুরপোর
  3. মামিমা ভাগ্নের
  4. ভাই-বোনের

উত্তর – 4. ভাই-বোনের

22. পলিটিকাল সাসপেক্টের নাম ছিল –

  1. অপূর্ব রায়
  2. সব্যসাচী চক্রবর্তী
  3. সব্যসাচী মল্লিক
  4. নিমাইবাবু

উত্তর – 3. সব্যসাচী মল্লিক

23. গিরীশ মহাপাত্রের পায়ে যে ফুল মোজা ছিল, তার রং –

  1. নীল
  2. সবুজ
  3. লাল
  4. রামধনুর মতো

উত্তর – 2. সবুজ

24. ‘কেবল আশ্চর্য’ – আশ্চর্যের বিষয়টি ছিল –

  1. শরীরের গঠন
  2. মাথার পাগড়ী
  3. বাহারের দীনতা
  4. দুটি চোখের দৃষ্টি

উত্তর – 4. দুটি চোখের দৃষ্টি

25. “আপনাকেই হয়ত আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে।” –

  1. নিমাইবাবুকে
  2. অপূর্বকে
  3. সব্যসাচীকে
  4. রামদাসকে

উত্তর – 2. অপূর্বকে

26. “বুনো হাঁস ধরাই এদের কাজ।” – বুনোহাঁস বলা হয়েছে –

  1. ভারতীয়দের
  2. ভারতের স্বাধীনতা সংগ্রামীদের
  3. কালো মানুষদের
  4. চোর-ডাকাতদের

উত্তর – 2. ভারতের স্বাধীনতা সংগ্রামীদের

27. “একবার সে বিরক্ত হইয়া প্রতিবাদ করায়” – বিরক্তির কারণ –

  1. ট্রেনে বসার জায়গা না পাওয়া
  2. ট্রেনে জল না থাকা
  3. রাতে ঘুম ভাঙিয়ে দেওয়া
  4. ট্রেনে ফিরিঙ্গি ছেলেদের অত্যাচার

উত্তর – 3. রাতে ঘুম ভাঙিয়ে দেওয়া

28. ‘বুনো হাঁস ধরাই যে এদের কাজ’ – কথাটি বলেছিল –

  1. অপূর্ব
  2. রামদাস
  3. লীলাবতী
  4. জগদীশবাবু

উত্তর – 2. রামদাস

29. গিরিশ মহাপাত্রের ট্যাক থেকে গন্ডাছয়েক পয়সার সঙ্গে বেরোল –

  1. একটি টাকা
  2. একটি আধুলি
  3. দুটি টাকা
  4. দশটি টাকা

উত্তর – 1. একটি টাকা

30. ‘সে যে বর্মা এসেছে এ খবর সত্য।’ – কথাটি বলেছে –

  1. জগদীশবাবু
  2. তলওয়ারকার
  3. নিমাইবাবু
  4. অপূর্ব

উত্তর – 3. নিমাইবাবু

31. সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন –

  1. ডাক্তার
  2. শিক্ষক
  3. পুলিশ
  4. কেরানি

উত্তর – 1. ডাক্তা

32. গিরিশ মহাপাত্রের সিল্কের পাঞ্জাবিটি ছিল –

  1. ভারতীয়
  2. বাংলাদেশি
  3. কাশ্মীরি
  4. জাপানি

উত্তর – 4. জাপানি

33. ‘তোমার মত সাহস আমার নেই, আমি ভীরু।’ – উক্তিটির বক্তা –

  1. রামদাস
  2. অপূর্ব
  3. জগদীশবাবু
  4. নিমাইবাবু

উত্তর – 2. অপূর্ব

34. ‘বাবাই একদিন এঁর চাকরি করে দিয়েছিলেন।’ – কার চাকরির কথা বলা হয়েছে? –

  1. তেওয়ারির
  2. নিমাইবাবুর
  3. জগদীশবাবুর
  4. রামদাসের

উত্তর – 2. নিমাইবাবুর

অদল বদল

1. পান্নালাল প্যাটেল কোন্ ভাষার লেখক ছিলেন? –

  1. পাঞ্জাবি
  2. মারাঠি
  3. গুজরাতি
  4. হিন্দি

উত্তর – 3. গুজরাতি

2. ইসাবের বাবা পাঠান কী বলে অমৃতের মাকে সম্বোধন করেছিলেন? –

  1. বাহালি কাকিমা বলে
  2. বাহালি বহিন বলে
  3. বাহালি বৌদি বলে
  4. বাহালি দিদি বলে

উত্তর – 3. বাহালি বৌদি বলে

3. হোলির দিন দলের ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাকে দেখে কী করতে বলেছিল? –

  1. ছবি আঁকতে
  2. হোলি খেলতে
  3. কুস্তি লড়তে
  4. ফুটবল খেলতে

উত্তর – 3. কুস্তি লড়তে

4. ‘আমাকে বেঁধে রাখো’ – বক্তা হল –

  1. ইসাব
  2. কালিয়া
  3. অমৃত
  4. পাঠান

উত্তর – 3. অমৃত

5. ইসাবের বাবা জাতিতে ছিলেন –

  1. রাজপুত
  2. শিখ
  3. পাঠান
  4. জাঠ

উত্তর – 3. পাঠান

6. অমৃত ও ইসাব ভয়ে কাঠ হয়ে গিয়েছিল, কারণ –

  1. ইসাবের রেজাল্ট খারাপ হয়েছিল
  2. কালিয়া ইসাবকে কুস্তি লড়তে বলেছিল
  3. অমৃতের জামা অনেকটা ছিঁড়ে গিয়েছিল
  4. ইসাবের জামা অনেকটা ছিঁড়ে গিয়েছিল

উত্তর – 4. ইসাবের জামা অনেকটা ছিঁড়ে গিয়েছিল

7. ইসাব আর অমৃতের জামা অদল বদলের কাহিনি সবাইকে শুনিয়েছিল –

  1. অমৃতের মা
  2. ইসাবের বাবা
  3. অমৃতের বাবা
  4. অমৃত আর ইসাবের স্কুলের এক বন্ধু

উত্তর – 3. ইসাবের বাবা

8. অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে রাজি ছিলেন? –

  1. একুশ জনকে
  2. কুড়ি জনকে
  3. একত্রিশ জনকে
  4. তিরিশ জনকে

উত্তর – 1. একুশ জনকে

9. “এসো আমরা কুস্তি লড়ি-” – ‘আমরা’-ছিল –

  1. অমৃত ও ইসাব
  2. ইসাব ও কালিয়া
  3. কালিয়া ও অমৃত
  4. পাঠান ও কালিয়া

উত্তর – 3. কালিয়া ও অমৃত

10. ইসাব কার সঙ্গে কুস্তি লড়েছিল? –

  1. কালিয়ার সঙ্গে
  2. অমৃতের সঙ্গে
  3. স্কুলের বন্ধুদের সঙ্গে
  4. তার পাড়ার একটি ছেলের সঙ্গে

উত্তর – 1. কালিয়ার সঙ্গে

11. ইসাবের জামা কীভাবে ছিঁড়েছিল? –

  1. কুস্তি লড়তে গিয়ে
  2. স্কুলে মারপিট করে
  3. খেতে কাজ করতে গিয়ে
  4. এর মধ্যে কোনোটাই নয়

উত্তর – 1. কুস্তি লড়তে গিয়ে

12. ‘ইসাবের মেজাজ চড়ে গেল।” – কারণ –

  1. কালিয়া অমৃতকে ধাক্কা দিয়েছে
  2. কালিয়া অমৃতাকে কুস্তিতে হারিয়ে দিয়েছে
  3. অমৃতের জামা ছিঁড়ে গেছে
  4. কালিয়া অমৃতের গায়ে কাদা মাখিয়ে দিয়েছে

উত্তর – 2. কালিয়া অমৃতাকে কুস্তিতে হারিয়ে দিয়েছে

13. অমৃত এবং ইসাবের জামা বদলানোর বিষয়টি ঘটেছিল –

  1. মহরমের দিন
  2. পুজোর দিন
  3. ঈদের দিন
  4. হোলির দিন

উত্তর – 4. হোলির দিন

14. জামা অদল বদলের বুদ্ধি কার মাথায় এসেছিল? –

  1. ইসাবের
  2. অমৃতের
  3. অমৃতের ভাইয়ের
  4. ইসাবের স্কুলের এক বন্ধুর

উত্তর – 2. অমৃতের

15. ইসাব আর অমৃত নিজেদের জামা অদল বদল করেছিল –

  1. ইসাবের বাড়িতে
  2. তাদের দুজনের বাড়ির মাঝখানে
  3. অমৃতের বাড়িতে
  4. তাদের স্কুলে গিয়ে

উত্তর – 2. তাদের দুজনের বাড়ির মাঝখানে

16. ‘উনি আসল ঘটনাটা জানেন।’ – উনি হলেন –

  1. অমৃতর বাবা
  2. অমৃতর মা
  3. ইসাবের বাবা
  4. গ্রামপ্রধান

উত্তর – 3. ইসাবের বাবা

17. অমৃত ও ইসাব দুজনের বাবা পেশায় ছিলেন –

  1. চাষি
  2. জেলে
  3. শিক্ষক
  4. উকিল

উত্তর – 1. চাষি

18. হোলির দিন অমৃত ও ইসাবের কাছে নতুন কী জিনিস ছিল? –

  1. নতুন জামা
  2. নতুন ব্যাগ
  3. নতুন জুতো
  4. নতুন পেন

উত্তর – 1. নতুন জামা

19. অমৃত সত্যি তার বাবা-মাকে খুব জ্বালিয়েছিল –

  1. নতুন বল কিনে দেওয়ার জন্য
  2. নতুন বই কিনে দেওয়ার জন্য
  3. মেলা দেখতে নিয়ে যাওয়ার জন্য।
  4. ইসাবের মতো জামা কিনে দেওয়ার জন্য

উত্তর – 4. ইসাবের মতো জামা কিনে দেওয়ার জন্য

20. ছেলের দল ধুলো ছোঁড়াছুঁড়ি খেলা করছিল –

  1. দুর্গাপুজোর দিন
  2. নববর্ষের দিন
  3. নবান্নর দিন
  4. হোলির দিন

উত্তর – 4. হোলির দিন

21. ইসাবের জামার কতখানি অংশ ছেড়ে গিয়েছিল –

  1. এক ইঞ্চি
  2. ছয় ইঞ্চি
  3. চার ইঞ্চি
  4. তিন ইঞ্চি

উত্তর – 2. ছয় ইঞ্চি

22. অমৃত ও ইসাবের ‘অদল বদল’ নাম দিয়েছিল –

  1. গ্রামপ্রধান
  2. হাসান
  3. অমৃতর মা
  4. গ্রামবাসী

উত্তর – 1. গ্রামপ্রধান

23. শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল – ‘ফতোয়া’ শব্দের অর্থ হল –

  1. প্রতিবাদ
  2. চিৎকার
  3. দাবি
  4. রায়

উত্তর – 4. রায়

নদীর বিদ্রোহ

1. নদেরচাঁদের বয়স –

  1. পঁচিশ বছর
  2. ত্রিশ বছর
  3. পঁয়ত্রিশ বছর
  4. চল্লিশ বছর

উত্তর – 2. ত্রিশ বছর

2. “নদেরচাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল” –

  1. 7 নং ডাউন প্যাসেঞ্জার
  2. 5 নং ডাউন প্যাসেঞ্জার
  3. 7 নং আপ প্যাসেঞ্জার
  4. 5 নং আপ প্যাসেঞ্জার

উত্তর – 1. 7 নং ডাউন প্যাসেঞ্জার

3. ‘নদেরচাঁদের ভারি আমোদ বোধ হইতে লাগিল।’ – কারণ –

  1. নদীর স্ফীত রূপ দেখে
  2. বৃষ্টিতে ভিজে
  3. বউকে চিঠি লিখে
  4. চাকরিতে প্রমোশন পেয়ে

উত্তর – 1. নদীর স্ফীত রূপ দেখে

4. নদীর বিদ্রোহের কারণ ছিল –

  1. অতিরিক্ত বর্ষণ
  2. বন্দিদশা থেকে মুক্তি
  3. প্রবল জোয়ার
  4. ক্ষীণস্রোত

উত্তর – 2. বন্দিদশা থেকে মুক্তি

5. ‘তারপর নামিল বৃষ্টি।’ – বৃষ্টি পড়ছিল –

  1. টিপটিপ করে
  2. অঝোরে
  3. মুষলধারায়
  4. ঝমঝম করে

উত্তর – 3. মুষলধারায়

6. ‘পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে?’ – যার কথা বলা হয়েছে, তা হল –

  1. বাঁধ
  2. নদী
  3. ব্রিজ
  4. নদেরচাঁদ

উত্তর – 2. নদী

7. নদেরচাঁদ গর্ব অনুভব করত –

  1. নতুন রং করা ব্রিজটির জন্য
  2. নদীটির জন্য
  3. রেলের বাঁধটির জন্য
  4. স্টেশনটির জন্য

উত্তর – 1. নতুন রং করা ব্রিজটির জন্য

8. নদেরচাঁদের মৃত্যু হয়েছিল –

  1. জলে ডুবে
  2. ট্রেনের তলায়
  3. ব্রিজ ভেঙে
  4. মোটর দুর্ঘটনায়

উত্তর – 2. ট্রেনের তলায়

9. নদেরচাঁদের সঙ্গে নদীর সম্পর্ক ছিল –

  1. সখ্যতার
  2. শত্রুতার
  3. সহিষ্ণুতার
  4. প্রতিদ্বন্দ্বিতার

উত্তর – 1. সখ্যতার

10. নদেরচাঁদ পেশায় ছিলেন –

  1. ট্রেনচালক
  2. মাস্টারমশাই
  3. স্টেশনমাস্টার
  4. লাইটম্যান

উত্তর – 3. স্টেশনমাস্টার

11. যে-প্যাসেঞ্জার ট্রেনটিকে নদেরচাঁদ রওনা করিয়ে দিয়েছিল, তার সময় ছিল –

  1. চারটে পঁয়তাল্লিশ
  2. পাঁচটা কুড়ি
  3. চারটে আটচল্লিশ
  4. পাঁচটা আটচল্লিশ

উত্তর – 3. চারটে পঁয়তাল্লিশ

12. অবিরত বৃষ্টি হয়েছিল –

  1. পাঁচদিন ধরে
  2. তিনদিন ধরে
  3. দু-দিন ধরে
  4. সাতদিন ধরে

উত্তর – 1. পাঁচদিন ধরে

13. নদেরচাঁদ নদীকে দেখেনি –

  1. তিনদিন
  2. পাঁচদিন
  3. সাতদিন
  4. একদিন

উত্তর – 2. পাঁচদিন

14. যে-বছরে নদীর ক্ষীণ স্রোতধারা শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, সেই বছরটি ছিল –

  1. অনাবৃষ্টির বছর
  2. অতিবৃষ্টির বছর
  3. দুর্ভিক্ষের বছর
  4. বন্যার বছর

উত্তর – 1. অনাবৃষ্টির বছর

15. নদেরচাঁদ স্তম্ভিত হয়ে গেল, কারণ –

  1. নদীর জল শুকিয়ে গেছে
  2. নদী বর্ষার জলে পরিপুষ্ট হয়ে গেছে
  3. নদী যেন খেপে গেছে
  4. নদী অপরূপ রূপ ধারণ করেছে

উত্তর – 3. নদী যেন খেপে গেছে

16. নদেরচাঁদ রোজ নদীকে দেখে –

  1. নদীর পাড়ে বসে
  2. স্টেশনে বসে
  3. বাঁধের ওপর বসে
  4. ব্রিজের ধারকস্তম্ভের শেষপ্রান্তে বসে

উত্তর – 4. ব্রিজের ধারকস্তম্ভের শেষপ্রান্তে বসে

17. নদেরচাঁদ পকেট থেকে যা বের করে স্রোতের মধ্যে ছুড়ে দিল, তা হল –

  1. পুরোনো চিঠি
  2. টাকা
  3. পয়সা
  4. কাগজের টুকরো

উত্তর – 1. পুরোনো চিঠি

18. ‘নদেরচাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল, উঠিল না’ – কারণ –

  1. সে বৃষ্টিতে ভিজতে ভালোবাসত
  2. তার উঠতে ইচ্ছা করছিল না
  3. এটা তার ছেলেমানুষি
  4. সে নদীর শব্দ শুনছিল

উত্তর – 4. সে নদীর শব্দ শুনছিল

19. ‘নদীর বিদ্রোহ’ গল্পে বৃষ্টির বিরাম ছিল –

  1. ঘন্টা দুয়েক
  2. ঘন্টা তিনেক
  3. ঘন্টা চারেক
  4. ঘন্টা পাঁচেক

উত্তর – 2. ঘন্টা তিনেক

20. ‘বড়ো ভয় করিতে লাগিল নদেরচাঁদের।’ – ভয়ের কারণ ছিল –

  1. অন্ধকার
  2. বৃষ্টি
  3. নদীর স্ফীতি
  4. নদীর প্রতিহিংসা

উত্তর – 4. নদীর প্রতিহিংসা

কবিতা

অসুখী একজন

1. ‘অসুখী একজন’ কবিতার কথক ঘুমিয়েছিলেন –

  1. বারান্দায়
  2. মেঝেতে
  3. ঝুলন্ত বিছানায়
  4. ঘাস জন্মানো রাস্তায়

উত্তর – 3. ঝুলন্ত বিছানায়

2. “তারা আর স্বপ্ন দেখতে পারল না।” – কারা স্বপ্ন দেখতে পারল না? –

  1. সেই মেয়েটি
  2. গির্জার নান
  3. কবিতার কথক
  4. শান্ত হলুদ দেবতারা

উত্তর – 4. শান্ত হলুদ দেবতারা

3. “যেখানে ছিল শহর/সেখানে ছড়িয়ে রইল” –

  1. পায়ের দাগ
  2. কাঠকয়লা
  3. গোলাপি গাছ
  4. প্রাচীন জলতরঙ্গ

উত্তর – 2. কাঠকয়লা

4. ‘ডুবেছিল ধ্যানে’ কত বছর ধ্যানে ডুবে ছিল? –

  1. দশ বছর
  2. কুড়ি বছর
  3. একশো বছর
  4. হাজার বছর

উত্তর – 4. হাজার বছর

5. যুদ্ধের আগুনের দাবদহে নষ্ট হয়ে গেল –

  1. বীণা
  2. হারমোনিয়াম
  3. জলতরঙ্গ
  4. সেতার

উত্তর – 3. জলতরঙ্গ

6. ‘সে জানত না’ সে কী জানত না? –

  1. কথক আর কখনও ফিরে আসবে না
  2. কথক হারিয়ে যাবে
  3. কথক শীঘ্রই আসবে
  4. কথক যুদ্ধ জয় করবে

উত্তর – 1. কথক আর কখনও ফিরে আসবে না

7. ‘আমি তাকে ছেড়ে দিলাম’ – কোথায় ছেড়ে দিল? –

  1. বারান্দায়
  2. ঘরের দরজায়
  3. রাস্তায়
  4. উঠোনে

উত্তর – 2. ঘরের দরজায়

8. ‘অসুখী একজন’ কবিতাটির রচয়িতা হলেন –

  1. মার্কেজ
  2. পাবলো নেরুদা
  3. রোকে ডালটন
  4. লেওজেল রুগমা

উত্তর – 2. পাবলো নেরুদা

9. ‘বৃষ্টিতে ধুয়ে দিল’ – কী ধুয়ে দিল? –

  1. রাস্তার ধুলো
  2. রক্তের দাগ
  3. মনের গ্লানি
  4. পায়ের দাগ

উত্তর – 4. পায়ের দাগ

10. হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল –

  1. শান্ত হলুদ দেবতারা
  2. মন্দিরের পুরোহিত
  3. সন্ন্যাসীরা
  4. ভক্তগণ

উত্তর – 1. শান্ত হলুদ দেবতারা

আয় আরো বেঁধে বেঁধে থাকি

1. “আমাদের শিশুদের শব ছড়ানো রয়েছে-!” –

  1. কাছে
  2. দূরে
  3. অনেক দূরে
  4. কাছে দুরে

উত্তর – 3. কাছে দূরে

2. ‘আমাদের ডান পাশে’ –

  1. টাকা
  2. বাঁধ
  3. ধস
  4. পথ

উত্তর – 3. ধস

3. ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতাটি কবির কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত –

  1. ‘নিহিত পাতাল ছায়া’
  2. ‘পাঁজরে দাঁড়ের শব্দ’
  3. ‘দিনগুলি রাতগুলি’
  4. ‘জলই পাষাণ হয়ে আছে’

উত্তর – 4. ‘জলই পাষাণ হয়ে আছে’

4. ‘আমাদের মাথায় বোমারু’ ‘বোমারু’ কথার অর্থ কী? –

  1. পটকাবোম
  2. আতশবাজি
  3. যুদ্ধের বোমা
  4. বোমা নিক্ষেপক যুদ্ধবিমান

উত্তর – 4. বোমা নিক্ষেপক যুদ্ধবিমান

5. ‘আমাদের পায়ে পায়ে’ –

  1. নানা বাধা
  2. শুধুই বিপদ
  3. হিমানির বাঁধ
  4. গিরিখাদ

উত্তর – 3. হিমানির বাঁধ

6. ‘আমাদের চোখমুখ ঢাকা’ –

  1. মুখোশে
  2. ইতিহাসে
  3. পর্দার আড়ালে
  4. ছবিতে

উত্তর – 2. ইতিহাসে

7. ‘আমরা ফিরেছি’ –

  1. দোরে দোরে
  2. শূন্য হাতে
  3. হাসতে হাসতে
  4. ঘরে ঘরে

উত্তর – 1. দোরে দোরে

8. আমরা ‘ভিখারি’ –

  1. বারোমাস
  2. দশমাস
  3. এগারোমাস
  4. সারাবছর

উত্তর – 1. বারোমাস

9. ‘পায়ে পায়ে হিমানির বাঁধ।’ – ‘হিমানি’ কথার অর্থ কী? –

  1. জল
  2. তুষার
  3. পাথর
  4. লোহা

উত্তর – 2. তুষার

আফ্রিকা

1. “কালো ঘোমটার নীচে অপরিচিত ছিল” – কী অপরিচিত ছিল? –

  1. তোমার চেতনাতীত রূপ
  2. তোমার রহস্যময় রূপ
  3. তোমার আরণ্যক রূপ
  4. তোমার মানবরূপ

উত্তর – 4. তোমার মানবরূপ

2. আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল? –

  1. দয়াময় দেবতার প্রতি
  2. কবির সংগীতের প্রতি
  3. নিজের প্রতি
  4. ধরিত্রীর প্রতি

উত্তর – 3. নিজের প্রতি

3. “সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী” – ‘সভ্যতার শেষ পুণ্যবাণী’ –

  1. বিদ্বেষ ত্যাগ করো
  2. ক্ষমা করো
  3. ভালোবাসো
  4. মঙ্গল করো

উত্তর – 2. ক্ষমা করো

4. “প্রদোষ কাজ ঝঞ্ঝাবাতাসে রুদ্ধশ্বাস,” – ‘প্রদোষ’ শব্দের অর্থ –

  1. সন্ধ্যা
  2. ভোর
  3. রাত্রি
  4. দুপুর

উত্তর – 1. সন্ধ্যা

5. ‘চিরচিহ্ন দিয়ে গেল’ – কোথায় দিয়ে গেল? –

  1. ভবিষ্যতের ভাবনায়
  2. অপমানিত ইতিহাসে
  3. আফ্রিকার অধিবাসীদের
  4. সভ্যতার পাতায়

উত্তর – 2. অপমানিত ইতিহাসে

6. ‘শিশুরা খেলছিল’ –

  1. পাড়ায় পাড়ায়
  2. মাঠে মাঠে
  3. অরণ্যপথে
  4. মায়ের কোলে

উত্তর – 4. মায়ের কোলে

7. ‘দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে’ – ‘মানহারা মানবী’ বলতে বোঝানো হয়েছে –

  1. আফ্রিকাকে
  2. ভারতবর্ষকে
  3. বিশ্বমাতাকে
  4. ছায়াবৃতাকে

উত্তর – 1. আফ্রিকাকে

8. ‘আফ্রিকা’ কবিতাটির মূল গ্রন্থের নাম –

  1. শিশু
  2. মানসী
  3. প্রান্তিক
  4. পত্রপুট

উত্তর – 4. পত্রপুট

9. আফ্রিকা বিদ্রুপ করেছিল –

  1. আপনাকে
  2. নতুন সৃষ্টিকে
  3. ভীষণকে
  4. শঙ্কাকে

উত্তর – 3. ভীষণকে

10. ‘ক্ষমা করো’ – কে ক্ষমা করবে? –

  1. আফ্রিকা
  2. যুগান্তের কবি
  3. ইউরোপীয়
  4. সভ্যতা

উত্তর – 1. আফ্রিকা

অভিষেক

1. “যথা বৃহন্নলারূপী কিরীটী,” – ‘কিরীটী’ হলেন –

  1. কার্তিক
  2. ভীম
  3. অর্জুন
  4. রাবণ

উত্তর – 3. অর্জুন

2. “অভিষেক করিলা কুমারে।” – কিভাবে রাজা কুমারকে অভিষেক করলেন? –

  1. বিল্বপত্র দিয়ে
  2. দধিদুগ্ধ দিয়ে
  3. গঙ্গোদক দিয়ে
  4. পাদোদক দিয়ে

উত্তর – 3. গঙ্গোদক দিয়ে

3. ‘অভিষেক’ শীর্ষক কাব্যাংশটি ‘মেঘনাদবধকাব্য’ -এর কোন্ সর্গ থেকে নেওয়া হয়েছে? –

  1. প্রথম সর্গ
  2. তৃতীয় সর্গ
  3. নবম সর্গ
  4. পঞ্চম সর্গ

উত্তর – 1. প্রথম সর্গ

4. ইন্দ্রজিতের স্ত্রীর নাম –

  1. ইন্দিরা
  2. নিকষা
  3. সরমা
  4. প্রমীলা

উত্তর – 4. প্রমীলা

5. আশুগতি বেগে ছুটছে যেন –

  1. ব্যাঘ্র
  2. তুরঙ্গম
  3. রথ
  4. হস্তী

উত্তর – 2. তুরঙ্গম

6. ‘ঘুচাব ও অপবাদ, বধি রিপুকূলে।’ – ‘রিপুকূল’ বলতে বোঝানো হয়েছে –

  1. রাম-লক্ষণকে
  2. রাম-বিভীষণকে
  3. রাম-হনুমানকে
  4. সমগ্র রামবাহিনীকে

উত্তর – 4. সমগ্র রামবাহিনীকে

7. ‘রাক্ষস-কূল-শেখর তুমি,’ – কার কথা বলা হয়েছে? –

  1. মেঘনাদ
  2. কুম্ভকর্ণ
  3. বিভীষণ
  4. রাবণ

উত্তর – 1. মেঘনাদ

8. ‘হৈমবতীসুত যথা নাশিতে তারকে’ – ‘হৈমবতীসুত’ হলেন –

  1. কার্তিক
  2. গনেশ
  3. লক্ষ্মী
  4. সরস্বতী

উত্তর – 1. কার্তিক

9. ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে’ – ‘ধাত্রী’ হলেন –

  1. মন্দোদরী
  2. চিত্রাঙ্গদা
  3. প্রভাষা রাক্ষসী
  4. প্রমীলা

উত্তর – 3. প্রভাষা রাক্ষসী

10. ‘তব শরে মরিয়া বাঁচিল’ – কে মরেও বাঁচল? –

  1. বীরবাহু
  2. বিভীষণ
  3. লক্ষণ
  4. রামচন্দ্র

উত্তর – 4. রামচন্দ্র

প্রলয়োল্লাস

1. “ক্ষুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায়-।” –

  1. পাষাণ স্তুপে
  2. নীল খিলানে
  3. গগন তলে
  4. ঝড় তুফানে

উত্তর – 2. নীল খিলানে

2. “অট্টরোলের হট্টগোলে স্তব্ধ” –

  1. চরাচর
  2. মহাকাল
  3. গগনতল
  4. গিরিশিখর

উত্তর – 1. চরাচর

3. ‘ঝামর তাহার কেশের দোলায়’ – ‘ঝামর’ শব্দের অর্থ হল –

  1. ঝড়
  2. বৃষ্টি
  3. চামর
  4. ঝামার মতো মলিন

উত্তর – 4. ঝামার মতো মলিন

4. ‘দ্বাদশ রবির বহ্নিজ্বালা ভয়াল তাহার নয়ানকাটায়’ – ‘দ্বাদশ রবি’ হল –

  1. উদীয়মান রবি
  2. বারোটি সূর্য
  3. মধ্যাহ্নের সূর্য
  4. অস্তায়মান সূর্য

উত্তর – 2. বারোটি সূর্য

5. কবি ‘নূতনের কেতন’ বলেছেন –

  1. কালবোশেখির ঝড়কে
  2. নূতন পতাকাকে
  3. স্বাধীনতার পতাকাকে
  4. বিশ্বমায়ের আসনকে

উত্তর – 1. কালবোশেখির ঝড়কে

6. ‘রক্ত তাহার কৃপাণ ঝোলে’ – ‘কৃপাণ’ শব্দের অর্থ হল –

  1. কিষাণ
  2. শলাকা
  3. কৃপণতা
  4. তরবারি

উত্তর – 3. কৃপণতা

7. ‘সপ্ত মহাসিন্ধু দোলে’ – ‘সপ্ত মহাসিন্ধু’ কোথায় দোলে? –

  1. নয়নজলে
  2. ত্রস্তজটায়
  3. কপোলতলে
  4. সিংহদ্বারে

উত্তর – 3. কপোলতলে

8. ‘প্রলয়োল্লাস’ কবিতাটি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত? –

  1. অগ্নিবীণা
  2. ফণিমনসা
  3. সর্বহারা
  4. বিষের বাঁশি

উত্তর – 1. অগ্নিবীণা

সিন্ধুতীরে

1. “সমুদ্রনৃপতি সুতা” – কে? –

  1. লক্ষ্মী
  2. পদ্মা
  3. উমা
  4. বারুণী

উত্তর – 2. পদ্মা

2. ‘সিন্ধুতীরে’ কাব্যাংশটি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত? –

  1. লোরচন্দ্রাণী
  2. পদ্মাবতী
  3. সতীময়না
  4. তোহফা

উত্তর – 2. পদ্মাবতী

3. ‘দেখিয়া রূপের কলা’ – কার রূপের কথা বলা হয়েছে? –

  1. পদ্মা
  2. লক্ষ্মী
  3. পদ্মাবতী
  4. রম্ভা

উত্তর – 3. পদ্মাবতী

4. ‘নাহি তথা দুঃখ ক্লেশ’ – ‘দুঃখ ক্লেশ’ না থাকার কারণ কী? –

  1. দেবী লক্ষ্মীর বাস বলে
  2. সত্য ধর্ম ও সদাচারের জন্য
  3. সমুদ্রের সৌন্দয্যের জন্য
  4. স্বল্প জনবসতি বলে

উত্তর – 2. সত্য ধর্ম ও সদাচারের জন্য

5. ‘দিব্য পুরী সমুদ্র মাঝার’ – কবি একে বলেছেন –

  1. অতি মনোরম দেশ
  2. অতি মুগ্ধকর দেশ
  3. অতি সুন্দর দেশ
  4. অতি মনোহর দেশ

উত্তর – 4. অতি মনোহর দেশ

6. ‘ইন্দ্রশাপে বিদ্যাধরি…” – ‘বিদ্যাধরি’ হলেন –

  1. স্বর্গের নায়িকা অপ্সরা
  2. ইন্দ্রের স্ত্রী
  3. কুবেরের স্ত্রী
  4. দেবী সরস্বতী

উত্তর – 1. স্বর্গের নায়িকা অপ্সরা

7. ‘তাহাতে বিচিত্র টঙ্গি’ – ‘টঙ্গি’ শব্দের অর্থ হল –

  1. সমুদ্র
  2. প্রাসাদ
  3. উদ্যানবাটিকা
  4. পুষ্প

উত্তর – 2. প্রাসাদ

8. ‘বাহুরক কন্যার জীবন’ – ‘বাহুরক’ শব্দের অর্থ –

  1. ফিরিয়ে দেওয়া
  2. বিশ্বাস করা
  3. ভালোবাসা
  4. বল পাওয়া

উত্তর – 1. ফিরিয়ে দেওয়া

9. ‘পঞ্চজনে বসনে ঢাকিয়া’ – ‘পঞ্চজন’ কারা? –

  1. পাঁচজন নুলিয়া
  2. পাঁচজন রাজকুমারী
  3. রাজকন্যা পদ্মাবতী ও তার চারজন সখী
  4. পাঁচজন সমুদ্র ভ্রমণকারিণী

উত্তর – 3. রাজকন্যা পদ্মাবতী ও তার চারজন সখী

10. ‘মোহন্ত’ কাদের বলা হয়েছ? –

  1. মহান ব্যক্তিদের
  2. মঠাধ্যক্ষদের
  3. জ্ঞানী ব্যক্তিদের
  4. উপাধিধারীদের

উত্তর – 2. মঠাধ্যক্ষদের

অস্ত্রের বিরুদ্ধে গান

1. ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় কবি ‘অস্ত্র’ রাখতে বলেছেন –

  1. ঋষি বালকের পায়ে
  2. নদীতে
  3. দেশগাঁয়ে
  4. গানের দুটি পায়ে

উত্তর – 4. গানের দুটি পায়ে

2. “গান বাঁধবে সহস্র উপায়ে”- কে গান বাঁধবে? –

  1. চিল
  2. কোকিল
  3. শকুন
  4. ময়ূর

উত্তর – 2. কোকিল

3. কোনটি জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ? –

  1. বাবরের প্রার্থনা
  2. অগ্নিবীণা
  3. রূপসী বাংলা
  4. পাতার পোষাক

উত্তর – 4. পাতার পোষাক

4. বর্ম খুলে আদুড় গায়ে দাঁড়িয়ে থাকে –

  1. ঋষিবালক
  2. মুনি
  3. ভিখারি
  4. শিশু

উত্তর – 1. ঋষিবালক

5. ‘বুলেট’ হল –

  1. দ্রুতগামী ট্রেন
  2. বিশেষ ধরনের গুলি
  3. বিশেষ ধরনের গতিশীল বন্দুক
  4. পাখি বিশেষ

উত্তর – 2. বিশেষ ধরনের গুলি

6. গানকে ‘বর্ম’ বলা হয়েছে, কারণ –

  1. গান গাইলে অন্যায়ের মুখোমুখি দাঁড়ানোর সাহস জাগে
  2. গান গাইলে মনে শান্তি আসে
  3. গান গাইলে চিন্তা আসে না
  4. কবি একটা দুটো গান জানেন

উত্তর – 1. গান গাইলে অন্যায়ের মুখোমুখি দাঁড়ানোর সাহস জাগে

7. ‘আমার শুধু একটা কোকিল…’ – এই কোকিলটি হল –

  1. বসন্তের দূত
  2. গানের প্রতীক
  3. কবির অনুভূতির জগৎ
  4. শাস্তির বার্তা

উত্তর – 3. কবির অনুভূতির জগৎ

8. ‘অস্ত্র’ কোথায় ফেলার কথা বলা হয়েছে? –

  1. হাতে
  2. মাথায়
  3. বুকে
  4. পায়ে

উত্তর – 4. পায়ে

9. কোকিল গান বাঁধবে –

  1. সুর দিয়ে
  2. কথা দিয়ে
  3. সহস্র উপায়ে
  4. রক্ত দিয়ে

উত্তর – 3. সহস্র উপায়ে

প্রবন্ধ

হারিয়ে যাওয়া কালি কলম

1. খাগের কলম কখন দেখা যায়? –

  1. হাতেখড়ির সময়
  2. সরস্বতী পূজার সময়
  3. হালখাতার সময়
  4. নববর্ষের সময়

উত্তর – 2. সরস্বতী পূজার সময়

2. শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন? –

  1. অন্নদাশঙ্কর রায়
  2. সুনীল গঙ্গোপাধ্যায়
  3. নিখিল সরকার
  4. সত্যজিৎ রায়

উত্তর – 4. সত্যজিৎ রায়

3. আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল –

  1. ফাউন্টেন পেন
  2. রিজার্ভার পেন
  3. ঝর্ণা কলম
  4. পার্কার পেন

উত্তর – 2. রিজার্ভার পেন

4. “সম্ভবত শেষপর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র” –

  1. অন্নদাশঙ্কর রায়
  2. শৈলজানন্দ মুখোপাধ্যায়
  3. ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
  4. সত্যজিৎ রায়

উত্তর – 4. সত্যজিৎ রায়

5. লেখক শ্রীপান্থের ছেলেবেলায় দেখা দারোগাবাবুর কলম থাকতো –

  1. কলারের ভাঁজে আটা
  2. কোমরের বেল্টে আটকানো
  3. কাঁধের ছোট্ট পকেটে সাজানো
  4. পায়ের মোজায় গোঁজা

উত্তর – 4. পায়ের মোজায় গোঁজা

6. উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখানো যেতো –

  1. পনেরো আনায়
  2. বারো আনায়
  3. ষোলো আনায়
  4. দশ আনায়

উত্তর – 2. বারো আনায়

7. ‘কঙ্কাবতী’ ও ‘ডমরুধর’ -এর স্বনামধন্য লেখকের নাম –

  1. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  2. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  3. ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
  4. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

উত্তর – 3. ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়

8. পালকের কলমের ইংরেজি নাম হ’ল –

  1. স্টাইলাস
  2. ফাউন্টেন পেন
  3. কুইল
  4. রিজার্ভার

উত্তর – 3. কুইল

9. কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন –

  1. প্রাবন্ধিক
  2. দার্শনিক
  3. গল্পকার
  4. নাট্যকার

উত্তর – 2. দার্শনিক

10. চিনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে –

  1. তুলি
  2. ব্রোঞ্জের শলাকা
  3. হাড়
  4. নল-খাগড়া

উত্তর – 1. তুলি

11. চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন –

  1. সাত টাকা
  2. আট টাকা
  3. ন-টাকা
  4. দশ টাকা

উত্তর – 1. সাত টাকা

12. ‘শ্রীপান্থ’ ছদ্মনামে লিখেছেন –

  1. অন্নদাশঙ্কর রায়
  2. বলাইচাঁদ মুখোপাধ্যায়
  3. সুনীল গঙ্গোপাধ্যায়
  4. নিখিল সরকার

উত্তর – 4. নিখিল সরকার

13. “সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন” – তার পোশাকি নাম –

  1. রিজার্ভার
  2. স্টাইলাস
  3. পার্কার
  4. পাইলট

উত্তর – 2. স্টাইলাস

14. নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তাঁর নাম –

  1. বনফুল
  2. পরশুরাম
  3. ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
  4. শৈলজানন্দ মুখোপাধ্যায়

উত্তর – 3. ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়

15. ‘ছিঁড়ে পত্র না ছাড়ে মসি’ – এখানে ‘মসি’ শব্দের অর্থ –

  1. লোহা
  2. কালি
  3. ধুলো
  4. পেন

উত্তর – 2. কালি

16. ফিনিসীয়রা কলম বানাত –

  1. ব্রোঞ্জ দিযে
  2. নলখাগড়া দিয়ে
  3. হাড় দিয়ে
  4. পাখির পালক দিয়ে

উত্তর – 3. হাড় দিয়ে

17. ‘জ্ঞানাঞ্জন শলাকা’ আসলে –

  1. কাজল পরার কাঠিবিশেষ
  2. কলম
  3. হাড় থেকে তৈরি পেনবিশেষ
  4. পেনসিল

উত্তর – 2. কলম

18. ‘তাঁরও ছিল ফাউন্টেন পেনের নেশা’ – কার? –

  1. মানিক বন্দ্যোপাধ্যায়
  2. রাজশেখর বসু
  3. সুবোধ ঘোষের
  4. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের

উত্তর – 4. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের

19. ‘ওদের তহবিলে নাকি নিব রয়েছে’ – কত নিব? –

  1. সাতশো
  2. সাড়ে আটশো
  3. সাড়ে সাতশো
  4. দু-হাজার

উত্তর – 1. সাতশো

20. ‘লাঠি তোমার দিন ফুরাইয়াছে’, – বলেছিলেন –

  1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. নিখিল সরকার
  3. সুভাষ মুখোপাধ্যায়
  4. অন্নদাশঙ্কর রায়

উত্তর – 1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

21. ‘অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন।’ – তিনি হলেন –

  1. সত্যজিৎ রায়
  2. রাজশেখর বসু
  3. অন্নদাশঙ্কর রায়
  4. সুবোধ ঘোষ

উত্তর – 3. অন্নদাশঙ্কর রায়

22. বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভারস বলতেন –

  1. লর্ড বেন্টিঙ্ক
  2. লর্ড আমহার্স্ট
  3. লর্ড ওয়েলেসলি
  4. লর্ড কার্জন

উত্তর – 4. লর্ড কার্জন

23. ‘সম্ভার একটা পাইলট পেন নিয়ে যাও’ – পেনটি ছিল –

  1. জাপানি কলম
  2. জার্মান কলম
  3. চিনা কলম
  4. ভারতীয় কলম

উত্তর – 2. জাপানি কলম

24. ‘এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে’ – বক্তা কে? –

  1. রত্নাকর
  2. শৈলজানন্দ মুখোপাধ্যায়
  3. শ্রীপান্থ
  4. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর – 2. শৈলজানন্দ মুখোপাধ্যায়

25. ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধের লেখক –

  1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. নিখিল সরকার
  4. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর – 3. নিখিল সরকার

26. ‘হারিয়ে যাওয়া কালি কলম’ রচনাটি যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হল –

  1. যখন ছাপাখানা এলো
  2. আজব নগরী
  3. হারিয়ে যাওয়া কালি, কলম ও মন
  4. বটতলা

উত্তর – 3. হারিয়ে যাওয়া কালি, কলম ও মন

27. লেখক জন্মেছেন ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধরচনার –

  1. 20-25 বছর আগে
  2. 30 বছর আগে
  3. 50-60 বছর আগে
  4. 75 বছর আগে

উত্তর – 3. 50-60 বছর আগে

28. ‘হারিয়ে যাওয়া কালি কলম’ রচনায় লেখকের বয়স কত বলে ধারণা করা হয়েছে –

  1. চল্লিশ-পঞ্চাশ
  2. পঞ্চাশ-ষাট
  3. পঁয়তাল্লিশ-পঞ্চাশ
  4. ষাট-সত্তর

উত্তর – 2. পঞ্চাশ-ষাট

29. ‘লেখার পাত’ বলতে বোঝায় –

  1. কলাপাতা
  2. শালপাতা
  3. লেখার কাগজ
  4. তালপাতা

উত্তর – 1. কলাপাতা

বাংলা ভাষায় বিজ্ঞান

1. বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হল –

  1. বাংলা ভাষার প্রতি অনীহা
  2. ইংরেজির প্রতি আকর্ষণ
  3. বাংলা পারিভাষিক শব্দ কম
  4. বাংলা পারিভাষিক শব্দ বেশি

উত্তর – 3. বাংলা পারিভাষিক শব্দ কম

2. Sensitized paper -এর বাংলা অনুবাদ কী লিখলে ঠিক বলে মনে করেন লেখক –

  1. স্পর্শ কাতর কাগজ
  2. সুগ্রাহী কাগজ
  3. সুবেদী কাগজ
  4. ব্যথাপ্রবণ কাগজ

উত্তর – 2. সুগ্রাহী কাগজ

3. “হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড” – উক্তিটি –

  1. রবীন্দ্রনাথের
  2. বঙ্কিমচন্দ্রের
  3. কালিদাসের
  4. বিদ্যাসাগরের

উত্তর – 3. কালিদাসের

4. রাজশেখর বসুর ছদ্মনাম –

  1. বনফুল
  2. শ্রীপান্থ
  3. পরশুরাম
  4. রূপদর্শী

উত্তর – 3. পরশুরাম

5. ‘বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ’ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন্ প্রবাদের উল্লেখ করেছেন? –

  1. অরণ্যে রোদন
  2. অল্পবিদ্যা ভয়ংকরী
  3. হাতের পাঁচ
  4. হ-য-ব-র-ল

উত্তর – 2. অল্পবিদ্যা ভয়ংকরী

6. ‘Sensitized Paper’ -এর অনুবাদ কী লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন –

  1. স্পর্শকাতর কাগজ
  2. সুরেদী কাগজ
  3. সুগ্রাহী কাগজ
  4. ব্যথাপ্রবণ কাগজ

উত্তর – 3. সুগ্রাহী কাগজ

7. যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণিটি –

  1. ইংরেজি ভাষায় দক্ষ
  2. বাংলা ভাষায় দক্ষ
  3. ইংরেজি জানে না বা অতি অল্প জানে
  4. ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে

উত্তর – 3. ইংরেজি জানে না বা অতি অল্প জানে

8. কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল –

  1. 1926 খ্রিস্টাব্দে
  2. 1936খ্রিস্টাব্দে
  3. 1846 খ্রিস্টাব্দে
  4. 1956 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1936খ্রিস্টাব্দে

9. যার সঙ্গে পরিচয় না থাকলে কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন, তা হল –

  1. রসায়নশাস্ত্র
  2. জীববিদ্যা
  3. প্রাথমিক বিজ্ঞান
  4. ভৌতবিজ্ঞান

উত্তর – 3. প্রাথমিক বিজ্ঞান

10. ‘Sensitive Person’ -এর বাংলা অর্থ হওয়া উচিত –

  1. উত্তেজনাপ্রবণ ব্যক্তি
  2. অভিমানী
  3. উত্তেজক
  4. ব্যথাপ্রবণ

উত্তর – 2. অভিমানী

11. শব্দের কেবল আভিধানিক অর্থ প্রকাশ করে –

  1. অভিধা
  2. লক্ষণা
  3. ব্যঞ্জনা
  4. কোনোটিই নয়

উত্তর – 1. অভিধা

12. ‘অল্পবিদ্যা ভয়ংকরী’ – এটি সাহিত্যের কোন্ বিষয় –

  1. ধাঁধা
  2. প্রবাদ
  3. অলংকার
  4. ছড়া

উত্তর – 2. প্রবাদ

13. যাদের জন্য বিজ্ঞান-বিষয়ক বাংলা গ্রন্থ লেখা হয় তাদের বিভক্ত করা যায় –

  1. দুটি শ্রেণিতে
  2. চারটি শ্রেণিতে
  3. তিনটি শ্রেণিতে
  4. একটি শ্রেণিতে

উত্তর – 1. দুটি শ্রেণিতে

14. যারা ইংরেজি জানে তারা পড়ে –

  1. প্রথম শ্রেণিতে
  2. দ্বিতীয় শ্রেণিতে
  3. তৃতীয় শ্রেণিতে
  4. চতুর্থ শ্রেণিতে

উত্তর – 2. দ্বিতীয় শ্রেণিতে

15. ছেলেবেলায় রাজশেখর বযুকে যাঁর বাংলা জ্যামিতি বই পড়তে হয়েছে তিনি হলেন –

  1. রামমোহন রায়
  2. ব্রজমোহন মল্লিক
  3. কেশবচন্দ্র নাগ
  4. ব্রহ্মহ্ম মোহন মল্লিক

উত্তর – 4. ব্রহ্মহ্মমোহন মল্লিক

16. প্রীতির যঙ্গে যে ভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয় –

  1. মাতৃভাষার পদ্ধতি
  2. বিদেশি ভাষার পদ্ধতি
  3. হিন্দি ভাষার পদ্ধতি
  4. জার্মান ভাষার পদ্ধতি

উত্তর – 1. মাতৃভাষার পদ্ধতি

17. পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের জ্ঞান নগণ্য –

  1. অর্থনৈতিক
  2. বাস্তব
  3. সাংস্কৃতিক
  4. বৈজ্ঞানিক

উত্তর – 4. বৈজ্ঞানিক

ব্যাকরণ

কারক ও অ-কারক সম্পর্ক

1. ‘নমি পুত্র পিতার চরণে,’ নিম্নরেখ পদটি হল –

  1. কর্তৃকারক
  2. সম্বন্ধপদ
  3. সম্বোধনপদ
  4. কর্মকারক

উত্তর – 2. সম্বন্ধপদ

2. সূর্য উঠলে পদ্ম ফোটে। ‘সূর্য’ হল –

  1. অনুক্ত কর্তা
  2. উক্ত কর্তা
  3. নিরপেক্ষ কর্তা
  4. উপবাক্যীয় কর্তা

উত্তর – 3. নিরপেক্ষ কর্তা

3. অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে, তাকে বলে –

  1. প্রযোজক কর্তা
  2. প্রযোজ্য কর্তা
  3. সহযোগী কর্তা
  4. উহ্য কর্তা

উত্তর – 2. প্রযোজ্য কর্তা

4. ‘আমাদের ইতিহাস নেই’ – নিম্নরেখ পদটি –

  1. কর্তৃকারক
  2. কর্মকারক
  3. সম্বন্ধ পদ
  4. অধিকরণ কারক

উত্তর – 2. কর্মকারক

5. বিভক্তি শব্দের অর্থ কী? –

  1. বিভাজন
  2. সংকোচন
  3. প্রসারণ
  4. সংযোজন

উত্তর – 1. বিভাজন

6. কলমে কায়স্থ চিনি – নিম্নরেখ পদটি –

  1. অপাদান কারক
  2. কর্তৃকারক
  3. করণকারক
  4. কর্মকারক

উত্তর – 3. করণকারক

7. মেসি কী খেলাই না খেললো – কী জাতীয় কর্ম? –

  1. উহ্য কর্ম
  2. সমধাতুজ কর্ম
  3. কর্মের বীপ্সা
  4. উপবাক্যীয় কর্ম

উত্তর – 2. সমধাতুজ কর্ম

8. আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী – নিম্নরেখ পদটি –

  1. ক্রিয়াবাচক পদ
  2. সম্বোধন পদ
  3. কর্মকারক
  4. সম্বন্ধপদ

উত্তর – 4. সম্বন্ধপদ

9. অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? –

  1. জন্য
  2. খানা
  3. টি
  4. গাছা

উত্তর – 1. জন্য

10. ‘ইসাবের মেজাজ চড়ে গেল’ – নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? –

  1. কর্মকারক
  2. করণকারক
  3. কর্তৃকারক
  4. অপাদান কারক

উত্তর – 1. কর্মকারক

11. ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে –

  1. সমাস
  2. কারক
  3. প্রত্যয়
  4. বিভক্তি

উত্তর – 2. কারক

12. রাজায় রাজায় যুদ্ধ হয় – এই বাক্যের কর্তাটি হল –

  1. প্রযোজ্য কর্তা
  2. সহযোগী কর্তা
  3. ব্যতিহার কর্তা
  4. সমধাতুজ কর্তা

উত্তর – 3. ব্যতিহার কর্তা

13. মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা – নিম্নরেখ পদটি কোন্ কারকের উদাহরণ –

  1. কর্তৃকারক
  2. করণকারক
  3. অপাদান কারক
  4. অধিকরণ কারক

উত্তর – 4. অধিকরণ কারক

14. বিভক্তি –

  1. সর্বদা শব্দের পূর্বে বসে
  2. সর্বদা শব্দের পরে যুক্ত হয়
  3. শব্দের পরে আলাদাভাবে বসে
  4. শব্দের পূর্বে আলাদাভাবে বসে

উত্তর – 2. সর্বদা শব্দের পরে যুক্ত হয়

15. ‘তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।’ – নিম্নরেখ পদটি –

  1. অপাদান কারক
  2. কর্মকারক
  3. করণকারক
  4. অধিকরণ কারক

উত্তর – 3. করণকারক

16. তির্যক বিভক্তির উদাহরণ –

  1. ‘দিয়া’
  2. ‘এ’
  3. কে
  4. থেকে

উত্তর – 2. ‘এ’

17. সংস্কৃত অনুসর্গের উদাহরণ হল –

  1. ব্যতীত
  2. বিনা
  3. বাবদ
  4. দরুন

উত্তর – 1. ব্যতীত

18. কর্তা যদি অন্যকে দিয়ে কাজ করায় তবে সে কর্তা –

  1. প্রযোজ্য কর্তা
  2. প্রযোজক কর্তা
  3. অনুক্ত কর্তা
  4. উহ্য কর্তা

উত্তর – 2. প্রযোজক কর্তা

19. ‘শুধালেম জনে জনে’ – এই উদাহরণটি হল –

  1. উপবাক্যীয় কর্ম
  2. কর্মের বীপ্সা
  3. কর্তার বীপ্সা
  4. অক্ষুণ্ণ কর্ম

উত্তর – 2. কর্মের বীপ্সা

20. ‘বারো মাসে এক বছর হয়।’ এই উদাহরণটি –

  1. হেতুময় করণ
  2. কালাধিকরণ
  3. কালজ্ঞাপক করণ
  4. নিমিত্ত কারক

উত্তর – 3. কালজ্ঞাপক করণ

21. কোনও স্থান বা আধার থেকে পতিত বা চ্যুতি বোঝালে হয় –

  1. অবস্থানবাচক অপাদান
  2. স্থানবাচক অপদান
  3. অধিকরণ কারক
  4. কর্মকারক

উত্তর – 3. অধিকরণ কারক

22. বনে বনে মধু সংগ্রহ করে। এটি হল –

  1. কর্তৃকারক
  2. অপাদান কারক
  3. অধিকরণ কারক
  4. কর্মকারক

উত্তর – 3. অধিকরণ কারক

23. সম্বন্ধ পদটি হল –

  1. সম্বন্ধকারক
  2. অ-কারক
  3. সম্বন্ধ অব্যয়
  4. কোনোটিই নয়

উত্তর – 2. অ-কারক

24. বাক্যের পদগুলির মধ্যে অন্বয় তৈরিতে বিশেষ ভূমিকা নেয় –

  1. সন্ধি
  2. বিভক্তি
  3. সমাস
  4. প্রত্যয়

উত্তর – 2. বিভক্তি

25. বিভক্তি বলতে বুঝি –

  1. ধ্বনি বা ধ্বনিগুচ্ছ
  2. পদ
  3. অব্যয়
  4. বিশেষ ভক্তি

উত্তর – 1. ধ্বনি বা ধ্বনিগুচ্ছ

26. দিয়া/কর্তৃক – এগুলি হল –

  1. বিভক্তি
  2. উপসর্গ
  3. অনুসর্গ
  4. এগুলির কোনোটাই নয়

উত্তর – 2. অনুসর্গ

27. খানি, খানা এগুলি হল –

  1. নির্দেশক
  2. উপসর্গ
  3. অনুসর্গ
  4. বিভক্তি

উত্তর – 1. নির্দেশক

28. কারক হল –

  1. পাঁচপ্রকার
  2. ছ’প্রকার
  3. সাতপ্রকার
  4. দু-প্রকার

উত্তর – 2. ছ’প্রকার

29. একই বাক্যে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলে –

  1. ব্যতিহার কর্তা
  2. উহ্য কর্তা
  3. অনুক্ত কর্তা
  4. নিরপেক্ষ কর্তা

উত্তর – 4. নিরপেক্ষ কর্তা

30. কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে, তাকে বলে –

  1. কর্তৃকারক
  2. কর্মকারক
  3. করণকারক
  4. কোনোটিই নয়

উত্তর – 2. কর্মকারক

31. একই ধাতু থেকে ক্রিয়াপদ ও কর্মপদ নিষ্পন্ন হলে হয় –

  1. সমধাতুজ কর্তা
  2. সমধাতুজ কর্ম
  3. কর্মধাতু
  4. কোনোটিই নয়

উত্তর – 2. সমধাতুজ কর্ম

32. ‘কী বাঁধনে বাঁধলে আমায়।’ উদাহরণটি হল-

  1. সমধাতুজ কর্ম
  2. সমধাতুজ করণ
  3. সমধাতুজ কর্তা
  4. কোনোটিই নয়

উত্তর – 3. সমধাতুজ কর্তা

33. ‘লাঠি খেলা শেষে’। উদাহরণটি হল –

  1. কর্তৃকারক
  2. কর্মকারক
  3. যন্ত্রাত্মক কর্ম
  4. কোনোটিই নয়

উত্তর – 2. কর্মকারক

34. ‘পরের কারণে স্বার্থ দিয়া বলি, ‘উদাহরণটি হল –

  1. কর্মকারক
  2. করণ কারক
  3. নিমিত্ত কারক
  4. কর্তৃকারক

উত্তর – 3. নিমিত্ত কারক

সমাস

1. ‘শাপমুক্ত’ – সমস্ত পদটির সমাসের নাম –

  1. করণ তৎপুরুষ
  2. অপাদান তৎপুরুষ
  3. অধিকরণ তৎপুরুষ
  4. কর্ম তৎপুরুষ

উত্তর – 2. অপাদান তৎপুরুষ

2. ‘শিশুর শরীর কুসুমের মতো কোমল।’ – এই বাক্যে ‘কোমল’ হল –

  1. উপমান
  2. উপমেয়
  3. উপমিত
  4. সাধারণ ধর্ম

উত্তর – 4. সাধারণ ধর্ম

3. উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে, তার নাম –

  1. উপমিত কর্মধারয়
  2. উপমান কর্মধারয়
  3. রূপক কর্মধারয়
  4. সাধারণ কর্মধারয়

উত্তর – 3. রূপক কর্মধারয়

4. ‘চিরসুখী’ পদটি হল –

  1. করণ তৎপুরুষ
  2. কর্ম তৎপুরুষ
  3. ব্যাপ্তি তৎপুরুষ
  4. সম্বন্ধ তৎপুরুষ

উত্তর – 3. ব্যাপ্তি তৎপুরুষ

5. সমাসের মূল অর্থ –

  1. বর্ণের সাথে বর্ণের মিলন
  2. নামপদের সাথে ক্রিয়াপদের মিলন
  3. একাধিক পদের একটি পদে পরিণতি লাভ
  4. ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের মিলন

উত্তর – 3. একাধিক পদের একটি পদে পরিণতি লাভ

6. বুড়োমানুষের কথাটা শুনো-নিম্নলিখিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হল –

  1. বহুব্রীহি সমাস
  2. কর্মধারয় সমাস
  3. তৎপুরুষ সমাস
  4. অব্যয়ীভাব

উত্তর – 2. কর্মধারয় সমাস

7. ‘দশানন’ -এর সমাস হল –

  1. দ্বিগু
  2. বহুব্রীহি
  3. অব্যয়ীভাব
  4. কর্মধারয়

উত্তর – 2. বহুব্রীহি

8. পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে সেটি হ’ল –

  1. বহুব্রীহি সমাস
  2. তৎপুরুষ সমাস
  3. অব্যয়ীভাব সমাস
  4. নিত্য সমাস

উত্তর – 2. তৎপুরুষ সমাস

9. দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে –

  1. পূর্ব পদের
  2. উভয় পদের
  3. পর পদের
  4. অন্য পদের

উত্তর – 2. উভয় পদের

10. ‘ফেলাইলা কনক-বলয় দূরে’। নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ তা হল –

  1. তৎপুরুষ
  2. বহুব্রীহি
  3. অব্যয়ীভাব
  4. মধ্যপদলোপী কর্মধারয়

উত্তর – 1. তৎপুরুষ

11. যে সমাসে সমস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের প্রাধান্য পায়, তাকে বলে –

  1. তৎপুরুষ সমাস
  2. দ্বন্দ্ব সমাস
  3. কর্মধারয় সমাস
  4. অব্যয়ীভাব সমাস

উত্তর – 3. কর্মধারয় সমাস

12. কৃত্তিবাস রামায়ণ রচনা করেন – নিম্নরেখ পদটি কোন্ সমাসের উদাহরণ? –

  1. কর্মধারয় সমাস
  2. বহুব্রীহি সমাস
  3. তৎপুরুষ সমাস
  4. দ্বন্দ্ব সমাস

উত্তর – 2. বহুব্রীহি সমাস

13. পরপদটি প্রধান হয় যে সমাসে, সেটি –

  1. অব্যয়ীভাব
  2. তৎপুরুষ
  3. দ্বিগু
  4. বহুব্রীহি

উত্তর – 2. তৎপুরুষ

14. রামদাস আর কোনো প্রশ্ন করিল না – নিম্নরেখ পদটি যে-সমাসের উদাহরণ, সেটি হল –

  1. তৎপুরুষ
  2. অব্যয়ীভাব
  3. কর্মধারয়
  4. দ্বিগু

উত্তর – 1. তৎপুরুষ

15. কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে –

  1. পূর্বপদের অর্থের
  2. পরপদের অর্থের
  3. উভয়পদের
  4. ভিন্ন অর্থ সমস্ত পদের

উত্তর – 2. পরপদের অর্থের

16. ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গররাজি – নিম্নরেখ পদটি কোন্ সমাসের উদাহরণ?

  1. অব্যয়ীভাব
  2. বহুব্রীহি
  3. নঞৎপুরুষ
  4. কর্মধারয়

উত্তর – 3. নঞৎপুরুষ

17. দুটি নল যার = দোনলা -এর সমাস হল –

  1. দ্বিগু
  2. অব্যয়ীভাব
  3. তৎপুরুষ
  4. এগুলির কোনোটিই নয়

উত্তর – 4. এগুলির কোনোটিই নয়

18. ‘হিংসার বিপরীত’ -এর সমাসবদ্ধ পদ হল –

  1. অহিংসা
  2. হিংসাত্মক
  3. প্রতিহিংসা
  4. হিংসাহীন

উত্তর – 3. প্রতিহিংসা

19. যে সমাসের ব্যাসবাক্য গঠনে অন্য পদের আশ্রয় নিতে হয়, তাকে বলে –

  1. দ্বিগু সমাস
  2. তৎপুরুষ সমাস
  3. দ্বন্দ্ব সমাস
  4. নিত্য সমাস

উত্তর – 4. নিত্য সমাস

20. যে সমাসে পূর্বপদের বিভক্তি বা অনুসর্গ লোপ পায় না, তাকে বলে –

  1. নিত্য সমাস
  2. বাক্যাশ্রয়ী সমাস
  3. অলোপ সমাস
  4. দ্বন্দ্ব সমাস

উত্তর – 3. অলোপ সমাস

21. বাংলায় সমাস মূলত –

  1. ছয় প্রকার
  2. আট প্রকার
  3. পাঁচ প্রকার
  4. নয় প্রকার

উত্তর – 1. ছয় প্রকার

22. উভয় পদের অর্থ প্রাধান্য পায় –

  1. দ্বন্দ্ব সমাসে
  2. দ্বিগু সমাসে
  3. নিত্য সমাসে
  4. বহুব্রীহি সমাসে

উত্তর – 1. দ্বন্দ্ব সমাসে

23. সমাসবদ্ধ পদে নতুন অর্থ সৃষ্টি করে –

  1. তৎপুরুষ সমাসে
  2. কর্মধারয় সমাসে
  3. দ্বিগু সমাসে
  4. বহুব্রীহি সমাসে

উত্তর – 4. বহুব্রীহি সমাসে

24. সমস্তপদে ‘কে’ বিভক্তি লোপ পায় –

  1. সম্বন্ধ তৎপুরুষে
  2. উপপদ তৎপুরুষে
  3. কর্ম তৎপুরুষে
  4. অপাদান তৎপুরুষে

উত্তর – 3. কর্ম তৎপুরুষে

25. দ্বিগু সমাসে –

  1. পূর্বপদের অর্থ প্রাধান্য পায়
  2. পরপদের অর্থ প্রাধান্য পায়
  3. উভয় পদের অর্থ প্রাধান্য পায়
  4. নতুন অর্থ তৈরি করে

উত্তর – 2. পরপদের অর্থ প্রাধান্য পায়

26. ত্রিভুবনের সমাহার এর সমাস হল –

  1. অব্যয়ীভাব
  2. দ্বিগু
  3. সমানাধিকরণ বহুব্রীহি
  4. কর্মধারয়

উত্তর – 2. দ্বিগু
 
27. ‘ক্ষণে ক্ষণে’ -এর সমাসবদ্ধ পদ হল –

  1. প্রতিক্ষণ
  2. কিছুক্ষণ
  3. অনুক্ষণে
  4. ক্ষনেক

উত্তর – 1. প্রতিক্ষণ

28. ছাত্রের নিমিত্ত আবাস – এই ব্যাসবাক্যটি হল-

  1. করণ তৎপুরুষ
  2. নিমিত্ত তৎপুরুষ
  3. অপাদান তৎপুরুষ
  4. অধিকরণ তৎপুরুষ

উত্তর – 2. নিমিত্ত তৎপুরুষ

29. ‘মর্মে আহত’ – এটি যে সমাসের উদাহরণ, তা হল –

  1. কর্ম তৎপুরুষ
  2. অধিকররণ তৎপুরুষ
  3. সম্বন্ধ তৎপুরুষ
  4. করণ তৎপুরুষ

উত্তর – 2. অধিকরণ তৎপুরুষ

30. দরিয়ার মাঝ – এটি হল –

  1. সম্বন্ধ তৎপুরুষ
  2. অধিকরণ তৎপুরুষ
  3. কর্ম তৎপুরুষ
  4. অপাদান তৎপুরুষ

উত্তর – 1. সম্বন্ধ তৎপুরুষ

31. কৃদন্ত পদের পূর্ববর্তী নামপদকে বলে –

  1. উপমান
  2. উপমিত
  3. উপপদ
  4. বিশেষণ পদ

উত্তর – 3. উপপদ

32. পূর্বপদ ও পরপদের বিভক্তি ভিন্ন হলে হয় –

  1. সমানাধিকরণ ব্রব্রীহি
  2. ব্যধিকরণ বহুব্রীহি
  3. ব্যতিহার বহুব্রীহি
  4. সহার্থক বহুব্রীহি

উত্তর – 2. ব্যধিকরণ বহুব্রীহি

33. যে বহুব্রীহি সমাসে পরস্পরের মধ্যে একই কাজ বোঝায়, তা হল –

  1. সমানাধিকরণ বহুব্রীহি
  2. সহার্থক বস্ত্রীহি
  3. ব্যধিকরণ বহুব্রীহি
  4. ব্যতিহার বহুব্রীহি

উত্তর – 4. ব্যতিহার বহুব্রীহি

34. পুত্রের সহিত বর্তমান – ব্যাসবাক্যটির সমাস হ’ল –

  1. ব্যধিকরণ বহুব্রীহি
  2. ব্যতিহার বহুব্রীহী
  3. সহার্থক বহুব্রীহি
  4. সমানাধিকরণ বস্ত্রীহি

উত্তর – 3. সহার্থক বহুব্রীহি

35. নাই কলঙ্ক যার নিষ্কলঙ্ক – উদাহরণটির সমাস হল –

  1. দ্বিগু
  2. তৎপুরুষ
  3. অব্যয়ীভাব
  4. এগুলির কোনোটিই নয়

উত্তর – 4. এগুলির কোনোটিই নয়

36. উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস তা হল –

  1. উপমিত কর্মধারয়
  2. উপমান কর্মধারয়
  3. উপপদ কর্মধারয়
  4. উপপদ তৎপুরুষ

উত্তর – 3. উপপদ কর্মধারয়

37. পূর্বপদ উপমেয় এবং পরপদ সাধারণ ধর্মবাচক শব্দ হলে, হয় –

  1. উপমিত কর্মধারয়
  2. উপমান কর্মধারয়
  3. রূপক কর্মধারয়
  4. উপপদ তৎপুরুষ

উত্তর – 2. উপমিত কর্মধারয়

38. পূর্বপদ উপমেয় পরপদ উপমান হলে, তা হবে –

  1. উপমিত কর্মধারয়
  2. উপমান কর্মধারয়
  3. রূপক কর্মধারায়
  4. উপপদ তৎপুরুষ

উত্তর – 2. উপমিত কর্মধারয়

39. যে সমাসে উপমেয় ও উপমানের অভেদ কল্পনা করা হয়, তা হল –

  1. উপমিত কর্মধারয়
  2. উপমেয় কর্মধারয়
  3. রূপক কর্মধারয়
  4. মধ্যপদলোপী কর্মধারয়

উত্তর – 3. রূপক কর্মধারয়

40. সমাস কথাটির অর্থ হল –

  1. সংক্ষিপ্তকরণ
  2. সারসংক্ষেপ
  3. সম্মেলন
  4. সরাসরি

উত্তর – 1. সংক্ষিপ্তকরণ

41. দুই বা তার বেশি পদকে একপদে পরিণত করাকে বলে –

  1. বিভক্তি
  2. সন্ধি
  3. সমাস
  4. প্রত্যয়

উত্তর – 3. সমাস

42. যে সকল পদের যোগে সমাস তৈরি হয় তাদের বলে –

  1. সমস্যমান পদ
  2. পূর্বপদ
  3. উত্তর পদ
  4. সমস্তপদ

উত্তর – 1. সমস্যমান পদ

43. পূর্বপদ ও উত্তরপদের মিলনে যে পদ পাওয়া যায় তা হল –

  1. সমস্যমান পদ
  2. ব্যাসবাক্য
  3. সন্ধি
  4. সমস্তপদ

উত্তর – 4. সমস্তপদ

বাক্য

1. ‘আই.পি.এল শুরু হল, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে।’ – গঠন অনুসারে বাক্যটি –

  1. সরল বাক্য
  2. জটিল বাক্য
  3. যৌগিক বাক্য
  4. মিশ্র বাক্য

উত্তর – 4. মিশ্র বাক্য

2. নির্দেশক বাক্যের একটি শ্রেণি হল –

  1. প্রশ্নবাচক বাক্য
  2. শর্তসাপেক্ষ বাক্য
  3. সন্দেহবাচক বাক্য
  4. নঞর্থক বাক্য

উত্তর – 4. নঞর্থক বাক্য

3. ‘তোরা সব জয়ধ্বনি কর’ – এটা কী জাতীয় বাক্য –

  1. নির্দেশক বাক্য
  2. অনুজ্ঞাসূচক বাক্য
  3. আবেগসূচক বাক্য
  4. প্রার্থনাসূচক বাক্য

উত্তর – 2. অনুজ্ঞাসূচক বাক্য

4. আজকের সকালটা বেশ কাটল-গঠনগত দিক দিয়ে বাক্যটি হল –

  1. সরল বাক্য
  2. যৌগিক বাক্য
  3. জটিল বাক্য
  4. মিশ্র বাক্য

উত্তর – 1. সরল বাক্য

5. ‘বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না’ – এটি কী ধরনের বাক্য? –

  1. অনুজ্ঞাসূচক বাক্য
  2. বিস্ময়সূচক বাক্য
  3. নির্দেশক বাক্য
  4. প্রশ্নবোধক বাক্য

উত্তরা – 1. অনুজ্ঞাসূচক বাক্য

6. ‘আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এককণা ধূলি।’ – এটি কোন্ শ্রেণির বাক্য? –

  1. সরল বাক্য
  2. যৌগিক বাক্য
  3. জটিল বাক্য
  4. মিশ্র বাক্য

উত্তর – 2. যৌগিক বাক্য

7. ‘আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরীতকী ঘষত।’ – বাক্যটি কোন্ শ্রেণির? –

  1. জটিল বাক্য
  2. যৌগিক বাক্য
  3. সরল বাক্য
  4. মিশ্র বাক্য

উত্তর – 1. জটিল বাক্য

8. বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে – অর্থগত দিক থেকে এটি –

  1. না-সূচক বাক্য
  2. সন্দেহবাচক বাক্য
  3. প্রশ্নবাচক বাক্য
  4. প্রার্থনাসূচক বাক্য

উত্তর – 3. প্রশ্নবাচক বাক্য

9. হায়, তোমার এমন দশা কে করলে। – এটি কী ধরনের বাক্য-

  1. অনুজ্ঞাসূচক বাক্য
  2. বিস্ময়সূচক বাক্য
  3. নির্দেশক বাক্য
  4. প্রশ্নবোধক বাক্য

উত্তর – 2. বিস্ময়সূচক বাক্য

10. বয়স ত্রিশ-বত্রিশের অধিক নয়, কিন্তু ভারি রোগা দেখাইল। – এটি কোন্ শ্রেণির বাক্য? –

  1. সরল বাক্য
  2. মিশ্র বাক্য
  3. জটিল বাক্য
  4. যৌগিক বাক্য

উত্তর – 4. যৌগিক বাক্য

11. রবীন্দ্রনাথ ঠাকুর ‘গীতাঞ্জলি’ লিখে নোবেল পুরস্কার পান – এই বাক্যের নিম্নরেখ অংশটি হল –

  1. উদ্দেশ্য
  2. উদ্দেশ্যের সম্প্রসারক
  3. বিধেয়
  4. বিধেয়র সম্প্রসারক

উত্তর – 2. বিধেয়

12. “এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল” – বাক্যটি কোন্ শ্রেণির? –

  1. সরল বাক্য
  2. যৌগিক বাক্য
  3. জটিল বাক্য
  4. মিশ্র বাক্য

উত্তর – 1. সরল বাক্য

13. যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে, তাকে বলা হয় –

  1. অনুজ্ঞাসূচক বাক্য
  2. নির্দেশক বাক্য
  3. আবেগসূচক বাক্য
  4. প্রশ্নবোধক বাক্য

উত্তর – 2. নির্দেশক বাক্য

14. বাক্যের ভাব প্রকাশের ক্ষমতাকে বলে –

  1. যোগ্যতা
  2. আকাঙ্ক্ষা
  3. আসত্তি
  4. এগুলির কোনোটি নয়

উত্তর – 2. আকাঙ্ক্ষা

15. বাক্যের খন্ড অংশ শোনার পর আগ্রহ তৈরিকে বলে –

  1. আসত্তি
  2. আকাঙ্ক্ষা
  3. যোগ্যতা
  4. এগুলির কোনোটি নয়

উত্তর – 2. আকাঙ্ক্ষা

16. উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাই –

  1. সম্প্রসারক
  2. বিধেয়
  3. পদণ্ডচ্ছ
  4. পদ

উত্তর – 2. বিধেয়

17. যে বাক্যে বিবৃতি প্রকাশ করে তাকে বলে –

  1. নির্দেশক বাক্য
  2. ইতিবাচক বাক্য
  3. নেতিবাচক বাক্য
  4. বিস্ময়বাচক বাক্য

উত্তর – 1. নির্দেশক বাক্য

18. যে বাক্যের উত্তর হ্যাঁ/না সেখানে হয় –

  1. ‘কী’
  2. ‘কি’
  3. উভয়ই
  4. এগুলির কোনোটিই নয়

উত্তর – 2. ‘কি’

19. যে বাক্যের অর্থ না-বাচক তাকে বলে –

  1. অস্ত্যর্থক বাক্য
  2. নঞর্থক বাক্য
  3. সদর্থক বাক্য
  4. ইতিবাচক বাক্য

উত্তর – 2. নঞর্থক বাক্য

20. যোগ্যতা, আকাঙ্ক্ষা ও আসত্তি –

  1. পদের বৈশিষ্ট্য
  2. বাক্যের বৈশিষ্ট্য
  3. উদ্দেশ্যের বৈশিষ্ট্য
  4. বিধেয়ের বৈশিষ্ট্য

উত্তর – 2. বাক্যের বৈশিষ্ট্য

21. বাক্যের যথাযথ পদ বিন্যাসকে বলে –

  1. যোগ্যতা
  2. আসত্তি
  3. আকাঙ্ক্ষা
  4. এগুলির কোনোটি নয়

উত্তর – 2. আসত্তি

22. বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলে –

  1. বিধেয়
  2. পদ
  3. উদ্দেশ্য
  4. বিভক্তি

উত্তর – 3. উদ্দেশ্য

বাচ্য

1. ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় –

  1. কর্তৃবাচ্যে
  2. কর্মবাচ্যে
  3. ভাববাচ্যে
  4. কর্মকর্তৃবাচ্যে

উত্তর – 1. কর্তৃবাচ্যে

2. ‘কাল থেকে সে আনন্দ করছে।’ – ‘কাল থেকে তার আনন্দ করা হচ্ছে।’ এখানে যে বাচ্যান্তর ঘটেছে তা হল –

  1. কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য
  2. ভাববাচ্য থেকে কর্মবাচ্য
  3. কর্মবাচ্য থেকে ভাববাচ্য
  4. কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য

উত্তর – 1. কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য অথবা, 4. কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য

3. ‘মহাশয়ের কী করা হয়’ – এটি কোন্ বাচ্যের দৃষ্টান্ত? –

  1. কর্তৃবাচ্য
  2. ভাববাচ্য
  3. কর্মবাচ্য
  4. কর্মকর্তৃবাচ্য

উত্তর – 2. ভাববাচ্য

4. যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয়, তাকে বলে –

  1. কর্মবাচ্য
  2. কর্তৃবাচ্য
  3. কর্মকর্তৃবাচ্য
  4. ভাববাচ্য

উত্তর – 3. কর্মকর্তৃবাচ্য

5. ‘জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান’ – বাক্যটির ভাববাচ্যের রূপ হ’ল –

  1. জগদীশবাবুর সিঁড়ি ধরে নামা হয়
  2. জগদীশবাবুর দ্বারা সিঁড়ি ধরে নামা হয়
  3. জগদীশবাবু সিঁড়ি ধরে নামেন
  4. জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে আসেন

উত্তর – 1. জগদীশবাবুর সিঁড়ি ধরে নামা হয়

6. ‘নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে’ – এটি কোন্ বাচ্যের উদাহরণ –

  1. কর্মবাচ্য
  2. কর্তৃবাচ্য
  3. ভাববাচ্য
  4. কর্ম-কর্তৃবাচ্য

উত্তর – 2. কর্তৃবাচ্য

7. ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় –

  1. কর্তৃবাচ্যে
  2. ভাববাচ্যে
  3. কর্মবাচ্যে
  4. কর্ম-কর্তৃবাচ্যে

উত্তর – 2. ভাববাচ্যে

8. তাকে টিকিট কিনতে হয়নি – বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হল –

  1. তার টিকিট কেনা হয়নি
  2. তিনি টিকিট কেনেননি
  3. তাঁর দ্বারা টিকিট ক্রীত হয়নি
  4. তিনি বিনা টিকিটে চলেছেন

উত্তর – 2. তিনি টিকিট কেনেননি

9. যে বাক্যে কর্ম কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে –

  1. কর্মবাচ্য
  2. কর্তৃবাচ্য
  3. ভাববাচ্য
  4. কর্মকর্তৃবাচ্য

উত্তর – 4. কর্মকর্তৃবাচ্য

10. “পাঁচদিন নদীকে দেখা হয় নাই” – এটি কোন্ বাচ্যের উদাহরণ? –

  1. কর্তৃবাচ্য
  2. ভাববাচ্য
  3. কর্মবাচ্য
  4. কর্মকর্তৃবাচ্য

উত্তর – 1. কর্তৃবাচ্য

11. কর্মবাচ্যের ক্রিয়াটি হয় –

  1. অকর্মক ক্রিয়া
  2. সকর্মক ক্রিয়া
  3. যৌগিক ক্রিয়া
  4. মৌলিক ক্রিয়া

উত্তর – 2. সকর্মক ক্রিয়া

12. ভাববাচ্যের ক্রিয়াটি হয় –

  1. সকর্মক
  2. অকর্মক
  3. গৌণকর্ম
  4. মুখ্য কর্ম

উত্তর – 2. অকর্মক

13. কর্তা অনুক্ত এবং কর্মই কর্তারূপে প্রাধান্য পায়। তাকে বলে –

  1. কর্মবাচ্য
  2. কর্ম-কর্তৃবাচ্য
  3. কর্তৃবাচ্য
  4. ভাববাচ্য

উত্তর – 2. কর্ম-কর্তৃবাচ্য

14. বাংলায় সাধারণত বাচ্য –

  1. দুইপ্রকার
  2. চারপ্রকার
  3. পাঁচপ্রকার
  4. ছয়প্রকার

উত্তর – 2. চারপ্রকার

15. বাচনরীতির রূপভেদকে বলা হয় –

  1. বাক্য
  2. উদ্দেশ্য
  3. বিধেয়
  4. বাচ্য

উত্তর – 4. বাচ্য

16. ‘কলকাতায় তিনি জন্মগ্রহণ করেছেন’ – এই উদাহরণটি হল –

  1. কর্তৃবাচ্যের
  2. কর্মবাচ্যের
  3. ভাববাচ্যের
  4. কর্ম-কর্তৃবাচ্যের

উত্তর – 1. কর্তৃবাচ্যের

17. ‘একটা গল্প বলা হয়েছে’ – এই উদাহরণটি হল –

  1. কর্তৃবাচ্যের
  2. কর্ম-কর্তৃবাচ্যের
  3. ভাববাচ্যের
  4. কর্মবাচ্যের

উত্তর – 4. কর্মবাচ্যের

18. কর্তার প্রাধান্য থাকে –

  1. কর্তৃবাচ্যে
  2. কর্মবাচ্যে
  3. ভাববাচ্যে
  4. কর্ম-কর্তৃবাচ্যে

উত্তর – 1. কর্তৃবাচ্যে

19. ভাববাচ্যে প্রাধান্য থাকে –

  1. কর্তার
  2. কর্মের
  3. বাক্যের
  4. ক্রিয়ার

উত্তর – 4. ক্রিয়ার

20. কর্মবাচ্যে প্রাধান্য থাকে –

  1. ক্রিয়ার
  2. কর্মের
  3. কর্তার
  4. কর্ম-কর্তৃর

উত্তর – 2. কর্মের

21. ‘দ্বারা’, ‘কর্তৃক’ – ইত্যাদি অনুসর্গ প্রয়োগ হয় –

  1. কর্তৃবাচ্যে
  2. কর্মবাচ্যে
  3. ভাববাচ্যে
  4. কর্ম-কর্তৃবাচ্যে

উত্তর – 2. কর্মবাচ্যে

22. ‘এ কথা আমার জানা আছে’ – এই উদাহরণটি হল –

  1. ভাববাচ্যের
  2. কর্মবাচ্যের
  3. কর্তৃবাচ্যের
  4. কর্ম-কর্তৃবাচ্যের

উত্তর – 2. কর্মবাচ্যের

23. ‘মন্দিরে শঙ্খ বাজে’ – উদাহরণটি হল –

  1. কর্মবাচ্যের
  2. কর্ম-কর্তৃবাচ্যের
  3. কর্তৃবাচ্যের
  4. ভাববাচ্যের

উত্তর – 2. কর্ম-কর্তৃবাচ্যের

24. ‘এ বাড়িতে কখন আসা হবে?’ – উদাহরণটি হল –

  1. কর্ম-কর্তৃবাচ্যের
  2. ভাববাচ্যের
  3. কর্তৃবাচ্যে
  4. ভাববাচ্যে

উত্তর – 2. ভাববাচ্যের


2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের বাংলা বিষয়ের MCQ প্রশ্নের সাজেশন এখানেই শেষ হলো। এই প্রশ্নগুলি তোমাদের কতটা সাহায্য করলো বা অন্য কোনো বিষয়ের সাজেশন প্রয়োজন কিনা, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না!

এছাড়াও, টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারেন—আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।

Please Share This Article

Related Posts

Madhyamik Bengali Suggestion 2026 - সংক্ষিপ্ত প্রশ্ন

Madhyamik Bengali Suggestion 2026 – সংক্ষিপ্ত প্রশ্ন

Madhyamik Bengali Suggestion 2026 - অতিসংক্ষিপ্ত প্রশ্ন

Madhyamik Bengali Suggestion 2026 – অতিসংক্ষিপ্ত প্রশ্ন

Madhyamik Geography Suggestion 2026

Madhyamik Geography Suggestion 2026

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik Bengali Suggestion 2026 – সংক্ষিপ্ত প্রশ্ন

Madhyamik Bengali Suggestion 2026 – অতিসংক্ষিপ্ত প্রশ্ন

Madhyamik Bengali MCQ Suggestion 2026

Madhyamik Geography Suggestion 2026

Madhyamik Geography Suggestion 2026 – Map Pointing