Madhyamik Bengali Suggestion 2026 – চলিত গদ্যে বঙ্গানুবাদ

Rahul

এই আর্টিকেলে আমরা WBBSE বোর্ডের 2026 সালের মাধ্যমিক বাংলা বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করবো। এখানে দেওয়া চলিত গদ্যে বঙ্গানুবাদ আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Madhyamik Bengali Suggestion 2026 – চলিত গদ্যে বঙ্গানুবাদ

Madhyamik Bengali Suggestion 2026 – চলিত গদ্যে বঙ্গানুবাদ

1. It is very difficult to get rid of bad habits. So we should be very careful that we do not get into bad habits in our childhood. Idleness is one such bad habit. Every boy and girl should be diligent.

বঙ্গানুবাদ – খারাপ অভ্যাস থেকে মুক্ত হওয়া অত্যন্ত কঠিন। কাজেই আমাদের সতর্ক হওয়া উচিত যে আমরা যেন আমাদের ছেলেবেলাতে খারাপ কোনো অভ্যাসের বশে না আসি। অলসতা এমনই একটি কু-অভ্যাস। প্রত্যেকটি ছেলে মেয়ের পরিশ্রমী হওয়া উচিত।

2. Newspaper reading has become an essential part of our life. As we get up in the morning we wait eagerly for a daily paper. Twentieth Century was an age of newspapers. Through Newspapers we gather information about different countries of the world.

বঙ্গানুবাদ – সংবাদপত্র পাঠ আমাদের জীবনের অত্যাবশ্যকীয় অঙ্গ হয়ে উঠেছে। প্রতিদিন সকালে আমরা যখন ঘুম থেকে উঠি তখনই একটি দৈনিক সংবাদপত্রের জন্য সাগ্রহে অপেক্ষা করি। বিংশ শতাব্দী ছিল সংবাদপত্রের যুগ। সংবাদপত্রের মাধ্যমে আমরা বিশ্বের ভিন্ন ভিন্ন দেশের সম্বন্ধে তথ্য সংগ্রহ করি।

3. Home is the first school where the child learns his first lesson. He sees, hears and begins to learn at home. It is home that builds his character. In a good home honest and healthy men are made. Bad influence at hoem spoils a child.

বঙ্গানুবাদ – গৃহই প্রথম বিদ্যালয় যেখানে শিশু তার প্রথম পাঠ গ্রহণ করে। সে দেখে, শোনে এবং গৃহে শিক্ষালাভ করতে শুরু করে। গৃহই তার চরিত্রগঠন করে। সুগৃহে সৎ এবং সুস্থ মানুষের সৃষ্টি হয়। গৃহের কুপ্রভাব শিশুকে নষ্ট করে দেয়।

4. One day a fox was going beside the vine yard. He saw the ripe grapes hanging from a vine. he jumped but did not reach it. Because they were beyond his reach.

বঙ্গানুবাদ – একদিন একটা শিয়াল একটা আঙুর খেতের পাশ দিয়ে যাচ্ছিল। সে দেখেছিল যে, একটা গাছ থেকে পাকা আঙুর ঝুলছে। শিয়ালটি লাফিয়েছিল কিন্তু তার নাগাল পায়নি। কারণ সেগুলি তার আয়ত্তের বাইরে ছিল।

5. The teachers are regarded as the backbone of the society. They build the future citizens of country. They love students as their children. The teachers always encourage and inspire us to the good and great in life.

বঙ্গানুবাদ – শিক্ষকদের সমাজের মেরুদন্ড বলা হয়। তাঁরা দেশের ভবিষ্যৎ নাগরিকদের তৈরি করেন। তাঁরা ছাত্রদের ভালোবাসেন নিজের সন্তানের মতো। শিক্ষকরা সবসময়ই আমাদের মহৎ মানুষ হওয়ার জন্য উৎসাহ ও প্রেরণা দান করেন।

6. One day a dog stole a piece of meat from a butcher shop. He was crossing over a bridge. Suddenly, he saw his own shadow in the water. He thought that there is another dog and he had a bigger piece of meat.

বঙ্গানুবাদ – একদিন একটা কুকুর মাংসের দোকান থেকে একটুকরো মাংস চুরি করল। সে একটা সেতু পেরিয়ে যাচ্ছিল। হঠাৎ, সে জলের মধ্যে তার প্রতিবিম্ব দেখতে পেল। সে ভেবেছিল অন্য কুকুরটা তার চেয়ে বড়ো মাংসের টুকরো নিয়ে যাচ্ছে।

7. Student life is the stage of preparation for future. This is the most important period of life. A student is young today. But he will be a man tomorrow. He has different duties. He should perform them well. As a student, his first duty is to study and learn. He should be careful to his lessons.

বঙ্গানুবাদ – ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার একটি পর্যায় হল ছাত্রজীবন। এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। যে ছাত্র আজ তরুণ, আগামীকাল সে পরিণত হবে পূর্ণ মানবে। তার নানা কর্তব্য। সেইসব কর্তব্য তাকে সুষ্ঠুভাবে পালন করতে হবে। ছাত্র হিসাবে তার প্রথম কাজ অধ্যয়ন ও শিক্ষাগ্রহণ। পাঠ্য বিষয়ের প্রতি তাকে যত্নবান হতে হবে।

8. Last saturday was a memorable day in my life. I went to the river for taking my bath as ususal. The bathing ghat was not crowded then. Only two boys were bathing in the river at the time. Suddenly one of them fell in deep water and he cried out for help. Hearing that I was puzzled for a few seconds. Then I tried to help him.

বঙ্গানুবাদ – গত শনিবার ছিল আমার জীবনের একটি স্মরণীয় দিন। আমি যথারীতি নদীতে স্নান করতে গিয়েছিলাম। স্নানের ঘাট তখন জনাকীর্ণ ছিল না। সেই সময় মাত্র দুজন বালক নদীতে স্নান করছিল। হঠাৎ তাদের মধ্যে একজন গভীর জলে পড়ে গেল এবং সাহায্যের জন্য চিৎকার করে উঠল। চিৎকার শুনে আমি কয়েক মুহূর্তের জন্য কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলাম। তারপর আমি তাকে সাহায্য করার চেষ্টা করলাম।

9. Man is social animal. He cannot live alone. No person can be happy without having sincere friends. But selfish persons fail to make real friendship. Because to get love, you must give love in return

বঙ্গানুবাদ – মানুষ সামাজিক জীব। সে একা বাঁচতে পারে না। অন্তরঙ্গ বন্ধু ছাড়া কোনো মানুষ সুখী হতে পারে না। কিন্তু স্বার্থপর মানুষেরা প্রকৃত বন্ধুত্ব করতে পারে না। কারণ ভালোবাসা পেতে হলে বিনিময়ে ভালোবাসা দিতে হয়।

10. Sister Nivedita, known as Margaret Elizabeth Noble in earlier life, was born in Ireland in 1867. After finishing her education, she settled down in England in the teaching profession. During this period, she happened to meet Swami Vivekananda at a London home. Greatly attracted by his teachings, she accepted him as her Master and followed him to India for dedicating herself to the uplift of Indian women.

বঙ্গানুবাদ – ভগিনী নিবেদিতা প্রথম জীবনে মার্গারেট এলিজাবেথ নোবেল নামে পরিচিতা ছিলেন। তিনি 1867 খ্রিস্টাব্দে আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন। শিক্ষা শেষ করে তিনি শিক্ষকতার বৃত্তি গ্রহণ করে ইংল্যান্ডে বসবাস করতে থাকেন। এই সময়ে লন্ডনের একটি বাড়িতে স্বামী বিবেকানন্দের সঙ্গে তাঁর হঠাৎ সাক্ষাৎ হয়েছিল। তাঁর উপদেশে গভীরভাবে আকৃষ্ট হয়ে তিনি তাঁকে গুরু হিসাবে বরণ করেন এবং ভারতের মহিলাদের উন্নয়নের ব্রতে নিজেকে উৎসর্গ করার জন্য বিবেকানন্দকে অনুসরণ করে ভারতে চলে আসেন।

11. Crusoe went down on his knees and prayed to God for help. Suddenly the wind blew freshly towards the coast, and he found, to his great joy, that another current was taking him back to the island. In a few hours he was able to reach the coast. He thanked God for bringing him back safely.

বঙ্গানুবাদ – ক্রুশো নতজানু হলেন এবং সাহায্যের জন্য ভগবানের কাছে প্রার্থনা করলেন। হঠাৎ উপকূলের দিকে বাতাস বইতে শুরু করল। তিনি খুব আনন্দের সঙ্গে লক্ষ করলেন যে, আর-একটা স্রোত তাঁকে দ্বীপের দিকে ফিরিয়ে নিয়ে চলছে। কয়েক ঘণ্টার মধ্যে তিনি দ্বীপে পৌঁছোতে সক্ষম হলেন। নিরাপদে ফিরিয়ে আনার জন্য তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানালেন।

12. Honesty is a great virtue. If you do not deceive others, if you do not tell a lie, if you are strictly just and fair in your dealings with otheres, you are an honest man. Honesty is the best policy. An honest person is respected by all. None can prosper in Ifie if he is not honest.

বঙ্গানুবাদ – সততা একটি মহৎ গুণ। তুমি যদি অন্যকে প্রতারণা না করো, মিথ্যা না বলো, অপরের সঙ্গে যথার্থ ন্যায়সংগত ও নিরপেক্ষ আচরণ করো, তাহলে তুমি সৎ ব্যক্তি। সততাই শ্রেষ্ঠ পন্থা। সজ্জনকে সকলেই সম্মান করে। সৎ না হলে কেউই জীবনে উন্নতি করতে পারে না।

13. Many in the world earn money, but not all know to use it propertly. Chittaranjan Das made a good use of his immense earnings with his own hand. He thought that the people in general had a share in the money he earned. He loved secret charity. If anybody praised him for this he felt rather ashamed and sorry too. He was the helper of the helpless and friend of the distresed and considered himself fortunate if he could give anything to anyone.

বঙ্গানুবাদ – পৃথিবীতে অনেকেই অর্থ উপার্জন করেন, কিন্তু সকলেই তার সদব্যবহার করতে জানেন না। চিত্তরঞ্জন দাশ যে বিপুল অর্থ উপার্জন করেছিলেন, তা তিনি নিজের হাতে সদ্ব্যবহার করে গেছেন। তিনি ভাবতেন, তিনি যা আয় করেছেন, তাতে সাধারণ মানুষের অংশ রয়েছে। তিনি গোপনে দান করতে ভালোবাসতেন। এই দানের কারণে কেউ যদি তাঁর প্রশংসা করত তিনি লজ্জিত ও দুঃখিত হতেন। তিনি ছিলেন অসহায়ের সহায় ও বিপদের বন্ধু। কাউকে কিছু দিতে পারলে তিনি নিজেকে ভাগ্যবান মনে করতেন।

14. Words have a lot of power. They can help or hurt, bless or curse. Unkind words do a lot of harm, kind words to a lot of good. We can spoil a friend’s happiness by an unkind word, but cheer up a sad heart with a kind word, which costs nothing. A kind word is often more welcome than a costly present.

বঙ্গানুবাদ – কথার শক্তি অনন্ত। কথা সাহায্য করতে পারে, আবার আঘাতও দিতে পারে। পারে আশীর্বাদ করতে অথবা অভিশাপ দিতেও। নিষ্ঠুর কথা অনেক ক্ষতি করে, কিন্তু মধুর কথা প্রভূত উপকারসাধন করে থাকে। আমরা সামান্য কঠিন কথায় বন্ধুর সুখ-শান্তি নষ্ট করতে পারি; কিন্তু মধুর কথায় আমরা কোনো বিষণ্ণ হৃদয়কে উৎফুল্ল করে তুলতে পারি। যার জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না। একটি মধুর কথা অধিকাংশ ক্ষেত্রেই মূল্যবান উপহারের থেকে বরণীয়।

15. Our life is short. But we have to do many things. Human life is nothing but a collection of moments. So we must not spend a single moment in vain. To kill (waste) time is to shorten life. Time and tide wait for none.

বঙ্গানুবাদ – আমাদের জীবনের স্থায়িত্বকাল খুবই অল্প। কিন্তু আমাদের অনেক কিছু করার আছে। মানবজীবন হল কয়েক মুহূর্তের সংকলনমাত্র। সুতরাং, আমাদের একটা মুহূর্তও অযথা নষ্ট করা উচিত নয়। সময় নষ্ট করার অর্থ জীবন কালকে সংক্ষিপ্ত করে ফেলা। সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না।

16. A patriot is a man who loves his country, works for it and is willing to fight and die for it. Every soldier is bound to do his duty, but the best soldiers do more than this. They risk their lives because they love its hills and valleys, its cities and villages, its people and theuir way of life. They are willing to defend it to the last against enemies who try to conquer it and destroy it.

বঙ্গানুবাদ – সেই ব্যক্তিই প্রকৃত দেশপ্রেমিক যে তার দেশকে ভালোবাসে। দেশের জন্য সে কাজ করে, সংগ্রাম করে, এমনকি দেশের জন্য সে মৃত্যুবরণও করতে পারে। প্রত্যেক সৈনিক তার কর্তব্য পালন করতে বাধ্য, কিন্তু তারাই শ্রেষ্ঠ সৈনিক যারা এর থেকে অধিক কিছু করে। তারা জীবনের ঝুঁকি নেয়, কারণ তারা তাদের দেশের পর্বতমালা ও উপত্যকাসমূহ, দেশের নগর ও গ্রাম, সেখানে বসবাসকারী মানুষ ও তাদের জীবনযাপন পদ্ধতিকে ভালোবাসে। যেসব শত্রুপক্ষ তাদের দেশকে দখল করতে চায়, ধ্বংস করতে চায় তাদের তারা জীবন দিয়ে প্রতিরোধ করে।

17. Good books are store houses of knowledge and wisdom. Anyone who has the key can enter these storehouse and help himself. What is the key? Simply the ability to read. He who can read, can store his mind with the great thoughts of great thinkers of the world.

বঙ্গানুবাদ – ভালো বই জ্ঞান ও প্রজ্ঞার ভান্ডার। এই জ্ঞানভান্ডারের চাবিকাঠি যার কাছে আছে সেই এই অন্দরে প্রবেশ করতে পারে এবং নিজেই নিজেকে সাহায্য করতে পারে। তবে এই চাবিকাঠিটি আসলে কী? সহজ কথায় বলা যায়, পড়ার ক্ষমতা। যে পড়তে পারে, সে জগতের মহৎ চিন্তাবিদদের মহৎ চিন্তাসমূহের স্পর্শে নিজেকে সমৃদ্ধ করতে পারে।

18. We can not live without oxygen. Trees give out oxygen and keep up the level of oxygen in the air. Trees give us many others useful things. They give us Fruit, Wood, Cotton, Gum, Oil, Medicines and Spices. Forests keep the air cool and bring rain. We must save trees to save ourselves.

বঙ্গানুবাদ – আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না। গাছ অক্সিজেন দেয় এবং বাতাসে অক্সিজেনের মাত্রা ঠিক রাখে। গাছ আমাদের আরও অনেক দরকারী জিনিস দেয়। তারা আমাদের ফল, কাঠ, তুলা, আঠা, তেল, ওষুধ এবং মশলা দেয়। বন বায়ু ঠান্ডা রাখে এবং বৃষ্টি আনে। নিজেকে বাঁচাতে গাছ বাঁচাতে হবে।

19. With education, the girl child will grow up and be a better mother. She will be better able to understand the importance of her own children. Because being educated, she will be better able to guide the children.

বঙ্গানুবাদ – শিক্ষার মাধ্যমে মেয়ে শিশু বড় হয়ে উন্নত মা হবে। সে তার নিজের সন্তানদের গুরুত্ব আরও ভালোভাবে বুঝতে পারবে। কারণ শিক্ষিত হলে তিনি সন্তানদের ভালোভাবে পথ দেখাতে পারবেন।

20. Water is the most essential component of life and is vital for sustenance. The importance of water in our diet is apparent as it helps the body to perform specific metabolic tasks and regulates our body temperature. There is no doubt that water is everywhere and it is very important to our earth and the life inhabiting it. It is the key component in determining the quality of our life.

বঙ্গানুবাদ – জল জীবনের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান এবং জীবিকা নির্বাহের জন্য অত্যাবশ্যক। আমাদের খাদ্যে জলের গুরুত্ব স্পষ্ট কারণ এটি শরীরকে নির্দিষ্ট বিপাকীয় কাজ করতে সাহায্য করে এবং আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। কোন সন্দেহ নেই যে জল সর্বত্র রয়েছে এবং এটি আমাদের পৃথিবী এবং এতে বসবাসকারী জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের জীবনের মান নির্ধারণের মূল উপাদান।

21. The relation between man and trees is as old as the histroy of mankind itself. They are useful to us in many ways. They bring out rainfall and thus play a key role in the change of climatic conditions. They prevent soil erosion by bindling the soil with their roots.

বঙ্গানুবাদ – মানুষ ও গাছের সম্পর্ক মানবজাতির ইতিহাসের মতোই পুরানো। তারা অনেক উপায়ে আমাদের জন্য প্রয়োজনীয় হতে পারে। তারা বৃষ্টিপাত আনে এবং এইভাবে জলবায়ু অবস্থার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা তাদের শিকড়ের সাথে মাটি আবদ্ধ করে মাটির ক্ষয় রোধ করে।

22. Once a soldier was made a prisoner of war. After a few years the war ended and he was released. One day while he was walking near a market he saw a bird-seller with a cage full of birds for sale. The soldier bought the cage and then set all the birds free one by one. When the people around asked him about his strange behaviour he replied “I know the agony of captivity.”

বঙ্গানুবাদ – একদা এক সৈনিক যুদ্ধবন্দি হয়েছিলেন। অল্প কয়েক বছর পর যুদ্ধ শেষ হল এবং তিনি ছাড়া পেলেন। একদিন যখন তিনি একটা বাজারের কাছ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন বিক্রির জন্য খাঁচাভরা পাখিসহ একজন পাখি বিক্রেতাকে তিনি দেখতে পেলেন। সৈনিক খাঁচাটি তার কাছ থেকে কিনে নিলেন এবং তারপর একে একে সব পাখিকে মুক্ত করে দিলেন। যখন তার চারপাশের লোকজন তাঁর এই অদ্ভুত আচরণের বিষয়ে জানতে চাইল, তখন তিনি উত্তর দিলেন, “বন্দিদশার যন্ত্রণা আমি জানি।”


2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের বাংলা বিষয়ের চলিত গদ্যে বঙ্গানুবাদ -এর সাজেশন এখানেই শেষ হলো। এই প্রশ্নগুলি তোমাদের কতটা সাহায্য করলো বা অন্য কোনো বিষয়ের সাজেশন প্রয়োজন কিনা, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না!

এছাড়াও, টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারেন—আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।

Please Share This Article

Related Posts

Madhyamik Bengali Suggestion 2026

Madhyamik Bengali Suggestion 2026

Madhyamik Bengali Suggestion 2026 – প্রবন্ধ রচনা

Madhyamik Bengali Suggestion 2026 – প্রবন্ধ রচনা

Madhyamik Bengali Suggestion 2026 - প্রতিবেদন

Madhyamik Bengali Suggestion 2026 – প্রতিবেদন

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik Bengali Suggestion 2026

Madhyamik Bengali Suggestion 2026 – প্রবন্ধ রচনা

Madhyamik Bengali Suggestion 2026 – প্রতিবেদন

Madhyamik Bengali Suggestion 2026 – সংলাপ

Madhyamik Bengali Suggestion 2026 – চলিত গদ্যে বঙ্গানুবাদ