এই আর্টিকেলে আমরা WBBSE বোর্ডের 2026 সালের মাধ্যমিক ভূগোল সাজেশন নিয়ে আলোচনা করবো। এখানে দেওয়া রচনাধর্মী প্রশ্নগুলো আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও – (5 × 2 = 10)
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
1. নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও।
2. হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও।
3. মধ্যগতিতে নদীর সঞ্চয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও।
4. শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও।
5. তিনধরনের বদ্বীপ কীভাবে গঠিত হয় চিত্রসহ আলোচনা করো।
6. নিম্নগতিতে নদীর সঞ্চয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও।
বায়ুমণ্ডল
1. বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের প্রধান তিনটি কারণ ব্যাখ্যা করো।
2. শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয় তা চিত্র ও উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো।
3. বায়ুমণ্ডলে ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরগুলি আলোচনা করো।
4. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো।
5. নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ কী?
6. পৃথিবীর প্রধান প্রধান নিয়ত বায়ুপ্রবাহ সৃষ্টির কারণ চিত্রসহ ব্যাখ্যা করো।
7. ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
8. যে কোনো দুই ধরনের বৃষ্টিপাত চিত্রসহ আলোচনা করো।
9. বায়ুমণ্ডলে ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরগুলি আলোচনা করো।
10. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো।
11. নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ কী?
12. বায়ুচাপের তারতম্যের কারণ আলোচনা করো।
13. তাপমাত্রার পার্থক্যের ওপর নির্ভর করে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো।
14. গ্রীন হাউস এফেক্ট -এর প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো।
বারিমণ্ডল
1. সমুদ্রস্রোত সৃষ্টির গুরুত্বপূর্ণ কারণগুলি ব্যাখ্যা করো।
2. পৃথিবীর জলবায়ুর ওপর সমুদ্রস্রোতের প্রভাবগুলি আলোচনা করো।
3. জোয়ার-ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো।
4. উষ্ণ সমুদ্রস্রোত এবং শীতল সমুদ্রস্রোতের মধ্যে পার্থক্য লেখো।
5. জোয়ার-ভাটার সুফল ও কুফলগুলি লেখো। অথবা, জোয়ার-ভাটার ফলাফলগুলি লেখো।
ভারত: প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ
1. উত্তর এবং দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো।
2. ভারতে তুলো চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো।
3. পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্প অধিক উন্নত কেন?
4. ভারতের জনসংখ্যা বণ্টনের তারতম্যের 5টি কারণ আলোচনা করো।
5. ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো। অথবা, ভারতের উপকূলীয় সমভূমির সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, ভারতের পূর্ব উপকূলের সমভূমির পরিচয় দাও। অথবা, ভারতের পশ্চিম উপকূলের সমভূমির পরিচয় দাও।
6. ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো।
7. ভারতের ধানচাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। অথবা, ধান উৎপাদনের (Paddy Cultivation) অনুকূল পরিবেশ কী কী? অথবা, ধানচাষের উপযোগী জলবায়ু, ভূপ্রকৃতি ও মৃত্তিকা সম্বন্ধে আলোচনা করো। অথবা, গাঙ্গেয় সমভূমি অঞ্চলে ধানচাষের অনুকূল প্রাকৃতিক অবস্থাগুলি আলোচনা করো।
8. পূর্ব ভারতের লৌহ-ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো।
9. ভারতে চা-চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো।
10. ভারতে নগরায়ণের প্রধান সমস্যাগুলি আলোচনা করো।
11. ভারতের পলিমাটি ও কৃষ্ণমৃত্তিকার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
12. গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো।
13. ভারতের পশ্চিম হিমালয়ের সংক্ষিপ্ত পরিচয় দাও।
14. ভারতে নগরায়ণের কারণগুলি আলোচনা করো।
15. ভারতে মিলেটচাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।
16. জামশেদপুরে TISCO কারখানাটি গড়ে ওঠার কারণ কী?
17. ভারতের যে-কোনো দুই ধরনের স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য আলোচনা করো।
18. দাক্ষিণাত্য মালভূমির বিবরণ দাও।
19. উত্তর ভারতের সমভূমি গমচাষে উন্নত কেন?
20. ভারতের জলসেচের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো।
21. অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো।
22. ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো।
23. কফিচাষের অনুকূল পরিবেশ আলোচনা করো।
24. ভারতীয় কৃষির সমস্যা এবং ঐ সমস্যা সমাধানের উপায় কী?
2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের ভূগোল রচনাধর্মী প্রশ্নের সাজেশন এখানেই শেষ হলো। এই প্রশ্নগুলি তোমাদের কতটা সাহায্য করলো বা অন্য কোনো বিষয়ের সাজেশন প্রয়োজন কিনা, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না!
এছাড়াও, টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারেন—আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।





মন্তব্য করুন