Madhyamik Geography Suggestion 2026 – Map Pointing

Rahul

এই আর্টিকেলে আমরা WBBSE বোর্ডের 2026 সালের মাধ্যমিক ভূগোল সাজেশন নিয়ে আলোচনা করবো। এখানে দেওয়া সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নগুলো আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Madhyamik Geography Suggestion 2026 – Map Pointing

Madhyamik Geography Suggestion 2026 – Map Pointing

  1. পীরপঞ্জাল শ্রেণি,
  2. ছোটনাগপুর মালভূমি,
  3. ইন্দিরা পয়েন্ট,
  4. সর্বাধিক বৃষ্টিপাত অঞ্চল,
  5. একটি কার্পাস বয়নশিল্প কেন্দ্র,
  6. একটি কফি উৎপাদক অঞ্চল,
  7. একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র,
  8. কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার (দেরাদুন),
  9. কোলেরু হ্রদ,
  10. জামসেদপুর,
  11. উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার
  12. মৌসিনরাম
  13. ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল।

  1. লাদাখ/মেঘালয় মালভূমি,
  2. সুন্দরবনের বদ্বীপ,
  3. কোঙ্কন উপকূল,
  4. সর্বনিম্ন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল,
  5. মালাবার উপকূল/করমণ্ডল উপকূল (শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল)
  6. মান্নার উপসাগর/গোলকোন্ডা,
  7. একটি রেলইঞ্জিন উৎপাদন কেন্দ্র/চিত্তরঞ্জন,
  8. পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল/অসম,
  9. জয়পুর,
  10. গির অরণ্যাঞ্চল,
  11. তাপ্তী নদী,
  12. পক প্রণালী।

  1. 9° চ্যানেল,
  2. ব্যান্ডেল/কলকাতা (প্রধান প্রশাসনিক কেন্দ্র এবং ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর),
  3. উলার হ্রদ/কৃষ্ণা নদী,
  4. হীরাকুঁদ বাঁধ,
  5. ডিগবয় তৈল উৎপাদন অঞ্চল,
  6. নারোরা,
  7. ট্রম্বে জলবিদ্যুৎ কেন্দ্র,
  8. তারাপুর,
  9. চিল্কা হ্রদ,
  10. ডেকানট্র্যাপ,
  11. ভারতের রূঢ় (দুর্গাপুর),
  12. দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার (কোয়েম্বাটোর),
  13. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ (আনাইমুদি)।

  1. কান্ডালা বন্দর,
  2. লুনি নদী,
  3. চেন্নাই,
  4. চিরহরিৎ অরণ্যঅঞ্চল,
  5. সম্বর হ্রদ,
  6. একটি কৃষ্ণমৃত্তিকা অঞ্চল,
  7. পারাদ্বীপ,
  8. পোর্টব্লেয়ার,
  9. কাবেরি নদী,
  10. কারাকোরাম পর্বতশ্রেণি,
  11. উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল,
  12. বিশাখাপত্তনম – পূর্ব উপকূলের একটি স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর এবং একটি জাহাজ নির্মাণ কেন্দ্র,
  13. ভাকরা-নাঙ্গাল বাঁধ,
  14. উচ্চ প্রযুক্তির বন্দর (নভসেবা),
  15. কার্পাস উৎপাদক অঞ্চল।

  1. নর্মদা নদী,
  2. থর মরুভূমি,
  3. কন্যাকুমারী,
  4. গোদাবরী নদী,
  5. ভেম্বানাদ হ্রদ,
  6. কারাকোরাম পর্বতশ্রেণি,
  7. জিম করবেট জাতীয় উদ্যান,
  8. 10° চ্যানেল,
  9. শিলং (বৃষ্টিচ্ছায় অঞ্চল),
  10. জোয়ার, বাজরা রাগি উৎপাদক অঞ্চল।
Please Share This Article

Related Posts

Madhyamik Bengali Suggestion 2026 - সংক্ষিপ্ত প্রশ্ন

Madhyamik Bengali Suggestion 2026 – সংক্ষিপ্ত প্রশ্ন

Madhyamik Bengali Suggestion 2026 - অতিসংক্ষিপ্ত প্রশ্ন

Madhyamik Bengali Suggestion 2026 – অতিসংক্ষিপ্ত প্রশ্ন

Madhyamik Bengali MCQ Suggestion 2026

Madhyamik Bengali MCQ Suggestion 2026

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik Bengali Suggestion 2026 – সংক্ষিপ্ত প্রশ্ন

Madhyamik Bengali Suggestion 2026 – অতিসংক্ষিপ্ত প্রশ্ন

Madhyamik Bengali MCQ Suggestion 2026

Madhyamik Geography Suggestion 2026

Madhyamik Geography Suggestion 2026 – Map Pointing