এই আর্টিকেলে আমরা WBBSE বোর্ডের 2026 সালের মাধ্যমিক ভূগোল সাজেশন নিয়ে আলোচনা করবো। এখানে দেওয়া সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নগুলো আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Madhyamik Geography Suggestion 2026 – Map Pointing
- পীরপঞ্জাল শ্রেণি,
- ছোটনাগপুর মালভূমি,
- ইন্দিরা পয়েন্ট,
- সর্বাধিক বৃষ্টিপাত অঞ্চল,
- একটি কার্পাস বয়নশিল্প কেন্দ্র,
- একটি কফি উৎপাদক অঞ্চল,
- একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র,
- কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার (দেরাদুন),
- কোলেরু হ্রদ,
- জামসেদপুর,
- উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার
- মৌসিনরাম
- ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল।
- লাদাখ/মেঘালয় মালভূমি,
- সুন্দরবনের বদ্বীপ,
- কোঙ্কন উপকূল,
- সর্বনিম্ন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল,
- মালাবার উপকূল/করমণ্ডল উপকূল (শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল)
- মান্নার উপসাগর/গোলকোন্ডা,
- একটি রেলইঞ্জিন উৎপাদন কেন্দ্র/চিত্তরঞ্জন,
- পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল/অসম,
- জয়পুর,
- গির অরণ্যাঞ্চল,
- তাপ্তী নদী,
- পক প্রণালী।
- 9° চ্যানেল,
- ব্যান্ডেল/কলকাতা (প্রধান প্রশাসনিক কেন্দ্র এবং ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর),
- উলার হ্রদ/কৃষ্ণা নদী,
- হীরাকুঁদ বাঁধ,
- ডিগবয় তৈল উৎপাদন অঞ্চল,
- নারোরা,
- ট্রম্বে জলবিদ্যুৎ কেন্দ্র,
- তারাপুর,
- চিল্কা হ্রদ,
- ডেকানট্র্যাপ,
- ভারতের রূঢ় (দুর্গাপুর),
- দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার (কোয়েম্বাটোর),
- দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ (আনাইমুদি)।
- কান্ডালা বন্দর,
- লুনি নদী,
- চেন্নাই,
- চিরহরিৎ অরণ্যঅঞ্চল,
- সম্বর হ্রদ,
- একটি কৃষ্ণমৃত্তিকা অঞ্চল,
- পারাদ্বীপ,
- পোর্টব্লেয়ার,
- কাবেরি নদী,
- কারাকোরাম পর্বতশ্রেণি,
- উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল,
- বিশাখাপত্তনম – পূর্ব উপকূলের একটি স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর এবং একটি জাহাজ নির্মাণ কেন্দ্র,
- ভাকরা-নাঙ্গাল বাঁধ,
- উচ্চ প্রযুক্তির বন্দর (নভসেবা),
- কার্পাস উৎপাদক অঞ্চল।
- নর্মদা নদী,
- থর মরুভূমি,
- কন্যাকুমারী,
- গোদাবরী নদী,
- ভেম্বানাদ হ্রদ,
- কারাকোরাম পর্বতশ্রেণি,
- জিম করবেট জাতীয় উদ্যান,
- 10° চ্যানেল,
- শিলং (বৃষ্টিচ্ছায় অঞ্চল),
- জোয়ার, বাজরা রাগি উৎপাদক অঞ্চল।





মন্তব্য করুন