আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের সপ্তম অধ্যায় “উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র” -এর কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি
সঠিক উত্তরটি নির্বাচন করো।
‘স্যাটেলাইট’ শব্দের ফরাসি অর্থ –
- উপগ্রহ
- প্রহরী
- নজর
- দ্বাররক্ষী
উত্তর – 2. প্রহরী
একটি প্রাকৃতিক উপগ্রহ হল –
- প্লুটো
- পৃথিবী
- বৃহস্পতি
- চাঁদ
উত্তর – 4. চাঁদ
পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ হল –
- ইনস্যাট-1
- ল্যান্ডস্যাট-1
- স্পুটনিক
- আর্যভট্ট
উত্তর – 3. স্পুটনিক
ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ –
- অ্যাপোলো
- আর্যভট্ট
- ইনস্যাট-1
- স্পুটনিক
উত্তর – 2. আর্যভট্ট
ভারতের প্রথম মহাকাশচারী –
- ইউরি গ্যাগারিন
- রাকেশ শর্মা
- ভ্যালেনন্তিনা তেরেসকোভা
- কল্পনা চাওলা
উত্তর – 2. রাকেশ শর্মা
উপগ্রহ চিত্রের উন্নতি শুরু হয় –
- 1960 সাল থেকে
- 1965 সালের পর থেকে
- 1970 সালের পর থেকে
- 1947 সালের পর থেকে
উত্তর – 1. 1960 সাল থেকে
নাসা প্রেরিত প্রথম উপগ্রহের নাম হল –
- AIRS-1A
- RESOURCESAT-1
- NOAA
- TIROS-1
উত্তর – 4. TIROS-1
ভূসমলয় উপগ্রহগুলি ভূপৃষ্ঠ থেকে কত কিমি ওপরে অবস্থান করছে? –
- 600
- 6000
- 12000
- 36000
উত্তর – 4. 36000
মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তা হল –
- স্পট
- সেন্সর
- প্ল্যাটফর্ম
- ল্যান্সম্যাট
উত্তর – 3. প্ল্যাটফর্ম
ভারতের একটি ভূসমলয় উপগ্রহ হল –
- METEOSAT
- GOMS
- INSAT
- GMS
উত্তর – 3. INSAT
ভারতের মহাশূন্য থেকে ছবি তোলার কাজ শুরু হয় –
- 1970 সালে
- 1980 সালে
- 1985 সালে
- 1990 সালে
উত্তর – 4. 1990 সালে
সূর্য সমলয় উপগ্রহগুলি ভূপৃষ্ঠ থেকে যে উচ্চতায় থাকে –
- 500-700 কিমি ওপরে
- 700-900 কিমি ওপরে
- 40000 কিমি ওপরে
- 36000 কিমি ওপরে
উত্তর – 2. 700-900 কিমি ওপরে
সূর্য সমলয় উপগ্রহগুলি –
- পূর্ব থেকে পশ্চিমে ঘুরছে
- পশ্চিম থেকে পূর্বে ঘুরছে
- উত্তর থেকে দক্ষিণে ঘুরছে
- দক্ষিণ থেকে উত্তরে ঘুরছে
উত্তর – 3. উত্তর থেকে দক্ষিণে ঘুরছে
- রাতে ছবি তোলার জন্য এই যন্ত্রটি বিশেষভাবে ব্যবহার করা হয় –
- বৈদ্যুতিক ক্যামেরা
- বায়ব ক্যামেরা
- রেডার
- মাল্টিস্পেকট্রাল
উত্তর – 3. রেডার
উপগ্রহচিত্রে ছদ্মরঙে সবুজ উদ্ভিদকে যে রঙে দেখা যায় –
- লাল
- নীল
- সবুজ
- হলুদ
উত্তর – 1. লাল
ভূবৈচিত্র্যসূচক মানচিত্র আঁকা হয় –
- উপগ্রহ চিত্র থেকে
- জরিপ থেকে
- বিমান চিত্র থেকে
- কোনোটিই নয়
উত্তর – 2. জরিপ থেকে
ভারতীয় সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় –
- 1967 সালে
- 1800 সালে
- 1867 সালে
- 1767 সালে
উত্তর – 4. 1767 সালে
SPOT-1 উপগ্রহটি উৎক্ষেপণ করা হয় –
- 1978 সালে
- 1986 সালে
- 1990 সালে
- 1996 সালে
উত্তর – 2. 1986 সালে
SPOT উপগ্রহের মূল কাজ –
- আন্তর্জাতিক বাণিজ্যের জন্য
- আবহাওয়ার হালহকিকৎ জানার জন্য
- কৃষিকাজের জন্য
- শিল্পের জন্য
উত্তর – 1. আন্তর্জাতিক বাণিজ্যের জন্য
ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের আন্তর্জাতিক স্কেল –
- 1 : 1000000
- 1 : 200000
- 1 : 100000
- 1 : 50000
উত্তর – 1. 1 : 1000000
ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের দক্ষিণ এশিয়া সিরিজের স্কেল –
- 1 : 1000000
- 1 : 200000
- 1 : 100000
- 1 : 50000
উত্তর – 2. 1 : 200000
ভারত এবং প্রতিবেশী দেশগুলির ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সিরিজের স্কেল-
- 1 : 1000000
- 1 : 200000
- 1 : 100000
- 1 : 50000
উত্তর – 1. 1 : 1000000
LANDSAT-1 উপগ্রহটি ছবি তোলে ভারতের –
- বনভূমির
- মৃত্তিকা ক্ষয়ের
- সেনাবাহিনীর গতিপথের
- শত্রুপক্ষের রেডারের
উত্তর – 2. মৃত্তিকা ক্ষয়ের
মিলিয়ন শিটে (ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে) অক্ষাংশগত-দ্রাঘিমাগত বিস্তার থাকে –
- 4° × 4°
- 1° × 1°
- 30′ × 30′
- 15′ × 15′
উত্তর – 1. 4° × 4°
R.F. 1 : 50000 শিটের অক্ষাংশ-দ্রাঘিমাগত বিস্তার –
- 4° × 4°
- 1° × 1°
- 30′ × 30′
- 15′ × 15′
উত্তর – 4. 15′ × 15′
মিলিয়ন শিটে মানচিত্রের মেট্রিক স্কেল –
- 1 সেমিতে 10 কিমি
- 1 সেমিতে 2.5 কিমি
- 1 সেমিতে 1 কিমি
- 1 সেমিতে 500 মিটার
উত্তর – 1. 1 সেমিতে 10 কিমি
জাপানের ভূসমলয় উপগ্রহের নাম –
- INSAT
- NOAA
- GMS
- GSI
উত্তর – 3. GMS
অবলোহিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য থেকে পাওয়া যায় –
- বিমান চিত্র
- ভূবৈচিত্র্যসূচক মানচিত্র
- উপগ্রহ চিত্র
- বিভিন্ন স্কেল
উত্তর – 3. উপগ্রহ চিত্র
15′ × 15′ অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হল –
- 1 : 250000
- 1 : 100000
- 1 : 50000
- 1 : 25000
উত্তর – 3. 1 : 50000
একটি সানসিনক্রোনাস বা সূর্যসমতুল্যকালীন উপগ্রহের উদাহরণ –
- INSAT
- METOSAT
- GEOSAT
- IRS-Series
উত্তর – 4. IRS-Series
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)-র প্রধান কার্যালয় অবস্থিত –
- দিল্লি
- মুম্বাই
- বেঙ্গালুরু
- হায়দ্রাবাদ
উত্তর – 3. বেঙ্গালুরু
উপগ্রহ চিত্রে ব্যবহৃত হয় –
- ফলস্ কালার
- ট্রু কালার
- বাইকালার
- কোনোটিই নয়
উত্তর – 1. ফলস্ কালার
একটি মিলিয়ন শিটের মধ্যে কতগুলি ইস্টি শিট থাকতে পারে? –
- 16টি
- 32টি
- 64টি
- 256টি
উত্তর – 4. 256টি
কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে বলা হয়-
- প্ল্যাটফর্ম
- সেন্সর
- ল্যান্ডসাট
- রেডার
উত্তর – 1. প্ল্যাটফর্ম
শূন্যস্থান পূরণ করো।
INSAT-I একধরনের ___।
উত্তর – INSAT-I একধরনের উপগ্রহ।
উন্নতমানের ___ ক্যামেরা ব্যবহার করে উপগ্রহ চিত্র তোলা হয়।
উত্তর – উন্নতমানের হাইরেজোলিউশন ক্যামেরা ব্যবহার করে উপগ্রহ চিত্র তোলা হয়।
বস্তুর সংস্পর্শে না এসে দূর থেকে কোনো বস্তুর ছবি তোলাকে ___ চিত্র বলে।
উত্তর – বস্তুর সংস্পর্শে না এসে দূর থেকে কোনো বস্তুর ছবি তোলাকে দূর সংবেদন চিত্র বলে।
ভারতের ভূসমলয় উপগ্রহগুলি যে সিরিজে রয়েছে ___।
উত্তর – ভারতের ভূসমলয় উপগ্রহগুলি যে সিরিজে রয়েছে INSAT।
আন্তর্জাতিক সিরিজে দুই গোলার্ধে মোট মানচিত্রের সংখ্যা ___।
উত্তর – আন্তর্জাতিক সিরিজে দুই গোলার্ধে মোট মানচিত্রের সংখ্যা 2222টি।
মানচিত্রে তিন ধরনের স্কেল ব্যবহৃত হয়। যথা – বিবৃতিমূলক, ভগ্নাংশসূচক ও ___।
উত্তর – মানচিত্রে তিন ধরনের স্কেল ব্যবহৃত হয়। যথা – বিবৃতিমূলক, ভগ্নাংশসূচক ও লৈখিক স্কেল।
শত্রুপক্ষের রেডার, মিসাইল, সেনাবাহিনীর গতিপ্রকৃতি সম্পর্কে তথ্য ও চিত্র সরবরাহ করে ___।
উত্তর – শত্রুপক্ষের রেডার, মিসাইল, সেনাবাহিনীর গতিপ্রকৃতি সম্পর্কে তথ্য ও চিত্র সরবরাহ করে স্পাই ক্যামেরা।
পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ ___।
উত্তর – পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক।
দূর সংবেদনে প্রতিফলিত তড়িৎচুম্বকীয় তরঙ্গ উপগ্রহের ___ ধরা পড়ে।
উত্তর – দূর সংবেদনে প্রতিফলিত তড়িৎচুম্বকীয় তরঙ্গ উপগ্রহের সেন্সর-এ ধরা পড়ে।
উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে ___বলে।
উত্তর – উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে পিক্সেল বলে।
IRS এবং OCEANSAT-1 উপগ্রহটি ___পরপর ছবি তোলে।
উত্তর – IRS এবং OCEANSAT-1 উপগ্রহটি 48 ঘণ্টা পরপর ছবি তোলে।
LANDSAT উপগ্রহ একই জায়গার ছবি ___দিন পরপর পাঠায়।
উত্তর – LANDSAT উপগ্রহ একই জায়গার ছবি 18 দিন পরপর পাঠায়।
ভারতের দূর সংবেদনের পিতা বলা হয় ___ -কে।
উত্তর – ভারতের দূর সংবেদনের পিতা বলা হয় পি.আর. পিশারোটি -কে।
রিমোট সেন্সিং কথাটির অর্থ হল ___।
উত্তর – রিমোট সেন্সিং কথাটির অর্থ হল দূর সংবেদন।
Survey of India তৈরি করে ___ মানচিত্র।
উত্তর – Survey of India তৈরি করে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র।
INSAT হল একটি ___ উপগ্রহের উদাহরণ।
উত্তর – INSAT হল একটি জিওস্টেশনারি উপগ্রহের উদাহরণ।
স্পেকট্রাম বরাবর তরঙ্গদৈর্ঘ্য পরিমাপের যে একক ব্যবহার করা হয় তা হল ___।
উত্তর – স্পেকট্রাম বরাবর তরঙ্গদৈর্ঘ্য পরিমাপের যে একক ব্যবহার করা হয় তা হল মাইক্রোমিটার।
___ এবং ___ রশ্মি দূর সংবেদনে ব্যবহৃত হয় না।
উত্তর – গামা এবং এক্স রশ্মি দূর সংবেদনে ব্যবহৃত হয় না।
প্রধান দূর সংবেদনযোগ্য রশ্মি হল ___ রশ্মি।
উত্তর – প্রধান দূর সংবেদনযোগ্য রশ্মি হল অবলোহিত রশ্মি।
অতিবেগুনি রশ্মি ___ স্তর দ্বারা পুরোপুরি শোষিত হয় বলে দূর সংবেদনে ব্যবহৃত হয় না।
উত্তর – অতিবেগুনি রশ্মি ওজোন স্তর দ্বারা পুরোপুরি শোষিত হয় বলে দূর সংবেদনে ব্যবহৃত হয় না।
___ সালে ভারতে IRS সিরিজের উপগ্রহগুলির উৎক্ষেপণ শুরু হয়।
উত্তর – 1988 সালে ভারতে IRS সিরিজের উপগ্রহগুলির উৎক্ষেপণ শুরু হয়।
দূরসংবেদন ব্যবস্থায় ___ -এর ব্যবহার সবচেয়ে বেশি।
উত্তর – দূরসংবেদন ব্যবস্থায় উপগ্রহ -এর ব্যবহার সবচেয়ে বেশি।
ভারতীয় মহাকাশ গবেষণাসংস্থা ___ অবস্থিত।
উত্তর – ভারতীয় মহাকাশ গবেষণাসংস্থা বেঙ্গালুরুতে অবস্থিত।
উপগ্রহ চিত্রে বনভূমিকে ___ রঙে দেখায়।
উত্তর – উপগ্রহ চিত্রে বনভূমিকে লাল রঙে দেখায়।
R.F. শব্দের পুরো কথা হল ___।
উত্তর – R.F. শব্দের পুরো কথা হল Representative Fraction।
___ স্কেল এককবিহীন স্কেল।
উত্তর – R.F. স্কেল এককবিহীন স্কেল।
নীচের বাক্যগুলি শুদ্ধ এবং অশুদ্ধ লেখো।
যে-কোনো ভালো মানের ক্যামেরা থেকেই উপগ্রহ চিত্র পাওয়া যেতে পারে।
উত্তর – অশুদ্ধ।
দূর সংবেদন ব্যবস্থায় সবসময় সেন্সরের কাজ প্রধান।
উত্তর – শুদ্ধ।
কৃত্রিম উপগ্রহ থেকে তোলা আলোকচিত্রকেই আমরা উপগ্রহ চিত্র বলি।
উত্তর – শুদ্ধ।
ভূসমলয় উপগ্রহগুলি পৃথিবীর সঙ্গেই পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে।
উত্তর – শুদ্ধ।
ফোটোগ্রাফিক অতিবেগুনি রশ্মির সাহায্যে দূর সংবেদনের ছবি পাওয়া যায়।
উত্তর – অশুদ্ধ।
এক্স রশ্মি থেকে দূর সংবেদন সম্ভব নয়।
উত্তর – শুদ্ধ।
গামা রশ্মিকে দূর সংবেদনের প্রধান রশ্মি হিসেবে ধরা হয়।
উত্তর – অশুদ্ধ।
বেতার তরঙ্গ বিদ্যুৎ চৌম্বকীয় বর্ণালীর সবচেয়ে লম্বা তরঙ্গদৈর্ঘ্য।
উত্তর – শুদ্ধ।
লঘু তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য 100 সেমির বেশি।
উত্তর – অশুদ্ধ।
উপগ্রহ চিত্রের তুলনায় টোপো মানচিত্রের ছবি নিখুঁত হয়।
উত্তর – অশুদ্ধ।
1 : 25000 ফেলে একটি একক মানচিত্রে প্রায় 89 বর্গকিমি এলাকা দেখানো যায়।
উত্তর – শুদ্ধ।
ভারতের উপগ্রহ চিত্র কেবল হায়দ্রাবাদের দূর সংবেদন সংস্থা থেকেই প্রকাশ করা হয়।
উত্তর – শুদ্ধ।
LANDSAT উপগ্রহ থেকে ওজোনস্তরের ঘনত্ব সম্পর্কে জানা যায়।
উত্তর – অশুদ্ধ।
রেডার একটি সেন্সর।
উত্তর – শুদ্ধ।
পৃথিবী পৃষ্ঠের ওপর অবস্থিত কোনো বস্তুকে স্পর্শ না করে তার সম্পর্কে তথ্য আহরণকে দূর সংবেদন বলে।
উত্তর – শুদ্ধ।
রেডার থেকে কেবলমাত্র দিনেরবেলা ছবি তোলা যায়।
উত্তর – অশুদ্ধ।
লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য ব্যবহার করে স্বাভাবিক উদ্ভিদের মানচিত্র তৈরি করা হয়।
উত্তর – শুদ্ধ।
সাধারণত উপগ্রহ 10 দিন অন্তর অন্তর ছবি পাঠায়।
উত্তর – অশুদ্ধ।
ভারতের মালভূমি অঞ্চলের একটি টোপো মানচিত্র \(52\frac M2\)।
উত্তর – অশুদ্ধ।
সমোন্নতি রেখা টোপো মানচিত্রে বাদামি রঙের দেখানো হয়।
উত্তর – শুদ্ধ।
উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়।
উত্তর – অশুদ্ধ।
ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ইঞ্চি শিটের সূচক মান হতে পারে \(73\frac J{14}\)।
উত্তর – শুদ্ধ।
স্তম্ভ মেলাও।
বামস্তম্ভ | ডানস্তম্ভ | উত্তর |
A. উপগ্রহ চিত্রে গভীর অরণ্য | 1. গাঢ় নীল | A. → 3. |
B. উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় | 2. হলুদ | B. → 1. |
C. উপগ্রহ চিত্রে বরফাবৃত এলাকা | 3. গাঢ় লাল | C. → 5. |
D. উপগ্রহ চিত্রে বালুকাময় ভূমি | 4. নীলাভ সবুজ | D. → 2. |
E. উপগ্রহ চিত্রে বসতি অঞ্চল | 5. সাদা | E. → 4. |
একটি বা দুটি শব্দে উত্তর দাও।
রিমোট সেন্সিং শব্দের অর্থ কী?
রিমোট সেন্সিং শব্দের অর্থ হল দূর সংবেদন।
দূর সংবেদন ব্যবস্থার দুটি মৌলিক প্রক্রিয়া কী?
দূর সংবেদন ব্যবস্থার দুটি মৌলিক প্রক্রিয়া হল রাশিতথ্য আহরণ ও বিশ্লেষণ।
দূর সংবেদন ব্যবস্থাকে কী কী ভাগে ভাগ করা যায়?
দূর সংবেদন ব্যবস্থাকে বিমান চিত্র ও উপগ্রহ চিত্র ভাগ করা যায়।
কত সালে রিমোট সেন্সিং শব্দটি গ্রহণীয় হয়ে ওঠে?
1960 সালে রিমোট সেন্সিং শব্দটি গ্রহণীয় হয়ে ওঠে।
উপগ্রহ চিত্র তোলার মূল শক্তির উৎস কোনটি?
উপগ্রহ চিত্র তোলার মূল শক্তির উৎস হল সূর্য।
আন্তর্জাতিক সিরিজের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের স্কেল কত?
আন্তর্জাতিক সিরিজের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের স্কেল 1 : 1000000।
ভারতের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের মোট ক-টি গ্রিড রয়েছে?
ভারতের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের মোট 135টি গ্রিড রয়েছে।
ভারতের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে মিলিয়ন শিটের স্কেল কত?
ভারতের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে মিলিয়ন শিটের স্কেল 1 : 1000000।
ভারতের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ডিগ্রি শিটের স্কেল কত?
ভারতের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ডিগ্রি শিটের স্কেল 1 : 250000।
যে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের স্কেল 1 : 100000, সেই মানচিত্রকে কী বলে?
যে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের স্কেল 1 : 100000, সেই মানচিত্রকে কোয়াড্রান্ট শিট বলে।
সার্ভে অব ইন্ডিয়ার সদর দফতর কোথায় অবস্থিত?
সার্ভে অব ইন্ডিয়ার সদর দফতর দেরাদুনে অবস্থিত।
সার্ভে অব ইন্ডিয়ার শাখা দফতর কোথায় রয়েছে?
সার্ভে অব ইন্ডিয়ার শাখা দফতর কলকাতার উড স্ট্রিটে রয়েছে।
ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সমোন্নতি রেখার ব্যবধান কত?
ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সমোন্নতি রেখার ব্যবধান সাধারণত 20 মিটার, তবে 10 মিটারও হয়।
ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ইঞ্চি শিটের R.F. কত?
ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ইঞ্চি শিটের R.F. হল 1 : 250000।
মিলিয়ন শিট বা 4° শিটের বিস্তার কত?
মিলিয়ন শিট বা 4° শিটের বিস্তার হল 4° × 4° (অক্ষাংশ × দ্রাঘিমা)।
ডিগ্রি শিটের টোপো মানচিত্রের বিস্তার কত?
ডিগ্রি শিটের টোপো মানচিত্রের বিস্তার হল 1° × 1°।
ডিগ্রি শিটের মেট্রিক স্কেল কত?
ডিগ্রি শিটের মেট্রিক স্কেল হল 1 সেমিতে 2.5 কিমি বা 1:250000।
ধরা যাক একটি টোপোশিটের নম্বর 73A, এটি কী ধরনের টোপোশিট?
ধরা যাক একটি টোপোশিটের নম্বর 73A, এটি ডিগ্রি শিট ধরনের টোপোশিট।
ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম করো।
ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হল আর্যভট্ট।
পৃথিবী থেকে কোনো উপগ্রহকে মহাকাশে প্রেরণ করতে কী পরিমাণ বেগ প্রয়োজন?
পৃথিবী থেকে কোনো উপগ্রহকে মহাকাশে প্রেরণ করতে এর মান 11.2 কিমি/সে পরিমাণ বেগ প্রয়োজন।
চাঁদের ক্ষেত্রে মুক্তিবেগ কত?
চাঁদের ক্ষেত্রে মুক্তিবেগ হল 2.38 কিমি/সে।
সূর্যের ক্ষেত্রে মুক্তিবেগ কত?
সূর্যের ক্ষেত্রে মুক্তিবেগ হল 617.5 কিমি/সে।
নিরক্ষীয় তল বরাবর যেসব উপগ্রহ পশ্চিম থেকে পূর্বে ঘোরে, তাদের কী বলে?
নিরক্ষীয় তল বরাবর যেসব উপগ্রহ পশ্চিম থেকে পূর্বে ঘোরে, তাদের ভূসমলয় উপগ্রহ বলে।
ভূসমলয় উপগ্রহের কক্ষপথকে কী বলে?
ভূসমলয় উপগ্রহের কক্ষপথকে পার্কিং অরবিট বলে।
শত্রুপক্ষের সেনাবাহিনীর গতিপ্রকৃতির খোঁজখবর করে কোন্ ধরনের উপগ্রহ?
শত্রুপক্ষের সেনাবাহিনীর গতিপ্রকৃতির খোঁজখবর করে স্পাই স্যাটেলাইট ধরনের উপগ্রহ।
পৃথিবীর বিভিন্ন স্থানের সঠিক অবস্থান নির্ণয়ের জন্য ভারতে কোন্ উপগ্রহ ব্যবহার করা হয়?
পৃথিবীর বিভিন্ন স্থানের সঠিক অবস্থান নির্ণয়ের জন্য ভারতে INSAT উপগ্রহ ব্যবহার করা হয়।
LANDSAT সিরিজকে বর্তমানে কোন্ নামে ডাকা হয়?
LANDSAT সিরিজকে বর্তমানে NOAA নামে ডাকা হয়।
SPOT-1 উপগ্রহটি কবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়?
SPOT-1 উপগ্রহটি 1986 মহাকাশে উৎক্ষেপণ করা হয়।
SPOT-1 উপগ্রহটি কোথা থেকে উৎক্ষেপণ করা হয়?
SPOT-1 উপগ্রহটি ফরাসি গিয়ানার কুরু দ্বীপ থেকে উৎক্ষেপণ করা হয়।
কোন্ বিচ্ছুরণ থেকে আমরা আকাশের রং নীল দেখি?
র্যালে বিচ্ছুরণ থেকে আমরা আকাশের রং নীল দেখি।
বর্তমানে উপগ্রহ চিত্রের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো।
বর্তমানে উপগ্রহ চিত্রের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার আবহাওয়া পর্যবেক্ষণ।
উপগ্রহ চিত্রের একটি অসুবিধা বলো।
উপগ্রহ চিত্রের একটি অসুবিধা হল সকলে এই চিত্র বুঝতে পারেন না।
ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের অন্য নাম কী?
ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের অন্য নাম হল টোপো মানচিত্র।
স্কেল অনুযায়ী টোপোশিট কোন্ শ্রেণির মানচিত্র?
স্কেল অনুযায়ী টোপোশিট মাঝারি স্কেলের শ্রেণির মানচিত্র।
যেসব টোপোশিটে অক্ষাংশ এবং দ্রাঘিমার বিস্তার যথাক্রমে 1°, সেই টোপোশিট কী নামে পরিচিত?
যেসব টোপোশিটে অক্ষাংশ এবং দ্রাঘিমার বিস্তার যথাক্রমে 1°, সেই টোপোশিট ডিগ্রি শিট নামে পরিচিত।
টোপোশিটের কোন্ দিকে স্কেল উল্লেখ করা থাকে?
টোপোশিটের দক্ষিণদিকে স্কেল উল্লেখ করা থাকে।
টোপোশিটে লাল রং দিয়ে কী কী দেখানো হয়?
টোপোশিটে লাল রং দিয়ে জনবসতি ও রাস্তাঘাট দেখানো হয়।
স্বাভাবিক উদ্ভিদকে টোপোশিটে কী রঙে দেখানো হয়?
স্বাভাবিক উদ্ভিদকে টোপোশিটে সবুজ রঙে দেখানো হয়।
টোপোশিটে অনিত্যবহ নদীকে কী রঙে দেখানো হয়?
টোপোশিটে অনিত্যবহ নদীকে কালো রঙে দেখানো হয়।
টোপো মানচিত্রে জাতীয় সড়কের নির্দেশক চিহ্ন কী?
টোপো মানচিত্রে জাতীয় সড়কের নির্দেশক চিহ্ন হল NH এই শব্দ দ্বারা।
টোপোশিটে PS চিহ্নের অর্থ কী?
টোপোশিটে PS চিহ্নের অর্থ হল পুলিশ স্টেশন বা থানা।
ভারতের রিমোট সেন্সিং উপগ্রহগুলির সংক্ষিপ্ত নাম কী?
ভারতের রিমোট সেন্সিং উপগ্রহগুলির সংক্ষিপ্ত নাম হল INSAT-1A, 1B ইত্যাদি এবং IRS-1A, 1B, 1C ইত্যাদি।
ভারতে আবহাওয়া সংক্রান্ত তথ্যসংগ্রহ ও পূর্বাভাস দেওয়ার জন্য কোন্ প্রকার উপগ্রহ ব্যবহৃত হয়?
ভারতে আবহাওয়া সংক্রান্ত তথ্যসংগ্রহ ও পূর্বাভাস দেওয়ার জন্য জিওস্টেশনারি বা ভূসমলয় উপগ্রহ, যথা INSAT-1A, 1B ইত্যাদি উপগ্রহ ব্যবহৃত হয়।
ইংরেজিতে উপগ্রহ চিত্রকে কী বলে?
ইংরেজিতে উপগ্রহ চিত্রকে Satellite Imagery (Satellite = উপগ্রহ এবং Imagery = চিত্র) বলে।
EMR -এর অর্থ কী?
EMR -এর অর্থ হল প্রত্যেকটি বস্তু একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের শক্তি বিকিরণ পরে। একে তড়িৎচুম্বকীয় বিকিরণ বা Electro Magnetic Radiation বা সংক্ষেপে EMR বলে।
আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের সপ্তম অধ্যায় “উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র” -এর কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক (দশম শ্রেণী) পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।
মন্তব্য করুন